UGC NET JUNE 2023 (২০-৬-২০২৩)

১) নীচে প্রথম তালিকায় পাঠ্য কবিতা থেকে কয়েকটি গাছ বা ফুল ইত্যাদি উল্লেখ এবং দ্বিতীয়  কবিতার নাম দেওয়া হল:
তালিকা—১                 তালিকা—২
A. হিজল বন।                I) ঘর
B. জারুলের বেড়া।         II) ফুল ফুটুক না ফুটুক
C. কাঠখোট্টা গাছ।         III) মহুয়ার দেশ
D. দেবদারু।                   IV) সিন্ধুসারস
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরটি হল:
1. A- IV,    B-I,     C-II,     D-III
2. A-IV,     B-II,    C-III,    D-III
3. A-II,      B-III,   C-IV,    D-I
4. A- III,.   B-I,     C- II,    D-IV
★ উত্তর : 1

২) “কি ঐশ্বর্য্যি, কী দবদবা! দেশটাও চমৎকার! মা গঙ্গা দেখলে প্রাণ জুড়োয়! ” —‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাস অনুসরণে এখানে যে দেশটির কথা বলা হয়েছে সেটি হল:
1. ত্রিবেণী
2. মুকশুদাবাদ
3. নিত্যানন্দপুর
4. কলকাতা
★ উত্তর : 4

৩) নীচে ‘মেঘনাদবধ কাব্য’ অনুসরণে যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. ‘মেঘনাদবধ কাব্য’র প্রথম সর্গে  জানকীকে ‘পাবক শিখা রুপিনী’ বলে উল্লেখ করেছেন রাবণ।
B. ‘কোন্ গুণে,কহ, দেব, শুনি/কোন্ গুণে দাশরথি কিনেছে তোমারে?’- এখানে বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি হলেন যথাক্রমে ইন্দ্রজিৎ ও বিভীষণ।
C. ‘পর্বত–গৃহ ছাড়ি/ বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশে/ কার হেন সাধ্য যে সে রোধে তার গতি?’ – এ কথা বলেছিলেন প্রমীলা।
D. ‘কীর্তিবাস, কীর্তিবাস কবি,/এ বঙ্গের অলঙ্কার।’- মন্তব্যটি আছে কাব্যের প্রথম সর্গে।
E. ‘কৌটা খুলি, রক্ষোবধূ যত্নে দিলা/সীমান্তে; – এখানে সরমা সীতাকে সজ্জিত করছেন।
1. A, B, D
2. C, D, E
3. B, C, D
4. A, C, E
★ উত্তর : 4

৪) “___ চন্দ্রাতপ বান্ধব উপর
তার তোলে ভারত শুনহ নর বর॥ ”
কাশীদাসি মহাভারতের আদিপর্ব অবলম্বনে শূন্যস্থানে যে শব্দটি বসবে,সেটি হল :
1. কৃষ্ণবর্ণ
2. লোহিতবর্ণ
3. পীতবর্ণ
4. শ্বেতবর্ণ
★ উত্তর : 1

৫)  নীচের তালিকায় কয়েকটি কবিতার অংশ এবং দ্বিতীয় তালিকায় মাত্রাসহ কয়েকটি ছন্দরীতির নাম দেওয়া হল:
A. অর্ধেক রাত্রির মুখে আলো এসে      I.৮–১০ মাত্রার 
পড়ে, অর্ধেক নিজের কাছে স্তব্ধ              মিশ্রবৃত্ত
হয়ে আছে–
B. বহুদিন আমি আপস করতে             II. সাপ্তাহিক
চেয়েছি যৌবন তুমি আমার কষ্ট               কলাবৃত্ত
বোঝনি
C. একটি বটগাছ প্রাচীন সনাতন          III. ষন্মাত্রিক
তীব্র পুরুষের গন্ধ সারা গায়ে                    কলাবৃত্ত
D. সুখের অত্যন্ত কাছে বসে আছে        IV. পয়ারবন্ধের
অসুস্থ বিড়াল পশমের অন্তর্গত            (৮–৬) মিশ্রবৃত্ত
হয়ে আছে অসুস্থ বিড়াল
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরটি হল:
1. A- II, B- I, C- IV, D- III
2. A- IV, B- III, C- I, D- II
3. A- III, B- IV, C-I, D-II
4. A- IV, B-III, C-II, D- I
★ উত্তর : 4

৬) নীচে ‘সুন্দরম্’ গল্প অনুসরণে যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. সুকুমারের ব্রহ্মচর্য পালনের অন্যতম অঙ্গ ছিল নাভিমূলে চন্দনের প্রলেপ দিয়ে, অগুরু পুড়িয়ে যোগশাস্ত্রে দীপিকা পাঠ।
B. গল্পে প্রথম যখন তুলসীকে দেখা গেছে তখন তার পরনে ছিল,একটা খাটো,নোংরা ছেঁড়া শাড়ি আর হাতে একটা কৌড়ির তাবিজ।
C. কৈলাস ডাক্তার জানতেন লাসের ছাল ছাড়ানোর পর আলপাইন, নেগ্রিটো আর প্রোটো অস্ট্রালের পার্থক্য বোঝা যায় না।
D. যে মেয়েটিকে দেখে রানু বলেছিল ‘এ নিশ্চয় রাক্ষসগণ’ , তার নাম মমতা।
E.  সুকুমারের জন্য যে পাত্রীটিকে সুকুমারসহ সকলের পছন্দ হয়েছিলগল্পে তার নাম নেই।।
প্রদত্ত সংকেতে :
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, C, E
★ উত্তর : 3

৭) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্ত্তকের সম্বাদ: প্রথম প্রস্তাব’- এ উল্লেখিত ‘ঋগবেদবাদাৎ’ সাধ্বী স্ত্রী ন ভবেদাত্মঘাতিনী শ্লোকাংশটি যে শাস্ত্রের বচন হিসেবে উদৃধৃত হয়েছে,সেটি হল:
1. ব্রহ্মপুরাণ
2. অঙ্গিরাবচন
3. ব্যাসবচন
4. হারীতস্মৃতি
★ উত্তর : 1

৮) অ্যারিস্টলের ‘পোয়েটিক্স’ অনুসারে ট্রয়পতন কাহিনির অংশবিশেষ নিয়ে কাব্যরচনা করেছিলেন যিনি,তিনি হলেন:
1. এউরিপিদেস
2. সোফোক্লেস
3. দিকায়তগেনুস
4. আগাথোন
★ উত্তর : 1

৯)  নীচে জীবনস্মৃতি অনুসরণে প্রথম তালিকায় কয়েকজন ব্যক্তির উল্লেখ এবং দ্বিতীয় তালিকায় তাঁদের সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য দেওয়া হল:
A. নীলকমল ঘোষাল।          I) তিনি উপরে ক্লাসে       
                                               পড়াইতেন,তাঁহাকে আমি    
                                                ভালো করিয়া জানিতাম
                                                 না। 
B. লন্ডনের লাটিন শিক্ষক।      II) তাঁহাকে দেখিলেই মনে  
                                                হইত,তিনি সর্বদাই আপনার                                                                                           মধ্যে যেন একটি দেবো–
                                                পাসনা বহন করিতেছেন।
  C. ফাদার হেনরি                       III) তাঁহার বয়স কত ঠিক
                                                 জানি না কিন্তু তিনি যে
                                                  আপন বয়সের চেয়ে  বুড়া
                                                  হইয়া গিয়াছেন,তাহা
                                                  তাঁহাকে দেখিলেই বুঝা
                                                  যায়।
D. ফাদার ডি পেনেরান্ডার         IV) তাঁহার শরীর ক্ষীণ,
                                                 শুষ্ক ও কণ্ঠস্বর তীক্ষণ
                                                  ছিল।তাঁহাকে মানুষ
                                                  জন্মধারী একটি
                                                   ছিপছিপে বেতের মতো
                                                  বোধ হইত।
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরটি হল:
1. A-II,      B-III,     C-IV,     D-I
2. A-IV,     B-II,      C-I,       D-III
3. A-IV,     B-III,     C-I,       D-II
4. A-III,     B-II,      C-IV,     D-I
★ উত্তর : 3

১০) নীচে ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসন ও ‘জমিদার দর্পণ’  নাটক থেকে তালিকায় কয়েকটি সংলাপ এবং দ্বিতীয় তালিকায় কয়েকজন চরিত্রের নাম দেওয়া হল:
A. জমীদার বাপের সমান,কোথায় প্রজার  I) হরকামিনী
ধন–প্রাণ–মান রক্ষা করবেন, ওমা তা গেল
মাটি চাপা!       
B.  এঁরাই আবার বড়লোক! সাহেবদের      II) নূরন্নেহার
কাছে বসতে পান, কত খাতির হয়, তাতেই
আবার ন্যাজ ফুলে ফুলে ওঠে।   
C.  হায়, এই কলকেতায় যে আজকাল     III) আমিরণ
কত অভাগা স্ত্রী আমার মতন এইরূপ
ভোগ করে তার সীমা নাই।  
D.  জ্ঞানতরঙ্গিণী সভাতে এইরকম            IV) প্রসন্নময়ী।
জ্ঞানই হয়ে থাকে। 
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরটি হল:
1. A- I, B- III, C-IV D- II
2. A- III, B-IV, C-I, D-II
3. A- II, B- III, C- I, D- IV
4. A- IV, B-III, C-II, D- I
★উত্তর : 3

