UGC NET: 24 Feb 2023.  Slot: 2 : answer key


১) “কলির প্রথম সাঝেঁ সৎ কর্ম করিতে নাদে”। এখানে ‘নাদে’  পদটি  হল:
1. ন্যস্তর্থক ধাতু জাত ক্রিয়াপদ
2. কারক বিভক্তি যুক্ত বিশেষ্য পদ
3. নঞর্থক অব্যয় যুক্ত ক্রিয়াপদ
4. ক্রিয়া–বিশেষণাত্মক পদ
★সঠিক উত্তর – 3

২)  নীচে শব্দগুলির মধ্যে নাসিক্য ও মহাপ্রাণ ধ্বনিযুক্ত যুক্ত–ব্যঞ্জনে মহাপ্রাণতার লোপ পেয়েছে যে শব্দটিতে সেটি হল:
1. নাই
2. তেহ্ন
3. কান
4. চিনহ
★সঠিক উত্তর – 3

৩) ‘পুতুল নাচের ইতিকথা ’ উপন্যাস অনুসরণে গোপালের গুরুদেবের নাম হল:
1. ভূতনাথ ব্রহ্মচারী
2. তারানাথ ব্রহ্মচারী
3. ভোলা ব্রহ্মচারী
4. শমভু ব্রহ্মচারী
★সঠিক উত্তর – 3

৪)  ছাদ > ছাত, এটি যে ধরনের ধ্বনিপরিবর্তনের উদাহরণ, তা হল:
1. অল্পপ্রাণীভবন
2. মহাপ্রাণীভবন
3. অঘোষীভবন
4. ঘোষীভবন
★সঠিক উত্তর – 3

৫)“আমায় দেও মা তবিলদারী” গানে রামপ্রসাদ তাঁর এহেন প্রার্থনার যে অব্যবহিত কারণটি জানিয়েছেন, সেটি হল:
1. ‘অর্থ বিনা ব্যর্থ যে এই সংসার সবারি’
2. ‘পথ–রত্ন–ভাণ্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারি’
3. ‘ঐ যে পান বেচে খায় কৃষ্ণ পান্তি, তারে দিলে জমিদারী’
4. ‘ঐ যে মা থাকিতে আমার, জাগা ঘরে হয় চুরি’
★সঠিক উত্তর – 2

৬)“মেঘ–যামিনী অতি ঘন অন্ধিয়ার” বৈষ্ণব পদাবলীর অভিসার পর্যায়ের এই পদটির রচয়িতা হলেন:
1. জ্ঞানদাস
2. গোবিন্দদাস
3. চণ্ডীদাস
4. বিদ্যাপতি
★ সঠিক উত্তর – 1

৭) “ চাঁচর চিকুর ছান্দে   টালিঞা করবী বাঁধে
                  বেড়ি নব মালতীর ফুলে
       সরস কুসুম ছাড়ি    ভ্রময়ে করবী বেড়ি
                   মধুলোভে মত্ত অলিকুলে।”
– এখানে যার রূপ বর্ণিত হয়েছে
  1. কমলে কামিনী
  2. খুল্লনা
  3. লহনা
  4. সুশীলা
  ★সঠিক উত্তর – 2

৮)   “এতেক শুনিয়া গিয়া গাধির নন্দন।
         কহিলেন জনকেরে সর্বব বিবরণ॥”
         কৃত্তিবাসী রামায়ণের ‘আদিকাণ্ড’ অনুসরণে এখানে ‘গাধির নন্দন’ বলতে যাঁকে বোঝানো হয়েছে তিনি হলেন:
         1. বিশ্বামিত্র
         2. গৌতম
         3. বশিষ্ঠ
         4. বৈশম্পায়ন
         ★সঠিক উত্তর – 1

৯)  বাল্মীকি, ভর্তৃহরি, ভবভূতি, কালিদাস, কৃত্তিবাস প্রমুখ মহাকবিদের বন্দনা শুরু হয়েছে ‘মেঘনাদবধ কাব্য’– এর যে সর্গ:
1. চতুর্থ সর্গ
2. পঞ্চম সর্গ
3. ষষ্ঠ সর্গ
4. সপ্তম সর্গ
★সঠিক উত্তর – 1

১০) “বিজয়ী বসতি আনে সচ্ছল বসতি আনে উন্মুখর দেশ/ কত চেলিউস্কিন!”– বিষ্ণু দে রচিত ‘জল দাও’ কবিতায় উল্লেখিত এই ‘চেলিউস্কিন’ হলেন:
1. অষ্টাদশ শতকের রুশ অভিযাত্রী
2. পূর্বতন সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী নেতা
3. ঊনবিংশ শতাব্দীর রাশিয়ান কবি
4. ঊনবিংশ শতাব্দীর রাশিয়ান চিত্রশিল্প
★সঠিক উত্তর – 1

১১) ‘গোধূলিসন্ধির নৃত্য’ কবিতায় কবি চাঁদকে যার সঙ্গে তুলনা করেছেন, তা হল:
1. হীরের বিচ্ছুরণ
2. শাদা স্ফটিক
3. মেধাবিনী নারীর মুখ
4. রূপার ডিবে
★ সঠিক উত্তর – 4

১২) কবিতা সিংহ তাঁর ‘আন্তিগোনে’ কবিতাটি যাঁকে উৎসর্গ করেছেন, তিনি হলেন
1. শোভা সেন
2. নটী বিনোদিনী
3. কেয়া চক্রবর্তী
4. বেগম রোকেয়া
★সঠিক উত্তর – 3

১৩) ‘শ্রীকান্ত’ উপন্যাসের প্রথম পর্বে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের যে নারীচরিত্রের উল্লেখ আছে তিনি হলেন
1. সূর্যমুখী
2. ভ্রমর
3. দেবী চৌধুরাণী
4. শান্তি
★সঠিক উত্তর – 3

১৪) ‘পথের পাঁচালী’ উপন্যাসে অপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বইটি রক্ষিত ছিল, সেটি হল
1. বর্ণপরিচয়
2. বোধোদয়
3. চরিতমালা
4. ভ্রান্তিবিলাস
★সঠিক উত্তর – 3

১৫) “সংসারে এরকম অদ্ভুত মেয়ে দু–চারটা থাকে।”
   ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে যার সমন্ধে শশীর একথা মনে হয়েছিল সে হল
   1. কুসুম
   2. কুন্দ
   3. মতি
   4. বিন্দুবাসিনী
   ★সঠিক উত্তর – 1

১৬) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাস হরিহর ও বুক্ক শঙ্করমঠের যে সন্ন্যাসীর শরণাপন্ন হয়েছিলেন, তিনি হলেন
1. বিদ্যার্ণব
2. বিদ্যাচর্য
3. বিদ্যাভট্ট
4. বিদ্যারণ্য
★সঠিক উত্তর – 4

১৭)“ওটা তুমি কালই ফেরৎ দিয়ে এসো”
‘চোর’ গল্পে রেণু অমুল্যকে যে বস্তুটি ফেরত দিয়ে আসতে বলেছে, সেটি হল
1. সরু লম্বা একটা সাবানের বাক্স
2. এক কৌটো পাউডার
3. দামী একখানা চিরুনি
4. ওটিন স্নো
★সঠিক উত্তর – 3

১৮)  ‘স্বীকারোক্তি’ গল্পে মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়ার পথে যে–নদীতে কথক ঝড়ের মুখে পড়েছিলেন, সেটি হল:
1. ধলেশ্বরী
2. মেঘনা
3. পদ্মা
4. বুড়িগঙ্গা
★সঠিক উত্তর – 1

