ম্যারাথন মকটেস্ট – ০৫
বিষয় – ইউনিট ৭ ও ৯
উত্তরপত্র
১) রাসসুন্দরী দেবীর বিষয়কর্মের স্থান কোথায় ?
A. বেলগাছি B. বহরমপুর
C. কাঁঠালপোতা D. রামদিয়া
★ সঠিক উত্তর – C
২) ‘বইপড়া’ প্রবন্ধের ‘কূর্চ’ কথাটির অর্থ কী ?
A. খাটিয়া B. ইষ্টদেবতার আসন
C. মোমের কৌটা D. টেবিল
★ সঠিক উত্তর – B
৩) ‘নয়নে নিঠুর চাহনি হৃদয়ে করুণা ঢাকা/
গভীর প্রেমের কাহিনি গোপন করিয়া রাখা’
– মাত্রা কত ?
A. ১২ B. ১৪ C. ১৭ D. ১৯
★ সঠিক উত্তর – C
৪) প্রমথ চৌধুরিকে ‘উদাসীন গ্রন্থকীট’ কে বলেছেন ?
A. সুরেশচন্দ্র সমাজপতি
B. ললিতমোহন মুখোপাধ্যায়
C. সুরেশচন্দ্র বিদ্যাপতি
D. ললিতকুমার বন্দ্যোপাধ্যায়
★ সঠিক উত্তর – A
৫) পতিব্রতা কপোতিকার সহমরণ এবং স্বর্গে গিয়ে স্বামীলাভের কথা কে বলেছেন ?
A. বিষ্ণু ঋষি B. অঙ্গিরা মুনি
C. হারীত D. ব্যাস
★ সঠিক উত্তর – D
৬) “কবিতা ছাড়া অন্য সব ক্ষেত্রে নিঃশব্দ” – কার সম্পর্কে বলা হয়েছে ?
A. জন কীটস B. জীবনানন্দ দাশ
C. বোদলেয়ার D. নজরুল ইসলাম
★ সঠিক উত্তর – B
৭) ‘ছন্দের অর্থ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যের প্রধান উপকরণ কোন বিষয়কে বলেছেন ?
A. কথা B. ছন্দ C. সুর D. রূপক
★ সঠিক উত্তর – A
৮) “সংসার সমুদ্রে খেলা করে মৎস্যকন্যা” – কোন অলঙ্কার ?
A. সাঙ্গ রূপক B. নিরঙ্গ রূপক
C. পরম্পরিত রূপক
D. অধিকারূঢ় রূপক
★ সঠিক উত্তর – A
৯) ‘বঙ্গীয় যুবক ও তিনকবি’ প্রবন্ধ অনুযায়ী পুরানো জিনিস ভালো করে দেখান যার উদ্দেশ্য –
A. স্পেনসার B. চসার
C. বায়রণ D. টেনিসন
★ সঠিক উত্তর – D
১০) ‘শ্লেষ’ শব্দটি প্রথম ব্যাবহার করেন –
A. ভামহ B. বামন
C. উদ্ভট D. রুদ্রট
★ সঠিক উত্তর – B
১১) রাসসুন্দরী দেবীর কোন ঘাটে স্নান করতে গিয়ে পা ভেঙেছিল ?
A. ত্রিবেণী B. দক্ষিণেশ্বর
C. শান্তিপুর D. কালীঘাট
★ সঠিক উত্তর – C
১২) নিশ্চয় অলঙ্কারের বিপরীত অলঙ্কারটি হল –
A. সন্দেহ B. ব্যতিরেক
C. ভ্রান্তিমান D. অপহ্নতি
★ সঠিক উত্তর – D
১৩) কমলাকান্ত আফিমের নেশায় দ্বিতীয় যে বাজারে গিয়েছিল –
A. রূপের B. বিদ্যার
C. সাহিত্যের D. যশের
★ সঠিক উত্তর – B
১৪) কুমারিল্ল কোন মার্গের প্রচারক ?
A. ধর্ম B. কর্ম C. মোক্ষ D. জ্ঞান
★ সঠিক উত্তর – B
১৫) সত্যেন্দ্রনাথ দত্ত স্বরবৃত্ত ছন্দের নাম দেন –
A. গীতালি B. চৈতালি
C. মানসী D. চিত্রা
★ সঠিক উত্তর – D
১৬) শকুন্তলা লতামন্ডপের বালিকাই থেকে গেল এর কারণ হিসাবে বঙ্কিমচন্দ্র বলেছেন –
A. শকুন্তলার লজ্জা
B. শকুন্তলার সরলতা
C. দুষ্যন্তের বিস্তার
D. দুষ্যন্তের বীরত্ব
E. কালিদাসের ভারতীয় ঐতিহ্য
★ সঠিক উত্তর – C
১৭) ‘কল্লোল’ পত্রিকার কোন সংখ্যায় কোনো পত্রিকা প্রকাশিত হয়নি ?
A. কার্তিক ১৩৩৬ B. কার্তিক, ১৩৩৪
C. চৈত্র, ১৩৩৬ D. চৈত্র, ১৩৩৪
★ সঠিক উত্তর – B
১৮) অর্ধযতির নির্দিষ্ট ভাগকে কী বলে ?
A. দল B. পদ C. পর্ব D. পঙক্তি
★ সঠিক উত্তর – B
১৯) রাসসুন্দরী দেবী ৩২বছর বয়সে কোন সন্তানের জন্ম দেন ?