১১) কবিতা সিংহ ‘ আন্তিগোনে’ কবিতাটি লেখেন কেয়া চক্রবর্তীর উদ্দেশে। আন্তিগোনের সঙ্গে কেয়া চক্রবর্তীর যোগাযোগের সূত্রটি হল:
1. কেয়া চক্রবর্তী ‘ আন্তিগোনে’ নাটকটি অনুবাদ করেছিলেন।
2. কেয়া চক্রবর্তীর ছদ্মনাম ছিল আন্তিগোনে
3. কেয়া চক্রবর্তী আন্তিগোনের চরিত্রে অভিনয় করেছিলেন
4. কেয়া চক্রবর্তী আন্তিগোনের জীবন অবলম্বনে একটি উপন্যাস লিখেছেন
★ উত্তর – 3

১২) ‘পুতুল নাচের ইতিকথা ’ উপন্যাস অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল:
বিবৃতি ১: শশীর উপহার দেওয়া হারটি মতি একদিন খুঁজে পায়নি।
বিবৃতি ২: হার খুঁজে না পাওয়ায় মতি প্রথম সন্দেহ করে কুমুদকে,তারপর জয়াকে।
উপরের দুটি বিবৃতির সাপেক্ষে নীচের সংকেতে ঠিক বিকল্পটি হল:
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল।
★ উত্তর : 2

১৩) ‘শেষ রাতে চন্দ্রকিরণে প্রকাশমান শরৎকালীন মেঘ যেমন’
‘নিম্ন অন্নপূর্না’ গল্পের এই বর্ণনায় উপমেয় বস্তুটি হল:
1. পাখীর সুডৌল উদর
2. মিত্তির বাড়ির ছোট বউয়ের সদ্যস্নাত মুখমন্ডল
3. খেতুর মায়ের জল হাজা দৃষ্ট পা
4. প্রীতিলতার বালতি আর টোল খাওয়া ডেকচির জলে প্রতিফলিত সকালের আলো।
★ উত্তর : 1

১৪) নীচে প্রথম তালিকায় বাংলা শব্দে বিভিন্ন শ্রেণি এবং দ্বিতীয় তালিকায় তাদের দৃষ্টান্ত দেওয়া হল:
           তালিকা—১                       তালিকা—২
A. বিশেষ্য                                 I. অমুক
B. বিশেষণ                               II. উপরে
C. অব্যয়                                  III. পাঁচ
D. সর্বনাম                                IV. সুড়সুড়ি
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরটি হল:
1. A -III, B- IV, C-I D-II
2. A – IV, B- I, C-II, D-
3. A – III, B- II,C- IV, D- I
5. A – IV, B- III, C-II, D- I
★ উত্তর : 4

১৫) প্রাচীন যে ভারতীয় আলংকারিক রীতিকে আঞ্চলিক হিসেবে গ্রহণ না করে কবিপ্রতিভায় বিচিত্র প্রকাশ রূপে গ্রহণ করেন,তিনি হলেন:
1. মন্মটভট্ট
2. রুয্যক
3. কুন্তক
4. ভামহ
★ উত্তর – 3

১৬) ‘আমার জীবন’ আত্মস্মৃতির উল্লেখ অনুসারে রামসুন্দরী দাসী তাঁর হারানো নাকের বেশর ফিরে পেয়েছিলেন:
1. ৬০ বছর পর
2. ২২ বছর পর
3. ৪০ বছর পর
4. ৫০ বছর পর
★ উত্তর : 1

১৭) অ্যারিস্টটলের ‘পোয়েটিক্স ’ গ্রন্থ থেকে যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. উপকাহিনিতে ভরা কাহিনি নিকৃষ্ট হলেও ভালো কবিরা তেমন কাব্য লিখতে কখনো কখনো বাধ্য হন।
B. ‘অভিপ্রায়’ সম্পর্কে অ্যারিস্টটল ‘পোয়েটিক্স’ এ বিশদে আলোচনা করেছেন, কারণ তাঁর চেতনায় ‘অভিপ্রায়’ নাট্যকলার অন্তর্গত।
C. যে সব কবিরা সহানুভূতিশীল,তাঁরা ভাবগ্রাহী এবং যাঁরা ভাবোম্মাদ,তাঁরা উদবুদ্ধ।
D. বৈচিত্র্যহীনতা ট্র্যাজেডির অসফলতার একটি কারণ।
E. কবিতায় কবি যখন উত্তম পুরুষের কথা বলেন তখন তিনি অনুকারক নন।
1. A, B, D
2. B, C, E
3. A, D, E
4. C, D, E
★ উত্তর – 3

১৮) যেন একতাল মাংস নিয়ে বিধাতা গড়তে শুরু করেছিলেন, শেষ করে উঠতে ফুরসত পান নি।’
‘মুক্তাধারা’ নাটকে উপরের সংলাপটির লক্ষ্য হল:
1. মোহনগড়ের খুড়া–মহারাজ
2. উত্তরকূটের মানুষগুলো
3. রাজপ্রহরী উদ্ধব
4. ধনঞ্জয় বৈরাগী
★ উত্তর : 2

১৯) নীচে ‘ঢোঁড়াইচরিতমানস’ উপন্যাস অনুসরণে যে বিকল্পটিতে সবকটি শুদ্ধ :
A. ‘আমার মেয়ে কী চিড়িয়া নাকি যে খাঁচার মধ্যে বন্ধ রাখবে?’ — বলেছিল রবিয়ার বউ।
B. নীলকর সাহেবদের সঙ্গে হল্লার সময় বিলসন সাহেবের কাটা মাথা পাওয়া গিয়েছিল থানার বারান্দায়।
C. একটা কাকের আর একটা কাকের মুখে খাবার গুঁজে দেওয়ার দৃশ্য দেখা, সাগিয়ার মতে ঘরে অতিথি আসার লক্ষ্মণ।
D. বাবাসাহেবের নাতি গত বছর তার ঠাকুমার বালিস কেটে উনিশ টাকা বের করেছিল
E. ক্রান্তিদলের নির্দেশ মান্য করেই ঢোঁড়াই মোসম্মতের বাড়িতে খেয়েছিল, কিন্তু শোয়নি।
1. A, C, D
2. C, D, E
3. B, C, E
4. A, B, D
★উত্তর : 3

২১) হরপ্রসাদ শাস্ত্রীর ‘বঙ্গীয় যুবক ও তিন কবি’ প্রবন্ধ অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. কালিদাসের বর্ণনা এশিয়াময়। সিংহলদ্বীপ থেকে শুরু করে কৈলাসপর্বত পর্যন্ত সে বর্ণনা দূর থেকে অনুজ্জ্বল ছবির মতো হলেও তা খুবই মনোহারী।
B. কালিদাসের বর্ণনায় সব শান্তিময়, সব সুখময় বলে তা পড়লে মনে একরকম শান্তির ক্লান্তি জন্মায়।
C. কালিদাস যেন সাঙ্খমতের পুরুষ , নির্লিপ্ত বসে বসে তিনি যেন প্রকৃতির রঙ্গ দেখিয়ে যান।
D. কালিদাসের সমাজে যেন মনুর সময় হইতে একভাবে চলে আসছে।তার চুলমাত্র ব্যতিক্রম হয়নি।
E. কালিদাস সরস্বতীর বরপুত্র হতে পারেন, কিন্তু সাহিত্যে উপদেশাত্মক বাণী–বিতরণে তিনি নিস্পৃহ।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
★ উত্তর : 3

২২) নীচে ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাস থেকে প্রথম তালিকায় কয়েকটি উক্তি এবং দ্বিতীয় তালিকায় বক্তার নাম দেওয়া হল:
     তালিকা—১                                তালিকা—২
  A. আমি আর যাব না,                    I. মণিকঙ্কণা
     তোমরা যাও।
B. আমি একাই যাই।মানুষগুলি       II. অনিরুদ্ধ
কেমন জানা দরকার।
C. কাল প্রত্যুষে আলো ফোটার       III. অর্জুনদেব
সঙ্গে সঙ্গে যাত্রা করব।
D. আমি যাচ্ছি,কাল এই সময়         IV. চতুর্ভুজ
পৌঁছতে পারব।
উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে প্রদত্ত সংকেতে ঠিক উত্তরটি হল:
1. A- III, B-IV, C-I D-II
2.A- II, B-IV, C-I, D-III
3.A- IV, B- I, C-I, D-III
4.A- III, B- IV, C- II, D- I
★ উত্তর : 3

