১)”শরীর! শরীর তোমার মন নাই কুসুম?” – এই বাক্যটি দিয়ে ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের যে অধ্যায়টি শেষ হয়েছে –
1. ৪
2. ৫
3. ৬
4. ৭
★ সঠিক উত্তর – 3
২) ‘গৌড়ী গায়ত্রী’ ছন্দনামের প্রস্তাবক ছিলেন :
1. তারাপদ ভট্টাচার্য
2. মোহিতলাল মজুমদার
3. রবীন্দ্রনাথ ঠাকুর
4. সত্যেন্দ্রনাথ দত্ত
★ সঠিক উত্তর – 4
৩) নীচে কয়েকজন বিশিষ্ট ভারতীয় আলঙ্কারিকের নাম দেওয়া হল :
A. প্রভাকর
B. ক্ষেমেন্দ্র
C. বিশ্বনাথ
D. শারদাতনয়
প্রদত্ত সংকেত থেকে তাঁদের আবির্ভাবের ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
1. A, D, C, B
2. B, D, C, A
3. C, B, A, D
4. D, C, B, A
★ সঠিক উত্তর – 2
৪) বঙ্কিমচন্দ্র ও হরপ্রসাদ শাস্ত্রীর কয়েকটি পাঠ্য প্রবন্ধ থেকে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. “আজকাল রাম, শ্যাম, যদু, মধু যে সকল নাটক উপন্যাস প্রেতন্যাস লিখিতেছেন, তাহার নায়িকামাত্রই স্নেহশালিনী সতী” – বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে উদ্ধৃত।
B. “নবন্যাস বলিতে গেলে সংস্কৃতে নূতন গচ্ছিত ধন বুঝায়।” – ‘শকুন্তলা, মিরান্দা এবং দেসদিমোনা’ প্রবন্ধ থেকে উদ্ভূত।
C. “রফা বলিতে গেলে মোকদ্দমা মিটাইয়া ফেলাকে বলে, মীমাংসা বলিলে সে অর্থ বুঝায় না” – হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধ থেকে নেওয়া।
D. “রামায়ণ ও মহাভারত যে সময়ে লিখিত হইয়াছিল তখন পারিবারিক বন্ধন অত্যন্ত প্রবল” – ‘বঙ্গীয় যুবক ও তিন কবি’ থেকে উদ্ধৃত।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
1. A, B, C
2. B, C, D
3. C, D, A
4. D, A, B
★ সঠিক উত্তর – 3
৫) অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী’ থেকে নীচে কয়েকটি উদ্ধৃতি এবং তার সঙ্গে উদ্ধৃতিটি যে প্রবন্ধ থেকে নেওয়া সেই প্রবন্ধের নাম দেওয়া হল :
A. “শিল্পের একটা মূল মন্ত্রই হচ্ছে ‘নালমতিবিস্তরেণ” – শিল্পে অনধিকার।
B. “শিল্পে অধিকার জন্মাল না, চুপ করে বসে থাকা গেল – ঘেঁটে ঘুঁটে যা পেলেম তাই নিয়ে সে ভাল” – শিল্পে অধিকার।
C. “খেলতে খেলতে শিল্পের সঙ্গে পরিচয় ক্রমে তার সঙ্গে পরিণয় – এই তো ঠিক!” – শিল্পে অনধিকার।
D. “কল্পনা পক্ষিরাজের অতি অপূর্ব আস্তানা, সেখানে কাজ হয়ে গেলে একেবারে খেলা, খেলাই হয়ে উঠল মস্ত কাজ” – দৃষ্টি ও সৃষ্টি
E. “সুন্দর অসুন্দরের মধ্যে কোনটাতে আমাদের দৃষ্টি ও সৃষ্টি সমুদয় গিয়ে দাঁড়াবে তার নির্দেশকর্তা হচ্ছে আমাদের মন ও মনের ইচ্ছা” – সৌন্দর্যের সন্ধান।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. D, E, A
★ সঠিক উত্তর – 4
৬) নরেন্দ্রনাথ মিত্রের ‘চোর’ গল্পে অমূল্য বিয়ের কদিন পর রেণুকে নিয়ে ট্রামে করে যাচ্ছিল :
1. উদ্দেশ্যহীন গন্তব্যে
2. নতুন চুরির ধান্দায়
3. পাল ব্রাদার্সে
4. ইডেন গার্ডেন দেখতে
★ উত্তর – 4
৭) নীচে প্রথম তালিকায় কয়েকটি ছন্দের নাম এবং দ্বিতীয় তালিকায় কতকগুলি কবিতার অংশবিশেষ উদ্ধৃত হয়েছে। প্রথম ও দ্বিতীয় তালিকার সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) কলাবৃত্ত
b) মিশ্রবৃত্ত
c) দলবৃত্ত
d) দলবৃত্ত ও কলাবৃত্ত উভয়
তালিকা ২
i) ওখানে ঠাঁই নাই প্রভু আর, এই এসিয়ায় দাঁড়াও সরে এসে
বুদ্ধ জনক কবীর নানক নিমাই নিতাই শুক সনকের বেশে
ii) পূর্ণিমাচন্দ্রের জ্যোৎস্নাধারায় / সান্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়
iii) কেশে আমার পাক ধরেছে বটে / তাহার পরে নজর এত কেন
পাড়ায় যত ছেলে এবং বুড়ো / সবার আমি একবয়সী জেনো
iv) সত্যমূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি
ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি
প্রদত্ত সংকেতে ঠিক বিকল্পের উত্তরগুলি হল –
1. a) – iii b) – i. c) – iv. d) – ii
2. a) – ii b) – iv c) – i d) – iii
3. a) – iv b) – iii. c) – ii. d) – i
4. a) – ii. b) – i. c) – iv. d) – iii
★ উত্তর – 2
৮) “ভালোবেসে এত জ্বালা সই” ময়না গানটি গেয়েছিল ‘টিনের তলোয়ার’ নাটকের –
1. ২য় দৃশ্যে
2. ৩য় দৃশ্যে
3. ৪র্থ দৃশ্যে
4. ৫ম দৃশ্যে
★ উত্তর – 2
৯) রসের স্বরূপ যে অনুকরণ এই মতটাই অন্তঃসারশূন্য (‘অন্তস্তত্বশূন্যং’), সমালোচনায় টেকে না (‘ন বিমর্দক্ষমঃ’) – ভারতীয় অলঙ্কারশাস্ত্রীয়দের মধ্যে একথা বলেছিলেন
1. ভট্টতৌত
2. ভট্টলোল্লট
3. ভট্টশঙ্কুক
4. ভট্টনায়ক
★ উত্তর – 1
১০) “বিভা করিয়াছ জারে সে নারি কেমন” – ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যের এই জিজ্ঞাসাসূচক উদ্ধৃতিটির উদ্দিষ্ট চরিত্র –
1. উদ্ধব
2. সুদামা
3. অজামিল
4. মুচকুন্দ
★ উত্তর – 2
১১) রাসসুন্দরী দাসীর ‘আমার জীবন’ অনুসরণ করে নীচে লেখিকার জীবন সংশ্লিষ্ট কয়েকটি ঘটনার উল্লেখ করা হল :
A. বেশর হারিয়ে ফেলা
B. বড়পুত্রের জন্ম
C. পুত্র দ্বারকানাথের পুকুর সংস্কার
D. পুত্র বিপিনের বিবাহ
সংঘটিত ঘটনাগুলির ক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
1. A, C , D, B
2. B, A, D, C
3. C, D, A, B
4. D, B, A, C
★ উত্তর – 2
