সুবোধ ঘোষ – ফসিল : প্রশ্নোত্তর আলোচনা


★ তথ‍্যমূলক
১) অঞ্জনগড়ের আয়তন – সাড়ে আটষট্টি বর্গমাইল।
২) অঞ্জনগড়ের সঙ্গে তুলনা করা হয়েছে – বাঘের।
৩) অঞ্জনগড়ের মহারাজের উপাধি আছে – এককুড়ি।
৪) চারপুরুষ আগে অঞ্জনগড়ের অপরাধীদের – শূলে চড়ানো হত।
৫) এখন অঞ্জনগড়ের অপরাধীদের শাস্তি দেওয়া হয় – উলঙ্গ করে অপরাধীদের লেলিয়ে।
৬) রাজ‍্যের অর্ধেক প্রজা চলে গেছে – মরিশাসের চিনির কারখানায়।
৭) রাজ‍্যের প্রজারা মরিশাসে যে কাজে গেছে – কুলির কাজ নিয়ে।
৮) রাজ‍্যে যে দুই জাতি থাকে – কুর্মি আর ভীল।
৯) প্রজারা জল আনে – দু ক্রোশ দূরের পাহাড়ের গায়ে লুকানো জলকুন্ড থেকে।
১০) প্রজারা জল আনে – মোষের চামড়ার থলিতে ভরে।
১১) প্রজারা জল আনে – জমিতে সেচ দেবার জন‍্য।
১২) জমিতে যেসব ফসল ফলে – ভুট্টা, যব, জনার।
১৩) মহারাজার ঘোড়াদের যা খাওয়ানো চলে না – খোল ভূষি।
১৪) মহারাজার ঘোড়া খায় – ভুট্টা, যব, জনার।
১৫) রাজ‍্য ছেড়ে যে প্রজারা চলে যায় – ভীলেরা।
১৬) রাজ‍্য ছেড়ে যে প্রজারা যেতে চায় না – কুর্মিরা।
১৭) কুর্মিরা যেতে চায় না কারণ – এ রাজ‍্যে তাদের সাত পুরুষের বাস।
১৮) দরবার থেকে চিঁড়ে গুড় বিতরণ করা হয় – প্রতি রবিবার।
১৯) মহারাজা গায়ে আলপনা আঁকা হাতির পিঠে চড়ে আশীর্বাদ করতে বের হন – সংক্রান্তির দিনে।
২০) মহারাজার জন্মদিনে কেল্লায় – রামলীলা হয়।
২১) অঞ্জনগড়ে ল এজেন্ট হয়ে নিযুক্ত হল – মুখার্জী।
২২) অঞ্জনগড়ের মধ‍্যে যে খনিজ সম্পদ পাওয়া গেল – অভ্র ও অ্যাসবেস্টস।
২৩) অঞ্জনগড়ে যে নদী আছে – অঞ্জনা।
২৪) মুখার্জি অঞ্জনগড়ে যতগুলো ক‍্যানেল বসাতে চায় – ১০টা।
২৫) মহারাজ পোলো গ্রাউন্ড করতে চান – আরো দুটো।
২৬) নহবতের জন‍্য রাখতে চান – মাইনে করা ইতালিয়ন ব‍্যান্ডমাস্টার।
২৭) প‍্যালেসের বাগানটাকে বাড়ানোর জন‍্য জমি চাই – ১১বিঘা।
২৮) মুখার্জির ইরিগেশন স্কিম অনুযায়ী প্রত‍্যেক কুর্মি প্রজাকে – এক বিঘা জমি দিতে হবে বিনা সেলামিতে আর পাঁচ বছরের মতো বিনা খাজনায়।
২৯) মহারাজা তাঁর গালপাট্টা দাড়ির গোছাটাকে নির্মম মোচড় দিয়ে মুখার্জির সামনে এগিয়ে দিলেন – দুটো কাগজ।
৩০) মহারাজার মুখার্জিকে দেওয়া প্রথম পত্রটি লিখেছে – দুলাল মাহাতো মহারাজকে।
৩১) দ্বিতীয় পত্রটি লিখেছে – গিবসন মহারাজকে।
৩২) দুলাল মাহাতো পত্রে – নগদ টাকায় খাজনা দেবার কথা বলেছে।
৩৩) দুলাল মাহাতো মারিশাস থেকে ফিরেছে – নগদ সাত টাকা আর বুকভরা হাঁপানি নিয়ে।
৩৪) কুর্মিরা দুলালের কাছে শিখেছে – নগদ মজুরি কি জিনিস।
৩৫) দশসেরি বোঝা ট্রেনের কামরায় তুলে দিলে এক আনা পাওয়া যায় – ফয়জাবাদ স্টেশনে।
৩৬) দুলাল মাহাতোর আমন্ত্রণ পেয়ে কুর্মিরা একত্রিত হয়েছিল – ঘোড়ানিমের জঙ্গলে।
৩৭) দুলালের স্থবির কন্ঠনালীটা অতিরিক্ত উৎসাহে কেঁপে উঠল – ভাঙা শঙ্খের মতো।
৩৮) দুলাল মাহাতো নতুন মন্দির প্রতিষ্ঠার জন‍্য রাজ তহবিল থেকে চেয়েছিল – হাজার টাকা।
৩৯) দুলাল মাহাতো শীতের সময় বিনা টিকিটে জঙ্গলের ঝুরি আর লকড়ি ব‍্যবহারের অনুমতি চেয়েছিল – মহাররাজার থেকে।
৪০) কুর্মি সমাজের নাচানাচি বেড়েছে – সিন্ডিকেটের উৎসাহে।
৪১) “দ‍্যাট মংকি অব অ্যান অ্যাডমিনিস্ট্রেটর” বলা হয়েছে – মুখার্জিকে।
৪২) মুখার্জিকে “দ‍্যাট মংকি অব অ্যান অ্যাডমিনিস্ট্রেটর” বলেছে – গিবসন।
৪৩) গিবসন দুলাল মাহাতোকে বলেছে – পোষা বেড়াল।
৪৪) ১৪নম্বর পিট ধসে পড়েছে।
৪৫) পীট ধসায় চাপা পড়েছে – নব্ব‌ই জন পুরুষ আর মেয়ে কুর্মি কুলি চাপা পড়েছে।
৪৬) ফৌজদারের গুলিতে কুর্মি মরেছে – ২২জন।
৪৭) ফৌজদারের গুলিতে ঘায়েল হয়েছে – ৫০এর বেশি কুর্মি।
৪৮) ফৌজদার জঙ্গলে কুর্মিদের আটকাতে চালিয়েছিল – মুঙ্গেরী গাদা আর দেড় ছটাকী বুলেট।
৪৯) চোদ্দ নম্বর পীট ধসার কারণ – তৃতীয় সীমের ছাদটা ভালো করে টিম্বার করা ছিল না।
৫০) গল্পে উল্লেখিত পত্রের সংখ‍্যা – ৫।

