মকটেস্ট – ০৮
বিষয় – প্রবন্ধ

উত্তরপত্র

১) মন্তব‍্য – বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন‍্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় ৭টি পরিচ্ছেদে ছাপা হয়ে বন্ধ হয়ে যায়।
    যুক্তি – বঙ্কিমচন্দ্র স্বীয় সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ বন্ধ করে দেন।
A. মন্তব‍্য ও যুক্তি দুইই শুদ্ধ।
B. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ।
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ।
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
★ সঠিক উত্তর – B

২) “মন্বর্থবিপরীতা যা সা স্মৃতির্ন প্রশস‍্যতে” – এই বক্তব‍্য কে রেখেছেন ?
A. বিষ্ণু ঋষি
B. মনু
C. বৃহস্পতি
D. হারীত
★ সঠিক উত্তর – C

৩) “ভারতবর্ষীয়েরা সুখী হ‌ইলেন। সুখী এবং কৃতী। এই সুখ ও কৃতিত্বের ফল – ” শূন‍্যস্থান পূরণ করো।
A. লক্ষী ও সরস্বতী
B. ভক্তিশাস্ত্র ও দর্শনশাস্ত্র
C. ধর্ম ও সাহিত‍্য
D. মহাকাব‍্য ও গীতিকাব‍্য
★ সঠিক উত্তর – B

৪) “এঁর কাছে রবীন্দ্রনাথ পেলেন দেশ কালের অতীত হয়ে বাঁচবার দৃষ্টান্ত” – কার কাছে ?
A. রামমোহন রায়
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. স্বামী বিবেকানন্দ
D. সিস্টার নিবেদিতা
★ সঠিক উত্তর – A

৫) মৃত‍্যুর সময় বয়স অনুযায়ী রাসসুন্দরী দেবীর পুত্রদের ক্রম –
1. রাধানাথ    2. চন্দ্রনাথ     3. প‍্যারীলাল      4. মুকুন্দলাল
A. 3 – 2 – 4 – 1
B. 4 – 3 – 2 – 1
C. 3 – 1 – 4 – 2
D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – D

৬) “বুঝলাম এ সংস্কার না সৎকার” – ‘শিল্পে অনধিকার’ প্রবন্ধে কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই উপলব্ধি ?
A. তাজমহল সংস্কার
B. অজন্তা গুহা সৎকার
C. জগন্নাথদেবের মাসির বাড়ি সংস্কার
D. জগন্নাথ দেবের মন্দির সংস্কার
★ সঠিক উত্তর – C

৭) বিশিষ্টতা                   কবি
a) স্বভাব কবি              i) সুধীন্দ্রনাথ দত্ত
b) ছন্দোরাজ               ii) জীবনানন্দ দাশ
c) মননপ্রধান কবি       iii) গোবিন্দদাস
d) দৃশ‍্যগন্ধস্পর্শময়      iv) সত‍্যেন্দ্রনাথ দত্ত
A. a) – ii.    b) – iii.   c) – iv.  d) – i
B. a) – iii.   b) – iv.   c) – i.   d) – ii
C. a) – ii.    b) – iv.   c) – i.   d) – iii
D. a) – iv.   b) – iii.   c) – ii.  d) – i
★ সঠিক উত্তর – B

৮) ‘প্রবাসী’ পত্রিকার বিভাগগুলি চালু হবার ক্রম উল্লেখ করো –
1. পঞ্চশস‍্য    2. কষ্টিপাথর    3. হারামণি    4. পুস্তক পরিচয়
A. 2 – 4 – 1 – 3
B. 4 – 3 – 2 – 1
C. 3 – 1 – 4 – 2
D. 2 – 3 – 1 – 4
★ সঠিক উত্তর – A

৯) ‘নূতন কথা গড়া’ প্রবন্ধটি শুরু হয়েছে যে উদাহরণ দিয়ে –
A. হিমালয় প্রদেশ
B. দুন
C. অবজারভেটরি
D. কম্পিটিশন
★ সঠিক উত্তর – D