২৩) ‘দুর্গা কেবা? তাহে নাহি জানি
শুনি মায়ের সতিনী
কি কারণে অর্চ্চনা করিব ডাকিনীর?’
উদ্ধৃত অংশটি ‘জনা’ নাটকের যে চরিত্রের মুখে শোনা গেছে, তিনি হলেন:
1. মদনমঞ্জরী
2. জনা
3. অগ্নি
4. বিদূষক
★ উত্তর : 2

২৪) নীচে ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের ‘নতুন ছন্দ পরিক্রমা’ বইটি অনুসরণ করে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. মিশ্রবৃত্ত রীতিতে চতুর্মাত্রিক পর্বের ছন্দোবন্ধে ঘনঘন পর্বযতি লোপের প্রায়শ আট মাত্রা যুক্তপর্বক পূর্ণপদ ও ছয়মাত্রার অনুরূপ অপূর্ণপদ দেখা যায়।’ এই অভিমত প্রবোধচন্দ্র সেনের।
B. পঙক্তি বা শব্দের গোড়ায় ভিন্ন অন্য সকল জায়গায় যুক্ত অক্ষর প্রকৃতপক্ষে এক জোড়া অক্ষর।  কলাবৃত্ত রীতির বিশেষত্ব সমন্ধে এই অভিমত সত্যেন্দ্রনাথ দত্তের।
C. বাংলা ছন্দের তিন রীতির ‘বিশেষত্ব ও পরস্পরের সহিত পার্থক্য লয়ে, মাত্রা গুণিবার পদ্ধতিতে নয়।’ এই অভিমত অমূল্যধন মুখোপাধ্যায়।
D. ‘অক্ষরের সংখ্যা গণনা করে ছন্দের ধ্বনিমাত্র গণনা বাংলায় চলে না।’ উদ্ধৃত মন্তব্যটি মোহিতলাল মজুমদারের।
E. “বাংলা ছন্দোবিবর্তনের ইতিহাসে ‘মানসী’ কাব্যের ‘নিস্ফল উপহার’ কবিতার একটা বিশেষ গুরুত্ব আছে।” উদ্ধৃত মন্তব্যটি তারাপদ ভট্টাচার্যের।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. A, B এবং C
2. B, C এবং D
3. C, D এবং E
4. A, D এবং E
★ উত্তর : 1

২৫) “__ চোখ মুখ আরক্ত হইয়া উঠিল। তিনিই এ দলের প্রধান শিকারী।”
‘শ্রীকান্ত’ উপন্যাস অনুসরণে শূন্যস্থানে যে শব্দটি বসবে, সেটি হল:
1. কুমারজী
2. পুরুষোত্তমের
3. সূরযুর
4. ছট্টুলালের
★ উত্তর : 3

২৬) ‘উলট পুরাণ’ গল্পের ‘দি লন্ডন ফগ হইতে উদ্ধৃত’ অংশ থেকে কয়েকটি বাক্য নীচে দেওয়া হল:
A. তোমার সর্বনাশের উপরে ভারত তাহার ভোগবিলাসের বিরাট মন্দির খাড়া করিয়াছে।
B. বিদেশ হইতে গম আসে তবে তোমার রুটি প্রস্তুত হয়।
C. তোমার ভাল ভাল গো বংশ ভারতে নির্বাসিত হইয়াছে, সেখানকার হিন্দু–মুসলমান ক্ষীর–ছানা ঘি খাইয়া নির্দ্ধন্ধে মোটা হইতেছে।
D. ভারতের কার্পসবস্ত্র তোমার বিখ্যাত লিনেন শিল্প নষ্ট করিয়াছে।
E. তোমার ভেড়ার লাম ছাঁটাইমাত্রই পঞ্জাবে যাইতেছে, এবং তথা হইতে বনাত কম্বলরূপে ফিরিয়া আসিয়া তোমার অঙ্গে উঠিতেছে।
1. D,E,B,C,A
2. B,E,D,C,A
3. C,D,E,B,A
4. E,D,C,B,A
★ উত্তর : 2

২৭) নীচে কাব্যালংকার সম্পর্কে যে–বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. বিষয়ের অপ অপহৃব করে তার উপর বিষয়ীর অভেদ আরোপ করলে রূপক অলংকার হয়।
B. উক্তনিমিত্তা এবং অনুক্তনিমিত্তা বিভাবনার দুটি ভাগ।
C. আরোপের প্রশ্ন থাকায় উপমাশ্রেণির শীর্ষস্থানীয় অলংকারের নাম অতিশোয়ক্তি অলংকার।
D. স্বভাবোক্তি অলংকার সাদৃশ্যমূলক অলংকারের মধ্যে পড়ে না।
E. শব্দালংকার হলেও কাকুবক্রোক্তি শব্দের চেয়ে কণ্ঠের ভঙ্গির উপর বেশি নির্ভর করে।
1. A, B এবং E
2. B, C এবং D
3. B, D এবং E
4. A, B এবং D
★ উত্তর : 3

২৮) নিম্নলিখিত যে বিকল্পটি বাংলা স্বরধ্বনি ‘অ্যা’ এর বৈশিষ্ট্য নয়, সেটি হল:
1. নিম্ন মধ্য এবং সম্মুখ
2. সম্মুখ এবং অর্ধ বিবৃত
3. অর্ধবিবৃত এবং কুঞ্চিত
4. নিম্নমধ্যে এবং অর্ধবিবৃত
★সঠিক উত্তর : 3

২৯) ‘নবান্ন’ নাটক থেকে উল্লেখিত সংলাপগুলির শুদ্ধ ক্রম হল :
A. …পঞ্চাশ জনের জায়গায় এক হাজার। ভারত রক্ষা বিধানে লটকে যাবে যে বাবা।
B. …ভালো কঙ্কালের ছবির কারবার। কঙ্কালের ছবির ব‍্যবসা।
C. …বলছি সকলে মিলে গাঁতায় খাটলে কেমন হয়।
D. কাজ নেই কাবালা করে- মগরা বিলের জমি বেচে তো খেলে ?
E. দুরুস্তরের পথ আঁকাবাঁকা, তোমরা চলে যাও। তোমরা সব চলে যাও।
1. D,A,E,B,C
2. B,D,A,E,C
3. C,E,D,A,B
4. D,B,A,E,C
★ উত্তর – 4

৩০) বাংলা শব্দের গোত্র সম্পর্কে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. ‘গৃহিণী’ তৎসম এবং ‘শাঁখ’ অর্ধ তৎসম
B. ‘আদাব’ আরবি এবং ‘আল্লা’ ফারসি
C. ‘দারোগা’ তুর্কি এবং ‘তুরুপ’ ওলন্দাজ
D. ‘আপেল’ ইংরেজি এবং ‘পেরেক’ পোর্তুগিজ
E. ‘কার্তুজ’ ফরাসি এবং ‘চিংড়ি’ অস্ট্রিক
1. A, C, E
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
★ উত্তর : 3

৩১) নীচে প্রথম তালিকায় কয়েকটি কাব্যাংশ এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি অলংকারের নাম দেওয়া হল:
      তালিকা—১                                তালিকা—২
A. সোনার বরন মুখটি যে তার          I . ভ্রান্তিমান
অপূর্ব তার ছাঁদ,
সে মুখ দেখে লজ্জা পেয়ে লুকিয়ে
থাকে চাঁদ।
B. সেই মুখলাবণ্য অতীব সে           II. প্রতিবস্তুপমা
নিরুপম,
দেখে যদি ভাবো চাঁদ,তবে সেটা
বিক্রম।
C. মুগ্ধ হয়ে স্নিগ্ধ মুখের কোমল     III. ব্যতিরেক
আলো দেখে
চাঁদের জ্যোতি ভেবে চকোর তাকায়
অনিমিখে।
D. মুখখানি তার আলো ঝলমল      IV. নিশ্চয়
ছড়ায় অরূপ আভা।
চন্দ্রকিরণে আকাশ প্লাবিত
উজ্জ্বল তার শোভা।
1. A-III, B- IV, C-I D-II
2. A- II, B- I, C- III, D- IV
3. A-  I, B- III, C-II, D- IV
4. A- III, B-I, C-IV, D- II
★ উত্তর : 1

৩২) ‘কেবল বড় বড় লোকই কি তোমার প্রজা? আমরা গরীব বলে কি তুমি আমাদের মা হবে না?’
‘জমিদার দর্পণ’ নাটকে এই উক্তির বক্তা—শ্রোতার ঠিক বিন্যাসটা হল:
1. মহারানী ভিক্টোরিয়ার প্রতি আমিরণ
2. মহারানী ভিক্টোরিয়ার প্রতি নূরন্নেহার
3. মহারানী এলিজাবেথের প্রতি আমিরণ
4. মহারানী ভিক্টোরিয়ার প্রতি আবু মোল্লা
★ উত্তর : 2