◆ ধাঙড় – কুলিদের বস্তি
◆ ডিকেন্টার – মদ ঢালবার পাত্র

★ শূন‍্যস্থানমূলক
১) “নেটিভ স্টেট অঞ্জনগড়; আয়তন কাঁটায় কাঁটায় _”
■ সাড়ে আটষট্টি বর্গমাইল
২) “”_ উপর মহারাজের উপাধি”
■ এককুড়ির
৩) “সাবেক কালের কেল্লাটা যদিও _ , তার পাথরের গাঁথুনিটা আজ‌ও অটুট”
■ লুপ্তশ্রী
৪) “_ আর _ অদ্ভূত মিলন দেখা যায় দপ্তরে”
■ ক্ষত্রিয় তিলক, মোগল তকমার
৫) “সাড়ে আটষট্টি বর্গমাইল অঞ্জনগড় – শুধু _ আর _ ছাওয়া রুক্ষ কাঁকুড়েমাটির ডাঙা আর নেড়া পাহাড়”
■ ঘোড়ানিম, ফণীমনসা
৬) “চিঁড়ে আশীর্বাদ বা রামলীলা – সব‌ই _ সহযোগে পরিবেশন করা হয়, প্রজারা সেভাবেই উপভোগ করতে অভ‍্যস্ত।”
■ লাঠির
৭) “আমাদের মুখার্জী _ “
■ আদর্শবাদী
৮) “মুখার্জির নির্দেশে বন্ধ হল _ “
■ লাঠিবাজি
৯) “ল এজেন্ট মুখার্জিই একদিন আবিষ্কার করল অঞ্জনগড়ের _ সম্পদ।
■ অন্তর্ভৌম
১০) “টেবিলে ঘুষি মেরে বিকট চিৎকার করে _ প্রায় ফেটে পড়লেন”
■ অরাতিদমন
১১) “_ মতো দুলালের স্থবির কন্ঠনালীটা অতিরিক্ত উৎসাহে কেঁপে কেঁপে আওয়াজ ছাড়ে।”
■ ভাঙা শঙ্খের
১২) ” _ মতো ভীরু দুলাল যেন ঠক ঠক করে কাঁপছে।”
■ মেষশিশুর
১৩) “মহারাজা জীমূতধ্বনি করলেন। দুলাল _ মতো স্থির হয়ে গেল।”
■ কাঠের পুতুলের
১৪) “ফৌজদারের গাড়ির ভেতর থেকে দারোয়ানেরা কম্বলে মোড়া _ লাশটা টেনে নামালো”
■ দুলাল মাহাতো।
১৫) “_ লাথি আর সহ‍্য হয় না মুখার্জি”
■ ব‍্যঙের