১৯) “ওটা যে ফাস্টো কেলাস গো”
‘শ্রীপতি সামন্ত’ গল্পে এই কথাটি বলেছিলেন
1. ট্রেনের গার্ড সাহেব
2. স্টেশনের বড়োবাবু
3. স্টেশনের ছোটোবাবু
4. সামন্ত মহাশয়ের ভৃত্য বাঞ্চা
★সঠিক উত্তর – 3

২০) ‘জননী’ গল্পে কথকের ঠাকুরমার মৃত্যু হয়েছিল
1. রাস পূর্ণিমায়
2. দোল পূর্ণিমায়
3. ঝুলন পূর্ণিমায়
4. জন্মাষ্টমীর রাতে
★ সঠিক উত্তর – 3

২১) ‘একই কি বলে সভ্যতা’ নাটকে কালিনাথ যাঁর ভ্রাতুষ্পুত্র বলে নিজের পরিচয় দেন, তাঁর নাম হল:
1. কৃষ্ণপদ ঘোষ
2. কৃষ্ণচন্দ্র ঘোষ
3. কৃষ্ণপ্রসাদ ঘোষ
4. গোবিন্দপ্রসাদ ঘোষ
★সঠিক উত্তর – 3

২২) “পাকা আম দাঁড়কাকে খায়।”
‘জমিদার দর্পণ’  নাটকের এই সংলাপে যে–চরিত্রকে বলা হচ্ছে,সেই চরিত্রটি হল:
1. সিরাজ আলী
2. হায়ওয়ান আলী
3. আবু মোল্লা
4. নুরন্নেহার
★সঠিক উত্তর – 3

২৩) বাদল সরকার ‘বাকি ইতিহাস’ নাটকে সতীনাথ আত্মহত্যার খবরটি যে–শিরোনামে খবরের কাগজে প্রকাশিত হয়েছিল , তার হল:
1. রহস্যময় আত্মহনন
2. শিক্ষকের আত্মহত্যা
3. আত্মঘাতে রহস্য
4. উদ্বন্ধনে আত্মহত্যা
★সঠিক উত্তর – 4

২৪)“সব হত্যাই ভ্রাতৃহত্যা” — ‘প্রথম পার্থ’–এ এই সংলাপ যাঁর মুখে শোনা যায়, তিনি হলেন:
1. কৃষ্ণ
2. কর্ন
3. কুন্তী
4. দ্রৌপদী
★সঠিক উত্তর – 2

২৫) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয়ক প্রবর্ত্তক ও নির্বত্তকের সম্বাদ: প্রথম প্রস্তাব’ অনুসারে  ‘মন্বর্থবিপরীতা যা সা স্মৃতির্ন প্রশস্যতে’ বচনটি  থেকে নেওয়া হয়েছে, তা হল:
1. বেদ
2. পরাশয় সংহিতা
3. বৃহস্পতির স্মৃতি
4. হারীত বচন
★সঠিক উত্তর – 3

২৬) “এরা সুসিদ্ধ হয়েছে, ভোগ করতে জানে, বিলাসের সপ্তমে পৌঁছেছে।” স্বামী বিবেকানন্দের ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ গ্রন্থ থেকে উদ্ধৃত এই বাক্যটিতে ‘এরা’ বলতে যাদের বোঝানো হয়েছে, তারা হল
1. ইংরেজ
2. ফরাসি
3. জার্মান
4. ইতালীয়
★সঠিক উত্তর – 2

২৭) জয়হরি ঘোড়ার দর্শনে রামসুন্দরী দাসীর লজ্জা পাওয়া প্রসঙ্গটি লেখিকার ‘আমার জীবন’ আত্মজীবনীটির যে–অধ্যায়ে আছে, তা হল:
1. চতুর্থ রচনা
2. পঞ্চম রচনা
3. ষষ্ঠ রচনা
4. সপ্তম রচনা
★সঠিক উত্তর – 4

২৮) বুদ্ধদেব বসুর ‘পুরানা পল্টন’ রচনা থেকে জানা যায়, ছাপার অক্ষরে যখন ‘প্রগতি’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় তখন তার মলাটের রং ছিল
1. খয়েরি
2. হরিৎ
3. আশমনি
4. পীত
★সঠিক উত্তর – 4

২৯)‘চতুরঙ্গ’ উপন্যাসে জগমোহনকে পাগলা জাগাই বলে যাঁরা ডাকতেন, তাঁরা হলেন তাঁর:
1. স্কুলের বন্ধুরা
2. স্কুলের ছেলেরা
3. স্কুলের শিক্ষকেরা
4. বাড়ির লোকেরা
★সঠিক উত্তর – 2

৩০) “এখানেও তুমি জীবনদেবতা! কহিনু নয়নজলে।’
‘চিত্রা’ কাব্যগ্রন্থের যে কবিতায় উপরের চরণটি আছে, সেটির নাম হল:
1. জীবনদেবতা
2. সাধনা
3. সিন্ধুপারে
4. অন্তর্যামী
★সঠিক উত্তর – 3

৩১) “যাহার যথার্থ মনুষ্যত্ব আছে, সে মানুষ হইয় দেবতার পূজা গ্রহণ করিতে লজ্জা অনুভব করে এবং যদি পূজা পায় তবে আপনাকে সেই পূজার যোগ্য করিতে চেষ্টা করে।”
‘পঞ্চভূত’ গ্রন্থে এই মন্তব্যটি যে চরিত্রের , সে হল:
1. স্রোতস্বিনী
2. দীপ্তি
3. সমীর
4. ভূতনাথ
★সঠিক উত্তর – 2

৩২) ‘বাস্তব’ প্রবন্ধ অবলম্বনে অস্পৃশ্য অন্ত্যজের মতো যে কবির দেশ তাঁকে ঘরে ঢুকতে দেয়নি, তিনি হলেন
1. শেলি
2. টেনিসন
3. কিটস্
4. ওয়ার্ডসওয়র্থ
★সঠিক উত্তর – 1

৩৩)“একটি হ্রস্বদল উচ্চারণকালে কণ্ঠ থেকে যতটুকু ধবনি নিঃসৃত হয় তাকে বলা হয় কলা।”
বাংলা ছন্দে ‘কলা’–র এই সংজ্ঞা যিনি দিয়েছিলেন, তিনি হলেন
1. তারাপদ ভট্টাচার্য
2. অমুল্যধন মুখোপাধ্যায়
3. মোহিতলাল মজুমদার
4. প্রবোধচন্দ্র সেন
★সঠিক উত্তর – 4

৩৪) বাংলা ছন্দে ‘দল’ বা ‘সিলেবল্’ অর্থে ‘পাপড়ি’ কথাটি ব্যবহার করেছিলেন যিনি, তিনি হলেন:
1. রবীন্দ্রনাথ ঠাকুর
2. মোহিতলাল মজুমদার
3. তারাপদ ভট্টাচার্য
4. সত্যেন্দ্রনাথ দত্ত
★সঠিক উত্তর – 4

৩৫) “নাথু–সংকটে হাঁকে তিব্বতী হাওয়া।
          প্রাকৃত তিমিরে মগ্ন চুমলহরি।
          ছঙ্গু–সায়রে কার বহিত্র বাওয়া
          অপর্ণ বনে দিয়েছে রহস ভরি।”
          প্রদত্ত কবিতাংশটি ছন্দোরীতি হল:
          1. মাত্রাবিন্যাসের ব্যতিক্রমসহ মিশ্র–কলাবৃত্ত
          2. পঞ্চমাত্রিক মিশ্রকলাবৃত্ত
          3. চতুর্থমাত্রিক দলবৃত্ত
          4. ষন্মাত্রিক কলাবৃত্ত
          ★সঠিক উত্তর – 1