৩৩) যৌগিক ক্রিয়া সম্পর্কে যে বিকল্পটি সবকটি মন্তব্য শুদ্ধ :
A. একাধিক পদ দ্বারা গঠিত
B. প্রথম পদটি অসমাপিকা
C. প্রথম পদটি সমাপিকা
D. পূর্বপদের অর্থপ্রাধান্য
E. আধুনিক বাংলার ক্রিয়ারূপে লিঙ্গের প্রভাব বিদ্যমান
1. A, B, D
2. A, C, E
3. B, D, E
4. A, C, D
★ উত্তর : 1

৩৪) ‘সভা কইরিয়া বইস্যা আছে ঠাকুর নদ্যার চান।’
‘মহুয়া পালা’র এই পঙক্তি অবলম্বনে নীচে দুটি বিবৃতি দেওয়া হল ,যার প্রথমটিকে মন্তব্য এবং দ্বিতীয় যুক্তি বলা হল:
মন্তব্য: মহুয়া পালা চৈতন্য পরবর্তী কালের রচনা।
যুক্তি: কারণ, চৈতন্যের আগে কারো নাম নদের চাঁদ হতে পারে না।
উপরের দুটি বিবৃতির সাপেক্ষে নীচের সংকেতে ঠিক বিকল্পটি হল:
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক এবং যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা।
2. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক কিন্তু মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়।
3. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল।
★ উত্তর : 1

৩৫) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ
A. ‘মালোর পুত,বড় বাঁচানটাই আজ বাঁচাইলা,’ একথা বলেছিল ছাদির।
B. ‘আল্লা বড় বাঁচান বাঁচাইছে আইজ।’ কাদির একথা তার ছেলেকে বলেছিল।
C. জোবেদ আলী হিসাবী লোক, কাউকে এক পয়সা ঠকায় না।
D. ‘মালোগুষ্টি সুখে আছে,মরছি আমরা চাষারা।’ একথা বলেছিল বাহারুল্লা।
E. ‘এ জীবনে কত বউরুপীরে নাচাইলাম।’ নিজামত মুহুরীর উক্তি।
1. A, B, C
2. B, D, E
3. B, C, D
4. A, B, D
★ উত্তর : 2

৩৬) ‘বিষবৃক্ষ’ উপন্যাস অনুসরণে কয়েকটি পরিচ্ছেদের শিরোলেখ নীচে দেওয়া হল :
A. অন্বেষণ
B. সরলা এবং সর্পী
C. অনাথিনী
D. এত দিনে সব ফুরাইল
E. মহাসমর
প্রদত্ত সংকেতে শুদ্ধ ক্রমের ঠিক বিকল্পটি হল :
1. C, B, D, E, A
2. B, E, C, D, A
3. E, C, A, D, B
4. C, B, A, E, D
★ উত্তর : 3

৩৭) ‘হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।’
উদ্ধৃত কবিতাংশ টিতে যে–ধরনের মিলের দৃষ্টান্ত রয়েছে, তা হল:
1. যমক
2. উপযমক
3. অর্ধযমক
4. ভঙ্গযমক
★ উত্তর : 3

৩৮) নীচে ‘চাঁদ বনিকের পালা’ নাটকের কয়েকটি গানের অংশবিশেষ দেওয়া হল:
A. … ডিঙ্গিতে চল্যেছ যতো দল/ বিশ্রাম বিহীনে তারা হয়েছে বিকল/ কোথাও নোঙর দাঁড় নাহি থামে/ চাঁদ বলে ‘বেয়ে চলো’ এই কথা শোনে।
B. … যেন শ্যামের রামে চলে রাই বিনোদিনী গো/ ও রাই বিনোদিনী গো—/ বঙ্কিম ঠোটে চলে গজমোতি হার দোলে/ অনন্ত বাসরে চলে চিরসীমন্তিনী গো।
C. … যা কিছু সে শোনে শেখে/ যা কিছু সে চোখে দেখে/ যা কিছু পুঁথিতে পড়ো–সদসৎ স্থির করা নিল,/ তাই নিয়্যা/ পাড়ি দিয়্যা/—এক ভয়ঙ্কর আন্ধারে পৌঁছালো।
D. … (মানুষ) পরবাসী হয়্যা বাঁচে,ঘর মেলে না/ ঘরের সন্ধানী তুমি ঘর পেলে না।
E. … ও চারুমতী কন্যা তুমি/ এসো মোর ঘরে দিনেতে ব্যঞ্জন রান্ধো মোরে…
প্রদত্ত সংকেতে শুদ্ধ ক্রমের ঠিক বিকল্পটি হল :
1. E, D, B, A, C
2. A, C, D, B, E
3. E, A, D, B, C
4. B, D, E, A, C
★ উত্তর : 3

৩৯) নীচে পাঠ্যগল্প অনুসরণে প্রথম তালিকায় কয়েকটি চরিত্রের বর্ণনা এবং দ্বিতীয় তালিকায় চরিত্রের নাম দেওয়া হল:
A. তার চেহারায় উদাসীন সৌন্দর্য               I. মোতালেফ
আছে।দৃষ্টি ভাসা–ভাসা অনেক
দূরে ঘোরে।
B. ধবধবে ফরসা গোলগোল মুখের             II. বাদশা
ছাঁদ লোকটার।
C. চেহারাটি দিব্য —রবিন্দ্রীয় কেশদাম        III. বাসুদেব
তাঁর কমনীয় মুখসৌন্দর্য  বহুগুণ বর্ধিত
করিয়াছিল।
D. চেহারাখানা তো বেমানান নয়,…         IV. অন্নদাচরণ
তাছাড়া  এমন ঢেউ খেলানো
টেরিকাটা বাবরিই বা এতল্লাটে
ক’ জনের আছে।
1. A-IV,     B-II,    C-I,      D-III
2. A-III,     B-I,.    C-IV,    D-II
3. A-II,      B-III,   C-IV,    D-I
4. A-IV,     B-I,     C-II,     D-III
★ উত্তর : 3

৪০)  ‘তাহার নিমিত্তে হয় বান্ধব বিচ্ছেদ’
‘পদ্মাবতী’ কাব্যে ‘শুক সঙ্গে ব্রাহ্মণের কথোপকথন’ অংশ যে–কারণটি নির্দেশ করা হয়েছে, সেটি হল:
1. মদনজ্বালা
2. ঈর্ষা
3. উদরজ্বালা
4. তৃষ্ণা
★ উত্তর : 3

৪১) ‘সাধুভাষা শ্রিত মাত্রিক পদভূমক বর্ণবৃত্ত’ — এই ছন্দ পরিভাষাটির প্রস্তাবক হলেন:
1. তারাপদ ভট্টাচার্য
2. রবীন্দ্রনাথ ঠাকুর
3. অমূল্যধন মুখোপাধ্যায়
4. মোহিতলাল মজুমদার
★ উত্তর : 4

৪২) ‘সংস্কৃত কাব্যের মধ্যে রামায়ণ মহাভারত তো সেকেলে।’
উদ্ধৃত বাক্যটি যে পাঠ্য রচনা থেকে গৃহীত হয়েছে, তা হল:
1. বঙ্গীয় যুবক ও তিন কবি
2. মলাট সমালোচনা
3. রামায়ণ
4. প্রাচ্য ও পশ্চাত্য
★ উত্তর : 1

৪৩) ‘হুতোম প্যাঁচার নকশা’ ভুক্ত ‘মাহেশের স্নানযাত্রা’ অনুসরণে কয়েকটি গীত বা গীতাংশ নীচে দেওয়া হল:
A. হ্যার হ্যার শশধর অস্তাচলগত সধি, প্রফুল্লিত কমলিনী,কুমুদ মলিন মুখী।
B. ভাসিয়ে প্রেম তরি হরি যাচ্ছে যমুনায়। গোপীর কূলে থাকা হল দায়!
C. তখন কোথায় রবে বাড়ি, কোথায় রবে জুড়ি,তোমার কোথা রবে ঘড়ি, কে দ্যায় ট্যাঁকে।
D. যদি নিশি পোহাইত, কোকিলে ঝঙ্কার দিত, কুমুদী মুদিত হতো, শশী যেতো নিজ স্থান।
E. যাবি যাবি যমুনা পারে ও রঙ্গিনী কত দেখবি মজা বিষড়ের ঘাটে শ্যামা বামা দোকানী।
প্রদত্ত সংকেতে শুদ্ধ ক্রমের ঠিক বিকল্পটি হল :
1. B, E, D, A, C
2. C, A, E, B, D
3. D, B, E, C, A
4. C, E, A, B, D
★ উত্তর : 4

৪৪) অ্যারিস্টটলের ‘পোয়েটিক্স’ অনুসারে অভিনেতারা যে–কারণে করেন, সেটি হল:
1. ক্রিয়াটিকে পরিস্ফুট করবার জন্য
2. চরিত্রায়নের জন্য
3. দর্শকের মনে ভীতি ও করুণা সঞ্চারের জন্য
4. চরিত্রের অনুকরণের জন্য।
★উত্তর – 1

