Ugc Net bengali Dec, 2023

১) ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ গল্পে দেবমন্দিরে by product recovery সম্পর্কে মন্তব‍্যগুলির ক্রম উল্লেখ করো :
A. কিছুই ফেলা যাইবে না
B. সেবার ফুল হ‌ইতে সুগন্ধি তেল প্রস্তুত হ‌ইবে।
C. চরণামৃত বোতলে প‍্যাক করা হ‌ইবে।
D. বলির জন‍্য নিহত ছাগল সমূহের চর্ম ট‍্যান করিয়া উৎকৃষ্ট কিড স্কিন প্রস্তুত হ‌ইবে এবং বহুমূল‍্যে বিলাতে চালান হ‌ইবে।
E. প্রসাদী বিল্বপত্র মাদুলীতে ভরিয়া বিক্রীত হ‌ইবে।
1. A,C,B,D,E
2. B,E,C,D,A
3. B,E,C,A,D
4. C,E,B,A,D
■ উত্তর – 2

২) ভারতীয় কাব‍্যতত্ত্বের মন্তব‍্যগুলির সঙ্গে সংশ্লিষ্ট তাত্ত্বিকদের আবির্ভাবকালের ক্রম উল্লেখ করো :
A. বাক‍্যং রসাত্মকং কাব‍্যম্
B. কাব‍্যস‍্য আত্মা ধ্বনিঃ
C. কাব‍্যং গ্রাহ‍্যমলংকারাৎ
D. বিভাবানুভাবব‍্যভিচারিসংযোগাদ্রসনিষ্পত্তিঃ
E. শব্দার্থৌ সহিতৌ কাব‍্যম্
1. E,C,B,A,D
2. D,E,C,B,A
3. C,B,A,D,E
4. A,D,E,B,C
■ উত্তর – 2

৩) “পৃথিবীতে কোনো একলা মানুষ‌ই এক নয়, সে অর্ধেক”  – ‘মুক্তধারা’ নাটকে উদ্ধৃতাংশটির বক্তা :
1. সঞ্জয়
2. অভিজিৎ
3. ধনঞ্জয়
4. মন্ত্রী
■ উত্তর – 1

৪) “যখন তাঁর স্ত্রী মারা যান তার পূর্বেই তিনি ম‍্যালথস পড়িয়াছিলেন, আর বিবাহ করেন নাই” – ম‍্যালথাস এর যে পরিচয়টি ‘চতুরঙ্গ’ উপন‍্যাস সম্পর্কে প্রাসঙ্গিক :
1. চিকিৎসক ও অর্থনীতিবিদ
2. ধর্মযাজক ও চিকিৎসক
3. অর্থনীতিবিদ ও ধর্মযাজক
4. দার্শনিক ও বৈজ্ঞানিক
■ উত্তর – 3

৫) “মুহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ‍্যামা / বাজায় বৈশাখ সন্ধ‍্যা ঝঞ্ঝার দামামা”
– অলঙ্কারের দৃষ্টিকোণ থেকে ঠিক লক্ষণটি হল :
1. উপমেয় প্রথম চরণে, উপমান দ্বিতীয় চরণে
2. উপমেয় অনুক্ত, উপমান প্রথম চরণে
3. উপমেয় অনুক্ত, উপমান দ্বিতীয় চরণে
4. উপমান প্রথম চরণে, উপমেয় দ্বিতীয় চরণে
■ উত্তর – 2

৬) রাসসুন্দরী দাসীর উল্লেখিত সন্তানদের ছোট থেকে বড় হিসাবে ক্রম উল্লেখ করো :
A. প‍্যারীলাল       B. কিশোরীলাল       C. রামসুন্দরী
D. চন্দ্রনাথ       E. দ্বারকানাথ
1. B,D,E,A,C
2. C,A,D,E,B
3. C,A,E,D,B
4. B,C,D,E,A
■ উত্তর – 1

৭) মন্তব‍্য : দস‍্যু কেনারামের পালায় চান্দ সদাগর পদ্মাবতী নামের কন‍্যাকে লক্ষীন্দরের পাত্রী হিসেবে নির্বাচন করতে অসম্মত হয়েছেন।
যুক্তি : পদ্মাবতী মনসার অপর নাম।
1. মন্তব‍্য ও যুক্তি উভয়েই ঠিক এবং যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যখ‍্যা।
2. মন্তব‍্য ও যুক্তি উভয়েই ঠিক এবং যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যখ‍্যা নয়
3. মন্তব‍্য ঠিক যুক্তি ভুল
4. মন্তব‍্য ও যুক্তি উভয়েই ভুল
■ উত্তর – 1

৮) বিবৃতি ১ : মিশ্রবৃত্ত রীতিতেই ছোট ও বড়ো পয়ারের সর্বাধিক প্রয়োগ দেখা যায়। ছোট পয়ারের তুলনায় বড়ো পয়ারের প্রয়োগ কম।
বিবৃতি ২ : দলবৃত্ত রীতিতে ছোটো পয়ারের‌ই প্রয়োগ বেশি, বড় পয়ারের প্রয়োগ কিছু কম – তবে বিরল নয়।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
■ উত্তর – 1

৯) “প্রিয়বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে” – ‘শ্রীকান্ত’ উপন‍্যাসে যে প্রিয়বস্তুকে লুকিয়ে রাখার কথা বলা হয়েছে :
1. ইন্দ্রনাথের ডিঙি
2. ইন্দ্রনাথের বাঁশি
3. ছোড়দার কলের লাটটু
4. শাহজীর মৃতদেহ
■ উত্তর – 4

১০) “আমার মনে হচ্ছে তোমার মতিবুদ্ধি মন্দপথে যাচ্ছে” – ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন‍্যাসে কথাটির বক্তা :
1. সত‍্যবতী নিতাইকে
2. কাশীশ্বরী শঙ্করীকে
3. নবকুমার সত‍্যবতীকে
4. রামকালী সত‍্যবতীকে
■ উত্তর – 3

১১) ‘গর্জন সত্তর’ কবিতার গর্জন সত্তরের অশ্বারোহীদের দুটি বিশেষণ হল :
1. অভিমানী ও দুরন্ত
2. বীর ও স্বপ্নালু
3. বর্ণময় ও জ্বলন্ত
4. লাল ও উদ্ধত
■ উত্তর – 3

১২) ‘কল্লোল’ পত্রিকা সম্পর্কে শুদ্ধ মন্তব‍্যগুলি হল :
A. ‘আমি কল্লোল শুধু কলরোল ঘুমহারা দিশাহীন’ – পঙক্তিটি কল্লোল পত্রিকার উদ্দেশ‍্যে শুভেচ্ছা জ্ঞাপন করে লিখেছিলেন নজরুল ইসলাম।
B. ‘দুঃখ হয় শুধু কোথাও কোথাও এই আবির্ভাবকে আন্দোলন বলে চালাবার চেষ্টা দেখে’ – কল্লোল এর তথাকথিত আন্দোলন সম্পর্কে প্রেমেন্দ্র মিত্র মন্তব‍্যটি করেন কল্লোলের পাতাতেই।
C. কল্লোল পত্রিকার কোনো কোনো বিজ্ঞাপনে পত্রিকাটির নামোল্লেখের পর এটিকে বাংলার মাসিক গল্প সাহিত‍্য পত্রিকা হিসাবে উল্লেখ করা হয়েছিল।
D. ‘জাঁ ক্রিস্তফ’ এবং ‘প‍্যান’ উপন‍্যাসের অনুবাদ একসময় ধারাবাহিক প্রকাশের উদ‍্যোগ করেছিল কল্লোল।
E. ধূর্জটিপ্রসাদ মুখোপাধ‍্যায়ের ‘আমরা ও তাঁহারা’ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল কল্লোল এর জ‍্যৈষ্ঠ ১৩৩২ সংখ‍্যায়।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
■ উত্তর – 2

১৩) ধ্বনিকার ধ্বনিপ্রস্থানকে যতগুলো কারিকায় উপস্থাপনা ও ব‍্যাখ‍্যা করেন :
1. ১০০
2. ১১২
3. ১১৬
4. ১২০
■ উত্তর – 3

