১) প্রাচীন ভারতীয় আর্যের কয়েকটি শুদ্ধ ও অশুদ্ধ রূপতাত্ত্বিক বৈশিষ্ঠ‍্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো :
A. শব্দরূপের চেয়ে ক্রিয়ারূপে বৈচিত্র‍্য বেশি।
B. ক্রিয়াবিভক্তির দুইরকম রূপ ছিল – পরস্মৈপদ ও আত্মনেপদ।
C. তৃতীয়ার বহুবচনে বিভক্তি ছিল ‘হি’।
D. আ-কারান্ত, ই-কারান্ত এবং উ-কারান্ত শব্দ ছাড়া বাকি সব শব্দের রূপ অ-কারান্ত শব্দের মতো হত।
1. A – শুদ্ধ,      B – অশুদ্ধ,   C – অশুদ্ধ,   D – শুদ্ধ
2. A – অশুদ্ধ,  B – অশুদ্ধ,   C – শুদ্ধ,       D – শুদ্ধ
3. A – শুদ্ধ,      B – শুদ্ধ,       C – অশুদ্ধ,   D – অশুদ্ধ
4. A – অশুদ্ধ,   B – শুদ্ধ,      C – শুদ্ধ,       D – অশুদ্ধ
★ উত্তর – 3

২) ‘পুনশ্চ’ কাব‍্যের চারটি কবিতার নাম এবং সেগুলি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল দুটি তালিকায় তা প্রদত্ত হল। উভয় তালিকার মধ‍্যে সামঞ্জস‍্য বিধান করে ঠিক উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) মানবপুত্র
b) পুকুরধারে
c) ছুটি
d) চিররূপের বাণী
তালিকা ২
i) পরিচয়
ii) কবিতা
iii) প্রবাসী
iv) বিচিত্রা
1. a) – iii.     b) – iv.     c) – ii.      d) – i
2. a) – iii      b) – i.       c) – iv.     d) – ii
3. a) – iv      b) – iii.     c) – ii.      d) – i
4. a) – ii.      b) – i.       c) – iv.     d) – iii
★ উত্তর – 1

৩) চৈতন‍্যভাগবতের আদি খন্ডের অষ্টম অধ‍্যায় থেকে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হল। উভয়ের শুদ্ধাশুদ্ধ বিচার করে ঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : তোমার চাপল‍্য আরো দ্বিগুণ বাড়য়ে
যুক্তি : বয়স বাড়িলে লোক কোথা স্থির হয়ে।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1

৪) সুভাষ মুখোপাধ‍্যায়ের কবিতার নাম ও পঙক্তি দুটি তালিকায় প্রদত্ত হল। উভয় তালিকার মধ‍্যে সামঞ্জস‍্য বিধান করে ঠিক উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) যেতে যেতে
b) প্রস্তাব : ১৯৪০
c) পাথরের ফুল
d) কাল মধুমাস
তালিকা ২
i) শীতের তো সবে শুরু
ii) দুহাতে লাল নীল দুটো রুমাল ওড়াব
iii) কাল রাত্রের বাসি ফুলগুলো সত‍্যিই শুকিয়ে কাঠ
iv) সভ‍্যতা যেন থাকে বজায়
1. a) – iii.     b) – iv.     c) – ii.      d) – i
2. a) – iii      b) – iv.     c) – i.       d) – ii
3. a) – iv      b) – i.       c) – ii.      d) – iii
4. a) – ii.      b) – iii.      c) – iv.     d) – i
★ উত্তর – 2

৫) গিরিশচন্দ্রের ‘জনা’ নাটক অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। প্রদত্ত সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করুন :
a) মিনার্ভা থিয়েটারে ‘জনা’ নাটক প্রথম অভিনীত হয় ১৩০০বঙ্গাব্দের ১০ই পৌষ।
b) ‘মা হয়ে মা মায়ের মনে’ গানটি রয়েছে নাটকের দ্বিতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্কে।
c) বিদূষক ও প্রথম গঙ্গারক্ষকের কথোপকথন আছে দ্বিতীয় অঙ্ক ষষ্ঠ গর্ভাঙ্কে।
d) “কালি প্রাতে শিবের প্রসাদে / পাড়িবে রণে অর্জুনের করে” কথাগুলি বলেছিলেন অগ্নি।
1. a) – শুদ্ধ         b) – শুদ্ধ       c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ    c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
3. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ        c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ      b) – শুদ্ধ        c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
★ উত্তর – 4

৬) মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ‍্যতা’ প্রহসন অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল, প্রদত্ত তথ‍্য থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
a) সংস্কৃতবিদ‍্যা আলোচনার জন‍্য জ্ঞানতরঙ্গিনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল।
b) জ্ঞানতরঙ্গিনী সভার অধিবেশন হত প্রতি রবিবার।
c) যে মদ দেয় পারসিতে তাকে সাকী বলে।
d) ‘এখন কি আর নাগর তোমার’ গানটির রাগিণী শঙ্করী, তাল খেমটা।
1. a) – অশুদ্ধ      b) – শুদ্ধ       c) – শুদ্ধ      d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ    c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
3. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ    c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ        c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
★ উত্তর – 2

৭) বৈষ্ণব পদাবলীর চারজন কবির নাম ও পদের অংশবিশেষ দুটি তালিকায় প্রদত্ত হল। উভয় তালিকার মধ‍্যে সামঞ্জস‍্য বিধান করে ঠিক উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) চন্ডীদাস
b) জ্ঞানদাস
c) গোবিন্দদাস
d) বলরামদাস
তালিকা ২
i) কোকিল ময়ূর কান্দে যত মৃগ পলু
ii) যাঁহা যাঁহা অরুণ চরণ চল চল‌ই
iii) জল বিন্দু মীন যেন কবহুঁ না জীয়ে
iv) ঘরের যতেক সব করে কানাকানি
1. a) – iii.     b) – i.      c) – ii.      d) – iv
2. a) – iii      b) – iv.    c) – ii.      d) – i
3. a) – iv      b) – ii      c) – iii      d) – i
4. a) – i.      b) – iv.     c) – ii.     d) – iii
★ উত্তর – 2

৮) প্রমথ চৌধুরীর ‘ব‌ই পড়া’ প্রবন্ধ অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। প্রদত্ত সংকেত থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন :
a) কোনো একজনের মতে প্রাবন্ধিক নিজে একজন ‘উদাসীন গ্রন্থকীট’।
b) শয‍্যার শিরোভাগে ইষ্টদেবতার আসনের নাম কূর্চ।
c) আমাদের সমাজের বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল।
d) পৃথিবীতে সুনীতির চাইতে সুশিক্ষা কিছু কম দুর্লভ পদার্থ নয়।
1. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – শুদ্ধ      d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ      d) – শুদ্ধ
3. a) – শুদ্ধ         b) – শুদ্ধ        c) – অশুদ্ধ   d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
★ উত্তর – 3

৯) “এছার নাসিকা মুই যত করি বন্ধ
      তবুও দারুণ নাসা পায় শ‍্যামগন্ধ”
– উদ্ধৃত কাব‍্যাংশটি যে অলঙ্কারের দৃষ্টান্ত সেটি হল :
1. বিরোধাভাস
2. ভ্রান্তিমান
3. বিভাবনা
4. বিষম
★ উত্তর – 3

১০) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন‍্যাস অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। প্রদত্ত সংকেত থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন :
a) যে দৈবজ্ঞের কাছে অর্জুনবর্মা ও বলরাম ভবিষ‍্যৎ গণনা করিয়েছিলেন তার নাম বীরভদ্র।
b) বলরাম মঞ্জিরাকে জয়দেব গোস্বামীর পদ শুনিয়েছিল।
c) রণদুন্দুভির নিনাদ শুনে ধনী ব‍্যক্তিরা রাজসভার দিকে ছুটল।
d) আহমদ শা সৈন‍্যদলকে ফিরে আসবার আদেশ পাঠিয়েছিলেন।
1. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ       c) – শুদ্ধ         d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ         b) – শুদ্ধ       c) – অশুদ্ধ     d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ    c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ       c) – অশুদ্ধ     d) – শুদ্ধ
★ উত্তর – 4

১১) নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অনুসরণে কয়েকটি চরিত্র ও তাদের উক্তি পাশাপাশি দুটি তালিকায় দেওয়া হল। তালিকা দুটির সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর চিহ্নিত করো :
চরিত্র
a) নাদির
b) মোতালেফ
c) মাজু খাতুন
d) ফুলবানু
বক্তব‍্য
i) গুড়ের সময় পিপড়ার মত লাইগা ছিল
ii) এখন ডরাই পরীরে
iii) কুকুর বিড়ালডারেও তো অমন ক‌ইরা খেদায় না মাইনষে
iv) আর বকবক ক‌ইরো না, ঘুমাইতে দাও মাইনষেরে
1. a) – ii.     b) – i.     c) – iii.    d) – iv
2. a) – iii     b) – ii.    c) – i.      d) – iv
3. a) – iii     b) – iv    c) – ii      d) – i
4. a) – iv     b) – ii.    c) – i.     d) – iii
★ উত্তর – 2