৩৬) “ধরণী জন্মিল এথা কি পূণ্য করিয়া।
         মোর বন্ধু যায় যাতে নাচিয়া নাচিয়া॥”
         এটি যে অলঙ্কারের নিদর্শন, তা হল:
         1. বিভাবনা
         2. সমাসোক্তি
         3. অপ্রস্তুত–প্রশংসা
         4. অতিশয়োক্তি
         ★সঠিক উত্তর – 3

৩৭)“রস আক্ষিপ্ত হয় বলে যার রচনা হয়েছে, যার জন্য পৃথক যত্ন করতে হয় না, তাই হচ্ছে অলঙ্কার।”— মন্তব্যটি যিনি করেছেন, তিনি হলেন:
1. অভিনবগুপ্ত
2. ভামহ
3. বামন
4. আনন্দবর্ধন
★সঠিক উত্তর – 4

৩৮) “পঞ্চম দশা দিনে নীল শাড়ি ত্যজিয়ে পহিরল অরুণাভ বাস”— এখানে পূর্বরাগের যে দশার কথা বলা হয়েছে, সেটি হল
1. উন্মাদ
2. জড়িমা
3. বৈয়গ্র্য
4. জাগর্য্যা
★সঠিক উত্তর – 2

৩৯) যে–দেবতার জন্মকাহিনী নিয়ে দিথুরাম্ব কাব্য রচিত হত, তিনি হলেন:
1. বাখাস
2. আপোলো
3. দায়ানুসুস
4. জিউস
★সঠিক উত্তর – 1

৪০) প্রাচীন গ্রিসে যাঁদের গ্রামের প্রান্তবর্তী অঞ্চলকে ‘কোমাই’ বলে, তাঁরা হলেন:
1. দোরিয়ান
2. আথেনীয়
3. পেলেপনেশীয়
4. মেগারীয়
★সঠিক উত্তর – 3

৪১) নীচে ব্যাকরণের আলোচ্য বিষয় অনুসরণ করে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. বর্ণনামূলক ব্যাকরণ ভাষার বিশেষ একটি সময়ের গঠন নিয়ে আলোচনা করে।
B. স্কুলপাঠ্য ব্যাকরণগুলি হল সুসংগঠিত ঐতিহাসিক ব্যাকরণের অন্যতম নিদর্শন।
C. ঐতিহাসিক ব্যাকরণ ভাষার কাঠামো ও তার উপকরণের বিবর্তন নিয়ে আলোচনা করে।
D. তুলনামূলক ব্যাকরণ একাধিক ভাষার উপকরণের সাহায্য আদি ভাষার স্বরূপ নির্ধারণ করে।
E. ‘ভাষার ইতিবৃত্ত’ বাংলা ভাষার একটি অন্যতম বর্ণনামূলক ব্যাকরণ বই।
1. A, B এবং C
2. A, C এবং D
3. A, B এবং D
4. A, B এবং E
★সঠিক উত্তর – 2

৪২) নীচে সমাসকে অবলম্বন করে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. যে সমাসকে সমাসবদ্ধপদে উপমানের ধর্ম উপমেয় প্রকাশ পায় তাকে বলে উপমান–কর্মধারয়।
B. যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক, পরপদের অর্থই প্রধান এবং সমাসবদ্ধ পদটি সমষ্টি, অর্থ প্রকাশ করে তাকে বলে দ্বিগু সমাস।
C. যে সমাসে উপমান উপমেয়ের মধ্যে সাদৃশ্য নেই কিন্তু এদের মধ্যে কোনো গুণের কথা ভেবে তারপর উপমা করা হয় তাকে বলে সাধারণ কর্মধারয়।
D. যে সমাসে উপমান উপমেয়ে সাদৃশ্য থাকে এবং অভিন্ন হিসেবে প্রতিফলিত হয় তাকে  বলে রূপক কর্মধারয়।
E. যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্ব পদ উপসর্গ এবং তারই অর্থ প্রধান তাকে উপপদ তৎপুরুষ বলে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. A, B এবং D
3. B, C এবং D
4. A, C এবং E
★সঠিক উত্তর – 3

৪৩) কাশীরাম দাসের মহাভারতের পাঠ্য অংশ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ছদ্মবেশী পাণ্ডবদের মধ্যে অর্জুনকে দেখে বিরাট রাজের মনে হয়েছিল ‘ভূতনাথ অঙ্গে যেন ভস্ম আচ্ছাদিল।
B. জনমেজয়কে মহাভারত শুনিয়েছিলেন স্বয়ং ব্যাসদেব।
C. রুরুর অভিশাপে ডুণডুভ সাপে পরিণত হয়েছিলেন।
D. কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে সহদেব যে শঙ্খটি বাজিয়েছিলেন তার নাম মণিপুষ্প।
E. বিরাট–তনয় উত্তর নিহত হয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের দ্বিতীয় দিনে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. A, D এবং E
3. B, C এবং D
4. C, D এবং E
★সঠিক উত্তর – 2

৪৪) ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’র মধ্যলীলা অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. গোপীনাথ মাধবেন্দ্রপুরীকে নীলাচল থেকে মলয়জ চন্দন আনতে স্বপ্নাদেশ দিয়েছিলেন।
B. সাক্ষিগোপাল আখ্যানে ছোটো বিপ্র স্ত্রী লাভের আশায় বড়ো বিপ্রের সেবা যত্ন করেছিলেন।
C. চৈতন্যকে রায় রামানন্দের সঙ্গে দেখা করতে অনুরোধ করেছিলেন সার্বভৌম।
D. মল্লিকার্জুন তীর্থে এসে চৈতন্য মহাদেব দর্শন করেছিলেন।
E. মধ্যলীলার একাদশ পরিচ্ছেদের বর্ণনীয় বিষয় চৈতন্যের হেরোপঞ্চমী–যাত্রা–দরশন।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. B, D এবং E
3. A, C এবং D
4. B, C এবং E
★সঠিক উত্তর – 3

৪৫) ‘অন্নদামঙ্গল’ কাব্যের দশমহাবিদ্যার বিভিন্ন রূপের বর্ণনা নীচে দেওয়া হল:
A. ত্রিনয়ন অর্দ্ধচন্দ্র ললাটে উজ্জ্বল।
B. ত্রিলোচনা অর্দ্ধচন্দ্র কপালফলকে।
C. রক্তবর্ণা ত্রিনয়না ভালে সুধাকর।
D. ত্রিনয়ন অর্দ্ধচন্দ্র ললাটে বিলাসে।
E. অর্দ্ধচন্দ্র কপালফলকে সুশোভন।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. D, C, A, E, B
2. B, D, A, E, C
3. C, A, D, E, B
4. B, D, A, E, C
★সঠিক উত্তর – 1

৪৬) নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম ‘একমুঠো’।
B. ‘একমুঠো’ কাব্যগ্রন্থের একটি কবিতা ‘চেতন স্যাকরা’।
C. ‘অভিজ্ঞান বসন্ত’ কাব্যগ্রন্থের একটি কবিতা ‘সংগতি’।
D. ‘আমার পৃথিবী/ এইখানে শেষ ‘ লাইন দুটি ‘বড়োবাবুর কাছে নিবেদন’ কবিতার অংশ। (ঘর)
E. ‘বিনিময়’ কবিতাটি পাওয়া যাবে ‘পারাপার’ কাব্যগ্রন্থে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং D
2. A, B এবং E
3. B, C এবং E
4. B, C এবং D
★সঠিক উত্তর – 3