১৪) বাংলা স্বরধ্বনি সম্পর্কে যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ মন্তব‍্য আছে :
A. বাংলায় নাসিক‍্যীভূত স্বরধ্বনির সংখ‍্যা ৫
B. বাংলায় সমস্ত সম্মুখ স্বরধ্বনিই প্রসারিত স্বরধ্বনি।
C. বাংলায় সমস্ত পশ্চাৎ স্বরধ্বনিই কমবেশি বর্তুলাকার।
D. বাংলায় সমস্ত উচ্চ মধ‍্য স্বরধ্বনিই অর্ধসংবৃত স্বরধ্বনি।
E. বাংলায় সমস্ত নিম্ন মধ‍্য স্বরধ্বনিই বিবৃত স্বরধ্বনি।
1. A, B, C
2. A, C, E
3. B, C, D
4. C, D, E
■ উত্তর – 3

১৫) “মনে হচ্ছে ধূর্ততা তোমার‌ও কিছু কম নেই” – ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকের প্রথম দৃশ‍্যে এই উক্তির বক্তা ও উদ্দিষ্ট হল :
1. দূর্গশাসক ও জীবনলাল
2. দূর্গশাসক ও বৈজ্ঞানিক
3. রাণী ও দূর্গশাসক
4. রাণী ও চিত্রকর
■ উত্তর – 1

১৬) রাসসুন্দরী দাসী তাঁর ‘আমার জীবন’ ব‌ইয়ের অন্তিম ভাগে এই ইচ্ছা ব‍্যক্ত করেছেন যে ব‌ই বিক্রির শভ‍্যাংশ থেকে তাঁর বংশধরেরা :
1. প্রতিবৎসর মদনগোপালের মহোৎসব করবে
2. দয়ামাধবের মন্দির সংস্কার করবে
3. সর্বসাধারণের জন‍্য একটি পুকুর সংস্কার করবে
4. একটি বালিকা বিদ‍্যালয় প্রতিষ্ঠা করবে
■ উত্তর – 1

১৭) রবীন্দ্রনাথের প্রবন্ধগুলির রচনার শুদ্ধ কালক্রম হল :
A. মেঘদূত
B. ছেলেভুলানো ছড়া
C. সাহিত‍্যের তাৎপর্য
D. নরনারী
E. বঙ্কিমচন্দ্র
1. B,A,D,E,C
2. D,A,B,C,E
3. A,D,E,B,C
4. A,E,C,D,B
■ উত্তর – 3

১৮) বাংলা শব্দভান্ডার সম্পর্কে শুদ্ধ মন্তব‍্যের বিকল্পটি হল :
A. ‘গতর’ তদ্ভব শব্দ। (অর্ধতৎসম)
B. ‘কাছারি’ ফারসি ভাষা থেকে আগত শব্দ। (তুর্কি)
C. ‘দারোগা’ তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
D. ‘জানালা’ পোর্তুগিজ থেকে আগত শব্দ।
E. ‘আইনজীবী’ আরবি ও তৎসম উপাদান সহযোগে গঠিত মিশ্র শব্দ। (ফারসি)
1. A, B, C
2. A, C, E
3. B, C, D
4. C, D, E
■ উত্তর – C ও D শুদ্ধ

১৯) বৈদিক ভাষায় ক্রিয়ার ভাব কয় প্রকার :
1. ৫
2. ৪
3. ৩
4. ২
■ উত্তর – 1

২০) ‘বঙ্কিমচন্দ্র’ প্রবন্ধ অনুসরণে শুদ্ধ মন্তব‍্যের বিকল্পটি হল :
A. কৃষ্ণচরিত্র প্রথম থেকে শেষ পর্যন্ত ভাবের আবেগে বঙ্কিমের কল্পনা কোথাও উচ্ছৃঙ্খল হয়ে ছুটে যায়নি।
B. হাস‍্যরসকে প্রহসনের সীমা থেকে মুক্ত করেনি।
C. রামমোহন রায়কে আমাদের বর্তমান বঙ্গদেশের নির্মাণকর্তা বলে আমরা জানি।
D. ঈশ্বর গুপ্তের সমকালীন সাহিত‍্য সুরুচি শিক্ষার উপযোগী ছিল না।
E. বঙ্কিমচন্দ্র আপনার শিক্ষাগর্বে বাংলা ভাষার প্রতি অনুগ্রহ প্রকাশ করেছিলেন।
1. A, B, D
2. A, C, D
3. B, D, E
4. A, C, E
■ উত্তর – 1

২১) “এখন সবথেকে সেফ বুড়ো হয়ে যাওয়া” – ‘শবাগার’ গল্পে এই উক্তির বক্তা
1. শিশির
2. অজিত
3. বাসের নামহীন যাত্রী
4. মনু
■ উত্তর – 1

২২) নাটক ও প্রহসন অনুসরণে যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. ‘একেই কি বলে সভ‍্যতা?’ প্রহসনে কালীনাথ এই অভিমত প্রকাশ করে যে জ্ঞানতরঙ্গিনী সভার গৃহ‌ই তাদের স্বাধীনতার দালান।
B. ‘জমিদার দর্পণ’ নাটকে ডাক্তার ক‍্যানিংহ‍্যামের মতে নূরন্নেহারের মৃত‍্যুর কারণ ছিল sanguineous apoplexy of the brain.
C.”পকেটভর্তি টাকা অথচ গরীবের জন‍্য প্রাণ কাঁদে” – ‘টিনের তলোয়ার’ নাটকে এটিকে বাবুদের লক্ষ্মণ বলে নির্দেশ করা হয়েছে।
D. ‘বাকি ইতিহাস’ নাটকে চম্বলগড় বেড়াতে গিয়ে কণা ও সীতানাথের পরিচয় হয় বনোয়ারীলাল ও পার্বতীর সঙ্গে।
E. “আজ যে অন‍্যায়, নীতির মহাবিপ্লব, যে দুর্বিষহ অত‍্যাচার – ভারতবর্ষের রঙ্গমঞ্চে
অভিনীত হয়ে যাচ্ছে তা এর পূর্বে বুঝি কুত্রাপি হয় নাই” – ‘সাজাহান’ নাটকে এই সংলাপ জাহানারার।
1. A, B, D
2. B, C, E
3. A, C, E
4. B, D, E
■ উত্তর – 4

২৩) বাংলা ভাষা সম্পর্কিত প্রসঙ্গে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘পর্যন্ত’ পদান্বয়ী অব‍্যয়।
B. ‘তিন’ পূরণবাচক বিশেষণ।
C. ‘আপনা আপনি’ ব‍্যতিহারিক সর্বনাম।
D. ‘ছুটোছুটি’ ধ্বন‍্যাত্মক বিশেষ‍্য।
E. ‘দৌড়ায়’ সকর্মক ক্রিয়া।
1. A, B, C
2. A, B, E
3. A, C, D
4. B, D, E
■ উত্তর – 3

২৪) পঙক্তি                                                     কবিতা
A. শিষ‍্য গুলো শুধালো, কোথায় যাও প্রভু –       i) মুক্তি
ওদিকে তো নেই ভদ্রপাড়া
B. প্রাণের ঠাকুর,                                              ii) স্নান সমাপন
এরা কি পাথর গেঁথে তোমায় রাখবে বেঁধে         
C. ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে ?     iii) প্রেমের সোনা
যখন চিত্ত জেগেছে, শুনেছ বাণী তখনি এসেছে প্রভাত
D. আমার ধুলোমাখা গুরু                                     iv) শুচি
ধুলোর থেকে কুড়িয়ে পেয়েছে
অর্থহারা বাঁধনগুলোর গর্বে, ঠাকুর
1. A – iii    B – iv    C – ii    D – i
2. A – ii.    B – iv.   C – i.    D – iii
3. A – ii.    B – i.    C – iv.   D – iii
4. A – iv.   B – iii.   C – ii    D – i
■ উত্তর –  3

২৫) “গিরি, এবার আমার উমা এলে, আর উমা পাঠাব না”
– এই পদে উমার স্বামীর যে দুটি নাম উল্লিখিত হয়েছে সে দুটি হল :
1. আশুতোষ, শিব
2. আশুতোষ, মৃত‍্যুঞ্জয়
3. মৃত‍্যুঞ্জয়, শিব
4. হর, শঙ্কর
■ উত্তর – 3

২৬) ‘পঞ্চভূত’ গ্রন্থটি উৎসর্গ করা হয় :
1. মহারাজ জগদিন্দ্রনাথ রায়কে
2. মহারাজ বীরচন্দ্রমাণিক‍্যকে
3. জগদীশচন্দ্র বসুকে
4. জগদানন্দ রায়কে
■ উত্তর – 1