৪৫)        তালিকা —১                                                 তালিকা —২
A. মুসলমান নবাব ও ওমরাহদিগের সহিত যে সকল              I. নিয়মের রাজত্ব
ভদ্রলোকের ব্যবহার করিতে হইত, তাঁহাদের বাংলায়  
অনেক উর্দু শব্দ মিশানো থাকত।
B. সংস্কৃত অভিধান খুঁজিলে অভিযোগ শব্দে আর এক         II. সাধু বনাম চলিত ভাষা অর্থ বুঝায়,নালিশ না।           
C. এক সময় বাংলা ভাষায় আরবি পারসি শব্দের প্রবেশ       III. নতুন কথাগড়া
ঘটিয়াছে এবং আজকাল ইংরেজি শব্দের প্রবেশ
ঘটিতেছে। ইহা প্রাকৃতিক নিয়ম।
D. ইকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ সর্বত্র মুনি শব্দের মত,          IV. বাংলা ভাষা
পতি শব্দ ও সখি শব্দ এই দুইটি বাদ দিয়া।
1.A-III,    B-IV,     C-II,      D-I
2.A-II,     B-I,.      C-IV,     D-III
3.A-III,    B-IV,     C-I,.      D-II
4.A-IV,    B-III,     C-II,      D-I
★উত্তর : 4

৪৬) কবিকঙ্কণ মুকুন্দের ‘চণ্ডীমঙ্গল’ অনুসরণে নিচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. দৈবজ্ঞর গণনা অনুযায়ী শ্রাবণাফালগুনীতে দক্ষিণ দিকে যাত্রা নিষেধ ছিল।
B. ‘চলিলেন সদাগর দুঃখে কুতূহলী/ বামে করিবর দেখে দক্ষিণে শৃগালী।’ —ধনপতির যাত্রাপথে করিবর ও শৃগালী দর্শনের কথা বলেছিলেন কবি।
C. ‘ জিনিয়া রবির ছটা/ কপালে সিঁদুর ফোঁটা/ অধর জিনিঞা জবা ফুল’— কবি কমলেকামিনীর রূপ বর্ননা প্রসঙ্গে একথা বলেছিলেন।
D. ধনপতির পিতা জয়পতির গোত্র দূর্বাঋষি ও মাতামহ সোমচন্দের গোত্র কৌসিকি।
E. যে –যুদ্ধে ‘চন্ডনাদ চণ্ডিকা ছাড়েন চণ্ডবাণে ’–সেই যুদ্ধে পাঞ্জজন্য শঙ্খ বাজিয়েছিলেন বৈষ্ণবী এবং সিঙ্গা বাজিয়েছিলেন শাম্ভবী।
প্রদত্ত সংকেতে যে–বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. A, D এবং E
2. A, C, এবং D
3. B, C এবং E
4. C, D এবং E
★ উত্তর : 1

৪৭) আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি’
উপরের ক্যাবাংশে প্রাপ্ত সবগুলি অলংকার যে–বিকল্পে আছে, সেটি হল:
1. রূপক, অতিশয়োক্তি এবং ব্যতিরেক
2. সমাসোক্তি, রূপক এবং অপ্রস্তুত প্রশংয়া
3. অতিশয়োক্তি, সমাসোক্তি এবং রূপক
4. সমাসোক্তি, ব্যতিরেক এবং অপ্রস্তুত প্রশংসা
★ উত্তর : 3

৪৮) নীচে ‘গিরগিটি ’ গল্প অনুসরণে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. মায়ার কাছে নির্জন কুয়োতলার মতো ডুমুর গাছ আর পেঁপে জঙ্গলটাও এবাড়ির একটা সম্পদ।
B. মায়া এবং প্রণবের বিবাহিত জীবনের বয়স দু’বছর।
C. কুয়োতলার মাটি লম্বা ঘাস, ঘাসের ফাঁকে চিকচিকে জল কাদা আর অগুন্তি কিলবিলে মশার বাচ্চা দেখতে মায়ার গা  ঘিন ঘিন করে।
D. রান্নাঘরের পিছনের ছোট্ট ঘাস, লতা অগাছার জঙ্গল্টাকে মায়া মনে করে সম্পূর্নভাবে নিজের।
E. ভুবন সরকারের ঘরের টেবিলফ্যানটার দুটো ব্লেডই ভাঙা, একটাই মাত্র আস্ত আছে।
প্রদত্ত সংকেতে যে–বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. A, B এবং C
2. B, D এবং E
3. C, D এবং E
4. A, B এবং D
★ উত্তর : 2

৪৯) বাংলা দলাদি (onset)–তে সর্বোচ্চ যতগুলি ব্যঞ্জন থাকতে পারে, সেই সংখ্যাটি হল:
1. দুই
2. তিন
3. চার
4. পাঁচ
★ উত্তর : 1

৫০) চাঁদ বণিকের পালা’ — এ লখিন্দর ও বেহুলার বাসর ঘরের নির্মাতা হলেন —
1. তারাপতি কর্মকার
2. বনমালী কর্মকার
3. ভুলু
4. তারাগতি কর্মকার
★ উত্তর : 1

৫১) ‘রাজা হলেই রাজাসানে বসে, রাজাসনে বসলেই রাজা হয় না।’ ‘মুক্তধারা’ নাটকে এই সংলাপটি যে গানের মাঝখানে উচ্চারিত হয়, সেই গানটি হল:
1. আমি মারের সাগর পাড়ি দেব
2. আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন
3. রইল বলে রাখলে কারে
4. ভুলে যাই থেকে থেকে
★ উত্তর : 4

৫২) নীচে চর্যা সম্পর্কে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. চর্যার পুথিতে পাতার কোনো অঙ্ক সংখ্যা দেওয়া নেই।
B. ৪১ সংখ্যক গানের চতুর্থ পদে চিত্তের ভ্রান্তির যে দৃষ্টান্তগুলি আছে সেগুলি অনস্তিত্তের অস্তিত্ব কল্পনামূলক।
C. সরহপাদ নিজেকে ‘অচিন্ত জোই’ বলে অভিহিত করেছেন ২২সংখ্যক চর্যাগানে।
D. চর্যার পুঁথিতে প্রথম গানে রাগনামের উল্লেখ আছে, গানের শেষে সংস্কৃত টীকার আগে।
E. ‘মাঅ মারিয়া কাহ্ন ভইল কবালী’ এই পঙক্তিটি আছে ১০ সংখ্যক চর্যাগানে।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
★ উত্তর : 2

৫৩)প্রবোধচন্দ্র সেনের ‘নতুন ছন্দ পরিক্রমা’ বইটি অনুসরণে শুদ্ধ বিকল্প হল :
A. দুটি দল বা দলগুচ্ছের সব স্বর ও ব্যঞ্চনধবনির যথানুক্রমিক শ্রুতিসাম্যের পারিভাষিক নাম যুবক।
B. কয়েকটি পদে বা পঙক্তিতে যখন ধারাবাহিকভাবে একই মিল থাকে, তখন মাঝে মাঝে একটি মিল ছেড়ে দেওয়া হয়। এ–রকম মিলছুট পদ বা পঙক্তিকে বলা হয় উপযমক।
C. গানের তালরক্ষায় ফাঁকের যে কাজ, ছন্দের উপযমকের সেই কাজ।
D. ‘শলাকা বিদ্ধ হতেছে সিন্ধু মনুনিষিদ্ধ পক্ষী।’ এই দৃষ্টান্ত ‘সিদ্ধ-ষিদ্ধ’ যথার্থ মিল নয়, কারণ প্রথম ব্যঞ্চনধ্বনির অভিন্নতা অর্থাৎ পূর্ণ ধবনিসাম্য।
E. মিলের ধ্বনিকে নাচিয়ে বা বাজিয়ে তোলবার সুযোগ কলাবৃত্ত রীতিতেই বেশি পাওয়া যায়।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
★ উত্তর : 4

৫৪) নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে যে শব্দটি অব্যয় নয়, সেটি হল: নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে যে শব্দটি অব্যয় নয়,সেটি হল:
1. বরঞ্চ
2. বাহ্
3. কী
4. না
★ উত্তর : 3

৫৫) ‘আমাদের সমস্যা এ নয় যে, স্রোতটাকে কী করিয়া বাদ দিব, সমস্যা এই যে, তরী কী হইলে ডুবিয়ে না চলিবে।’
‘চতুরঙ্গ’ উপন্যাসে এই মন্তব্যটি যে চরিত্রের,তাঁর নাম হল:
1. শ্রীবিলাস
2. জগমোহন
3. শচীশ
4. লীলানন্দ
★ উত্তর : 1

৫৬) ‘টিনের তলোয়ার ’ নাটকের প্রথম দৃশ্যে বেণীমাধব ‘লিখিনু কি নাম মোর বিফল যতনে’ ইত্যাদি যে অংশ আবৃত্তি করেন, মাইকেল মধুসূদন রচিত সেই কবিতার নাম হল:
1. যশঃ
2. আত্ম বিলাপ
3. বঙ্গভূমির প্রতি
4. যশের মন্দির
★ উত্তর : 1

