1) ‘ভক্তি করি অল্পদিলে অমৃত সমান।
অভক্তিতে বিস্তর দিলে সেই অপমান।’
‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্য থেকে গৃহীত এই উদ্ধৃতিটির উদ্দিষ্ট চরিত্র :
1. সুদামা
2. মিত্রবিন্দা
3. উদ্ধব
4. ভদ্রনট
★ উত্তর – 1

2) ‘কুয়োর পাশে একটা কঞ্চির বেড়া। বেড়াটা পলতার লতায় ঢাকা। পাশের বাড়ির সম্মুখটা ঝকঝকে নিকানো।’
‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসে বর্ণিত এই প্রতিবেশ যে জায়গা সম্পর্কে করা হয়েছে তা হল :
1. বকরহাট্টা
2. তৎমাটুলি
3. বিসকান্ধা
4. ধাঙড়টুলি
★ উত্তর – 3

3) নীচের প্রথম তালিকায় ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের  কয়েকটি চরিত্র এবং দ্বিতীয় তালিকায় চরিত্র গুলির কয়েকটি উক্তির উদ্ধৃতি রয়েছে। প্রথম ও দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা – 1.
A. রামতারণ
B. জয়া
C. বনবিহারী
D. অনন্ত
E. শ্রীনাথ
তালিকা – 2
I. ‘ওর অদেষ্ঠেই হল কষ্ঠ।
II. ‘এতদিন যদি অন্ধ হয়ে ছিলে, আজ দিব্যদৃষ্টি পেলে কোথায়?
III. আমার তৈরি মিথ্যা আমাকে গুঁড়ো করে দিল’।
IV. কথার ছলেই তো বলবেন ছোটোবাবু, নইলে কি রটিয়ে বেড়াবেন !
V. ‘মরছে সবাই, অমন মরণ হয় কজনের?
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল:
1. A – IV, B – V, C – II, D – III, E – I
2. A – V, B – III, C – II D – I, E – IV
3. A – I, B – IV, C – V, D – II, E – III
4. A – II, B – V, C – I, D – III, E – IV
★ উত্তর – 1

4) ছন্দ বিষয়ে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল :
A. রবীন্দ্রনাথ বলেছিলেন, অসমমাত্রার ছন্দে যুক্তধ্বনির বন্ধুরতা আবার একদিন ফিরে আসতেও পারে। কিন্তু আজ এটার চল নেই।
B. প্রবোধ চন্দ্র সেনের মতে, অতিপর্ব সাধারণত প্রযুক্ত হয় দলবৃত্ত ও কলাবৃত্ত নীতির ছন্দে।
C. ‘মানসী’ কাব্য রচনা কালে রবীন্দ্রনাথ ছয় মাত্রার  মিশ্রবৃত্ত পর্বকে কলাবৃত্ত পর্বে রূপান্তরিত করেন।
D. ‘মানসী’ কাব্যের পর বাঙালি কবিরা ছয় মাত্রার মিশ্রবৃত্তনীতি সম্পূর্ণত পরিহার করেছিলেন।
E. প্রবোধ চন্দ্র সেনের মতে, কেবলমাত্র কলাবৃত্ত নীতিতেই ছয় মাত্রার পর্ব মূলত একটি উপজাতির দ্বারা দুটি ত্রিমাত্রক উপপর্বে বিভাজ্য।
প্রদত্ত সংকেতে যে – বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল :
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল D, E এবং A
★ উত্তর – 1

5) ‘বেসবুর মানুষ (বিবি) ভাইবো না আমারে।’ – এটি নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্পের যে চরিত্রের সংলাপ:
1. নাদির
2. এলেম
3. মাজু খাতুন
4. ফুলবানু
★ উত্তর – 4

6) ‘উপন্যাস বলিতে গল্প বুঝায়, কিন্তু ইংরেজিতে একপ্রকার উপন্যাস আছে তাহার নাম নবেল,’ – মন্তব্যটি পাঠ্য প্রবন্ধগুলির মধ্যে যে – লেখকের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তিনি হলেন:
1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
2. প্রমথ চৌধুরী
3. হরপ্রসাদ শাস্ত্রী
4. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
★ উত্তর – 3

7) ‘অতএব চিত্র ও সংগীতই সাহিত্যের প্রধান উপকরণ।’
মন্তব্যটি রবীন্দ্রনাথের যে পাঠ্য প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সেটি হল:
1. সাহিত্যের তাৎপর্য
2. বাস্তব
3. ছেলেভুলানো ছড়া ১
4. তথ্য ও সত্য
★ উত্তর – 1

8) অলংকার বিষয়ক ‘কাব্যানুশাসন’ গ্ৰন্থটির রচয়িতার নাম:
1. ক্ষেমেন্দ্র
2. হেমচন্দ্র
3. রুয্যক
4. মধুসূদন সরস্বতী
★ উত্তর – 2

9) ‘শুন গো ভারতভূমি’ গানটি ‘টিনের তলোয়ার’ নাটকের একেবারে অন্তিমে যে চরিত্রের কন্ঠে শোনা যায়, সে হল:
1. যুবক
2. কামিনী
3. ময়না
4. যদু
★ উত্তর – 4

10) পান্ডু আকাশে খন্ড চন্দ্র হিমানীর গ্লানি মাখা,
পল্লবহীন বৃদ্ধ অশথ, শিহরে নগ্ন শাখা।
প্রদত্ত কবিতাংটিতে যে ছন্দোরীতি পরিলক্ষিত হয়:
1. দলবৃত্ত
2. কলাবৃত্ত
3. মিশ্রবৃত্ত
4. মিশ্রবৃত্তের ব্যতিক্রম
★ উত্তর – 2

11) নীচের প্রথম তালিকায় কয়েকজন ছন্দবেত্তা ও ছন্দসিকের নাম এবং দ্বিতীয় তালিকায় ছন্দ-সংশ্লিষ্ঠ কতকগুলি পরিভাষার উল্লেখ রয়েছে। প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে:
তালিকা – 1
A. অমূল্যধন মুখোপাধ্যায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. সত্যেন্দ্রনাথ দত্ত
D. প্রবোধচন্দ্র সেন
তালিকা – ২
I. ‘মুক্তবন্ধ’ শব্দের প্রথম প্রয়োগ
II. বিচ্ছেদ-যতি
III. নিঃসঙ্গ পঙক্তি
IV. মহআপয়আর
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হলঃ
1. A – III, B – I, C – IV, D – II
2. A – II, B – IV, C – I, D – III
3. A – IV, B – III, C – I, D – II
4. A – III, B – IV, C – II, D – I
★ উত্তর – 2

12) নীচের প্রথম তালিকায় কামিনী রায়ের পাঠ্য কয়েকটি কবিতার নাম এবং দ্বিতীয় তালিকায় কবিতাগুলির পংক্তির অংশবিশেষ উদ্ধৃত রয়েছে। প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে:
তালিকা – ১
A. সুখ
B. চন্দ্রাপীড়ের জাগরণ
C. সে কি?
D. দিন চলে যায়
তালিকা – ২
I. জীবনের বোঝা লয় তুলিয়া মাথায়,
II. চঞ্চল, নিরাশা, আশা, হর্ষ, অবসাদ।
III. নয়ন ফিরাতে ভয় পায়, এ স্বপন পাছে ভেঙে যায়,
IV. কাঁদাতেই শুধু বিশ্বরচয়িতা সৃজেন কি ধরে এমন করে?
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হলঃ
1. A – IV, B – III, C – II, D – I
2. A – II, B – I, C – IV, D – III
3. A – II, B – IV, C – I, D – III
4. A – III, B – IV, C- I, D – II
★ উত্তর – 1

13) নীচের কয়েকজন বিশিষ্ট ভারতীয় আলংকারীকের নাম দেওয়া হল:
A. জগন্নাথ
B. হেমচন্দ্র
C. প্রভাকর
D. বিশ্বনাথ
নীচের সংকেত থেকে তাঁদের আবির্ভাবের ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল:
1. A, C, D, B
2. B, D, C, A
3. C, B, A, D
4. D, C, B, A
★ উত্তর – 2