১২) “নিসলো চেয়ে সামনের হাটে গলার হাঁসুলি / ডুরে শাড়ি পাছাপাড় আছে হার সাতনলি” – বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটকে গানটি গেয়েছে –
1. রাধিকা
2. খুকির মা
3. কৃষক রমণীরা
4. ফকির
★ উত্তর – 3

১৩) বাংলা ছন্দ তত্ত্ব থেকে প্রদত্ত মন্তব‍্য গুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করুন :
a) অমিত্রাক্ষর ছন্দের পারিভাষিক নাম অমিল প্রবাহমান পয়ার।
b) মিশ্রবৃত্ত রীতির ইংরেজি পরিভাষা হল mixed moric style বা composite style.
c) রবীন্দ্রনাথ‌ই প্রথম বলাকা কাব‍্যে মুক্তক ছন্দের ব‍্যবহার করেন।
d) দলবৃত্ত রীতির ছন্দে দুই ও তিন মাত্রার পর্বের প্রবর্তন করেন দ্বিজেন্দ্রলাল রায় তার ‘আলেখ‍্য’ কাব‍্যে।
1. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ         b) – শুদ্ধ        c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ     c) – শুদ্ধ       d) – শুদ্ধ
★ উত্তর – 3

১৪) অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ অবলম্বনে মন্তব‍্য গুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করুন :
a) মহর্ষির কাছ থেকে রবীন্দ্রনাথ পেয়েছিলেন দেশকালের অতীত হয়ে বাঁচবার দৃষ্টান্ত।
b) বরপণ প্রথা নারীর অক্ষমতার সুযোগ নিয়ে জন্মলাভ করেছে।
c) প্রিয় বিয়োগের প্রভাব রবীন্দ্রনাথের প্রৌঢ়ত্বকে একান্ত mystic ভাবাপন্ন করেছিল।
d) রবীন্দ্রনাথের গৃহস্থাশ্রমের দৃশ‍্য জগদীন্দ্রনাথ রায়ের সঙ্গে পত্রবিনিময়ে ধরা পড়েছে।
1. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – শুদ্ধ      d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ      d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ         b) – শুদ্ধ        c) – অশুদ্ধ   d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ     c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
★ উত্তর – 2

১৫) সমরেশ বসুর ‘স্বীকারোক্তি’ গল্পে ‘আগুন নিয়ে খেলা’ শীর্ষক যে রচনার উল্লেখ আছে তার লেখক :
1. জ‍্যোতিরিন্দ্র নন্দী
2. মানিক বন্দ‍্যোপাধ‍্যায়
3. অন্নদাশঙ্কর রায়
4. বিমল কর
★ উত্তর – 3

১৬) “কবি বিভবাদির ঔচিত‍্য থেকে বিচ‍্যুতি পরিত‍্যাগে যত্নশীল হবেন” – এই সতর্কবার্তা দিয়েছেন –
1. অভিনবগুপ্ত
2. ভরতাচার্য
3. বামনাচার্য
4. আনন্দবর্ধন
★ উত্তর – 4

১৭) সাজাহান নাটকের অঙ্ক দৃশ‍্য এবং সেখানে প্রযুক্ত গান দুটি তালিকায় দেওয়া হল। তালিকা দুটির সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ‍্য
b) তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ‍্য
c) প্রথম অঙ্কের তৃতীয় দৃশ‍্য
d) দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ‍্য
তালিকা ২
i) আমি সারা সকালটি বসে বসে
ii) যেথা গিয়েছেন তিনি সমরে
iii) আজি এসেছি
iv) সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
1. a) – iv.     b) – iii.    c) – i.      d) – ii
2. a) – iii      b) – i.      c) – iv.     d) – ii
3. a) – iv      b) – i.      c) – ii.      d) – iii
4. a) – ii.      b) – iii.    c) – iv.     d) – i
★ উত্তর – 3

১৮) প্রথম দুটি তালিকায় বিদেশী ভাষা ও তার থেকে আগত শব্দ দেওয়া হল। তালিকা দুটির সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) আরবি
b) ফারসি
c) বর্মী
d) পোর্তুগিজ
তালিকা ২
i) ঘুগনি
ii) আলকাতরা
iii) বিমা
iv) ফসল
1. a) – iv.     b) – iii.    c) – i.      d) – ii
2. a) – iii      b) – i.      c) – iv.     d) – ii
3. a) – iv      b) – i.      c) – ii.      d) – iii
4. a) – ii.      b) – iii.    c) – iv.     d) – i
★ উত্তর – 1

১৯) তারাশঙ্করের ‘রাধা’ উপন‍্যাসের একাদশ পরিচ্ছেদে উপনয়নের পর দীক্ষার জন‍্য আনন্দচাঁদ গিয়েছিলেন যাঁর কাছে তিনি হলেন :
1. প্রেমদাস বৈষ্ণবী
2. ব্রজমোহন ভট্টাচার্য
3. কেশবানন্দ
4. মাধবানন্দ
★ উত্তর – 2

২০) “বসন্তের বেলা চলে যায় / _ সান্ধ‍্য গীত গায়”
কামিনী রায়ের ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় উদ্ধৃত অংশের শূন‍্যস্থানে আছে –
1. পাখিরা
2. বিহঙ্গেরা
3. বিহগেরা
4. শালিখেরা
★ উত্তর – 3

২১) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব‍্য অবলম্বনে একটি মন্তব‍্য ও যুক্তি দেওয়া হয়েছে। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব‍্য : অবন্তিপুরেতে দ্বিজ নাম উত্তাপন / সর্বশাস্ত্রে বিশারদ জেন ব‍্যাস তপোধন।
যুক্তি : চৌষট্টি বিদ‍্যা পড়িল তেষট্টি দিবসে।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 3

২২) লীলা মজুমদারের ‘পেশাবদল’ গল্প থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। প্রদত্ত সংকেত থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো :
a) বড়োকাকা সংবাদ গ্রহণের জন‍্য মৎস‍্য শিকারীর ছদ্মবেশ গ্রহণ করেন।
b) কম্বুগ্রামে চোদ্দপুরুষে কেউ চাকরি বাকরি করেনি।
c) গ্রামের মানুষ বড়োকাকাকে মোটেই আপ‍্যায়ন করেনি।
d) কম্বুগ্রামে মোড়ল এক দিস্তা কাগজে ডাকাতির পরিকল্পনা লিখে বড়োকাকাকে ওটা ছেপে দিতে অনুরোধ করেন।
1. a) – শুদ্ধ        b) – অশুদ্ধ     c) – শুদ্ধ      d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ        c) – শুদ্ধ      d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ         b) – শুদ্ধ        c) – অশুদ্ধ   d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
★ উত্তর – 3

২৩) অ্যারিস্টটলের ‘পোয়েটিকস’ অবলম্বনে একটি মন্তব‍্য ও যুক্তি দেওয়া হয়েছে। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব‍্য : অ্যারিস্টটলের মতে কাব‍্য ইতিহাসের চেয়ে বেশি দার্শনিক।
যুক্তি : কেননা ইতিহাস বলে নির্দিষ্ট তথ‍্যের কথা আর কাব‍্য বলে সার্বজনীন সত‍্য।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1

২৪) বুদ্ধদেব বসু ‘জীবনানন্দ দাশ স্মরণে’ প্রবন্ধ অবলম্বনে একটি মন্তব‍্য ও যুক্তি দেওয়া হয়েছে। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব‍্য : এক হিসাবে জীবনানন্দ দাশ বাংলা কাব‍্যের প্রথম খাঁটি আধুনিক।
যুক্তি : আধুনিক বাংলা কাব‍্যের বিচিত্র বিদ্রোহের মধ‍্যে তাঁকে আমরা দেখতে পাই।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

২৫) “ওরা তোমাকে চায়। তুমি মূল‍্যবান বলে তোমাকে চায় না। তুমি আমাদের হয়ে যাচ্ছ বলে তোমাকে চায়।” – ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে যাকে উদ্দেশ‍্য করে একথা বলা হয়েছে :
1. চিত্রলেখা
2. জীবনলাল
3. বৈজ্ঞানিক
4. চিত্রকর
★ উত্তর – 4

২৬) দৌলতকাজীর ‘লোরচন্দ্রাণী’ কাব‍্য থেকে কয়েকটি চরিত্রনাম ও তাদের উক্তি দুটি তালিকায় দেওয়া হল। তালিকা দুটির সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) লোর
b) ময়না
c) বামন
d) চন্দ্রাণীর ধাত্রী
তালিকা ২
i) যুবক পুরুষ জাতি নিষ্ঠুর দুরন্ত
ii) নারী চোর বনেত রহিতে নাহি ঠাঁই
iii) নিমেষে চিনিলুঁ তোর মর্মে কাম ব‍্যথা
iv) ইষ্টমিত্রহীন মুই নির্জন কাননে
1. a) – i.       b) – iv    c) – ii       d) – iii
2. a) – iii      b) – ii.    c) – iv.     d) – i
3. a) – iv      b) – i.     c) – ii.      d) – iii
4. a) – ii.      b) – iii.   c) – i        d) – iv
★ উত্তর – 3

