১) অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের প্রথম খন্ডের সময়সীমা হল :
1. আড়াই বছর
2. তিন বছর
3. পাঁচ বছর
4. চার বছর
■ উত্তর – 4
২) বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হল। সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো :
a) ‘আমি ছিলাম আর্ত, উদভ্রান্ত। তোমাকে লক্ষ করিনি’ – কর্ণ দ্রৌপদীকে বলেছিল।
b) ‘প্রথম পার্থ’ নাটকের স্থান যমুনাতীরের এক বনভূমি।
c) কুন্তীকে ‘যশস্বিনী পৃথা’ বলে উল্লেখ করেছেন দ্বিতীয় বৃদ্ধ।
d) ‘প্রথম পার্থ’ প্রকাশিত হয় ১৯৬৯খ্রিস্টাব্দে।
1. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – অশুদ্ধ
3. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
■ উত্তর – 1
৩) স্বামী বিবেকানন্দের ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ গ্রন্থ থেকে কয়েকটি পরিচ্ছেদের নাম দেওয়া হল। যে ক্রম অনুসারে তা গ্রন্থে বিন্যস্ত নির্দেশ করো :
1. পাশ্চাত্যে শক্তিপূজা, পরিণামবাদ, দেবতা ও অসুর, তাতার জাতি
2. তাতার জাতি, দেবতা ও অসুর, পাশ্চাত্যে শক্তিপূজা, পরিণামবাদ
3. দেবতা ও অসুর, পাশ্চাত্যে শক্তিপূজা, তাতার জাতি, পরিণামবাদ
4. পাশ্চাত্যে শক্তিপূজা, দেবতা ও অসুর, পরিণামবাদ, তাতার জাতি
■ উত্তর – 1
৪) ‘চৈতন্যভাগবত’ অবলম্বনেনীচের তিথিগুলির মধ্যে দুটি যথাক্রমে নিত্যানন্দ ও চৈতন্যদেবের জন্মতিথি :
a) মাঘ শুক্ল ত্রয়োদশী. b) ফাল্গুনী পৌর্ণমাসী
c) চৈত্র পৌর্ণমাসী. d) মাঘ শুক্ল ত্রয়োদশী
ঠিক উত্তর চিহ্নিত করো :
1. a, b
2. a, c
3. b, d
4. c, d
■ উত্তর – 1
৫) নীচে চারটি স্বরসংগতির উদাহরণ দেওয়া হল। এদের মধ্যে কোন দুটি পরাগত স্বরসংগতির নিদর্শন চিহ্নিত করো :
a) পূজো > পুজা. b) দেশি > দিশি
c) ভুলা > ভোলা. d) যদু > যোদো
1. a) এবং b)
2. a) এবং c)
3. b) এবং d)
4. c) এবং b)
■ উত্তর – 3
৬) “এ বিদেশে, এ প্রবাসে আমি গো প্রবাসী…” – ‘প্রবাসী’ পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যার আখ্যাপত্রে মুদ্রিত যে কবিতাটির প্রথম পঙক্তি এটি :
1. প্রবাস
2. আবির্ভাব
3. নিজ বাসভূমে পরবাসী হলে
4. আবাহন
■ উত্তর – 4
৭) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে দুটি তালিকায় বক্তার নাম ও তাদের উদ্ধৃতি দেওয়া হল। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে ঠিক উত্তর নির্দেশ করো :
তালিকা ১
a) গোকুলের বউ
b) নীরেন
c) দুর্গা
d) অপু
তালিকা ২
i) আগে বলুন টাকা দিয়ে কি হবে ? নইলে কিন্তু…
ii) দেখেছিস তুই ইংরেজি বাজনা
iii) তাহলে উত্তরের মাঠের বেগুন ক্ষেতে চৌকি দেবে কে ?
iv) ফুলোট বাঁশি শুনেছিস ?
1. a) – ii b) – iv c) – i d) – iii
2. a) – iv b) – iii c) – i. d) – ii
3. a) – i b) – ii c) – iii d) – iv
4. a) – iii b) – i. c) – ii. d) – iv
★ উত্তর – 4
৮) বিমল করের ‘ইঁদুর’ গল্পে তিনি প্রকৃত ইঁদুর কোথায় আছে বলে বোঝাতে চেয়েছেন –
1. যতীনের মনের মধ্যে
2. ঘরের মধ্যে
3. বাসুদেবের মনের মধ্যে
4. মলিনার মনের মধ্যে
■ উত্তর – 4
৯) বিমল করের ‘জননী’ (ইঁদুর) গল্প অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) বাসুদেব সন্ন্যাসী ছিলেন না।
b) বাসুদেবের মা বেঁচে ছিলেন।
c) বাসুদেব গেরুয়া কাপড় পরতেন
d) যতীন তাঁর বন্ধু বাসুদেবকে বিশ্বাস করতেন না।
1. a এবং b
2. a এবং c
3. a এবং d
4. b এবং c
■ উত্তর – 4
১০) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পল্লীপ্রকৃতি’ অবলম্বনে একটি মন্তব্য ও তার সাপেক্ষে যুক্তি দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
মন্তব্য : প্রকৃতির দান এবং মানুষের জ্ঞান এই দুয়ে মিলেই মানবসভ্যতার বিকাশ সাধিত হয়েছে।
যুক্তি : বিজ্ঞানের বলে মানুষ প্রকৃতিকে জয় করেছে।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2
১১) নীচের চারটি মন্তব্যের শুদ্ধাশুদ্ধ চিহ্নিত করো :
a) দলবৃত্ত ছন্দের একটি পর্বে তিনটি রুদ্ধদল থাকলে ওই তিনদলেই সাধারণ চতুর্দলপর্বের কাজ করে।
b) কলাবৃত্তের শোষণশক্তি আছে, কিন্তু তা মিশ্রবৃত্তের চেয়ে দুর্বল।
c) পয়ার মাত্রেই আসলে মিশ্রবৃত্তের ছন্দ।
d) কলাবৃত্ত ছন্দে রুদ্ধদলের সঙ্গে মুক্তদলের গণনার তারতম্য আছে।
1. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
■ উত্তর – 3
১২) নীচের বিকল্পগুলির মধ্যে ‘টিনের তলোয়ার’ নাটকে উল্লেখিত ‘ময়ূরবাহন নাটক’এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় :
1. প্রথম শ্রেণির টিকিট মূল্য চারটাকা
2. নাট্যকার রোহীন্দ্র চৌধুরী
3. সংলাপ : ধর্ম ইতরজনের বৃহন্নলা বিবেক
4. গানের কথা : কেন এ দাহন, মরম বেদনা
■ উত্তর – 1
১৩) কবি বিষ্ণু দের কবিতা অবলম্বনে দুটি তালিকার সামঞ্জস্য বিধান করে ঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) প্রাকৃত কবিতা
b) স্মৃতি সত্তা ভবিষ্যৎ
c) জল দাও
d) ২৫শে বৈশাখ