14) রাসসুন্দরী দাসীর ‘আমার জীবন’ আত্মজীবনী থেকে তাঁর অকালপ্রয়াত কয়েকজন পুত্রের নাম জানা যায় :
A. প্যারীলাল
B. পুলিনবিহারী
C. চন্দ্রনাথ
D. রাধানাথ
ওই সন্তানদের জন্মগ্রহণের জ্যেষ্ঠতাক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
1. A, C, D, B
2. B, A, D, C
3. C, A, D, B
4. D, B, C, A
★ উত্তর – 2

15) বঙ্কিমচন্দ্রের ‘বিদ্যাপতি ও জয়দেব’ প্রবন্ধ থেকে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষে যুক্তি:
মন্তব্য: ‘সকলই নিয়মের ফল। সাহিত্যও নিয়মের ফল।’
যুক্তি: কারণ ‘বিশেষ বিশেষ কারণ হইতে, বিশেষ বিশেষ নিয়মানুসারে, বিশেষ বিশেষ ফলোৎপত্তি হয়।’
উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নীচের সংকেতে ঠিক উত্তরটি হল:
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক
2. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল
3. মন্তব্যটি ভুল কিন্তু যুক্তিটি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল
★ উত্তর – 1

16) রবীন্দ্রনাথের ‘ছেলেভুলানো ছড়ার’ প্রথম প্রবন্ধটি অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষে যুক্তি।
মন্তব্য: ‘বৃষ্টি পড়ে টাপুর – টুপুর নদী এল বান—‘
এই ছড়াটি ছিল কবির ‘বাল্যকালের মেঘদূতের মতো।’
যুক্তি: কারণ বৃষ্টি পড়লেই বর্ষানুরাগী রবীন্দ্রনাথের মনে পড়ে যেত কালিদাসকে।
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক
2. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল
3. মন্তব্যটি ভুল কিন্তু যুক্তিটি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল
★ উত্তর – 2

17) নীচে কয়েকটি ছন্দ – পরিভাষা বিষয়ক শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. রবীন্দ্রনাথ কলাবৃত্তকে ‘সাধু’ রীতির প্রকারভেদ মনে করতেন।
B. সত্যেন্দ্রনাথ যে রীতিকে ‘হৃদ্যা’ বলেছেন তাকেই অমূল্যধন বলেছেন ‘ধ্বনিপ্রধান’।
C. অমূল্যধনের ‘শ্বাসাঘাতপ্রধান’ ছন্দেরই বিকল্প নাম ‘বলপ্রধান ছন্দ’।
D. ‘তানপ্রধান’ ছন্দকেই ‘পয়ারজাতীয়’ বলে উল্লেখ করেছিলেন রবীন্দ্রনাথ।
প্রদত্ত সংকেতে যে – বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হলঃ
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং A
4. কেবল D, A এবং B
★ উত্তর – 1

18) ‘সাহিত্যে বিষয়টা শ্রেষ্ঠ, না, ভঙ্গিটা শ্রেষ্ঠ ইহা বিচার করিতে হইলে আমি দেখি, কোনটা অধিক রহস্যময়।’
উক্তিটি রবীন্দ্রনাথের ‘পঞ্চভূত’ গ্ৰন্থের ‘মনুষ্য’ নিবন্ধে যে-চরিত্রের মুখে শোনা যায়, সে হল:
1. ক্ষিতি
2. দীপ্তি
3. সমীর
4. ব্যোম
★ উত্তর – 4

19) ‘জাগ্ৰতের পক্ষে তদানীং অনুভূত জগৎ যেমন সত্য, সুপ্তের পক্ষে স্বপ্নদৃষ্ট জগৎ তেমনই সত্য।’ – এই উদ্ধৃতিটি রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পাঠ্য যে প্রবন্ধের অন্তর্গত তা হল:
1. সৌন্দর্য -তত্ত্ব
2. সুখ না দুঃখ?
3. অতিপ্রাকৃত – প্রথম প্রস্তাব
4. নিয়মের রাজত্ব
★ উত্তর – 3

20) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয় প্রবর্ত্তক ও নিবর্ত্তকের সম্বাদ’ – এর প্রথম প্রস্তাবটি অবলম্বন করে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. প্রস্তাবটিতে উল্লিখিত প্রথম শাস্ত্রীয় শ্লোক ‘মৃত্তে ভর্ত্তরি —‘ মনুস্মৃতি থেকে গৃহীত।
B. ‘মন্বর্থবিপরীতা যা সা স্মৃতির্ন প্রশস্যতে’ –  শ্লোকটি বৃহস্পতির স্মৃতি হিসেবে প্রস্তাবটিতে উল্লিখিত হয়েছে।
C. ‘মনু যাহা কহিয়াছেন তাহাই পথ্য জানিবে।’ – এমন বলা হয়েছে বেদে।
D. প্রস্তাবটিতে উল্লিখিত রয়েছে যে যাজ্ঞবল্ক্য বিধবাদের ব্রহ্মচর্যের বিধান দিয়েছিলেন।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B  এবং C
2. কেবল B, C  এবং D
3. কেবল C, D  এবং A
4. কেবল D, A  এবং B
★ উত্তর – 2

21) জীবনানন্দ দাশের পাঠ্য কবিতাগুলি অবলম্বন করে নিচে কয়েকটি শুদ্ধ- অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘হাজার হাজার বছর আগে এক রাতে – তেম্নি -‘ : ‘শিকার’ কবিতা থেকে উদ্ধৃত।
B. প্রগাঢ় চুম্বন ক্রমে টানিতেছে তাহাদের ‘ : ‘গোধূলিসন্ধির নৃত্য’ কবিতা থেকে উদ্ধৃত।
C. ‘পিতৃলোক হেসে ভাবে, কাকে বলে গান -‘ : ‘রাত্রি’ কবিতা থেকে।
D. ‘সেখানে গোপন জল ম্লান হ’য়ে হীরে হয় ফের,’ : ‘সিন্ধুসারস’ কবিতা থেকে উদ্ধৃত।
প্রদত্ত সংকেতে যে- বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং A
4. কেবল D, A এবং B
★ উত্তর – 1

22) সুবোধ ঘোষের ‘ফসিল’ গল্প অবলম্বন করে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো:
A. অঞ্জনগড়ের মহারাজা প্রতি রবিবার হাতির পিঠে চড়ে জলুস নিয়ে পথে বার হন।
B. ‘হাজিরা বইটা পুড়িয়ে আজই নতুন একটা তৈরী করে রাখ।’ – পরামর্শটা ছিল গিবসনের।
C. প্রাসাদের নহবতের জন্য একজন ইতালিয়ান ব্রান্ডমাস্টার রাখবার মতলব করছিলেন মহারাজ।
D. বৃদ্ধ দুলাল মাহাতো অঞ্জনগড়ে ফিরে এসেছে মরিশাস থেকে।
প্রদত্ত সংকেতে যে- বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং A
4. কেবল D, A এবং B
★ উত্তর – 2

23) ‘টিনের তলোয়ার’ নাটক অবলম্বন করে নিচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘ময়ূরবাহন নাটক’ -এর নাটককারের নাম রোহীন্দ্র চৌধুরী।
B. ‘টিনের তলোয়ার’ নাটকের প্রথম দৃশ্যে উপস্থাপিত পোস্টার অনুযায়ী গ্রেট বেঙ্গল অপেরা ছিল চিৎপুরে।
C. ‘ভালোবেসে এত জ্বালা সই, গানটি ‘ময়ূরবাহন নাটক’ এর অনুধারা যেখানে গেয়েছিল সেটি ছিল উদ্যানের দৃশ্য।
D. ‘টিনের তলোয়ার’ নাটকের তৃতীয় দৃশ্যে ‘ময়ূরবাহন নাটক’ – এর যে চরিত্রটিতে বসুন্ধরা অভিনয় করেছিল তার নাম সাবিত্রী।
প্রদত্ত সংকেতে যে- বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং A
4. কেবল D, A এবং B
★ উত্তর – 3