১২) ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের সিদ্ধান্ত অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ভারতচন্দ্রাদি কবিরা দীর্ঘকাল বাংলা অক্ষর সংখ্যা হিসাবেই পয়ার ত্রিপদী প্রভৃতি ছন্দ রচনা করতেন।
B. অক্ষরবৃত্ত ছন্দে ছন্দ চরিত্র নির্ণয়ের ক্ষেত্রে অক্ষর যে একটি মূলগত তত্ত্ব তা অনস্বীকার্য।
C. অক্ষরবৃত্তে অতিপর্ব একেবারেই অসম্ভব।
D. অক্ষরবৃত্ত আসলে একটি মিশ্রপ্রকৃতির বা যৌগিক ছন্দ।
E. অক্ষরবৃত্ত আসলে অক্ষর সংখ্যাত নয়, বরং অক্ষর সংখ্যার সমতা রক্ষার চেষ্টাতেই এই ছন্দে যথেষ্ট ত্রুটি বা দূর্বলতা দেখা যায়।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. D, E, A
★উত্তর – 4
১৩) প্রেমেন্দ্র মিত্রের ‘সংসার সীমান্ত’ গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. অঘোরের গায়ের রঙ ছিল কালো।
B. আশ্রয় দেওয়ার মূল্য হিসেবে অঘোর প্রথম রাতে রজনীর হাতে এক আনি গুঁজে দিয়েছিল।
C. রজনীর আঁচল থেকে একদিন রাত্রে অঘোর শুধু চাবিগোছাই খুলে নিয়ে গিয়েছিল, রজনীর পয়সা চুরি না করার মহানুভবতা কিন্তু সে দেখিয়েছিল সেই রাতে।
D. ‘না দেয়, চুরি করে নেব’ – অঘোর এখানে কৌতুক করে বিবাহের পাত্রী চুরি করার কথা বলেছিল।
E. বিচারকের রায়ে অঘোরের পাঁচবছর জেল হয়েছিল।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. D, E, A
★ উত্তর – 4
১৪) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসের আদিকান্ডে কর্মধর্মার নাচ কথাটির অর্থ টীকায় বলা হয়েছে :
1. ধর্মঘট উপলক্ষে ছুটির আনন্দের নাচ
2.ধাঙড়দের ভাদ্রপূর্ণিমার দিনের উৎসব আর পুজো
3. তাৎমাদের মাঙ্গলিক কর্মের প্রথা
4. রামচরিত মানস গ্রন্থে রাম সীতার পরিণয় উপলক্ষে প্রজাবৃন্দের আনন্দ অনুষ্ঠান
★ উত্তর – 2
১৫) ভারতীয় কাব্য তত্ত্ব অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. রুদ্রট ‘প্রেয়’ নামক একটি রসের প্রস্তাবক।
B. জগন্নাথ ‘বৎসল’কে রস হিসাবে স্বীকার করেননি।
C. ভরতের মতে উনপঞ্চাশটি ভাবই রসতা লাভ করতে পারে।
D. ভারতীয় কাব্যতত্ত্বে কাব্যপুরুষের কল্পনা করেছিলেন ধনঞ্জয়।
E. ‘কবিকর্মকৌশলের পরাকাষ্ঠা’ হল রমণীয় সাহিত্যের ‘পরমার্থ’ ; একথা তাঁর আগে কোনো পন্ডিত সামান্যতম বিচার করেও দেখেননি (মনাক মাত্রম অপি) – এই দম্ভোক্তি করেছিলেন আনন্দবর্ধন।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
1. A, B, C
2. C, D, E
3. B, C, D
4. D, E, A
★ উত্তর – 1
১৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি পাঠ্য প্রবন্ধ থেকে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. “আমাদের কালের লেখকদের মোটা অপরাধটা এই যে আমরা ইংরাজি পড়িয়াছি” – ‘সাহিত্যের তাৎপর্য’ প্রবন্ধ থেকে উদ্ধৃত।
B. “ইংরেজ কবি কীটস একটি পূজাপাত্রকে উদ্দেশ্য করে কবিতা লিখেছেন” – ‘তথ্য ও সত্য’ প্রবন্ধ থেকে উদ্ধৃত।
C. “বাংলাদেশে প্রথম ইংরেজি শিক্ষার যোগে এমন সাহিত্যের সঙ্গে আমাদের চেনাশোনা হল যার স্থান বিপুল দেশের ও নিরবিধি কালের” – ‘সাহিত্যের নবত্ব’ থেকে উদ্ধৃত।
D. “আমরা যখন ইংরেজি কাব্য পড়া শুরু করলাম তখন সেই আচার ভাঙা ব্যক্তিগত মর্জিকেই সাহিত্য স্বীকার করে নিয়েছিল” – ‘আধুনিক কাব্য’ থেকে উদ্ধৃত।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
1. A, B, C
2. B, C, D
3. C, D, A
4. D, A, B
★ উত্তর – 2
১৭) “আমিই কি রাণীর লক্ষ্যবিন্দু ?” – ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকের তৃতীয় দৃশ্যে এই প্রশ্নটিযে চরিত্রের তিনি হলেন :
1. পল্লীসেবক
2. সৈন্যাধক্ষ
3. বার্তা অধিকর্তা
4. চিত্রকর
★ উত্তর – 4
১৮) নীচের প্রথম তালিকায় সমর সেনের পাঠ্য কবিতার নাম এবং দ্বিতীয় তালিকায় কবিতাগুলির পংক্তির অংশবিশেষ উদ্ধৃত রয়েছে। প্রথম ও দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) মেঘদূত
b) মুক্তি
c) উর্বশী
d) মহুয়ার দেশ
e) একটি বেকার প্রেমিক
তালিকা ২
i) গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ
ii) কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো
iii) সে অন্ধকার মাটিতে আনল কেতকীর গন্ধ
iv) আর মদির মধ্যরাত্রে মাঝে মাঝে বলি : মৃত্যুহীন প্রেম থেকে মুক্তি দাও
v) ফিরে তুমি যাবে বিবাহিত প্রেমিকের কাছে
প্রদত্ত সংকেতে ঠিক বিকল্পের উত্তরগুলি হল –
1. a) – iv. b) – i. c) – v. d) – iii. e) – ii
2. a) – ii b) – v. c) – iv. d) – i. e) – iii
3. a) – v. b) – iv. c) – ii. d) – iii. e) – i
4. a) – v. b) – iii. c) – ii. d) – i. e) – iv
★ উত্তর – 4
১৯) “উপন্যাস বলিতে গল্প বুঝায়, কিন্তু ইংরাজিতে একপ্রকার উপন্যাস আছে তাহার নাম নবেল”, – মন্তব্যটি যে লেখকের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে :
1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
2. প্রমথ চৌধুরী
3. হরপ্রসাদ শাস্ত্রী
4. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
★ উত্তর – 3
২০) রামমোহন রায়ের পঠ্য প্রবন্ধ থেকে নীচে দুটি বিবৃতি দেওয়া হল :
বিবৃতি ১ : অঙ্গীরা ও হারীতের বচনে সহমরণের স্বপক্ষে দুটি যুক্তি দেওয়া হয়েছে।।