তালিকা ২
i) তোমারই ঘাটের কাছে / ফোটাই তোমারই ফুল
ii) সমুদ্রের দিকে চলি, খুলে দিই রেখা আর রঙ
iii) অনেক মিছিলে সঞ্চিত সঙ্গীতে
iv) এ নরকে / মনে হয় আশা নেই, জীবনের ভাষা নেই
1. a) – iii b) – iv c) – i d) – ii
2. a) – iv b) – iii c) – i. d) – ii
3. a) – i b) – iv c) – iii d) – ii
4. a) – iii b) – ii. c) – i. d) – iv
★ উত্তর – 1
১৪) “আর কাজ কি দেবতা, তোমার ভাব বুঝে নিয়েছি, তুমিও এবার সটকাচ্ছ” – ‘জনা’
নাটকে উক্তিটি যিনি যাকে করেছেন –
1. বিদূষক, কৃষ্ণের প্রতি
2. অর্জুন, কৃষ্ণের প্রতি
3. বিদূষক অগ্নির প্রতি
4. প্রবীর অগ্নির প্রতি
■ উত্তর – 3
১৫) মহাশ্বেতা দেবীর ‘দ্রৌপদী’ ছোটগল্পে দোপদি মেঝেনের নিবাস ছিল যে গ্রামে :
1. ঝাড়খানী
2. চেরাখান
3. বাকুলি
4. পলতাকুড়ি
■ উত্তর – 2
১৬) “পাশের বাড়ির সম্মুখটা ঝকঝকে নিকানো। চালের উপরটা লকলকে লাউডগায় ডেকে গিয়েছে। একসার গাঁদাফুলের গাছ আলো করে রেখেছে উঠোনটাকে” – বিসকান্ধা গ্রামের এই সৌন্দর্যময় প্রতিবেশ বর্ণনার সম্ভাব্য কারণ হতে পারে :
a) ‘তাৎমাটুলির মাহাত্ম্য বর্ণন’ অংশে তাৎমাটুলির সঙ্গে বিসকান্ধার বৈপরীত্য বোঝানো
b) তুলনামূলকভাবে বিসকান্ধার শ্রী ও সমৃদ্ধি বোঝানো
c) বিসকান্ধা কৃষি সংস্কৃতির দেশ আভাস পাওয়া যায়
d) বিসকান্ধার প্রতিবেশ পটভূমির মাহাত্ম্য বর্ণনা করা
1. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
■ উত্তর – 4
১৭) ভারতীয় কাব্যতত্ত্বে অলঙ্কার, রীতি ও ধ্বনি প্রস্থানের সামঞ্জস্য বিধানে যিনি চেষ্টা করেছেন :
1. আনন্দবর্ধন
2. মন্মটভট্ট
3. অভিনব গুপ্ত
4. বিশ্বনাথ কবিরাজ
■ উত্তর – 2
১৮) নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
a) ‘বায়’ শব্দের প্রাচীন তদ্ভব রূপ ‘বা’।
b) ‘বাতাস’ শব্দটি এসেছে ফারসী থেকে।
c) ‘হাওয়া’ শব্দটি অষ্ট্রিক ভাষা থেকে এসেছে।
d) ‘বাত’ শব্দটির উৎস তুর্কী ভাষা।
সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
1. a এবং c
2. b এবং d
3. c এবং d
4. a এবং b
■ উত্তর – 4
১৯) কবি সুধীন্দ্রনাথ দত্ত ‘সংবর্ত’ কবিতাটি যে সময়ে লিখেছিলেন :
1. ১৮মার্চ, ১৯৫৩
2. ৩সেপ্টেম্বর, ১৯৪৩
3. ৬সেপ্টেম্বর, ১৯৪০
4. ৩ফেব্রুয়ারি, ১৯৪৩
■ উত্তর – 3
২০) সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গোঘ্ন’ ছোটগল্পের থেকে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব্য : হারাই মুখে হাত চেপে হা হা করে বুক ফেটে কেঁদেছে।
যুক্তি : খেতে বসে হারাইয়ের ঘরে উপোসী স্ত্রী পুত্রদের কথা মনে পড়েছে, এমনকি মৃত ভাই দোলাইয়ের কথাও সে ভাবে।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2
২১) অক্ষরজ্ঞানহীন রাসসুন্দরী দাসী তাঁর স্বামীর সংগ্রহের অন্তর্গত ‘চৈতন্য ভাগবত’ পুঁথিটি শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন :
1. স্বপ্নদৃষ্ট পুঁথিটির সঙ্গে অবিকল মিল দেখে
2. পুঁথির একটি ছিন্ন পাতার সংকেত সূত্রে
3. জ্যেষ্ঠ পুত্র বিপিনের পরোক্ষ সহায়তা সূত্রে
4. পুঁথির উপর অঙ্কিত ছবির সূত্রে
■ উত্তর – 4
২২) বিশ্বনাথের ‘সাহিত্যদর্পণ’ অনুসরণে নীচের দুটি তালিকায় অলঙ্কারশাস্ত্রে স্বীকৃত চারটি বিশিষ্ট ‘রীতি’ ও তাদের বৈশিষ্ঠ্য দেওয়া হল :
তালিকা ১
a) মাধুর্য ব্যঞ্জক ললিতাত্মক রচনা
b) ওজঃ প্রকাশক ও সমাসবহুল রচনা
c) ওজঃ ও কান্তি সমন্বিত মধুর ও সুকুমার রচনা
d) মৃদুপদসমূহের সমাসের দ্বারা মনোহর রচনা
তালিকা ২
i) লাটী
ii) পাঞ্চালী
iii) গৌড়ী
iv) বৈদর্ভী
1. a) – ii b) – i c) – iv d) – iii
2. a) – iv b) – ii c) – iii d) – i
3. a) – iv b) – iii c) – ii d) – i
4. a) – iii b) – iv. c) – ii. d) – i
★ উত্তর – 3
২৩) নীচে বক্তব্যগুলির মধ্যে ভুলটি হল :
1. পাবনা ও রাজশাহী অঞ্চলের ভাষা বঙ্গালী উপভাষার অন্তর্গত।
2. অঞ্চলভেদে অবিভক্ত মেদিনীপুর জেলায় রাঢ়ী ও ঝাড়খন্ডী – উভয় উপভাষাই চলে।
3. শ্রীহট্ট বা সিলেট অঞ্চলের ভাষা কামরূপী উপভাষার অন্তর্গত।
4. বাঁকুড়া জেলার কিছু অংশে রাঢ়ী উপভাষার প্রচলন আছে।
■ উত্তর – 1
২৪) পরশুরামের ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ ছোটগল্পের একটি উদ্ধৃতি দেওয়া হল। ‘ইঁহারা আশ্রমমৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না” ‘ইঁহারা’ বলতে এখানে বোঝানো হয়েছে – উদ্ধৃতিটি কার উদ্দেশ্যে প্রযুক্ত হয়েছে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করো :
1. কতিপয় কুকুর
2. কতিপয় হনুমান
3. কতিপয় নেংটি ইঁদুর ও আরশোলা
4. কয়েকজন বালিকা
■ উত্তর – 3
২৫) “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” এই পঙক্তিটিতে যে অলঙ্কারটি আছে –
1. বিরোধাভাস
2. সন্দেহ
3. কাকু বক্রোক্তি
4. শ্লেষ বক্রোক্তি
■ উত্তর – 3
২৬) কবিকঙ্কণের ‘চন্ডীমঙ্গল’ কাব্যে ধনপতির নৌকা ডোবানোর জন্য চন্ডু যাঁর সাহায্য নিয়েছিলেন :
1. বাঙ্গাল মাঝি
2. পবন
3. হনুমান