২৭) মধ‍্যযুগের পাঠ‍্য কাব‍্য কবিতা অনুসরণে যে বিকল্পে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. বহল বাট দুই আর ন দিশ‌অ – চর্যার যে পদকর্তার গানে এই পঙক্তিটি আছে তিনি হলেন সান্তিপাদ।
B. কাশীরাম দাসের মহাভারত অনুসারে মন্দপাল ঋষির জ‍্যেষ্ঠপুত্রের নাম সারিসৃক্ক।
C. যত নিবারিতে চাই নিবার ন যায় রে – চন্ডীদাসের এই পদে রাধা প্রথমে শ্রবণেন্দ্রিয় তারপর রসনার অবাধ‍্য বিপরীত আচরণের কথা বলেছেন।
D. পদ্মাবতী কাব‍্যে অষ্টনায়িকার ভেদ বর্ণনাকালে রত্নসেন সপ্তমস্থানে যে নায়িকার উল্লেখ করেছেন তিনি হলেন স্বয়ংদূতিকা।
E. চৈতন‍্যচরিতামৃত কাব‍্য অনুসারে শ্রীরূপ যাঁকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে চৈতন‍্য দর্শনে গিয়েছিলেন তিনি হলেন, শ্রীবল্লভ।
1. A, C, D
2. B, C, D
3. A, D, E
4. C, D, E
■ উত্তর – 3

২৮) স্ত্রীর প্রতি স্বামীর উক্তি                                     স্বামী
A. তাই তো বলি তোমার মতিগতি বোঝা ভার       i) মন্মথ
B. আস্ত একটা অকর্মার ধাড়ী                              ii) প্রণব
C. এ অধম তোমার প্রসাদ পেত না                      iii) অমূল‍্য
D. শুচিবায়ূর বাড়াবাড়ি করে সব মাটি করলে      iv) যতীন
1. A – iv    B – i.    C – ii     D – iii
2. A – ii.    B – iii.  C – iv    D – i
3. A – iii.   B – iv    C – i.    D – ii
4. A – iv    B – iii.   C – i.    D – ii
■ উত্তর – 2

২৯) যে বিকল্পটির ক্ষেত্রে কখনোই সম্পূর্ণ অবরোধ দেখা যায় না :
1. স্পর্শ ধ্বনি
2. ঘৃষ্ট ধ্বনি
3. নাসিক‍্য ধ্বনি
4. উষ্মধ্বনি
■ উত্তর – 4

৩০) ময়মনসিংহ গীতিকা অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. দস‍্যু কেনারামের পালায় চান্দের গোত্র ভরদ্বাজ।
B. একমাত্র পালঙ্ক স‌ইকে সাক্ষী রেখে মহুয়া নদের চাঁদকে স্বামী বলে উল্লেখ করেছে।
C. মহুয়া পালায় নদের চাঁদের বারমাসীতে ফাল্গুন থেকে অগ্রহায়ণ মাসের উল্লেখ আছে।
D. বিদেশ যাত্রার সময় বেদের দল সঙ্গে নিয়েছিল বিভিন্ন ধরণের পশু, পাখি এবং রাও চন্ডালের হাড়।
E. শিবের পুজা করে পাওয়া গিয়েছিল বলে কেনারাম নাম রাখা হয়েছিল।
1. A, B, E
2. B, C, D
3. A, C, D
4. A, D, E
■ উত্তর – 3

৩১) ছান্দসিকের মন্তব‍্য অনুসরণে যে বিকল্পে সবকটি শুদ্ধ :
A. ‘ছন্দ যথার্থ কবিতার কৃত্রিম অলঙ্কার নহে, ইহা তাহার সহজাত ও স্বতঃস্ফূর্ত দেহলাবণ‍্য’ – ‘ছন্দোতত্ত্ব ও ছন্দোবিবর্তন’ বইতে এই মন্তব‍্য তারাপদ ভট্টাচার্যের।
B. ‘ব‍্যাপক অর্থে ধরিলে ছন্দঃ সর্ববিধ সুকুমার কলার লক্ষ্মণ’ – ‘বাংলা ছন্দের মূলসূত্র’ ব‌ইতে এই মন্তব‍্য করেছেন অমূল‍্যধন মুখোপাধ‍্যায়।
C.’একদিন বাংলা ছন্দের মিল‌ই ছিল প্রধান অবলম্বন, এমনকি ছন্দ বলিতে মিলবিন‍্যাস‌ই বুঝাইত’ – ‘বাংলা কবিতার ছন্দ’ ব‌ইতে এই মন্তব‍্য মোহিতলাল মজুমদারের।
D. ‘বাংলা ছন্দের পর্বাঙ্গ বিভাগের সংকেতগুলি ভারতীয় সঙ্গীতের তাল বিভাগের অনুরূপ’ – ‘ছন্দ’ ব‌ইতে এই মন্তব‍্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
E. ‘বাংলা ছন্দ বাস্তবিক quantitive বা মাত্রাগত।’ – ‘ছন্দ পরিক্রমা’ ব‌ইতে এই মন্তব‍্য করেছেন প্রবোধচন্দ্র সেন।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
■ উত্তর – 1

৩২) কবি মুকুন্দের চন্ডীমঙ্গল অনুসরণে শিবের পারিজাতমালা গ্রহণের জন‍্য গুহ গণেশের কন্দল ও সমাধানকল্পে তীর্থভ্রমণের নিদানে গুহ যে যে তীর্থে গিয়েছিল তার শুদ্ধ ক্রমটি হল :
A. দক্ষিণ প্রয়াগ    B. নীলাচল    C. তমুলুপ্ত   D. মথুরা    E. ত্রিবেণী
1. B,E,A,D,C
2. C,A,E,B,D
3. D,B,A,E,C
4. E, B, D,C,A
■ উত্তর – 2

৩৩) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন‍্যাস অবলম্বনে অর্জুনবর্মাকে কেন্দ্র করে বিদ‍্যুন্মালার মনোভাব সূচক বাক‍্যগুলির শুদ্ধ ক্রমটি হল :
A. নৌকা ছাড়িয়া জলে ঝাঁপাইয়া পড়িয়া তীরের দিকে যাইতে হ‌ইবে। এবার অগাধ জলে সাঁতার।
B. বিদ‍্যুন্মালার মনে সুখ নাই ; ভাগ‍্যবিধাতা যেন একহাতে সব দিয়া অন‍্য হাতে সব হরণ করিয়া ল‌ইতেছেন।
C. কুমারী বিদ‍্যুন্মালা যথারীতি পম্পাপতির মন্দিরে যাতায়াত করিতেছেন। তাঁহার অন্তরে হরিষে বিষাদ।
D. বিদ‍্যুন্মালা নিজ হৃদয়ের প্রচ্ছন্ন কথাটি জানিতে পারিলেন।
E. বিদ‍্যুন্মালার ইন্দীবর নয়নে শুষ্ক উৎকন্ঠা। জীবন এত জটিল কেন।
1. B,D,A,E,C
2. D,A,C,E,B
3. E,B,D,A,C
4. C,E,B,D,A
■ উত্তর – 3

৩৪) নীচে অলঙ্কার প্রসঙ্গে যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. প্রতিবস্তুপমায় একটি বাক‍্য প্রাকরণিক, অপরটি অপ্রাকরণিক।
B. দৃষ্টান্ত ও বিভাবনা দুটি স্বতন্ত্র বাক‍্যের অলঙ্কার।
C. দৃষ্টান্ত অলঙ্কারে উপমেয় ও উপমান বিম্বপ্রতিবিম্ব, কিন্তু সাধারণ ধর্ম বস্তু প্রতিবস্তু ভাবাপন্ন।
D. ব‍্যতিরেক অলঙ্কারটি ভেদমূলক অলঙ্কার।
E. অপ্রস্তুত প্রশংসা অলঙ্কারে ‘প্রশংসা’ শব্দটির অর্থ ব‍্যঞ্জনা বা বিশদ।
1. A, D, E
2. A, B, D
3. B, C, E
4. C, D, E
■ উত্তর – 1

৩৫) “সম্মুখ ঊর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ / দিব না দিব না যেতে, নাহি শুনে কেউ,
নাহি কোনো সাড়া”
1. অতিশয়োক্তি
2. বিষম
3. ব‍্যতিরেক
4. অপহ্নুতি
■ উত্তর – 1

