১) সুধীন্দ্রনাথ দত্তের “যযাতি” কবিতায় ‘আমি’ সম্পর্কে কয়েকটি সুস্পষ্ট মন্তব্য পাওয়া যায়। তার মধ্য থেকে নিচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. উচ্ছ্বসিত অনুশোচনায়
B. মনুষ্যধর্মের স্তবে অবিশ্বাসী(নিরুত্তর)
C. বীর নই
D. অভিব্যক্তিবাদে অবিশ্বাসী
E. বিমুখ বিজ্ঞানে(অতীতে)
1.কেবল A,C,D
2.কেবল B,D,E
3.কেবল B,C,D
4.কেবল A,D,E
★ উত্তর :

২)নিচে প্রথম তালিকায় বিশ্বনাথ কবিরাজের মতানুসারে রসের নাম এবং দ্বিতীয় তালিকায় এর বিরোধী রসের উল্লেখ করা হল :
তালিকা ১           তালিকা ২
A.হাস্য        I) ভয়ানক ও করুন
B.করুন      ii)ভয়ানক ও শান্ত
C.রৌদ্র      iii) হাস্য, শৃঙ্গার ও
                      ভয়ানক 
D. বীর       iv) হাস্য ও শৃঙ্গার
1.A-iii, B- iv,  C-ii, D-I
2.A-ii,  B- I,   C-iv  D-iii
3.A-iv, B- iii,  C-i,   D-ii
4.A-I,   B- iv, C-iii,  D-ii
★ উত্তর : 4

৩) নীচে ‘অন্নদামঙ্গল’ কাব্যের পীঠমালা অনুসরণে কয়েকটি পঙক্তি প্রদত্ত হল:
শুদ্ধ বিকল্পটি চিহ্নিত কর :
A. করতোয়াতটে পড়ে বাম কর্ণ তার।
B. আর অর্দ্ধ ডানি হস্ত মানসসরোবরে।
C. জনস্থানে চিবুক পড়িল অভিরাম।
D. শ্রীহট্টে পড়িল গ্রীবা মহালক্ষ্মী দেবী।
E. গোদাবরী তীরে পরে বাম গণ্ডখানি।
1.E,B,D,C,A
2.C,E,A,D,B
3.E,D,C,B,A
4.D,A,C,E,B
★ উত্তর : 2

৪)’স্বরূপ কহে প্রেমবতীর এইত স্বভাব।
কান্তের ঔদআস্য লেশে হয় ক্রোধ ভাব।।’
‘শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত’ কাব্যের মধ্যলীলায় ‘প্রেমবতী’ বলতে এখানে যে নায়িকার কথা বলা হয়েছে তিনি হলেন :
1.সত্যভামা
2. রুক্মিণী
3. লক্ষ্মীদেবী
4. শ্রীরাধিকা
★ উত্তর : 3

৫) ছোট বোন সুধা
             ডায়াসিসনের বি. এ
  গণিতে সে এম. এ দিবে, এই তার পণ
উপরের উদ্ধৃত অংশটি ‘পুনশ্চ’ কাব্যের যে কবিতার অন্তর্গত সেটির নাম হল :
1. উন্নতি
2. ভীরু
3. খ্যাতি
4. শেষ চিঠি
★সঠিক উত্তর : 2

৬) ‘পঞ্চভূত’ গ্রন্থের ‘মনুষ্য’ প্রবন্ধে ভূতনাথ বলেছেন, ভাষা ভূমির মত।তাহাতে একই শস্য ক্রমাগত বপন করিলে তাহার উৎপাদিকা শক্তি নষ্ট হইয়া যায়।’ এই সূত্রে তিনি দুটি শব্দের উদাহরণ দিয়েছেন যেগুলি সর্বদা ব্যবহারে জীর্ণ হয়ে পড়েছে। তার একটি হল অসীম আর অন্যটি হল :
1. অনাদি
2. বিচিত্র
3. অনন্ত
4. অপার
★সঠিক উত্তর : 3

৭) নীচে মধ্যভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অবলম্বনে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। এর থেকে শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত কর।
A. ‘আত্মা ‘শব্দের ‘আৎপ’ রূপ কেবলমাত্র দক্ষিণ – পশ্চিমাতেই পাওয়া যায়।
B. ‘সার্থ’ শব্দের ‘শস্ত’ রূপান্তর মাগধী প্রাকৃতে পাওয়া যায়।
C. ‘প্রাকৃত’ শব্দের ‘পাউদ’ রূপান্তর পৈশাচীতে লক্ষ্য করা যায়।
D.’স্বর্গ’ শব্দের ‘স্পগ্র’ রূপান্তর উত্তর – পশ্চিমার অন্যতম বৈশিষ্ট্য।
E. ‘রজত’ শব্দ শৌরসেনীতে হয়েছে ‘র অ অ’।
1.কেবল A,C,E
2.কেবল B,C,D
3.কেবল A,B,D
4.কেবল C,D,E
★সঠিক উত্তর : 3

৮)’ঘরে বাইরে’ উপন্যাস অবলম্বনে নীচে প্রথম তালিকায় কয়েকটি বক্তব্য এবং দ্বিতীয় তালিকায় কয়েকজন বক্তার নাম দেওয়া হল । উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য রেখে স্তম্ভ মেলাও।
তালিকা ১                  তালিকা ২              
A.আমরা যাকে        I)নিখিলেশ
দয়া বলি,সে কেবল
নিজের ‘ পরেই দয়া।
পাছে নিজের দূর্বল
মনে ব্যথা লাগে
সেইজন্যই অন্যকে
আঘাত করতে পারি নে,
এই তোহল কাপুরুষতার
চূড়ান্ত।
B. আমি মানুষ আমার   ii)সন্দীপ
লোভ আছে,আমি
দেশের জন্য লোভ
করব, আমি কিছু
চাই যা আমিকাড়ব-
কুড়াব।
C.আমি লোভী?যা        iii)বিমলা      
পেয়েছিলুম তার চেয়ে
আকাঙ্খা ছিল অনেক
বেশি? না আমি লোভী
নই,আমি প্রেমিক।
D. নিজের আইডিয়া   iv) অমূল্য
দিয়ে নিজেকে যে
রঙে আঁকি সব
জায়গায় সে রঙ তো
পাকা হয়ে ধরে না।
হঠাৎ দেখতে পাই
সেই অসামান্য
মানুষটিকে।
1.A-iii,B-i,C-ii,D-iv
2.A-iv,B-iii,C-i,D-ii
3.A-iii,B-ii,C-iv,D-i
4.A-ii,B-iv,C-iii,D-i
★সঠিক উত্তর : 2

৯)”শ্রীকৃষ্ণবিজয়” অনুসরণে শুদ্ধ মন্তব্য নির্ণয় কর:
A. চতুরবিংশতি গুরুতত্ত্বে পঞ্চম গুরু হিসাবে ‘হুতাসন’ এবং সপ্তম গুরু হিসেবে  ‘সূর্যের’ কথা বলা হয়েছে।
B.শাল্বের সঙ্গে কৃষ্ণের মায়াযুদ্ধ চলেছিল পঁচাশি দিন ধরে।
C. বিশ্বকর্মা কর্তৃক নির্মিত শাল্বের রথের নাম সৌভ।
D. যে বাণের আঘাতে বজ্রনাভ নিহত হয় তার নাম ছিল অর্ধচন্দ্র।
E. বলরামের নাম ‘সঙ্কর্শন’ রেখেছিলেন গর্গমুনি।
1. কেবল B,C,E
2. কেবল A,C,D
3. কেবল A,D,E
4. কেবল B,C,D
★সঠিক উত্তর : 3

১০) স্বামী বিবেকানন্দের ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ অবলম্বনে দুটি বিবৃতি দেওয়া হল। সঠিকটি নির্ণয় কর।
বিবৃতি ১ স্বামী বিবেকানন্দ মনে করেন, ‘ইউরোপের সভ্যতার উপায় – তলোয়ার, আর্যের উপায় – বর্ণবিভাগ।’
বিবৃতি ২ আর্যরা বর্ণবিভাগের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেছিলেন।
1.বিবৃতি ১ ও ২ উভয়ই ঠিক।
2.বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
3.বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক।
4. উভয়ই ভুল।
★সঠিক উত্তর : 2

১১) নিচে প্রথম তালিকায় শব্দভাণ্ডার থেকে কয়েকটি শব্দ এবং দ্বিতীয় তালিকায় তার উৎস অনুযায়ী স্তম্ভ মেলাও :
তালিকা ১          তালিকা ২
A. নামাজ          I) দেশী
B. ঝাঁটা             ii) ফরাসি
C. আইন           iii) আরবী
D. গুঁই               iv) তদ্ভব
1.A-iii,B-i,C-ii,D-iv
2.A-iii,B-i,C-iv,D-ii
3.A-iii,B-iv,C-ii,D-i
4.A-ii,B-i,C-iii,D-iv
★সঠিক উত্তর : 4