24) নীচে ভারতীয় অলংকারশাস্ত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থের নাম দেওয়া হল :
A. কাব্যপ্রকাশ (মন্মটভট্ট)
B. ধ্বন্যালোক (অজ্ঞাত)
C. রসগঙ্গাধর (জগন্নাথ)
D. সাহিত্যদর্পণ (বিশ্বনাথ)
গ্রন্থগুলির রচনাকালের ক্রমানুযায়ী নীচের সংকেতে যে- বিকল্পটিতে সব কটি শুদ্ধ, সেটি হল :
1. C, D, A, B
2. D, C, B, A
3. A, B, C, D
4. B, A, D, C
★ উত্তর – 4

25) নিচের প্রথম তালিকায় কয়েকজন বিশিষ্ট ভারতীয় অলংকার তাত্ত্বিকের নাম এবং দ্বিতীয় তালিকায় রয়েছে কিছু বিবৃতি। প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে:
তালিকা – ১
A. আনন্দবর্ধন
B. অভিনবগুপ্ত
C. ক্ষেমেন্দ্র
D. বিশ্বনাথ
তালিকা – ২
I. ‘কন্ঠে মেখলয়া নিতম্বফলকে তারেণ হারেণ বা—-‘ শ্লোকটির রচয়িতা।
II. ‘অনৌচিত্যাদৃতে নান্যদৃ রসভঙ্গহ্য কারণম্।’ শ্লোকটির রচয়িতা।
III. বলেছেন, ‘সেই ভাবই স্থায়ী যা রসের আস্বাদের অঙ্কুরের কন্দ বা মূলের মতো।’
(আস্বাদাঙ্কুর কন্দোহসৌ)।
IV. বলেছেন,’শম আত্মস্বভাব:’ ।
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হলঃ
1. A – IV, B – III, C – II, D – I
2. A – II, B – III, C – IV, D – I
3. A – II, B – IV, C – I, D – III
4. A – III, B – I, C – IV, D – II
★ উত্তর – 2

26) নীচের যে পংক্তিটিতে  চর্যার চিত্ততত্ত্ব আভাসিত হয়েছে সেটি হল:
1. সুসুরা নিন্দাইআ বহুড়ী জাগা
2. উদক চান্দ জিম সাচ ন মিচ্ছা
3. নিতে নিতে ষিআলা ষিহে সম জুঝঅ
4. জো মণগোঅর সো উআস
★ উত্তর – 3

27) ‘তাই সমুদ্রকে অপরিচিত ঠেকছিল, দুর্বোধ্য ঠেকছিল ‘সমুদ্র’ গল্পের কথকের এরকম মনে হওয়ার কারণ হল:
1. দেড় ঘন্টা আগে সূর্যোদয় হলেও রোদ ওঠেনি।
2. ‘মামা’ নামক মানুষটি পাশে ছিল না।
3. সুসজ্জিতা হেনা সমুদ্রতটে ঝিনুক কুড়োচ্ছিল।
4. বহু মানুষ সমুদ্রে স্নান করছিল।
★ উত্তর – 2

28) ‘যার ধন তার কাছে লুকাইয়া রাখি’
দস্যু কেনারাম তার লুঠ করা ধন লুকিয়ে রাখত
1. মাটির তলায়
2. জলের তলায়
3. দেবী মনসার কাছে
4. বাতানে
★ উত্তর – 1

29) ‘দৃষ্টি ও সৃষ্টি’ প্রবন্ধে বিলাসীর দৃষ্টি আর ভাবুকের দৃষ্টির পার্থক্য বোঝাতে অবনীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর যে পর্যায়ের পদ ব্যবহার করেছেন সেটি হল :
1. প্রোষিতভর্তৃকা
2. খণ্ডিতা
3. বাসকসজ্জা
4. কলহান্তরিতা
★ উত্তর – 3

30) ‘লোরচন্দ্রানী’ কাব্যে যাঁর বয়ানে স্বর্ণষ্ঠীব উপাখ্যানটি বর্ণিত হয়েছে, তিনি হলেন :
1. নারদ
2. মিত্রকন্ঠ
3. সৃঞ্জয়
4. অঙ্গিরা
★ উত্তর – 2

31) নীচের যে পংক্তিটি ‘জেসন’ কবিতার সেটি হল :
1. বৃথা স্বপ্ন ; সংকল্প অক্ষম
2. চক্রান্তভুক্ত পূর্বাপর নিপাত, উদ্ধার
3. বিষায়িত ভবিষ্যের ধ্যান
4. স্বপ্ন আজ ব্যর্থ বিড়ম্বনা
★ উত্তর – 4

32) বিষ্ণু দে-র যে কবিতায় দেশছাড়া মানুষের কথা আছে, সেটি হল:
1. জল দাও
2. স্মৃতি সত্তা ভবিষ্যত
3. ২৫শে বৈশাখ
4. প্রাকৃত কবিতা
★ উত্তর – 1

33) ‘আমিহ তোমার স্পর্শে কৃষ্ণপ্রেমে ভাসি’
‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতর মধ্যলীলায় যাঁর প্রতি চৈতন্যের এই উক্তি তিনি হলেন:
1. কাশীমিশ্র
2. বাসুদেব সার্বোভৌম
3. রায় রামানন্দ
4. বেঙ্কট ভট্ট
★ উত্তর – 3

34) গোবিন্দদাসের ‘নখপদ হৃদয়ে তোহারি’ গানটিতে পদাবলীর যে পর্যায়ের রাধিকার রূপ প্রকাশিত সেটি হল :
1. খণ্ডিতা
2. বাসকসজ্জা
3. উৎকণ্ঠিতা
4. কলহান্তরিতা
★ উত্তর – 1

35) বুদ্ধদেব বসুর ‘পুরানা পল্টন’ প্রবন্ধের অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল:
বিবৃতি ১: ঢাকা ছাড়তে লেখক খুবই দুঃখ পেয়েছিলেন।
বিবৃতি ২: লেখকের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা পুরানা পল্টন।
বিবৃতি দুটির প্রেক্ষিতে নীচে প্রদত্ত শুদ্ধ উত্তরের বিকল্পটি হল:
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★ উত্তর – 3

36) ‘বাদশা’ গল্প অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষে যুক্তি:
মন্তব্য: এ বছর আনমনির আর জমি কেনা হলো না।
যুক্তি: যেহেতু সব টাকা সে আতর কিনে শেষ করে ফেলেছিল।
উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নীচের সংকেতে ঠিক উত্তরটি হল:
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক
2. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল
3. মন্তব্যটি ভুল কিন্তু যুক্তিটি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক
★ উত্তর – 2

37) পাঠ্য গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ- অশুদ্ধ মন্তব্য দেওয়া হলঃ
A. এপার বাংলায় আসার পর ‘দ্বিজ’ গল্পের নিশিকান্তর বাস ছিল হলুদপুকুর ক্যাম্পে। (মহিমপুর)
B. ‘গোঘ্ন’ গল্পের হারাই-এর গ্রামের নাম বাঘড়ি। (শিমূলকেষ্টপুর)
C. ‘শহীদের মা’ গল্পের বাদলের মায়ের নাম বিমলা।
D. ‘শবাগার’ গল্পে মুকুন্দর স্ত্রীর নাম লীলাবতী।
E. ‘দ্রৌপদী’ গল্পে বাকুলি ছেড়ে বেরোবার পর দুলনার নাম হয়েছিল মুসাই মাঝি। (মাতং)
প্রদত্ত সংকেতে যে- বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল A, D এবং E
★ উত্তর – 2