৩৬) “যেন এর ক্ষয় নেই বৃদ্ধি নেই জরা নেই” – ‘গিরগিটি’ গল্পে এখানে কথকের উদ্দিষ্ট বস্তুটি হল :
1. ভুবনের জীবন পিপাসা
2. মায়ার চোখে বর্ষার পেয়ারা গাছ
3. উঠোনের ডানদিকে নিমগাছ
4. মায়ার থুতনি
■ উত্তর – 4

৩৭) “নিরস্ত্র মদন পানে / চাহিলা সুন্দরী শান্ত প্রসন্ন বয়ানে”
– উদ্ধৃতিটি ‘চিত্রা’ কাব‍্যগ্রন্থের যে কবিতার অংশ –
1. উর্বশী
2. জ‍্যোৎস্নারাত্রে
3. বিজয়িনী
4. প্রেমের অভিষেক
■ উত্তর – 3

৩৮) ‘হুতোম প‍্যাঁচার নকশা’ অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. জ্ঞানানন্দ প্রেমানন্দ হতে চালাক চোস্ত ও ধড়িবাজ লোক, অনেকস্থলে পোড় খাওয়া হয়েছে।
B. জ্ঞানানন্দ ও প্রেমানন্দ দুজনে পরস্পর হাত ধরাধরি করে হেলতে দুলতে যাওয়ায় বোধ হতে লাগল য‍্যান অ্যাকটা কাঁচাপোকা ও আরশুলা একত্র হয়ে চলেছে।
C. ধোপা ও গঙ্গাভক্তির দলটা বালিতে নাবায় প্রেমানন্দ হাঁপ ছেড়ে বাঁচলেন।
D. শ্রী জ্ঞানানন্দ দাস দেবের নিবাস শ্রীপাট কুমারনগর, জয়দেব গোস্বামী ওনার পূর্ব্ব পিতামহ।
E. ব্রাহ্মবাবু জ্ঞানানন্দের মুখের উপর পড়ে চিৎকার করে গান ধরেছিল, ‘চায় মন চিরদিন, পূজিতে সেই পুতুলে।’
1. C, D, E
2. A, B, C
3. A, B, D
4. B, C, E
■ উত্তর – 1

৩৯) “এই গানে অনন্তর বুক বেদনায় টনটন করিয়া উঠিল” – ‘তিতাস একটি নদীর নাম’ উপন‍্যাস অনুসরণে এখানে যে গানের কথা বলা হয়েছেসেটি হল :
1. রাই জাগো গো, আমার ধনী জাগো গো
2. সাত পাঁচ পুত্র যার ভাগ‍্যবতী মা
3. ও চাঁদ গৌর আমার শঙ্খ শাড়ি
4. মা যে মতি চায় সে মতি কর, কে আমাকে দোষে
■ উত্তর – 2

৪০) ছান্দসিক তারাপদ ভট্টাচার্যের ‘ছন্দো তত্ত্ব ও ছন্দ বিবর্তন’ ব‌ই অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ছন্দ শব্দের অধীন নহে, শব্দ‌ই ছন্দের অধীন।
B. ছন্দশাস্ত্রে সৌন্দর্যতত্ত্বের আলোচনা অপ্রাসঙ্গিক নহে। মনোবিজ্ঞান পাঠে শরীর তত্ত্বের জ্ঞান যতটা প্রয়োজনীয়, ছন্দোবিজ্ঞান পাঠে সৌন্দর্যত্ত্ব জানার প্রয়োজন তদপেক্ষা বেশী।
C. ছন্দ বলতে বুঝায় গতি সৌন্দর্য। গতি ও সৌন্দর্য একত্র মিলিত না হ‌ইলে ছন্দ বলা চলে না।
D. ছন্দ ভাষাগত এবং ভাষাবদ্ধ বিষয়। ইহা অর্থসাপেক্ষ, অর্থ ও ধ্বনির নিয়ন্ত্রণাধীন।
E. সাহিত‍্যিক ছন্দ সঙ্গীতগোত্রীয় বিষয় নহে।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
■ উত্তর – 1

৪১) পাঠ‍্য গল্প অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘সুন্দরম’ গল্পে সুকুমার প্রকাশ‍্যে বিদ্রোহ করেছিল মমতার সঙ্গে বিবাহ প্রস্তাবে।
B. ‘কুড়ানো মেয়ে’ গল্পে পুত্রবধূর মৃত‍্যুর পর মতিগঞ্জে বেহাইয়বাড়ি যাওয়ার সময়
অতীতের বিবাহযাত্রার কথা ভেবে সীতানাথের মন অত‍্যন্ত বিষণ্ণ হচ্ছিল।
C. ‘আজকাল কি আর ঐ ফ‍্যাশান চলে’ – যে বস্তুটি সম্পর্কে ‘আত্মভূক’ গল্পের বড় বৌ এর এই উক্তি সেটি কানবালা।
D. ‘দ্রৌপদী’ গল্পে মৃত‍্যুর সময় দুলন মাঝি ‘মাহো’ গর্জনের তাৎপর্য ব‍্যাখ‍্যা করে দিয়েছিল
ক‍্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু।
E. ‘বাদশা’ গল্পে একটা সুফলা বছরের সামনে দাঁড়িয়ে বাদশা আকাঙ্ক্ষা করেছিল নতুন চালের ভাপ ওঠা ভাতের মতো একটা সুস্বাদু মেয়েমানুষ।
1. A, B, D
2. B, C, D
3. A, C, E
4. A, D, E
■ উত্তর – 4

৪২) ‘পোয়েটিকস’ ও ‘উজ্জ্বলনীলমণি’ অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘পোয়েটিকস’ এর পাঁচ এবং ছাব্বিশ পরিচ্ছেদে মহাকাব‍্য সম্পর্কে আলোচনা আছে।
B. ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থে প্রগলভা নায়িকা প্রেম কৌশলে অতিশয় যত্নবতী এবং মান বিষয়ে অতিশয় কোমল।
C. ‘উজ্জ্বলনীলমণি’তে বলা হয়েছে কন‍্যা সর্বদাই মুগ্ধা, কোনো অবস্থান্তর নেই।
D. ট্রাজেডির অভিপ্রায়ের ব‍্যাপারটা প্রকৃতপক্ষে ভাষণ কলাশাস্ত্রের অন্তর্গত।
E. বিপ্রতীপতা ও উদঘাটন – দুটি একসঙ্গে থাকলে তবেই ট্রাজেডিকে জটিল বলা হয়।
1. A, B, E
2. A, C, D
3. B, C, D
4. C, D, E
■ উত্তর – 2

৪৩) সুধীন্দ্রনাথ দত্তের অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘জেসন’, ‘সংবর্ত’, ‘যযাতি’  তিনটি কবিতাই উত্তম পুরুষে রচিত।
B. অজানা অভিসারে ‘সোনার তরী’র আহ্বানের প্রসঙ্গ আছে ‘জেসন’ কবিতায়।
C. “..অন্তত সে জানে/সমাজের ঘুম নেই, শ্রুতি আছে দেওয়ালের কানে” – ‘সংবর্ত’ কবিতায় এ কথা বলা হয়েছে লীলা সম্পর্কে।
D. শান্তির চেয়ে স্বধর্মকেই শ্রেয় মনে করেছেন কথক ‘যযাতি’ কবিতায়।
E. ‘যযাতি’ কবিতার ছন্দোরীতি আঠারো মাত্রার মিশ্রবৃত্ত মহাপয়ার।
1. A, B, C
2. B, C, D
3. B, D, E
4. A, C, E
■ উত্তর – 4

৪৪) “খুব বড়ো একটা ছবি দেখিয়া মতি হঠাৎ লজ্জা পায়” – ‘পুতুল নাচের ইতিকথা’ অনুসরণে এই ছবিটি কিনতে চেয়ে একজন দর দিয়েছিল :
1. পাঁচশো টাকা
2. সাতশো টাকা
3. আটশো টাকা
4. হাজার টাকা
■ উত্তর – 2

