বাংলা মকটেস্ট – ০১
তাং – ১২/০৬/২০২১
উত্তরপত্র
১) ‘কুড়ানো মেয়ে’ গল্প অবলম্বনে পরিচ্ছেদগুলি ক্রমানুসারে সাজাও –
1. কার্যোদ্ধার 2. বেহাইবাড়ি
3. বুড়োবর 4. একখানি পত্র
A. 2 – 3 – 4 – 1. B. 2 – 1 – 3 – 4
C. 1 – 2 – 4 – 3. D. 3 – 2 – 4 – 1
★ সঠিক উত্তর – B
২) ‘মশা’ গল্পে জাপানের উত্তর-দক্ষিণে সাখালিন দ্বীপটি পড়ে আছে –
A. সরু করাতের মতো
B. হাতির দাঁতের মতো
C. পাখির ঠোঁটের মতো
D. কুমড়োর ফালির মতো
★ সঠিক উত্তর – A
৩) ‘ফসিল’ গল্পে মুখার্জী সম্বন্ধে কোনটি বলা হয়নি ?
A. একদিকে যেমন কট্টর, অন্যদিকে তেমনি হমদরদ
B. প্রজারা ভয়ও পায়, ভক্তিও করে
C. তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে কুর্মিদের জীবনেও একটা চঞ্চলতা এসেছে
D. সে দেখিয়ে দেবে রাজ্যশাসন শাঠিবাজি নয়
★ সঠিক উত্তর – C
৪) A. B
a) বনলতা i) অনাদি সরকারের মেয়ে
b) দেবপ্রিয়া ii) সত্য দাসের মেয়ে
c) অনুপমা iii) নন্দ দত্তর বোন
d) মমতা iv) যাদব বোসের মেয়ে
সংকেত –
A. a) – iv. b) – iii. c) – i. d) – ii
B. a) – iii b) – i. c) – iv d) – ii
C. a) – iv. b) – i. c) – ii. d) – iii
D. a) – ii b) – iv. c) – i. d) – iii
★ সঠিক উত্তর – A
৫) ‘সংসার সীমান্তে’ গল্পে অঘোর রজনীর ৪ বার দেখা হয়েছিল। দেখা হবার সময়গুলি ক্রমানুসারে সাজাও –
1. দুপুরবেলা 2. বিকেলবেলা
3. বৃষ্টির রাতে 4. গভীর রাতে
A. 4 – 2 – 1 – 3. B. 1 – 4 – 2 – 3
C. 1 – 3 – 2 – 4. D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – D
৬) ‘বিবাহের বিজ্ঞাপন’ গল্পে রাম আওতারের বাড়ির রাস্তার মোড়ে যে গাছ ছিল –
A. অশ্বত্থ গাছ B. বাদাম গাছ
C. শিরীষ গাছ D. মাদার গাছ
★ সঠিক উত্তর – C
৭) “তাহার কৃপণতার খ্যাতি বহুদূর ব্যাপ্ত” – কার ?
A. মহারাজ B. সীতানাথ
C. তিনকড়ি D. এলেম শেখ
★ সঠিক উত্তর – B
৮) 1. তার বাড়ি তালকান্দায়
2. বর্ষাকালে নৌকা বায়
3. শীতকালে চাষ করে, ঘরামির কাজ করে
4. তার বউ কলেরায় মারা গেছে।
কার সম্পর্কে বলা হয়েছে ?
A. মোতালেফ B. গফুর সিকদার
C. ওয়াহেদ মৃধা D. নাদির শেখ
★ সঠিক উত্তর – D
৯) গল্প অপ্রধান চরিত্র
a) মতিলাল পাদরি i) নিতাই
b) মশা ii) শশী
c) কুড়ানো মেয়ে iii) জহর
d) গিরগিটি iv) শিশির
সংকেত –
A. a) – iv. b) – iii. c) – i. d) – ii
B. a) – iii b) – iv c) – i d) – ii
C. a) – iv. b) – iii. c) – ii. d) – i
D. a) – ii b) – iv. c) – i. d) – iii
★ সঠিক উত্তর – B
১০) নিম্নলিখিত কোনটি শ্রীপতি সামন্ত সম্বন্ধে সত্য নয় ?
A. ঘাড় ঈষৎ বাঁকা B. চোখে পাতা নেই
C. চোখ দুটি পিঙ্গল বর্ণ D. মাথায় টাক
★ সঠিক উত্তর – C
১১) মন্তব্য – শ্যামবাবু কামরাঙা ফল খায় না।
যুক্তি – কালীঘাটের কালী ঠাকুরকে কামরাঙা ফল দান করেছেন।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ , যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ , যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ , যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ , যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
১২) সামনের ছোট বাগানে পায়চারী করার সময় মতিলালের হাতে থাকে –
A. বাইবেল B. ভগবত গীতা
C. যিশুর জীবনী D. গীত সংহিতা
★ সঠিক উত্তর – D
১৩) A. B
a) মায়াকে দেখে ভুবনকে i) চিতাবাঘিনী
মনে হয়
b) ভুবনকে দেখে মায়ার ii) রাজহংসী
মনে হয়
c) মায়ার ছুটে যাওয়া iii) মাদার গাছ
d) জংলা ছিটের শায়ায় iv) ডালিমের চারা
মায়াকে মনে হয়
সংকেত –
A. a) – iv. b) – iii c) – ii. d) – i
B. a) – ii. b) – iv c) – i d) – iii
C. a) – iii. b) – iv c) – ii. d) – i
D. a) – ii. b) – iii c) – iv d) – i
★ সঠিক উত্তর – A
১৪) শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. চোকর সেদ্ধকে হাইক্লাস বলেছে – লতি।
B. চোকর সেদ্ধর সঙ্গে লতি দিতে বলেছিল – আমলকি।
C. লতি কুড়িয়ে খেয়েছিল – সুপুরি
D. ভাতের থেকে চোকর খেতে ভালো লাগে বলেছিল – যুথী।
★ সঠিক উত্তর – B
১৫) “এই দেবতুল্য জীবগুলির ওপর মহারাজের অপার ভক্তি” – কাদের ওপর ?