২৭) প্রদত্ত মন্তব‍্যগুলির মধ‍্যে যেটা সঠিক নয় সেটি হল :
1. বাংলায় দুটি মাত্র স্বরধ্বনি আছে।
2. অপিনিহিতি বা বিপর্যস্ত স্বর বঙ্গালী উপভাষার একটি বিশিষ্ঠ ধ্বনিতাত্ত্বিক লক্ষ্মণ।
3. বাংলা বহু বচনের বিভক্তি ‘রা’ প্রথমে কেবল সর্বনাম পদে যুক্ত হত।
4. চর্যাপদে ব‍্যবহৃত একাধিক তদ্ভব শব্দ আধুনিক বাংলায় বর্জিত হয়েছে।
★ উত্তর – 1

২৮) কমলকুমার মজুমদারের ‘নিম অন্নপূর্ণা’ থেকে চরিত্র ও তাদের কয়েকটি উদ্ধৃতি
দুটি তালিকায় দেওয়া হল। তালিকা দুটির সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) খেতু মিত্তিরের মা
b) প্রীতিলতা
c) লতি
d) যূথী
তালিকা ২
i) আমরা যদি পিঁপড়ে হতাম
ii) কি বোকা জল গিলে খাচ্ছে
iii) পাখি, আমার পাখির‌ও এমন স্বভাব নয়
iv) বুড়ো হলে কি হয়, খুব টনটনে জ্ঞান
1. a) – ii.     b) – i.     c) – iii.    d) – iv
2. a) – iii     b) – ii.    c) – iv.    d) – i
3. a) – iii     b) – iv    c) – i       d) – ii
4. a) – iv     b) – ii.    c) – i.     d) – iii
★ উত্তর – 3

২৯) সমর সেনের যে কবিতায় ছেলেভুলানো ছড়ার উল্লেখ পাওয়া যায় :
1. মেঘদূত
2. মুক্তি
3. মহুয়ার দেশ
4. একটি বেকার প্রেমিক
★ উত্তর – 1

৩০) হরপ্রসাদ শাস্ত্রীর ‘বঙ্গীয় যুবক ও তিন কবি’ প্রবন্ধ অবলম্বনে একটি মন্তব‍্য ও যুক্তি দেওয়া হয়েছে। সংকেত থেকে ঠিক উত্তর নির্বাচন করো :
মন্তব‍্য : স্বাভাবিক সৌন্দর্যে ভারতবর্ষ জগতের অনুকৃতি।
যুক্তি : কেননা, জগতের যা কিছু সুন্দর, তার অধিকাংশ জিনিস ভারতে পাওয়া যায়।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

৩১) ‘সমাচার’ বিভাগটি বিশেষভাবে যে পত্রিকায় দেখা যায় :
1. বঙ্গদর্শন
2. প্রবাসী
3. কল্লোল
4. সবুজপত্র
★ উত্তর – 3

৩২) বুদ্ধদেব বসুর ‘রবীন্দ্রনাথ ও উত্তরসাধক’ প্রবন্ধ অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো :
a) বিষ্ণু দে ব‍্যঙ্গানুকৃতির তির্যক উপায়েই সহ‍্য করে নিয়েছিলেন রবীন্দ্রনাথকে।
b) রবীন্দ্রতর হতে গেলে যে রবীন্দ্রনাথের ভগ্নাংশ মাত্র হতে হয় এই কথাটা ধরা পড়েছিল ততদিনে।
c) রবীন্দ্রনাথের অনতি উত্তরকালে যেসব কবি জন্মেছিলেন তাঁদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ।
d) রবীন্দ্রনাথের রচনায় প্রবেশের কোনো বাধা নেই – আর এইখানেই তিনি সবচেয়ে প্রতারক।
1. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – শুদ্ধ      d) – শুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ      d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ         b) – শুদ্ধ        c) – অশুদ্ধ   d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ     c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
★ উত্তর – 1

৩৩) প্রথম তালিকায় অলঙ্কারের নাম ও দ্বিতীয় তালিকায় অলঙ্কারের উদাহরণ দেওয়া হল। উভয় তালিকার মধ‍্যে সামঞ্জস‍্য বিধান করে সঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) ব‍্যতিরেক
b) রূপক
c) অপহ্নুতি
d) অতিশয়োক্তি
তালিকা ২
i) দূরে বালুচরে রৌদ্র নয় সে কাঁপিছে ঝিঁঝির পাখা
ii) বোশেখী দুপুরে দূরে বালুচরে কাঁপিছে ঝিঁঝির পাখা
iii) দূরে বালুচরে কাঁপে থরথরে রৌদ্র ঝিল্লীপাখা
iv) দূরে বালুচরে রোদ কাঁপে থর থর
ঝিঁঝির পাখার চেয়ে সে তীব্রতর
1. a) – iv.     b) – iii.    c) – i.      d) – ii
2. a) – iii      b) – i.      c) – iv.    d) – ii
3. a) – iv      b) – iii.    c) – ii.     d) – i
4. a) – ii.      b) – iv    c) – i.     d) – iii
★ উত্তর – 1

৩৪) সুবোধ ঘোষের ‘ফসিল’ গল্প অনুসরণে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : কুর্মী আর ভীলেরা অনেক দূর থেকে জল এনে সেচ দেয় – ভুট্টা, যব আর জনার ফসলফলায় কিন্তু অর্ধেক ফসল মহারাজার তহসীলদার সেটাই কেড়ে নেয়।
যুক্তি : কেননা কুর্মী প্রজারা খাজনা ফাঁকি দেয়।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

৩৫) ‘চতুরঙ্গ’ উপন‍্যাসে হরিমোহন ভরা কলির দুর্লক্ষণ দেখে খুদে অক্ষরে দুর্গানাম লিখে দিস্তাখানেক কাগজ ভরেছিলেন :
1. জগমোহন ননিকে গৃহে স্থান দিয়েছিলেন।
2. দরিদ্র মুসলমানদের জন‍্য জগমোহন আপন গৃহে ভোজনের আয়োজন করেছিলেন।
3. জগমোহন প্লেগ আক্রান্ত রোগীদের ফেলে অন‍্যত্র যেতে চাননি।
4. শচীশ ভ্রষ্টা ননিবালাকে বিবাহে সম্মত হয়েছিলেন।
★ উত্তর – 3

৩৬) অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘শিল্পে অনধিকার’ প্রবন্ধ অবলম্বনে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : শিল্পে অধিকার নিজেকে বর্জন করতে হয়।
যুক্তি : কেননা শিল্প হল ‘নিয়তিকৃতনিয়মরহিতা’। প্রত‍্যেক শিল্পীকে চোখ খোলা রেখে প্রাণকে জাগ্রত করে মনকে মুক্তি দিতে হয়।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1

৩৭) আবু সয়ীদ আইয়ুবের ‘সুন্দর ও বাস্তব’ প্রবন্ধ অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো :
a) কলিংউড এর কাছে সুন্দরের দ‍্যোতনায় দৃশ‍্য ও দ্রষ্টা দুয়ের‌ই অতীত একটা বৃহত্তর সত্তার ইঙ্গিত নিহিত।
b) সৌন্দর্য, তা সে প্রাকৃত‌ই হোক আর শিল্প প্রসূত‌ই হোক, মানবমনের ক্রমবিকাশের সঙ্গে পা মিলিয়ে চলতে বাধ‍্য নয়।
c) সুন্দর বস্তু আপনার অস্তিত্বের নিবিড়তায় সমগ্র চৈতন‍্যকে আপ্লুত করে দেয়।
d) সুন্দরের মধ‍্যে অভিব‍্যক্ত হয় রূপস্রষ্টার অনুভূতি, তাঁর অন্তরাত্মা।
1. a) – শুদ্ধ         b) – শুদ্ধ        c) – অশুদ্ধ      d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ         d) – শুদ্ধ
3. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – শুদ্ধ         d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ     c) – শুদ্ধ         d) – শুদ্ধ
★ উত্তর – 3

৩৮) ‘বিষবৃক্ষ’ উপন‍্যাসে দেবেন্দ্র হীরার সামনে মদ‍্যপ অবস্থায় যে স্তব আরম্ভ করেছিলেন তা দুটি তালিকায় প্রদত্ত হল। উভয় তালিকার মধ‍্যে সামঞ্জস‍্য বিধান করে সঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) যা দেবী বটবৃক্ষেষু
b) যা দেবী দত্তগৃহেষু
c) যা দেবী পুকুরঘাটেষু
d) যা দেবী মমগৃহেষু
তালিকা ২
i) চুপড়ি হস্তেন সংস্থিতা
ii) পেত্নী রূপেণ সংস্থিতা
iii) ছায়া রূপেণ সংস্থিতা
iv) হীরা রূপেণ সংস্থিতা
1. a) – i.       b) – ii     c) – iv     d) – iii
2. a) – iii      b) – iv    c) – i       d) – ii
3. a) – ii       b) – iii.   c) – iv.     d) – i
4. a) – ii.      b) – iii.   c) – iv      d) – i
★ উত্তর – 2