4. শিব
■ উত্তর – 2
২৭) প্রথম তালিকায় অলঙ্কারের নাম ও দ্বিতীয় তালিকায় অলঙ্কারের উদাহরণ দেওয়া হল :
তালিকা ১
a) উৎপ্রেক্ষা
b) বিরোধাভাস
c) ব্যতিরেক
d) অপহ্নতি
তালিকা ২
i) অসংখ্য বন্ধনমাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ
ii) এ পুরীর পথ মাঝে যত আছে শিলা কঠিন শ্যামার মতো কেহ নাহি আর
iii) চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনে আগুনে কথা
iv) কটাক্ষে দেখেছি তাঁর কাঁকনে নিরেট রোদ দুহাতে পড়েছে যেন বাঁধা
1. a) – iii b) – i c) – ii d) – iv
2. a) – iv b) – i c) – iii d) – ii
3. a) – iv b) – i c) – ii d) – iii
4. a) – iii b) – iv. c) – ii. d) – i
★ উত্তর – 3
২৮) নীচে কতকগুলি মন্তব্য প্রদত্ত হল, মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচার করো :
a) ‘বঙ্গদর্শনের পত্র সূচনা’ রচনাটিতে বঙ্কিমচন্দ্র বলতে চেয়েছেন, একমাত্র সাময়িক পত্রই সর্ব সাধারণের মধ্যে বাংলা ভাষা প্রচারের উপায়।
b) ‘বঙ্গদর্শনের পত্র সূচনা’ রচনাটিতে বঙ্কিমচন্দ্র সাময়িক পত্রের পক্ষে দ্বিতীয় যুক্তি
হিসাবে উল্লেখ করেছেন যে কৃতবিদ্য সম্প্রদায় বঙ্গদর্শনকে তাঁদের বার্তাবহরূপে ব্যবহার করবেন – এই তাঁর প্রত্যাশা।
c) ‘ফিলটর ডৌন’ পদ্ধতিকে বঙ্কিমচন্দ্র অনুমোদন করতে পারেন না কারণ ‘বিদ্যা’র
সঙ্গে জল বা দুধের তুলনা সিদ্ধ মনে করেননা তিনি।
d) বঙ্কিমচন্দ্র মনে করেন বাংলা ভাষার প্রতি বাঙালির অনাদরেই বাংলাভাষার অনাদর বেড়েছে কারণ বাংলা ভাষায় লেখকও নেই, পাঠকও নেই।
1. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
4. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
■ উত্তর – 3
২৯) ‘অচলায়তন’ নাটকের চারটি গানের প্রথম ছত্র দেওয়া হল। তাদের যথার্থ ক্রমবিন্যাস চিহ্নিত করো :
a) এই পথ গেছে কোনখানে গো কোনখানে
b) দূরে কোথায় দূরে দূরে
c) সকল জনম ভরে
d) ঘরেতে ভ্রমর এল
1. b, c, a, d
2. b, a, d, c
3. a, b, d, c
4. d, a, c, b
■ উত্তর – 2
৩০) রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ নাটক অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ কয়েকটি মন্তব্য দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) ‘মুক্তধারা’র পূর্বপরিকল্পিত নাম ছিল ‘পথ’
b) ‘তিমিরহৃদবিদারণ জলদগ্নিনিদারুণ’ গানটি ধনঞ্জয়ের গাওয়া।
c) ‘মুক্তধারা’র ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল ‘মডার্ণ রিভিউ’তে।
d) ‘প্রায়শ্চিত্ত’ নাটকে ধনঞ্জয় বৈরাগীর ৬টি ‘মুক্তধারা’ নাটকে রবীন্দ্রনাথ পুনরায় ব্যবহার করেছেন।
1. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
■ উত্তর – 4
৩১) ‘মুক্তধারা’ নাটক অবলম্বনে কয়েকটি চরিত্রের নাম এবং সংলাপ দুটি তালিকায় প্রদত্ত হল। উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) রণজিৎ
b) বিশ্বজিৎ
c) অভিজিৎ
d) মন্ত্রী
তালিকা ২
i) রাজনীতি আমাদের অস্ত্র, মানুষের মন নিয়ে আমাদের কারবার
ii) আত্মীয়রূপী পর হচ্ছে কুঁজোর মানুষের কুঁজ, পিছনে লেগেই থাকে।
iii) তবে তোমাদের পূজা পূজাই নয়, বেতন
iv) কোন আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে।
1. a) – iii b) – ii c) – i d) – iv
2. a) – iv b) – i c) – iii d) – ii
3. a) – ii b) – iii c) – iv d) – i
4. a) – iii b) – ii c) – iv. d) – i
★ উত্তর – 3
৩২) “যোগিনী রূপ ধরী, লইবোঁ দেশান্তর” – চরণটি যার রচনার অন্তর্গত –
1. চন্ডীদাস
2. জ্ঞানদাস
3. বলরাম দাস
4. বড়ু চন্ডীদাস
■ উত্তর – 4
৩৩) মাগধী প্রাকৃতের দুটি শাখা – পশ্চিমা ও পূর্বী। নীচে চারটি আধুনিক ভারতীয় ভাষার নাম উল্লেখ করা হল :
a) বাংলা b) মৈথিলী c) অসমিয়া d) ভোজপুরী
এগুলির মধ্যে যে দুটি পূর্বী শাখার অন্তর্গত –
1. a, c
2. b, a
3. b, d
4. c, d
■ উত্তর – 1
৩৪) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চতুরঙ্গ’ অবলম্বনে কয়েকটি চরিত্রের নাম এবং সংলাপ দুটি তালিকায় প্রদত্ত হল। উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) শিবতোষ
b) শচীশ
c) দামিনী
d) জগমোহন
তালিকা ২
i) এই ব্যথা আমার গোপন ঐশ্বর্য, এ আমার পাশাপাশি
ii) যারা নিন্দা করে তারা নিন্দা ভালোবাসে বলিয়াই করে, সত্য ভালোবেসে বলিয়া নয়।
iii) আমাদের নাস্তিকের ধর্মশাস্ত্রে ভালো কাজের জন্য নিন্দার নরকভোগ বিধান
iv) বিষয়ীর পেট না ভরাইয়া ভক্তের সেবায় তাহার উৎসর্গ হইয়াছে
1. a) – iii b) – i c) – iv d) – ii
2. a) – iv b) – i c) – ii d) – iii
3. a) – iv b) – ii c) – i d) – iii
4. a) – ii b) – iii. c) – iv. d) – i
★ উত্তর – 3
৩৫) বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটকের অন্তিমে একটি উদ্ধৃতি দেওয়া হল :
“এট্টা ব্যবস্থার ওলট পালট করে ফেলে দিতে হবে প্রধান, তবে যদি পারে। জোর, জোর প্রতিরোধ প্রধান এবার। জোর প্রতিরোধ।” – বক্তা কে ?