★ উদ্ধৃতিমূলক
১) “সিডনির নেটিভ এই দেবতুল‍্য জীবগুলির ওপর মহারাজার অপার ভক্তি”
■ ঘোড়া
২) “শুধু নড়তে চায় না কুর্মি প্রজারা। এ রাজ‍্যে তাদের সাত পুরুষের বাস”
■ অঞ্জনগড়ে
৩) “ঋতুচক্রের মতো এই ত্রিদশার আবর্তনে তাদের দিনসন্ধ‍্যার সমস্ত মুহূর্তগুলি ঘুরপাক খায়”
■ চাষ করা, বিদ্রোহ করা, মার খাওয়া
৪) “ছেলেবেলার ইতিহাস পড়া ডিমোক্রেসির স্বপ্নটা আজ‌ও তার চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে”
■ মুখার্জির
৫) “একদিকে যেমন কট্টর অন‍্যদিকে তেমনি হমদরদ। প্রজারা ভয় পায় ভক্তিও করে।”
■ মুখার্জি
৬) “শিল্পীর তুলির আঁচড়ের মতো এক একটি এস্টিমেটে সে অঞ্জনগড়ের রূপ ফিরিয়ে দেবে”
■ মুখার্জি
৭) “এইটাতে মহারাজার স্পষ্ট জবাব, কভি নেহি”
■ স্কুল বানাতে
৮) “টেবিলে ঘুষি মেরে বিকট চিৎকার করে অরাতিদমন প্রায় ফেটে পড়লেন”
■ মহারাজা
৯) “তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে কুর্মিদের জীবনেও যেন একটা চঞ্চলতা একটা নতুন অধ‍্যায়ের সূচনা হয়েছে”
■ দুলাল মাহাতো
১০) “এই যোগাযোগ ছিন্ন না করে দিলে রাজ‍্যের সমূহ অশান্তি – অমঙ্গল‌ও”
■ কুর্মি সমাজ ও সিন্ডিকেট
১১) “সিংহের চোখে জল”
■ মহারাজা

★ কার সম্পর্কে বলা ?