38) ‘শ্রীকান্ত’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ-অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. মাত্র বাইশটি পয়সা সম্বল করে অন্নদাদিদি নিরুদ্দেশের পথে যাত্রা করেছিলেন।
B. ইন্দ্রর নতুনদা কলকাতার অধিবাসী।
C. অসুস্থ শ্রীকান্ত কে রাজলক্ষ্মী উদ্ধার করেছিল ‘বাড়’ স্টেশন থেকে।
D. যে রাজার ছেলের নিমন্ত্রণে শ্রীকান্ত শিকার পার্টিতে গিয়েছিল সে তার পাঠশালার বন্ধু।
E. রাজলক্ষ্মীর দিদি সুরলক্ষ্মীর মৃত্যু হয়েছিল প্লীহা জ্বরে।
প্রদত্ত সংকেতে যে- বিকল্পটিতে সব কটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল A, B এবং E
★ উত্তর – 4

39) রবীন্দ্রনাথের ‘চতুরঙ্গ’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ-অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. হরিমোহনের পিতার মৃত্যু হয় অল্প বয়সে।
B. উপন্যাসে শচীশের ডায়ারির প্রসঙ্গ এসেছে একবার।
C. শ্রীবিলাস আর দামিনীর বিবাহ হয়েছিল চৈত্র মাসে।
D. ননিবালার অন্তরের পবিত্রতা বোঝাতে ব্যবহৃত হয়েছে পারিজাতের উপমা।
E. নবীনের স্ত্রীর বোনের বিবাহ স্থির হয়েছিল আষাঢ় মাসে।
প্রদত্ত সংকেতে যে-বিকল্পটিতে সব কটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B এবং C
2. কেবল B, C এবং D
3. কেবল A, C এবং E
4. কেবল C, D এবং E
★ উত্তর – 3

40) ‘উজ্জ্বলনীলমণি’ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ-অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো:
A. নায়ক কৃষ্ণে কেবল অনুকূল ও দক্ষিণ এই দুই ভাবেরই সম্ভাবনা বিদ্যমান।
B. মুগ্ধা ও প্রবলভার সকল গুণ বর্তমান থাকায় মধ্যা নায়িকাতেই সকল রসোৎকর্ষ বর্তমান।
C. কন্যকা নায়িকা বিবাহিতা অথচ কৃষ্ণের সম্ভোগ বাসনায় সদা লালায়িত।
D. উপপতি ভাবেই শৃঙ্গাররসের পরমোৎকর্ষ প্রতিষ্ঠিত।
E. খন্ডিতা নায়িকার লক্ষণ ক্রোধ, দীর্ঘনিঃশ্বাসমোচন ও মৌনতা।
প্রদত্ত সংকেতে যে- বিকল্পটিতে সব কটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B এবং C
2. কেবল B, D এবং E
3. কেবল C, D এবং E
4. কেবল A, C এবং D
★ উত্তর – 2

41) “রত্নপদ্মাসনা শ্যামা রক্তবস্ত্র পার‌।
চতুর্ভুজা খড়্গ চর্ম্ম পাশাঙ্কুশ ধরি।।” এই উক্তিটি দশমহাবিদ্যার যে দেবী প্রসঙ্গে বলা হয়েছে, তিনি হলেন:
1. মাতঙ্গী
2. মহালক্ষী
3. ভুবনেশ্বরী
4. রাজরাজেশ্বরী
★ উত্তর – 1

42) ‘আত্মভুক’ গল্প অনুসরণে খুকীদের একতলা বাড়ির বর্ণনা সম্পর্কিত কয়েকটি তথ্য নিচে দেওয়া হল:
A. ক্ষয়ে ক্ষয়ে মাটির সাথে মিশে যাওয়া চৌকাঠ।
B. সিমেন্ট ওঠা উঠোন।
C. উইপোকায় ঝাঁঝরা বরগা।
D. ছাদের সিঁড়ি নেই।
নিচের সংকেতে গল্পে যে ক্রমে তথ্যগুলি উপস্থাপিত হয়েছে তা ঠিক বিকল্পটি হল:
1. A, B, D, C
2. C, A, D, B
3. D, C, B, A
4. B, D, C, A
★ উত্তর – 2

43) সংবর্ত কবিতা অনুসরণে কয়েকটি ঐতিহাসিক ব্যাক্তি নাম নিচে দেওয়া হল:
A. মুসোলিনী
B. হিটলার
C. চার্চিল
D. স্ট্যালিন
নীচের সংকেতে কবিতায় যে ক্রমে এঁদের উল্লেখ আছে তার ঠিক বিকল্পটি হল:
1. C, B, A, D
2. B, D, C, A
3. D, C, A, B
4. A, D, B, C
★ উত্তর – 1

44) অমিয় চক্রবর্তীর কবিতা অনুসরণে প্রথম তালিকায় কবিতায় উল্লিখিত বিষয় ও দ্বিতীয় তালিকায় কবিতার নাম দেওয়া হল। প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে:
তালিকা – ১
A. ফিরে আসার সাঁঝ
B. গঙ্গার উপর শুভ্র ধাপ
C. সঙ্গী হারানো পাখি
D. খোলা রাস্তা
তালিকা – ২
I. চেতন স্যাকরা
II. সংগতি
III. বিনিময়
IV. ঘর
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল:
1. A – IV, B – I, C – II, D – III
2. A – II, B – I, C – IV, D – III
3. A – II, B – III, C – IV, D – I
4. A – III, B – I, C – IV, D – I
★ উত্তর – 1

45) ‘শ্রীশ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ গল্প অনুসরণে প্রথম তালিকায় ব্যাক্তিনাম ও দ্বিতীয় তালিকায় তার বর্ণনা দেওয়া হল। প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে:
তালিকা – ১
A. শ্যামবাবু
B. গণ্ডেরিরাম
C. অটল
D. বিপিন
তালিকা – ২
I. গৌরবর্ণ, সুপুরুষ
II. গাঢ় শ্যামবর্ণ, সৃথূল লোমশ বপু
III. উজ্জ্বল শ্যামবর্ণ, ক্ষীণকায়
IV. মধ্যবয়স্ক, শ্যামবর্ণ
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল:
1. A – IV, B – III, C – I, D – II
2. A – III, B – I, C – IV, D – II
3. A – II, B – IV, C – I, D – III
4. A – IV, B – I, C – II, D – III
★ উত্তর – 3

46) বৈষ্ণব পদাবলী অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ- অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. ‘নন্দদুলাল বাছা যশোদাদুলাল’ বলরাম দাসের এই পদটি উত্তরগোষ্ঠের পদ।
B. ‘রয়নি কাজর বম ভীম ভুজঙ্গম’ – অভিসারের এই পদটির রচয়িতা গোবিন্দ দাস।
C. ‘নব অনুরাগিনি রাধা’ – অভিসারের এই পথটির রচয়িতা বিদ্যাপতি।
D. ‘আন্ধার ঘরের কোনে থাকি একেশ্বরী’ –  আক্ষে পানুরাগের এই পদটির রচয়িতা বলরাম দাস।
E. ‘বিষম বাঁশির কথা কহিল না হয়’ – চন্ডীদাসের এই পথটি পূর্বরাগ পর্যায়ের পদ।
প্রদত্ত সংক্ষেপে যে বিকল্পটিতে সবকটি উত্তর শুদ্ধ, সেটি হল:
1. A, C এবং D
2. B, D এবং E
3. A, B এবং D
4. C, D এবং E
★ উত্তর – 1

47) ‘আবু সয়ীদ আইয়ুবের ‘ভূমিকা : আধুনিক বাংলা কবিতা’ প্রবন্ধ অনুসরণে প্রথম তালিকায় কয়েকটি মন্তব্য ও দ্বিতীয় তালিকায় যাঁদের সম্পর্কে মন্তব্য সেই কবিদের নাম দেওয়া হল:
প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে :
তালিকা – ১
A. তাঁর সমাজবিমুখতা সামাজিক কারণে নয়, স্বভাবজ।
B. সমরোত্তর যুগের মানসিক ও সামাজিক উপপ্লব তাঁর চিত্তকে স্পর্শ করলেও তেমন ক’রে অধিকার করেনি।
C. তাঁর সমাজবোধও নেতিবাচক, negative emotion -এর দ্বারা পরিচালিত।
D. গালাগাল কিন্তু টিকলো না, টিকে রইলো তাঁর দুঃসাহসিক অবদান।
তালিকা – ২
I. বিষ্ণু দে
II. সুধীন্দ্রনাথ দত্ত
III. মধুসূদন দত্ত
IV. বুদ্ধদেব বসু
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল:
1. A – IV, B – III, C – I, D – II
2. A – II, B – IV, C – I, D – III
3. A – IV, B – I, C – II, D – III
4. A – III, B – IV, C – II, D – I
★ উত্তর – 2