৩৯) “মরিলে শোচন মোর নাহি কদাচিত” – আলাওলের ‘পদ্মাবতী’ কাব‍্যে কথাটি লিখেছেন –
1. রত্নসেন
2. বাদল
3. গোরা
4. পদ্মাবতী
★ উত্তর – 3

৪০) “চাঁদ বণিকের পালা” নাটকে ‘ফিরাইয়া দে দে দে মোদের প্রাণের লখিন্দরে’ এই বাক‍্যাংশ যে লেখকের গান থেকে নেওয়া হয়েছে তিনি হলেন :
1. শম্ভু মিত্র
2. বিনয় রায়
3. মনোরঞ্জন ভট্টাচার্য
4. হেমাঙ্গ বিশ্বাস
★ উত্তর – 2

৪১) নজরুল ইসলামের কবিতা অবলম্বনে প্রথম তালিকায় কবিতার নাম দ্বিতীয় তালিকায় কাব‍্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে। উভয় তালিকার মধ‍্যে সামঞ্জস‍্য বিধান করে সঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) বিদ্রোহী
b) আজ সৃষ্টি সুখের উল্লাসে
c) আমার কৈফিয়ৎ
d) সব‍্যসাচী
তালিকা ২
i) দোলনচাঁপা
ii) ফণিমনসা
iii) অগ্নিবীণা
iv) সর্বহারা
1. a) – ii.     b) – iii     c) – i.    d) – iv
2. a) – iii     b) – i.     c) – iv.    d) – ii
3. a) – iii     b) – iv    c) – i       d) – ii
4. a) – iv     b) – ii.    c) – i.     d) – iii
★ উত্তর – 2

৪২) ‘উজ্জ্বলনীলমণি’র পাঠ‍্য অংশ থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো :
a) ‘উজ্জ্বলনীলমণি’র নায়কভেদ প্রকরণ অনুযায়ী সর্বসাকুল‍্যে নায়ক 96 প্রকার।
b) হরিপ্রিয়া প্রকরণ অনুযায়ী পরকীয়া নায়িকা তিন প্রকার।
c) নায়িকাভেদ প্রকরণ অনুযায়ী নায়িকার সংখ‍্যা ৩৬০প্রকার।
d) উজ্জ্বলনীলমণিতে তিন প্রকার ‘প্রবাস’ এর কথা বলা হয়েছে।
1. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – শুদ্ধ      d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ         b) – শুদ্ধ         c) – শুদ্ধ      d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ         b) – শুদ্ধ        c) – অশুদ্ধ   d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ      c) – শুদ্ধ      d) – শুদ্ধ
★ উত্তর – 1

৪৩) “কথায় পঞ্চম স্বর শিখিবার আকো
      ঝাঁকে ঝাঁকে কোকিল কোকিলা চারপাশে”
উদ্ধৃত কাব‍্যাংশটি যে অলঙ্কারের দৃষ্টান্ত –
1. অসম্বন্ধে সম্বন্ধ অতিশয়োক্তি
2. অভেদে ভেদ অতিশয়োক্তি
3. সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়োক্তি
4. রূপকাতিশয়োক্তি
★ উত্তর – 1

৪৪) প্রদত্ত দুটি তালিকায় বাংলা উপভাষার নাম ও তাদের বৈশিষ্ঠ‍্যগুলি দেওয়া হয়েছে। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :
তালিকা ১
a) ঝাড়খন্ডী
b) কামরূপী
c) বরেন্দ্রী
d) বঙ্গালী
তালিকা ২
i) নাসিক‍্য ব‍্যঞ্জন লোপ পায় না
ii) শব্দের আদিতে র ধ্বনির কথা না থাকলেও র ধ্বনির আগম হয়
iii) শব্দের মধ‍্যে ও অন্তে শ্বাসাঘাত পরিলক্ষিত হয়
iv) আনুনাসিক ধ্বনির প্রাচুর্য্য লক্ষ‍্য করা যায়
1. a) – iii     b) – ii     c) – i.     d) – iv
2. a) – iv     b) – iii    c) – ii.    d) – i
3. a) – ii      b) – i      c) – iv    d) – iii
4. a) – iv     b) – ii.    c) – iii.   d) – i
★ উত্তর – 2

৪৫) ‘জাপানযাত্রী’ অবলম্বনে কয়েকটি মন্তব‍্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করো :
a) রবীন্দ্রনাথ ‘জাপানযাত্রী’ উৎসর্গ করেছিলেন রামানন্দ চট্টোপাধ‍্যায়।
b) ‘জাপানযাত্রী’ সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল বৈশাখ 1324 থেকে বৈশাখ 1325 বঙ্গাব্দ পর্যন্ত।
c) ‘জাপানযাত্রী’ গ্রন্থের পঞ্চদশ অধ‍্যায়ে জাপানি কবিতার আলোচনা রয়েছে।
d) ‘জাপানযাত্রী’ গ্রন্থ প্রকাশের কাল 1919 খ্রিস্টাব্দ।
1. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – অশুদ্ধ     d) – শুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
3. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ     c) – শুদ্ধ        d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ         c) – শুদ্ধ        d) – শুদ্ধ
★ উত্তর – 1

৪৬) প্রভাতকুমার মুখোপাধ‍্যায়ের ‘কুড়ানো মেয়ে’ গল্পে কুড়ানো মেয়েটির প্রকৃত পরিচয় হল :
a) নবগ্রাম নিবাসী শ্রী সীতানাথ মুখোপাধ‍্যায়ের নাতনী
b) শ্রীনিবাসের শ‍্যালিকা
c) শ্রী অন্নদাচরণের শ‍্যালিকা
d) শ্রী ভূধর চট্টোপাধ‍্যায়ের পালিতা কন‍্যা
1. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ      b) – শুদ্ধ        c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ      c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ      c) – শুদ্ধ        d) – শুদ্ধ
★ উত্তর – 4

৪৭) ভারতীয় কাব‍্যতত্ত্ব থেকে কয়েকটি মন্তব‍্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করো :
a) বিশ্বনাথ কবিরাজ তাঁর ‘সাহিত‍্য দর্পণ’ এর দ্বিতীয় পরিচ্ছেদে সত্ত্বোদ্রেকাদখন্ড ইত‍্যাদি শ্লোকে রসের পরিচয় দিয়েছেন।
b) আনন্দবর্ধন অলঙ্কারকে ‘শোভাতিশয়হেতু’ অর্থে গ্রহণ করেছেন।
c) রাজশেখর বলেছেন, রসাত্মক কাব‍্যপুরুষের দেহ গঠিত হয় শব্দ ও অর্থের দ্বারা।
d) ভরত তাঁর নাট‍্যশাস্ত্র এর সপ্তদশ অধ‍্যায়ে ‘গুণ’ এর আলোচনার পূর্বেই আটটি দোষের কথা বলেছেন।
1. a) – শুদ্ধ         b) – অশুদ্ধ     c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ      b) – শুদ্ধ        c) – শুদ্ধ       d) – শুদ্ধ
3. a) – শুদ্ধ        b) – শুদ্ধ          c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ      c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
★ উত্তর – 4

৪৮) বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়ের ‘পথের পাঁচালী’ উপন‍্যাসে প্রকৃতিতে যে বিশেষ বস্তুটি দেখে দুর্গার মনে হয়েছে – “দেখিতে পাওয়া অত‍্যন্ত ভাগ‍্যের” – সঠিক সেই বিষয়টি নির্বাচন করো :
1. এক ঝাঁক শালিক পাখি সহসা ঝোপের মধ‍্যে উড়িয়া গেল।
2. সামনে পথের ধুলার উপর বসিয়া থাকা সুদর্শন পোকা।
3. সোনাডাঙার তেপান্তর মাঠের প্রাচীন অশ্বত্থ গাছের ছায়ায় আড়ালে সূর্যাস্ত।
4. চক্ষের নিমেষে বনজঙ্গলের লতা পাতা ছিঁড়িয়া ভুলোর অকস্মাৎ আবির্ভাব।
★ উত্তর – 2

৪৯) ‘অন্নদামঙ্গল’ এর প্রথম খন্ডে সভাবর্ণন অধ‍্যায়ে রাজা কৃষ্ণচন্দ্রের পুত্রদের জ‍্যেষ্ঠাদি ক্রম রক্ষা করে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করো :
1. মহেশচন্দ্র – ভৈরবচন্দ্র – হরচন্দ্র – শিবচন্দ্র
2. শিবচন্দ্র – হরচন্দ্র – মহেশচন্দ্র – ভৈরবচন্দ্র
3. শিবচন্দ্র – ভৈরবচন্দ্র – হরচন্দ্র – মহেশচন্দ্র
4. হরচন্দ্র – শিবচন্দ্র – মহেশচন্দ্র – ভৈরবচন্দ্র
★ উত্তর – 3

