বাংলা মকটেস্ট – ১২
বিষয় – ভাষাতত্ত্ব ও অন‍্যান‍্য

উত্তরপত্র

১)    A.                 B
a) সংবৃত           i) অ
b) অর্ধসংবৃত.    ii) আ
c) অর্ধবিবৃত      iii) ই
d) বিবৃত            iv) ও
A. a) – ii.    b) – iv.   c) – i     d) – iii
B. a) – ii.    b) – i.    c) – iv.   d) – iii
C. a) – iii.   b) – iv.   c) – ii     d) – i
D. a) – iii.   b) – iv.    c) – i.    d) – ii
★ সঠিক উত্তর – D

২) শুদ্ধ কোনটি ?
A. সুনীতিবাবুর মতে অর্ধস্বর ২টি।
B. সুনীতিবাবু সমধ্বনির দ্বিস্বরের অস্তিত্ব স্বীকার করেছেন।
C. সুনীতিবাবুর মতে দ্বিস্বর ২৫টি।
D. দ্বিস্বরের দ্বিতীয় স্বরটি পিচ্ছিল ধ্বনি।
★ সঠিক উত্তর – B

৩) কোনটি কাহ্নপাদের লিখিত পদ নয় ?
A. করুণা পিহাড়ি খেলহুঁ নয়বল
B. নগর বাহিরি রেঁ ডোম্বী
C. গঙ্গা জ‌উনা মাঝে রে বহ‌ই নাই
D. কাঅ ণাবড়ি খান্টি মন কেড়ুআল
★ সঠিক উত্তর – D

৪) শুদ্ধ বিকল্প নির্বাচন করো –
1. লোকনিরুক্তি শব্দ – আরামকেদারা।
2. ভুয়া শব্দ – ঝটিৎ।
3. সঙ্কর শব্দ – নিশ্চুপ।
4. জোড়কলম শব্দ – মিনতি।
A. 1 ও 3 শুদ্ধ    B. 2 ও 3 শুদ্ধ 
C. 1 ও 4. শুদ্ধ   D. 2 ও 4 অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৫) রাসসুন্দরীর তোলা একমাত্র ছবিতে তিনি কী শাড়ি পড়েছিলেন ?
A. নীলাম্বরী          B. ময়ূরকন্ঠী চেলী
C. বালুচরী           D. গরাদের থান
★ সঠিক উত্তর – B

৬) মন্তব‍্য – বাংলা ভাষায় সব কারকে শূন‍্য বিভক্তি প্রায়‌ই দেখা যায়।
যুক্তি – বাংলাভাষায় বিভক্তি লোপের প্রবণতা আছে।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

৭) 1. নীলাম্বরের চরিত্রহীনতা প্রকাশ
2. সাহেব ডাক্তারের আগমন
3. পটলীর শ্বশুরবাড়ি আগমন
4. পুণ‍্যির বিয়ে
‘প্রথম প্রতিশ্রুতি’ উপন‍্যাস অবলম্বনে ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও –
A. 4 – 1 – 3 – 2.         B. 3 – 2 – 1 – 4
C. 1 – 4 – 3 – 2.         D. 2 – 1 – 4 – 3
★ সঠিক উত্তর – A

৮) কোন প্রাকৃতের কথা বলা হয়েছে ?
i) এই প্রাকৃতটি সর্বাপেক্ষা প্রাচীনতাধর্মী
ii) বৈদিক সংস্কৃত ভাষার উত্তরাধিকার এতে সবচেয়ে বেশি।
iii) এর নিদর্শন গির্ণার অনুশাসন।
iv) ভাষাতাত্ত্বিক নিদর্শন – যাদৃশ > যারিস।
A.  উত্তর পশ্চিমা    B. দক্ষিণ পশ্চিমা
C. প্রাচ‍্যা                 D. প্রাচ‍্যামধ‍্যা
★ সঠিক উত্তর – B

৯) “ভিতরে এত ক্রূর, বাইরে এত সরল” – ঔরঙ্গজেব সম্পর্কে কে একথা বলেছে ?
A. যশোবন্ত সিং         B. জাহানারা
C. দিলদার                D. জহরৎ
★ সঠিক উত্তর – D

১০) সন্ধি বিচ্ছেদ করো : দুল‍্যোক
A. দু  + লোক
B. দুঃ + লোক
C. দিব্ + লোক
D. দিবঃ + লোক
★ সঠিক উত্তর – C

১১) ‘র’ বর্ণের অনুপ্রাস দেখা যায় ঈশ্বর গুপ্তের কোন কবিতায় ?
A. আনারস                B. তত্ত্ব
C. তপসে মাছ            D. পাঠা
★ সঠিক উত্তর – D