৪৭) ‘মেঘনাদবধ কাব্য’ অবলম্বনে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘রাজ কাজ সাধি যথা, বিরাম–মন্দিরে,’ — এটি অষ্টম সর্গের প্রথম পংক্তি।
B. ‘আতঙ্কে কনক–লঙ্কা জাগিলা সে রবে’ — এটি ষষ্ঠ সর্গের শেষ পংক্তি।
C. ‘ অস্তে গেলা দিনমণি; আইলা গোধূলি,’ — এটি দ্বিতীয় সর্গের প্রথম পংক্তি।
D. ‘পুরিল কনক–লঙ্কা জয় জয় রবে।’ — এটি দ্বিতীয় সর্গের শেষ পংক্তি।
E. ‘উদিলা আদিত্য এবে উদয়–অচলে,’ — এটি তৃতীয় সর্গের প্রথম পংক্তি।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. B, C এবং D
3. C, D এবং E
4. A, D এবং E
★সঠিক উত্তর – 1

৪৮)নীচে জীবনানন্দ দাশের কবিতা–সম্পর্কিত কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘হায় চিল’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘কবিতা’ পত্রিকায়।
B. ‘শিকার’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘পূর্বাশা’ পত্রিকায়। (কবিতা পত্রিকা)
C. ‘বোধ’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘প্রগতি’ পত্রিকায়।
D. ‘গোধূলিসন্ধির নৃত্য’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘পরিচয়’ পত্রিকায়।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, C এবং D
2. A, B এবং C
3. B, C এবং D
4. A, B এবং D
★সঠিক উত্তর – 1

৪৯)‘হুতোম প্যাঁচার নকশা’ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. সমরভেকেসনে কালেজ বন্দ — স্কুলমাস্টারারেরা দেশে গিয়ে লাঙ্গল ধরে চাসবাস্ আরম্ভ করেচেন।
B. শান্তিপুরওয়ালারা পাঁচ লক্ষ টাকা খরচ করে যে বারোইয়ারী পূজো করেছিল, সেখানে প্রটিমেখানি ষাট হাত উঁচু হয়েছিল।
C. চকবাজারের বাবু প্যালানাথ ১২১৯ সালে সারবরণ সাহেবের কাছে তিনমাস মাত্র ইংরেজি শিখেছিলেন।
D. রাজবল্লভ সেন বাবুর সুপারিশে এক বড় মানুষের বাড়ির পাচক ব্রাহ্মণ ‘পণ্ডিত মহাশয়’ হয়েছিলেন।
E. ১১১২ সালে নাউপাড়ামুষুলীর মিত্তিরদের বাড়িতে বাবু পদ্মলোচনের জন্ম।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. B, C এবং E
3. A, B এবং E
4. B, C এবং D
★সঠিক উত্তর – 2

৫০) ‘বিষবৃক্ষ’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. “এতদূরে বিষবৃক্ষের বীজ বপন হইল” — এই কথাটি আছে উপন্যাসের সপ্তম পরিচ্ছেদে।
B. নগেন্দ্র জমিদারি ভদ্রাসন স্থাবর সম্পত্তি কমলমণিকে দানপাত্রের দ্বারা লিখে দেবেন ভেবেছিলেন।
C. গ্রামবালকেরা জমিদারবাড়ির যে যে দ্বারবানদের নিয়ে ছড়া বেঁধেছিল, তাদের মধ্যে আছে রামচরণ দোবে, লালচাঁদ সিং।
D. ‘হীরার বিষবৃক্ষ মুকুলিত’ হয়েছিল উপন্যাসের ষটত্রিংশ ত্তম পরিচ্ছেদ।
E. হীরা তার আয়িকে কামারঘাটা কুটুম্ববাড়ি পাঠিয়েছিল বিংশ পরিচ্ছেদে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং D
2. A, C এবং D
3. C, D এবং E
4. B, C এবং E
★সঠিক উত্তর – 2

৫১) “পথের পাঁচালী” উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. বাংলা ১২৩৮ সালে বীরু রায় সপরিবারে নৌকাযোগে হলুদবেড়ে থেকে ফিরছিলেন।
B. নালতাকুড়ির জোল থেকে মতি হাজরার ভাই এক হাঁড়ি সেকেলে আমলের টাকা পেয়েছিল।
C. হরিহর অপুর জন্য ছয় আনা মূল্য ‘সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান’ কিনেছিলেন।
D. আশুতোষ পালের দলে পার্ট করে অজয় চল্লিশ টাকা জমিয়েছেন।
E. অপু যে নাটক লিখেছিল সেখানে ছিল সরোজ–সরোজিনী কথা।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. A, B এবং D
3. B, C এবং D
4. B, C এবং E
★সঠিক উত্তর – 1

৫২)  মহাশ্বেতা দেবীর ‘ দ্রৌপদী’ ও ‘জাতুধান’ গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. সোমাই ও বুধনাকে কথক বলেছেন শিয়নডাঙার মার্কিন সৈন্যদের উপহার টুওআর্ডস রাঢ়ভূমি।
B. দ্রৌপদীর নামকরণ করেছিলেন সূর্য সাহুর মা।
C. অপারেশন ব্যকুলির পর স্থির হয়েছিল যে দুলন আর দোপদি কাজ করবে ঝাড়খানী বেল্টের আশেপাশে।
D. প্রতিবছর মাতং সাজুয়াদের নিয়ে যেত রাঢ়দেশে ধান চষতে।
E. গল্পের শেষে সাজুয়া সপরিবারে চলে গিয়েছিল বেলাটিতে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. B, D এবং E
3. A, C এবং D
4. C, D এবং E
★সঠিক উত্তর – 3

৫৩) ‘উলটপুরাণ’ গল্প থেকে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. নিখিল ব্রিটিশ–নারী বাহিনীর শোভাযাত্রার সূচনাস্থল স্থির হয়েছিল রিজেন্ট পার্ক ।
B. রাজসূয় যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছিল ‘ রাষ্ট্রবিৎ’ পত্রিকায়।
C. মিসেস টোডি জোসনার পরামর্শে সিগারেটের বদলে দোক্তা খাওয়া আরম্ভ করেছিল।
D. ফ্লকির জিভের জড়তা কাটানোর জন্য তার শিক্ষয়িত্রী তাকে ছোলাভাজা খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন।
E. আশ্বিন মাসে হাগ শহরে বিরাট রাজসূয় যজ্ঞের আয়োজন হয়েছিল।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং E
2. B, C এবং D
3. A, B এবং D
4. C, D এবং E
★সঠিক উত্তর – 3

৫৪) ‘ পদিপিসির বর্মিবাক্স’ গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. পদিপিসি সম্পর্কে পাঁচুমামার ঠাকুরদার পিসি।
B. গল্পের কথক গজার বৃত্তান্ত শুনেছিল তার দিদিমার কাছে।
C. কথক ট্রেনে যেতে যেতে রাত্রে পদিপিসিকে স্বপ্নে দেখেছিল।
D. নিমাইসর্দারের দলের ডাকাতরা গাড়োয়ানকে নগদ চারটে পয়সা ঘুষ দিয়েছিল।
E. স্বর্গে যাওয়ার আগে পদি পিসির ফিক করে হাসার কারণটা সকলে আগেই বুঝেছিল গজার বাবুয়ানি দেখে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, C এবং E
2. B, C এবং E
3. A, B এবং D
4. B, D এবং E
★সঠিক উত্তর – 3

৫৫) নীচে ‘সাজাহান’ নাটক থেকে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. যশোবন্ত সিংহের স্ত্রীর নাম ছিল মহামায়া।
B.  দারার পুত্র সুলতান সুজার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিলেন।
C. দারার প্রাণদণ্ডের আজ্ঞা পালন করে জিহন খাঁ।
D. সুজার পুত্রের নাম হল সিপার।
E. কাশ্মীরের মহারাজা নাম হল পৃথ্বীসিংহ।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, C এবং D
2. B, C এবং E
3. B, D এবং E
4. A, C এবং E
★সঠিক উত্তর – 4