1. দয়াল
2. কুঞ্জ
3. দিগম্বর
4. বরকত
■ উত্তর – 1
৩৬) বাংলা অলঙ্কার অবলম্বনে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব্য : অপ্রস্তুত প্রশংসা অলঙ্কার বিশদভাবে বর্ণিত অপ্রস্তুত থেকে ব্যঞ্জনায় প্রস্তুতের প্রতীতি হয়।
যুক্তি : এই অলঙ্কারে কবি বর্ণনীয় বিষয় সম্বন্ধে মুখর হলেও নীরব থাকেন অবর্ণনীয়কে নিয়ে।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2
৩৭) প্রমথ চৌধুরীর ‘মলাট সমালোচনা’ প্রবন্ধ অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হল :
a) অতি বিজ্ঞাপিত জিনিসের প্রতি আমাদের আকর্ষণ।
b) এ কালের বিজ্ঞান এবং সেকালের দর্শন উভয়ই এই শিক্ষা দেয় যে সিধে পথটাই জীবনের পথ।
c) কবি হোন, দার্শনিক হোন, আমাদের পূর্বপুরুষরা প্রত্যেকটি কথা ওজন করে ব্যবহার করতেন।
d) সংস্কৃত ছেড়ে যদি আমরা দেশী পথে চলতে শিখিতাতে বাংলা সাহিত্যের লাভ বৈ লোকসান নেই।
1. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
■ উত্তর – 1
৩৮) নীচের দুটি তালিকায় কবি কাজী নজরুল ইসলামের কবিতার কয়েকটি পঙক্তি এবং প্রাসঙ্গিক কবিতার নাম পাশাপাশি দেওয়া হল। উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) ব্যথার সাঁতার পানিঘেরা চোরাবালির চর
b) দূষিছে সবাই আমি তব গাই শুধু প্রভাতের ভৈরবী
c) বিষাদিনী শকুন্তলা কেঁদেছিল এই সুরে বনে সঙ্গোপনে
d) নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনী
তালিকা ২
i) পূজারিণী
ii) সব্যসাচী
iii) সর্বহারা
iv) আমার কৈফিয়ৎ
1. a) – ii b) – i c) – iv d) – iii
2. a) – ii b) – iv c) – iii d) – i
3. a) – iv b) – iii c) – ii d) – i
4. a) – iii b) – iv. c) – i. d) – ii
★ উত্তর – 4
৩৯) নীচে প্রাচীন ভারতীয় অলঙ্কারশাস্ত্র অনুসরণে শুদ্ধ অশুদ্ধ কয়েকটি মন্তব্য দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) অলঙ্কারশাস্ত্রকে সপ্তম বেদাঙ্গ বলতেন যাযাবরীয় রাজশেখর।
b) শ্লেষ, প্রসাদ সমতা মাধুর্যকে দন্ডী অলঙ্কার বলেছেন।
c) আনন্দবর্ধন অলঙ্কারের অস্তিত্ব স্বীকার করেননি।
d) ভামহ অলঙ্কারকে কটক কুন্ডল এর মতো বলে মনে করতেন।
1. a, b
2. b, c
3. a, d
4. b, d
■ উত্তর – 3
৪০) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের কয়েকটি পঙক্তি প্রথম তালিকায় এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি পরিচ্ছেদের শিরোনাম দেওয়া হল। উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) এ সংসার বিষময়। বিষবৃক্ষ সকলেরই গৃহপ্রাঙ্গণে
b) সেই পোড়ারমুখীকে দেখিলে যদি তুমি অত সুখী হও,
তবে আমি সেই পোড়ারমুখীই হইলাম
c) আমার সূর্যমুখী – কাহার এমন ছিল ?
d) ভালোবাসাই মনুষ্যজাতির উন্নতির শেষ উপায় – মনুষ্যমাত্রে
পরস্পরে ভালোবাসলে আর মনুষ্যকৃত অনিষ্টট পৃথিবীতে থাকিবে না
তালিকা ২
i) ছায়া
ii) বিষবৃক্ষের ফল
iii) সূর্যমুখীর সংবাদ
iv) এতদিনে সব ফুরাইল
1. a) – ii b) – iv c) – i d) – iii
2. a) – iii b) – i c) – iv d) – ii
3. a) – iii b) – iv c) – i d) – ii
4. a) – iii b) – i. c) – ii. d) – iv
★ উত্তর – 2
৪১) ভারতীয় আর্যভাষার ‘চ’ বর্গের ধ্বনিগুলির উদ্ভব সম্পর্কে যে যাঁর ভাষা সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হলেন :
1. গ্রিম
2. গ্রাসমান
3. কোলিৎস
4. বেরনের
■ উত্তর – 3
৪২) মহাশ্বেতা দেবীর ‘জাতুধান’ গল্প অনুসরণে কয়েকটি চরিত্র ও তাদের উক্তি পাশাপাশি দেওয়া হল। উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) পুরুত
b) রাম সিংগি
c) সাজুয়া
d) মাতং
তালিকা ২
i) দেখি মাতং যেথা লয়ে যায়
ii) হা পতিত! সদন হে! উঠে এস তোমরা
iii) রাক্ষস কি হে! তুমি বাবা জাতুধান!
iv) মোটর বোট নিয়ে ঘুরতে ওকে জানি তোলে?
1. a) – iii b) – iv c) – i d) – ii
2. a) – iv b) – iii c) – i d) – ii
3. a) – i b) – ii c) – iv d) – iii
4. a) – iii b) – iv c) – i. d) – ii
★ উত্তর – 4
৪৩) ‘উজ্জ্বলনীলমণি’র শৃঙ্গারভেদ প্রকরণ অবলম্বনে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব্য : বিপ্রলম্ভ সম্ভোগের পুষ্টিকারক নয়।
যুক্তি : নায়ক নায়িকার অসমাগমন নিমিত্ত রতির নামক ভাব উৎকৃষ্টতা প্রাপ্ত হলেও বিপ্রলম্ভে তা অভিষ্ট সিদ্ধ করতে পারে না।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 4
৪৪) রবীন্দ্রনাথ তাঁর ‘মেঘদূত’ প্রবন্ধে অনন্ত বিরহের কথা বলতে গিয়ে কালিদাসের ‘মেঘদূত’ ও বৈষ্ণব পদাবলী থেকে কয়েকটি উদ্ধৃতি ব্যবহার করেছেন :
a) ‘দুঁহু কোড়ে দুঁহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া’
b) ‘তেঁই বলরামের, পহু চিত নহে স্থির’
c) ‘ভিত্ত্বা সদ্য: কিশলয়পুটান দেবদারুদ্রুমাণং যে তৎক্ষীরস্রুতিসুরভয়ো দক্ষিণেণপ্রবৃত্তা:’
d) ‘হিয়ার ভিতর হইতে কে কৈল বাহির’
উদ্ধৃতিগুলি ‘মেঘদূত’ প্রবন্ধে রবীন্দ্রনাথ যে ক্রম অনুসারে সাজিয়েছেন সেই ক্রমটি চিহ্নিত করো :
1. c, d, a, b
2. a, c, b, d
3. c, a, d, b
4. b, c, a, d
■ উত্তর – 3
৪৫) মালাধর বসুর ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থে রাস, অন্তর্ধান এবং জলক্রীড়ার ক্রমটি হল :
1. রাস, জলক্রীড়া, অন্তর্ধান, রাস