৫৭) ‘টিনের তলোয়ার’ নাটক অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. ‘দেশপ্রেম! ইঃ! টিনের তলোয়ার নিয়ে গোরা সৈন্যের সঙ্গে লড়বেন! এই সংলাপ প্রিয়নাথের।
B. মানদাসুন্দরী ‘নীলদর্পণ’ নাটকে ক্ষেত্রমণির ভূমিকায় অভিনয় করেছিলেন।
C. ‘থ্রেটার মানে ভেবেছিলেম অং মাখবো,সুন্দর একটু সাজবো, একটু হাঁটবো ফিরবো। এ যে শালা ইস্কুলের মতন!’ এই সংলাপ ময়নার।
D. ময়না বেণীমাধব ডি-শার্পে গান গেয়ে শুনিয়েছিল।
E. বসুন্ধরাকে দিয়ে গিরিশচন্দ্র ঘোষ মধুসদনের কবিতা আবৃত্তি করাতেন।
1. C, D, E
2. A, B, C
3. B, C, D
4. A, B, E
★ উত্তর : 3

৫৮) ‘নির্বাস’ উপন্যাস অনুসরণে ‘ইলাস্ট্রেটেড উইকলি’তে প্রকাশিত যে বিষয়টি বিমলাকে আকর্ষণ করেছিল, সেটি হল:
1. ফাদার ফিলিপটের সমাজসেবার সংবাদ
2. দণ্ডকারণ্যে উদ্বাস্তু পুনবার্সনের ছবি
3. রেঙ্গুন দখলের জন্য মিত্রপক্ষের বোমাবর্ষণের সংবাদ
4. যীশুর ক্রুশে আরোহণের ছবি
★ উত্তর : 4

৫৯) বিহারীলাল চক্রবর্তীর ‘সাধের আসন’ কাব্যের প্রথম সর্গ শেষ হচ্ছে যে শ্লোক দিয়ে, তা হল:
1. যা দেবী সর্বভূতেষু বিদ্যারুপেণ সংস্থিতা
    নমস্তস্যৈ  নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ।
2. যা দেবী সর্বভূতেষু কান্তারূপেণ সংস্থিতা
     নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ।
3. যা দেবী সর্বভূতেষু কান্তিরুপেণ সংস্থিতা
     নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ।
4. যা দেবী সর্বভূতেষু জ্ঞানরুপেণ সংস্থিতা
     নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ।
★ উত্তর : 3

৬০) পাঁচুমামার বর্ণনায় ‘পদিপিসির বর্মিবাক্স’ এ এক একটা পান্না ছিল:
1. পায়রার ডিমের মতো
2. মোরগের ডিমের মতো
3. হাঁসের ডিমের মতো
4. রাজহাঁসের ডিমের মতো
★ উত্তর : 2

৬১) নীচে ‘ বৈষ্ণব পদাবলি’ অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. ‘নয়নের জলে বহয়ে নদী/চাহিতে চাহিতে হরিল বুধী॥’ এটি বিরহিণী রাধিকার বর্ণনা।
B. ‘কানু অনুরাগে হৃদয় ভেল কাতর/রহই না পারই গেল।’ ‘অভিসার’ পর্যায়ের এই পদটি গোবিন্দদাসের।
C. ‘ধৈরজ ধরহ চিতে মিলব মুরারি’ – এই প্রবোধবাক্য রাধিকার প্রতি বিদ্যাপতির।
D. ‘ আন্ধল প্রেম পহিলে নাহি জানলো’- এই কলহান্তরিতা পর্যায়ের পদ।
E. ‘পিরিতি সুখের সাগর দেখিয়া’ পদে রাধার কাছে ‘গুরুজন জালা’র উপমা ‘জলের শিহালা’।
1. A, B, C
2. B, C, D
3. C, D, E
4. A, B, E
★ উত্তর : 3

৬২) ‘যারা চুরোট ফোঁকার ঘরে তাস খেলত/হায় হায় করে উঠল তাদের মন।’
  উপরের অংশটি ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থের যে কবিতার অন্তর্গত সেটি হল:
  1. সহযাত্রী
  2. অপরাধী
  3. নতুন কাল
  4. একজন লোক
★ উত্তর : 1

৬৩) অমিয় চক্রবর্তীর ‘সংগতি’ কবিতাটি তাঁর ‘অভিজ্ঞানবসন্ত’ কাব্যগ্রন্থের যে–অংশের অন্তর্গত তা হল:
1. প্রাথমিক
2. প্রদক্ষিণ
3. সূর্যখন্ডিত ছায়া
4. সংসার
★ উত্তর : 3

৬৪) দ্রোণাচার্যের বুড়ো আঙ্গুল দক্ষিণা নেওয়ার প্রসঙ্গ সুভাষ মুখোপাধ্যায়ের যে কবিতায়, সেটি হল:
1. প্রস্তাব:১৯৪০
2. মিছিলের মুখ
3. পাথরের ফুল
4. কাল মধুমাস
★ উত্তর : 4

৬৫) ‘উজ্জ্বলনীলমণি’ অনুসরণে নায়িকা সর্বদাই নায়ককে নিজের আজ্ঞানুবর্তী করে রাখতে আগ্রহান্বিতা হন, তাহলে সেই নায়িকাকে বলা হয় :
1. স্বাধীনভর্তৃকা
2. মাধবী
3. সন্ততাশ্রবকেশবা
4. রসাক্রান্ত–বল্লভা
★ উত্তর – 3

৬৬)  ‘ঘাসে ঘাসে খবর ছোটে,/ধরা বুঝি শিউরে ওঠে….’
উপরের পঙক্তি দুটি ‘অচলায়তন ’ নাটকের যে–গানের অন্তর্গত, সেটি হল:
1. আজ যেমন করে গাইছে আকাশ
2. বুঝি এল, বুঝি এল, ওরে প্রাণ
3. আমরা চাষ করি আনন্দে
4. আমি যে সব নিতে চাই, সব নিতে ধাই রে
★ উত্তর : 2

৬৭) ‘সাহিত্য’ গ্রন্থের ‘সাহিত্যের তাৎপর্য’ প্রবন্ধ থেকে শুদ্ধ ক্রমের বিকল্পটি হল:
A. বাহিরের বিশ্ব ইহাদের মনের মধ্যে হৃদয়বৃত্তির নানা রসে,নানা রঙে নানা ছাঁচে নানারকম করিয়া তৈরি হইয়া উঠিয়াছে।
B. হৃদয়ের জগৎ আপনাকে ব্যক্ত করিবার জন্য ব্যাকুল।তাই চিরকালই মানুষের মধ্যে সাহিত্যের আবেগ।
C. কবির কল্পনাসচেতন হৃদয় যতই বিশ্বব্যাপী হয় ততই তাঁহার রচনার গভীরতায় আমাদের পরিতৃপ্তি বাড়ে।
D. এই অপরূপ মানস জগৎকে রূপ দিয়া পুনর্বার বাহিরে প্রকাশ করিতে না পারিলে ইহা চিরদিনই সৃষ্ট এবং চিরদিনই নষ্ট হইতে থাকে।
E. বাহিরের জগতের সঙ্গে মানবের জগতের প্রভেদ আছে।
1. A,D,B,C,E
2. D,A,B,E,C
3. A,E,D,B,C
4. B,C,A,E,D
★ উত্তর : 3

৬৮) নীচে ‘চাঁদ বণিকের পালা’ অবলম্বনে দুটি বিবৃতি দেওয়া হল:
বিবৃতি১: সমুদ্র থেকে চাঁদের প্রত্যাবর্তনে পর নরহরি বেণীনন্দনের প্রস্তাব।
বিবৃতি২: সমুদ্র থেকে চাঁদের প্রত্যাবর্তনের পর করালী তাকে বেণীনন্দনের বিরুদ্ধপক্ষে যোগদানের প্রস্তাব দেয়।
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★ উত্তর : 3

৬৯) “স্টেশনে ছোটবাবুটি এই নিত্যন্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমত হতভম্ভ হইয়া পরে অনুকম্পান্ধিত হইলেন। ভাবিলেন _  হয়তো বুঝিতে পারে নাই।
‘শ্রীপতি সামন্ত’ গল্প অনুসরণে শূন্যস্থানে যে শব্দটি বসবে, সেটি হল:
1. গাঁয়ের লোক
2. গরিব লোক
3. নির্বোধ লোক
4. মূর্খলোক
★ উত্তর : 4