১০) বঙ্কিচন্দ্রের ‘বঙ্গদর্শনের পত্র – সূচনা’ রচনাটি অবলম্বন করে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল,এগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
1. সুশিক্ষিত বাঙালি বাংলা লিখতে চান না বলেই সুশিক্ষিত বাঙালি বাংলা পড়তে চান না। বস্তুত সুশিক্ষিত বাঙালি বাংলা পড়তেই চান না। এই কারণে বাংলার দুরবস্থা ঘনিয়েছে।
2. ‘বঙ্গদর্শন’ পত্রিকাকে বাঙালির পাঠযোগ্য করে তোলাই বঙ্কিচন্দ্রের প্রধানতম উদ্দেশ্য।
3. বাংলায় জ্ঞানের বিস্তার ঘটাবার মত পাঠপযোগী পত্রিকার অভাব দূর করা বঙ্গদর্শন পত্রিকার অন্যতম ঘোষিত উদ্দেশ্য।
4. কৃতবিদ্য পাঠকের মনরঞ্জনের দিকটি ‘বঙ্গদর্শন’ উপেক্ষা করেনি। পাঠকের মনরঞ্জন সাধন বঙ্গদর্শন- প্রকল্পের অন্তর্গত ।
5. ‘বঙ্গদর্শন’ দীর্ঘস্থায়ী না হলেও তাকে নিষ্ফল মনে করা হবেনা বলে উল্লেখ করা হয়েছে .’ বঙ্গদর্শন ‘ পত্র – সূচনায় ।
A.কেবল 1,2,3
B.কেবল 2,3,4
C. কেবল 3,4,5
D. কেবল 1,4,5
★সঠিক উত্তর : C

১১) প্রাচ‍্য ও পাশ্চাত‍্য’ অবলম্বনে কয়েকটি কিছু মন্তব‍্য ও পরিচ্ছেদ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় তালিকায় দেওয়া হল, উভয় তালিকার মধ‍্যে সামঞ্জস‍্য বিধান করতে হবে :
তালিকা ১
a) পাহারাওয়ালার নাম হল রাজা, মুটের নাম হল স‌ওদাগর
b) আমাদের চোখে এদের দেখা আর এদের চোখে আমাদের দেখা – দুইই ভুল।
c) প‍্যারিস, সভ‍্যতার রাজধানী প‍্যারিস, ভোগবিলাসের ভূস্বর্গ প‍্যারিস
d) দেবতা ভালো কি অসুর ভালো সে কথা হচ্ছে না
তালিকা ২
i) পারি ও ফ্রাঁন্স
ii) পোশাক ও ফ‍্যাশান
iii) দেবতা ও অসুর
iv) পরিচ্ছন্নতা
A. a) – ii.     b) – iii.    c) – iv.     d) – i
B. a) – iii.    b) – i.      c) – iv      d) – ii
C. a) – iv.    b) – iii.    c) – ii.      d) – i
D. a) – ii.     b) – iv.    c) – i.       d) – iii
★ সঠিক উত্তর – B

১২) মন্তব‍্য – অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা প্রবন্ধ অনুযায়ী, বোদলেয়র ইন্দ্রিয়জ্ঞানের শক্তিটাকে স্তব্ধ বিপর্যস্ত করতে উপদেশ দিলেন।
যুক্তি – ইন্দ্রিয়গ্রাহ‍্য বস্তুমাত্র তাঁর কাছে অবজ্ঞেয়।
A. দুটোই শুদ্ধ
B. যুক্তি শুদ্ধ
C. মন্তব‍্য শুদ্ধ
D. দুটোই অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

১৩) বিবৃতি 1 – অক্ষয়চন্দ্র সরকার এশিয়াটিক সোসাইটির পথ অনুসরণ করে প্রবন্ধ নির্বাচনী সভা সংস্থাপন করেছিলেন।
   বিবৃতি 2 – প্রবন্ধ নির্বাচনী সভাটি ১৮৬০ খ্রি: বন্ধ হয়ে গিয়েছিল।
A. বিবৃতি দুটোই মিথ‍্যে।
B. বিবৃতি দুটোই সত‍্য।
C. কেবল বিবৃতি 1 সত‍্য।
D. কেবল বিবৃতি 2 সত‍্য।
★ সঠিক উত্তর – A

