চতুরঙ্গ – উদ্ধৃতিমূলক প্রশ্নোত্তর আলোচনা

১) “আমি পাড়াগাঁ হ‌ইতে কলিকাতায় আসিয়া কলেজে প্রবেশ করিলাম” – আমি কে ?
◆ শ্রীবিলাস

২) “আমাদের বয়স প্রায় সমান হ‌ইবে” – কাদের ?
◆ শচীশ ও শ্রীবিলাসের

৩) “এটাতে সর্বদা তাহাদের (মেসের ছেলেদের) যেন আরামের ব‍্যাঘাত করিত” – কীসে ?
◆ শচীশকে মনে মনে শ্রীবিলাস ভক্তি করে।

৪) “শচীশ সম্বন্ধে গোড়াতেই আমি দুইটা মস্ত ঘা খাইয়াছি” – কী কী ?
◆ শচীশ নাস্তিক, শচীশ ব্রাহ্মণ নয়।

৫) “যেমন তাঁর পান্ডিত‍্য ছাত্রদের প্রতি তেমন তাঁর অবজ্ঞা” – কার ?
◆ উইলকিনস সাহেবের

৬) “ইহার তাঁর (উইলকিনসের) ধারণা” – কী ?
◆ বাঙালি ছেলেকে সাহিত‍্য পড়ানো মানে শিক্ষকতার কুলিমজুরি করা

৭) “তিনি তখনকার কালের নামজাদা নাস্তিক” – কে ?
◆ জগমোহন মল্লিক

৮) “তিনি সে বড়‌ই কাহিল, সংসার হ‌ইতে এ সংস্কার ঘুচিল না” – কার কথা বলা হয়েছে ?
◆ হরিমোহন মল্লিক

৯) “জগমোহন‌ও তাকে এমনি করিয়া অধিকার করিয়া বসিলেন যেন সে তাঁর‌ই ছেলে” – সে কে ?
◆ শচীশ

১০) “কাহার‌ও মতে তিনি বাংলার মেকলে, কাহার‌ও মতে বাংলার জনসন” – কে ?
◆ জগমোহন

১১) “তার জন‍্য সর্বদাই তাঁর চোখে যেন জল ছলছল করিত” – তার বলতে কাকে বোঝানো হয়েছে ?
◆ পুরন্দর

১২) “তার জন‍্য সর্বদাই তাঁর চোখে যেন জল ছলছল করিত” – তাঁর বলতে কাকে বোঝানো হয়েছে ?
◆ হরিমোহন

১৩) “বাড়ির কোনো এক নতুন জামাই তাঁকে ‘শ্রীচরণেষু’ পাঠ দিয়া চিঠি লিখিয়াছিল” – কাকে ?
◆ জগমোহনকে

১৪) “বাড়ির কোনো এক নতুন জামাই তাঁকে ‘শ্রীচরণেষু’ পাঠ দিয়া চিঠি লিখিয়াছিল” – নতুন জামাইয়ের নাম কী ?
◆ নরেন

১৫) “সে তার বাবার চেয়েও ভিতু” – কে ?
◆ পুরন্দর

১৬) “দুই ভাইয়ে ভাগাভাগি হইয়া কলিকাতার ভদ্রাসন বাটীর মাঝামাঝি প্রাচীর উঠিয়া গেল” – দুই ভাই কে কে ?
◆ হরিমোহন ও জগমোহন

১৭) “হরিমোহন এবং পুরন্দর এই নাস্তিক শিক্ষকের হাত হ‌ইতে ভদ্রঘরের ছেলেদিগকে বাঁচাইবার জন‍্য চেষ্টা করিতে লাগিলেন” – নাস্তিক শিক্ষকটা কে ?
◆ জগমোহন

১৮) “ইহাদের মধ‍্যে প্রণাম করিবার প্রথা ছিল না” – কাদের মধ‍্যে ?
◆ শচীশ ও জগমোহন

১৯) “শচীশ এই হতভাগিনীকে উদ্ধার করিতে চায়” – কাকে ?
◆ ননীবালা

২০) “এ দিকে মেয়েটির সন্তান সম্ভাবনা” – কোন মেয়ে ?
◆ ননীবালা

২১) “জগমোহন _ এর মতো ঘরের মধ‍্যে ঢুকিয়া তাঁর _ গলায় বলিয়া উঠিলেন, এসো আমার মা এসো। ধুলায় কেন বসিয়া”
◆ ঝড়, মেঘগম্ভীর