৫০) বিষ্ণু দের “তুমি শুধু পঁচিশে বৈশাখ” কবিতায় যে ছত্রটি রয়েছে, সেটি হল :
1. সন্ধ‍্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
2. সন্ধ‍্যারাগে ঝিকিমিকি ঝিলমের স্রোতখানি বাঁকা
3. সন্ধ‍্যারাগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার
4. সন্ধ‍্যারাগে ঝিকিমিকি ঝিলমের বাঁকা তলোয়ার
★ উত্তর – 3

৫১) চারটি কবিতা পঙক্তি ও তাদের মাত্রা সংখ‍্যা দেওয়া হল। ছন্দোরীতি অনুসারে মাত্রা গণনা পদ্ধতির যথার্থতা বিচার করে সংকেত থেকে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করো :
a) নীলের কোলে শ‍্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা – 5 + 6 + 5 + 2
b) সকল কাঁটা ধন‍্য করে ফুটবে গো ফুল ফুটবে – 5 + 5 + 5 + 5
c) জন্মেছি যে মর্ত‍্য কোলে ঘৃণা করি তারে – 4 + 4 + 4 + 2
d) ফিরিয়া যেয়োনা, শোনো শোনো – 4 + 4 + 2
   সূর্য অস্ত যায়নি এখনো – 4 + 4 + 2
1. a) – অশুদ্ধ   b) – অশুদ্ধ    c) – শুদ্ধ       d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ      b) – শুদ্ধ        c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ      b) – অশুদ্ধ    c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
4. a) – শুদ্ধ      b) – শুদ্ধ        c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
★ উত্তর – 1

৫২) চর্যাগীতির মুনিদত্তকৃত সংস্কৃত টীকার বঙ্গানুবাদ পাওয়া যায় যে গ্রন্থে :
1. চর্যাগীতিকোষ
2. চর্যাগীতি পদাবলী
3. চর্যাগীতি পঞ্চাশিকা
4. চর্যাগীতি পরিক্রমা
★ উত্তর – 3

৫৩) ‘নির্বাস’ উপন‍্যাস অবলম্বনে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : বাবলার ডালের খোঁটায় বাঁধা হিরণের স্থাপত‍্য খাড়া হয়ে র‌ইল।
যুক্তি : কেননা ঝড়ে বড় গাছ ফেলে দেয়, ঘাস খাড়া থাকে।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1

৫৪) প্রদত্ত মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : বাংলা ভাষার রূপতত্ত্বে লিঙ্গের ব‍্যবহার খুব বেশি নেই।
যুক্তি : বাংলায় অধিকাংশ ক্ষেত্রে লিঙ্গভেদ বিশেষ‍্যের রূপভেদ হলেও সর্বনামের রূপভেদ হয় না।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

৫৫) ‘পোয়েটিকস’ অনুসরণে কয়েকটি মন্তব‍্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করো :
a) অ্যারিস্টটল অনুকরণ বলতে বুঝেছিলেন একধরণের নকল।
b) অ্যারিস্টটল ট্রাজেডির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে দৃশৃকে সাহিত‍্যের আলোচনায় স্থান দিয়েছেন।
c) সংগীত ও দৃশ‍্য এই দুই উপাদানের ফলে ট্রাজেডির আনন্দ বেশি ঘনীভূত হয়।
d) অ্যারিস্টটলের মতে ট্রাজেডিতে ক্রিয়ার স্থান একটাই।
1. a) – অশুদ্ধ   b) – শুদ্ধ      c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
2. a) – অশুদ্ধ    b) – শুদ্ধ     c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
3. a) – অশুদ্ধ    b) – অশুদ্ধ  c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ    b) – অশুদ্ধ   c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
★ উত্তর – 3

৫৬) ‘মেঘনাদ বধ কাব‍্য’ অবলম্বনে কয়েকটি মন্তব‍্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করো :
a) মেঘনাদবধ কাব‍্য উৎসর্গ করা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরকে।
b) কাব‍্যের দ্বিতীয় খন্ডের শেষ পাঁচটি সর্গ প্রকাশিত হয়েছিল 1269বঙ্গাব্দে।
c) কাব‍্যের দ্বিতীয় খন্ডের আখ‍্যাপত্রে রঘুবংশম্ থেকে শ্লোক উদ্ধৃত হয়েছে।
d) কবির জীবিতকালে মেঘনাদবধ কাব‍্যের শেষ সংস্করণ প্রকাশিত হয় 20জুলাই, 1869এ।
1. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ       c) – শুদ্ধ      d) – শুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ    c) – শুদ্ধ      d) – শুদ্ধ
3. a) – শুদ্ধ        b) – শুদ্ধ        c) – অশুদ্ধ   d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ        b) – অশুদ্ধ    c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
★ উত্তর – 2

৫৭) যে সমাসকে ব‍্যাখ‍্যানমূলক বা আশ্রয়মূলক সমাস বলা হয় –
1. দ্বন্দ্ব
2. দ্বিগু
3. অলুক বহুব্রীহি
4. ব‍্যতিহার বহুব্রীহি
★ উত্তর – 2

৫৮) ‘আমার জীবন’ থেকে রাসসুন্দরী দেবীর পুত্রের নাম ও তাঁর যে যে বয়সে তাদের জন্ম তা দুটি তালিকায় দেওয়া হল। তালিকা দুটির সামঞ্জস‍্য বিধান করে সঠিক উত্তর চিহ্নিত করো :
তালিকা ১
a) পুলিনবিহারী
b) রাধানাথ
c) চন্দ্রনাথ
d) মুকুন্দলাল
তালিকা ২
i) 28 বছর বয়সে
ii) 21 বছর বয়সে
iii) 41 বছর বয়সে
iv) 32 বছর বয়সে
1. a) – ii.     b) – iii    c) – i.     d) – iv
2. a) – iii     b) – i      c) – ii.    d) – iv
3. a) – ii      b) – i      c) – iv     d) – iii
4. a) – iv     b) – ii.    c) – iii.    d) – i
★ উত্তর – 3

৫৯) ‘নির্বাস’ উপন‍্যাস অবলম্বনে কয়েকটি মন্তব‍্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করো :
a) শনিবারের দিন কান্ডটা ঘটে গেল।
b) হলুদমোহন ক‍্যাম্প, গ্রুপ নম্বর ছয়, তাঁবু নম্বর সাতাশ, কার্ড নম্বর সাতশো পঁচাশি।
c) আজকের সন্ধ‍্যাটি যেন হালকা খয়েরি রঙের।
d) গৃহ আর স্ত্রী একত্র রাখার প্রতীক হল বলয়।
1. a) – অশুদ্ধ   b) – শুদ্ধ      c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ       b) – শুদ্ধ     c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ    b) – অশুদ্ধ  c) – শুদ্ধ        d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ       b) – অশুদ্ধ   c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
★ উত্তর – 3

৬০) প্রদত্ত তালিকা দুটিতে কয়েকটি ছন্দ ও তাদের রীতি অনুযায়ী মাত্রা সংখ‍্যার উল্লেখ করা হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) কেশে আমার পাক ধরেছে বটে
     তাহার পানে নজর এত কেন
b) নামে সন্ধ‍্যা তন্দ্রালসা, সোনার আঁচল খসা
হাতে দীপশিখা
c) ঝম্পি ঘনগর জন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া
d) যদি কোনো দিন একা তুমি যাও কাজলা দীঘিতে
তালিকা ২
i) 18 মাত্রার ছন্দ
ii) 26 মাত্রার ছন্দ
iii) 22 মাত্রার ছন্দ
iv) 20 মাত্রার ছন্দ
1. a) – iii     b) – ii     c) – i.     d) – iv
2. a) – iv     b) – iii    c) – ii.    d) – i
3. a) – ii      b) – iii    c) – iv    d) – i
4. a) – iv     b) – i.     c) – ii.    d) – iii
★ উত্তর – 2

৬১) পরশুরামের ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ গল্প অনুসরণে কয়েকটি মন্তব‍্য দেওয়া হল। শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করো :
a) শ‍্যামবাজারে গলির ভিতর রায়সাহেব তিনকড়িবাবুর বাড়ি।
b) বিখ‍্যাত বৈজ্ঞানিক মিস্টার বি.সি. চৌধুরী B. Sc, A.S.S
c) শ‍্যামবাবুর বয়স ষাটের কাছাকাছি গায়ের রঙ গাঢ় শ‍্যামবর্ণ।
d) গন্ডেরি একলাখ টাকার শেয়ার কিনেছিলেন।
1. a) – অশুদ্ধ   b) – শুদ্ধ      c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ       b) – শুদ্ধ      c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
3. a) – অশুদ্ধ   b) – অশুদ্ধ   c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ       b) – অশুদ্ধ   c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
★ উত্তর – 1