বিবৃতি ২ : রামমোহন আশ্রয় করেছেন মনুকে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন মনুর অর্থের বিপরীত যে স্মৃতি তা প্রশংসনীয় নয়।
উপরের বিবৃতির সাপেক্ষে নীচের সংকেতে ঠিক উত্তরটি হল :
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★ উত্তর – 1
২১) অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘শিল্পের অধিকার’ প্রবন্ধে উল্লেখিত কবীরের দোহার পঙক্তি নীচে দেওয়া হল :
A. পানি বীচ মীন পিয়াসী
B. পানি পিয়াওত ক্যা ফিরো
C. মৃগা পাশ কস্তুরী বাস
D. বাগো না জায়ে নাজা
নীচের সংকেত থেকে প্রবন্ধে এগুলির উল্লেখক্রমের ঠিক বিকল্পটি হল :
1. A, D, C, B
2. D, A, B, C
3. C, A, B, D
4. B, D, C, A
★ উত্তর – 4
২২) ‘উজ্জ্বলনীলমণি’ অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. সম্ভোগের উৎকর্ষ বিপ্রলম্ভের উপরই নির্ভরশীল।
B. মুগ্ধা নায়িকার প্রধান লক্ষ্মণ মান।
C. সম্ভোগের পূর্বে সমর্থারতিতে জাত পূর্বরাগকে বলা হয় ‘প্রৌঢ় পূর্বরাগ’
D. পূর্বরাগের পর মুখ্য সম্ভোগ তা সম্পন্ন সম্ভোগ নামে পরিচিত।
E. মধুর রসে কৃষ্ণের পঁচিশটি গুণই সমধিক প্রসিদ্ধ।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
1. A, C, E
2. B, C, D
3. C, D, E
4. A, B, E
★ সঠিক উত্তর – 1
২৩) দস্যু কেনারামের মায়ের নাম –
1. যশোদা
2. যশোমতী
3. যশোধারা
4. যশোবতী
★ সঠিক উত্তর – 3
২৪) শিল্পের ‘ইনসপিরেশন’ যে অর্জন করতে হয় তা আলোচনার সময় ‘শিল্পের অনধিকার’ প্রবন্ধে অবনীন্দ্রনাথ যে বিখ্যাত শিল্পীর মন্তব্য উদ্ধৃত করেছেন,
তিনি হলেন :
1. ওকাকুরা
2. রোদাঁ
3. মাইলোস
4. লিওনার্দো দ্য ভিঞ্চি
★ সঠিক উত্তর – 2
২৫) ‘শ্রীকান্ত’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ‘শ্রীকান্ত’র প্রতিবেশিনী নিরুদিদিকে সকলে একঘরে করেছিল কারণ তাঁর যক্ষা হয়েছিল।
B. সুরলক্ষ্মী ও রাজলক্ষ্মীর বিবাহ হয়েছিল সত্তর টাকা পণে।
C. প্রয়াগ যাত্রা পথে সন্ন্যাসী দলবল সমেত প্রথম বিঠৌরা গ্রামে আশ্রয় নিয়েছিলেন।
D. শাহজীর পোষা অজগর সাপের নামের নাম রহিম।
E. শ্রীকান্তর পিসেমশায়ের নাম রামকমল ভট্টাচার্য।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
★ সঠিক উত্তর – 2
২৬) বৈষ্ণব পদাবলী অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ‘সাজ সাজ বলিয়া পড়িয়া গেল সাড়া’ – গোষ্ঠলীলার এই পদটির রচয়িতা বলরাম দাস।
B. ‘চিকন কালা গলার মালা’ কৃষ্ণের রূপবর্ণনার এই পদটির রচয়িতা গোবিন্দদাস।
C. ‘চাঁদ মুখে বেণু দিয়া’ বলরাম দাসের এই পদটি পূর্ব গোষ্ঠের পদ।
D. ‘কন্টক গাড়ি কমল সম পদতল’ এই বিখ্যাত অভিসারের পদটি একটি সংস্কৃত শ্লোকের ভাব নিয়ে রচিত।
E. ‘সাঁজে নিবাইল বাতি’ চন্ডীদাসের এই পদটি আক্ষেপানুরাগ পর্যায়ের পদ।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, D
2. B, C, E
3. A, D, E
4. C, D, E
★ সঠিক উত্তর – 1
২৭) ‘শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত’র মধ্যলীলায় যে নদীতীরের বন দেখে চৈতন্যের বৃন্দাবনের কথা মনে পড়েছিল, সেটি হল :
1. গোদাবরী
2. কৃষ্ণা
3. কাবেরী
4. মহানদী
★ সঠিক উত্তর – 1
২৮) শিবায়নের ‘চাষপালা’য় শিব যাঁর কাছ থেকে বীজধান সংগ্রহ করেছিলেন তিনি হলেন :
1. ইন্দ্র
2. বিশ্বকর্মা
3. কুবের
4. অন্নপূর্ণা
★ সঠিক উত্তর – 3
২৯) আলাওলের কাব্যে যে মন্ডপে পদ্মাবতীর রূপ দর্শন করে যোগীবেশে রত্নসেন চেতনা হারিয়েছিলেন, সেটি হল :
1. নারায়ণের
2. পার্বতীর
3. হর পার্বতীর
4. মহাদেবের
★ সঠিক উত্তর – 4
৩০) ‘চতুরঙ্গ’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. শ্রীবিলাস নিষ্ঠাবান কায়স্থ পরিবারের সন্তান। (শুদ্ধ)
B. পুজোর ছুটির সময় একদিন জগমোহন ননিকে স্কটের গল্প পড়ে শুনিয়েছিলেন।
C. শ্রীবিলাসের গুণমুগ্ধ ভক্তের নাম নরেন।
D. লীলানন্দ স্বামীর শিষ্যবাড়িতে শ্রীবিলাস যখন শচীশকে আবিষ্কার করল তখন সেখানে মহাসমারোহে কীর্তন চলছে।
E. জ্যাঠামশায়ের প্লেগ হাসপাতালে প্রথম রোগী ছিল একজন মুসলমান। (শুদ্ধ)
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, C, E
★ সঠিক উত্তর –
৩১) পাঠ্য গল্প অনুসরণে প্রথম তালিকায় কয়েকটি রাত্রির প্রসঙ্গ ও দ্বিতীয় তালিকায় গল্পের নাম দেওয়া হল। তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে –
তালিকা ১
a) তারপর এক নিযুত চাঁদ কেটে যায়
b) সামনে এক ভয়ের রাত হাঁ করেছে
c) দুঃখের দিনেও ঘুম আসে, ঘুম এল
d) বিশ্রী বাদলের রাত
তালিকা ২
i) সংসার সীমান্তে
ii) দ্রৌপদী
iii) গোঘ্ন
iv) জাতুধান
প্রদত্ত সংকেতে ঠিক বিকল্পের উত্তরগুলি হল –
1. a) – iv. b) – i c) – ii. d) – iii
2. a) – iv b) – iii. c) – ii d) – i
3. a) – ii. b) – iii. c) – iv. d) – i
4. a) – iii. b) – iv c) – i. d) – ii
★ সঠিক উত্তর – 3
৩২) ‘সংবর্ত’ কবিতায় কবি যার টেলিফোনের অপেক্ষায় থাকেন :
1. নামহীনা নারী
2. লীলা
3. দীপ্তি
4. শ্রুতি
★ সঠিক উত্তর – 2
৩৩) নীচের যে পঙক্তিতে চর্যার সাধন ক্রমে বোধিচিত্তের দ্বিবিধ গতির কথা আভাসিত হয়েছে :
1. অপণা মাংসে হরিণা বৈরী
2. দুহিল দুধু কি বেন্টে সামায়
3. সসুরা নিন্দাইয়া বহুড়ী জাগঅ
4. অদয় বঙ্গালে দেশ লুডিউ
