বাংলা মকটেস্ট – ০৩
বিষয় – উপন্যাস
উত্তরপত্র
১) A. B
a) দীপনির্বাণ i) ২৯
b) স্তিমিত প্রদীপে ii) ২
c) বিষবৃক্ষ কী iii) ৩২
d) বিষবৃক্ষের ফল iv) ৪৪
সংকেত –
A. a) – iv. b) – iii. c) – i. d) – ii
B. a) – ii. b) – iv. c) – i. d) – iii
C. a) – iii b) – i. c) – iv d) – ii
D. a) – iv b) – iii. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – B
২) মন্তব্য – হিন্দুস্তানী পন্ডিতের গ্রন্থিবদ্ধ শিখা কাঁচি দিয়ে কেটে ছোট করে দেওয়াটা ইন্দ্রনাথের মতে অপরাধ নয়।
যুক্তি – কাটা শিখাটটি পন্ডিত তার থলিতেই পেয়েছিলেন।
A. মন্তব্য – শুদ্ধ যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D
৩) কুমারকম্পন যাদের হত্যা করেছিলেন তাদের সঠিক ক্রম চিহ্নিত করো –
A. কুমারাপ্পা – জীমূতবাহন – অতিথিবর্গ – বিজয়রায়
B. জীমূতবাহন – অতিথিবর্গ – বিজয়রায় – কুমারাপ্পা
C. জীমূতবাহন – কুমারাপ্পা – অতিথিবর্গ – বিজয়রায়
D. বিজয়রায় – জীমূতবাহন – কুমারাপ্পা – অতিথিবর্গ
★ সঠিক উত্তর – C
৪) “ভাগ্যের এটা পুরস্কার নয়, ঘুষ” – শশীর ক্ষেত্রে কোনটা পুরস্কার নয় ?
A. আকস্মিক জনপ্রিয়তা B. কুসুম
C. ডাক্তারি পাস D. যাদবের স্নেহধন্য হওয়া
★ সঠিক উত্তর – A
৫) ‘শহীদের মা’ গল্পে বিমলাদের উঠানে কী কী গাছ ছিল ?
A. শিউলি ও ফণিমনসা B. বেগুন ও লাউ
C. শিউলি ও টগর D. টগর ও লাউ
★ সঠিক উত্তর – C
৬) শুদ্ধ কোনটি ?
a) গাজনের পরদিন নীলের রাত্তি হয়েছিল – শুক্রবার।
b) শহরের বাবুরা বেড়াতে বেরোন – বিকাল ৫টায়।
c) বারফটকা বাবুদের ঘরে ফেরার সময় – রাত ৩টে।
d) শহর গুলজার থাকে সকাল সাড়ে সাতটায়।
e) বছরের শেষ দিনটা ছিল – রবিবার।
A. কেবল e অশুদ্ধ B. c ও d শুদ্ধ
C. a ও c অশুদ্ধ D. b ও e শুদ্ধ
★ সঠিক উত্তর – D
৭) A. B
a) রাজগুরু i) অনিরুদ্ধ
b) নগরপাল ii) কুঞ্চকী
c) রাজদূত iii) আর্যকূর্মদেব
d) পাহারাদার iv) নরসিংহ
A. a) – ii b) – iv. c) – i. d) – iii
B. a) – iii. b) – iv. c) – i. d) – ii
C. a) – iv. b) – iii. c) – ii. d) – i
D. a) – ii. b) – i. c) – iv. d) – iii
★ সঠিক উত্তর – B
৮) ইন্দ্রনাথের সহচর্যে শ্রীকান্তর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলির সঠিক ক্রমটি চিহ্নিত করো –
A. মাছ ধরা – মড়া ছেলের সৎকার – মেজদার থেকে নিষ্কৃতি – মেঘনাদবধ পালা
B. মড়া সৎকার – মেজদার থেকে নিষ্কৃতি – মেঘনাদবধ পালা – মাছ ধরা
C. মাছ ধরা – মেজদার থেকে নিষ্কৃতি – মেঘনাদ বধ পালা – মড়া সৎকার
D. মেঘনাদ বধ পালা – মাছ ধরা – মেজদার থেকে নিষ্কৃতি – মড়া সৎকার
★ সঠিক উত্তর – A
৯) “ওরা দুই ভাই বড় মাতামাতি আরম্ভ করিল” – দুই ভাই কে ?