১২)’প্রাচীন সাহিত্যের’ “মেঘদূত” প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন,  ‘আবার, সেই প্রাচীন ভারতখন্ডটুকুর নদী – গিরি – নগরীর নামগুলিই বা কী সুন্দর।’ রবীন্দ্রনাথ উল্লিখিত নদীগুলোর নাম হল :
1. রেবা,সিপ্রা, বেত্রাবতী
2. রেবা, নির্বিন্ধ্যা,বিতস্তা
3. সিপ্রা ,বেত্রাবতী,বিতস্তা
4. রেবা,সিপ্রা,বিতস্তা
★সঠিক উত্তর : 1

১৩) চর্যার যে গানে ‘রসরসায়ন’ আখাঙ্খাকরীর কথা বলা হয়েছে সেই গানটির রচয়িতা হলেন :
1. ভুসুকুপাদ
2. লুইপাদ
3. কুক্কুরিপাদ
4.সরহপাদ
★সঠিক উত্তর : 4

১৪) নিচে সুধীন্দ্রনাথ দত্তের ‘জেসন’ কবিতা থেকে কয়েকটি পঙক্তি দেওয়া হল।যেগুলি থেকে শুদ্ধ নির্ণয় কর।
A.ভুলিনি শান্তির চেয়ে স্বধর্মই শ্রেয়
B.সাধ ও সাধ্যের ভেদ গোলায় কেবলই
C. স্বপ্ন আজ ব্যর্থ বিড়ম্বনা
D.প্রকৃতির ছায়াছবি নিরাশ্রয় চোখে ফুটে ওঠে
E.আমগ্ন তরণী ছেড়ে, ঝাঁপাতে পারি না তবু জলে
1.C,D,A,B,E
2.E,D,A,B,C
3.B,A,C,E,D
4.D,B,E,A,C
★সঠিক উত্তর : 2

১৫) নীচে পুনশ্চ কাব্যগ্রন্থের ‘শাপমোচন’ কবিতার কয়েকটি পঙক্তি দেওয়া হল। এগুলি থেকে শুদ্ধ নির্ণয় কর।
A. কী অন্যায়! কী নিষ্ঠুর বঞ্চনা!
B. রসবিকৃতির পীড়া সইতে পারি নে।
C. আমার কিছু ভয় নেই – তোমারই জয় হল ।
D. মধুশ্রী ইন্দ্রানীর পাদপিঠে মাথা রেখে পড়ে রইল।
E. একদিন গান্ধারপতির চোখে পড়ল মাদ্ররাজকন্যার ছবি !
1.A,B,E,D, C
2.B,A,C,D,E
3.E,D,A,C,B
4.D,E,B,A,C
★সঠিক উত্তর : 4

১৬)’বসুন্ধরা বসিয়া আছেন এলোচুলে
দূরব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কূলে
একখানি রৌদ্রপীত হিরণ্য- অঞ্চল
বক্ষে টানি দিয়া …..’
ওপরের উদ্ধৃত কাব্যাংশে যে অর্থালংকার আছে তা হলঃ
1. অপ্রস্তুত – প্রশংসা
2. ভ্রান্তিমান
3.অতিশয়োক্তি
4. সমাসোক্তি
★সঠিক উত্তর : 4

১৭) নীচে “প্রথম প্রতিশ্রুতি” উপন্যাস থেকে প্রথম তালিকায় বক্তার নাম ও দ্বিতীয় তালিকায় তাদের উক্তি উল্লেখ করা হল। এগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন কর।
তালিকা১             তালিকা২
A.এলোকেশী  I) আমাকে আর তুমি ধম্ম দেখাতে এসো না!
B. ভাবিনী      ii) টাটকাটি রইল ধামা চাপা দেওয়া,
                      আর শুকনো বাসিটায় মন সন্তোষ করে
                       থাকার জুলুম।
C. সারদা      iii) চিরদিনই তো শুনে আসছি,তিনি গুণের গুনমনি!                       
D. শশীতারা  iv)বিদ্যেবতী লীলাবতী!বলি চুরি – ডাকাতির
                      চেয়ে কমটাই বা কি হল তা হলে?               
1.A-iv,B.-i,C.-ii,D-iii
2.A-iv, B-iii,C.-I,D-ii
3.A-iii,B-iv,C-ii,D-i
4.A-iii,B-i,C-iv,D-ii
★সঠিক উত্তর : 2               

১৮)’দস্যু কেনারামের পালা’ – য় মায়ের মৃত্যুকালে কেনারমের বয়স ছিল :
1.তিনমাস
2. পাঁচমাস
3. ছয় মাস
4. সাত মাস
★সঠিক উত্তর : 4

১৯)’কালি বৈকালে তিনি_________ পৌঁছিয়াছেন, আমিও শুনিয়েছিলাম যে,তুমি দুই এক দিন মধ্যে বাটী আসিবে ।’
বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে শূন্যস্থান পূরণ কর।
1.মধুপুরে
2.হরিপুরে
3.গোবিন্দপুরে
4. প্রতাপপুরে
★সঠিক উত্তর : 4

২০) ‘সৌভাগ্যবশত তাড়িওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধা পাইয়াছি। খোঁজাখুঁজি বন্ধ হইলে তবেই আনিব।’
পদিপিসির ছোটবোন মণিপিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া পুঁথিতে সপ্তাহের যে বারের নামের পাশে গজা এই কথাগুলো লিখেছে সেটি হল:
1. সোমবার
2. মঙ্গলবার
3. শুক্রবার
4. শনিবার
★ সঠিক উত্তর : 3

২১) নীচে প্রথম তালিকায় কারক – বিভক্তির উল্লেখ এবং দ্বিতীয় তালিকায় তার উদাহরণ দেওয়া হল। এগুলো থেকে সঠিক উত্তর নির্ণয় কর:
তালিকা ১                   তালিকা ২
A.অধিকরণে ‘এ’      I) সূর্যোদয়ে অন্ধকার গেল।
বিভক্তি
B. করণে’এ’ বিভক্তি  ii) কৃষ্ণে ভাবি মনে।
C. কর্তৃকারকে ‘ এ ‘  iii) দশে মিলে করি কাজ।
বিভক্তি
D. কর্মকারকে ‘ এ ‘ iv) আগুনে
বিভক্তি                     সিদ্ধ কর।           
1.A-ii,.  B.iv,.  C-iii,.  D-i
2.A-I,.   B-iv,.  C-iii.   D-ii
3. A-iv. B-iii,.  C-i,     D-ii
4.A-I,.   B-iv,.  C-ii,    D-iii
★সঠিক উত্তর : 2

২২)পুরানা পল্টনের যে জিনিসটি লেখক বুদ্ধদেব বসু  কখনো ভুলবেন না বলে উল্লেখ করেছেন, তা হল :
1. সবুজ বনরেখার উপর লাল হয়ে চাঁদ ওঠা।
2.দুটি বটগাছ,
3. টিনের বাড়ি,
4. বর্ষার রূপ,
★সঠিক উত্তর : 4

২৩)কাজী নজরুল ইসলামের ‘সব্যসাচী’ কবিতাটি অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। যেগুলি থেকে কেবলমাত্র শুদ্ধ মন্তব্য গুলি নির্ণয় কর:
A.এই কবিতায় ‘দধীচির’ উল্লেখ আছে।
B. এই কবিতার স্তবক সংখ্যা দশ। (৯)
C. এই কবিতাটি ফণী-মনসা কাব্যগ্রন্থের অন্তর্গত।
D. এই কবিতায় অর্জুনকে যে সমস্ত নামে সম্বোধন করা হয়েছে ফাল্গুনী তার মধ্যে
অন্যতম।
E. এই কবিতাটি দলবৃত্ত ছন্দে লেখা। (কলাবৃত্ত)
1.কেবল A,B, ও C
2.কেবল A,C, ও D
3.কেবল B,C, ও E
4.কেবল B,D, ও E
★সঠিক উত্তর : 2

২৪) রবীন্দ্রনাথের ‘ছন্দ’ গ্রন্থে উদ্ধৃত ‘টাটকা মাছ জুটল না তো শুটকি দেখ চেখে’ পঙক্তিটির ছন্দ ও মাত্রা সংখ্যা হল :
1. কলাবৃত্ত ৫+৫+৫+২
2.মিশ্রবৃত্ত ৪+৪+৪+২
3.দলবৃত্ত ৪+৪+৪+২
4.প্রত্ন কলাবৃত্ত ৫+৫+৫+৪
★সঠিক উত্তর : 2

২৫) ‘একে কে কেউ খেলা বলে?তুই আমার টেক্কার ওপর বিবি দিলি।’
“একেই কি বলে সভ্যতা?” নাটকে উপরের সংলাপটি বলেছেন:
1. প্রসন্নময়ী
2. নৃত্যকালি
3. হরকামিনী
4. কমলা
★সঠিক উত্তর : 2