৬২) প্রদত্ত তালিকায় পাঠ‍্য কয়েকটি কবিতার শিরোনাম ও দ্বিতীয় তালিকায় কবিতার পঙক্তি দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) গর্জন সত্তর
b) মহুয়ার দেশ
c) চেতন স‍্যাকরা
d) হেমন্তের অরণ‍্যে আমি পোস্টম‍্যান
তালিকা ২
i) গুরুর দর্শন, কাতর বাক‍্য, দলীয় ভক্তির অদ্ভূত দৈবে
ii) ভেসে যাচ্ছি বস্তুত জ‍্যোৎস্নায়
iii) বাতাসে উড়ছে ফুলকি হাওয়ায় দহনের সোঁদা গন্ধ
iv) আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়
1. a) – iii     b) – i     c) – iv     d) – ii
2. a) – iv     b) – iii    c) – ii.    d) – i
3. a) – ii      b) – iv    c) – i     d) – iii
4. a) – iii     b) – iv.   c) – i.    d) – ii
★ উত্তর – 4

৬৩) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব‍্য অবলম্বনে অবলম্বনে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : এবে দেহে মোর হ‌এ বিকার।
যুক্তি : কেননা আসার দেখীলো সব সংসার।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 4

৬৪) প্রথম তালিকায় প্রমথ চৌধুরীর পাঠ‍্য প্রবন্ধের নাম ও দ্বিতীয় তালিকায় কিছু উদ্ধৃতি দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) মলাট সমালোচনা
b) ব‌ই পড়া
c) ভারতচন্দ্র
d) সাধুভাষা বনাম চলিত ভাষা
তালিকা ২
i) যথার্থ আর্টিস্টের মন সকল দেশেই সংসারে নির্লিপ্ত
ii) ফরাসি রুচি ইংরেজি রুচির সঙ্গে মেলে না
iii) অতিবিজ্ঞাপিত জিনিসের প্রতি আমার শ্রদ্ধা অতি কম
iv) বিদ‍্যার সাধনা শিষ‍্যকে নিজে করতে হয়।
1. a) – iii     b) – i     c) – iv     d) – ii
2. a) – ii     b) – iv    c) – iii    d) – i
3. a) – ii      b) – iv    c) – i     d) – iii
4. a) – iii     b) – iv.   c) – i.    d) – ii
★ উত্তর – 4

৬৫) ‘উজ্জ্বলনীলমণি’র ‘হরিপ্রিয়া প্রকরণ’ অবলম্বনে একটি একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : বৃন্দাবনে শ্রীরাধা ও চন্দ্রাবলীই কেবল শ্রীকৃষ্ণের নিত‍্যপ্রিয়া
যুক্তি : এঁদের মধ‍্যেই শ্রীকৃষ্ণ অপেক্ষা বেশি সৌন্দর্য ও বৈদগ্ধ‍্যাদিগুণ বর্তমান।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

৬৬) প্রদত্ত মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : বিভক্তি যোগে শব্দ ও ধাতু পদে পরিণত হয়ে বাক‍্যে যুক্ত হয়।
যুক্তি : বিভক্তি যোগের পর প্রত‍্যয় ছাড়া শব্দে আর কিছু যোগ করা যায় না।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1

৬৭) ‘জমীদার দর্পণ’ নাটকে যে জুরি চরিত্র আছে :
1. জামাল ব‍্যাপারী
2. আরজান ব‍্যাপারী
3. জিতু মোল্লা
4. আবু মোল্লা
★ উত্তর – 2

৬৮) ‘নবজাতক’ কাব‍্যের কয়েকটি কবিতার নাম এবং সেগুলির রচনা স্থান দুটি তালিকায় প্রদত্ত হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) ক‍্যান্ডীয় নাচ
b) জন্মদিন
c) সাড়ে নটা
d) অস্পষ্ট
তালিকা ২
i) পুরী
ii) মংপু
iii) উদয়ন
iv) আলমোড়া
1. a) – iii     b) – i     c) – iv     d) – ii
2. a) – iv     b) – i    c) – ii.      d) – iii
3. a) – ii      b) – i     c) – iv     d) – iii
4. a) – i      b) – iii.   c) – ii.    d) – iv
★ উত্তর – 2

৬৯) “একেই বলা যায় নৈর্ব‍্যক্তিক, impersonal”
‘আধুনিক কাব‍্য’ প্রবন্ধে যে কবির রচনার দৃষ্টান্ত দিয়ে রবীন্দ্রনাথ এই মন্তব‍্য করেছেন :
1. T.S. Eliot
2. Ezra Pound
3. Amy Lowell
4. Orrick Johns
★ উত্তর – 3

৭০) রবীন্দ্রনাথের পাঠ‍্য গল্প অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) ‘নিশীথে’ গল্পে দক্ষিণাচরণ তাঁর স্ত্রীকে নিয়ে মুসৌরিতে গিয়েছিলেন।
b) ‘স্ত্রীর পত্র’ গল্পে পুরীর গাড়িতে বিন্দুকে তুলে দেবার কথা ছিল বুধবার।
c) ‘হৈমন্তী’ গল্পের কথক তাঁর স্ত্রীর জন‍্য শৌখিন বাঁধাই করা ফরাসি কবিতার ব‌ই কিনে এনেছিল।
d) ‘ল‍্যাবরেটরি’ গল্পের রেবতী রবিবার কাটায় আকাশনিম বীথিকার তলায়।
1. a) – অশুদ্ধ   b) – অশুদ্ধ    c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ      b) – অশুদ্ধ     c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ   b) – অশুদ্ধ    c) – শুদ্ধ        d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ   b) – শুদ্ধ       c) – অশুদ্ধ     d) – শুদ্ধ
★ উত্তর – 4

৭১) “আমি বিকৃতির সমর্থন করছি না” – বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকে এই উক্তি করেছিলেন :
1. সীতানাথ
2. বিজয়
3. শরদিন্দু
4. বিধু
★ উত্তর – 2

৭২) বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ নাটকের চরিত্রের নাম ও তাদের সংলাপ দুটি তালিকায় প্রদত্ত হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) কুন্তী
b) কৃষ্ণ
c) কর্ণ
d) দ্রৌপদী
তালিকা ২
i) এখন দেখেছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহুদূরে ছাড়িয়ে গেল।
ii) যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে
iii) যার নিবারণ সম্ভব হল না, তাতে অংশগ্রহণ‌ই কর্তব‍্য
iv) শুধু তোমাকেই বলতে পারি, যা অন‍্য কাউকে বলা যায় না
1. a) – ii.     b) – iii   c) – iv.    d) – i
2. a) – iii     b) – i     c) – iv.    d) – ii
3. a) – ii      b) – iii   c) – i       d) – iv
4. a) – iv     b) – i.    c) – ii     d) – iii
★ উত্তর – 1

৭৩) চারজন আলঙ্কারিকের নাম ও তাঁদের মন্তব‍্য দুটি তালিকায় প্রদত্ত হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) ভামহ
b) ভোজ
c) আনন্দবর্ধন
d) কুন্তক
তালিকা ২
i) বক্রোক্তি হচ্ছে বৈদগ্ধ‍্যভঙ্গীভণীতি
ii) ব‍্যাঙ্গার্থ‌ই হল কাব‍্যার্থ
iii) রস রসিকের মধ‍্যে শব্দ প‌্রমাণের দ্বারা সৃষ্ট হয়
iv) শব্দার্থৌ সহিতৌ কাব‍্যম্
1. a) – iii     b) – ii     c) – i.     d) – iv
2. a) – iv     b) – iii    c) – ii.    d) – i
3. a) – ii      b) – iv    c) – iii    d) – i
4. a) – iv     b) – i.     c) – iii.    d) – ii
★ উত্তর – 2

৭৪) “গল্পে গল্পে এক রাত্রের কথা বেরিয়ে আসে”
– ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন‍্যাসে গল্পের সূত্র যে যার কাছে ‘রাত্রের’ কথা বলেছিলেন তারা হলেন :
1. লালমুনিয়া ঢোঁড়াইয়ের কাছে
2. গিধর মন্ডল লাল মুনিয়ার কাছে
3. গিধর মন্ডল লচুয়া চৌকিদারের কাছে
4. লচুয়া চৌকিদার গিধর মন্ডলের কাছে
★ উত্তর – 4