A. দেবেন্দ্র ও নগেন্দ্র B. দেবেন্দ্র ও সুরেন্দ্র
C. ঝড় ও বৃষ্টি D. বিষবৃক্ষ ও অমৃত
★ সঠিক উত্তর – C
১০) A. B
a) মোতালেফ i) ২২ – ২৩ বছর
b) ফুলবানু ii) ১৬ – ১৭ বছর
c) ডুলুং iii) ১৮ – ১৯ বছর
d) কমলা iv) ২৫ – ২৬ বছর
A. a) – ii b) – iv. c) – i. d) – iii
B. a) – iii. b) – iv. c) – ii. d) – i
C. a) – iv. b) – iii. c) – ii. d) – i
D. a) – iv. b) – iii. c) – i. d) – ii
★ সঠিক উত্তর – D
১১) কে মতির মনকে গাওদিয়ার দিকে টানছিল ?
A. শশী B. পরান C. কুসুম D. বিন্দু
★ সঠিক উত্তর – B
১২) ইন্দির ঠাকুরণ কবে মারা গিয়েছিল ?
A. পয়লা বৈশাখ B. পয়লা মাঘ
C. মাঘী পূর্ণিমা D. বুদ্ধ পূর্ণিমা
★ সঠিক উত্তর – A
১৩) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাসের ৪টি পর্বের পরিচ্ছেদ সংখ্যাগুলোর ক্রমবিন্যাসটি চিহ্নিত করো –
A. ৯ – ১১ – ৫ – ৮ B. ১০ – ৮ – ৪ – ৭
C. ১১ – ৯ – ৬ – ৮ D. ১১ – ৫ – ৮ – ৯
★ সঠিক উত্তর – C
১৪) কোনটি বাদলের সম্পর্কে সঠিক নয় ?
A. ক্লাস টেনে পড়ার সময় বাদলের টাইফায়েড হয়েছিল
B. বাদল দয়ালের থেকে ৫ বছরের ছোট
C. বাদল কম কথা বলে
D. বাদল ছিল মাতৃমুখী
★ সঠিক উত্তর – B
১৫) ‘হুতোম প্যাঁচার নকশা’ অবলম্বনে কার সম্পর্কে বলা হয়েছে ?
1. বোতলপুর পাড়া গাঁ অঞ্চলের বিশিষ্ট লোক
2. সুবর্ণরেখা নদীর তীরে পাঁচ বিঘা জমির ওপর বাড়ি
3.বাড়ির সামনে ২টো শিবের মন্দির, ২০০ বিঘা ব্রহ্মোত্তর জমি আছে।
4. একমাত্র কন্যার বিয়ে হয় শহরের হরিহর চট্টোপাধ্যায়ের সঙ্গে।
A. কানাইলাল মুখার্জী
B. শিবকৃষ্ণ ভট্টাচার্য
C. প্রতাপচাঁদ গাঙ্গুলী
D. রামেশ্বর চক্রবর্তী
★ সঠিক উত্তর – D
১৬) “আমি ক্ষণকালের জন্য বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম” – কোন রূপ দেখে শ্রীকান্ত এই কথা বলেছে ?