২৬) ‘ল্যাবরেটরি’ গল্পে নন্দকিশোর যে পাড়ার গলিতে একটা দেড়তলা বাড়িতে থাকতেন, সে পাড়ার নাম:
1.আড্ডি পাড়া
2.শিকদার পাড়া
3.মজুমদার পাড়া
4.চৌধুরী পাড়া
★সঠিক উত্তর : 2

২৭) ‘কংসারি – বিগ্রহের বেদীর একপাশে থাকত একখানি তরোবারি,অপর পাশে ________’
‘রাধা’ উপন্যাস অবলম্বনে শূন্যস্থান পূরণ কর :
1. বংশী
2.মৃদঙ্গ
3.ধ্বজা
4.ঢাল
★সঠিক উত্তর : 4

২৮) “তিতাস একটি নদীর নাম” উপন্যাসে উল্লিখিত কিছু গানের পংক্তি নীচে দেওয়া হল।এগুলোর মধ্যে সঠিক ক্রমটি নির্ণয় কর:
A. বাছা তুমি রণে যাইও না,
চৌদিকে কাফেরের দেশ, জহর মিলে তো পানি মিলে না
B. এক পয়সার তেল হলে তিন বাতি জ্বালায়।
জ্বেলে বাতি সারারাতি ব্রজের পথে চলে যায়।
C. ও চাঁদ গৌর আমার শঙ্খ শাড়ি
ও চাঁদ গৌর আমার সিঁথির সিন্দুর চুল – বান্ধা দড়ি,
D.আর দিন উঠেরে চন্দ্র পাবে আর পশ্চিমে
আজকা উঠেছেরে চন্দ্র শানের বান্ধান ঘাটে।
E. আছে মানুষ গো সই
আছে মানুষ গওরচান্দের ঘরে।
1.B,E,A,D,C
2.E,B,D,A,C
3.C,A,E,B,D
4.B,E,C,A,D
★সঠিক উত্তর : 2

২৯) নীচের যে অনুশাসনে বা লেখে দক্ষিণ-পশ্চিমার বৈশিষ্ট্য বর্তমান সেটি হল:
1.ধৌলি অনুশাসন
2. গিরনার অনুশাসন
3. হাতিগুম্ফা গুহালেখ
4. মানসেহারা অনুশাসন
★সঠিক উত্তর : 2

৩০) বঙ্কিমচন্দ্রের ‘বড়বাজার’ নিবন্ধে সাহেবদের একটি দোকানের উপর পিতলের ফলকে দোকানটির প্রতিষ্ঠা বর্ষের যে উল্লেখ ছিল সেটি হল :
1.১৭৫৭
2.১৮৫৮
3.১৮৬৫
4.১৮৬৭
★সঠিক উত্তর : 1

৩১)পাঠ্য গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল যেগুলি থেকে শুদ্ধ  বিকল্পটি নির্বাচন কর।
A. প্রেমেন্দ্র মিত্রের ‘সংসার সীমান্তে’ গল্পে রজনী আর অঘোর ছাড়া আর কোনো চরিত্রের কোনো ব্যক্তিনাম নেই। শুদ্ধ
B. তার সমস্ত শরীর রেশম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতন দেখাচ্ছিল। ‘জননী’ গল্পের কথক এখানে বলেছেন তার বড়দির কথা। শুদ্ধ
C. ইঁদুর গল্পের সমাপ্তি বাক্যটি হল ‘আল্পের জন্য বেঁচে গেছে যতীন, এই তার ভাগ্যি।’ (যতীন একটুর জন‍্য বেঁচে গেছে)
D. ‘সারাদুপুর রোদে টোটো – হয়রান ফিরিওয়ালা এ গলিতে খদ্দের না হোক ছায়া খোঁজে’, – এ গলির উল্লেখ আছে ‘দ্বিজ’ গল্পে। (কানাকড়ি)
E. ‘শবাগার’ গল্পে মনু তার বাবাকে গোলমালের সময় অতুল বোস লেন দিয়ে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছিল। (শীতলাতলা)
1.কেবল A,B,C
2.কেবল A,B,D
3.কেবল B,C,D
4.কেবল C,D,E
★সঠিক উত্তর :

৩২) ‘বিবাহের বিজ্ঞাপন’ গল্প অনুসরণে একটি মন্তব্য ও তার স্বপক্ষে যুক্তি  দেওয়া হল, যেটি ঠিক সেটি নির্বাচন কর:
মন্তব্য – গাজীপুরের রাম অওতার কাশীতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন।
যুক্তি – কারণ প্রার্থনাসমাজভুক্ত যে সপ্তদশবর্ষীয়া সুন্দরী তরুণীকে বিবাহ করতে চেয়েছিলেন তার পরিবার তাঁকে জামাতা হিসাবে মেনে নেয়নি।
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক।
2.মন্তব্য ঠিক কিন্তু যুক্তি ভুল।
3.মন্তব্য ভুল কিন্তু যুক্তি ঠিক।
4.মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল।
★সঠিক উত্তর : 4

৩৩) নীচে ভারতীয় অলঙ্কারশাস্ত্র অবলম্বনে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A. শম ভাবের উদ্ভাবনা বা নবরসের কথা লোল্লটাচার্যই বলেছিলেন। (রুদ্রট)
B. ভারতাচার্য করুন রসের দুটি ভেদ স্বীকার করেছেন ধর্মহনি এবং স্বজনহানি। (৩ভেদ)
C. রুদ্রট স্থায়ীভাবে স্নেহজাত প্রেয়ান রসের কথা বলে রসের সংখ্যা বৃদ্ধি করেছিলেন। (শুদ্ধ)
D. ভরতাচর্য শৃঙ্গারের তিনটি ভেদ স্বীকার করেছেন – ধর্ম শৃঙ্গার, অর্থ – শৃঙ্গার ও কাম – শৃঙ্গার। (বাক‍্য বেশ, ক্রিয়া)
E. ভরতের পর রুদ্রট বিপ্রলম্ভের চারটি ভেদ স্বীকার করেন – প্রথমানুরাগ, মান, প্রভাস ও করুণ। (শুদ্ধ)
1.কেবল B,D,E
2.কেবল A,B,E
3.কেবলC,D,E
4.কেবল B,C,D
★সঠিক উত্তর :

৩৪)নীচে ‘উজ্জ্বলনীলমণি’ অবলম্বনে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল এর মধ্যে যেটি ঠিক সেটি নির্বাচন কর:
A. বিপ্রলম্ভ শৃঙ্গার হচ্ছে সম্ভোগের বিঘ্নকারক। (পুষ্টিকারক)
B. সমঞ্জস্যা পূর্বরাগ স্বকীয়া নায়িকার ক্ষেত্রে প্রযোজ্য।
C. শ্রবণজাত পূর্বরাগ সর্বমোট চারটি উৎস থেকে জাত হয়।
D.অভিসারের সর্বমোট প্রকার হচ্ছে আট। (2)
E.নায়িকা – ভেদে মুগ্ধা নায়িকার কোনো ভেদ দেখানো হয়নি।
1.কেবল B,C,E
2.কেবল A,D,E
3.কেবল B,C,D
4.কেবল A,B,C
★সঠিক উত্তর : 1

৩৫) বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটক অবলম্বন করে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, ঠিক মন্তব্যটি নির্ণয় কর:
A.’কেনো তোমার! কেমন সুন্দর খবরের কাগজে বেরুবে।’ – ১ম ফটোগ্রাফার  কথাটা বলেন ভিখারিনীকে।
B. ‘ওগো বধূ , এরা সব গেল কোথায়? ২য় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে সংলাপের এই অংশ শোনা যায় রাধিকার মুখে।
C. ‘সকলে মিলে গাঁতায় খাটলে কেমন হয়।’ – এই প্রস্তাবের প্রস্তাবক বকরক।
D. আমিনপুর গ্রামে কমপক্ষে চল্লিশ – পঞ্চাশ ঘর গেরোস্তের বাস। – এই তথ্যটি জানা যায় দয়ালের সংলাপের সূত্রে।
E. ‘চেঁচাবেন আপনি শকুনের মত। আমরা অন্য কথা বলছিলাম।’ – দ্বিতীয় অঙ্কের পঞ্চম দৃশ্যে এটি নিরঞ্জনের উক্তি। উদ্দিষ্ট চরিত্র রাজিব।
1.কেবল A,B,C
2. কেবল B,C,D
3. কেবল C,D
4. কেবল D,E
★সঠিক উত্তর : 4

৩৬) সংস্কৃত ‘ম্লেচ্ছ’  শব্দের ‘মিলেখ্কু’/ ‘মিলকখু’/ ‘মিলুকখু’
রূপান্তর সাহিত্যিক প্রাকৃতের যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল।
A. শৌরসেনী
B. পৈশাচী
C. মহারাষ্ট্রী
D. অর্ধমাগধী
★সঠিক উত্তর : D