১৪) “জগদীশ্বরের আশ্চর্য কান্ড দেখিয়া আমার হৃৎকম্প হ‌ইতে লাগিল” – কোন কান্ড ?
A. স্বর্ণবৃষ্টির স্বপ্ন
B. বেশর খুঁজে পাওয়া
C. বড়ছেলেকে নিয়ে অলৌকিকতা
D.  লিখতে পারা
★ সঠিক উত্তর – B

১৫) ‘ব‌ইপড়া’ প্রবন্ধে কামসূত্রে বর্ণিত গৃহসজ্জার বর্ণনার ক্রম –
1. তাহার পার্শ্বে থাকিবে প্রতিশয‍্যিকা
2. বাহিরের বাসগৃহে অতিশুভ্র চাদর পাতা শয‍্যা একটি থাকিবে।
3. তাহার শিরোভাগে কূর্চস্থান ও বেদিকা স্থাপিত করিবে।
4. তাহার উপরে অতি সুন্দর বালিশ থাকিবে।
A. 4 – 2 – 3 -1
B. 3 – 2 – 4 – 1
C. 2 – 4 – 1 – 3
D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – C

১৬) মন্তব‍্য – প্রমথ চৌধুরীর মতে, এ যুগের সাহিত‍্য মাত্র‌ই রোমান্টিক অর্থাৎ তাতে আর্টের ভাগ কম, আত্মার ভাগ বেশি।
       যুক্তি – এ যুগের কবিরা কাব‍্যে আত্মপ্রকাশ করেন।
A. দুটোই শুদ্ধ
B. দুটোই অশুদ্ধ
C. মন্তব‍্য শুদ্ধ
D. যুক্তি শুদ্ধ
★ সঠিক উত্তর – D

১৭) ‘সৌন্দর্যতত্ত্ব’ প্রবন্ধ অনুযায়ী ডার‌উইনের যৌন নির্বাচন মতের বিরোধিতা করেছেন –
A. ওয়ালাস
B. হার্টম‍্যান
C. শোপেনহাওয়ার
D. স্পেনসার
★ সঠিক উত্তর –  A

১৮) বিবৃতি 1 – ছেলেধরার কথা লেখিকাকে লেখিকার পিসি বলেছিলেন।
       বিবৃতি 2 – লেখিকা গোবৈদ‍্যকে ছেলেধরা ভেবেছিলেন।
A. বিবৃতি দুটোই শুদ্ধ।
B. বিবৃতি 1 অশুদ্ধ বিবৃতি 2 শুদ্ধ
C. বিবৃতি দুটোই অশুদ্ধ
D.  বিবৃতি 1 শুদ্ধ, বিবৃতি 2 অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

১৯) ‘নিয়মের রাজত্ব’ প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয় ?
A. সাধনা, মাঘ, ১২৯৯
B. ভারতী, ভাদ্র, ১৩০০
C. ভারতী, অঘ্রান, ১৩০৬
D. সাধনা, চৈত্র, ১৩০০
★ সঠিক উত্তর – C

২০) নীচে রাসসুন্দরী দাসীর সন্তানদের কয়েকজনের নাম দেওয়া হল,যাদের জন্মক্রমের ঠিক বিকল্পটি হল :
1. দ্বারকানাথ
2. চন্দ্রনাথ
3. শ্যামসুন্দরী
4. প্যারীলাল
5. রামসুন্দরী
A. 3 – 2 – 5 – 1 – 4
B. 4 – 3 – 1 – 5 – 2
C. 2 – 1 – 3 – 5 – 4
D. 5 – 4 – 1 – 2 – 3
★ সঠিক উত্তর : D

২১) বুদ্ধদেব বসুর মতে, জীবনানন্দ দাশ গৌরবের অধিকারী কারণ –
A. তিনি এমন সব কথা বসিয়েছেন কবিতায় যা পূর্বে কেউ বসায়নি
B. তিনি নিজের ব‍্যবহারের জন‍্য একটা আলাদা ভাষা তৈরি করতে পেরেছেন
C. তাঁর কবিতায় কথা শেষ হয়েও যেন শেষ হয়নি।
D. তাঁর কবিতা থেমে থেমে পড়তে হয়।
★ সঠিক উত্তর – B