A. রাধানাথ B. দ্বারকানাথ
C. কিশোরীলাল D. চন্দ্রনাথ
★ সঠিক উত্তর – D
২০) ‘রামায়ণ মানবজীবনের সর্বশ্রেষ্ঠ দুঃখসঙ্গীত’ – মন্তব্যটি করেছেন –
A. বঙ্কিম B. রামেন্দ্র
C. হরপ্রসাদ D. বুদ্ধদেব
★ সঠিক উত্তর – B
২১) “তার উপদ্রবে গয়লানির স্নেহ উঠে ঢেউ খেলিয়ে” – কোন অলঙ্কার ?
A. বিষম B. বিভাবনা
C. বিরোধ D. ব্যতিরেক
★ সঠিক উত্তর – A
২২) ছন্দ নিয়ে লেখা রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
A. প্রবাসী B সবুজপত্র
C. ভারতী D. পরিচয়
★ সঠিক উত্তর – C
২৩) রাসসুন্দরী দেবী কত বছর বয়সে শাশুড়িকে হারিয়েছেন ?
A. ২২বছর B. ২৫বছর
C. ৩২ বছর D. ৩৫ বছর
★ সঠিক উত্তর – B
২৪) “এও যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল” – এখানে সাধারণ ধর্ম –
A. রক্ত B. ফুল C. রাঙা D. নেই
★ সঠিক উত্তর – C
২৫) ‘কষ্টিপাথর’ নামে জনপ্রিয় বিভাগটি চালু ছিল কোন পত্রিকায় ?
A. সবুজপত্র B. প্রবাসী
C. বঙ্গদর্শন D. কল্লোল
★ সঠিক উত্তর – B
২৬) রামানুজাচার্য্য ভোজ্য দ্রব্য সম্বন্ধে যে দোষটি বাঁচাতে বলেননি –
A. জাতি দোষ B. আশ্রয় দোষ
C. দর্শন দোষ D. নিমিত্ত দোষ
★ সঠিক উত্তর – C
২৭) কোন ছন্দে সঙ্গীতের প্রয়োগ বেশি লক্ষ্য করা যায় –
A. অমিত্রাক্ষর B. পয়ার
C. দলবৃত্ত D. মাত্রাবৃত্ত
★ সঠিক উত্তর – D
২৮) কোন পত্রিকায় লেখকের নামের আদ্যাক্ষর প্রকাশ পেত ?
A. বঙ্গদর্শন B. তত্ত্ববোধিনী
C. সবুজপত্র D. প্রবাসী
★ সঠিক উত্তর – A
২৯) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ প্রবন্ধ অনুযায়ী সভ্যতার আদিগুরু কে ?
A. পারস্য B. চিন
C. ভারত D. গ্রিক
★ সঠিক উত্তর – B
৩০) সবুজপত্র পত্রিকার পূর্বনাম কী ছিল ?
A. যৌবন B. সুন্দর
C. নবীন D. কনিষ্ঠ
★ সঠিক উত্তর – D
৩১) ‘শিল্পে অনধিকার’ প্রবন্ধে যে বিদেশী আর্টিস্টের নাম উল্লেখ নেই –
A. বুচার B. মাইলোস
C. ফিডিয়াস D. ব্রেজেস্কা
★ সঠিক উত্তর – A
৩২) নিয়মের রাজত্ব সম্পর্কে বই লিখেছেন –
A. অর্গাইল ডিউক B. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
C. ডারউইন D. অবনীন্দ্রনাথ ঠাকুর
★ সঠিক উত্তর – A
৩৩) মহাভারতের অনুবাদক কাশীরাম দাসের দাদার নাম কী ?
A. কৃষ্ণরাম B. কৃষ্ণদাস
C. হরিদাস D. হরিরাম
★ সঠিক উত্তর – B
৩৪) “অভিশাপে ভয় নেই তোমার” – কে কাকে বলেছে ?
A. রণজিৎ ধনঞ্জয়কে
B. মন্ত্রী রণজিৎকে
C. দূত বিভূতিকে
D. বিভূতি অভিজিতকে
★ সঠিক উত্তর – C
৩৫) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ প্রবন্ধে লর্ড রবার্টসনের যে বইটার উল্লেখ আছে তার নাম –
A. ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়
B. ভারতবর্ষে খ্রিস্টানরা
C. ভারতবর্ষে ৪১ বছর
D. ভারতবর্ষে ৫১ বছর
★ সঠিক উত্তর – C
৩৬) নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন ?
A. বারীন্দ্রকুমার ঘোষ
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. মুজফফর আহমেদ
D. মোহিতলাল মজুমদার
★ সঠিক উত্তর – A
৩৭) রাসসুন্দরী দেবী তাঁর কোন আঙুল কেটে যাবার কথা আত্মজীবনীতে বলেছেন ?
A. ডান হাতের তর্জনী
B. ডান হাতের মধ্যমা
C. বাম হাতের তর্জনী
D. বাম হাতের মধ্যমা
★ সঠিক উত্তর – B
৩৮) ছত্তিশগড়ী কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত ?
A. শৌরসেনী B. মহারাষ্ট্রী
C. মাগধী D. অর্ধমাগধী
★ সঠিক উত্তর – D
৩৯) “নাম তার কমলা/দেখেছি তার খাতার ওপরে লেখা” – মাত্রা কত ?
A. ১৭ মাত্রা B. ১৯ মাত্রা
C. ২০ মাত্রা D. ২২ মাত্রা
★ সঠিক উত্তর – C
৪০) কোন আলঙ্কারিক শান্তরসকে কাব্যে স্বীকৃতি দিয়েছেন, নাটকে দেননি ?
A. ধনঞ্জয় B. বিশ্বনাথ
C. মন্মট D. রাজশেখর
★ সঠিক উত্তর – A
—-