৪৫) মন্তব‍্য : পবন সুরেন্দ্রকে আশীর্বাদ করে বলেছিল, “বেঁচে থাক বাবা। ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক”।
যুক্তি : কারণ সুরেন্দ্র বলেছিল সে পকেটে টাকা নিয়ে ঘুরছে ভূত ধরতে পারলেই নগদা নগদি নাম দেবে।
1. মন্তব‍্য ও যুক্তি উভয়েই ঠিক এবং যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যাখ‍্যা।
2. মন্তব‍্য ও যুক্তি উভয়েই ঠিক এবং যুক্তি মন্তব‍্যের যথার্থ ব‍্যাখ‍্যা নয়।
3. মন্তব‍্য ঠিক, যুক্তি ভুল
4. মন্তব‍্য ও যুক্তি উভয়েই ভুল
■ উত্তর – 2

৪৬) “শাস্ত্র ছেড়ে জ্ঞানী করে, জ্ঞানের গ্রহণ” – ঈশ্বর গুপ্তের ‘তত্ত্ব’ কবিতায় এরপর শাস্ত্র ও জ্ঞানকে যে দুটি বিষয়ের সঙ্গে তুলনা করা হয়েছে :
1. খড় ও ধান
2. প্রেম ও ভক্তি
3. অমৃত ও গরল
4. বীজ ও ফল
■ উত্তর – 1

৪৭) “গঙ্গাজলে যেই জনে তেজয়ে পরাণি/_ যায়ে সেই কহিল কাহিনী” – বিজয়গুপ্তের ‘পদ্মাপুরাণ’ অনুসরণে শূন‍্যস্থানে যে শব্দটি বসবে :
1. সূর্যালোক
2. বিষ্ণুলোক
3. ব্রহ্মলোক
4. শিবলোক
■ উত্তর – 3

৪৮) বিভিন্ন পত্র পত্রিকায় বা গ্রন্থে প্রকাশিত প্রবোধচন্দ্র সেনের কয়েকটি প্রবন্ধের নাম দেওয়া হল। প্রথম প্রকাশের শুদ্ধ ক্রমের বিকল্পটি হল :
A. ‘কড়ি ও কোমল’ এর ছন্দ        B. রাবীন্দ্রিক ছন্দ
C. রবীন্দ্রনাথ ও লৌকিক ছন্দ     D. বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান
E. রবীন্দ্রনাথের গদ‍্যকবিতার ছন্দ
1. B,D,A,E,C
2. C,E,D,A,B
3. D,E,C,A,B
4. E,C,D,B,A
■ উত্তর – 3

৪৯) বিবৃতি ১ : নামধাতুর বহুল ব‍্যবহার অন্ত‍্য মধ‍্য বাংলার অন‍্যতম বৈশিষ্ঠ‍্য।
বিবৃতি ২ : সংযোজক অব‍্যয় ‘ও’ এর ব‍্যবহার আধুনিক বাংলাতেই প্রথম লক্ষ‍্য করা যায়।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
■ উত্তর – 1

৫০) ভিক্ষু অনাথপিন্ডদের কাহিনির অনুষঙ্গ আছে নজরুল ইসলামের যে কবিতাটি হল :
1. বিদ্রোহী
2. পূজারিণী
3. আমার কৈফিয়ৎ
4. সব‍্যসাচী
■ উত্তর – 2

৫১) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থ অনুসরণে যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. পুরুষ ও নারী উভয়ের মনে সমভাবে সঞ্চারিত হলেও পুরুষের পূর্বরাগ যত সহজে প্রকটিত হয়, নারীর তা হয় না।
B. ধীরশান্তানুকূল নায়ক বিরুদ্ধ পরিবেশ‌ও অচঞ্চল ধৈর্যের পরিচয় দিয়ে প্রিয়ার চিত্তবিনোদনে কৃতকার্য হন।
C. শঠ নায়ক স্বভাবত মিথ‍্যাচারী, অন‍্য নায়িকার সম্ভোগচিহ্ন অঙ্গে ধারণ করেও নির্ভয়ে উপস্থিত হন প্রিয়ার কাছে।
D. যে মানময়ী নায়িকা অপরাধী প্রিয়কে উপহাসের সঙ্গে বক্রোক্তি করে তাকে বলা হয় ধীরা।
E. অন‍্যান‍্য রসশাস্ত্রে ‘ধূর্ত’ প্রভৃতি যেসব নায়কভেদ কথিত আছে, উজ্জ্বলনীলমণি গ্রন্থেও তা পরম সমাদরে গৃহীত হয়েছে।
1. A, B, D
2. B, C, E
3. C, D, E
4. A, C, D
■ উত্তর – 1

৫২) ‘মেঘনাদ বধ কাব‍্য’ থেকে প্রদত্ত অংশগুলি যে ক্রমে এসেছে :
A. …পশে যদি কাকোদর গরুড়ের নীড়ে/ফিরি কি সে যায় কভু আপন বিবরে
B. শীঘ্র ডাকি আন হেথা তোর সীতানাথে, বর্ব্বর! কে চাহে তোরে, তুই ক্ষুদ্রজীবী!
C. ধৌত করি দাহস্থল জাহ্নবীর জলে/লক্ষ রক্ষঃ শিল্পী আশু নির্ম্মিল মিলিয়া
D. এতেক কহিয়া রাজা, যথাবিধি লয়ে/গঙ্গোদক, অভিষেক করিলা কুমারে
E. হায় রে যেমতি/স্বর্ণচূড় শস‍্য ক্ষত কৃষীদলবলে/পড়ে ক্ষেত্র, পড়িয়াছে রাক্ষসনিকর
1. D,E,A,B,C
2. B,A,E,D,C
3. E,B,A,D,C
4. E,D,B,A,C
■ উত্তর – 4

৫৩) ‘শবাগার’ গল্প অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. পাপগান দিয়ে বছর আঠারোর একজনের খুনের সংবাদ মুকুন্দ শুনেছিল লিফটের জনৈক সহযাত্রীর কাছে।
B. মুকুন্দর বাস বঙ্কু সরকার লেনের পৈতৃক বাড়িতে।
C. মুকুন্দর পকেটে যে এলাচের মোড়কটি ছিল সেটি তার‌ই কোনো এক সময়ের লন্ড্রি বিল।
D. মনুকে যেদিন পুলিশ অ্যারেস্ট করেছিল সেদিন মুকুন্দ রাত প্রায় বারোটায় বাড়ি ফিরেছিল।
E. “শীতলপটির মতো গায়ের চামড়া, দেহটি নধর” – এটি সদ‍্যোস্নাত শিপ্রার বর্ণনা।
1. A, C, D
2. B, D, E
3. C, D, E
4. A, B, E
■ উত্তর – 2

৫৪) প্রমিত বাংলায় তালু দন্তমূলীয় উষ্মধ্বনিটি হল :
1. চ্
2. জ্
3. শ্
4. য়্
■ উত্তর – 3

৫৫) “যাবত থাকয়ে মোর এই অবতার/তাবত কহিলে কারে করিমু সংহার”
– ‘চৈতন‍্যভাগবত’এ প্রভু শ্রীগৌরসুন্দর এই কথা যাকে বলেছেন –
1. বৃন্দাবন দাস
2. মুরারি গুপ্ত
3. তৈর্থিক ব্রাহ্মণ
4. দ্বিগ্বিজয়ী পন্ডিত
■ উত্তর – 3

৫৬) উক্তি  (মেঘনাদ বধ কাব‍্য থেকে)                             বক্তা
A. কি ছার সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র ?         I. বীরভদ্র
B. অধর্ম্মচারী কে আছে জগতে তোর সম, রক্ষরাজ ?    II. লক্ষ্মণ
C. যাও ফিরি স্বর্ণলঙ্কাধামে, রক্ষোরাজ!                         III. সুগ্রীব
D. মরে পুত্র জনকের পাপে                                           IV. ইন্দ্রজিৎ
1. A – IV   B – III.    C – I.   D – II
2. A – III.   B – IV.   C – I.    D – II
3. A – III.   B – IV.   C – II.   D – I
4. A – II.    B – I.     C – IV.  D – III
■ উত্তর – 1

৫৭) প্রমথ চৌধুরীর ‘ভারতচন্দ্র’ প্রবন্ধটি হল লেখকের :
1. শান্তিপুর সাহিত‍্য সম্মিলনীতে প্রধান অতিথির অভিভাষণ
2. শান্তিপুর সাহিত‍্য সম্মিলনীতে সভাপতির অভিভাষণ
3. শান্তিপুর সাহিত‍্য সম্মিলনীতে সম্পাদকের অভিভাষণ
4. শান্তিপুর সাহিত‍্য সম্মিলনীতে আহ্বায়কের অভিভাষণ
■ উত্তর – 2