A. রাত্রি B. রাজলক্ষী
C. অন্নদাদিদি D. ছিনাথ বহুরূপী
★ সঠিক উত্তর – B
১৭) a) গরম ভাত ও নিছক ভূতের গল্পে সর্বানন্দ দাসের বাড়ি ছিল সোনামুড়ি গ্রামে।
b) ‘দ্বিজ’ গল্পের নিশিকান্ত প্রথম পানের দোকান খুলেছিল বউবাজারে।
c) ‘গোঘ্ন’ গল্পের শিমূল কেষ্টপুর গ্রামটি পদ্মা নদীর তীরে অবস্থিত।
d) ‘ইঁদুর’ গল্পে যতীনের বাড়ি ভাড়া ছিল সাড়ে বাইশ টাকা।
A. কেবল d শুদ্ধ B. a ও b শুদ্ধ
C. কেবল c শুদ্ধ D. c ও d শুদ্ধ
★ সঠিক উত্তর – C
১৮) মন্তব্য – হরিহর চার পাঁচ মাস শয্যাগত ছিল।
যুক্তি – আম খেতে গিয়ে গাছ থেকে পড়ে হাত পা ভেঙেছিল।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D
১৯) ‘হুতোম প্যাঁচার নকশা’ র প্রথম পর্ব থেকে উল্লেখিত শিরোনামগুলো ক্রমানুসারে সাজাও –
A. কৃশ্চানি হুজুক – মরা ফেরা – সাতপেয়ে গরু – দরিয়াই ঘোড়া
B. মরা ফেরা – সাতপেয়ে গরু – ক্রিশ্চানি হুজুক – দরিয়াই ঘোড়া
C. দরিয়াই ঘোড়া – সাতপেয়ে গরু – মরা ফেরা – ক্রিশ্চানি হুজুক
D. মরা ফেরা – দরিয়াই ঘোড়া – সাতপেয়ে গরু – ক্রিশ্চানি হুজুক
★ সঠিক উত্তর – A
২০) মন্তব্য – বলরাম ও অর্জুন গুহা ছেড়ে বিজয়রায়ের প্রাসাদে বসবাস শুরু করেছিল।
যুক্তি – বর্ষার আগমনে গুহার ফুটো ছাদ দিয়ে জল পড়ে।
A. মন্তব্য – শুদ্ধ যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
২১) তারাচরণের লিবার্টির কারণ কী ছিল বলে ঔপন্যাসিক জানিয়েছেন ?
A. মায়ের কূলত্যাগ
B. পৌত্তলিকতাবিদ্বেষ
C. ব্রাহ্মধর্ম সমাজে অংশগ্রহণ
D. স্ত্রীলোকশূন্যতা
★ সঠিক উত্তর – D
২২) ‘মশা’ গল্পে রেড ইন্ডিয়ান গাইডটির উচ্চতা ছিল –
A. সাড়ে ৪ ফুট B. সাড়ে ৫ ফুট
C. ৫ ফুট D. সাড়ে ৬ ফুট
★ সঠিক উত্তর – D
২৩) “চিরদিন সব ব্যাপারে শশীর উপরেই সে নির্ভর করিয়া আসিয়াছে” – কে ?
A. কুসুম B. সেনদিদি C. পরান
D. মতি E. যাদব পন্ডিত
★ সঠিক উত্তর – C
২৪) 1. অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫ – ৬ টা গোলা আছে।
2. স্ত্রী মারা গেছে।
3. সেজ ভায়ের বিধবা স্ত্রী সংসারের গৃহকর্ত্রী।
‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে কার সম্পর্কে বলা হয়েছে ?
A. অন্নদা রায় B. ভুবন মুখার্জী
C. গোপাল ভট্টাচার্য D. রাজকৃষ্ণ সান্ন্যাল
★ সঠিক উত্তর – B
২৫) A. B
a) সাদা খরগোশের মতো i) ভুবন
b) কচি পেয়ারার মতো. ii) হেনা
c) মাদার গাছ iii) সমুদ্র
d) জুঁই ফুলের মতো iv) মায়া
A. a) – ii. b) – iv. c) – i. d) – iii
B. a) – iv. b) – iii. c) – ii. d) – i
C. a) – ii. b) – i. c) – iv d) – iii
D. a) – iv. b) – i. c) – ii. d) – iii
★ সঠিক উত্তর – A
২৬) সঠিক বিকল্প চিহ্নিত করো –
a) নতুন দা দর্জি পাড়ার ছেলে, এফ.এ পাস করেছে।
b) নতুনদার থিয়েটারে যাবার উদ্দেশ্য তবলা বাজানো।
c) নতুনদা ঠুনঠুন পেয়ালা গান ধরেছিল।
d) নতুনদা শ্রীকান্তকে বিশ্রী বলে সম্বোধন করেছিল।
e) নতুনদাকে ৫-৭ টা কুকুর তাড়া করেছিল।
A. a ও d অশুদ্ধ B. b ও e অশুদ্ধ
C. কেবল c শুদ্ধ D. c ও e শুদ্ধ
★ সঠিক উত্তর – D
২৭) i) একটা পাখা ii) হাঁড়ি iii) বেগুন
iv) ধামা v) কাঁঠাল vi) মাদুর
– এর মধ্যে গুরুদাসকে তার মা কী কী আনতে বলেছিল ?