৫৬) নীচে ‘নবান্ন’ নাটক থেকে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. যুধিষ্ঠির রতনগঞ্জ থেকে ঘোড়ায় করে ফিরেছিল।
B. রহমৎউল্লাকে মোরগের লড়াইয়ের বাজি জেতার জন্য উপহার দেওয়া হয়েছিল একখানা গামছা ও একখানা কাস্তে।
C. পায়ে পট্টি জড়ানো, মাথায় পাগড়ি আর গায়ে কোট পরা জনৈক কম্পাউন্ডার গোছের লোক চিকিৎসাকেন্দ্র জনতার খবরদারি করছিল।
D. হারু দত্তের পুরো নাম হারানচন্দ্র দত্ত।
E. দ্বিতীয় ভদ্রলোক নিজের নাতির অন্নপ্রশনে কেটে ছেঁটে শ–আষ্টেক লোককে নিমন্ত্রণ করেছিল।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং D
2. B, C এবং E
3. A, D এবং E
4. B, C এবং D
★সঠিক উত্তর – 3

৫৭) ‘প্রথম পার্থ’ কাব্যনাট্য অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ– অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. ‘প্রথম পার্থ’ কাব্যনাট্যের প্রথম সংলাপটি উচ্চারণ করেন কুন্তী।
B. ‘প্রথম পার্থ’ নাটকের শেষ সংলাপটি বলেন দ্বিতীয় বৃদ্ধ।
C. নাট্যঘটনার স্থান সরযূ তীরবর্তী এক বনভূমি।
D. কর্ণের অপর নাম বৈকর্তন।
E. কুমারী কুন্তীকে বর দিয়েছিলেন ঋষি দুর্বাসা।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং E
2. B, C এবং E
3. B, C এবং D
4. B, D এবং E
★সঠিক উত্তর – 4

৫৮) নীচে বঙ্কিমচন্দ্রের শকুন্তলা, মিরন্দা এবং দেসদিমোনা’ প্রবন্ধ অনুসরণ করে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. মিরন্দা অকপট, লজ্জা–সংস্কারশূন্য। এই অর্থে সে শকুন্তলার চেয়েও পবিত্র। কেননা লজ্জার অন্তঃসার যে পবিত্রতা তার অভাব নেই মিরন্দার।
B. “আমার দান সাগরতুল্য অসীম, আমার ভালবাসা সেই সাগর তুল্য গভীর”।এই সংলাপটি মিরন্দা চরিত্রের বলে উল্লেখিত হয়েছে প্রবন্ধে।
C. দেশভেদে, কালভেদে চরিত্রের কেবল বাহ্যভেদ হয়। এরকমই প্রবন্ধে বলতে চেয়েছেন বঙ্কিমচন্দ্র।
D. স্বামীর অবিচার সত্ত্বেও তাঁর প্রতি দেসদিমোনার অবিচল ভক্তি যদি সতীত্বের লক্ষণ ধরা হয়, তাহলে শকুন্তলা দেসদিমোনাতুল্য ‘সতী’ নয়।
E. শেক্সপিয়রের কোনো নাটকই ‘শকুন্তলা’র মতো ‘উপাখ্যান কাব্য’ নয়।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. B, C এবং D
3. C, D এবং E
4. A, C এবং D
★সঠীক উত্তর – 4

৫৯) নীচে বুদ্ধদেব বসুর ‘উত্তরতিরিশ’ ও রবীন্দ্রনাথ ও উত্তরসাধক’ প্রবন্ধ দুটি অনুসরণ করে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. ফ্র্যান্সিস টমসনকে উল্লেখ করে লেখক বলেছেন, শিশুর দুঃখ যত ছোট, শিশু কিন্তু তত ছোটো নয়।
B. লেখকের মতে ‘স্বভাবকবি’ বলতে তাঁদের বোঝায়, যাঁদের মনের সংসারে হৃদয়ের সঙ্গে বুদ্ধিবৃত্তির সতিনসমন্ধ নয়।
C. ঈশ্বর যেন তাঁকে তাড়াতাড়ি বুড়ো করে দেন এই ছিল লেখকের এক সময়ের প্রার্থনা।
D. বিদ্রোহী কবি কাজীনজরুল ইসলামের বিদ্রোহটা ঠিক ‘সাহিত্যের  বিদ্রোহ’ বলে মনে করেননি লেখক।
E. ‘উত্তরচল্লিশ’ বলতে লেখক বুঝিয়েছেন তিরিশ আর চল্লিশের মাঝামাঝি বয়সকাল।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. B, C এবং D
3. C, D এবং E
4. D, E এবং A
★ সঠিক উত্তর – 3

৬০) নীচে অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধাগুলি অনুসরণ করে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. মিলেটের উক্তি যে প্রবন্ধ টির প্রায় সূচনাতেই উদধৃত করা হয়েছে সেটি হল ’ শিল্পে অনধিকার’।
B. মন্মটভট্টের উদ্ধৃতিযোগে শেষ হচ্ছে যে–প্রবন্ধ তার নাম ‘ শিল্পে অনধিকার’।
C. ‘ The scene which the light brings before our eyes …’। দৃষ্টি ও সৃষ্টি’ প্রবন্ধে উল্লিখিত এই উদ্ধৃতি টি নেওয়া হয়েছে গ্যেটে থেকে।
D. চৈতন্যদেবের ‘শিক্ষাষ্টক’ থেকে গৃহীত ‘ন ধনং ন জনং’ শ্লোকটি পাওয়া যাবে ‘ সৌন্দর্যের সন্ধান’ প্রবন্ধটি।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং C
2. B, C এবং D
3. C, D এবং A
4. A, B এবং D
★সঠিক উত্তর – 2

৬১) নীচে ‘নবজাতক’ কাব্যগ্রন্থের কয়েকটি কবিতার নাম দেওয়া হল
A. আহ্বান
B. সন্ধ্যা
C. প্রায়শ্চিত্ত
D. বুদ্ধভক্তি
E. জবাবদিহি
যে বিকল্পের সবকটি কবিতায় যুদ্ধের প্রসঙ্গ আছে –
1. A, B এবং D
2. A, C এবং D
3. B, C এবং E
4. A, D এবং E
★সঠিক উত্তর – 1

৬২)  নীচে ‘ পঞ্চভূত’ গ্রন্থের ‘ মনুষ্য’ প্রবন্ধ থেকে কয়েকটি শুদ্ধ– অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. সমীর মনে করে যে ভূতনাথের ডায়ারির মানুষেরা কেবল বড়ো বড়ো ভালো কথা বলে, কিন্তু তাদের আকার–আয়তন নেই।
B. সাহিত্যের বিষয় এবং ভঙ্গির মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেটা বিচারের সময় ক্ষিতি বোঝবার চেষ্টা করে কোনটা বেশি রহস্যময়।
C. দীপ্তি মনে করে, মনের চরিত্রের আকৃতিটাই আমাদের স্টাইল।
D. হিন্দুস্তানি বেহারা নিহরের কথা স্মরণ করেছে স্রোতস্বিনী।
E. আমি যে তৃণ এমন দীনতা আমি কখনও স্বপ্নেও অনুভব করি না— এই মন্তব্যটি করেছে ব্যোম।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, C এবং D
2. A, B এবং D
3. B, D এবং E
4. A, C এবং E
★ সঠিক উত্তর – 1