৫৮) ” _ জন‍্য বড়কাকা বিখ‍্যাত” – ‘পেশাবদল’ গল্প অবলম্বনে শূন‍্যস্থানে যে শব্দযুগল বসবে :
1. দুর্জয় সাহসের
2. নির্ভেজাল চালাকির
3. হরেক ফন্দি ফিকিরের
4. উপস্থিত বুদ্ধির
■ উত্তর – 4

৫৯) ‘পোয়েটিকস’ এ বলা হচ্ছে “সম্পূর্ণ সচেতনভাবে একটি কাজ করার জন‍্য প্রস্তুত হয়ে শেষ পর্যন্ত কিছুই না করার মতো নিকৃষ্ট ব‍্যাপার আর কিছুই নেই। তা আমাদের পীড়িত করে, অথচ ট্রাজেডির অনুভূতি জাগায় না এবং কোন যন্ত্রণার বোধ সেখানে থাকে না। কাজেই এই ধরণের ব‍্যাপার কেউ করেন না, দু একটি ব‍্যতিক্রম অবশ‍্য‌ই আছে” – এখানে যে ব‍্যতিক্রমের কথা বলা হয়েছে, তার মধ‍্যে একটি :
1. মেদেয়া নাটক
2. আন্তিগোণে নাটক
3. ইফিগেনিয়া নাটক
4. ক্রেসফোনতেস নাটক
■ উত্তর – 2

৬০) “আমা হৈতে ভয় না করিহ চারিজন / যে বর মাগহ দিব করিলাম পণ”
– কাশীরাম দাসের মহাভারতে মন্দপাল ঋষির চার শিশুপুত্রকে এই অভয় দিয়েছিলেন :
1. কৃষ্ণ
2. বরুণ
3. ইন্দ্র
4. অগ্নি
■ উত্তর – 4

৬১) ‘প্রথম পার্থ’ নাটক অনুসরণে যে বিকল্পে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘অনিবার্য তোমার পতন। আমার দুঃখ হয় তোমার জন‍্য’ – কর্ণের উদ্দেশ‍্যে এই উক্তির বক্তা দ্রৌপদী।
B. ‘এ যুদ্ধে সকলেই পরাজিত হবে’ – এ উক্তি কৃষ্ণের।
C. ‘সব হত‍্যাই ভ্রাতৃহত‍্যা’ – এই উক্তি প্রথম বৃদ্ধের।
D. নাটকের সূচনা মঞ্চে দেখা যায় শুধু দুই ব্রাহ্মণকে।
E. কুরুক্ষেত্রে যুদ্ধারম্ভের পূর্বদিন : মাস অঘ্রান, তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী।
1. A,B,C
2. A,B,E
3. B,C,D
4. C,D,E
■ উত্তর – 2

৬২) সংলাপ (ব‍্যাসের কাশী নির্মাণ উদ‍্যোগ অংশ থেকে)
A. কে তুমি কি শক্তি আছে তোমার/শিব বিনা কাশী কে করে আর
B. তুমি কি করিবা কাশী লঙ্ঘিয়া তাঁহারে/কাশীপতি বিনা কাশী কে করিতে পারে।
C. শিবের লঙ্ঘিবা কাশী প্রকাশিবা/কেন কর হেন আশ
D. তথাপি শিবের সঙ্গে করিয়া বিরোধ/কাশী করিবারে চাহ এ বড় দুর্ব্বোধ।
বক্তা
I. ব্রহ্মা
II. অন্নপূর্ণা
III. গঙ্গা
IV. বিশ্বকর্মা
1. A – II   B – IV   C – I.   D – III
2. A – II   B – III.   C – IV   D – I
3. A – IV. B – III.  C – I.   D – II
4. A – III. B – I   C – IV.  D – II
■ উত্তর – 4

৬৩) নাটক (পোয়েটিকস অবলম্বনে)   নাট‍্যকার
A. আলকমাইওন                           I. আয়াসুখলাস
B. আহত ওদুসসেউস                    II. ইউরিপিদিস
C. প্রোমেথিউস                              III. তেলেগোনাস
D. মেদেয়া                                      IV. আসতুদামাস
1. A – IV   B – I   C – II   D – III
2. A – II   B – III.   C – IV   D – I
3. A – IV. B – III.  C – I.   D – II
4. A – III. B – IV   C – II.  D – I
■ উত্তর – 3

৬৪) ‘বারাণসী’ থেকে ‘বেনারস’ রূপে উচ্চারিত হলে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়-
1. স্বরসংগতি
2. ব‍্যঞ্জনসংগতি
3. দ্বিমাত্রিকতা
4. ধ্বনিবিপর্যয়
■ উত্তর – 4

৬৫) কথ‍্য প্রাকৃত         নিদর্শন
A. দক্ষিণ পশ্চিমা      I. ধৌলী
B. প্রাচ‍্যা                   II. কালসী
C. প্রাচ‍্য মধ‍্যা            III. শাহবাজগড়ী
D. উত্তর পশ্চিমা       IV. গির্নার
1. A – IV   B – I   C – II    D – III
2. A – II    B – I    C – IV   D – III
3. A – IV.  B – II.  C – I.    D – III
4. A – III.  B – I    C – IV.  D – II
■ উত্তর – 1

৬৬) বুদ্ধদেব বসুর ‘জীবনানন্দ এর স্মরণে’ অনুসরণে যে বিকল্পে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘টুটা-ফুটা’র রচয়িতা অচিন্ত‍্যকুমার।
B. ‘শ‍্যামল মিত্র’ বা ওইরকম কোনো ছদ্মনামে বিষ্ণু দে ‘প্রগতি’ পত্রিকার জন‍্য যে কবিতাটি পাঠিয়েছিলেন তা ছিল ‘ছন্দরিক্ত নিপুণ একটি গদ‍্যকবিতা’
C. জীবনানন্দ দাশের নীলিমা কবিতাটি প্রকাশিত হয়েছিল ‘প্রগতি’ পত্রিকায়।
D. জীবনানন্দ দাশের ‘নির্জন স্বাক্ষর’ কবিতার পূর্বনাম ছিল ‘পুরোহিত’
E. হেনরি মিলার ছিলেন মার্কিন লেখক – যিনি Remember to Remember এর লেখক।
1. A, B,C
2. B,C,D
3. C,D,E
4. A,D,E
■ উত্তর – 4

৬৭) ইংরেজি উদ্ধৃতি (অবনীন্দ্রনাথের প্রবন্ধ অনুসরণে)
A. Art is not a pleasure trip, it is a battle, a mill that grinds.
B. Inspiration! Ah! That is a romantic old idea void of all sense.
C. We have seen mere happenings, but not the deeper trurth which is measureless joy.
D. Those organs which guide an animal are under man’s guidance and control.
বক্তা
I. গ‍্যেটে
II. মিলেট
III. রোঁদা
IV. রবীন্দ্রনাথ
1. A – II   B – IV   C – I   D – III
2. A – II   B – III.   C – IV   D – I
3. A – IV. B – III.  C – II   D – I
4. A – III. B – IV   C – I.  D – II
■ উত্তর – 2

৬৮) “এখন নব‍্য সম্প্রদায়ের মধ‍্যে কোনো কাজ‌ই বাঙ্গালায় হয় না” – উদ্ধৃতিটি যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে :
1. বঙ্গদেশের পত্র সূচনা
2. নূতন কথা গড়া
3. বাঙ্গালা ভাষা
4. প্রাচ‍্য ও পাশ্চাত‍্য (স্বধর্ম ও জাতিধর্ম অধ‍্যায়)
■ উত্তর – 1