A. কূর্মি জাতি B. ভীল জাতি
C. ঘোড়া D. মৌমাছি
★ সঠিক উত্তর – C
১৬) ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ গল্পে গন্ডেরি রবীন্দ্রনাথের যে লাইনটি তুলে ধরেছেন –
A. বৈরাগ্য সাধনে মুক্তি
B. এ জগতে হায়, সেই বেশি চায়
C অন্তর মম বিকশিত করো হে
D. হে মোর চিত্ত পুণ্য তীর্থে
★ সঠিক উত্তর – A
১৭) ‘সংসার সীমান্তে’ গল্পের চলচ্চিত্রায়ণে অঘোরের ভূমিকায় অভিনয় করেছিলেন –
A. উত্তম কুমার B. বিকাশ রায়
C. শমিত ভঞ্জ D. সৌমিত্র চট্টোপাধ্যায়
★ সঠিক উত্তর – D
১৮) “তন্নষ্টং যন্ন দীয়তে” সংস্কৃত শ্লোকটির উল্লেখ আছে কোন গল্পে ?
A. হৃদয়েশ্বর মুখুজ্জ্যে B. উলট পুরাণ
C. মতিলাল পাদরি D. সমুদ্র
★ সঠিক উত্তর – A
১৯) শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো –
a) মোতালেফ ছাড়া রাজেকের অপর একজন শাগরেদ হল ইসমাইল কাজী।
b) মোতালেফ ধান কাটতে পারে না ওসমানের মতো।
c) মোতালেফের থেকে ছদন শেখের গুড়ের স্বাদ ভালো হয়।
d) রাজেক মৃধার দাদার নাম ছিল মকবুল মৃধা।
A. কেবল a অশুদ্ধ B. b ও d শুদ্ধ
C. কেবল a ও c শুদ্ধ D.কেবল d শুদ্ধ
★ সঠিক উত্তর – C
২০) ‘সমুদ্র’ গল্পে কাছে, মাঝে ও দূরে অনুযায়ী সমুদ্রের জলের রঙ ছিল যথাক্রমে –
A. গৈরিক – সীসা – সবুজ
B. নীল – সবুজ – সীসা
C. নীল – গৈরিক – সবুজ
D. গৈরিক – সবুজ – নীল
★ সঠিক উত্তর – D
২১) ‘চোর’ গল্পে রেণু প্রথম কী চুরি করেছিল ?
A. হাতঘড়ি B. ফাউন্টেন পেন
C. কাঁসার বাটি D. রূপোর চামচ
★ সঠিক উত্তর – A
২২) ২০শে ভাদ্র, ১৩৬৫ বঙ্গাব্দে কোন গল্পটি প্রথম প্রকাশিত হয় ?
A. সুন্দরম B. সংসার সীমান্তে
C. গিরগিটি D. মতিলাল পাদরি
★ সঠিক উত্তর – D
২৩) প্রকৃত শব্দ বিকৃত উচ্চারণ
a) আলস্টার i) ছুছুরাবাদ
b) সুইটসারল্যান্ড. ii) নিমতে
c) বোর্দো iii) বেলেস্তারা
d) ম্যঞ্চেস্টার iv) ভাঁটিখানা
সংকেত –
A. a) – iv. b) – iii c) – ii. d) – i
B. a) – ii. b) – iv c) – i d) – iii
C. a) – iii. b) – i c) – iv. d) – ii
D. a) – ii. b) – iii c) – iv d) – i
★ সঠিক উত্তর – C
২৪) ‘গিরগিটি’ গল্পে প্রণব মায়ার যে জিনিসটা পছন্দ করে না –
A. থুতনি B. চোখ C. খোঁপা D. বেণী
★ সঠিক উত্তর – D
২৫) গল্প পত্রিকায় প্রকাশ
a) কুড়ানো মেয়ে i) ভারতবর্ষ
b) বিবাহের বিজ্ঞাপন ii) কল্লোল
c) শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড iii) প্রবাসী
d) সংসার সীমান্তে iv) ভারতী
সংকেত –
A. a) – iv. b) – iii c) – i. d) – ii
B. a) – ii. b) – iv c) – i d) – iii
C. a) – iii. b) – i c) – iv. d) – ii
D. a) – ii. b) – iii c) – iv d) – i
★ সঠিক উত্তর – A
___