২২) “_ ফুলের মতো মেয়েটির ভিতরকার পবিত্রতার লাবণ‍্য তো ঘোচে নাই” – কোন ফুলের মতো ?
◆ শিরীষ

২৩) “পুরন্দর ক্রুদ্ধ _ এর মতো ফুলিতে লাগিল” – কীসের মতো ?
◆ বিড়াল

২৪) “তার সঙ্গে ঐ পতিতা মেয়ের তুমি বিবাহ দিবে ?” – কার সঙ্গে ?
◆ শচীশের সঙ্গে

২৫) “তার সঙ্গে ঐ পতিতা মেয়ের তুমি বিবাহ দিবে ?” – পতিতা মেয়েটি কে ?
◆ ননীবালা

২৬) “তোমার ঐ মুখখানি দেখিলে আমার আশীর্বাদ করিতে ইচ্ছা করে” – কার মুখ দেখলে?
◆ ননীবালা

২৭) “তোমার ঐ মুখখানি দেখিলে আমার আশীর্বাদ করিতে ইচ্ছা করে” – আমি কে ?
◆ জগমোহন

২৮) “যা তিনি নিজে পছন্দ করিয়া কিনিয়া আনিয়াছিলেন, ননির হাতে দিলেন” – কী কী পছন্দ করেছিলেন ?
◆ বেনারসি শাড়ি, জামা ও ওড়না

২৯) “আমাদের হাসপাতালে প্রথম রোগী জুটিল” – প্রথম রোগী কে ?
◆ একজন মুসলমান

৩০) “তিনি শচীশের বাপ ছিলেন, বন্ধু ছিলেন আবার ছেলেও ছিলেন বলিতে পারা যায়” – কে ?
◆ জগমোহন

৩১) “কলিকাতায় থাকিতে স্বামী তার‌ই বাড়িতে থাকিতেন” – কার বাড়িতে ?
◆ শিবতোষের বাড়িতে

৩২) “সমস্ত দলবল সমেত তাঁহাকে সেবা করাই তার জীবনের প্রধান আনন্দ ছিল” – কার সেবা করা ?
◆ লীলানন্দ স্বামী

৩৩) “সমস্ত দলবল সমেত তাঁহাকে সেবা করাই তার জীবনের প্রধান আনন্দ ছিল” -কার জীবনের প্রধান আনন্দ ছিল ?
◆ শিবতোষের

৩৪) “কখনো কখনো শুনিতে পাইতাম একটি উচ্চসুরের ডাক” – কী ডাক ?
◆ বামি

৩৫) “শিবতোষকে তিনি আপন আপিসে কাজ শিখাইবার অনেক চেষ্টা করিয়াছিলেন” – তিনি কে ?
◆ অন্নদাপ্রসাদ

৩৬) “এমন সময় স্বামী মরিবার কালে স্ত্রীর ভক্তিহীনতার শেষ দন্ড দিয়া গেল” – স্বামী স্ত্রী কে ?
◆ শিবতোষ ও দামিনী

৩৭) “অথচ সেই দুর্লভ সৌভাগ‍্যকে সে(দামিনী) দিনরাত অপমান করিয়া খেদাইয়া দিল” – দুর্লভ সৌভাগ‍্যটা কী ?
◆ লীলানন্দ স্বামীর সান্নিধ‍্য পাওয়া

৩৮) “অন‍্য অন‍্য বছর এই সময়টাতেই দামিনীর ছুটির সময় ছিল” – কোন সময় ?
◆ লীলানন্দ স্বামীর ভ্রমণের সময়

৩৯) “আজ এই গুহাতেই রাত কাটাতে হবে” – সেদিন কোন তিথি ছিল ?
◆ কৃষ্ণপক্ষের দ্বাদশী

৪০) “আধুনিক কবির গানটা তাঁর চলে” – কার ?
◆ গুরুজির

৪১) “আমরা সমুদ্রের ধারে বনের তলায় বালুর পরে তিন জনে বসিলাম” – আমরা কারা ?
◆ শচীশ দামিনী শ্রীবিলাস