৬৯) ‘নবান্ন’ নাটকের উল্লেখিত দৃশ‍্যের মঞ্চনির্দেশগুলির শুদ্ধ ক্রম হল :
A. ‘মাথার উপরে সিদ্ধিদাতা গণেশের প্রতিকৃতি। নীচে দেয়ালের গায়ে সিঁদুরের গোলা দিয়ে বিচিত্রিত ‘শ্রী শ্রী কালীমাতার শ্রীচরণ ভরসায় এই কারবার করিতেছি।’ পাশে লাল কাপড়ে বাঁধাই করা স্তূপীকৃত খাতাপত্র। ঘরের মাঝখানে বিরাট একটা দাঁড়িপাল্লা।
B. মরা গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তর। সুদূর দিগন্তের পশ্চিমাকাশে অস্তমিত সূর্যের রক্তিমাভা। সূর্য ডোবে ডোবে। গোধূলি আলোয় উদ্ভাসিত হয়ে গেছে চরাচর।
C. কাঁচা পাতা, পল্লব, ডাল, সব ছিঁড়ে এসে পড়ে উঠোনে। দোচালাখানা নড়তে থাকে ঘন ঘন – যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর কী। বান আর ঝড়ের তান্ডবলীলা চলতে থাকে অব‍্যাহত – সাঁই সো সন্।
D. দিবাবসানে চরাচর আচ্ছন্ন করে দুর্গত পল্লীর বুকে নেমে এসেছে রাত্রি।
E. নিখরচার লঙ্গরখানা। ম‍্যারাপের থামে পোস্টার লটকানো – ফ্রি কিচেন। মঞ্চের গভীরে বহু নিঃস্ব নিরন্ন ভিড় করে বসে আছে।
1. D,A,E,C,B
2. A,C,B,E,D
3. D,C,A,E,B
4. B,A,C,D,E
■ উত্তর – 3

৭০) অ্যারিস্টটল যে চরিত্রটির প্রতি বিরূপ ছিলেন :
1. মেলানিপ্প
2. আখিল্লেস
3. আগামেনন
4. মেনেলাওস
■ উত্তর – 4

৭১) “ডাকতে মন চায় কিন্তু লজ্জায়/হয় না হায় হায় এমনি দিন যায়
ওই হরিণ চোখ চাউনি টুক তোর / র‌ইল সঞ্চয় ঝাঁঝরা পাঁজরায়”
– উদ্ধৃত কবিতাংশটিতে দ্বৈতছন্দোরীতি ও পর্বগত মাত্রার যে বিশেষত্ব প্রকাশ পেয়েছে :
1. মিশ্রবৃত্ত ও সাতমাত্রার কলাবৃত্ত
2. দলবৃত্ত ও সাতমাত্রার কলাবৃত্ত
3. দলবৃত্ত ও মিশ্রবৃত্ত
4. দলবৃত্ত ও পাঁচ মাত্রার মিশ্রবৃত্ত
■ উত্তর – 2

৭২) পাঠ‍্য প্রবন্ধ অনুসরণে যে বিকল্পে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. “বিশ্বজগতের রঙটা ফুটফুটে গোলাপীও নয়, চটচটে কালোও নয়” – অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা’ থেকে উদ্ধৃত।
B. “তত্ত্বান্বেষী মনে স্বত‌ই প্রশ্ন জাগে, সৌন্দর্যের অবস্থিতি কোথায়, সে কি দৃশ‍্যবস্তুর ধর্ম, না দ্রষ্টার মনোগত প্রতিক্রিয়া মাত্র” – ‘সুন্দর ও বাস্তব’ প্রবন্ধ থেকে উদ্ধৃত।
C. ‘সৌন্দর্য উপভোগের ক্ষমতা মানবজীবনের প্রধান সম্পত্তি’ – ‘সৌন্দর্য তত্ত্ব’ প্রবন্ধ থেকে উদ্ধৃত।
D. ‘আয়নাতে যেমন নিজের নিজের চেহারা তেমন মনের দর্পণেও আমরা প্রত‍্যেকে নিজের মনোমতোকে সুন্দর‌ই দেখি’ – ‘দৃষ্টি ও সৃষ্টি’ প্রবন্ধ থেকে।
E. ‘অপরূপকে রূপ দিয়ে, অসুন্দরকে সুন্দর করে, অবোলাকে সুর দিয়ে, ছবিকে প্রাণ, রঙহীনকে রঙ দিয়ে চলল মানুষ’ – ‘সৌন্দর্যের সন্ধান’ থেকে নেওয়া।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
■ উত্তর – 1

৭৩) জীবনানন্দ দাশের কবিতা অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘ইন্দ্রধনু ধরিবার ক্লান্ত আয়োজন/হেমন্তের কুয়াশায় ফুরাতেছেঅল্পপ্রাণ দিনের মতন” – ‘সিন্ধুসারস’ কবিতায় এই বর্ণনা পাওয়া যায়।
B. গান আর সোনা, তেল, কাগজের খনিকে দুটি ভিন্ন মেরুতে স্থাপন করা হয়েছে রাত্রি কবিতায়।
C. বোধ কবিতায় পাঠকের কাছে কথকের প্রশ্ন – ‘সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়’
D. পিপুল গাছে বসা এক দ্রষ্টা পেঁচার কথা আছে ‘রাত্রি’ কবিতায়।
E. ‘হায় চিল’ ও ‘সিন্ধুসারস’ কবিতা দুটির কথনরীতির সাদৃশ‍্য আছে।
1. A,B,C
2. A,B,E
3. C,D,E
4. B,D,E
■ উত্তর – 2

৭৪) বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে নানাস্থান থেকে কুটুম্বরা এসেছিল। ‘পথের পাঁচালী’ উপন‍্যাস অবলম্বনে প্রদত্ত নামগুলির ক্রম উল্লেখ করো :
A. কলিকাতা   B. মুঙ্গের   C. কাশী   D. গয়া    E. এলাহবাদ
1. B,E,A,D,C
2. E,A,C,D,B
3. B,D,A,E,C
4. D,B,E,A,C
■ উত্তর – 4

৭৫) ‘নবান্ন’ নাটকের শেষ দৃশ‍্যে গরু দৌড়ে যার গরু জেতে :
1. রহমৎউল্লা
2. বরকত
3. ফেকু মিঞা
4. সিরাজ
■ উত্তর – 1

৭৬) সূর্যমুখীর পত্রাংশ
A. তোমার সংবাদের জন‍্য আমি সর্বদা ব‍্যস্ত থাকি, জান না ?
B. আমাদিগের দিনকাল গিয়েছে। দিনকাল থাকিলে আমার এমন দশা হ‌ইবে কেন ?
C. তুমি ব‌ই আর আমার সুহৃদ কেহ নাই। একবার এসো।
D. আর তোমাকে আর একবার দেখিয়া যাইব সাধ ছিল।
পরিচ্ছেদ
I. অষ্টাবিংশ
II. পঞ্চবিংশ
III. একাদশ
IV. দ্বাদশ
1. A – III   B – I    C – IV   D – II
2. A – II    B – III. C – IV   D – I
3. A – IV.  B – I    C – II    D – III
4. A – III.  B – IV   C – I.   D – II
■ উত্তর – 2

৭৭) বিষ্ণু দে-র ‘গান’ কবিতায় দেবব্রত বিশ্বাসের গায়নের সূত্রে যে গানটির উল্লেখ আছে :
1.এ পরবাসে রবে কে
2. পরবাসী চলে এসো ঘরে
3. তোমার কথা হেথা কেহ তো বলে না
4. তুমি কি কেবলি ছবি
■ উত্তর – 4

৭৮) ‘পোয়েটিকস’ অনুসরণে ট্রাজেডির যে অংশের পরে কোনো কোরাস থাকে না –
1. এক্সোদ
2. প্রোলোগ
3. পারোদ
4. এপেইসোদ
■ উত্তর – 1

৭৯) “ধূম ও কালিই এখন তার সর্বস্ব” – ‘সংসার সীমান্তে’ গল্পে এখানে কথকের উদ্দিষ্ট বস্তু হল :
1. রজনীর মুখ
2. রজনীর মুখ ও দেহ
3. রজনীর হাতের কেরাসিনের ডিবা
4. রজনীর ঘরের চিমনি ভাঙা হ‍্যারিকেন লন্ঠন
■ উত্তর – 2

৮০) “…এ নাটক সাহেবদের গাল দিয়েছে” – ‘টিনের তলোয়ার’ নাটকে এই সংলাপে যে নাটক সম্পর্কে বলা হয়েছে :
1. গজদানন্দ নাটক
2. সুরেন্দ্র বিনোদিনী নাটক
3. সতী কি কলঙ্কিনী নাটক
4. তিতুমীর নাটক
■ উত্তর – 4