2. রাস, অন্তর্ধান, জলক্রীড়া, রাস
3. অন্তর্ধান, রাস, জলক্রীড়া, অন্তর্ধান
4. রাস, অন্তর্ধান, রাস, জলক্রীড়া
■ উত্তর – 4
৪৬) কৃত্তিবাস রামায়ণে একাধিকবার ‘ভগ্ন পাইক’ শব্দটি ব্যবহার করেছেন। যেমন ‘ভগ্ন পাইকে গিয়া কহে রাবণ গোচর’। ‘ভগ্ন পাইক’ শব্দটির অর্থ :
1. যে পাইক বা দূত আহত
2. যে পাইক বা দূত পরাজয়ের খবর আনে
3. যে পাইক বা দূতকে বরখাস্ত করা হয়েছে
4. যে পাইক বা দূত রাজার খুব বিশ্বাসভোজন
■ উত্তর – 2
৪৭) মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা?’ অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ কয়েকটি মন্তব্য দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) যে মদ দেয় তাকে পারসীতে সাকী বলে।
b) ‘জ্ঞানতরঙ্গিনী সভা’ বসত প্রতি রবিবার।
c) লিন্ডলি মরের ছিলেন একজন প্রসিদ্ধ বৈয়াকরণিক।
d) “আহাহা, মিনষের রকম দেখনা – যেন তুলসী বনের বাঘ!” বাবাজীকে একথা বলেছিলেন নৃত্যকালী।
1. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
■ উত্তর – 3
৪৮) কবি বিষ্ণু দের ‘ঘোড়সওয়ার’ কবিতার কয়েকটি পঙক্তি এলোমেলোভাবে দেওয়া হয়েছে। কবিতার ক্রম অনুসারে সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করুন :
a) হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো
b) হঠকারিতায় ভেঙে দাও ভীরু দ্বার
c) সাত সমুদ্র চৌদ্দ নদীর পার
d) হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো
1. d, c, a, b
2. a, c, d, b
3. c, a, b, d
4. c, d, a, b
■ উত্তর – 1
৪৯) বাংলায় ব্যবহৃত চারটি বিদেশি শব্দ নীচে দেওয়া হল :
a) গোলাপ b) দরখাস্ত c) গোয়েন্দা d) চাবি (পোর্তুগিজ)
এর মধ্যে কোনদুটি শব্দ ফারসি থেকে আগত চিহ্নিত করুন :
1. a, b
2. b, c
3. c, d
4. a, d
■ উত্তর – ৩টি শব্দই ফারসি (a,b, c)
৫০) কবিকঙ্কণের চন্ডীমঙ্গলে ধনপতির অনুপস্থিতির সময়ে খুল্লনা যে গ্রন্থ শ্রবণ করতেন, তা হল :
1. মহাভারত
2. ভাগবত
3. রামায়ণ
4. উপনিষদ
■ উত্তর – 2
৫১) নীচের দুটি তালিকায় কয়েকটি কবিতার পঙক্তি এবং কবিতার নাম দেওয়া হল।
উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) শুধু জানি আগুন আগুনের কাজ সৃষ্টির আগুন
b) তিনটি রিকশ ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে
c) এখানে সভ্যতা নেই, হৃদয় শুকনো দীঘি
d) মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে
তালিকা ২
i) মেঘদূত
ii) স্মৃতি সত্তা ভবিষ্যৎ
iii) রাত্রি
iv) চেতন স্যাকরা
1. a) – iv b) – i c) – iii d) – ii
2. a) – ii b) – iii c) – iv d) – i
3. a) – iv b) – iii c) – ii d) – i
4. a) – iii b) – ii. c) – i. d) – iv
★ উত্তর – 3
৫২) রবীন্দ্রনাথের ‘সাহিত্যের নবত্ব’ প্রবন্ধ অবলম্বনে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব্য : আধুনিক সাহিত্যের অপটু লেখকেরা নূতনত্বের ঝাঁজ বাড়াবার জন্যে দেশের
দারিদ্র্যকে সর্বদাই ঝাল মশলার মতো ব্যবহার করেন।
যুক্তি : এর মধ্য দিয়ে তাঁদের লেখকশক্তির দারিদ্র্য প্রকাশ পায় এবং ‘ভাবুকতার কারি পাউডারের যোগে একটা কৃত্রিম সস্তা সাহিত্যের সৃষ্টি হয়।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1
৫৩) অ্যারিস্টটলের পোয়েটিকস অনুসরণে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব্য : অ্যারিস্টটল শিল্পের বিভিন্ন অঙ্গের মধ্যে জৈবিক ঐক্যের কথা বলেছিলেন।
যুক্তি : ভালো কবিদের কাহিনির ঘটনাক্রমের মধ্যে তখন বিকৃতি ঘটতো।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1
৫৪) নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) ইন্দো ইরানীয় ‘অই’ , ‘অউ’ ধ্বনি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ‘এ’, ‘ও’ ধ্বনিতে পরিণত।
b) বৈদিক ‘ঊর্ণবাভ’ শব্দটি ধ্বনি পরিবর্তনের ফলে ‘ঊর্ণবাভ’ শব্দে রূপান্তরিত হয়।
c) বৈদিক ভাষায় স্বরের স্থান পরিবর্তনের ফলে অর্থের পরিবর্তন হত।
d) পাণিনি কোনো উপভাষাগত পার্থক্যের কথা বলেননি।
1. a, b
2. a, c
3. b, d
4. c, d
■ উত্তর – a, c, d
৫৫) “একটি চুম্বন / ললাটে রাখিয়া যাও একান্ত নির্জন”
– উদ্ধৃত কাব্যাংশটি যে অলঙ্কারের দৃষ্টান্ত
1. সাঙ্গরূপক
2. বস্তু প্রতিবস্তুভাবের উপমা
3. অতিশয়োক্তি
4. স্বভাবোক্তি
■ উত্তর – 2
৫৬) রবীন্দ্রনাথের ‘দুরাশা’ ছোটগল্প অবলম্বনে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
a) নবাব কাদের খাঁর ফৌজের অধিনায়ক ছিলেন হিন্দু ব্রাহ্মণ, নাম কেশরলাল।
b) কেশরলালের প্রাত্যহিক পূজার্চনা নবাবপুত্রীর হৃদয়ে বিদ্বেষের বীজ বপন করেছিল।
c) কেশরলাল নবাব কাদের খাঁকে ইংরেজদের বিপক্ষে যোগদানে বিরত করেছেন।
d) নবাবপুত্রী পীড়িত কেশরলালকে শুশ্রূষা করলেও তীব্রভাবে প্রত্যাখ্যাত হন।
1. a, b
2. c, d
3. a, d
4. a, c
■ উত্তর – 3
৫৭) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয়ক প্রবর্ত্তক ও নিবর্ত্তকের সম্বাদ’ স্মরণে রেখে নিম্নোক্ত মন্তব্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে ঠিক উত্তর নির্বাচন করো :
a) শাস্ত্রের মোকাবিলায় রামমোহন শাস্ত্রকেই করে তুলেছিলেন শস্ত্র।
b) বেদে মনুস্মৃতির মান্যতা স্বীকৃত।