★ সঠিক উত্তর – 3
৩৪) ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ অনুসরণে নীচে একটি মন্তব্য ও তার সাপেক্ষে একটি যুক্তি দেওয়া হল,
মন্তব্য : নকল ঘি বা ঘই এর ব্যবসা করলেও গন্ডেরিরামের পাপ লাগে না।
যুক্তি : যেহেতু সে প্রতিদিন গীতা আর রামচরিত মানস পড়ে, রামভজনও করে।
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক
2. মন্তব্য ঠিক কিন্তু যুক্তি ভুল
3. মন্তব্য ভুল কিন্তু যুক্তি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয় ভুল
★ সঠিক উত্তর – 2
৩৫) পাঠ্য গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ‘সমুদ্র’ গল্পের কথক কলকাতার ঝামাপুকুরের বাসিন্দা।
B. ‘শ্রীশ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ গল্পের তিনকড়িবাবুর বাড়ি শ্যামবাজার।
C. ‘কানাকড়ি’ গল্পের সাবিত্রীর বাপের বাড়ি বেহালায়।
D. ‘জননী’ গল্পে বাগানের কদম্ব গাছটি কাশী থেকে আনা।
E. ‘দ্বিজ’ গল্পের নিশিকান্তের কারখানা নাগেরবাজার।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, C
2. B, C, D
3. A, C, E
4. C, D, E
★ সঠিক উত্তর – 3
৩৬) অমিয় চক্রবর্তীর পাঠ্য কবিতা অনুসরণে প্রথম তালিকায় কবিতার উল্লেখিত বিষয় ও দ্বিতীয় তালিকায় কবিতার নাম দেওয়া হল। তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) তেঁতুল গাছের ঝিলমিল
b) জারুলের বেড়া
c) তুলসী মন্ডপ
d) স্তব্ধ পুকুর
তালিকা ২
i) ঘর
ii) বিনিময়
iii) চেতন স্যাকরা
iv) বড়োবাবুর কাছে নিবেদন
প্রদত্ত সংকেত থেকে ঠিক বিকল্পের উত্তরটি হল :
1. a) – iii. b) – i. c) – iv. d) – ii
2. a) – iv b) – iii. c) – ii. d) – i
3. a) – ii. b) iv. c) – i. d) – iii
4. a) – iv. b) – i c) – ii. d) – iii
★ সঠিক উত্তর – 4
৩৭) বিষ্ণু দের কবিতায় বিভিন্ন স্থাপত্য রীতির উল্লেখ আছে, সেটি হল :
1. জল দাও
2. প্রাকৃত কবিতা
3. স্মৃতি সত্তা ভবিষ্যৎ
4. ২৫শে বৈশাখ
★ সঠিক উত্তর – 3
৩৮) নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ‘মজিল মন ভোমরা কালী পদ নীলকমলে’ কমলাকান্তের লেখা এই শাক্তপদটি ‘ভক্তের আকুতি’ পর্যায়ের পদ।
B. হরপ্রপাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথি থেকে ৪৮ সংখ্যক চর্যাগানের রচয়িতার নাম জানা যায় না।
C. সতীময়না কাব্যের বারমাসী আরম্ভ হয়েছে আষাঢ় মাস থেকে।
D. শ্রী শ্রী চৈতন্যচরিতামৃতের মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদের নাম ‘বাসুদেব উদ্ধার’
E. ‘রয়নি কাজর বম ভীম ভুজঙ্গসম’ অভিসার পর্যায়ের এই পদটির রচয়িতা বিদ্যাপতি।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, C
2. B, C, D
3. A, C, E
4. C, D, E
★ সঠিক উত্তর – 4
৩৯) গোবিন্দদাসের ‘নখপদে হৃদয়ে তোহারি’ গানটিতে পদাবলীর যে পর্যায়ের রাধিকার রূপ প্রকাশিত সেই পর্যায়টি হল :
1. খন্ডিতা
2. বাসকসজ্জা
3. কলহন্তরিতা
4. উৎকন্ঠিতা
★ সঠিক উত্তর – 1
৪০) নীচে দুটি বিবৃতি দেওয়া হল :
বিবৃতি ১ : পুরানো পল্টন এর লেখকের বিশ্বপ্রকৃতির প্রতি গভীর আকর্ষণ ও আসক্তি ছিল।
বিবৃতি ২ : ‘পুরানো পল্টন’ এর লেখক নতুন জায়গায় গিয়ে অতি সুন্দর প্রাকৃতিক আবেষ্টনীর মধ্যেও স্বাচ্ছন্দ্য অনুভব করতেন না।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★ সঠিক উত্তর – 1
৪১) নীচে প্রথম ও দ্বিতীয় তালিকায় যথাক্রমে অলঙ্কারের দৃষ্টান্ত ও অলঙ্কারের নাম দেওয়া হল। প্রথম ও দ্বিতীয় তালিকা মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) দীপালি ও নয়, দীপের মালায় দাঁড়ায়েছে উর্বশী
b) কলকল্লোলে লাজ দিল আজ নারীকন্ঠের কাকলি
c) সবার আসঙ্গ লভি সবার বিরহে
d) নয়নে ফেলিত ছায়া মেঘ নয়, তব কেশপাশ
e) ফুয়ল কবরী ও রবি লুঠাওত কোরে করত তুয় ভানে
তালিকা ২
i) বিরোধাভাস
ii) ভ্রান্তিমান
iii) নিশ্চয়
iv) অপহ্নুতি
v) ব্যতিরেক
1. a) – ii. b) – iv. c) – v. d) – i e) – iii
2. a) – iv. b) – v c) – i. d) – iii. e) – ii
3. a) – ii. b) – iii. c) – iv. d) – v e) – i
4. a) – iii. b) – v. c) – i. d) – ii. e) – iv
★ সঠিক উত্তর – 2
৪২) “_ ধড়িবাজিতে উমেশ হতে সরেস ও বিষয়কর্মে জয়কৃষ্ণ হতেও জব্বর”
– ‘হুতোম প্যাঁচার নকশা’ থেকে শূন্যস্থানে যে নামটি হবে :
1. হলধর বাবু
2. ভবানীবাবু
3. গোপাল মল্লিক
4. ফলহরিবাবু
★ সঠিক উত্তর – 2
৪৩) ‘সাজাহান’ নাটক থেকে কয়েকটি দৃশ্যের উল্লেখ করা হল :
A. মুঙ্গের দূর্গ প্রাসাদমঞ্চ
B. এলাহবাদে সোলেমান শিবির
C. আমেদাবাদ, দারার শিবির
D. গোয়ালিয়র দূর্গ
E. টান্ডায় সুজার প্রসাদ কক্ষ
নীচের সংকেত থেকে ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
1. B, D, C, A, E
2. B, A, C, E, D
3. A, C, D, E, B
4. A, C, B, D, E
★ সঠিক উত্তর – 2
৪৪) ‘জমিদার দর্পণ’ নাটকে ডাক্তার কানিংহাম যে district এর G. Surgeon ছিলেন, সেই district এর নাম হল :
1. Bensaff
2. Benson
3. Bansef
4. Bensen
★ সঠিক উত্তর – 1
৪৫) মেঘনাদবধ কাব্য থেকে প্রথম তালিকায় কয়েকটি পঙক্তি এবং দ্বিতীয় তালিকায় কয়েকটা সর্গনাম উল্লেখ করা হল :
তালিকা ১