১) “ভাইসব এই বুড়োর মাথায় যটা সাদা চুল দেখছ, ঠিক ততবার সে বিশ্বাস করে ঠকেছে”
■ দুলাল মাহাতো
২) “হুজুরের জুতোর ধুলো আমি”
■ দুলাল মাহাতো মহারাজকে
৩) “আমার বিনা সুপারিশে আমার কোন কুর্মি প্রজাকে কুলির কাজে ভর্তি না করে”
■ মহারাজ
৪) “দরবারের ছেলে তোমরা, কখনো ছেলে দোষ করে কখনো বাপ। তাই বলে পরকে ডেকে কেউ ঘরের ইজ্জত নষ্ট করে না”
■ মুখার্জি দুলাল মাহাতোকে
৫) “বাপের তুল‍্য মহারাজা, তার জন‍্য আমরা জান দিতে পারি”
■ দুলাল মুখার্জিকে
৬) “আমরা মনিমেকার ন‌ই, আমাদের একটা মিশন‌ও আছে। নির্যাতিত মানুষের পক্ষ নিয়ে আমরা চিরকাল লড়ে এসেছি।”
■ গিবসন
৭) “তর্ক ছেঢড়ে কো অপারেশনের কথা ভাবুন”
■ গিবসন
৮) “কোন চিন্তা নেই। পোষা বিড়াল মাহাতো রয়েছে আমাদের হাতে”
■ গিবসন
৯) “যদি ভিটে মাটি উৎখাত করে, তবে আমাদের ধাওড়া খোলা থাকবে তোমাদের জন‍্য সবসময়”
■ ম‍্যাককেনা
১০) “ফৌজদার সাহেব, এবার আপনিই আমার ইজ্জত বাঁচান”
■ মহারাজা
১১) “কুর্মিদের আপনি শায়েস্তা করুন ফৌজদার সাহেব, আর আমি সিন্ডিকেটকে একটা সিভিল সুটে ফাঁসাচ্ছি”
■ সচিবোত্তম
১২) “ব‍্যাঙের লাথি সহ‍্য হয় না মুখার্জি”
■ মহারাজা
১৩) “আর দেরি করবেন না। সব ছেড়ে দিয়ে মাহাতোকে আগে আটক করে ফেলুন”
■ মুখার্জি

★ ক্রমমূলক
১) মহারাজা একাধারে –
ত্রিভূবনপতি – নরপাল – ধর্মপাল – অরাতিদমন

২) মহারাজের কেল্লার বর্ণনা –
৹ সাবেক কালের কেল্লাটা যদিও লুপ্তশ্রী, তার পাথরের গাঁথুনিটা আজ‌ও অটুট
৹ কেল্লার ফটকে বুনো হাতির জীর্ণ কঙ্কালের মতো দুটো মরচে পড়া কামান
৹ তার নলের ভেতরে পায়রার দল স্বচ্ছন্দে ডিম পাড়ে
৹ তার ছায়ায় বসে ক্লান্ত কুকুরেরা ঝিমোয়
৹ দপ্তরে দপ্তরে শুধু পাগড়ি আর তরবারির ঘটা ; দেয়ালে দেয়ালে ঘুঁটের মতো তামা আর লোহার ঢাল

৩) মুখার্জির নির্দেশে যা যা পরিবর্তন হল –
৹ লাঠিবাজি বন্ধ হল
৹ সমস্ত দপ্তর চুলচেরা অডিট করে তোলপাড় করা হল
৹ স্টেটের জরিপ হল নতুন করে, সেন্সাস নেওয়া হল
৹ মরচে পড়া কামান দুটোকে পালিশ দিয়ে চকচকে করে ফেলা হল

৪) “অঞ্জনগড়ের শ্রী গেল ফিরে”
৹ আজ কেল্লার এক পাশে গড়ে উঠেছে সুবিরাট গোয়ালিয়রি স্টাইলের প‍্যালেস
৹ মার্বেল, মোজেয়িক, কংক্রিট আর ভিনিসিয়ান সার্সীর বিচিত্র পরিসজ্জা
৹ সরকারি গ‍্যারেজে দামী দামী জার্মান লিমুজিন সিডান আর টুরার
৹ আস্তাবলে নতুন আমদানি আইরিশ পনির অবিরাম লাথালাথি
৹ প্রকান্ড একটা বিদ‍্যুতের পাওয়ার হাউস

৫) খনি অঞ্চলে ধীরে ধীরে গড়ে উঠেছে –
৹ খোয়াবাঁধানো বড় বড় সড়ক – কুলির ধাওড়া – পাম্প বসান ইদারা- ক্লাব – বাংলো – কেয়ারি করা ফুলের বাগিচা – জিমখানা

৬) খনি অঞ্চলে কুর্মিদের রোজনামচা
নগদ মজুরি পায় – মুরগি বলি পায় – হাঁড়িয়া খায় – সন্ধ‍্যায় মাদল ঢোলক পিটায়

৭) দুলাল মাহাতো কুর্মিদের মুখপাত্র হয়ে যা যা দাবি করেছে
মজুরির রেট – হপ্তা পেমেন্ট – ছুটি – ভাতা – ওষুধের ব‍্যবস্থা