c) বার্হস্পত্য স্মৃতিতে মনুস্মৃতি স্বীকৃত নয়।
d) ব্যাস অঙ্গিরা হরিতাদির বচনে সহমরণ অনুমরণের সমর্থন আছে।
1. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
3. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
4. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
■ উত্তর – 4
৫৮) দুটি তালিকায় ছন্দের নাম ও তার সম্ভাব্য উদাহরণ দেওয়া হল। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) মিশ্রবৃত্ত দ্বিপদী
b) কলাবৃত্ত দ্বিপদী
c) মিশ্রবৃত্ত পূর্ণ দ্বিপদী
d) কলাবৃত্ত পূর্ণ দ্বিপদী
তালিকা ২
i) এখন বিশ্বের ভূমি, গুনগুন মধুকর / চারিদিকে তুলিয়াছে বিস্ময় ব্যাকুল স্বর
ii) চম্পক তরু মোরে প্রিয়সখা জানে সে / গন্ধের ইঙ্গিতে কাছে তার টানে সে
iii) মুখে নাহি নিঃসরে ভাষ / দহে অন্তরে নির্বাক বহ্নি
iv) শূন্য হাতে গৃহে যায় কেহ / ছেলেরা ছুটিয়া আসে কাছে।
1. a) – ii b) – i c) – iii d) – iv
2. a) – i b) – iv c) – ii d) – iii
3. a) – iv b) – iii c) – i d) – ii
4. a) – iii b) – ii. c) – iv d) – i
★ উত্তর – 3
৫৯) ‘সাধের আসন’ যে পত্রিকায় প্রকাশিত হয় –
1. ভারতী
2. অবোধবন্ধু
3. বালক
4. মালঞ্চ
■ উত্তর – 4
৬০) ‘কল্লোল’ পত্রিকার কার্যালয়ের ঠিকানা ছিল :
1. 88 B, হাজরা রোড
2. 88 B, পটুয়াটোলা লেন
3. 10/2, বেনিয়াটোলা লেন
4. 10/2, পটুয়াটোলা লেন
■ উত্তর – 4
৬১) “থানায় আজকাল বাবুসাহেবের ‘টিয়াপাখি’ কথা বলে না।’ ‘ঢোঁড়াইচরিত মানস’ উপন্যাসের পাদটীকা অনুসারে এখানে ‘টিয়াপাখি কথা বলে না’ বাগধারাটির অর্থ :
1. দুঃখের দিন শুরু হয়েছে
2. দিন গিয়েছে
3. বিশ্বস্ততার হানি হয়েছে
4. বৌকা বাওয়া মৌনী অবলম্বন করেছেন
■ উত্তর – 2
৬২) মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসে মতি কুমুদ উপকাহিনী রয়েছে যথাক্রমে যে চারটি পরিচ্ছেদে তা হল :
1. ২য় – ৫ম – ৭ম – ৮ম
2. ৩য় – ৫ম – ৭ম – ৮ম
3. ৪র্থ – ৬ঠ – ১০ম – ১১শ
4. ২য় – ৩য় – ৬ঠ – ৮ম
■ উত্তর – 3
৬৩) অন্নদাশঙ্কর রায়ের ‘পারিবারিক নারীসমস্যা’ প্রবন্ধ অনুসরণে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব্য : যে দেশে নারীর আর্থিক স্বাধীনতা আছে সে দেশে পুরুষের আইন তাকে বাঁধতে পারেনি।
যুক্তি : কেননা, আর্থিক স্বাধীনতা নারীকে স্বনির্ভর ও স্বাবলম্বী করলেও, তাকে অতিস্বাধীনতা ও স্বেচ্ছাচারিতার দিকে যেতে অনুপ্রাণিত করেছে।
1. মন্তব্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2
৬৪) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘মুক্তধারা’ নাটকে ধনঞ্জয় বৈরাগীর কন্ঠে কয়েকটি গান ব্যবহার করেছেন। গানগুলি নাটকে যে ক্রম অনুসারে সাজিয়েছেন সেই ক্রমটি চিহ্নিত করো :
a) ‘আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে?’
b) ‘রইল বলে রাখলে কারে ? হুকুম তোমার ফলবে কবে?’
c) ‘তোর শিকল আমায় বিফল করবে না। তোর মারে মরম মরবে না’
d) ‘আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে, আমার ভয় ভাঙা এই নায়ে।’
1. b, c, a, d
2. d, a, b, c
3. c, b, a, d
4. a, d, c, b
■ উত্তর – 2
৬৫) দ্বিজেন্দ্রলাল রায়ের ‘সাজাহান’ নাটক অবলম্বনে অঙ্ক দৃশ্য স্থানের শুদ্ধ অশুদ্ধ উল্লেখ করা হল :
a) চতুর্থ অঙ্ক – চতুর্থ দৃশ্য : নাদিরার কক্ষ
b) দ্বিতীয় অঙ্ক – পঞ্চম দৃশ্য : দিল্লীতে দরবার কক্ষ
c) তৃতীয় অঙ্ক – প্রথম দৃশ্য : খিজুয়ায় ঔরঙজীবের শিবির
d) চতুর্থ অঙ্ক – প্রথম দৃশ্য : জিহন খাঁর গৃহে দরবার কক্ষ
1. a, b
2. b, c
3. c, d
4. d, a
■ উত্তর – 2
৬৬) দুটি তালিকায় ছান্দসিকের নাম ও আধুনিক কালে যাকে কলাবৃত্ত বলা হয় তার পরিভাষার উল্লেখ করা হল। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) সত্যেন্দ্রনাথ দত্ত
c) মোহিতলাল মজুমদার
d) প্রবোধচন্দ্র সেন
তালিকা ২
i) হৃদ্যা
ii) সাধু
iii) মাত্রাবৃত্ত
iv) মিত্রাক্ষর
1. a) – ii b) – i c) – iv d) – iii
2. a) – i b) – ii c) – iii d) – iv
3. a) – iv b) – iii c) – ii d) – i
4. a) – iii b) – iv. c) – i d) – ii
★ উত্তর – 1
৬৭) ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যের গ্রন্থসূচনা অংশের চারটি প্রসঙ্গ দেওয়া হল। প্রসঙ্গগুলি ক্রমানুসারে সাজাও :
a) স্বপ্ন দেখি বর্গি রাজা হইল ক্রোধিত / পাঠাইল রঘুরাজ ভাস্কর পন্ডিত
b) স্বপন কহিল মাতা শিয়রে বসিয়া / শুন রাজা কৃষ্ণচন্দ্র না করিহ ভয়
c) কটকে মুরশীদ খাঁ নবাব ছিল / তারে দিয়া আলিবর্দ্দি খেদাইয়া দিল
d) লুঠিয়া ভুবনেশ্বর যবন পাতকী / সেই পাপে তিন সুরা হইল নারকী
1. a, c, b, d
2. b, a, c, d
3. c, a, d, b
4. c, b, d, a
■ উত্তর – 3
৬৮) দুটি তালিকায় মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের দৃষ্টান্ত ও নাম উল্লেখ করা হল। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) দেবানং পিয়ো পিয়োদসি রাজা এবং আহ অস্তিজনা উচাবচং মংগলং করোতে
b) দেবানং পিয় প্রিয়দশি রয় এবং অহতি জনো উচবুচং মংগলং করোতি
c) দেবানাং পিয়ো পিয়দসি লাজা হেবং আহা মগেনু পি মে নিগোহানি
d) অথা পজায়ে ইছামি হকং কিংতি সবেন হিতসুখেন হিদলোকিক পাললোকিকেন
তালিকা ২