a) কহিও তারে এ কনকপুরী ত্যজিয়া, বৈকুন্ঠধামে ত্বরা যাব আমি
b) কি কহিলি বাসন্তি ? পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশে
c) করি স্নান সিন্ধুনীরে, রক্ষোদল এবে ফিরিলা লঙ্কার পানে
d) অর্দ্ধগত নিশামাত্র এবে ভূমন্ডলে
e) বৃথা যদি যত্ন আজি, আর না ফিরিব
তালিকা ২
i) সংস্ক্রিয়া
ii) অভিষেক
iii) শক্তিনির্ভেদ
iv) সমাগম
v) প্রেতপুরী
1. a) – ii. b) – iv. c) – i. d) – v. e) – iii
2. a) – iii. b) – v. c) – i d) – iv. e) – ii
3. a) – iii b) – i. c) – iv. d) – v. e) – ii
4. a) – ii. b) – v. c) – i. d) – iii. e) – iv
★ সঠিক উত্তর – 1
৪৬) নীচের উপভাষার কয়েকটি লক্ষ্মণ দেওয়া হল :
A. প্রায়শই ন>ল এবং র>ল এ রূপান্তরিত হয়,
B. মুখ্য/গৌণ কর্মে ক বিভক্তির ব্যবহার পাওয়া যায়,
C. ‘ড়’, ‘ঢ়’ রূপান্তরিত হয়ে যায় ‘র’ তে
D. আদি ‘অ’ প্রায়শই শ্বাসাঘাতের ফলে ‘আ’ হয়ে যায়
E. নঞর্থক উপসর্গ ক্রিয়ার পূর্বে অবস্থান করে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি কামরূপী উপভাষার লক্ষ্মণ :
1. B, C, D
2. A, C, E
3. B, D, E
4. A, D, E
★ সঠিক উত্তর – 1
৪৭) “মেয়েটার মধ্যে বিদ্রোহের মূর্তি দেখা গেল এই প্রথম” – ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে বর্ণিত মেয়েটি হল :
1. সুবলার বউ
2. লবচন্দ্রের বউ
3. অনন্তের মা
4. রমুর মা
★ সঠিক উত্তর – 4
৪৮) ‘জীবনস্মৃতি’র সাক্ষ্য অনুসারে রবীন্দ্রনাথকে দিয়ে বাংলা ছন্দে ম্যাকবেথ অনুবাদ করিয়েছিলেন যিনি :
1. আনন্দচন্দ্র বেদান্তবাগীশ
2. জ্ঞানচন্দ্র ভট্টাচার্য
3. রামসর্বস্ব পন্ডিতমহাশয়
4. অক্ষয় সরকার
★ সঠিক উত্তর – 2
৪৯) ‘বিষবৃক্ষ’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. দ্বাবিংশ পরিচ্ছেদে ‘চোরের উপর বাটপাড়ি’ করেছিলহীরার গঙ্গাজল সই মালতী।
B. ত্রয়োদশ পরিচ্ছেদে কুরুক্ষেত্রের ভগদত্ত ও অর্জুনের যুদ্ধের প্রসঙ্গ আছে।
C. সূর্যমুখীর শয্যাগৃহে শুধুমাত্র শ্রীরাম জানকী ও অর্জুন সুভদ্রার ছবি ছিল।
D. ঊনত্রিংশ পরিচ্ছেদের শিরোনাম ‘বিষবৃক্ষ কি ?’
E. তারাচরণের মায়ের নাম সুন্দরী।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, D
2. A, D, E
3. B, C, D
4. B, C, E
★ সঠিক উত্তর – 1
৫০) নীচে ‘শ্রীচৈতন্যভাগবত’ গ্রন্থের কয়েকটি প্রসঙ্গ উল্লেখ করা হল :
A. কাজীর বিচার
B. শ্রী চৈতন্যের গয়াগমন
C. শ্রী চৈতন্যের দ্বিতীয় বিবাহ
D. ঈশ্বরপুরীর অদ্বৈতমন্দিরে আগমন
E. মাধবেন্দ্রপুরীর সঙ্গে নিত্যানন্দের মিলন
নীচের সংকেত থেকে ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
1. E, A, C, D, B
2. E, D, C, B, A
3. C, E, B, A, D
4. E, D, C, A, B
★ সঠিক উত্তর – 4
৫১) প্রমথ চৌধুরীর প্রবন্ধ অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ‘ভারতচন্দ্র’ প্রবন্ধটি শান্তিপুর সাহিত্য সম্মিলনীতে সভাপতির অধিবেশন হিসাবে রচিত।
B. প্রমথ চৌধুরী ‘সাধুভাষা বনাম চলিত ভাষা’ প্রবন্ধে ললিতকুমার বন্দ্যোপাধ্যায়ের যে পুস্তিকাটির কথা বলেছেন তার নাম হল ‘বঙ্গভাষা বনাম বাবু বাংলা ওরফে সাধুভাষা’।
C. প্রমথ চৌধুরী ভাষামার্গে ভারতচন্দ্রের পদানুসরণ করেছেন।
D. প্রমথ চৌধুরীর লেখায় সরলতা ও সরসতা নদীয়া জেলার দান।
E. ভারতচন্দ্রের কাব্যে তাঁর দুঃখময় জীবনের ছায়া পড়েছে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, C, D
2. B, C, D
3. B, C, E
4. A, C, E
★ সঠিক উত্তর – 1
৫২) “_ খাইয়া রাজা কৌতুক বিশাল। / এহার বদলে দিল মুকুতা প্রবাল”
বিজয় গুপ্তের পাঠ্য কাব্য অনুসরণে শূন্যস্থানে যে শব্দটি বসবে :
1. মুসুর
2. কলাই
3. পান
4. শ্রীফল
★ সঠিক উত্তর – 2
৫৩) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর পাঠ্যাংশ অনুসরণে নীচে প্রথম ও দ্বিতীয় তালিকায় যথাক্রমে পদাংশ ও রাগের নাম দেওয়া হল। প্রথম ও দ্বিতীয় তালিকার সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) নিন্দএ চান্দ চন্দন রাধা সব খনে
b) গুণ বুঝি মধুকর পরিহর বন
c) নিতিনিতি গোআলিনী গেলা দিন বিকে
d) দধি দুধে সাজাইআঁ চুকে
তালিকা ২
i) মালব রাগ
ii) বিভাষ রাগ
iii) গুজ্জরী রাগ
iv) ললিত রাগ
1. a) – ii. b) – iii c) – iv. d) – i
2. a) – ii b) – iv. c) – i. d) – iii
3. a) – iii. b) – i. c) – iv d) – ii
4. a) – iv. b) – iii c) – i. d) – ii
★ সঠিক উত্তর – 1
৫৪) অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব অবলম্বনে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষে যুক্তি :
মন্তব্য : ট্রাজেডির সৃষ্টি হলে কেউ কেউ মহাকাব্যের পরিবর্তে ট্রাজেডি লিখতে শুরু করে।
যুক্তি : ট্রাজেডিতে ক্রিয়া অভিনীত হয় আর অভিনেতাদের চরিত্র ক্রিয়ার সাপেক্ষেই নির্ধারিত হয়।
1. মন্তব্য যুক্তি উভয়েই ঠিক
2. মন্তব্য ঠিক কিন্তু যুক্তি ভুল
3. মন্তব্য ভুল কিন্তু যুক্তি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয় ভুল
★ সঠিক উত্তর – 2
৫৫) ‘ঘরে বাইরে’ উপন্যাসে নিখিলেশের বাড়ির পরে সন্দীপের যেখানে বক্তৃতা দিতে যাবার কথা ছিল :
1. চট্টগ্রাম
2. পাবনা
3. রঙপুর
4. শ্রীহট্ট
★ সঠিক উত্তর – 3