১২) ভট্টনায়ক রসানুভূতির ব‍্যাখ‍্যা প্রসঙ্গে যে ত্রিশক্তির কথা উল্লেখ করেছেন –
A. অভিধা, ভাবকত্ব ও ভোজকত্ব
B. লক্ষণা, কবিত্ব, ও শ্রেষ্ঠত্ব
C. ব‍্যঞ্জনা, নাটকত্ব ও অভিনবত্ব
D. অভিধা, কবিত্ব ও উপভোগত্ব
★ সঠিক উত্তর – A

১৩) মাগধী অপভ্রংশ থেকে নয় আদর্শ কথ‍্য প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম – এই মত কে পোষণ করেছেন ?
A. সুকুমার সেন   
B. পরেশচন্দ্র মজুমদার
C. সুনীতিকুমার চট্টোপাধ‍্যায়
D. বিধূশেখর শাস্ত্রী
★ সঠিক উত্তর – B

১৪) রামিয়ার বিয়ের শাড়ির দাম কত টাকা ছিল ?
A. ৩টাকা      B. ৩টাকা ১২আনা
C. ৪টাকা      D. ৪টাকা ৬ আনা
★ সঠিক উত্তর – B

১৫) অন‍্য, অপর, অমুক – কী ধরণের সর্বনাম ?
A. আত্মবাচক       B. সাকল‍্যবাচক
C. অন‍্যাদিবাচক       D. অনির্দেশক
★ সঠিক উত্তর – C

১৬)     ভাষা              সাহিত‍্যিক নিদর্শন
a) অসমিয়া          i) ভানুভক্তের রামায়ণ
b) ভোজপুরী       ii) মাধবকন্দলীর রামায়ণ
c) নেপালী          iii) তুলসীদাসের রামায়ণ
d) অবধী            iv) কবীরের দোহা
A. a) – ii.    b) – iv     c) – i.     d) – iii
B. a) – ii.    b) – iii.    c) – iv.   d) – i
C. a) – iii.   b) – iv     c) – ii.    d) – i
D. a) – iii.   b) – i.     c) – iv    d) – iii
★ সঠিক উত্তর – A

১৭) ‘সমুদ্র’ গল্পে কাছে, মাঝে ও দূরে অনুযায়ী সমুদ্রের জলের র‌ঙ ছিল যথাক্রমে –
A. গৈরিক – সীসা – সবুজ
B. গৈরিক – সবুজ – নীল
C. নীল – সবুজ – সীসা
D. নীল – গৈরিক – সবুজ
★ সঠিক উত্তর – B

১৮) কোনটি পরাগত সমীভবনের উদাহরণ ?
A. পদ্ম > পদ্দ         B. যদু > যোদো
C. ধর্ম > ধম্ম           D. মহোৎসব > মোচ্ছব
★ সঠিক উত্তর – C

১৯) “চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি
        নয়ান নাচনে নাচে হিয়ার পুতলী”
– কোন পর্যায়ের পদ ?
A. পূর্বরাগ               B. মান  
C. মাথুর                  D. প্রেমবৈচিত্ত‍্য
★ সঠিক উত্তর – B

২০) 1. সরকার    2. বাদশা    3. সুলতান
4. দারোগা    5. ওস্তাদ     6. মস্তান
সঠিক বিকল্প চিহ্নিত করো
A. i ও iii – ফারসি শব্দ
B. v ও vi – হিন্দি শব্দ
C. ii ও iii – তুর্কি শব্দ
D. iv ও i – আরবি শব্দ
★ সঠিক উত্তর – B

২১) “লুটায় মেখলাখানি ত‍্যজি কটি দেশ/মৌন অপমানে” – কোন অলঙ্কার ?
A. উৎপ্রেক্ষা            B. সমাসোক্তি
C. ব‍্যতিরেক            D. সন্দেহ
★ সঠিক উত্তর – A

২২) ‘ঠ’ ধ্বনিটি কোন কোন শ্রেণির অন্তর্গত ?
1. দন্ত‍্যধ্বনি      2. ঘৃষ্ট ব‍্যঞ্জন     
3. মূর্ধন‍্য ধ্বনি      4. অঘোষ ধ্বনি
A. 1 ও 2                B. 2 ও 3   
C. 3 ও 4               D. 1 ও 4
★ সঠিক উত্তর – C

২৩) প্রবাসী পত্রিকায় একটি জনপ্রিয় বিভাগ ছিল ‘বিবিধ প্রসঙ্গ’। এর পূর্ব নাম কী ছিল ?
A. সম্পাদকীয়       B. সাময়িক প্রসঙ্গ
C. আলোচনা         D. নানাকথা
★ সঠিক উত্তর – B