48) ‘লোর চন্দ্রানী’ কাব্যে ময়নামতীর রূপ বর্ণনা অংশে ব্যবহৃত কয়েকটি উপমা নীচে দেওয়া হল:
A. প্রভা ছাড়ি ভানু যেন তিমির শরণ
B. অপমানে জলেত প্রদেশে অরবিন্দে
C. লুকি গেল পুষ্পধনু লজ্জার কারণ
D. লজ্জা এড়ি রহে অন্তর্গত কামবান
E. দৃগাঞ্জন শরে মৃগ পলায় নিকুঞ্জ
প্রদত্ত সংকেতে কাব্যে উপমাগুলি ব্যবহারের ক্রমের ঠিক বিকল্পটি হল:
1. B, E, C, D, A
2. A, C, D, B, E
3. C, A, D, B, E
4. E, A, B, C, D
★ উত্তর – 1

49) জগতের উৎপত্তি যে একটি ভ্রান্ত প্রতীতি মাত্র তা বোঝাতে ৪১ সংখ্যক চর্যাগানে কয়েকটি দৃষ্টান্ত ব্যবহৃত হয়েছে।
A. গন্ধনইরী
B. অপেঁ পাথর
C. দাপতিবিম্ব
D. মরুমরীচি
প্রদত্ত সংকেতে গানে এগুলির উপস্থাপনার ঠিক বিকল্পটি হল:
1. A, B, D, C
2. B, C, D, A
3. C, D, A, B
4. D, A, C, B
★ উত্তর – 4

50) বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটক অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ-অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. শরদিন্দু যে প্রবন্ধটি লিখতে আরম্ভ করেছিল তার বিষয় নাট্যসাহিত্যে আধুনিকতা
B. সীতানাথের খাতায় শরদিন্দু প্রথম যে ছবিটি দেখেছিল সেটি ছিল ভিয়েতনাম যুদ্ধের ছবি
C. পার্বতীর বাবার নাম বনোয়ারী লাল
D. ‘বাকি ইতিহাস’ নাটকের সূচনা ও সমাপ্তি শরদিন্দুর উক্তিতে
E. বাসন্তীর গল্পে সীতানাথের বন্ধুর নাম নিখিল
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সব কটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবল A, B এবং D
2. কেবল C, D এবং E
3. কেবল A, C এবং E
4. কেবল B, D এবং E
★ উত্তর – 3

51) “ক্যাঁকলা খাবি তুই?… খবরদার ও যেন ক্যাঁকড়া ফ্যাঁকড়া না খায়।” ‘নবান্ন’ নাটকের এই সংলাপটির বক্তা হল:
1. প্রধান
2. বিনোদিনী
3. কুঞ্জ
4. নিরঞ্জন
★ উত্তর – 3

52) প্রথম তালিকায় কয়েকটি বিদেশি শব্দ এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি ভাষার উল্লেখ করা হল:
তালিকা – ১
A. দিনেমার
B. বেহালা
C. তুরুপ
D. দাম
E. সিনেমা
তালিকা – ২
I. ইংরেজি
II. ফরাসি
III. পোর্তুগিজ
IV. ওলন্দাজ
V. গ্রিক
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল:
1. A – II, B – III, C – V, D – IV, E – I
2. A – I, B – III, C – IV, D – V, E – II
3. A – II, B – III, C – IV, D – V, E – I
4. A – II, B – I, C – IV, D – V, E – III
★ উত্তর – 3

53) ‘অন্নদামঙ্গল’ অবলম্বনে প্রথম তালিকায় পাঁচ দশমহাবিদ্যার নাম এবং দ্বিতীয় তালিকায় তাঁদের বৈশিষ্ট্যের উল্লেখ করা হল:
তালিকা – ১
A. ভৈরবী
B. বগলামুখী
C. মাতঙ্গী
D. রাজরাজেশ্বরী
E. ভুবনেশ্বরী
তালিকা – ২
I. রক্তবর্ণা ত্রিনয়না ভালে সুধাকর।
চারি হাতে লোভে পাষাঙ্কুশ ধনুঃশর।।
II. রক্তবর্ণা সুভূষণা আসন অম্বুজ।
পাশাঙ্কুশ বরাভয়ে শোভে চারি ভুজ।।
III. রক্তবর্ণা চতুর্ভুজা কমল আসনা।
মুণ্ডমালা গলে নানা ভূষণভুষণা।।
IV. রত্নগৃহে রত্নসিংহাসনমধ্যস্থিতা।
পীতবর্ণা পীতবস্ত্রাভরণভূষিতা।।
V. রত্ন পদ্মাসনা শ্যামা রক্তবস্ত্র পরি।
চতুর্ভূজা খড়্গ চর্ম্ম পাশাঙ্কুশ ধরি।।
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংক্ষেপে ঠিক উত্তরের বিকল্পটি হল:
1. A – III, B – IV, C – V, D – I, E – II
2. A – III, B – IV, C – V, D – II, E – I
3. A – II, B – IV, C – V, D – I, E – III
4. A – III, B – V, C – IV, D – I, E – II
★ উত্তর – 1

54) অ্যারিস্টোটলের কাব্যতত্ত্ব অবলম্বনে নীচে দুটি বিবৃতি দেওয়া হল যার একটি মন্তব্য ও অন্যটি তার সাপেক্ষে যুক্তি:
মন্তব্য : কমেডির বিবর্তনের ইতিহাস বিস্তারিতভাবে পাওয়া যায়।
যুক্তি : কারণ কমেডিকে লোকে খুবই গুরুত্ব দিত।
উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নীচের সংকেতে ঠিক উত্তরটি হল:
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক
2. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল
3. মন্তব্যটি ভুল কিন্তু যুক্তিটি ঠিক
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল
★ উত্তর – 4

55) ‘জমিদার-দর্পণ’ নাটকে ডাক্তার কানিংহামের বয়স হল:
1. ৭৫
2. ৭০
3. ৭২
4. ৭৪
★ উত্তর – 3

56) প্রমথ চৌধুরীর পাঠ্য প্রবন্ধ অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ-অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. প্রবোধ চন্দ্রিকার ভাষা কঠিন হলেও শুষ্ক নয়।
B. ‘সাধু ভাষা বনাম চলিত ভাষা’ প্রবন্ধে ললিতকুমার বন্দোপাধ্যায় এর যে পুস্তকাটির কথা বলেছেন তার নাম হলো ‘বঙ্গভাষা বনাম বাবু-বাংলা ওরফে সাধুভাষা’।
C. ভাষামার্গে প্রমথ চৌধুরী ভারতচন্দ্রের পদানুসরণ করেছেন।
D. প্রমথ চৌধুরীর লেখায় সরলতা ও সরসতা নদীয়া জেলার দান।
E. ভারতচন্দ্রের কাব্যে তাঁর দুঃখময় জীবনের ছায়া পড়েছে।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সব কটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. কেবলA, B এবং C
2. কেবল B, D এবং E
3. কেবল A, C এবং D
4. কেবল B, C এবং D
★ উত্তর – 3

57) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে প্রথম তালিকায় কয়েকটি পংক্তি এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি সর্গনাম উল্লেখ করা হল।
তালিকা – ১
A. অভিমানে মহামানী বীরকলর্ষভ রাবণ, কহিলা বলি সিন্ধু পানে চাহি:-  “কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচেতঃ!…”
B. “কি কহিলি, বাসন্তি? পর্ব্বত-গৃহ ছাড়ি, বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশে, কার হেন সাধ্য যে সে রোধে তার গতি? দানব-নন্দিনী আমি, রক্ষঃ-কুল- বধূ ; রাবণ শ্বশুর মম, মেঘনাথ স্বামী,- আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?
C. করি স্নান সিন্ধুনীরে, রক্ষোদল এবে ফিরিলা লঙ্কার পানে, আর্দ্র অশ্রুনীরে- বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে! সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে।।
D. অর্দ্ধগত নিশামাত্র এবে ভূমন্ডলে। দেববলে বলী তুমি যাও শীঘ্র ফিরি লঙ্কাধামে; প্রের ত্বরা বীর হনুমানে; আনি মহৌষধ, বৎস, বাঁচাও অনুজে;- রজনী থাকিতে যেন আনে সে ঔষধে।
E. বৃথা যদি যত্ন আজি, আর না ফিরিব- পদার্পণ আর নাহি করিব এ পুরে এ জন্মে; প্রতিজ্ঞা মম এই, রক্ষরথি; দেবদৈত্যনরত্রাস তোমরা সমরে, বিশ্বজয়ী; স্মরি তারে, চল রণস্থলে;– মেঘনাদ হত রণে, এ বারতা শুনি।
তালিকা – ২
I. সংস্ক্রিয়া
II. অভিষেক
III. শক্তিনির্ভেদ
IV. সমাগম
V. প্রেতপুরী
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল:
১. A – I,   B – IV,   C – V,    D – I,     E – II
২. A – II,  B – IV,   C – I,    D – V,     E – III
৩. A – II,  B – V,    C – I,     D – IV,   E – III
৪. A – II,  B – IV,   C – III,   D – V,    E – I
★ উত্তর – ২

58) কাশীরাম দাসের মহাভারতের আদিপর্বের কয়েকটি প্রসঙ্গ নীচে উল্লেখ করা হল:
A. হিড়িম্বার আগমন
B. যতুগৃহ দাহ
C. খান্ডব দাহন
D. ভানুমতীর স্বয়ম্বর
E. দ্রৌপদীর স্বয়ম্বর
নীচের সংকেত থেকে কাব্যে যে ক্রমে প্রসঙ্গগুলি এসেছে তার ঠিক বিকল্পটি হল:
1. B, C, A, D, E
2. B, A, C, D, E
3. D, C, A, E, B
4. B, A, E, D, C
★ উত্তর – 4

59) নীচে ‘জীবনস্মৃতি’ থেকে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. রবীন্দ্রনাথ ‘ভগ্নহৃদয়’ লিখে প্রিয়নাথ সেনের  মন জয় করে নিলেন।
B. রবীন্দ্রনাথের শিক্ষক জ্ঞানচন্দ্র ভট্টাচার্য ছিলেন আনন্দচন্দ্র বেদান্তবাগীশের পুত্র।
C. রবীন্দ্রনাথের ব্রাইটনের বাসা ছিল রিজেন্ট উদ্যানের সম্মুখে।
D. রবীন্দ্রনাথ স্টেশনের দীপস্তম্ভের নীচে বেঞ্চে বসে যে বইটি পড়েছিলেন, সেটি হল স্পেন্সরের Data of Ethics.
E. বিদ্যাপতির ভরা বাদর মাহ ভাদর গানটিতে সুর বসিয়ে রবীন্দ্রনাথ হারমোনিয়াম যন্ত্র-যোগে গান গাইতেন।
1. কেবল A, B এবং C
2. কেবল B, D এবং E
3. কেবল A, D এবং E
4. কেবল B, C এবং E
★ উত্তর – 2

60) ‘নবজাতক’ কাব্যগ্রন্থের ‘ক্যান্ডীও নাচ’ কবিতাটির রচনাস্থান হল:
1. মংপু
2. জোড়াসাঁকো
3. শান্তিনিকেতন
4. আলমোড়া
★ উত্তর – 4

61) নিচে দুটি বিবৃতি দেয়া হল :
বিবৃতি -১. ভাববাচক বিশেষ্য বা কৃদন্ত বিশেষণের সঙ্গে সংস্কৃত ‘যা’ ধাতুজাত পদ দিয়ে যৌগিক কর্মবাচ্য গঠনের সূত্রপাত শ্রীকৃষ্ণকীর্তনই প্রথম দেখা গেছে।
বিবৃতি -২. অপনিহিতির সূত্রপাত দেখা গিয়েছিল চর্যাপদ থেকে।
উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নীচের সংকেতে ঠিক উত্তরটি হল:
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★ উত্তর – 4

62) এই একলা মোদের হাজার মানুষ দাদা ঠাকুর।
‘অচলায়তন’ নাটকে এই গানটি গেয়েছিল:
1. প্রথম শোণপাংশু
2. দ্বিতীয় শোণপাংশু
3. পঞ্চক
4. শোণপাংশুর দল
★ উত্তর – 1

63) নিচে উপভাষার কয়েকটি লক্ষণ দেওয়া হল:
A. প্রায়শই র>ল এবং  ন>ল-এ রূপান্তরিত হয়, যথা নাতিপুতিরা>লাতিপুঁতিলা
B. মুখ্য/গৌণ কর্মে-ক বিভক্তির ব্যবহার পাওয়া যায়, যথা মোক্ ভুলালু
C. ড়, ঢ় রূপান্তরিত হয়ে হয় র, যথা বড় > বর, আষাঢ় > আশার
D. নাম ধাতুর বাহুল্য লক্ষণ করা যায়, যথা পুখুরে জলটা গঁধাচ্ছে
E. নঞর্থক উপসর্গ ক্রিয়ার পর্বে অবস্থান করে, যথা নাই খাব
প্রদত্ত সংকেতে যে-বিকল্পটিতে সবকটি ঝাড়খণ্ডী উপভাষার লক্ষণ, সেটি হল
1. কেবল A, B এবং E
2. কেবল A, C এবং D
3. কেবল A, D এবং E
4. কেবল B, C এবং D
★ সঠিক উত্তর – 3

64) ‘শ্রীচৈতন্যভাগবত’ অনুসারে নিমাইয়ের সঙ্গে বল্লভাচার্যর কন্যার বিবাহের সম্বন্ধ যিনি করেন, তাঁর নাম হল:
1. বলরাম ঘটক
2. তারিনীচরণ ঘটক
3. নীলাম্বর ঘটক
4. বনমালী ঘটক
★ সঠিক উত্তর – 4

65) প্রথম তালিকায় কয়েকটি পদ্যাংশ এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি ছন্দের নাম উল্লেখ করা হল:
তালিকা -১
A. নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে – হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে।
B. বর্গি না টর্গি না, যমকে কে সামলায়।
ধার- চকচকে থাবা দেখছ না হামলায়?
যাসনে ও-হামলায় যাসনে।
C. কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জ্বলে না –
মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না –
চলল মেয়ের রণে চলল!
D. দুপুরে- রুক্ষ গাছের পাতার
কোমলতা গুলি হারালে –
তোমাকে বকব, ভীষণ বকব
আড়ালে।
E. যত তুমি বকোঝকো মেরেকুটে কর কুচিকুচি – আমি কিন্তু তবু বলব এসবেই আন্তরিক রুচি:
i. মিশ্রবৃত্ত
ii. সাত মাত্রার কলাবৃত্ত
iii. ছয় মাত্রার কলাবৃত্ত
iv. চার মাত্রার কলাবৃত্ত
v. দলবৃত্ত
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল:
1. A – v, B – iv, C – ii, D – iii, E – i
2. A – iii, B – ii, C – iv, D – v, E – i
3. A – v, B – iii, C – ii, D – iv, E – i
4. A – i, B – iv, C – ii, D – iii, E – v
★ সঠিক উত্তর – 1

66) “চল ভাই এক ছিলিম গাঁজার চেষ্টা দেখি গিয়ে – এ ব্র্যান্ডিতে আমাদের সানে না ।”
‘একেই কি বলে সভ্যতা? নাটকে এই সংলাপটির বক্তা হল:
1. বেহালা বাদক
2. মহেশ
3. কালীনাথ
4. বৈদ্যনাথ
★ সঠিক উত্তর – 1