৭৫) পাঠ‍্য গল্পগুলি অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) নরেন্দ্রনাথ মিত্রের ‘চোর’ গল্পটি প্রকাশিত হয়েছিল ‘বসুমতী’ পত্রিকায় 1355 বঙ্গাব্দে।
b) বিমল করের ‘ইঁদুর’ গল্পটির প্রকাশকাল 1953, ‘উত্তরসূরী’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
c) নিশিকান্ত ঠাউরের চন্ডীপাঠের নমুনা আজ দেইখা আসলাম দমদমায়, বলেছিল মন্মথ সন্তোষ কুমার ঘোষের দ্বিজ গল্পে।
d) গরম ভাতের সামনে বসে ব্রজকে নিজের মানুষের মত মনে হল’ অংশটি সুনীল গঙ্গোপাধ‍্যায়ের ‘গরম ভাত ও নিছক ভূতের গল্প’ এ আছে।
1. a) – শুদ্ধ      b) – অশুদ্ধ    c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
2. a) – শুদ্ধ      b) – শুদ্ধ        c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
3. a) – অশুদ্ধ   b) – অশুদ্ধ    c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ   b) – শুদ্ধ       c) – শুদ্ধ        d) – শুদ্ধ
★ উত্তর – 3

৭৬) মুখবিবরের শূন‍্যতার পরিমাপ অনুসারে ‘ও’ স্বরধ্বনির শ্রেণী হল :
1. সংবৃত
2. বিবৃত
3. অর্ধ সংবৃত
4. অর্ধবিবৃত
★ উত্তর – 3

৭৭) ‘আধুনিক সাহিত‍্য’ গ্রন্থের ‘বঙ্কিমচন্দ্র’ প্রবন্ধ অবলম্বনে একটি একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : কল্পনা ও কাল্পনিকতা দুইয়ের মধ‍্যে একটা মস্ত প্রভেদ আছে।
যুক্তি : যথার্থ কল্পনা সত‍্যের দ্বারা সুনির্দিষ্ট আকারবদ্ধ আর কাল্পনিকতার মধ‍্যে সত‍্যের ভাগ আছে মাত্র।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1

৭৮) দুটি তালিকায় অর্থালঙ্কারের নাম ও বৈশিষ্ঠ‍্য প্রদত্ত হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) বিভাবনা
b) স্বভাবোক্তি
c) নিশ্চয়
d) অপহ্নুতি
তালিকা ২
i) উপমেয়কে প্রতিষ্ঠিত করা হয়
ii) উপমানকে প্রতিষ্ঠিত করা হয়
iii) কারণ ছাড়াই কার্য ঘটে
iv) বস্তু বা বিষয়ের রূপ, গুণ ও স্বভাবের যথাযথ ও সুন্দর বর্ণনা থাকে
1. a) – iii     b) – i      c) – ii.    d) – iv
2. a) – iv     b) – ii     c) – iii    d) – i
3. a) – iii     b) – iv    c) – i      d) – ii
4. a) – iv     b) – iii.   c) – i.    d) – ii
★ উত্তর – 3

৭৯)  দুটি তালিকায় ছন্দকার ও তাঁদের দেওয়া ছন্দ নাম দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) সত‍্যেন্দ্রনাথ দত্ত
c) অমূল‍্যধন মুখোপাধ‍্যায়
d) প্রবোধচন্দ্র সেন
তালিকা ২
i) স্বরাঘাত প্রধান ছন্দ
ii) দলমাত্রিক ছন্দ
iii) পাপড়ি গোণা ছন্দ
iv) প্রাকৃত বাংলা ছন্দ
1. a) – ii      b) – iv    c) – iii    d) – i
2. a) – iv     b) – ii     c) – i      d) – iii
3. a) – iii     b) – iv    c) – ii     d) – i
4. a) – iv     b) – iii.   c) – i.     d) – ii
★ উত্তর – 4

৮০) “গুণরাজ খান কৈল শ্রীকৃষ্ণবিজয়
      তাহা এক বাক‍্য তাঁর আছে প্রেমময়॥
      নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ”
– মহাপ্রভুর এই কথাটি আছে ‘চৈতন‍্যচরিতামৃত’ এর মধ‍্যলীলার যে পরিচ্ছেদে :
1. দশম
2. দ্বাদশ
3. চতুর্দশ
4. পঞ্চদশ
★ উত্তর – 4

৮১) বনফুলের ‘শ্রীপতি সামন্ত’ ছোটগল্প অবলম্বনে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : শ্রীপতি সামন্ত সাহেবী পোশাক পরিহিত বাঙালির টিকিটের দাম দিলেন।
যুক্তি : কেননা সাহেবী পোশাক পরিহিত বাঙালি তাকে ট্রেনের প্রথম শ্রেণির কামরা চড়তে অনুমতি দিয়েছিলেন।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

৮২) মুকুন্দ চক্রবর্তীর ‘চন্ডীমঙ্গল’ কাব‍্যের পাঠ‍্য অংশ থেকে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : এমন বলিয়া সাধু করে আত্মঘাতী / অজয়ের জলে ঝাঁপ দিল ধনপতি।
        জেই ক্ষণে সদাগর ঝাঁপ দিল নীরে / আকাশ ভাঙ্গিয়া পড়ে শ্রীমন্তর শিরে।
যুক্তি : শ্রীমন্ত চিন্তিল তথা চন্ডীর চরণ / বিষম সঙ্কটে মাতা করহ রক্ষণ।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 4

৮৩) প্রদত্ত একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : জিহ্বাপ্রান্ত বা জিহ্বাশিখরের শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে জিহ্বাপ্রান্তীয় বা জিহ্বাশিখরীয় ধ্বনি বলে।
যুক্তি : শ্বাসবায়ুর বাধার স্থান অনুসারে জিহ্বাপ্রান্তীয় ধ্বনি চার প্রকার – দন্ত‍্য, দন্ত‍্যমূলীয়, উত্তর দন্ত‍্যমূলীয় ও তালুদন্ত‍্যমূলীয়।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

৮৪) সংস্কৃত অলঙ্কারশাস্ত্র অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। সংকেত থেকে ঠিক উত্তর চিহ্নিত করো :
a) বামনাচার্য রীতিকে চারভাগে ভাগ করেছেন – বৈদর্ভী, গৌড়ী, পাঞ্চালী, মৈথিলী।
b) আলঙ্কারিক রুদ্রট ‘লাটীয়’ রীতির উল্লেখ করেছেন।
c) কুন্তকাচার্য ভৌগলিক ক্রমে রীতির নাম রাখার প্রবণতাকে অস্বীকার করেন।
d) গৌড়ীয় রীতি ভালো হলেও যাঁরা প্রশংসা করেননা, ভামহ তাদের অন্ধতার প্রশংসা করেছেন।
1. a) – শুদ্ধ       b) – শুদ্ধ      c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ       b) – অশুদ্ধ   c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ   b) – অশুদ্ধ   c) – শুদ্ধ       d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ   b) – শুদ্ধ     c) – শুদ্ধ        d) – অশুদ্ধ
★ উত্তর – 4

৮৫) ‘পুতুল নাচের ইতিকথা’ অনুসরণে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : একটা অনাবশ‍্যক ব‍্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায় কর্তব‍্য কাজগুলি সম্পন্ন করে।
যুক্তি : যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায়।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

৮৬) টিনের তলোয়ার নাটক অনুসরণে ব‍্যক্তি, চরিত্রনাম এবং প্রতিষ্ঠান দুটি তালিকায় দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) গজদানন্দ
b) ল‍্যাম্বার্ট
c) হরবল্লভ
d) বীরকৃষ্ণ দাঁ
তালিকা ২
i) সত‍্য বন্দ‍্যোপাধ‍্যায়
ii) গ্রেট নেশনেল
iii) বেঙ্গল অপেরার স্বত্বাধিকারী
iv) প্রতীক রায়
1. a) – ii      b) – iv    c) – iii    d) – i
2. a) – ii      b) – iv    c) – i      d) – iii
3. a) – iii     b) – ii     c) – i     d) – iv
4. a) – iv     b) – iii.   c) – ii.   d) – i
★ উত্তর – 2

৮৭) “সংশয় হয়েছে দেখে, সকলের মনে / কে কামিনী একাকিনী বাস করে বনে”
– ঈশ্বরগুপ্তের পাঠ‍্য কবিতা অনুসরণে ‘কামিনী’র পরিচয় হল :
1. আনারস
2. অঙ্গনা
3. হুরীপরী
4. অপ্সরী
★ উত্তর – 1

৮৮) ‘তিতাস একটি নদীর নাম’ উপন‍্যাস অবলম্বনে নীচের প্রদত্ত মন্তব‍্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো :
a) করমালীর ব‌উ লোকের বাড়ি বাড়ি কাঁথা সেলাই করে দেয়।
b) নয়াগাঙের বোধাই মালো টাকায় সব মালোদের চেয়ে বড়।
c) ছাইলা হ‌ইলে পাঁচ ঝাড় জোকার দেবার রীতি।
d) কালীপুজোর সময় সংযমী থাকবে তিনজন – সুবলার ব‌উ, মঙ্গলার মা, কালোর মা।
1. a) – শুদ্ধ       b) – অশুদ্ধ      c) – শুদ্ধ       d) – অশুদ্ধ
2. a) – শুদ্ধ       b) – শুদ্ধ         c) – অশুদ্ধ    d) – অশুদ্ধ
3. a) – অশুদ্ধ   b) – অশুদ্ধ      c) – শুদ্ধ       d) – শুদ্ধ
4. a) – শুদ্ধ       b) – অশুদ্ধ     c) – অশুদ্ধ    d) – শুদ্ধ
★ উত্তর – 1