৮১) “অন‍্য জাতীয় ছন্দের তুলনায় মাত্রাবৃত্ত দুর্বল প্রকৃতির ছন্দ” – মন্তব‍্যটি যে গ্রন্থে উদ্ধৃত –
1. বাংলা কবিতার ছন্দ – মোহিতলাল মজুমদার
2. বাংলা ছন্দের মূলসূত্র – অমূল‍্যধন মুখোপাধ‍্যায়
3. ছন্দোতত্ত্ব ও ছন্দোবিবর্তন – তারাপদ ভট্টাচার্য
4. ছন্দপরিক্রমা – প্রবোধচন্দ্র সেন
■ উত্তর – 3

৮২) বিবৃতি ১ : অভিনবগুপ্তের অভিনব কল্পনা হল ভোগীকৃতি।
বিবৃতি ২ : অভিনবগুপ্তের মত অনুসারে রসের ভোগ ও প্রতীতি অভিন্ন।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক, বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল, বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
■ উত্তর – 3

৮৩) সংলাপ
A. লোক ভাড়া করে বিদ‍্যাসাগরের নামে ছড়া কাটায়, আমরা কোন ছার!
B. কি ধরবো? দীনবন্ধুই লিখতে জানেন না, আর কে লিখবে?
C. উনি বঙ্কিমকে মাইনে করে রাখবেন।
D. মহাকবি মাইকেল দুটি জিনিস বিদেশ থেকে এনে এদেশে প্রচলন করে গেলেন, অমিত্রাক্ষর ছন্দ আর সিগারেট।
বক্তা
I. বেণীমাধব
II. যদুগোপাল
III. প্রিয়নাথ
IV. হরবল্লভ
1. A – II    B – IV   C – III   D – I
2. A – II    B – I.    C – IV   D – III
3. A – IV.  B – III   C – II    D – I
4. A – III.  B – IV   C – I.   D – II
■ উত্তর – 2

৮৪) “কত সুখী সেই দরিদ্র শূদ্রাণী / যে লোলচর্ম ন‍্যুব্জ দেহে দেখতে পায়
তার ধবলকেশ পুত্রকে, কোনো শান্ত পরিশ্রমে নিযুক্ত!”
– ‘প্রথম পার্থ’ নাককে এটি যে চরিত্রের উক্তি –
1. কুন্তী
2. কর্ণ
3. প্রথম বৃদ্ধ
4. দ্বিতীয় বৃদ্ধ
■ উত্তর – 4

৮৫) ‘অচলায়তন’ নাটক অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. সেদিন উপাধ‍্যায় মশায় এক ঘর ছাত্রের সামনে বললেন, শোণপাংশু জাতটা এমনি যে তারা নিজের হাতে লোহার কাজ করে।
B. দিকচন্দ্রিকায় বলা হয়েছে উত্তর দিকের রঙটা হচ্ছে সবুজ, গন্ধটা মদমত্ত হাতির মতো, স্বাদটা ঈষৎ মিষ্টি।
C. বজ্রশুদ্ধিব্রত এইবার নিয়ে আয়তনে সাতাত্তরবার পূর্ণ হয়েছে।
D. দর্ভকপল্লীর লোকেরা পাটলা নদী থেকে পঞ্চকের জন‍্য স্নানের জল তুলে আনতে যায়।
E. দাদাঠাকুর পঞ্চককে বলেছিলেন : আমি তোমার প্রণাম গ্রহণ করবো না, তোমাকে প্রণত করবো।
1. A,C,E
2. A,C,D
3. A,B,D
4. B,C,E
■ উত্তর – A ও C শুদ্ধ

৮৬) ‘জীবনস্মৃতি’ অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘বাল্মীকিপ্রতিভা’ গীতিনাট‍্যের সুরগুলি অধিকাংশ‌ই বিদেশি।
B. ‘পৌলবর্জনী’ গল্পের সরস অনুবাদ ‘অবোধবন্ধু’ পত্রিকায় প্রকাশিত।
C. বাংলার বড় বড় সাহিত‍্যিকদের মধ‍্যে রবীন্দ্রনাথের মনে যাঁর স্মৃতি সবচেয়ে উজ্জ্বল ছিল, তিনি রাজেন্দ্রলাল মিত্র।
D. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ – এই সনেটের মধ‍্যেই রবীন্দ্রনাথের সমস্ত গ্রন্থের মর্মকথা আছে বলে মনে করতেন অক্ষয় চৌধুরী।
E. ‘ভগ্নহৃদয়’ পাঠ করে ত্রিপুরার রাজা বীরচন্দ্রমাণিক‍্য রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে আসেন।
1. B,C,E
2. A,C,D
3. A,B,E
4. A,D,E
■ উত্তর – B ও C শুদ্ধ

৮৭) কবিতা                                                        ছন্দোরীতি ও মাত্রা
A. রোদ্দুরের আঙুলে আঁকা মেঘের চেরা সিঁথি   I. কলাবৃত্ত
হঠাৎ খুলে দিলো স্মৃতির অন্তহীন ফিতে               ৪ মাত্রার পর্ব
B. হে মহাজীবন, আর এ কাব‍্য নয়                    II. কলাবৃত্ত
এবার কঠিন কঠোর গদ‍্যে আনো                       ৫ মাত্রার পর্ব
C. জাগাও শহরের প্রান্তে প্রান্তরে                       III. কলাবৃত্ত
ধূসর শূন‍্যের আজান গান                                    ৬ মাত্রার পর্ব
D. বরষার নির্ঝরে অঙ্কিত কায়                           IV. কলাবৃত্ত
দুই তীরে গিরিমালা কতদূর যায়                          ৭ মাত্রার পর্ব
1. A – II.   B – III   C – IV.   D – I
2. A – III   B – IV   C – I      D – II
3. A – II.   B – I.    C – IV    D – III
4. A – IV.  B – III.  C – II.   D – I
■ উত্তর – 1

৮৮) অ্যারিস্টটলের পোয়েটিক্স অনুসরণে যে বিকল্পে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ট্রাজেডিতে চরিত্রগুলিকে প্রত‍্যক্ষ দেখি বলে চমৎকার স্থান কম।
B. দিকায়‌ওগেনুস রচিত কুপ্রিয়া নাটকে অনুমান নির্ভর উদঘাটনের নিদর্শন আছে।
C. চরিত্রের আনুগত‍্য ভালো বা স্বাভাবিকতার ধারণা থেকে স্বতন্ত্র‍্য।
D. অ্যারিস্টটলের মতে ট্রাজেডির আনন্দ এক বিশেষ আনন্দ, নানারকমের আনন্দ ট্রাজেডিতে নেই।
E. যা হাস‍্যকর, তা নিম্নশ্রেণির হলেও অসুন্দর নয়।
1. A,C,E
2. A,C,D
3. B,D,E
4. B,C,D
■ উত্তর – 2

৮৯) “রবীন্দ্রনাথ একপ্রকার বেসরকারি লিগ স্থাপন করলেন – অব নেশনস নয়, অফ কালচারস” – মন্তব‍্যটি যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে –
1. জীবনশিল্পী ও রবীন্দ্রনাথ
2. ভারতীয় সংস্কৃতির স্বরূপ
3. রবীন্দ্রনাথ ও উত্তরসাধক
4. উত্তরতিরিশ
■ উত্তর – 1

৯০) ‘ঢোঁড়াই চরিত মানস’ অনুসরণে যে বিকল্পে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. বিশুনি কেওট গঞ্জের বাজারের দাগী আসামী, তিনটে বন্দুক নিয়ে সে বেপাত্তা হয়েছিল।
B. জিরানিয়া জেলার উচ্চবিত্ত পরিবারের লোকেরা সোস‍্যালিস্ট ও কমুনিস্ট দলকে সুশীলা ও কামিনী বলে বিদ্রুপ করে।
C. বিশুনি কেওট রামনেওজ মুন্সির কাছ থেকে ক্রান্তিদলের নাম করে দুশো টাকা নিয়েছিল।
D. মরগামার গয়লারা রবিবারে গরু দোয় না, সেদিন তারা ঘরদোর সাফ করে।
E. রতিয়া ছড়িদার চিমনি বাজারে রাঙা আলু কিনতে গিয়ে ঢোঁড়াইকে ভিক্ষা করতে দেখেছে।
1. A,C,D
2. C,D,E
3. A,B,E
4. B,C,D
■ উত্তর – 2