৬৩) নীচে ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের কয়েকটি ছন্দ–বিষয়ক বইয়ের উল্লেখ করা হল
A. ছন্দজিজ্ঞাসা (১৯৭৪)
B. ছন্দপরিক্রমা (১৯৬৫)
C. বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান (১৯৩৮)
D. ছন্দসোপান (১৯৮০)
E. ছন্দোগুরু রবীন্দ্রনাথ (১৯৪৫)
প্রথম প্রকাশের শুদ্ধ ক্রম
1. B, D, A, E ,C
2. E, C, A, D,B
3. C, E, B, A, D
4. D, B, E, C, A
★সঠিক উত্তর – 3

৬৪) নীচে ‘উজ্জ্বলনীলমণি’ অবলম্বনে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. শ্রীরাধার প্রতি শ্রীকৃষ্ণের যে অনুরক্তি তাকে অনুকূল বলা চলে।
B. যে নায়ক নায়িকার সম্মুখে প্রিয়ভাষী হন এবং পরোক্ষে অপ্রিয় ব্যবহার করেন, তিনি ধৃষ্ট।
C. অনেক নায়িকাতে তুল্যভাব বহনকারী নায়ককেও ‘দক্ষিণ’ নায়ক বলে
D. অন্য যুবতীর ভোগচিহ্ন ব্যক্ত হলেও যে নায়ক মিথ্যাবাক্যবিন্যাসে দক্ষ, তিনি শঠ।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A এবং B শুদ্ধ
2. B এবং C শুদ্ধ
3. C এবং D শুদ্ধ
4. A এবং C শুদ্ধ
★সঠিক উত্তর – 4

৬৫) নীচে অ্যারিস্টটলের ’পোয়েটিক্স’ থেকে কয়েকটি শুদ্ধ– অশুদ্ধ মন্তব্য দেওয়া হল
A. ট্র্যাজেডির ষড়ঙ্গের মধ্যে সবচেয়ে প্রীতিকর উপাদান হল দৃশ্য।
B. আদর্শ কাহিনিতে থাকবে একটি কথাবস্তু, দুটি নয়।
C. প্রথমে কবিরা অল্প কয়েকটি পরিবারকে কেন্দ্র করেই ট্রাজেডি রচনা করতেন, কিন্তু বর্তমানে শ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলিতে কবিরা যে–কোনো কাহিনিই গ্রহণ করেন
D. যদিও এউরিপিদেস প্রযোজনার ব্যাপারে অতি নিকৃষ্ট, তবু তিনিই নিঃসন্দেহে ট্র্যাজেডির কবিদের মধ্যে শ্রেষ্ঠ।
E. ট্র্যাজেডির ক্রমবিকাশে তার নানা পরিবর্তন ঘটেছে তারপর তার প্রকৃত স্বভাবটি যখন বোঝা গেছে তখন তার পরিবর্তনের গতি স্তব্ধ হয়েছে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটি শুদ্ধ, সেটি –
1. A, B এবং E
2. B, C এবং D
3. B, D এবং E
4. A, C এবং D
★সঠিক উত্তর – 3

৬৬) তালিকা১                                   তালিকা২
A. প্রাচীন ভারতীয় আর্য                I. আহ্মি
B. প্রাকৃত                                     II. অমহে
C. প্রাচীন বাংলা                           III. অস্মাভি:
D. মধ্য বাংলা                              IV. অমহাহি
1. A-II, B- I, C- III, D- IV
2. A-III,  B- IV, C-II D-I
3. A- II, B-IV, C-I D-III
4. A- IV, B-I, C-III, D- II
★ সঠিক উত্তর – 2

৬৭) তালিকা১                         তালিকা২
A. বিশ্বকর্মা                       I. অক্ষয়মালা
B. জলেশ্বর                     II. নাগপাশ
C. ধাতা                          III. শঙ্খ
D. দক্ষ                            IV. টাঙ্গি
E. অম্বুবতী                      V. কমণ্ডুল
1. A- IV, B-III, C-V, D- I, E- II
2. A- III, B-IV, C-V, D- II, E- I
3. A- II, B- IV, C- V, D- I, E-III
4. A- V, B- III, C- II, D-I, E- IV
★সঠিক উত্তর – 1

৬৮) তালিকা ১
A. বন হতে এল এক টিয়ে মনোহর
B. গিয়াছে ভাঙিয়া সাধের বীণাটি
C. দেয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে
পুড়ে কাল সারারাত
D. তোমরা নবীন, এ উদাস / বিষাদ কি
তোমাদের‌ও চেনা
E. তুমি কি আসবে আমাদের মধ‍্যবিত্ত রক্তে

তালিকা ২
i) কামিনী রায়
ii) বিষ্ণু দে
iii) সমর সেন
iv) ঈশ্বরচন্দ্র গুপ্ত
v) শক্তি চট্টোপাধ‍্যায়

1. A- IV,   B-I,     C-V,    D- II,    E- III
2. A- I,     B-IV,   C-II,    D- V,    E- III
3. A- IV,   B- II   C- I      D- III    E- V
4. A- V,    B- III, C- II,     D-I,      E- IV
★ সঠিক উত্তর – 1

৬৯) তালিকা ১
A. সুবলার ব‌উ
B. অনন্তবালা
C. লবচন্দ্রের ব‌উ
D. মঙ্গলার ব‌উ

   তালিকা ২
i) যা বেটা, পাহাড়ে যা, পর্বতে যা, বড় বড় বিরিক্ষের সনে যুদ্ধ ক‌ইরা যা!
ii) কি গ বিন্দাবনের নারী, কোন কালোচোরা লড়দা গেছে মাইরা বাঁশির বাড়ি
iii) মানুষের কুটুম আসা যাওয়ায় আর গরুর কুটুম লেহনে
iv) তীর্থের মধ‍্যে কাশী ইষ্টির মধ‍্যে মাসী
1. A – ii.   B – iv.  C – i   D – iii
2. A – iii.   B – iv.   C – i   D – ii
3. A – iv    B – iii.   C – ii.  D – i
4. A – iii.   B – i.     C – iv  D – ii
★ সঠিক উত্তর – 2

৭০) পাঠ‍্য গল্প অনুসরণে প্রথম তালিকায় কয়েকটি বৃষ্টির প্রসঙ্গ এবং দ্বিতীয় তালিকায় গল্পের নাম দেওয়া হল –
তালিকা ১
A. তিনদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। বিশ্বাস‌ই হয় না যে এটা শীতকাল
B. আকাশে মেঘ ঘুরে ঘুরে ফেরে। চেপে বৃষ্টি হয় না।
C. জগৎ সংসার ভাসানো বৃষ্টিই বটে। উঠোনটা জলে থ‌ই থ‌ই করছিল।
D. জলে থ‌ই থ‌ই করতে থাকে দালান। উঠোনে জল দাঁড়িয়ে যায়
E. এখন আষাঢ় মাস। ভারী ঝড়, ভারী জল

তালিকা ২
i) ইঁদুর
ii) গরম ভাত ও নিছক ভূতের গল্প
iii) মতিলাল পাদরী
iv) জাতুধান
v) শহীদের মা

1. A – iii.  B – i.   C – iv    D – v.   E – ii
2. A – iv   B – i.   C – v     D – iii   E – ii
3. A – ii    B – iv.   C – v   D – i.    E – iii
4. A – iii   B – v    C – i     D – ii    E – iv
★ সঠিক উত্তর – 3