৩৭) উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের ‘দুই’ সংখ্যক দৃশ্য থেকে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। সঠিকটি নির্বাচন কর :
A. গোবরকে ‘ভারত সংষ্কারক’ পত্রিকা পড়তে দেখা যায়।
B. ‘সুরেন্দ্র – বিনোদিনী’ নাটকটি উপেন দাসের লেখা।
C. প্রিয়নাথের লেখা ‘তিতুমীর’ নাটকের পাণ্ডুলিপির পাতা ছিঁড়ে বানানো হয় মুড়ি খাওয়ার ঠোঙা।
D. প্রিয়নাথ অভিনয় করেছেন সাঁ সুসি থিয়েটারে।
E. ‘ওলো রাঙা বউ, তোরা কেউ কাগজ পড়িস লো।’ এই গানটি গায় জলদ।
1. কেবল A,B,D
2. কেবল A,B,E
3. কেবল B,D,E
4. কেবল C,D,E
★সঠিক উত্তর : 1

৩৮) ‘হুতুম পেঁচার নক্সা’ অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। সঠিক মন্তব্যটি নির্বাচন কর:
A. রামেশ্বর চক্রবর্তীর মেয়ের সঙ্গে ব্রকভানু চ্যাটুয্যের মেজো ছেলে হরহরি চ্যাটুয্যের  বিয়ে হয়েছিল।
B. কোলকেতার ব্রাহ্মসমাজের জন্মতিথি উপলক্ষে ৭ই পৌষ দেবেন্দ্র নাথ ঠাকুরের বাড়িতে অন্নক্ষেত্তর হতো।
C. পাঁচালি আরম্ভ হয়েছে – প্রথম দল গঙ্গাভক্তিতরঙ্গিনী, দ্বিতীয় দল মহীরাবনের পালা ধরেছেন।
D. কোঁচানো ধুতি, ধোপদোস্ত কামিজ ও ডুরে শান্তিপুরে উড়ুনীর একরাত্তিরের ভাড়া আট আনা চড়ে উঠল।
E. বাঙ্গালীর প্রথম খবরের কাগজ সমাচার দর্পণ প্রকাশ হতে শুরু হলো।
1.কেবল B,C,E
2. কেবল A,C,D
3. কেবল B,D,E
4.কেবল A.B.E
★সঠিক উত্তর : 2

৩৯) ‘জাপান যাত্রী’ অবলম্বনে দুটি বিবৃতি নীচে দেওয়া হল। সঠিকটি নির্বাচন করো:
বিবৃতি ১ : জাপানের কতৃপক্ষেরা যে শিন্তো ধর্মকে প্রশ্রয় দিয়ে থাকেন, তার কারণ এই ধর্ম আধ্যাত্মিকতামূলক।
বিবৃতি ২ : আধুনিক জাপানের দুই শ্রেষ্ঠ শিল্পী টাইক্কান ও শিমোমুরা প্রাচীন জাপানের শিল্পরীতিকেই অনুসরণ করেন।
1.উভয় বিবৃতিই ঠিক।
2.বিবৃতি ১ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
3.বিবৃতি ১ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক।
4.উভয় বিবৃতিই ভুল।
★সঠিক উত্তর : 4

৪০) ‘আমাকে ফুলের সমস্ত ব্যথা / ভুলিয়ে দিক।।’ – সুভাষ মুখোপাধ্যায়ের ‘পাথরের ফুল’ কবিতায় যা এই ব্যথা ভুলিয়ে দেবে বলে কবি মনে করেন, তা হল : 
A. ভালোবাসার ফেনাগুলো,
B. স্তূপাকার ফুল,
C. জল – মাটি – হওয়া,
D. আগুনের একটি রমণীয় ফুলকি,
★সঠিক উত্তর : D

৪১) নীচের প্রথম তালিকায় বৈষ্ণব পদাবলী থেকে কয়েকটি পদ্যাংশ এবং দ্বিতীয় তালিকায় পৌঢ় পূর্বরাগের দশটি দশার বিশেষ প্রকার উল্লেখ করা হল। সঠিক উত্তর নির্বাচন কর:
তালিকা১                                             তালিকা২
A. আমার চরণ থাকিতে/না পারি           I) জড়িমা
চলিতে/সদাই পরের বশ।
B. মুরছি পড়িয়া/কান্দয়ে ধরিয়া          ii) বৈয়গ্য
সব সখী জনে জনে।
C.শুনইতে কানহি/আনহি শুনত          iii) উদ্বেগ
বুঝাইতে বুঝ অ্যান॥
D. সদাই চঞ্চল/বসন অঞ্চল                 iv) মোহ
সংবরণ নাহি করে।
1.A-iv,.  B-ii,    C-i,.   D-iii
2.A-ii,.   B-iv,   C-i,    D-iii
3.A-iii,.  B-iv,   C-ii,   D-i
4.A-ii,    B-iii,   C-i,    D-iv
★সঠিক উত্তর : 2

৪২) ‘বাড়িটি বহু পুরাতন, ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোলচর্ম কলোপিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত….. ‘ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ‘ গল্পে উল্লিখিত যে বাড়িটির কথা এখানে বলা হয়েছে তার অবস্থান হল:
1. আরমানি টোলায়,
2. জুডাস লেনে,
3. ঝামাপুকুরে,
4. লর্ড সিনহা রোডে,
★ উত্তর : 2

৪৩) নীচে প্রথম তালিকায় কয়েকটি কবিতার অংশবিশেষ এবং দ্বিতীয় তালিকায় সেগুলোর যতিলোপের উল্লেখ করা হল। এগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন কর:
তালিকা ১                                                   তালিকা ২
A.উঠিল বিহঙ্গের প্রত্যুষ গান                     I)অণুযতিলোপ
B. যা পাইনি তাও থাক যা পেয়েছি তাও      ii) লঘুযতিলোপ
C. পড়িবে নয়ন পরে অন্তিম নিমেষ             iii)অর্ধযতিলোপ
D. দূর হইতে ফুল্লরা বীরের পাল্য সাড়া         iv)উপযতিলোপ
1.A-I,.  B-iv,.  C-ii,.  D-iii
2.A-iii, B-ii,.   C-i,.   D-iv
3.A-ii,  B-iv,.  C-i,    D-iii
4.A-ii,  B-iii,   C-iv,  D-i
★ উত্তর : 3

৪৪) নীচে ‘অচলায়তন’ পঞ্চকের গাওয়া কয়েকটি গানের প্রথম পংক্তি দেওয়া হল। এগুলির মধ্যে সঠিক উত্তর নির্ণয় কর:
A. ওরে ওরে ওরে, আমার মন মেতেছে।
B. সকল জনম ভরে/ ও মোর দরদিয়া।
C. এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে।
D. হারে রে রে রে রে/ আমায় ছেড়ে দে রে, দে রে!
E. আমি যে সব নিতে চাই, সব নিতে ধাই রে।
1.কেবল A,C,E
2. কেবল B,C,D
3. কেবল A,B,D
4. কেবল B,C,E
★ উত্তর : সকল‌ই শুদ্ধ

৪৫) প্রমথ চৌধুরীর ‘ভারতচন্দ্র’ অবলম্বনে ভারতচন্দ্রের জীবনের কতকগুলি ঘটনার উল্লেখ করা হল, যেগুলি থেকে শুদ্ধ নির্ণয় কর:
A. শিবভট্টের আশ্রয়ে কিছুকাল বাস।
B. বর্ধমানে কারারুদ্ধ হওয়া
C. শ্রীক্ষেত্রে শ্রী মদভাগবত এবং বৈষ্ণবগ্রন্থনিচয় পাঠ
D. বর্ধমানে আত্মীয়স্বজনদের মোক্তার নিযুক্ত হওয়া
E. পারস্য ভাষায় বিশেষরূপ ব্যুৎপত্তি লাভ
1.D,B,C,E,A
2.E,D,B,A,C
3.C,A,B,D,E
4.B,E,D,C,A
★ উত্তর : 2

৪৬) ‘মুখামুখি দুই জন সমর হইল।
দুই বৈশ্বানর যেন একত্র মিলিল।’ – কাশীরাম দাসের ‘মহাভারত’ – এর কুরুক্ষেত্রের দ্বিতীয় দিনের যুদ্ধে এই ‘দুই বৈশ্বানর’ হলেন:
1. বিরাট নৃপতি ও শল্য
2. অভিমন্যু ও অশ্বত্থামা
3. ঘটৎকোচ ও অমানুষ
4. কৃপ ও শঙ্খ
★সঠিক উত্তর : 1