৭০) রীতি সম্পর্কে প্রাচীন ভারতীয় অলংকারশাস্ত্রে কয়েকজন তাত্ত্বিকের ধারণা বিষয়ে নিচে কয়েকটি শুদ্ধ–অশুদ্ধ মন্তব্য দেওয়া হল:
A. দন্ডী দুটি রীতি ‘বৈদর্ভী ’ ও ‘গৌড়ী’র উল্লেখ করেন।
B. বামন ‘বৈদর্ভী’ ও ‘গৌড়ী’র পাশাপাশি ‘পাঞ্চালী’র উল্লেখ করেন।
C. বামন ‘পাঞ্চালী’র শ্রেষ্ঠত্ব স্বীকার করেন।
D. রুদ্রট রীতি হিসেবে ‘লাটীয়া’র উল্লেখ করেন।
E. জগন্নাথ ‘লাটীয়া’র শ্রেষ্ঠত্ব স্বীকার করেন।
প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটি হল:
1. A, C এবং D
2. B, D এবং E
3. A, B এবং D
4. C, D এবং E
★ উত্তর – 3

৭১) ‘বাড়িটার বুড়ো বয়সের গন্ধ পর্যন্ত টের পাওয়া যায়।’
‘স্বীকারোক্তি’ গল্পে বর্ণিত এই বাড়িটির অবস্থান হল:
1. লর্ড সিনহা রোডে
2. লালবাজারে
3. ঢাকা শহরের প্রায়ান্ধকার গলিতে
4. নামহীন জনবিরল এক লোকালয়ে
★উত্তর : 1

৭২) নীচে ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যের ‘পীঠমালা’ অনুসরণে প্রথম তালিকায় পীঠনাম ও দেবীর নাম এবং দ্বিতীয় তালিকায় ভৈরবের নাম দেওয়া হল:
   তালিকা—১                                        তালিকা—২
   A. জ্বালামুখ, দেবী অম্বিকা              I. মহোদর ভৈরব
   B. প্রভাস, দেবী চন্দ্রভাগা                II. উন্মত্ত ভৈরব
   C. চট্টগ্রাম, দেবী ভবানী                 III. বক্রতুণ্ড ভৈরব
   D. মিথিলা, দেবী মহাদেবী               IV. চন্দ্রশেখর ভৈরব
1. A-IV,    B-I,      C-II,     D-III
2. A-II,     B-III,   C-IV,    D-I
3. A-III,    B-I,      C-IV,    D-II
4. A-III,    B-IV,    C-I,      D-II
★ উত্তর : 2

৭৩) নজরুল ইসলামের কবিতা অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ :
A. ‘প্রবাসী’ এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকার ইঙ্গিত আছে ‘আমার ফৈকিয়ৎ’ কবিতায়।
B. অশোক, পলাশ, রঙ্গন, শিউলি ফুলের ইঙ্গিত আছে ‘পুজারিণী’ কবিতায়।
C. ছেঁড়া মাদুর, প্রদীপ জ্বালা কুটিরের ছবি আছে ‘সর্বহারা’ কবিতায়।
D. ‘অনেক দধীচি হাড় দিল ভাই,/ দানব দৈত্য তবু মরে নাই।’ একথা বলা হয়েছে ‘সব্যসাচী’ কবিতায়।
E. বেগুন পোড়ার ব্যঙ্গাত্মক উল্লেখ আছে ‘আজ সৃষ্টিসুখের উল্লাসে’ কবিতায়।
1. A, B, C
2. A, C, D
3. B, D, E
4. C, D, E
★ উত্তর : 2

৭৪) নীচে ‘বড়বাজার’ নিবন্ধের পাদটীকা থেকে নৈয়ায়িকদের কথিত চতুর্বিধ ‘অভাব’এর নামোল্লেখ করা হল:
A. অত্যন্ত্যভাব     B. প্রাগভাব     C. ধংসভাব    D. অন্যোন্যাভাব
প্রদত্ত সংকেতের শুদ্ধ ক্রমের ঠিক বিকল্পটি হল :
1. B, A, D, C
2. C, B, A, D
3. D, B, C, A
4. C, A, D, B
★ উত্তর : 3

৭৫) ‘সবুজপত্র’ পত্রিকায় আত্মপ্রকাশ সংখ্যার আখ্যাপত্রে প্রকাশক হিসেবে যে প্রেসের নামোল্লেখ ছিল, তা হল:
1. কর্ণওয়ালিস স্ট্রিট প্রেস
2. চিন্তামণি প্রেস
3. সাহিত্য মন্দির প্রেস
4. কান্তিক প্রেস
★উত্তর : 4

৭৬) নীচে ‘উলট পুরাণ’ গল্প অনুসরণে দুটি বিবৃতি দেওয়া হল, যার প্রথমটিকে মন্তব্য এবং দ্বিতীয়টিকে যুক্তি বলা হল :
মন্তব্য: সার ট্রিকসি টানকোট প্রিন্স ভোমকে প্যান ইউরোপিয়ান লিবাটি লিগের সভাপতিরূপে হাগ শহরে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
যুক্তি: যেহেতু ব্রিটিশ মেষবংশের উৎকর্ষ সাধনের জন্য সরকারের তরফে গঠিত কমিশনের পেসিডেন্টরূপে তার কামরূপ  যাত্রা সম্ভাবনার কথা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল।
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক এবং যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা।
2. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক কিন্তু যুক্তি মন্তব্যের ব্যাখ্যা নয়।
3. মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি ভুল।
4. মন্তব্য ও যুক্তি উভয়ই ভুল।
★ উত্তর : 2

৭৭) এত বলি হাসে বর্জ্য হাঁড়ির আসনে।/দত্তাত্রেয় ভাব প্রভু হইলা তখন॥
‘শ্রীচৈতন্যভাগবত’ এর ‘আদিখণ্ড’ থেকে উদ্ধৃত এই অংশটিতে দত্তাত্রেয় ভাব বলতে যা বোঝানো হয়েছে তা হল:
1. সমাধির ভাব
2. পুত্রের ভাব
3. পিতার ভাব
4. অভিভাবকের ভাব
★ উত্তর : 2

৭৮) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যের ‘চতুর্বিংশতি গুরুতত্ত্ব’ অবলম্বনে কয়েকজন গুরুর নাম নীচে দেওয়া হল:
A. বক
B. হরিণ
C. কপোথ
D. মৎস্য
E. পতঙ্গ
প্রদত্ত সংকেতে শুদ্ধ ক্রমের ঠিক বিকল্পটি হল:
1. E, A, D, C, B
2. C, A, E, B, D
3. B, E, A, D, C
4. C, E, B, D, A
★ উত্তর : 4

৭৯) ‘উজ্জ্বলনীলমণি’র নায়িকাভেদ প্রকরণ অনুসরণে শুদ্ধ মন্তব‍্যের বিকল্পটি হল:
A. নায়িকাগণের মধ‍্যে জ‍্যেষ্ঠা কনিষ্ঠাভেদ হয় নায়িকার মানের আধিক‍্য ও অল্পতার নিরিখে।
B. মধ‍্যা নায়িকা মান বিষয়ে কখনো খুব মৃদু কখনো বা কঠিন।
C. প্রভাতে চন্দ্রাবলীর ভোগ চিহ্ন ধারণকারী কৃষ্ণকে দেখে রাধা যখন রূঢ় আচরণ না করে শুধু পরিহাসের সঙ্গে বক্রোক্তি করেন তখন তাঁর মধ‍্যে ধীর মধ‍্যা নায়িকার লক্ষ্মণ প্রকাশ পায়।
D. মান অবস্থায় মুগ্ধা নায়িকাও তিন প্রকার – ধীরা মুগ্ধা, ধীরাধীর মুগ্ধা এবং অধীর মুগ্ধা।
E. সামান‍্যা নায়িকার ক্ষেত্রে শৃঙ্গারাভাস মাত্র হয়, প্রকৃত শৃঙ্গার রসের পুষ্টি হয় না।
প্রদত্ত সংকেতে  সেটি হল :
1. A, B, C
2. B, C, E
3. A, D, E
4. C, D, E
★ উত্তর – 2

৮০) নীচে ‘বঙ্গদর্শন’ পত্রিকা সম্পর্কে শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল :
A. রামদাস সেন এবং রাজকৃষ্ণ মুখোপাধ‍্যায় ছিলেন ‘বঙ্গদর্শন’ এর প্রবন্ধ লেখক।
B. ‘বঙ্গদর্শন’ ছিল আসলে বিতর্কমূলক ও নীতিমূলক পত্রিকা।
C. বঙ্কিম সুহৃদ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বঙ্গদর্শন এর লেখক গোষ্ঠীর অন‍্যতম লেখক।
D. বঙ্কিম ‘বঙ্গদর্শন’এ ইংরেজিতে কৃতবিদ‍্য ব‍্যক্তিদের মধ‍্যে যিনি যে বিষয়ে অভিজ্ঞ তাঁকে দিয়ে সেই বিষয়ের বাংলা প্রবন্ধ লেখাতেন।
E. বঙ্কিম সম্পাদিত ‘বঙ্গদর্শন’ এ প্রকাশিত রচনার লেখকদের নাম অনুল্লিখিত থাকত।
1. A, B, D
2. A, D, E
3. B, C, D
4. B, C, E
★ উত্তর – 2