i) উত্তর পশ্চিমা
ii) প্রাচ্যা
iii) দক্ষিণ পশ্চিমা
iv) প্রাচ্য মধ্যা
1. a) – ii b) – iii c) – i d) – iv
2. a) – i b) – iv c) – ii d) – iii
3. a) – iv b) – ii c) – iii d) – i
4. a) – iii b) – i. c) – iv d) – ii
★ উত্তর – 4
৬৯) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে একটি উদ্ধৃতি দেওয়া হল। সংকেত থেকে উদ্ধৃতির উৎস নির্বাচন করো :
“রাজা বলে শুন শুন মুনির নন্দন / কহিব অপূর্ব কথা না যায় বর্ণন
সোমদত্ত নামে রাজা সিন্ধুদেশে ঘর॥”
1.অন্নদামঙ্গল কাব্য
2. কৃত্তিবাসী রামায়ণ
3. কাশীদাসী মহাভারত
4. বিদ্যাসুন্দর কাব্য
■ উত্তর – 3
৭০) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থের নায়কভেদ প্রকরণ অনুসারে দুটি তালিকায় নায়কের শ্রেণি ও তাদের বৈশিষ্ঠ্য দেওয়া হল। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) ধীরোদাত্তানুকূল
b) ধীরশান্তানুকূল
c) ধীরোদ্ধতনুকূল
d) ধীরললিতানুকূল
তালিকা ২
i) অহংকারী, মাৎসর্যযুক্ত
ii) পরিহাসরসিক, নিশ্চিন্ত
iii) সুদৃঢ়ব্রত, গম্ভীর
iv) বিবেচক, ক্লেশসহিষ্ণু
1. a) – ii b) – i c) – iv d) – iii
2. a) – iii b) – ii c) – iv d) – i
3. a) – iv b) – iii c) – ii d) – i
4. a) – iii b) – iv. c) – i d) – ii
★ উত্তর – 4
৭১) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসে উল্লিখিত ‘সর্দার আইন’ কথাটার অর্থ হল –
1. সর্দারের আইন
2. পর্দাপ্রথার রকমফের
3. শ্রাদ্ধের আইন
4. কোনোটাই নয়
■ উত্তর – 3
৭২) ভারতীয় কাব্যতত্ত্বে ‘চিত্রকাব্য’কে যিনি পুরোপুরি অস্বীকার করেছেন :
1. বিশ্বনাথ কবিরাজ
2. মন্মট ভট্ট
3. আনন্দবর্ধন
4. জগন্নাথ
■ উত্তর – 2
৭৩) শম্ভু মিত্রের ‘চাঁদ বণিকের পালা’ নাটকের একটি সংলাপ :
“তুমি তো সীমান্তে আছ। শুধু একটুকু ঢিলা দাও। নিজেরে সজ্ঞান রাখনের নিয়ত যে চেষ্টা কর – কেন কর? ইয়াতে তো খালি কষ্ট বাড়ে”
সংলাপটি স্মরণে রেখে মন্তব্যগুলি প্রদত্ত হল। মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচার করে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) সংলাপটি ন্যাড়ার মুখে উচ্চারিত হয়।
b) ‘সীমান্তে’ কথার অর্থ চম্পক নগরীর প্রান্তবর্তী অঞ্চল।
c) ‘সজ্ঞান’ কথাটি এখানে আক্ষরিক অর্থে ব্যবহার করলে চলবে না। অর্থাৎ এখানে কথাটি ‘অজ্ঞান’ কথার বিপরীত নয়।
d) ‘ঢিলা দেও’ কথাটির এখানে অর্থ হতে পারে – প্রখর জীবন জিজ্ঞাসা ও জীবনের অদম্য মনোভাব কিঞ্চিৎ শিথিল করতে বলা।
1. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
2. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
3. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – অশুদ্ধ
■ উত্তর – 2
৭৪) “বৃদ্ধকালে দোচারিণী বলিবে আমারে / তবে কী বলিব আমি লোকের গোচরে॥”
– বিজয়গুপ্তের ‘মনসামঙ্গল’ কাব্যে এই উক্তিটি করেছেন –
1. সনকা
2. চন্ডী
3. বেহুলা
4. মনসা
■ উত্তর – 1
৭৫) ‘চিত্রা’ কাব্য থেকে চারটি কবিতা দেওয়া হল। কবিতাগুলির কালানুক্রম নির্দেশ করো :
a) জীবনদেবতা b) সিন্ধুপারে c) সাধনা d) অন্তর্যামী
1. d, c, b, a
2. a, b, d, c
3. d, b, c, a
4. b, a, d, c
■ উত্তর – 1
৭৬) নিম্নোক্ত কয়েকটি মন্তব্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে ঠিক উত্তর নির্বাচন করো :
a) ‘মৃগ’ শব্দ ‘উত্তর পশ্চিমা’য় (শাহবাজগঢ়ী) হয়েছে – ম্রুগো।
b) ‘ভবতি’ শব্দ দক্ষিণ পশ্চিমায় (গির্ণার) – ভবতি।
c) ‘রাজ্ঞ’ শব্দ ‘প্রাচ্যমধ্যায়’ (কালসী) হয়েছে – রঞো।
d) অশোক অনুশাসনে প্রাচ্যা ও প্রাচ্য মধ্যার ভাষায় কোনো মিল নেই।
1. a, b
2. a, d
3. b, c
4. b, d
■ উত্তর – 1
৭৭) বাংলা ছন্দ প্রসঙ্গে কতকগুলি মন্তব্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে ঠিক উত্তর নির্বাচন করো :
a) “বৈষ্ণব পদাবলীতে বাংলা সাহিত্যের ছন্দের প্রথম ঢেউ ওঠে” – বলেছিলেন রবীন্দ্রনাথ।
b) প্রবোধচন্দ্র সেন যাকে বলেন মিশ্রবৃত্ত, সত্যেন্দ্রনাথ তার নাম দেন ‘হৃদ্যা’
c) প্রবোধচন্দ্র সেনের মতে রবীন্দ্রনাথের ছন্দচিন্তার প্রধান অপূর্ণতা কলাবৃত্ত ছন্দের বিশ্লেষণে অর্থাৎ সিলেবল এর ভূমিকা স্বীকার না করা।
d) ‘ছন্দবিচারে ধ্বনিযতিই বিবেচ্য, ভাবযতি নয়। বিশেষ প্রয়োজনে ‘ভাবযতি’র উল্লেখ করা যেতে পারে। কিন্তু তার জন্যে ‘ছেদ’ পরিভাষাটির প্রয়োগ আবশ্যক নয়। মন্তব্যটি অমূল্যধন মুখোপাধ্যায়ের।
1. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
2. a) – অশুদ্ধ b) – অশুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
3. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
4. a) – শুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – অশুদ্ধ
■ উত্তর – 3
৭৮) ভারতীয় অলঙ্কারশাস্ত্রে ‘চিত্রকাব্য’ নামটি প্রথম পরিকল্পনা করেন –
1. বামন
2. ভামহ
3. বিশ্বনাথ
4. আনন্দবর্ধন
■ উত্তর – 4
৭৯) তিতাস পারে মালোপাড়ায় মনসাপুজোর সময় ‘জোড়ায় জোড়ায়’ নারীদের মধ্যে যে বিয়ে হয় তার স্থানীয় নাম –
1. গৌরী বিয়ে
2. কুমারী বিয়ে
3. জালা বিয়ে
4. জেলেবিয়ে
■ উত্তর – 3