৭১) টিনের তলোয়ার নাটকের যে সমস্ত চরিত্র সধবার একাদশী তে অভিনয় করেছিল তাদের তালিকা –
তালিকা ১           তালিকা ২
A. জলদ              i) নিমচাঁদ
B. হরবল্লভ          ii) অটল
C. যদুগোপাল      iii) কেনারাম
D. বেণীমাধব        iv) ভোলানাথ
E. গোবর              v) রামমাণিক‍্য
1. A – iii.  B – ii.   C – iv    D – v.   E – i
2. A – ii   B – iv.   C – v    D – i    E – iii
3. A – i    B – iii.   C – iv   D – v.   E – ii
4. A – iv   B – ii    C – iii   D – v   E – i
★ সঠিক উত্তর – 2

৭২) ‘প্রাচ‍্য পাশ্চাত‍্য’ গ্রন্থের শরীর ও জাতিতত্ত্ব অধ‍্যায় অনুসরণে জাতি ও তাদের বিবৃতির তালিকা দেওয়া হল –
তালিকা ১       তালিকা ২
A. চীন        i) ভারতবর্ষের উত্তর পশ্চিমাংশে রাজত্ব করেছিল
B. দরদ       ii) অশোকের পালিলেখে যোন নামে অভিহিত ছিল
C. হুন         iii) কাশ্মীরের উত্তর পূর্বভাগে অবস্থান করত
D. গ্রিক       iv) ভারত ও আফগানিস্তানের মধ‍্যে ছিল
1. A – ii.   B – iv.  C – i    D – iii
2. A – ii    B – iii   C – iv   D – i
3. A – iii    B – iv   C – i.   D – ii
4. A – iv.   B – i.    C – ii   D – iii
★ সঠিক উত্তর – 3

৭৩) তালিকা ১
A. গোবিন্দবাবু
B. শ্রীকন্ঠবাবু
C. পিতৃদেব
D. ফাদার হেনরি
E. গণদাদা

তালিকা ২
i) তাঁহাকে কোনো অত‍্যাচারকারী দুর্বৃত্ত আঘাত করিতে পারিত না।
ii) একেবারে গোড়া হ‌ইতেই যথাসাধ‍্য সংস্কৃত রচনাকার্যে তিনি আমাকে উৎসাহিত করিতেন।
iii) অনেক ইতিহাস তিনি বাংলায় লিখিতে আরম্ভ করিয়া অসমাপ্ত রাখিয়া গিয়াছেন।
iv) কালো চাপকান পরিয়া দোতলায় আপিসঘরে খাতাপত্র ল‌ইয়া লেখাপড়া করিতেন।
v) সে সময় আর একজন প্রাচীন অধ‍্যাপক ছিলেন তাঁহাকে ছাত্ররা বিশেষ ভালোবাসিত।
1. A – iv.  B – ii.   C – i    D – v.   E – iii
2. A – iv   B – i.   C – ii    D – v    E – iii
3. A – v    B – iii  C – ii    D – iv.   E – i
4. A – v    B – iv    C – i   D – iii   E – ii
★ সঠিক উত্তর – 2

৭৪) তালিকা ১                    তালিকা ২
A. প্রাকৃত রীতির ছন্দ         i) তারাপদ ভট্টাচার্য
B. কথ‍্যভাষা নির্ভর             ii) রবীন্দ্রনাথ ঠাকুর
পর্বভূমক ছন্দ
C. স্বরবৃত্ত                          iii) মোহিতলাল মজুমদার
D. বলবৃত্ত                          iv) প্রবোধচন্দ্র সেন
1. A – ii.   B – i  C – iv    D – iii
2. A – iii   B – iv   C – i   D – ii
3. A – iv    B – i   C – ii.  D – iii
4. A – ii.   B – iii.  C – iv  D – i
★ সঠিক উত্তর – 4

৭৬) মন্তব‍্য – মালাধর বসু শ্রীকৃষ্ণবিজয়ের কাহিনিকে বৃন্দাবনলীলা, মথুরালীলা এবং দ্বারকালীলা এই তিনটি স্তরে বিন‍্যস্ত করেছেন।
   যুক্তি – ঐশ্বর্যভাবের তুলনায় মধুরভাবকে প্রাধান‍্য দেওয়াতেই এই তিনটি স্তর প্রাধান‍্য পেয়েছিল।
1. দুটোই ঠিক
2. দুটোই ঠিক কিন্তু যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যাখ‍্যা নয়
3. মন্তব‍্য ঠিক, যুক্তি ভুল
4. মন্তব‍্য ভুল, যুক্তি ঠিক
★ সঠিক উত্তর – 3

৭৭) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন‍্যাস অবলম্বনে
মন্তব‍্য – জমি হল মানুষের পরিবারের মতো, তা কখনোই এক‌ই রকম থাকে না।
যুক্তি – কেননা, পরিবারে মানুষের জন্ম মৃত‍্যুর মতো জমির‌ও হ্রাস বৃদ্ধি ঘটে।
1. দুটোই ঠিক
2. দুটোই ঠিক কিন্তু যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যাখ‍্যা নয়
3. মন্তব‍্য ঠিক, যুক্তি ভুল
4. মন্তব‍্য ভুল, যুক্তি ঠিক
★ সঠিক উত্তর -1

৭৮) ‘জননী’ গল্প অনুসরণে –
মন্তব‍্য – মেজদা ছিল জন্মান্ধ
যুক্তি – তাই মাকে সে হৃদয়ের চক্ষু দিতে চেয়েছিল।
1. দুটোই ঠিক
2. দুটোই ঠিক কিন্তু যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যাখ‍্যা নয়
3. মন্তব‍্য ঠিক, যুক্তি ভুল
4. মন্তব‍্য ভুল, যুক্তি ঠিক
★ সঠিক উত্তর – 4

৭৯) ‘প্রথম পার্থ’ নাটক অবলম্বনে –
মন্তব‍্য – কর্ণের সঙ্গে কথা বলার আগেই দুই বৃদ্ধ ব্রাহ্মণকে নিকটেই উপস্থিত থাকতে অনুরোধ করেছিলেন কুন্তী
যুক্তি – একাকী কর্ণের সামনে দাঁড়াতে ভীত ও লজ্জিত হয়ে পড়েছিলেন কুন্তী।
1. দুটোই ঠিক
2. দুটোই ঠিক কিন্তু যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যাখ‍্যা নয়
3. মন্তব‍্য ঠিক, যুক্তি ভুল
4. মন্তব‍্য ভুল, যুক্তি ঠিক
★ সঠিক উত্তর – 3

৮০) ‘মুক্তধারা’ নাটক অবলম্বনে –
মন্তব‍্য – বিভূতি মুক্তধারার জলকে আবদ্ধ করে শিবতরাইয়ের প্রজাদের বাধ‍্য করলেও মন্ত্রীর তাতে তেমন উৎসাহ লক্ষ‍্য করা গেল না।
যুক্তি – মন্ত্রী মনে করেন যুবরাজকে শিবতরাইয়ের শাসনভার দিলে তাতে আরো ভালো বাঁধ বাঁধা যেত।
1. দুটোই ঠিক
2. দুটোই ঠিক কিন্তু যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যাখ‍্যা নয়
3. মন্তব‍্য ঠিক, যুক্তি ভুল
4. মন্তব‍্য ভুল, যুক্তি ঠিক
★ সঠিক উত্তর – 1

৮১) ‘চন্ডীমঙ্গল কাব‍্যের বণিক খন্ড অনুসরণে শ্রীপতির বিদ‍্যাভ‍্যাস প্রসঙ্গে উল্লেখিত গ্রন্থের সঠিক ক্রম উল্লেখ করো –
A. রত্নাবলী
B. বাসবদত্তা
C. মেঘদূত
D. কামশাস্ত্রদীপিকা
E. কাদম্বরী
1. B, E, D, A, C
2. E, A, C, D, B
3. C, A, E, B, D
4. B, D, E, A, C
★ সঠিক উত্তর – 3