৪২) “সেদিন গানটি বড় জমিল” – গানটির প্রথম লাইন কী ?
◆ পথে যেতে তোমার সাথে / মিলন হল দিনের শেষে

৪৩) “কাকের দলের হাত থেকে দামিনী তাহাকে উদ্ধার করিয়া আনে, তারপর হ‌ইতে শুশ্রুষা চলিতেছে” – কাকে উদ্ধার করে আনে ?
◆ চিল

৪৪) “উহাকে ছাড়া রাখিলে চলিবে না” – কাকে ?
◆ বেজিকে

৪৫) “কাল রাত্রে পাড়ার মুসলমানদের বাড়ি হ‌ইতে ও একটা মুরগি চুরি করিয়া খাইয়াছে” – কে ?
◆ বেজি

৪৬) “শ্রীবিলাসবাবুকে বলিয়াছি, একটা বড়ো দেখিয়া ঝুড়ি কিনিয়া আনিতে, উহাকে চাপা দিয়া রাখিতে হ‌ইবে” – কাকে চাপা দিয়ে রাখতে হবে ?
◆ বেজিকে

৪৭) “তিনজনের মধ‍্যে আমার দশাটাই সবচেয়ে মন্দ” – কার দশা ?
◆ শ্রীবিলাসের

৪৮) “তিনজনের মধ‍্যে আমার দশাটাই সবচেয়ে মন্দ” – কোন তিনজন ?
◆ শচীশ – শ্রীবিলাস – দামিনী

৪৯) “এই নাট‍্যের মুখপাত্র যে দুটি তাদের অভিয়ের আগাগোড়াই আত্মগত” – মুখপাত্র দুজন কে ?
◆ শচীশ ও দামিনী

৫০) “মাঝখানে আমি কি তোমাদের বিশ পঁচিশের ঘুঁটি” – আমি কে ?
◆ দামিনী

৫১) “ঐরাবত এবং উচ্চৈঃশ্রবা বলিলেই হয়” – কাদের ?
◆ শচীশ ও শ্রীবিলাসকে

৫২) “সে আমাদের কীর্তন দলের একজন গায়ক” – কে ?
◆ নবীন

৫৩) “সে কলিকাতায় কলেজে পড়ে, আর কয়েকমাস পরে পরীক্ষা দিয়া আগামি আষাঢ় মাসে সে বিবাহ করিবে” – সে কে ?
◆ নবীনের ভাই

৫৪) “ইহারা কুলীন, উপযুক্ত পাত্র পাওয়া দায়। মেয়েটিকে দেখিতে ভালো” – মেয়েটি কে ?
◆ নবীনের স্ত্রীর মাতৃহীনা বোন

৫৫) “দামিনীর মৃতদেহটা দাহ করিয়া দেশে ফিরিয়া আসিবার সময় এই জায়গাটা আমার পছন্দ হ‌ইল” – কোন জায়গাটা ?
◆ ভাঙাচোরা নীলকুঠির ঘর

৫৬) “আমি তো গৃহী হ‌ইবার সময় পাইলাম না; আর সন্ন‍্যাসী হ‌ওয়া আমার ধাতে নাই, সেই আমার রক্ষা” – আমি কে ?
◆ শ্রীবিলাস

৫৭) “সেটা ছিল আমার কাছে, আমিই ছিলাম একজিক‍্যুটর” – সেটা কী ?
◆ শচীশের নামে জ‍্যাঠামশায়ের বাড়ির উইল

৫৮) “এই বলিতে বলিতে শচীশ উঠিয়া অন্ধকারে নদীর পাড়ের দিকে চলিয়া গেল” – কী বলতে বলতে ?
◆ অসীম, তুমি আমার, তুমি আমার

৫৯) “আমাকে ল‌ইয়া যাও, এখানে আমার স্থান নাই” – কোথায় ?
◆ মাসির বাড়িতে

৬০) “সাধ মিটিল না, জন্মান্তরে আবার যেন তোমাকে পাই” – কে কাকে পেতে চেয়েছে ?
◆ দামিনী শ্রীবিলাসকে

– – – – –