৪৭) পাঠ্য গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল।যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A.’রকম তিক্ত অভিজ্ঞতা অতীতে রাম সিংগির দুবার হয়েছে।’ এখানে যে তিক্ত অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা হল ভাগীরথীতে বন্যা ।
B. ‘সমুদ্র’ গল্পে পুরী বেড়াতে গিয়ে প্রথম রাত্রে ঘুমন্ত হেনাকে দেখে কথকের প্রথমে মনে হয়েছিল নরম তুলতুলে খরগোশের কথা।
C. ‘এরা যেমন বা আচারের শিশি থেকে বার হয়ে এসেছে’, – ‘নিম অন্নপূর্ণা’ গল্পে এখানে যাদের কথা বলা হয়েছে তারা হল ময়রার দোকানের সামনে দাঁড়ানো ভিখারীর ছেলেরা।
D. ‘পুরুষের প্রথম স্পর্শও কি এত তীব্র, এমন রোমাঞ্চকর?’ ‘চোর’ গল্পে যে বস্তুটির স্পর্শে রেনুর এমন অনুভূতি তা হল বিনোদবাবুর হাতঘড়ি।
E. ‘এই দম চাপা ঘর, ময়লা জামা- কাপড়, নোংরা চালচলন’ – এই জন্যেই ‘আত্মভুক’ গল্পে খুকীর হালদার বাড়ি ছাড়া পরার অন্য কোনো বাড়িতে যেতে ভালো লাগে না।
1. কেবল A,B,C
2. কেবল B,C,D
3. কেবল C,D,E
4, কেবল A,C,E
★ উত্তর : 3

৪৮) মিশ্রবৃত্ত ছন্দকে যিনি ‘আদ্যা’ পরিভাষায় যিনি নির্দেশ করেছেন তিনি হলেন:
1. সত্যেন্দ্রনাথ দত্ত
2. মোহিতলাল মজুমদার
3. তারাপদ ভট্টাচার্য
4. রবীন্দ্রনাথ ঠাকুর
★ উত্তর : 1

৪৯) বঙ্কিচন্দ্রের ‘বঙ্গদর্শনের পত্র – সূচনা’ রচনাটি অবলম্বন করে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল,এগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A. সুশিক্ষিত বাঙালি বাংলা লিখতে চান না বলেই সুশিক্ষিত বাঙালি বাংলা পড়তে চান না। বস্তুত সুশিক্ষিত বাঙালি বাংলা পড়তেই চান না। এই কারণে বাংলার দুরবস্থা ঘনিয়েছে।
B. ‘বঙ্গদর্শন’ পত্রিকাকে বাঙালির পাঠযোগ্য করে তোলাই বঙ্কিচন্দ্রের প্রধানতম উদ্দেশ্য।
C. বাংলায় জ্ঞানের বিস্তার ঘটাবার মত পাঠপযোগী পত্রিকার অভাব দূর করা বঙ্গদর্শন পত্রিকার অন্যতম ঘোষিত উদ্দেশ্য।
D. কৃতবিদ্য পাঠকের মনরঞ্জনের দিকটি ‘বঙ্গদর্শন’ উপেক্ষা করেনি। পাঠকের মনরঞ্জন সাধন বঙ্গদর্শন- প্রকল্পের অন্তর্গত ।
E. ‘বঙ্গদর্শন’ দীর্ঘস্থায়ী না হলেও তাকে নিষ্ফল মনে করা হবেনা বলে উল্লেখ করা হয়েছে .’বঙ্গদর্শন পত্র – সূচনা’য় ।
1. A,B,C
2. B,C,D
3. C,D,E
4. A,D,E
★ উত্তর : 3

৫০) কবিতা সিংহের ‘আন্তিগোনে’ কবিতায় যে মেয়েটির কথা বলা হয়েছে তার বয়স:
1. পনেরো
2. সতেরো
3. ঊনিশ
4. একুশ
★সঠিক উত্তর : 2

৫১) মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্য অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল।যায় একটি মন্তব্য ও অপরটি যুক্তি,যেগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন কর:
মন্তব্য : মেঘনাদ বললেন ‘পামর, এ চিরদুঃখ রহিল রে মনে!’
যুক্তি : কেননা আপন পিতৃব্য হয়েও বিভীষণ নিজেকে ‘রাঘবের দাস’ বলে পরিচয় দিয়েছেন।
1.মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক।
2.মন্তব্য ঠিক কিন্তু যুক্তি ভুল।
3.মন্তব্য ভুল কিন্তু যুক্তি ঠিক।
4.মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল।
★সঠিক উত্তর : দুটোই শুদ্ধ কিন্তু মন্তব‍্য যুক্তির যথার্থ ব‍্যাখ‍্যা নয়।

৫২) দ্বিজেন্দ্র লাল রায়ের ‘সাজাহান’ নাটক অবলম্বনে নীচে দেওয়া কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্যের মধ্যে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A. ‘আজি এসেছি – আজি এসেছি, বঁধূ হে,’ গানটি রয়েছে দ্বিতীয় অঙ্কে, ও গানটি শোনা যায় নর্তকীদের কণ্ঠে
B. পঞ্চম অঙ্কের প্রথম দৃশ্যে দিল্লির দরবার গৃহের দৃশ্যপটটি সান্ধ্যকালীন সময় চিহ্নিত উল্লিখিত আছে নাটকে।
C. ‘আগে জন্মানো ভন্ডামি। আর আগে জন্মানোতে তোমার নিজের কোনো বাহাদুরি নেই।তার দারুন তুমি সিংহাসনের দাবি করতে পারো না।’ – এই উক্তিটি করা হয়েছে দারার উদ্দেশ্যে।
D. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু / আনলে পুড়িয়া গেলো।’ গানটি গাওয়া হচ্ছে মুঙ্গেরের দুর্গ প্রাসাদ মঞ্চে, দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে।
E. পঞ্চম অঙ্কের তৃতীয় দৃশ্য পটের বর্ণনায় বাইরে ঝড় বৃষ্টি বজ্র ও বিদ্যুতের উল্লেখ আছে।
1.কেবল A,B,C
2.কেবল B,C,D
3.কেবল C,D,E
4.কেবল A,D,E
★ উত্তর : 4

৫৩) ‘নাও, এই কটাই সম্বল ছিল, কত করে রেখে দিছলাম, গেল।’ বিজন ভট্টাচার্যের  ‘নবান্ন’ নাটকের দ্বিতীয় দৃশ্যের এই সংলাপটি যার মুখে শোনা যায় তিনি হলেন :
1. পঞ্চাননী
2. রাধিকা
3. বিনোদিনী
4. খুকীর মা
★ উত্তর : 2

৫৪) ‘শচী ছেড়ে সুখে ছিল ইন্দ্র তোরে নিয়ে।।’ – ঈশ্বরচন্দ্র গুপ্ত যে বস্তুটি সম্বন্ধে এই কথা লিখেছেন তা হল :
1. পিঠা – পুলি
2.আনারস
3. তোপসে মাছ
4. সুরা
★ উত্তর : 2

৫৫) অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী’ অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্ণয় কর:
A. ‘অলসস  কুতো শিল্পং… – ‘এই সংস্কৃত প্রবচনটি পাওয়া যায় ‘শিল্পে অনধিকার’ এবং  ‘শিল্পে অধিকার’ উভয় প্রবন্ধেই ।
B. মিলেট এবং রোঁদার বক্তব্যের উদ্ধৃতি রয়েছে ‘শিল্পে অনধিকার’ প্রবন্ধে।
C.গ্যেটে এবং রবীন্দ্রনাথের রচনার উদ্ধৃতি রয়েছে ‘দৃষ্টি ও সৃষ্টি’ প্রবন্ধে।
D. ‘প্রেমের করুন কোমলতা/ ফুটিল তা/ সৌন্দর্যের পুষ্প পুঞ্জে প্রশান্ত পাষাণে।’ – এই কবিতাংশের উদ্ধৃতি সহযোগে শেষ হয়  ‘সৌন্দর্যের সন্ধান’ প্রবন্ধ।
E. মম্মটভট্টের ‘কাব্যপ্রকাশ’ গ্রন্থের টিকা উল্লেখিত হয়েছে  ‘দৃষ্টি ও সৃষ্টি’ প্রবন্ধের শেষে।
1.কেবল A,B,C
2. কেবল B,C,D
3. কেবল C,D,E
4. কেবল A,D,E
★ উত্তর : 1

৫৬) ‘একটি তারা এখন আকাশে রয়েছে’ – ‘শিকার’ কবিতায় যেভাবে এই তারাটিকে বর্ণনা করেছেন কবি জীবনানন্দ দাস তা হল :
1. শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মত,
2.পাড়াগাঁর বাসরঘরে সবচেয়ে গোধূলি – মদির মেয়েটির মত,
3. মচকা ফুলের পাপড়ির মত,
4. অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মত,
★সঠিক উত্তর : 2