২৪) A.                       B
a) ঝাড়খন্ডী      i) অধিকরণ কারকে
                         ‘ত’ বিভক্তির প্রয়োগ
b) কামরূপী    ii) আনুনাসিক ধ্বনির
                              প্রাচুর্য
c) বরেন্দ্রী       iii) নাসিক‍্য ব‍্যঞ্জন
                           লোপ পায় না
d) বঙ্গালী       iv) ক্রিয়াপদের আগে
                          নঞর্থক উপসর্গের প্রয়োগ
A. a) – ii.   b) – iv.   c) – i.   d) – iii
B. a) – ii.    b) – iii.    c) – iv.   d) – i
C. a) – iii.   b) – iv     c) – ii.    d) – i
D. a) – iii.   b) – i.     c) – iv    d) – iii
★ সঠিক উত্তর – A

২৫) টারান্টোলা মাকড়সার উল্লেখ আছে কোন কবিতায় ?
A. সিন্ধুসারস        B. গোধূলি সন্ধির নৃত‍্য
C. ঘোড়স‌ওয়ার     D. জল দাও
★ সঠিক উত্তর – A

২৬) মন্তব‍্য – কাম ও খাল শব্দ দুটি নূন‍্যতম শব্দজোড়।
    যুক্তি – দুটি শব্দে একাধিক ধ্বনির পার্থক‍্য আছে।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

২৭) নিখিলেশের নায়েবের নাম কী ?
A. হরিচরণ               B. তিনকড়ি
C. নন্দরাম               D. শ‍্যামাপদ
★ সঠিক উত্তর – B

২৮) শুদ্ধ কোনটি ?
1. যৌগিক কাল চর্যাপদে পাওয়া যায় না।
2. ফারসি শব্দ ‘দিগর’ এর ব‍্যবহার আছে – অন্নদামঙ্গলে।
3. সুকুমার সেনের মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব‍্যে ১৭টি ফারসী শব্দ আছে।
4. প্রাণীবাচক নাম শব্দে বহুবচন ‘রা’ বিভক্তির প্রয়োগ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব‍্যে দেখা যায়।
A. 1 ও 2.   B. 1ও 3.   C. 2 ও 3   D. 2 ও 4
★ সঠিক উত্তর – B

২৯) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন‍্যাস অবলম্বনে চলচ্চিত্রটি কে পরিচালনা করেন ?
A. প্রভাত কুমার মুখোপাধ‍্যায়
B. মৃণাল সেন
C. অসিত বন্দ‍্যোপাধ‍্যায়
D. মাণিকরাম গাঙ্গুলী
★ সঠিক উত্তর – C

৩০) হিন্দি, উর্দু এই ভাষাগুলি কোন অবহটঠ ভাষাগোষ্ঠীর বিবর্তিত রূপ ?
A. শৌরসেনী           B. মাগধী
C. পৈশাচী               D. মহারাষ্ট্রী
★ সঠিক উত্তর – A

৩১) বিষ্ণু দে’র কোন কবিতার প্রথম প্রকাশ দেশ পত্রিকায় আষাঢ় সংখ‍্যায়, ১৩৬৭ বঙ্গাব্দে ?
A. ২৫শে বৈশাখ       B. প্রাকৃত কবিতা
C. দামিনী             D. স্মৃতি সত্তা ভবিষ‍্যৎ
★ সঠিক উত্তর – C

৩২) শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. বাংলায় প্রায় আড়াই হাজার আরবি শব্দ ফারসি ও তুর্কি থেকে এসেছে।
B. ‘বায়ু’ তদ্ভব শব্দের স্থান নিয়েছে আরবি ‘বাতাস’।
C. অষ্টাদশ শতাব্দীতে বাংলায় ফারসির প্রভাব ছিল সর্বাধিক।
D. ‘খেত’ শব্দের পরিবর্তে তুর্কি ‘জমি’ শব্দের ব‍্যাবহার বাংলায় ব‍্যাপক।
★ সঠিক উত্তর – C

৩৩) ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে আছে –
A. ৩টি অঙ্ক         B. ৩টি পর্ব
C. ৩টি দৃশ‍্য         D. কোনো বিভাজন নেই
★ সঠিক উত্তর – C

৩৪) সংস্কৃতে কর্মধারয় সমাস কোন প্রকার সমাসের অন্তর্গত ?
A. বহুব্রীহি              B. তৎপুরুষ
C. দ্বন্দ্ব                    D. অব‍্যয়ীভাব
★ সঠিক উত্তর – B