৮১) আনুনাসিকতা নিম্নলিখিত সবকটি শব্দের বৈশিষ্ঠ‍্য। এই পরিপ্রেক্ষিতে ব‍্যতিক্রমী বিকল্পটি হল :
1. জুঁই
2. ইঁট
3. বাঁজা
4. কাঁচ
★ উত্তর – 3

৮২) নীচে ‘জীবনস্মৃতি’ অবলম্বনে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. মেট্রোপলিটন কলেজের সুপারিন্টেনডেন্ট ছিলেন ব্রজবাবু।
B. জ‍্যোতিদাদার চন্দননগরের বাড়িতে একটি চাকভাঙা বোলতার দল রবীন্দ্রনাথের ঘরের অংশী ছিল।
C. ডেভনশিয়রে টর্কিনগর থেকে রবীন্দ্রনাথকে ডাক দিয়েছিলেন কাদম্বরী দেবী।
D. ব্রাইটনে যে বিখ‍্যাত গায়িকার গান রবীন্দ্রনাথ শুনতে গিয়েছিলেন তার নাম সম্ভবত মাদাম নীলসন বা মাদাম আলবাণী ছিল।
E. রবীন্দ্রনাথের সন্ধ‍্যাসংগীত কাব‍্যগ্রন্থ প্রকাশের পরে পাঠকের মহলে তা একেবারে আদর পায়নি এমন নয়।
1. A, B, E
2. B, C, D
3. C, D, E
4. A, D, E
★ উত্তর – 4

৮৩) ‘বঙ্কিমচন্দ্র’ প্রবন্ধ অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. বলিষ্ঠ প্রতিভার মধ‍্যেও স্বাভাবিক সূক্ষ বোধশক্তির অভাব কখনো কখনো লক্ষ করা যায়।
B. বাংলা ভাষার একতারাকে বঙ্কিমচন্দ্র স্বহস্তে একটি একটি করে তার যোজনা করে সেতারে পরিণত করেন।
C. বঙ্কিমের প্রতিভা আপনাতে আপনি স্থিরভাবে পর্যাপ্ত ছিল না।
D. একজন সংস্কৃতজ্ঞ পন্ডিত পতিত ভারতসন্তানকে লক্ষ‍্য করে একটি শ্লোকে বীভৎস রসের প্রয়োগ করলে বঙ্কিম তৎক্ষণাৎ প্রকাশ‍্যে তার প্রতিবাদ করেন।
E. বঙ্কিমচন্দ্র হাস‍্যরসকে আদিরসের এলাকা থেকে বের করে আনে।
প্রদত্ত সংকেতে
1. A, C, E
2. B, D, E
3. A, B, D
4. B, C, D
★ উত্তর – 1

৮৪) ‘একেই কি বলে সভ‍্যতা’ প্রহসন অনুসরণে যে বিকল্পটিতে সবকটি মন্তব‍্য শুদ্ধ :
A. ‘এ বুড়ো বেটা কি অকালের বাদল হয়ে আমাদের প্লেজর নষ্ট কত‍্যে এল?’ একথা বলেছে কালীনাথ।
B. বুদ্ধিমান সেনাপতি ও তার দূর্গে রসদ সংগ্রহের কৌশলের কথা বলেছে নবকুমার।
C. জ্ঞানতরঙ্গিনী সভার অধিবেশন হয় প্রতি শনিবার।
D. এই প্রহসনে যে ইংরেজি ব‍্যাকরণবিদের উল্লেখ আছে, তার নাম পেন্ডেল বেরি।
E. ‘একেই কি বলে সভ‍্যতা ?’ প্রশ্নটি করেছে হরকামিনী। 
1. A, C, E
2. A, B, E
3. B, C, D
4. B, D, E
★ উত্তর – 1

৮৫) নীচে ভাষা বিষয়ে দুটি বিবৃতি দেওয়া হল :
বিবৃতি ১ : মধ‍্য ভারতীয় আর্যের দ্বিতীয় স্তরে স্বরমধ‍্যগত একক স্পৃষ্ট ব‍্যঞ্জন অল্পপ্রাণ হলে লোপ পেত এবং মহাপ্রাণ হলে ‘হ’ ধ্বনিতে পরিণত হত।
বিবৃতি ২ : আনুনাসিকের প্রাচুর্য এবং নামধাতুর বাহুল‍্য ঝাড়খন্ডী উপভাষার বৈশিষ্ঠ‍্য।
উপরের দুটি বিবৃতির সাপেক্ষে নীচের সংকেতে ঠিক বিকল্পটি হল :
1. উভয় বিবৃতিই ঠিক
2. বিবৃতি ১ ঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
3. বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ঠিক
4. উভয় বিবৃতিই ভুল
★  উত্তর – 1

৮৬) নীচে ‘মেঘনাদবধ কাব‍্য’ থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল :
A. হা মাতঃ রাক্ষসলক্ষি! কি পাপে লিখিলা এ পীড়া দারুণ বিধি রাবণের ভালে ?
B. দেখিব কি গুণ ধরে রঘুকুলমণি! অরাবণ, আরাম বা হবে ভব আজি!
C. রণরঙ্গেভুলিব এ জ্বালা – এ বিষম জ্বালা যদি পারি রে ভুলিতে
D. ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে?
E. রণক্ষেত্রযাত্রী আমি, কেন রোধ মোরে? বিলাপের কাল, দেবি চিরকাল পাব!
প্রদত্ত সংকেতে শুদ্ধ ক্রমের ঠিক বিকল্পটি হল :
1. B, D, A, C, E
2. D, B, C, E, A
3. D, C, E, A, B
4. B, D, C, A, E
★  উত্তর – 2

৮৭) “বুদ্ধে বৃহস্পতি তুমি বৃদ্ধ নিশাচর।
    রাক্ষসের মধ‍্যে তুমি মায়ার সাগর”
কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকান্ড অনুসরণে এই কথাগুলি যাঁর উদ্দেশ‍্যে বলা হয়েছে :
1. অহীরাবণ
2. মহীরাবণ
3. কালনেমি
4. তরণীসেন
★ উত্তর – 3

৮৮) রঘুজী ভোঁসলে যখন ভাস্করের হত‍্যার প্রতিশোধ নিতে এল তখন বর্গিদের সুযোগ করে দিয়েছিল যে, রাধা উপন‍্যাস অনুসরণে তার নাম হল :
1. খাদেম হোসেন
2. নাদের শা
3. হাফেজ খাঁ
4. মুস্তাফা খাঁ
★ সঠিক উত্তর – 4

৮৯) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর ‘নিয়মের রাজত্ব’ প্রবন্ধটি অনুসরণ করে নীচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব‍্য দেওয়া হল। যে বিকল্পে সবকটি শুদ্ধ :
A. সৌরমন্ডলের বাইরে সৌরমন্ডলের কোনো প্রাকৃতিক নিয়ম কার্যকর না হতেও পারে। যদি তাই হয় তবে তাকেও বলতে হবে প্রাকৃতিক নিয়ম।
B. ব্রহ্মান্ডে কোথাও যদি নিউটনের মাধ‍্যাকর্ষণ নিয়মের ব‍্যত‍্যয় ঘটে তবে বুঝতে হবে জগৎ আদৌ নিয়মের রাজত্ব নয়।
C. আমাদের চেনা জানা নিয়মের ব‍্যভিচার বিশ্বসংসারে কখনোই ঘটতে পারে না। তার কোনো সম্ভাবনাই নেই।
D. সূর্য যদি কাল থেকে পশ্চিমেই ওঠে তবে তাকে একটা প্রাকৃতিক নিয়ম বলেই স্বীকার করে নিতে হবে, যদিও তার সম্ভাবনা হয়ত খুব‌ই কম।
E. নিয়মের শাসনে জগৎযন্ত্র চলছে মনে করে একজন অতিপ্রাকৃত শাস্তার, একজন সৃষ্টিছাড়া নিয়ন্তার কল্পনা করবার অধিকার নেই মানুষের।
1. A, C, B
2. A, D, E
3. B, C, D
4. B, C, E
★ উত্তর – 2

৯০) ‘নিশীথে’ গল্প থেকে উল্লেখিত বাক‍্যাংশের ক্রম :
A. অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল।
B. গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ‍্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল।
C. ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিবরলীন ভুজঙ্গিনীর মতো কৃশ নির্জীবভাবে সুদীর্ঘ শীতদিদ্রায় নিবিষ্ট ছিল।
D. একদিন শরতের সন্ধ‍্যায় মনোরমাকে ল‌ইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি।
E. অনেকদিন শয‍্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ‍্যায় তিনি কহিলেন, “আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব”
1. A,B,E,C,D
2. E,A,C,B,D
3. B,E,D,C,A
4. B,C,A,D,E
■ উত্তর – ভুল আছে ।