৮৯) অ্যারিস্টটলের ‘পোয়েটিকস’ অবলম্বনে নীচের প্রদত্ত মন্তব‍্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো :
a) ‘পোয়েটিকস’ গ্রন্থে ভাষা নিয়ে আলোচনা আছে ২০, ২২ ও ২৫ পরিচ্ছেদে।
b) ত্রয়ী ঐক‍্যের অন্তর্গত স্থানগত ঐক‍্য নিয়ে অ্যারিস্টটল কিছু বলেননি।
c) নাটকীয় চরিত্র হবে ভালো যথাযথ, অনুগত ও সঙ্গত।
d) পদগুচ্ছ হল ধ্বনির অর্থময় সমাহার
1. a) – শুদ্ধ         b) – শুদ্ধ       c) – অশুদ্ধ       d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ       c) – অশুদ্ধ       d) – শুদ্ধ
3. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ       c) – শুদ্ধ           d) – শুদ্ধ
4. a) – অশুদ্ধ     b) – অশুদ্ধ    c) – অশুদ্ধ        d) – শুদ্ধ
★ উত্তর – 3

৯০) রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ নাটক অনুসরণে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : উত্তরকূটের অন্নবস্ত্র দুর্মূল‍্য হয়ে উঠবে।
যুক্তি : কেননা নন্দিসংকটের পথ বন্ধ করা আছে।
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 2

৯১) ‘অচলায়তন’ নাটকে পঞ্চকের একটি সংলাপে আছে :
1. দুটি সুপারি আর দুমাষা সোনা
2. পাঁচটি সুপুরি আর দেড় মাষা সোনা
3. চারটে সুপুরি আর এক মাষা সোনা
4. তিনটে সুপুরি আর আধ মাষ সোনা
★ উত্তর – 3

৯২) ‘সাধের আসন’ কাব‍্য অবলম্বনে দুটি তালিকায় পঙক্তি ও সর্গনাম দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) ফুল ফোটে না আর সাধের বাগানে
b) আহা সেই দেবী সুলোচনা / সারদামঙ্গল গানে প্রসন্ন আননা
c) তোমারে হৃদয়ে রাখি সদাই আনন্দে থাকি
d) তোমার আসনখানি আদরে আদরে আনি
তালিকা ২
i) শান্তিগীতি
ii) নবম সর্গ
iii) উপসংহার
iv) শোকসংগীত
1. a) – iii     b) – ii     c) – iv    d) – i
2. a) – iv     b) – iii    c) – i.    d) – ii
3. a) – ii      b) – iv    c) – i     d) – iii
4. a) – i      b) – iv.    c) – ii.   d) – iii
★ উত্তর – 2

৯৩) ‘জীবনস্মৃতি’র চারটি অধ‍্যায় ক্রম অনুসারে বিন‍্যস্ত করে সংকেত থেকে ঠিক উত্তর নির্দেশ করো :
a) ভারতী     b) ভানুসিংহের কবিতা    c) আমেদাবাদ    d) স্বাদেশিকতা
1. b, d, a, c
2. a, c, d, b
3. b, d, c, a
4. d, c, a, b
★ উত্তর – 1

৯৪) প্রদত্ত দুটি তালিকায় পাঠ‍্য কবিতার নামের সঙ্গে উপস্থাপিত ছত্রের সামঞ্জস‍্য বিধান করে ঠিক উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) গোধূলি সন্ধির নৃত‍্য
b) জেসন
c) স্মৃতি সত্তা ভবিষ‍্যৎ
d) অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে
তালিকা ২
i) এখানে সভ‍্যতা নেই, হৃদয় শুকনো দীঘি
ii) মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো
iii) ক্রূর পথ নিয়ে যায় হরিতকী বনে জ‍্যোৎস্নায়
iv) স্বপ্ন আজ ব‍্যর্থ বিড়ম্বনা
1. a) – iii     b) – iv    c) – ii     d) – i
2. a) – iv     b) – i      c) – ii.    d) – iii
3. a) – ii      b) – iii    c) – iv    d) – i
4. a) – iii     b) – iv.   c) – i.     d) – ii
★ উত্তর – 4

৯৫) প্রবোধচন্দ্র সেনের ছন্দভাবনা অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো।
a) মিশ্রবৃত্ত রীতির মূল নীতি চারটি।
b) আধুনিককালে মিশ্রবৃত্ত রীতির চতুর্মাত্রিক পর্বের অন্তে মিল দেওয়া চলে না।
c) রুদ্ধদল শব্দের আদিতে বা মধ‍্যে অবস্থিত হলেই অনুস্পন্দ অনুভূত হয়, শব্দের অন্তে থাকলে হয় না।
d) স্পন্দানুপ্রাস সবচেয়ে বেশি শোভা পায় দলবৃত্ত রীতির ছন্দে।
1. a) – শুদ্ধ         b) – শুদ্ধ       c) – অশুদ্ধ      d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ       c) – শুদ্ধ          d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ        b) – শুদ্ধ        c) – শুদ্ধ          d) – অশুদ্ধ
4. a) – শুদ্ধ        b) – অশুদ্ধ    c) – অশুদ্ধ        d) – শুদ্ধ
★ উত্তর – 3

৯৬) ‘হুতোম প‍্যাঁচার নকশা’ অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো।
a) ধোপাপুকুর লেনের দুই নম্বর বাড়িতে হাফ আখড়াইয়ের দল বসেছে।
b) বাবু প‍্যালানাথ সারবান সাহেবের নিকট মাত্র তিনমাস ইংরেজি শিখেছিলেন।
c) বারোয়ারিতলায় পাঁচালি আরম্ভে প্রথম দল মহীরাবণের পালা ধরেছে।
d) মৌতাতি বুড়োরা তেল মেখে গঙ্গাস্নানে চলেছেন।
1. a) – শুদ্ধ         b) – শুদ্ধ       c) – অশুদ্ধ      d) – অশুদ্ধ
2. a) – অশুদ্ধ     b) – শুদ্ধ       c) – অশুদ্ধ       d) – অশুদ্ধ
3. a) – শুদ্ধ        b) – অশুদ্ধ     c) – শুদ্ধ          d) – অশুদ্ধ
4. a) – অশুদ্ধ    b) – অশুদ্ধ    c) – অশুদ্ধ        d) – শুদ্ধ
★ উত্তর – 1

৯৭) সৈয়দ মুস্তাফা সিরাজের ‘বাদশা’ ছোটগল্প অনুসরণে একটি মন্তব‍্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করো :
মন্তব‍্য : অমন শান্ত মানুষকে কোনোদিন কড়া কথা বলতে পারেননি আনমনী।
যুক্তি : আনমনীর মরা বাপের শিক্ষা ছিল
1. মন্তব‍্য যুক্তি দুইই শুদ্ধ
2. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
3. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
4. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
★ উত্তর – 1

৯৮) সংস্কৃত কাব‍্যতত্ত্বে রসনিষ্পত্তির ক্ষেত্রে কে, কোন মতবাদের প্রবক্তা দুটি তালিকায় তা দেওয়া হল। উভয় তালিকার সামঞ্জস‍্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তর নির্বাচন করো :
তালিকা ১
a) ভট্টলোল্লট
b) ভট্টনায়ক
c) ভট্টশঙ্কুক
d) অভিনবগুপ্ত
তালিকা ২
i) অভিব‍্যক্তিবাদ
ii) অনুমিতিবাদ
iii) ভুক্তিবাদ
iv) উৎপত্তিবাদ
1. a) – iii     b) – i     c) – iv     d) – ii
2. a) – iv     b) – iii    c) – ii.    d) – i
3. a) – i       b) – ii    c) – iii     d) – iv
4. a) – iv     b) – ii.    c) – i.     d) – iii
★ উত্তর – 2

৯৯) নীচের যে বৈশিষ্ঠ‍্যটি উৎপ্রেক্ষা অলঙ্কারের বৈশিষ্ঠ‍্য নয়, সেটি হল :
1. উপমা ও উপমানের প্রবল সাদৃশ‍্য থাকে
2. প্রবল সাদৃশ‍্যের জন‍্য উপমেয়কে উপমান বলে ভ্রম হয়
3. উপমেয় ও উপমানের মধ‍্যে অভেদ কল্পনা করা হয়
4. উপমান উপমেয়র চেয়ে উজ্জ্বলতর রূপে অঙ্কিত হয়
★ উত্তর – 3

১০০) বৃদ্ধ > বুডঢ্ > বুড়া এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম অনুসৃত হয়েছে সেটি হল :
1. বিমূর্ধন‍্যীভবন
2. স্বতোমূর্ধন‍্যীভবন
3. মূর্ধ‍্যনীভবন
4. বিষমীভবন
★ উত্তর – 3