৫৭) ‘স্বীকারোক্তি’ গল্পে অ্যাকশন কমিটির যে নেতাকে সবাই আদর করে বোনাপার্ট বলে ডাকে তার ছদ্মনাম হল :
1. মিহির
2. নরেশ
3. বিকাশ
4. যতীন
★ উত্তর : 1

৫৮) ভারতবর্ষে ইংরেজী বিদ্যা – শিক্ষা আরম্ভ হইবার পূর্বে ,বঙ্গ সাহিত্যের বর্তমান উন্নতি হইবার আগে রামায়ণ ও মহাভারত যুবকদিগের চরিত্র নির্মাণ করিয়া দিত। – পাঠ্য যে প্রবন্ধ থেকে বাক্যটি উদ্ধৃত হয়েছে তা হল :
1. বাংলা ভাষা।
2. বঙ্গীয় তিন যুবক
3. নূতন কথা গড়া
4. বঙ্গদর্শনের পত্র – সূচনা
★সঠিক উত্তর : 2

৫৯) ব্যঞ্জনগুচ্ছ স্বরূপানুসারে মাত্র দুবার ধ্বনিত হলে যে অনুপ্রাস হয় তা হল:
1. শ্রুত্যনুপ্রাস
2. সর্বানুপ্রাস
3. ছেকানুপ্রাস
4. বৃত্ত্যনুপ্রাস
★সঠিক উত্তর : 4

৬০) নীচে বাংলা ভাষা বিষয়ক কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য করা হল, যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A.যে সব শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না ও সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয় অথচ প্রাচীনকালে মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল সুনীতিকুমার চট্টপাধ্যায় তাকে অসিদ্ধ তৎসম বলেছেন।
B.বাংলায় উচ্চস্বরধ্বনির নিদর্শন চারটি – উ, ঊ, ই, ঈ
C. অস্ট্রিক ভাষা থেকে ‘তাম্বুল’ শব্দটি সংস্কৃত হয়ে বাংলায় এসেছে।
D. বাংলায় দন্ত ‘ন’ আসলে দন্ত্যধ্বনিই নয়, এটি দন্ত্যমুলীয়
E. বাংলায় উভয়লিঙ্গ বা common gender না থাকলেও সন্তান,কবি প্রভৃতি শব্দ ইংরেজির প্রভাবে উভয়লিঙ্গ হিসাবে ব্যাবহার করা হয়।
1. কেবল A,B,D
2.কেবল B,C,E
3.কেবল A,D,E
4. কেবল C,D,E
★ উত্তর : 4

৬১) রসনিষ্পত্তি প্রসঙ্গে ভট্টলোল্লট যে মতবাদের প্রবক্তা ছিলেন তা হল :
1. অনুমিতিবাদ
2. উৎপত্তিবাদ
3.অভিব্যক্তিবাদ
4. ভুক্তিবাদ
★ উত্তর : 2

৬২) ‘জীবনস্মৃতি’ থেকে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্ণয় কর :
A. দ্বিজেন্দ্র নাথকে সম্পাদক করে ‘ভারতী’ পত্রিকা প্রকাশ করার সংকল্প করেন সত্যেন্দ্র নাথ ঠাকুর।
B. য়ুনিভার্সিটি কলেজের লাইব্রেরীতে ছাত্র – ছাত্রীদের পড়াশোনার মধ্যেই রবীন্দ্রনাথ ও লোকেন পালিতের গল্প করার আড্ডা ছিল।
C. সারদাচরণ মিত্র ও অক্ষয় সরকারের ‘প্রাচীনকাব্যসংগ্রহ’ রবীন্দ্রনাথের লোভের সামগ্রী  ছিল।
D. রবীন্দ্রনাথের ‘কড়ি ও কোমল’- এর কবিতাগুলিকে যথোচিত পর্যায় সাজিয়ে দেন অক্ষয় চৌধুরী।
E.অমৃতসর থেকে রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথের সঙ্গে ডালহৌসি পাহাড়ে যাত্রা করেন বসন্তের শেষে।
1.কেবল A,C,D
2. কেবল B,C,D
3. কেবল A,B,D
4. কেবল B,C,E
★ উত্তর : 4

৬৩) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার সঠিক উত্তর হল :
বিবৃতি ১ : মতির মূর্খতা আর গ্রাম্যতা অসহ্য হয়ে উঠতে কুমুদের বোধ হয় তিনমাস সময়ও লাগবে না।
বিবৃতি ২ : কুমুদ জানে না যে প্রিয়াকে মানুষ গড়ে নিতে পারে না।
1.উভয় বিবৃতিই ঠিক।
2.বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
3.বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক।
4.উভয় বিবৃতিই ভুল।
★ উত্তর : 3

৬৪) নীচে পাঠ্য গল্প গুলির কয়েকটি থেকে প্রথম তালিকায় কয়েকটি গল্পের নাম এবং দ্বিতীয় তালিকায় সংশ্লিষ্ট গল্প গুলিতে বাড়ির বিবরণ উল্লেখ করা হল, যেগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন কর :
তালিকা ১            তালিকা ২
A.শহিদের মা       I) এ বাড়ির আবহাওয়া একটু যেন অন্য রকম।
                             ঠিক নিশ্চুপ নয়, অথচ একটা স্তব্ধতা যেন বিরাজ করছে।
B.গরম ভাত         ii) একতলা বাড়িl… সিমেন্ট ওঠা উঠোন।
অথবা নিছক          পুরু শ্যাওলা।
ভুতের গল্প        
C.স্বীকারোক্তি       iii) বাড়িটা নিঝুম। কাঠের ফ্রেম,টিনের দেওয়াল,
                                 মাথায় টিনের চাল                  
D. আত্মভুক          iv) বাড়িটা বেশ সুন্দর। মস্তবড় উঠোনের
                              চারপাশে চারটি ঘর।
1.A-iv,   B-i,   C-ii,  D-iii
2.A-iii,   B-iv,  C-i,  D-ii
3.A-ii,    B-iii,  C-iv, D-i
4.A-iv,   B-iii,  C-ii,  D-i
★ উত্তর : 2

৬৫)নীচে ঈশ্বর গুপ্তের কবিতা থেকে প্রথম তালিকায় কয়েকটি পঙক্তি এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি কবিতার নাম উল্লেখ করা হল, যেগুলি থেকে সঠিক উত্তর নির্ণয় কর:
তালিকা ১                                                 তালিকা ২      
A.’কেরানি দেয়াল আদি,বড় বড় মেট।         I)পাঁটা
সাহেবের ঘরে ঘরে পাঠাতেছে ভেট।’
B.’পূণ্যবতী কেবা আছে,তোমার সমান?             ii) বড়দিন
মৃত হয়ে লোকেরে অমৃত করো দান।’
C.’হায় একি অপরূপ বিধাতার খেলা।        ii) তোপসে মাছ।
শুদ্ধ গাত্র কিছুমাত্র নাহি যায় ফেলা॥’
D.’কিন্তু এক মম মনে এই বড় শোক       iv) আনারস।
না জানে তোমার গুন উত্তরের লোক॥’
1.A-iv,   B-i,   C-ii,   D-iii
2.A-ii,    B-iv,  C-i,   D-iii
3.A-iii,   B-i,   C-ii,   D-iv
4.A-iii,   B-iv,  C-ii,  D-i
★ উত্তর : 2

৬৬) ‘পদিপিসির বর্মিবাক্স’ থেকে কথকের পাঁচুমামার কয়েকটি উক্তি নীচে দেওয়া হল, যেগুলি থেকে সঠিক উত্তর নির্ণয় কর:
A. সেই বাক্স আমি বের করব।
B. ওল্ড লেডি নম্বর ওয়ান স্পাই।
C.সস চুপ, এটা শত্রুর আস্তানা।
D. বুকে আমার সিংহের মতন সাহস।
E. চুপ,চোখ ইজ জ্বলজ্বলিং।
★ উত্তর : অসম্পূর্ণ প্রশ্ন

৬৭) ‘চাঁদ বনিকের পালা’ নাটকে চাঁদ বলেছিলেন, “অভিযান করণের কালে আলস্য প্রশ্রয় পায় কোনো হেনো দ্রব্য নিয়্যা যাওয়া বহুদিন হতে মন জারি করা আছে।”
যে ‘দ্রব্য’ নিয়ে যাওয়া প্রসঙ্গে এই উক্তি, তা হল :
1.রমণীর উপাধান।
2. কোলবালিশ।
3. মহার্ঘ্য সুরা।
4. পালকের গদি।
★ উত্তর : 2

৬৮) সূক্ষবিচারে রাঢ়ী উপভাষার চারটি ভাগ। এর মধ্যে কলকাতার ভাষা যে উপভাষাটিতে পড়ে সেটি হল :
1. পূর্ব – মধ্য
2. পশ্চিম – মধ্য
3. উত্তর – মধ্য
4. দক্ষিণ – মধ্য
★ উত্তর : 1