২২) “যদিও পরিবেশ গুণে তিনি ছিলেন রোমান্টিসিজমের সন্তান, কিন্তু স্বভাবগুণে তাঁকে হতে গেল রোমান্টিসিজমের শত্রু” – বোদলেয়র সম্পর্কে কে একথা বলেছেন ?
A. আইয়ূব
B. র‍্যাঁবো
C. এলিয়ট
D. পোল ভালেরি
★ সঠিক উত্তর – C

২৩) মন্তব‍্য – ইহুদীদের মাছ মাংস ইত‍্যাদি ভাত বা রুটি সংযোগে খাবার নিয়ম নেই।
       যুক্তি – ইহুদীদের প্রত‍্যেক খাবারের জন‍্য থালা বদলাতে হয়।
A. উভয়েই শুদ্ধ
B. কেবল মন্তব‍্য অশুদ্ধ
C. কেবল যুক্তি অশুদ্ধ
D. উভয়েই অশুদ্ধ।
★ সঠিক উত্তর – D

২৪) ‘আমার জীবন বৃত্তান্ত এই পর্যন্ত‌ই লিখিত হ‌ইল। অপর বৃত্তান্ত প্রাণান্ত পরিচ্ছেদ হ‌ইলে লিখিত হ‌ইবেক” – কত নম্বর রচনায় উল্লেখ আছে উদ্ধৃতিটি ?
A. ১৪ নং, ১ম ভাগ
B. ১৬নং, ১ম ভাগ
C. ১৪ নং, ২য় ভাগ
D. ১৬, ২য় ভাগ
★ সঠিক উত্তর – A

২৫) ‘আবু সয়ীদ আইয়ুবের ‘ভূমিকা : আধুনিক বাংলা কবিতা’ প্রবন্ধ অনুসরণে প্রথম তালিকায় কয়েকটি মন্তব্য ও দ্বিতীয় তালিকায় যাঁদের সম্পর্কে মন্তব্য সেই কবিদের নাম দেওয়া হল:
প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা – ১
a. তাঁর সমাজবিমুখতা সামাজিক কারণে নয়, স্বভাবজ।
b. সমরোত্তর যুগের মানসিক ও সামাজিক উপপ্লব তাঁর চিত্তকে স্পর্শ করলেও তেমন ক’রে অধিকার করেনি।
c. তাঁর সমাজবোধও নেতিবাচক, negative emotion -এর দ্বারা পরিচালিত।
d. গালাগাল কিন্তু টিকলো না, টিকে রইলো তাঁর দুঃসাহসিক অবদান।
তালিকা – ২
i. বিষ্ণু দে
ii. সুধীন্দ্রনাথ দত্ত
iii. মধুসূদন দত্ত
iv. বুদ্ধদেব বসু
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল:
A. a – iv.    b – iii,    c – i,    d- ii
B. a – ii,     b – iv,    c – i,    d – iii
C. a – iv,    b – i       c – ii,   d – iii
D. a – iii,    b – iv,    c – ii,    d – i
★সঠিক উত্তর – B

২৬) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয় প্রবর্ত্তক ও নিবর্ত্তকের সম্বাদ’ – এর প্রথম প্রস্তাবটি অবলম্বন করে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
1. প্রস্তাবটিতে উল্লিখিত প্রথম শাস্ত্রীয় শ্লোক ‘মৃত্তে ভর্ত্তরি —‘ মনুস্মৃতি থেকে গৃহীত।
2. ‘মন্বর্থবিপরীতা যা সা স্মৃতির্ন প্রশস্যতে’ –  শ্লোকটি বৃহস্পতির স্মৃতি হিসেবে প্রস্তাবটিতে উল্লিখিত হয়েছে।
3. ‘মনু যাহা কহিয়াছেন তাহাই পথ্য জানিবে।’ – এমন বলা হয়েছে বেদে।
4. প্রস্তাবটিতে উল্লিখিত রয়েছে যে যাজ্ঞবল্ক্য বিধবাদের ব্রহ্মচর্যের বিধান দিয়েছিলেন।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
A. কেবল 1, 2  এবং 3
B. কেবল 1, 3  এবং 4
C. কেবল 3, 4  এবং 2
D. কেবল 4, 1  এবং 2
★সঠিক উত্তর – C