A. i ও ii. B. ii ও iv C. i ও iv D. iii ও v
★ সঠিক উত্তর – C
২৮) ‘কুড়ানো মেয়ে’ গল্পের কাহিনি শুরু হয়েছে কোন মাসে ?
A. শ্রাবণ মাসে B. আশ্বিন মাসে
C. পৌষ মাসে D. অগ্রহায়ণ মাসে
★ সঠিক উত্তর – A
২৯) মন্তব্য – বাদশা এবার প্রচন্ড শীতের আশা করেছিল।
যুক্তি – বর্ষা এবার অনেক হয়েছিল।
A. মন্তব্য – শুদ্ধ যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
৩০) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস সম্পর্কে কোন মন্তব্যটি অশুদ্ধ ?
A. প্রকাশকাল – ২১শে মে, ১৯৩৬
B. ভারতবর্ষ পত্রিকায় ১১টি কিস্তিতে প্রকাশ হয়েছে।
C. প্রথম গুজরাতি ভাষায় অনুবাদ করা হয়।
D. উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির পরিচালনা করেন অসিত বন্দ্যোপাধ্যায়।
★ সঠিক উত্তর – B
৩১) অর্জুন ও বলরাম তৃতীয় দিন পম্পাপতি মন্দিরে মঞ্জিরা বাদ্যযন্ত্র সহযোগে কোন রাগের গান শুনছিল ?
A. কর্ণাট B. গুর্জর
C. জয়মঙ্গল D. দেশমিশ্র
★ সঠিক উত্তর – C
৩২) A. B
a) গোবিন্দপুর i) দ্বিজ
b) গাজীপুর ii) জননী
c) দানাপুর iii) শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড
d) মহিমপুর iv) বিবাহের বিজ্ঞাপন
A. a) – ii b) – iv. c) – i. d) – iii
B. a) – iii. b) – iv. c) – i. d) – ii
C. a) – iv. b) – iii. c) – ii. d) – i
D. a) – iii. b) – iv. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – D
৩৩) সমালোচকরা ডিকেন্সের মিকবার চরিত্রটির সঙ্গে ‘পথের পাঁচালী’ উপন্যাসের যে চরিত্রটির তুলনা করেছেন ?
A. সর্বজয়া B. হরিহর
C. ইন্দির ঠাকুরণ D. দূর্গা
★ সঠিক উত্তর – B
৩৪) i) এক মাথা কোঁকড়ানো চুল।
ii) বিরাট গোঁফ iii) জমকালো জুলফি
iv) প্রকান্ড ভারি মুখ
– কার সম্পর্কে এ কথা বলা হয়েছে ?
A. রিদু বাবু B. শ্রীপতি সামন্ত
C. শ্যামবাবু D. মহারাজ
★ সঠিক উত্তর – A
৩৫)
a) সূর্যমুখীর যক্ষা হয়েছিল।
b) সূর্যমুখী অসুস্থ অবস্থায় মধুপুরে ছিল।
c) সূর্যমুখীকে শুশ্রুষা করেছিল রামকৃষ্ণ গোস্বামী।
d) সূর্যমুখী মৃত্যুর আগে নগেন্দ্রকে দেখতে চেয়েছিল।
সংকেত –
A. a – ×. b – × c – √ d – √
B. a – √ b – ×. c – √ d – ×
C. a – √ b – √ c – × d – ×
D. a – ×. b – √ c – ×. d – √
★ সঠিক উত্তর – D
—