৬৯) বিষ্ণু দে-র পাঠ্য কবিতাগুলি থেকে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল,যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর :
A. ‘প্রাকৃত কবিতা’ শীর্ষক কবিতাটি ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
B. ‘টিরানোসোরাস’ শব্দটি উল্লিখিত আছে ‘জল দাও’ কবিতায়।
C. ‘চেয়ে দেখো পিতৃলোকের দ্বার’ পংক্তিটি ‘ঘোড়সওয়ার’ কবিতার অন্তভুক্ত।
D. ‘গান’ কবিতায় উল্লিখিত হয়েছে দেবব্রত বিশ্বাসের প্রসঙ্গ।
E. ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যগ্রন্থের শেষ কবিতা ‘২৫ শে বৈশাখ’।
1.কেবল A,D,E
2. কেবল A,C,D
3. কেবল B,C,D
4. কেবল C,D,E
★ উত্তর : 2

৭০) বাংলা অলঙ্কার প্রসঙ্গে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A. কোনো অসম্ভব-ধর্মের কল্পনা – যুক্ত উপমান যদি উপমেয়ে আরোপ করা হয় তবে তাকে  ‘অধিকারূঢ়বৈশিষ্ট্য রূপক’ বলে।
B. ‘ভ্রান্তিমান’ একটি সাদৃশ্য মূলক অলংকার।
C. ‘সংকটময় পঙ্কিল পথ শঙ্কিল চারিধার’ – এটি একটি ‘ছেকানুপ্রাস’ – এর উদাহরণ।
D. ‘অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ’ – এই পঙক্তিতে একই সঙ্গে ব্যাজস্তুতি এবং যমক দুই অলঙ্কারের ব্যাবহার আছে।
E. ‘কেমনে বিদায় তোরে করি, রে বাছনি/আঁধারি হৃদয়াকাশ পূর্ণশশী/ আমার?’  – এটি একটি পরম্পরিত রূপকের উদাহরণ।
1.কেবল A,B,E
2. কেবল B,C,E
3. কেবল B,D,E
4. কেবল A,B,C
★ উত্তর : 1

৭১) প্রাগাধুনিক বাংলা সাহিত্য থেকে নীচে প্রথম তালিকায় কয়েকটি উদ্ধৃতি এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি কাব্যনাম দেওয়া হল, যেগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন কর:
তালিকা ১                                                        তালিকা ২
A. জল বিনা যেন হয় মৎসের জীবন।          I) দস্যু কেনারামের পালা ।                       


B. নিস্ফল নরক। কর্ম সংসার ভরমে                  ii) শ্রী চৈতন্য ভাগবত।

C.চোরা নাহি শুনে দেখো ধর্মের কাহিনী            iii)কাশীদাসী মহাভারত (আদিপর্ব)


D. স্ত্রীলোকেতে জানে স্ত্রীলোকের যে বেদন          iv) পদ্মাবতী।
1.A-ii,   B-iv,   C-i,   D-iii
2.A-iii,  B-iv,   C-i,   D-ii
3.A-iv,  B-i,    C-iii,   D-ii
4.A-iii,  B-iv,   C-ii,   D-i
★ উত্তর : 1

৭২) রয়েল ৮ পেজি ফর্মার ৪৮ পৃষ্ঠার ‘বঙ্গদর্শনের’ মত যতগুলি সংখ্যা বঙ্কিমচন্দ্র সম্পাদনা করেছিলেন, তা হল :
1.৫৮
2.৩৬
3.৯৬
4.৪৮
★ উত্তর : 4

৭৩) বিমলার রেঙ্গুনের কনভেন্টে যে সিস্টার বিজ্ঞানের কথা নানা ম্যাজিকের মধ্যে দিয়ে শেখাতেন ‘নির্বাস’ উপন্যাস অনুসরণে তার নাম হল :
1. সিস্টার মেরি
2. সিস্টার লিলি
3. সিস্টার ম্যাগি
4. সিস্টার রোজি
★ উত্তর : 3

৭৪) বাংলা ছন্দ অবলম্বনে কয়েকটি শুদ্ধ-অশুদ্ধ মন্তব্য দেওয়া হল যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর :
A. ছন্দের পর্ব গঠনে উপপর্বের আয়তন ও সংখ্যা সর্বত্র সমান থাকে।
B.পদ ও পঙক্তি গঠনে পর্বের আয়তন,পদ ও পঙক্তির অন্ত ছাড়া অন্য সর্বত্রই সাধারণত সমান থাকে।
C. দলবৃত্ত ছন্দে একটি মাত্র রূদ্ধদল পঙক্তির অন্তে থাকলে উচ্চারণে প্রলম্বিত হয়ে দুই দলের আসন অধিকার করে।
D. ছন্দ – পরিচয়ের পক্ষে উপপর্বের গুরুত্ব পর্বের মতই সর্বাধিক।
E. বাংলা ছন্দ রচনায় কলাবৃত্ত রীতি প্রবর্তিত হয় রবীন্দ্রনাথের ‘মানসী’ কাব্য থেকে।
1. কেবল A,C,D
2. কেবল B,C,D
3. কেবল B,C,E
4. কেবল A,D,E
★ উত্তর : 3

৭৫) নীচে ‘সাহিত্যের পথে’ গ্রন্থের চারটি প্রবন্ধের নাম দেওয়া হল, সেগুলি থেকে ক্রম অনুসারে সাজাও :
A.তথ্য ও সত্য
B. আধুনিক কাব্য
C.বাস্তব
D. সাহিত্যের নবত্ব
1.C,D,A,B
2.D,C,B,A
3.B,D,A,C
4.A,C,B,D
★ উত্তর : 1

৭৬) নীচে ‘জনা’ নাটক থেকে প্রথম তালিকায় কয়েকটি কয়েকটি চরিত্র এবং দ্বিতীয় তালিকায় তাদের পরিচয় বা সম্পর্ক উল্লেখ করা হল, যেগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন কর :
তালিকা ১                 তালিকা ২
A.অগ্নি।              I) স্বাহারমাতুল
B. বৃষকেতু।        II) দৈতাধিপতি
C.অনুশাল্ব।        III) কর্ণপুত্র
D. উলুক।           iv)প্রবীরের শ্যালক
1.A-iv,    B-iii,   C-ii,     D-i
2.A-iv,    B-ii,    C-iii,    D-i
3.A-ii,     B-i,     C-iv,    D-iii
4.A-I,      B-iii,   C-iv,    D-ii
★ উত্তর : 1

৭৭) নীচে কয়েকটি সাময়িক পত্র সম্পর্কে শুদ্ধ-অশুদ্ধ  মন্তব্য দেওয়া হল যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A. ‘প্রবাসী’ পত্রিকায় নন্দলাল বসুর ‘দোলন চাঁপা’ এবং ‘ঝড়ের মাঝে’ ছবি দুটি প্রকাশিত হয়।
B. প্রথম বর্ষের প্রথম সংখ্যায় ‘কল্লোল’ পত্রিকাকে ‘মাসিক গল্প – সাহিত্য’ বিষয়ক পত্রিকা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
C. ‘কল্লোল’ পত্রিকার প্রথম আত্মপ্রকাশ সংখ্যায় প্রকাশিত একটি গল্পের নাম ছিল  ‘ফুলর আকাশ’।
D. ‘সবুজ পত্র’ পত্রিকায় কখনোই বিজ্ঞাপন ছাপা হয়নি।
E.বঙ্কিমচন্দ্রের ‘মৃণালিনী’ উপন্যাস প্রকাশিত হয়েছিল ‘বঙ্গদর্শন’ পত্রিকাতেই।
1.কেবল A,B,C
2. কেবল B,C,D
3. কেবল C,D,E
4. কেবল A,D,E
★ উত্তর : 1

৭৮) ‘শরদিন্দুনিভাননী প্রমীলা সুন্দরী’
উপরে উদ্ধৃত কাব্যাংশে যে অর্থালংকার আছে তা হল :
1. অতিশয়োক্তি
2. লুপ্তোপমা
3. রূপক
4. ব্যতিরেক
★ উত্তর : 2

৭৯) ‘উপনয়ন মেট যাওয়ার দিনকতক পরে অপু নিজের ঘরে বসিয়া লীলার দেওয়া বাঁধানো ______ পড়িতেছিল’ । “পথের পাঁচালী” উপন্যাস অনুসরণে শূন্যস্থানে যে শব্দটি বসবে, সেটি হল :
1. মুকুল
2. সখা – সাথী
3. বঙ্গবাসী
4. আমার অপুর্ব ভ্রমণ
★ উত্তর : 1

৮০) ভারতাচর্যের নির্দেশিত আটটি রসের উল্লেখ প্রথম যে ঋষি করেছিলেন , তিনি হলেন :
1. বিষ্ণু ঋষি
2. হরীৎ
3. দ্রুহিণ
4. অঙ্গিরা
★ উত্তর : 3