৮০) ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যে দশমহাবিদ্যার বর্ণনায় দেবীর গাত্রবর্ণের যে বিবরণ আছে তার চারটি দেওয়া হল। এর মধ্যে যথাক্রমে ভুবনেশ্বরী ও বগলামুখীর গাত্রবর্ণ কী ছিল নির্বাচন করো :
a) কোকনদবর্ণা b) রক্তবর্ণা c) পীতবর্ণা d) নীলবর্ণা
1. b, a
2. c, d
3. d, a
4. b, c
■ উত্তর – 4
৮১) ‘জননী’ ছোটগল্প অবলম্বনে পরিবারে উল্লেখিত চারটি শোকের ঠিক ক্রমটি চিহ্নিত করো :
a) বাবার মৃত্যু
b) মায়ের মৃত্যু
c) বড়দির সন্তানের মৃত্যু এবং রোগগ্রস্ত স্বামী গৃহ ত্যাগ
d) মেজদার চিরতরে অন্ধ হয়ে যাওয়া
1. a, b, d, c
2. c, a, d, b
3. c, d, a, b
4. a, b, c, d
■ উত্তর – 3
৮২) অমিয় চক্রবর্তীর ‘চেতন স্যাকরা’ কবিতা সম্পর্কে শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
a) ‘চেতন স্যাকরা’ কবিতাটি ‘পালাবদল’ কাব্যের অন্তর্গত।
b) কবিতার মুল সুর ফুটে উঠেছে প্রথম বাক্যে।
c) ‘মা বোনকে খাওয়াও – দয়ার ডাক্তার… অন্তিমে লাগলে’ উক্তিটিতে পরিবারের প্রতি সহানুভূতি ফুটে উঠেছে।
d) এই কবিতায় ময়নাকে আরবি ফারসি গজল বলতে হয়।
1. a, c
2. b, c
3. b, d
4. a, d
■ উত্তর – 3
৮৩) জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর ‘গিরগিটি’ ছোটগল্প অবলম্বনে শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
a) ভুবন সরকারকে দেখলে ডুমুরতলার ওধারে পেঁপে জঙ্গলের পাশে নিষ্প্রাণ মাদার গাছটার চেহারা মনে পড়ে।
b) মায়া মনে করে যে ভুবনকে দাঁড়াতে নিষেধ করা আর মরা ডালটাকে এদিকে উঁকি দিতে বারণ করা এক কথা নয়।
c) তার স্বামীর মুখে রাত দিন রূপযৌবনের লাবণ্যের প্রশংসা শুনে মায়া ক্লান্ত হয়।
d) হাজার পাতার চোখ মেলে নিমগাছটার দিকে তাকিয়ে থাকা এক কথা নয়।
1. a, c
2. b, c
3. a, d
4. b, d
■ উত্তর – 1
৮৪) কবিতা সিংহের ‘আন্তিগোণে’ কবিতার শুদ্ধাশুদ্ধ পঙক্তি দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
a) আন্তিগোণে, পৃথিবীর সমস্ত পুরুষ করে মাতৃ গমন
b) তাবৎ সংসার শুধু অলীক আঠায় জোড়া দিতে চায়
c) প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ
d) জন্মদিনের নিটোল চাঁদের মতো কেক
1. a, c
2. b, c
3. c, d
4. a, d
■ উত্তর – 2
৮৫) “সাহিত্য মানব জীবনের প্রথম সহায়,… বাংলা সাহিত্যে ভোরের পাখিরা যদি…সাহিত্যের…উপরে এসে অবতীর্ণ হন, তা হলে … বাঙালী জাতির সবচেয়ে যে বড় অভাব, তা কতকটা দূর করতে পারব। যে পত্রিকার প্রথম সংখ্যাতেই তার সম্পাদক একথা লিখেছেন –
1. প্রবাসী
2. কল্লোল
3. সবুজ পত্র
4. নবপর্যায় বঙ্গদর্শন
■ উত্তর – 3
৮৬) কৃত্তিবাসের রামায়ণ অনুসরণে রাবণের পক্ষের কয়েকজন যোদ্ধা নাম দেওয়া হল। যে ক্রমে তারা যুদ্ধ করতে এসেছে –
1. মকরাক্ষ, তরণীসেন, কুম্ভ নিকুম্ভ, বীরবাহু
2. তরণীসেন, মকরাক্ষ, কুম্ভ নিকুম্ভ, বীরবাহু
3. কুম্ভ নিকুম্ভ, মকরাক্ষ, তরণীসেন, বীরবাহু
4. কুম্ভ নিকুম্ভ, তরণীসেন, বীরবাহু, মকরাক্ষ
■ উত্তর – 3
৮৭) ভারতীয় কাব্যতত্ত্ব অনুসারে কয়েকটি মন্তব্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
a) ‘চিত্রকাব্য কাব্যের অনুকরণ কিন্তু কাব্য নয়।
b) কথা দিয়ে যা বোঝানো যায় না ‘চিত্রকাব্য’ তাকে ছবিতে ফুটিয়ে তোলে।
c) চিত্রকাব্য যে চিত্তবৃত্তির জন্ম দেয় তাতে রসের প্রতীতি অতি দুর্বল।
d) ভাসই প্রথম পারিভাষিক অর্থে চিত্রকাব্য কথাটি ব্যবহার করেন।
1. a, b
2. b, c
3. a, c
4. b, d
■ উত্তর – 3
৮৮) কাশীরাম দাস ‘গ্রন্থসূচনা’ অংশে জানাচ্ছেন যে ব্যাসদেবের রচিত মহাভারতের ছন্দ পরিবর্তন করে তিনি ভিন্ন এক অনায়াস ছন্দে তাঁর মহাভারত রচনা করেছেন। নীচে প্রদত্ত চারটি ছন্দের মধ্যে প্রথমে ব্যাসদেবের পরে তাঁর নিজের ছন্দের একটি নাম উল্লেখ করেছেন সেটি যথাক্রমে :
a) শ্লোকছন্দ b) পাঁচালি ছন্দ c) পদছন্দ d) গীতিছন্দ
1. a, c
2. a, d
3. c, b
4. c, d
■ উত্তর – 2
৮৯) সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ থেকে কয়েকটি মন্তব্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে শুদ্ধ উত্তর চিহ্নিত করো :
a) সুরেন্দ্রর বুকখানা লোহার দরজার মতন। মাথায় ঝাঁকড়া চুল হাতে বর্শা।
b) বিনোদের হাতে বর্শার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা সাপ
c) পবন বলল খালধারে চৌধুরী বাড়িতে বাবু ভূত ধরেছিলেন।
d) যোগেন মাস্টার হাটবারে সুরেন্দ্রর কাছে কিছু টাকা চেয়েছিল।
1. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
2. a) – অশুদ্ধ b) – শুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – অশুদ্ধ d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ b) – অশুদ্ধ c) – শুদ্ধ d) – অশুদ্ধ
■ উত্তর – 4
৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নবজাতক’ কাব্যগ্রন্থ অবলম্বনে দুটি তালিকায় কবিতার নাম ও যে সাময়িক পত্রে প্রকাশ দেওয়া হল। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো :
তালিকা ১
a) বুদ্ধভক্তি
b) জবাবদিহি
c) রাতের গাড়ি
d) শেষ হিসাব
তালিকা ২
i) জয়শ্রী
ii) পরিচয়
iii) কবিতা
iv) প্রবাসী
1. a) – i. b) – iv. c) – ii. d) – iii
2. a) – ii. b) – iii. c) – i. d) – iv
3. a) – iii. b) – i. c) – iv. d) – ii
4. a) – ii. b) – iv. c) – i. d) – iii
■ উত্তর – 4