৫৬) পত্র পত্রিকা থেকে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ‘তত্ত্ববোধিনী পত্রিকায় মধুসূদন দত্তের ‘আত্মবিলাপ’ কবিতাটি প্রকাশিত হয়েছিল ১৮৬১ সালে, ‘কোন বন্ধু হইতে প্রাপ্ত’ এই নামে।
B. জগদীশ গুপ্তের ‘দিবসের শেষে’ গল্পটি প্রকাশিত হয়েছিল ‘কল্লোল’ পত্রিকায়।
C. ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত ‘বীণাবাদিনী’ ছবিটির চিত্রকর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
D. ‘সবুজ পত্র’ পত্রিকায় ‘বাংলা সাহিত্যে বাংলা ভাষা’ প্রবন্ধটি লিখেছিলেন হারিতকৃষ্ণ দেব।
E. ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ‘চন্দ্রশেখর’ উপন্যাসের প্রকাশকাল শ্রাবণ ১২৮০ থেকে ভাদ্র ১২৮১পর্যন্ত।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
★ সঠিক উত্তর – 4
৫৭) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাস থেকে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষে যুক্তি :
মন্তব্য : গুলবর্গার বাহমনী সুলতানের আদেশে সৈন্যদল যুদ্ধ না করেই কামান ও ছাত্রাবাস ফেলে চলে যায়।
যুক্তি : সুড়ঙ্গের মধ্যে থেকে বলরামের কামান চালনায় তারা ভয় পেয়ে গিয়েছিল।
1. মন্তব্য যুক্তি উভয়েই ঠিক
2. মন্তব্য ঠিক কিন্তু যুক্তি ভুল
3. মন্তব্য ভুল কিন্তু যুক্তি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয় ভুল
★ সঠিক উত্তর – 2
৫৮) ‘একেই কি বলে সভ্যতা?’ নাটকে যে ইংরেজ ব্যাকরণবিদের কথা আছে তাঁর নাম :
1. উইলিয়ম লিলি
2. লিন্ডলি মরে
3. জেকব গ্রিম
4. নোয়া ওয়েবস্টার
★ সঠিক উত্তর – 2
৫৯) ‘নবান্ন’ নাটক অবলম্বনে নিখরচার লঙ্গরখানায় ‘ফ্রি কিচেন’ পোস্টার লটকানো ছিল ম্যারাপের যে জায়গায় :
1. থামে
2. সামনে
3. নীচে
4. বাইরে
★ সঠিক উত্তর – 1
৬০) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জাপান যাত্রী’ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ‘জাপান যাত্রী’র পত্র, জাপানের পত্র, এবং জাপানের কথা ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
B. তোসামারু জাহাজের ডেকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’ গানটি গেয়েছিলেন ৯ই জ্যৈষ্ঠ।
C. ‘জাপান যাত্রী’ উৎসর্গ করা হয়েছিল প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়কে।
D. জাপানের কর্তৃপক্ষ যে ধর্মকে বিশেষ প্রশ্রয় দিয়ে থাকেন তা হল বৌদ্ধধর্ম।
E. শান্তিনিকেতনে আশ্রমে জুজুৎসু ব্যায়ামের শিক্ষক হলেন সানো।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, C
2. B, C, E
3. C, D, E
4. A, D, E
★ সঠিক উত্তর – 2
৬১) ‘চাঁদ বণিকের পালা’ অনুসরণে প্রথম তালিকায় চরিত্র ও দ্বিতীয় তালিকায় তাদের সংলাপ দেওয়া হল। তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) বেহুলা
b) রমণী
c) সনকা
d) লহনা
তালিকা ২
i) জীবনের সব অর্থ গণনার কই পাওয়া যায় ?
ii) যে সংসারে যত বেশি দীর্ঘশ্বাস পড়ে / সেইখানে লক্ষ্মী তত যাই যাই করে
iii) দূরান্তরে পাড়ি দিয়্যা কী গৌরব হবে ?
iv) জীবনেতে কোন পথ চল্যা কোথায় যে পৌঁছায় মানুষ
1. a) – ii. b) – i c) – iv. d) – iii
2. a) – iii b) – iv. c) – ii. d) – i
3. a) – iii. b) – i. c) – iv d) – ii
4. a) – iv. b) – iii c) – i. d) – ii
★ সঠিক উত্তর – 4
৬২) ‘ঘরে বাইরে’ উপন্যাস থেকে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষে যুক্তি :
মন্তব্য : বিমলা সন্দীপকে ভক্তি এবং শ্রদ্ধা করলেও ক্রমশ তা কেটে যায় – সে বরং অশ্রদ্ধাই করে সন্দীপকে।
যুক্তি : বিমলা ক্রমে ক্রমে জানতে পেরেছে যে সন্দীপের মধ্যে যে জিনিসটাকে পৌরুষ বলে ভ্রম হয় সেটা আসলে চাঞ্চল্য মাত্র।
1. মন্তব্য যুক্তি উভয়েই ঠিক
2. মন্তব্য ঠিক কিন্তু যুক্তি ভুল
3. মন্তব্য ভুল কিন্তু যুক্তি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয় ভুল
★ সঠিক উত্তর – 1
৬৩) অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব অবলম্বনে নীচে দুটি বিবৃতি দেওয়া হল :
বিবৃতি ১ : যে ট্রাজেডির কাহিনিতে একাধিক কথাবস্তু থাকে, সেটা আদর্শ কাহিনি নয়।
বিবৃতি ২ : করুণ ও ভয় যদি দৃশ্য থেকে উদ্রিক্ত হয়, তাহলে তা উৎকৃষ্ট শ্রেণির পরিচায়ক নয়।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★ সঠিক উত্তর – 1
৬৪) রবীন্দ্রনাথের পাঠ্য গল্পগুলি অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. বদ্রাওনের নবাবপুত্রী কাশীর শিবানন্দ স্বামীর কাছে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন।
B. বর্মা থেকে আসার সময় সোহিনী যে ফুলগাছের চারা এনেছিল তার নাম মিলেটিয়া।
C. মৃণালের শ্বশুরবাড়ির পশ্চিম দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাবগাছ আছে।
D. সাধনা পত্রিকায় ‘নিশীথে’ গল্পের প্রকাশকাল মাঘ, ১৩০১
E. সংসার যাত্রায় হৈমর সমস্ত অপমানের পালা তার স্বামী যার কাছ থেকে শুনতে পেতেন সে তার ছোট বোন বিন্দু।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, D
2. A, C, D
3. C, D, E
4. B, C, E
★ সঠিক উত্তর – 1
৬৫) নীচে কয়েকটি বিদেশি শব্দ দেওয়া হল :
A. পিস্তল B. তোয়ালে C. হোটেল D. বোতল E. গিটার