67) নিচে কয়েকটি শব্দ দেওয়া হল:
A. কামিজ
B. আন্দাজ
C. জিলিপি
D. ময়দান
E. হরতাল
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি শব্দ ফারসি থেকে আগত, সেটি হল:
1. কেবল A, B এবং E
2. কেবল B, C এবং D
3. কেবল C, D এবং E
4. কেবল A, C এবং D
★ সঠিক উত্তর – 2

68) “ওরে ভীতু, মার এড়াবার জন্যই তোরা হয় মরতে নয় পালাতে থাকিস, দুটো একই কথা।” ‘মুক্তধারা’ নাটকে যে গানের মধ্যে ধনঞ্জয়ের এই সংলাপ, সেই গানটি হল:
1. আমি মারের সাগর পাড়ি দেবো বিষম ঝড়ের বায়ে।
2. আরো, আরো, প্রভু, আরো, আরো এমন করেই মারো, মারো।
3. আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে?
4. তোর শিকল আমায় বিকল করবে না।
★ সঠিক উত্তর – 2

69) “মোগল- শিখের রনে
কণ্ঠ পাকড়ি ধরিল আঁকড়ি দুইজনা দুইজনে- দংশনক্ষত শেনবিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।”
উদ্ধৃত কাব্যাংশটিতে যে অর্থালঙ্কারটি আছে, সেটি হল:
1. প্রতিমান উৎপেক্ষা
2. বস্তুপ্রতিবস্তুভাবের উপমা
3. রূপক
4. সন্দেহ
★ সঠিক উত্তর – 1

70) চার রকমের ট্রাজেডির কথা বলেছেন অ্যারিস্টোটল:
A. জটিল ট্রাজেডি, যেখানে বিপ্রতীপতা ও উদঘাটনের উপরেই নাটক নির্ভরশীল।
B. দৃশ্যের ট্রাজেডি, যেমন ফোরকিদেস বা প্রোমেথেউস।
C. চরিত্রের ট্রাজেডি, যেমন পৃথিওতিদেস বা পেলেউস নাটক।
D. যন্ত্রণার ট্রাজেডি, যেমন আজাক্স বা ইনজিওন নাটক।
নীচের সংকেত থেকে কাব্যতত্ত্ব গ্রন্থে আলোচনার ক্ষেত্রে এই চার রকমের ট্রাজেডির ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল:
1. B, A, C, D
2. A, D, C, B
3. C, D, B, A
4. B, C, A,D
★ সঠিক উত্তর – 2

71) ‘ব্যাতন না জানলে বোদ্র অবোদ্র বুঝব ক্যামনে?’
‘প্রাচ্য ও পাশ্চাত্য’ গ্রন্থে উদ্ধৃত এই উক্তিটি নেওয়া হয়েছে যে নাটক থেকে তা হল:
1. একেই কি বলে সভ্যতা?
2. জামাইবারিক
3. সধবার একাদশী
4. বুড়ো সালিখের ঘাড়ে রোঁ
★ সঠিক উত্তর – 3

72) ‘বসুন্ধরা, দিবসের কর্ম-অবসানে, দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি দিগন্তের পানে।’
উদ্ধৃত কাব্যাংশটি যে অলংকারের দৃষ্টান্ত সেটি হল:
1. স্বভাবোক্তি
2. সমাসোক্তি
3. অতিশয়োক্তি
4. রূপক
★ সঠিক উত্তর – 2

73) ‘জমিতে বসো না বাপা, শিকড় গজাবে। আকাশে ওড়ার সাধ, পাতালে সিঁধাবে।’
‘চাঁদ বণিকের পালা’ নাটকে এই কথা বলেছিলেন:
1. পল্লভ
2. ভবদেব
3. বেণীনন্দন
4. শিবদাস
★ সঠিক উত্তর – 4

74) কৃত্তিবাসী রামায়ণের পাঠ্যাংশ অনুসারে পিতৃ-অভিশাপে বামদেবের জন্ম হয়েছিল:
1. অন্ধক মুনি রূপে
2. গুহক চন্ডাল রূপে
3. ঋষ্যশৃঙ্গ রূপে
4. সম্বরাসুর রূপে
★ সঠিক উত্তর – 2

75) ‘কল্লোল’ পত্রিকার তৃতীয় বর্ষের আষাঢ় সংখ্যা থেকে যে নতুন বিভাগটি দীনেশরঞ্জন দাস প্রবর্তন করেছিলেন তা হল:
1. প্রবাহ
2. কাহিনী
3. ডাকঘর
4. ছবি
★ সঠিক উত্তর – 3

76) বিহারীলালের ‘সাধের আসন’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় সেটি হল:
1. পূর্ণিমা
2. মালঞ্চ
3. ভারতী
4. সাহিত্য সংক্রান্তি
★ সঠিক উত্তর – 2

77) আজি ১২ই পৌষ- ‘হুতোম প্যাঁচার নকশা’ অনুসরণে আজ:
1. পদ্মলোচনের ছেলের বিয়ে
2. মরা ফেরার দিন
3. ধোপাপুকুর লেনের দু’নম্বর বাড়িতে হাফ আখড়াই
4. গোপাল মল্লিকের ছেলের বিবাহ
★ সঠিক উত্তর – 1

78) ‘গ্রহণ আর বর্জনের মধ্যে সহানুভূতি একটা অর্থহীন অসহায় শব্দ’ –
‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে এই কথাটি বলেছিল:
1. দুর্গশাসক
2. চিত্রকর
3. জীবনলাল
4. রানী
★ সঠিক উত্তর – 4

79) দুজনেই দুজনকে আড়-চক্ষে দেখেন।’
‘ তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাস অনুসরণে এই দুজন হলেন:
1. অনিরুদ্ধ ও অর্জুনবর্মা
2. রসরাজ ও দামোদর স্বামী
3. লক্ষণ মল্লপ ও কুমার কম্পন
4. চিপিটক ও মন্দোদরী
★ সঠিক উত্তর – 3

80) ‘জাপান-যাত্রী’ গ্রন্থে উপনিষদের ‘তমসো মা জ্যোতির্গময়’ প্রার্থনাটি রবীন্দ্রনাথের মনে পড়েছিল যাঁর আঁকা ছবি দেখে, তিনি হলেন:
1. টাইক্কন
2. কাওয়াগুচি
3. শিমোমুরা
4. কাটসটা
★ সঠিক উত্তর – 3

81) কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তীর ‘চন্ডীমঙ্গল’ এর ‘বণিক খন্ডে’ চন্ডীর আদেশে মগরা নদীর সঙ্গে যে সকল নদনদী মিলিত হয়েছিল সেগুলির নাম নীচে দেওয়া হল :
A. বরুণা
B. ভোগবতী
C. বিপাশা
D. সরযূ
E. দারুকেশ্বর
1. C, E, A, D, B
2. B, E, C, A, D
3. D, A, E, C, B
4. B, C, E, A, D
★ সঠিক উত্তর – 4

82) ‘পুনশ্চ’ কাব‍্যগ্রন্থ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল :
A. ‘মুক্তি’ কবিতায় কীর্তনীতার একতারা নিয়ে বসেছিল পিপুল গাছের তলায়।
B. ‘শেষ চিঠি’ কবিতায় অমলার মাসি এসেছিল বাঁকিপুর থেকে।
C. ‘অপরাধী’ কবিতায় ব‍্যাকরণের ক্লাসে পন্ডিতমশায়ের চৌকিতে ভুসো কালি লাগিয়ে রেখেছিল মাখন।
D. ‘খ‍্যাতি’ কবিতায় মাসিক কালচক্র পত্রিকার সম্পাদক প্রকাশক ছিলেন শম্ভু স‍্যান্ডেল।
E. ‘বালক’ কবিতায় রাত দুটোর সময় যে হাঁক দিয়ে যেত তাঁর নাম কৈলাস সর্দার।
প্রদত্ত সংকেতের যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
1. A, B, D
2. C, D, E
3. B, C, D
4. A, C, E
★ সঠিক উত্তর – 1