৮২) ‘বিনিময়’ কবিতা অনুসরণে ‘তার বদলে’ যা যা পাওয়া গেল উল্লেখিত শব্দগুচ্ছের শুদ্ধ ক্রমটি উল্লেখ করো
A. বেগনি মেঘের ওড়া পাল
B. নীল বাঁধানো স্বচ্ছ মুকুর
C. খোলা রাস্তা ধুলো পায়ের
D. কান্না হারা হাওয়া
E. আলোয় ভরা জল
1. A, C, E, D, B
2. B, E, A, C, D
3. E, C, A, B, D
4. D, E, A, C, B
★ সঠিক উত্তর – 2

৮৩) গ্রাম সম্বন্ধে শশীর আসক্তি ও বিরাগের বিবৃতিগুলির শুদ্ধ ক্রমটি উল্লেখ করো
A. কিছু ভালো লাগে না শশীর না গ্রাম, না গ্রামের মানুষ
B. গ্রাম ছাড়িবার কথা ভাবিলে কেমন করিয়া উঠে মনটা
C. গ্রাম‍্য জীবনে আবার শশীর বিতৃষ্ণা আসিয়াছে
D. কে যেন গাঁ হ‌ইতে শশীকে তাড়াইয়া দিতেছে, থাকিবার উপায় নাই
E. গ্রাম ছাড়িয়া কোথায় যাইবে শশী? কি আছে গ্রামের বাহিরে শশীর যা মনোহরণ করিতে পারিবে ?
1. A, C, E, D, B
2. C, A, E, B, D
3. B, D, E, A, C
4. D, E, A, C, B
★ সঠিক উত্তর – 2

৮৪) ‘কানাকড়ি’ গল্পে সাবিত্রীর প্রতি মন্মথর উক্তিগুলির শুদ্ধ ক্রম উল্লেখ করো
A. আমাদের কিন্তু গর্ব আছে সাবিত্রী, উপোস করে শরীর শুকিয়ে মরলেও ভেতরের মানুষটাকে নিচু করিনি
B. আমরা গরীব হতে পারি, কিন্তু ভেতরটা আমাদের খাঁটি
C. আমরা দুজনকে নিয়ে দুজন কারুর কাছে ছোট হব না
D. নিজে ঠিক থাকলেই হল
1. D, B, C, A
2. B, A, D, C
3. C, D, B, A
4. A, D, B, C
★ সঠিক উত্তর – 1

৮৫) ‘টিনের তলোয়ার’ নাটকের দুই নম্বর দৃশ‍্যে বেণিমাধব নিজের পরিচয় দিতে গিয়ে যা যা বলেছিল তার শুদ্ধ ক্রমটি উল্লেখ করো –
A. আমি স্রষ্টা
B. আমি দেবশিল্পী বিশ্বকর্মা
C. আমি শিক্ষক
D. আমি একদিক থেকে ব্রহ্মার সমান
E. আমি তাল তাল মাটি নিয়ে জীবন্ত প্রতিমা গড়ি
1. A, C, E, D, B
2. C, B, A, E, D
3. B, A, E, C, D
4. C, A, E, D, B
★ সঠিক উত্তর – 4

৮৬) বাংলা সাময়িক পত্রের ইতিহাসে কতকগুলি ঘটনার উল্লেখ করা হল। ঘটনাগুলির কালক্রমের শুদ্ধ বিকল্পটি উল্লেখ করো –
A. কল্লোল পত্রিকার শেষ সংখ‍্যা প্রকাশ (১৯২৯)
B. সবুজ পত্র পত্রিকা চিরতরে বন্ধ হয়ে যাওয়া (১৯২৭)
C. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনার দায়িত্ব থেকে রবীন্দ্রনাথের অব‍্যাহতি(১৯১৫)
D. প্রবাসীর পঁচিশ বছর পূর্তি (১৯০১ + ২৫ = ১৯২৬)
1. C, A, D, B
2. D, C, B, A
3. B, D, A, C
4. A, B, C, D
★ সঠিক উত্তর – C, D, B, A

৮৭) ‘দুরাশা’ গল্প থেকে উল্লেখিত উদ্ধৃতির ঠিক ক্রমটি উল্লেখ করো
A. বদ্রাওনের ফৌজের উপর কেশরলালের এমন একটি অলৌকিক আধিপত‍্য ছিল যে, তাঁহার কথায় তাহারা ভাঙা বন্দুক ও ভোঁতা তরবারি হস্তে লড়াই করিয়া মরিতে প্রস্তুত হ‌ইল।
B. কেশরলাল বহুকাল হ‌ইল নেপাল ত‍্যাগ করিয়া কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না।
C. কেশরলাল কহিলেন, কে তুমি ? আমি আর থাকিতে পারিলাম না, বলিলাম অধীনা আপনার ভক্ত সেবিকা। আমি নবাব গোলামকাদের খাঁর কন‍্যা
D. তিনি তাঁতিয়াটোপির দলে মিশিয়া সেই বিপ্লবাচ্ছন্ন আকাশতলে অকস্মাৎ কখনো পূর্বে, কখনো পশ্চিমে বজ্রপাতের মতো মুহূর্তের মধ‍্যে ভাঙিয়া পড়িয়া মুহূর্তের মধ‍্যে অদৃশ‍্য হ‌ইতেছিলেন
E. এমন সময় কোম্পানি বাহাদুরের সহিত সিপাহিলোকের লড়াই বাধিল। আমাদের বদ্রাওনের ক্ষুদ্র কেল্লাটির মধ‍্যেও বিপ্লবের তরঙ্গ জাগিয়া উঠিল
1. D, E, A, C, B
2.  A, E, C, D, B
3. B, E, A, D, C
4. C, B, A, E, D
★ সঠিক উত্তর – 2

৮৮) রবীন্দ্রনাথের লেখা ছন্দ বিষয়ক কয়েকটি রচনা সাময়িক পত্র প্রকাশের সময়ের শিরোনাম ও সংশ্লিষ্ট সাময়িক পত্রের নাম দেওয়া হল। সাময়িক পত্রে প্রকাশকালের শুদ্ধ ক্রম উল্লেখ করো
A. ‘ছন্দের হসন্ত হলন্ত’ : পরিচয় (১৩৩৮, মাঘ / ১৩৩৯, কার্তিক)
B. ‘ছন্দের মাত্রা’ : উদয়ন (১৩৪১, জ‍্যৈষ্ঠ)
C. ‘ছন্দ’ : বঙ্গশ্রী (১৩৪১, বৈশাখ)
D. ‘বাংলা ছন্দ’ : বিচিত্রা (১৩৩৮, পৌষ)
1. D, A, C, B
2. B, C, A, D,
3. C, B, D, A
4. A, D, B, C
★ সঠিক উত্তর – 1

৮৯) সাধারণ পূর্বরাগের ছয়টি দশা উল্লেখ করা হল। শুদ্ধ ক্রমটি হল –
A. স্মৃতি
B. অভিলাষ
C. উদ্বেগ
D. গুণকীর্তন
E. চিন্তা
1. C, A, E, D, B
2. D, E, A, C, B
3. B, E, A, D, C
4. C, B, A, E, D
★ সঠিক উত্তর – 3

৯০) “তিয়জ পহরে বড়ায়ি পিক ঘন র‌এ
      কাহ্নের বিরহে মোর প্রাণ থির নহে…
‘রাধাবিরহ’ অংশে রাধার এই উক্তি যে রাগ নামে চিহ্নিত
1. শ্রীরাগঃ
2. মালবশ্রীরাগঃ
3. আহেররাগঃ
4. রামগিরীরাগঃ
★ সঠিক উত্তর – 4