৩৫) কোন গ্রন্থটির রচয়িতা রামপ্রসাদ সেন নন ?
A. বিদ‍্যাসুন্দর               B. সাধকরঞ্জন
C. কালিকামঙ্গল          D. সীতাবিলাপ
★ সঠিক উত্তর – B

৩৬) মনু + ষ্ণ = মানব – এখানে ‘ষ্ণ’ প্রত‍্যয়টি কোন অর্থে প্রকাশ পেয়েছে ?
A. ভাব     B. স্বভাব   C. জাত    D. ধর্ম
★ সঠিক উত্তর – C

৩৭) কোনটি বিভক্তি প্রধান কারক নয় ?
A. অধিকরণ কারক
B. নিমিত্ত কারক
C. করণ কারক
D. কর্ম কারক
★ সঠিক উত্তর – D

৩৮) সাখালিন দ্বীপে হিংস্র জন্তু বলতে –
A. মশা     B. হাতি   C. ভালুক   D. বাদুড়
★ সঠিক উত্তর – C

৩৯) স্বনিম হবার শর্তটি হল –
A. উচ্চারণগত একাধিক সাদৃশ‍্য
B. শব্দদুটির বানানের পার্থক‍্য
C. একটির স্থানে অন‍্যটির উচ্চারণ
D. শব্দের মধ‍্যে অর্থের পার্থক‍্য
★ সঠিক উত্তর – D

৪০) “মন্দির বাহির কঠিন কপাট / চল‌ইতে শঙ্কিল পঙ্কিল বাট” – পদটির মাত্রা সংখ‍্যা গণনা করো।
A. ৪ + ৪ + ৪ + ২        B. ৪ + ৪ + ৪ + ৪
C. ৬ + ৪                     D. ৪ + ৪ + ৪ + ৩
★ সঠিক উত্তর – B

৪১) ‘বড়দিন’ কবিতায় ‘বড়দিন’ কথাটির উল্লেখ কতবার আছে ?
A. ৫বার    B. ৬বার    C. ৭বার    D. ৮বার
★ সঠিক উত্তর – D

৪২) সন্ধ‍্যাক্ষর শব্দের উদাহরণ –
A. য      B. র      C. ঔ     D. ঈ
★ সঠিক উত্তর – C

৪৩) রবীন্দ্রনাথ একটি প্রকান্ড কবিতাকে পরিবর্তন করতে করতে দুটো কবিতার রূপ দেন, যার একটা ‘মানসী’ নামে সানাইতে প্রকাশ করেন। অপরটি নবজাতক কাব‍্যে স্থান পায়। কবিতাটি কী ?
A. সাড়ে ন’টা              B. আহ্বান
C. ভগ্নরাজ‍্য                D. রোমান্টিক
★ সঠিক উত্তর – A

৪৪) বাংলা শব্দভান্ডারে পিপুফিশু কোন ধরণের শব্দ ?
A. জোড়কলম শব্দ
B. লোকনিরুক্তি
C. অনূদিত ঋণ
D. মুন্ডমাল শব্দ
★ সঠিক উত্তর – D

৪৫) “সে উড়িতে চায়” – কে ?
A. অপু      B. মতি     C. কুসুম     D. দূর্গা
★ সঠিক উত্তর – D

৪৬) ব‍্যতিহার বহুব্রীহি সমাসে লক্ষ‍্যণীয় –
A. পরস্পর সাপেক্ষ ক্রিয়া
B. পরস্পর বিরোধী ঘটনা
C. সাপেক্ষ কর্ম
D. পরিপূরক কর্ম
★ সঠিক উত্তর – A

৪৭) প্রত‍্যয় নিষ্পন্ন করো : ভগবান
A. ভগ + মৎ                 B. ভগবৎ + আন
C. ভগ + মতুপ             D. ভগ: + বান
★ সঠিক উত্তর – C

৪৮) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব‍্যে কৃষ্ণ কার কাছে পরমতত্ত্ব বর্ণনা করেছিলেন ?
A. অক্রূর              B. উদ্ধব
C. অজামিল         D. শাম্ব
★ সঠিক উত্তর – B

৪৯) “উদঘাটন তখন‌ই ফলপ্রসূ যখন তা বিপ্রতীপতার সঙ্গে ঘটে” – কততম অধ‍্যায় থেকে গৃহীত ?
A. ৯ম     B. ১০ম     C. ১১শ      D. ১২শ
★ সঠিক উত্তর – C

৫০) মন্তব‍্য – ভারতের বাইরে পাওয়া গেলেও ভারতীয় আর্য ভাষা রূপে গ্রহণ করা হয়েছে দরদীয় ভাষাকে।
যুক্তি – এতে উত্তর পশ্চিমা প্রাকৃতের উত্তরাধিকার লক্ষ‍্য করা যায়।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

—-