83) ‘বিষবৃক্ষ’ উপন‍্যাস অবলম্বনে সূর্যমুখীর শয‍্যাগৃহে রক্ষিত দেশি চিত্রকরের অঙ্কিত কয়েকটি চিত্রের তালিকা নীচে দেওয়া হল :
A. অর্জুনের সুভদ্রাহরণ
B. অভিমন‍্যু উত্তরা
C. শ্রীরাম জানকী
D. কুমারসম্ভব
E. শকুন্তলা দুষ‍্যন্ত
প্রদত্ত সংকেত থেকে ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
1. A, B, D, E, C
2. B, E, D, A, C
3. D, C, A, E, B
4. C, B, A, E, D
★ সঠিক উত্তর – 3

84) নীচে সাজাহান নাটক থেকে কয়েকটি দৃশ‍্যের উল্লেখ করা হল :
A. খিজুয়ায় সুজার শিবির
B. কাশীতে সুজার সৈন‍্য শিবির
C. মথুরায় ঔরঙ্গজেবের শিবির
D. খিজিরাবাদের কুটীর
E. যোধপুরের প্রাসাদ কক্ষ
প্রদত্ত সংকেত থেকে ঠিক ক্রমের শুদ্ধ বিকল্পটি হল :
1. B, C, A, E, D
2. C, D, E, A, B
3. D, B, E, A, B
4. C, A, B, E, D
★ সঠিক উত্তর – 1

85) নীচে ‘তিতাস একটি নদীর নাম’ উপন‍্যাস কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল :
A. আর্থিক স্বচ্ছলতার জন‍্য পাড়ায় কালোর মায়ের মান‍্যতা আছে।
B. মেঘনা নদীর আকস্মিক তুফানে কালোবরণ বেপারীর নৌকা বাঁচাতে গিয়ে সুবল মারা যায়।
C. শুকদেবপুরের বোধাই মালো টাকায় সব মালোদের চেয়ে বড়।
D. ভাদ্রের পয়লা তারিখে কাদিরের বাড়িতে খুব ধুমধাম পড়িল।
E. পরের বাড়ির ধান ভানতে ভানতে করমালীর ব‌উয়ের হাতে কড়া পড়ে গেছে।
প্রদত্ত সংকেতের যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
1. A, D, E
2. B, D, E
3. B, C, D
4. A, B, D
★ সঠিক উত্তর – 4

86) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর পাঠ‍্য খন্ড ও কয়েকটি পদ নীচে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় তালিকার মধ‍্যে দেওয়া হল :
তালিকা ১
A. বংশীখন্ড
B. তাম্বুলখন্ড
C. জন্মখন্ড
D. রাধাবিরহ
তালিকা ২
i. মাণিকরচিত চন্দ্রসম নখপান্তী / সজল জলদরুচি জিনি দেহকান্তি
ii. বসন্ত কালে কোকিল রাএ / মনে মনমথ সে বাণ তাএ
iii. তিঅজ পহর রাতী কোকিল র‌এ / বেআকুলী গোআলিনী মনত সুণ‌এ
iv. কুসুমিত তরুগণ বসন্তসম‌এ / তাত মধুকর মধু পীএ
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল :
1. A – iii.  B – iv.   C – i    D – ii
2. A – ii.   B – iii.   C – iv   D – i
3. A – iv.  B – iii.   C – ii.   D – i
4. A – ii    B – iv.   C – i.    D – iii
★ সঠিক উত্ত‍র – 4

87) নীচে বনফুলের পাঠ‍্য গল্প অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল :
A. গৌরবপুর স্টেশনে বিকাশকে অভ‍্যর্থনা জানাতে নায়েবের সঙ্গে ১২জন বরকন্দাজ এসেছিল।
B. রিদুবাবুর বাড়িতে বিকাশ ৫দিন ছিল।
C. এলার্ম দেওয়া দুটো ঘড়ির একটা ছিল হীরু খানসামার কাছে।
D. দুই রাত্রি শ্রীপতির ঘুম না হ‌ওয়ার কারণ সর্বেশ্বরবাবুর ছেলের বিবাহের গোলমাল।
E. ছিদাম সামন্তের পুত্র শ্রীপতি বাঞ্ছাকে নিয়ে রেলযাত্রা করেছিলেন।
প্রদত্ত সংকেতের যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
1. A, C, D
2. B, C, E
3. A, B, E
4. B, C, D
★ সঠিক উত্তর – 1

88) নীচে সাময়িক পত্রাদি সম্বন্ধে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল :
A. সত‍্যেন্দ্রনাথ ঠাকুর ১৮৫৫ সালে ‘তত্ত্ববোধিনী পত্রিকা’র সম্পাদনার ভার গ্রহণ করে।
B. ‘আনন্দমঠ’ যখন বঙ্গদর্শনে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে তখন পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ‍্যায়।
C. ‘সাহিত‍্যে বাস্তবতা’ শীর্ষক রাধাকমল মুখোপাধ‍্যায়ের রচনাটি সবুজ পত্রের প্রথম বর্ষ দশম সংখ‍্যায় প্রকাশিত হয়েছিল।
D. ‘কল্লোল’ পত্রিকায় জীবনানন্দ দাশের কোনো কবিতাই প্রকাশিত হয়নি।
E. পরশুরামের ‘কচি সংসদ’ প্রবাসী পত্রিকায় ১৩৩২সনের মাঘ মাসে প্রকাশিত হয়।
প্রদত্ত সংকেতের যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
1. A, B, D
2. B, C, D
3. B, C, E
4. A, C, E
★ সঠিক উত্তর – 3

89) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন‍্যাস অনুসরণে প্রথম তালিকায় বক্তা ও দ্বিতীয় তালিকায় কিছু বক্তব‍্য দেওয়া হল। প্রথম ও দ্বিতীয় তালিকার মধ‍্যে সামঞ্জস‍্য বিধান করতে হবে :
তালিকা ১
A. বলরাম
B. লক্ষ্মণ মল্লপ
C. দেবরায়
D. অর্জুনবর্মা
তালিকা ২
I যুদ্ধে আবার ধর্ম কী? যুদ্ধ কর্মটাই তো অধর্ম
II. যারা দুষ্ট তারা স্বভাবের বশে অত‍্যাচার করে, আর যারা
শিষ্ট তারা অত‍্যাচার করে ভয়ে ভয়ে।
III. দক্ষিণ দেশে মেয়েরা এখন যবনের অত‍্যাচারের ভয়ে
ঘর থেকে বেরোয় না
IV. ছলে বলে কৌশলে বিজয় লাভ করাই যুদ্ধের ধর্ম
প্রদত্ত সংকেতে ঠিক উত্তরের বিকল্পটি হল :
1. A – ii.   B – iv.   C – i    D – iii
2. A – iii   B – i.    C – iv   D – ii
3. A – iii.  B – iv   C – ii.    D – i
4. A – iv   B – i.    C – ii.    D – iii
★ সঠিক উত্ত‍র – 1

90) বঙ্কিমচন্দ্রের ‘বিদ‍্যাপতি ও জয়দেব’ প্রবন্ধ অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার একটি মন্তব‍্য ও অন‍্যটি তার সাপেক্ষে যুক্তি :
মন্তব‍্য : জয়দেবের কবিতা উৎফুল্ল কমলজালশোভিত, বিহঙ্গমাকুল, স্বচ্ছ বারিবিশিষ্ট সুন্দর সরোবর; বিদ‍্যাপতির কবিতা দূরগামিনী বেগবতী তরঙ্গসঙ্কুলা নদী।
যুক্তি : কেননা উভয়েই প্রাকৃতিক শোভার মধ‍্যে মনুষ‍্যকে স্থাপন করিয়া ত‍ৎপ্রতি দৃষ্টি করেন।
1. মন্তব‍্য ও যুক্তি উভয়েই ঠিক
2. মন্তব‍্য ঠিক কিন্তু যুক্তি ভুল
3. মন্তব‍্য ভুল কিন্তু যুক্তি ঠিক
4. মন্তব‍্য ও যুক্তি উভয়েই ভুল
★ সঠিক উত্তর – 1