২৭) মন্তব‍্য : শকুন্তলার সরলতা অপেক্ষা মিরন্দার সরলতায় নবীনত্ব ও মাধুর্য কম।
যুক্তি : কারণ স্বভাবদত্ত স্ত্রী চরিত্রের যে পবিত্রতা যা লজ্জার মধ‍্যে লজ্জা তার অভাব মিরন্দায় রয়েছে।
A. দুইই অশুদ্ধ
B. দুইই শুদ্ধ
C. মন্তব‍্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ
D. মন্তব‍্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ
★ সঠিক উত্তর – A

২৮) ভারতচন্দ্রের জীবনী অনুসরণে –
       A                                    B
a) সংস্কৃত অধ‍্যয়ন            i) ইন্দ্রনারায়ণ চৌধুরীর আশ্রয়ে
b) পারস‍্য ভাষা অধ‍্যয়ন    ii) শিবভট্টের আশ্রয়ে
c) জেল থেকে পালিয়ে     iii) মাতুলালয়ে
d) সংসারী হয়ে                 iv) রামচন্দ্র মুনশির আশ্রয়ে
    অর্থ উপার্জন
A. a) – ii.    b) – iii.   c) – iv.  d) – i
B. a) – iii.   b) – iv.   c) – ii.   d) – i
C. a) – ii.    b) – iv.   c) – i.   d) – iii
D. a) – iv.   b) – iii.   c) – ii.  d) – i
★ সঠিক উত্তর – B

২৯) “মিল্টন স্বয়ং তাঁকে শেক্সপীয়র ও স্পেনসারের তুল‍্যজ্ঞান করতেন” – কাকে ?
A. ডাইড্রেন
B. পিপস
C. কাউলি
D. পালগ্রেভ
★ সঠিক উত্তর – C

৩০) ‘রামায়ণ’ প্রবন্ধে যাদের রামায়ণ রচনার উল্লেখ করেছেন তাদের ক্রম –
1. কৃত্তিবাস    2. রাজশেখর বসু    3. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী   4. বাল্মীকি
A. 2 – 1 – 3 – 4
B. 4 – 1 – 3 – 2
C. 2 – 4 – 1 – 3
D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – D

৩১) শুদ্ধ কোনটি ?
A. প্রাচীন ভারতীয় আর্যে বচনভেদে ধাতুরূপ ও শব্দরূপের পার্থক‍্য হত।
B. প্রাচীন ভারতীয় আর্য লিঙ্গভেদে অনুসারে ক্রিয়ারূপে পৃথক হত।
C. বৈদিক দ্বিবচনের ব‍্যবহার ছিল না।
D. পালিভাষায় দ্বিবচন বলতে জোড়া জিনিস বোঝাত।
★ সঠিক উত্তর – A

৩২) রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করে নিয়ে যায় –
A.  সরফরাজ খাঁ
B. মুর্শিদকুলি খাঁ
C. আলিবর্দি খাঁ
D. সুজা খাঁ
★ সঠিক উত্তর – C

৩৩) কোন কবিতার রচনাকাল ২৪শে চৈত্র, ১৩৩২, কলকাতা ?
A. সব‍্যসাচী
B. বিদ্রোহী
C. পূজারিণী
D. সর্বহারা
★ সঠিক উত্তর – D

৩৪) ‘মাহো’ অর্থ খোঁজার জন‍্য যার অভিধান দেখা হয়েছিল –
A. হফম‍্যান জেফার
B. উইলিয়াম জেফার
C. হফম‍্যান পামার
D. উইলিয়াম ডিউক
★ সঠিক উত্তর – A

৩৫) ‘সাজাহান’ নাটকে বৈষ্ণব পদ দুটি আছে –
1. প্রথম অঙ্ক তৃতীয় দৃশ‍্য
2. দ্বিতীয় অঙ্ক, চতুর্থ দৃশ‍্য
3. চতুর্থ অঙ্ক, প্রথম দৃশ‍্য
4. পঞ্চম অঙ্ক, দ্বিতীয় দৃশ‍্য
A. 1, 2
B. 2, 3
C. 3, 4
D. 2, 4
★ সঠিক উত্তর – B

– – – – –