৮১) ‘পোয়েটিকস’ বইতে অকারণ মন্দ চরিত্রের দৃষ্টান্ত হিসেবে অ্যারিস্টটল যে চরিত্রের নামোল্লেখ করেছেন, সেটি হল:
1. ইফিগেনেইয়া আউলিদি নাটকের ইফিগেনেইয়া
2. ওরেসতেস নাটকের মেনেলাওস
3. আগাথোনের আনথেউস
4. আয়সখুলসের আগামেমনোন নাটকের কাসান্দ্রা
★ উত্তর : 4

৮২) ‘পোয়েটিকস’ গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদে ‘অনুকরণ’ বিষয়ে অ্যারিস্টটল যে সমস্ত মন্তব্য করেছেন তার কয়েকটি নীচে দেওয়া হল, যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A.কাজেই অনুকরণ মানুষের স্বভাবগত
B.শৈশব থেকেই অনুকরণ মানুষের স্বাভাবিক বৃত্তি
C.স্পষ্টই কাব্যের উদ্ভবের মূলে আছে দুটি কারণ, আর এই দুটি কারণই মানুষের স্বভাবের মধ্যে নিহিত
D. অন্য পশু থেকে মানুষের সুবিধে হল এই যে, সে পৃথিবীর সবচেয়ে বেশি অনুকরণকারী জীব
E.অনুকরণ থেকে আনন্দ পাওয়া আমদের স্বভাব
1.E,D,C,B,A
2.A,B,D,E,C
3.C,B,D,E,A
4.D,A,E,B,C
★ উত্তর : 3

৮৩) ”ভাবহীন রস নেই, রসবর্জিত ভাব নেই (ন ভাবহীনহস্তি রসো ন ভাবো রসোবর্জিত:)”। এই উক্তিটি যে রসতাত্ত্বিকের তিনি হলেন :
1. বিশ্বনাথ
2. ভরত
3. আনন্দবর্ধন
4.মন্মটভট্ট
★ উত্তর : 2

৮৪) নীচে প্রথম তালিকায় কয়েকজন ছান্দসিক প্রদত্ত কলাবৃত্ত ছন্দের পরিভাষা এবং দ্বিতীয় তালিকায় তাদের নাম উল্লেখ করা হল, যেগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন কর:
তালিকা ১                  তালিকা ২
A.হৃদ্যা                  I) অমূল্যধন মুখোপাধ্যায়
B.মিত্রাক্ষর,নূতন   ii) রবীন্দ্রনাথ ঠাকুর
C.ধ্বনিপ্রধান         iii)সত্যেন্দ্রনাথ দত্ত
D. সাধু,নূতন         iv) দ্বিজেন্দ্রলাল রায়
1.A-iii,.  B-iv,.  C-i,.   D-ii
2.A-ii,.   B-iv,.  C-iii,  D-i
3.A-iv,.  B-iii,.  C-i,    D-ii
4.A-iv,.  B-ii,.   C-i,    D-iii
★ উত্তর : 1

৮৫) ‘কিন্ত সে হার মানবার মত দুর্ভাগ্য নিয়ে জন্ম গ্রহণ করেনি’  ‘নিম অন্নপূর্ণা’ গল্পে যার সম্পর্কে এই উক্তি সে হল :
1. যুথী
2. প্রীতিলতা
3. ব্রজ
4. খেতুর মা
★ উত্তর : 2

৮৬) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর :
A. ডগরাহার তাৎমারা পৈতা নেওয়ার পর আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য ঘরবাড়ি ভেঙে যায়।
B. গুরুগোঁসাইয়ের নাম নিয়ে তাৎমারা পৈতা দেওয়ার জন্যে বামুন ডেকে পাঠায় অযোধ্যা থেকে।
C. কানফুকনেওয়ালা গুরুগোঁসাই অযোধ্যা থেকে তাৎমাটুলিতে এসেছিলেন জিরানিয়ায় ‘টুরম্যান’ – এর সময়।
D. মরগামার মুঙ্গেরিয়া তাৎমাদের পুরুতকেও ঢোঁড়াই ঠিক করে রেখেছিল পুজো করানোর জন্য।
E.সার্ভে অনুযায়ী তাৎমাটুলির জমিদারবাবুর নিজস্ব সম্পত্তি হল মরণাধার সমেত বকরহাট্টার মাঠ।
1.কেবল A,B,D
2. কেবল B,C,E
3. কেবল C,D,E
4. কেবল A,B,C
★ উত্তর : 3

৮৭)নীচের যে চরণে পয়ারের শোষণশক্তি বর্তমান, সেটি হল :
1. আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে।,
2.দুন্দুভি বেজে ওঠে ডিম ডিম রবে।,
3. জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।,
4. তরণী বেয়ে শেষে এসেছি ভাঙা ঘাটে।,
★ উত্তর : 3

৮৮) বাংলা অলংকার প্রসঙ্গে নীচে কয়েকটি শুদ্ধ-অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর:
A. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু/আনলে পুড়িয়া গেলো’ – এটি একটি ‘বিরোধাভাস’ অলংকারের উদাহরণ।
B. ‘কুকুরের কাজ কুকুর করেছে/ কামড় দিয়েছে পায়ে,/ তা বলে কুকুরে কামড়ানো কি রে/ মানুষে শোভা পায়?’ – এটি একটি ‘অপ্রস্তুত-প্রসংশা’ অলংকারের উদাহরণ।
C. ‘শীতের ওঢ়নী পিয়া গিরীষের বা/বরিষার ছত্র পিয়া দরিয়ার না’। – এটি একটি  ‘মালোপমার’  উদাহরণ।
D. ‘শতেক যুগের কবিদলে মিলি আকাশে,/ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে/শতেক যুগের গীতিকা।’ -এটি একটি  ‘প্রতীয়মানোৎপ্রেক্ষা ‘- র উদাহরণ ।
E. ‘বরণী না হোয় রূপ চিকনিয়া।/কিয়ে ঘনোপুঞ্জ,কিয়ে কুবলয়দল,/ কিয়ে কাজর, কিয়ে ইন্দ্রনীলমণিয়া।’ -এটি একটি ‘ব্যতিরেক’ অলংকারের উদাহরন।
1. কেবল A,D,E
2. কেবল B,D,E
3. কেবল B,C,D
4. কেবল C,D,E
★ উত্তর : 2

৮৯) ‘শ্রীকান্ত’ উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যেগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন কর:
A. অন্নদাদিদি তাঁর সোনার মাকড়ি জোড়া মুদি দোকানির কাছে  পঁচিশ টাকায় বিক্রি করেছিল।
B. মহাভারতে লেখা আছে মহাপাপীষ্ঠ জগাই – মাধাই বশিষ্ঠ মুনির পা ধরে স্বর্গে গিয়েছিলেন।
C. চৌকিদার ছ’টাকা হাতে পেয়ে রতনদের শশ্মানের পথ দেখিয়ে দিয়েছিল।
D. বৃদ্ধা ব্রাহ্মণীর মৃত্যুর পর তার সৎকারের লোক জোটেনি কারণ যৌবনে তার পদস্খলনের কথা গ্রামবাসীর মনে ছিল।
E. বাল্যবিধবা হতভাগিনী নীরুদিদির মৃত্যু হয়েছিল শ্রাবণের অমাবস্যায় ঘোর দুর্যোগের রাত্রিতে।
1.কেবল A,B,D
2.কেবল C,D,E
3.কেবল A,C,D
4.কেবল B,C,E
★ উত্তর : 4

৯০)পাঠ্য প্রগাধুনিক বাংলা সাহিত্য থেকে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যেগুলি থেকে শুদ্ধ মন্তব্যটি নির্বাচন কর :
A. ‘তীর্থে গমন, মিথ্যা ভ্রমণ মন উচাটন করে না রে’ – এই উপদেশ শাক্ত কবি কমলাকান্ত ভট্টাচার্যের।
B. ‘শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত’ কাব্যে চৈতন্যদেব ক্ষীরচোরা গোপীনাথের কাহিনি শুনেছিলেন ঈশ্বরপুরীর মুখে।
C. ‘সুগোল সুন্দর তনু গো লাবনী জড়িত’ – ‘দস্যু কেনারামের পালা’- য় যার সম্পর্কে এই উক্তি,তিনি হলেন খেলারামের গর্ভবতী স্ত্রী যশোধরা।
D. কাশীদাসী মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অস্ত্রধারণ না করার যে প্রতিজ্ঞা করেছিলেন তা নিজেই ভঙ্গ করেছিলেন যুদ্ধের অষ্টম দিনে।
E. ‘শ্রীচৈতন্যভাগবত’ অনুসারে কুর্মরূপে আদি দৈত্য মধুকৈটভকে সংহার করেছিলেন।
1. কেবল A,B,D
2. কেবল A,C,E
3. কেবল B,C,D
4. কেবল B,D,E
★ উত্তর : 3