প্রদত্ত সংকেতের যে বিকল্পটিতে সবকটি পোর্তুগিজ শব্দের উদাহরণ :
1. A, B, C
2. B, C, E
3. C, D, E
4. A, B, D
★ সঠিক উত্তর – 4
৬৬) বিবৃতি ১ : ভাববাচক বিশেষ্য বা কৃদন্ত বিশেষণের সঙ্গে সংস্কৃত ‘যা’ ধাতুজাত পদ দিয়ে যৌগিক কর্মবাচ্য গঠনের সূত্রপাত চর্যাপদেই প্রথম দেখা গেছে।
বিবৃতি ২ : অপিনিহিতির সূত্রপাত দেখা গিয়েছিল ‘শ্রীকৃষ্ণকীর্তন’ থেকে।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★ সঠিক উত্তর – 1
৬৭) নীচে শব্দগুলির মধ্যে যেগুলি তৎসম শব্দের উদাহরণ :
1. কহতব্য
2. জ্বালাতন
3. সধবা
4. অদ্ভূত
★ সঠিক উত্তর – 4
৬৮) ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থ অবলম্বনে কয়েকটি কবিতার নাম ও পঙক্তি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় তালিকায় দেওয়া হল, উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) মুক্তি
b) কীটের সংসার
c) বালক
d) বাসা
e) রঙরেজিনী
তালিকা ২
i) জারুল পলাশ মাদারে চলছে রেষারেষি
শজনে ফুলের ঝুরি দুলছে হাওয়ায়
ii) শালের পাতায় পাতায় কোলাহল
তালের ডালে ডালে করতালি
iii) ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে
ঘুঘু ডাকে দূরের আমবাগানে
iv) তমালকুঞ্জে বনের পথে
শ্যামল ঘাসের কান্না এলেম শুনে
v) দেখি শিউলি গাছে কুঁড়ি ধরেছে
টগর গেছে ফুলে ছেয়ে
1. a) – iv. b) – v. c) – ii. d) – i. e) – iii
2. a) – iii. b) – iv. c) – i. d) – v. e) – ii
3. a) – ii. b) – iii. c) – i d) – v. e) – iv
4. a) – iii. b) – iv. c) – v. d) – i. e) – ii
★ সঠিক উত্তর – 1
৬৯) ‘মুক্তধারা’ নাটকে অভিরামস্বামী ছিলেন :
1. মহারাজের গুরু
2. মহারাজের পিতার গুরু
3. মহারাজের গুরুর গুরু
4. মহারাজের পিতা
★ সঠিক উত্তর – 3
৭০) বিহারীলাল তাঁর ‘সাধের আসন’ কাব্যগ্রন্থে ‘সারদামঙ্গল’ এর উল্লেখ যে দুটি অংশে করেছিলেন :
1. ৫ম ও ৭ম সর্গ
2. ৭ম ও ৮ম সর্গ
3. ৯ম সর্গ ও উপসংহার
4. ১০ম সর্গ ও শোকসংগীত
★ সঠিক উত্তর – 3
৭১) নীচে ‘নবজাতক’ গ্রন্থের সূচনা অবলম্বনে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য অন্যটি তার সাপেক্ষে যুক্তি :
মন্তব্য : নবজাতকের কবিতা রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসুকে গ্রন্থন করতে দিয়েছিলেন।
যুক্তি : তাঁর দেশবিদেশের সাহিত্যে ব্যাপকক্ষেত্রে সঞ্চরণ ছিল।
1. মন্তব্য যুক্তি উভয়েই ঠিক
2. মন্তব্য ঠিক কিন্তু যুক্তি ভুল
3. মন্তব্য ভুল কিন্তু যুক্তি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয় ভুল
★ সঠিক উত্তর – 4
৭২) “এ জীবন একটা সুষুপ্তি। মাঝে মাঝে স্বপ্নের মতো স্বর্গ থেকে একটা ভঙ্গিমা, একটা সঙ্কেত নেমে আসে, যাতে বুঝিয়ে দেয় সুপ্তির জাগরণ কি মধুর – সঙ্গীত সেই স্বর্গের একটা ঝংকার” – সাজাহান নাটকে এই সংলাপটি যে চরিত্রের :
1. পিয়ারা
2. দারা
3. সুজা
4. জাহানারা
★ সঠিক উত্তর – 3
৭৩) “নিজ কর্ম করিলে সাধন / রুষ্ট যদি হন জনার্দন / নারায়ণ কভু তিনি নন”
‘জনা’ নাটকে এই উক্তিটি যার –
1. জনা
2. প্রবীর
3. বিদূষক
4. মদনমঞ্জুরী
★ সঠিক উত্তর – 2
৭৪) “অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো / সেই তো তোমার ভালো”
উপরোক্ত অংশে যে কাব্যালঙ্কার আছে –
1. অতিশয়োক্তি
2. বিরোধাভাস
3. বিষম
4. বিভাবনা
★ সঠিক উত্তর – 2
৭৫) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ অবলম্বনে কয়েকটি কিছু মন্তব্য ও পরিচ্ছেদ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় তালিকায় দেওয়া হল, উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) পাহারাওয়ালার নাম হল রাজা, মুটের নাম হল সওদাগর
b) আমাদের চোখে এদের দেখা আর এদের চোখে আমাদের দেখা – দুইই ভুল।
c) প্যারিস, সভ্যতার রাজধানী প্যারিস, ভোগবিলাসের ভূস্বর্গ প্যারিস
d) দেবতা ভালো কি অসুর ভালো সে কথা হচ্ছে না
তালিকা ২
i) পারি ও ফ্রাঁন্স
ii) পোশাক ও ফ্যাশান
iii) দেবতা ও অসুর
iv) পরিচ্ছন্নতা
1. a) – ii. b) – iii. c) – iv. d) – i
2. a) – iii. b) – i. c) – iv d) – ii
3. a) – iv. b) – iii. c) – ii. d) – i
4. a) – ii. b) – iv. c) – i. d) – iii
★ সঠিক উত্তর – 2
৭৬) “রেবতীবাবুর নামের পালের হাওয়া লাগিয়ে আমাদের জাগানী ক্লাবের তরণী খেয়া দেবে পশ্চিমে মহাসমুদ্রের ঘাটে ঘাটে” – ‘ল্যাবরেটরি’ গল্পে এই কথা বলেছিলেন :
1. প্রমোদরঞ্জনবাবু
2. হরিদাসবাবু
3. ব্রজেন্দ্রবাবু
4. অধ্যাপক মজুমদার
★ সঠিক উত্তর – 2
৭৭) “উভয়ে মিত্রতা করে অগ্নি করি সাক্ষী”
– কৃত্তিবাসী রামায়ণের পাঠ্যাংশ অনুসরণে ‘উভয়ে’ হলেন :
1. রামচন্দ্র ও গুহক
2. রামচন্দ্র ও হনুমান
3. দশরথ ও জটায়ূ
4. দশরথ ও ইন্দ্র
★ সঠিক উত্তর – 1
৭৮) ‘কল্লোল’ পত্রিকার চতুর্থ বর্ষ প্রথম সংখ্যায় ‘রুষসাহিত্য ও তরুণ বাঙালী’ শীর্ষক প্রবন্ধটি লিখেছিলেন :
1. কালিদাস নাগ
2. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
3. ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
4. নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়
★ সঠিক উত্তর – 4
৭৯) “আমি তাঁকে জানি মহাপ্রাণ বলে” – ‘প্রথম পার্থ’ নাটকে কর্ণ সম্পর্কে একথা যিনি বলেছিলেন :
1. কৃষ্ণ
2. কুন্তী
3. প্রথম বৃদ্ধ
4. দ্বিতীয় বৃদ্ধ
★ সঠিক উত্তর – 3
৮০) ভীষ্মপর্বে প্রথম দিনের যুদ্ধের বর্ণনায় কাশীরাম দাস পান্ডবদের সঙ্গে কৌরবপক্ষের যে বীরদের প্রত্যক্ষ যুদ্ধের বিবরণ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে প্রথম তালিকায় পান্ডবদের নাম ও দ্বিতীয় তালিকায় প্রতিপক্ষ কৌরবসেনার নাম দেওয়া হল : উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা ১
a) যুধিষ্ঠির
b) ভীম
c) অর্জুন
d) নকুল
e) সহদেব
তালিকা ২
i) ভীষ্ম
ii) শল্য
iii) দুর্মুখ
iv) দুঃশাসন
v) দুর্যোধন
1. a) – ii. b) – v. c) – i. d) – iv e) – iii
2. a) – iii. b) – iv. c) – i. d) – v. e) – ii
3. a) – iii. b) – iv. c) – ii. d) – v. e) – i
4. a) – ii. b) – v. c) – iii. d) – i. e) – iv
★ সঠিক উত্তর – 1
৮১) অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হল :
A. ট্রাজেডিতে তৃতীয় অভিনেতা যোগ করেন ইক্সিলাস।
B. সোফোক্লেস বলেছিলেন যে মানুষদের যেমন হওয়া উচিত, তিনি তেমনভাবেই মানুষের ছবি এঁকেছেন।
C. স্তাসিমোন হল ট্রাজেডির সেই অংশ যার পরে আর কোনো কোরাসের গান থাকে না।
D. ট্রাজেডির পূর্বসূত্র ছিল সাতুর নাটক
E. মেদেয়া নাটকটির রচয়িতা হলেন ইউরিপিদিস।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, D, E
2. A, C, E
3. A, C, D
4. B, D, E
★ সঠিক উত্তর – 4
৮২) প্রভাতকুমার মুখোপাধ্যায়ের পাঠ্যগল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হল :
A. শ্রীনিবাস নগদ আট আনা খরচ করে ‘মোক্তার গাইড’ বইটি কিনেছিলেন।
B. মতিগঞ্জের ঘাটে সীতানাথের নৌকা ডুবে গিয়েছিল।
C. কাহ্নাইয়ালাল মহম্মদ খানের দোকান থেকে সুন্দরীমেয়ের ফোটুগিরাপ ক্রয়ের প্রস্তাব দিয়েছিল।
D. গুলাবছড়ির প্রতি মোহনলালের পক্ষপাত ছিল।
E. ‘ভগ্নহৃদয়ের মহাশোকাশ্রু’ কাব্যগ্রন্থের রচনাকার অন্নদাচরণ।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. B, C, D
2. A, D, E
3. A, C, D
4. B, C, E
★ সঠিক উত্তর – 2
৮৩) ‘অচলায়তন’ নাটকে ‘আমরা চাষ করি আনন্দে’ গানটি গেয়েছে :
1. দাদাঠাকুর
2. পঞ্চক
3. শোণপাংশুর দল
4. প্রথম শোণপাংশু
★ সঠিক উত্তর – 3
৮৪) বঙ্কিমচন্দ্রের ‘বিদ্যাপতি ও জয়দেব’ প্রবন্ধ অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল :
বিবৃতি ১ : বিদ্যাপতির তুলনায় মধুসূদনের কবিতার বিষয় বিস্তৃত, কিন্তু কবিত্ব সেইরূপ প্রগাঢ় নয়।
বিবৃতি ২ : প্রবাদ আছে, জ্ঞানবৃদ্ধির সঙ্গে সঙ্গে কবিত্বশক্তির হ্রাস পায়।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★ সঠিক উত্তর – 1
৮৫) ‘রাধা’ উপন্যাসে ‘একটি সামান্য অসহায় বৈষ্ণবকন্যার দীর্ঘনিঃশ্বাসও যে উপেক্ষার নয়, একথা জানিয়ে মাধবানন্দ যাঁকে পত্র লিখেছিলেন :
1. হাফেজ খাঁ
2. খাদেম হোসেন
3. রাজা রামনারায়ণ রায়
4. হাতেম খাঁ
★ সঠিক উত্তর – 1
৮৬) কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তীর “চন্ডীমঙ্গল” এর বণিকখন্ডে চন্ডীর আদেশে মগরা নদীর সঙ্গে যে সকল নদনদী মিলিত হয়েছিল, সেগুলির নাম নীচে দেওয়া হল :
A. চন্দ্রভাগা B. গোমতী C. দামুদর D. অজয় E. সিলাই
নীচের সংকেত থেকে ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
1. C, E, A, D, B
2. A, C, E, B, D
3. B, D, A, E, C
4. D, A, E, C, B
★ সঠিক উত্তর – 1
৮৭) “ত্রিজগতের মধ্যে বাগ মানাতে পারলাম না শুধু এই তোমাকে” – ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসে এই কথাগুলি বলেছিল :
1. রামকালী সত্যবতীকে
2. নবকুমার সত্যবতীকে
3. এলোকেশী সৌদামিনীকে
4. মোক্ষদা সারদাকে
★ সঠিক উত্তর – 3
৮৮) ‘নবজাতক’ কাব্যগ্রন্থের ‘অবর্জিত’ কবিতাটি লেখা হয় –
1. শান্তিনিকেতনে
2. মংপুতে
3. পদ্মবোটে
4. আলমোড়ায়
★ সঠিক উত্তর – 3
৮৯) ‘পথের পাঁচালী’ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. ইন্দির ঠাকুরণ ‘খেয়ার আশে বসে রে মন ডুবল বেলা খেয়ার ধারে’ গানটি দূর্গাকে শুনিয়েছিল।
B. বুড়ো মুসলমান কাচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল জীবন চৌধুরীর উঠানে।
C. অপু নরোত্তম বাবাজির কাছে যে বইটা বারবার দেখতে চাইত, সেটি হল ‘গৌরভক্তিচন্দ্রিকা’।
D. রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা।
E. তিনকড়ি জেলের ছেলে বঙ্কা পেয়ারাতলায় বাখরি চাঁচছিল।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ সেটি হল :
1. A, B, C
2. C, D, E
3. B, D, E
4. A, C, D
★ সঠিক উত্তর – 3
৯০) ‘অন্নদামঙ্গল’ অবলম্বনে প্রথম তালিকায় কয়েকটি দেবীপীঠ এবং দ্বিতীয় তালিকায় সতীর অঙ্গের উল্লেখ করা হল :
তালিকা ১
a) জ্বালামুখ
b) ক্ষীরগ্রাম
c) প্রয়াগ
d) শ্রীহট্ট
e) কালীঘাট
তালিকা ২
i) দুই হাতের অঙ্গুলি
ii) গ্রীবা
iii) ডান পায়ের চারটি আঙুল
iv) ডান পায়ের অঙ্গুষ্ঠ
v) জিহ্বা
1. a) – v. b) – iv. c) – i. d) – ii. e) – iii
2. a) – v. b) – i. c) – iv. d) – iii. e) – ii
3. a) – iii. b) – iv. c) – i d) – v. e) – ii
4. a) – v. b) – i. c) – ii. d) – iii. e) – iv
★ সঠিক উত্তর – 2