১) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাস অনুসারে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, সঠিকটি নির্বাচন করো।
A. “রাতদিন রাগের ঠাকুর হয়েই তো আছ!”- সত্যবতীকে একথা বলেছে সুবর্ণ।
B. “ইল্লিমারি টুসকি!…বলে, রাখালী কত খেলাই দেখলি!”- কথাগুলি সারদাকে বলেছিল শশীতারা।
C . “মেয়ে জন্মটাই চাই।” – সত্যবতীকে একথা বলেছিল পুণ্যি ।
D. “আত্মমর্যাদা -বোধ আর অহমিকা- বোধ – এ দুটোর চেহারা যমজ ভাইয়ের মতো।” – একথা সত্যবতীকে বলেছিলেন ভবতোষ মাস্টার।
E. “এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেনো?” – একথা রমকালির মনে হয়েছিল সত্যবতীর শ্বশুরবাড়ির প্রসঙ্গে বেনামী চিঠি পড়ার পর।
1.কেবল A,C এবং E
2.কেবল A,B এবং D
3.কেবল B,C এবং D
4.কেবল C,D এবং E
★ উত্তর : 1
২) নীচে সুধীন্দ্র নাথ দত্তের কবিতায় ব্যবহৃত কিছু শব্দ ও তাদের অর্থ সম্পর্কিত কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যেটি শুদ্ধ সেটি নির্ণয় করো।
A. ‘স্বচ্ছ’ শব্দের অর্থ ‘উল্লাস’ ।
B. ‘সংবর্ত’ শব্দের অর্থ ‘যুদ্ধ’।
C. ‘মাতরিশ্বা’ শব্দের অর্থ ‘বায়ু’।
D. ‘অবস্কর ‘ শব্দের অর্থ ‘আবর্জনা’।
E. ‘পুলিন’ শব্দের অর্থ ‘তট’।
1. A, B এবং C
2.C, D এবং E
3.B, C এবং E
4.B, C এবং D
★ উত্তর : 2
৩) ”ভাতের গন্ধ নাকে এসে লাগে ভাতের গন্ধ
জেগে উঠতেই চারিদিকে দেখি, দুয়ার বন্ধ।
দ্বার খোলবার সাহসে যখন শরীর শক্ত
হঠাৎ তখনই মহতেরা বলে লোকটা অন্ধ”।
প্রদত্ত কবিতার ছন্দরীতি হল:
1. মাত্রা বিন্যাসের ব্যতিক্রম ছাড়া মিশ্র – কলাবৃত্ত
2. পঞ্চমাত্রিক মিশ্রবৃত্ত
3. চতুর্মাত্রিক দলবৃত্ত
4. ষণ্মাত্রিক কলাবৃত্ত
★ উত্তর : 4
৪) ‘দ্রৌপদী’ গল্পে যে বিদেশি চলচ্চিত্র পরিচালকের নাম আছে তিনি হলেন :
1.ফেলিনি
2. ক্রফো
3. আন্তোনিয়নী
4. কুরসোওয়া
★ উত্তর : 3
৫) বাংলার ছন্দ চর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ গ্রন্থ সত্যেন্দ্র নাথের ‘ছন্দ সরস্বতী’ অনুসরণ করে নীচের ১ম তালিকায় ‘প্রকাশ ‘ নামে উল্লেখিত অধ্যায় গুলির নাম এবং ২য় তালিকায় সংশ্লিষ্ট কয়েকটি মূর্তির নাম দেওয়া হল, তালিকার মধ্যে সামঞ্জস্য বজায় করো
তালিকা-১ তালিকা-২
A. প্রথম প্রকাশ i) দৃপ্তশ্রী মূর্তি
B. দ্বিতীয় প্রকাশ ii) আদ্যাশ্রী মূর্তি
C. তৃতীয় প্রকাশ iii) মঞ্জুশ্রী মূর্তি
D. চতুর্থ প্রকাশ iv) হৃদ্যাশ্রী মূর্তি
E. পঞ্চম প্রকাশ v) চিত্রশ্রী মূর্তি
1.A-ii, B-iv, C-v,. D-i, E-iii
2.A-iii, B-v,. C-i,. D-ii, E-iv
3.A-iv, B-i,. C-ii,. D-iii, E-v
4.A-v, B-iv,. C-i, D-ii,. E-iii
★ উত্তর : 1
৬) নীচে শব্দালংকার বিষয়ক কযেকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, সঠিকটি নির্ণয় করো।
A. একটি মাত্র ব্যঞ্জনবর্ণ দুবার মাত্র ধ্বনিত হলে হয় বৃত্ত্যনুপ্রাস ।
B.একটি মাত্র ব্যঞ্জনবর্ণ বহুবার মাত্র ধ্বনিত হলে হবে শ্রুত্যনুপ্রাস।
C. দুটি বা তার বেশি ব্যঞ্জনবর্ণ যুক্ত বা বিযুক্ত থেকে ক্রমানুসারে মাত্র দুবার ধ্বনিত হলে হয় ছেকানুপ্রাস ।
D.ব্যঞ্জনগুচ্ছ যুক্ত বা অযুক্তভাবে ক্রমানুসারে বহুবার ধ্বনিত হলে হয় সর্বানুপ্রাস ।
1.A এবং D শুদ্ধ
2.A এবং C শুদ্ধ
3.B এবং D শুদ্ধ
4.B এবং C শুদ্ধ
★ উত্তর : 2
৭) ‘হাসে নিশি তারাময়ী ত্রিদশ আলোয়ে’ – মেঘনাদ বধ কাব্যের যে সর্গের প্রথম পংক্তি, সেটি হল:
1. দ্বিতীয় সর্গ
2. চতুর্থ সর্গ
3. পঞ্চম সর্গ
4.অষ্টম সর্গ
★ উত্তর : 3
৮) স্বকীয়া-পরকীয়া ভেদ “উজ্জলনীলমনি” র যে প্রকরণে নির্দেশিত হয়েছে সেটি হল:
1. হরিপ্রিয়া-প্রকরণ
2. নায়িকাভেদ – প্রকরণ
3. শৃঙ্গারভেদ -প্রকরণ
4. বিষ্ণুপ্রিয়া-প্রকরণ
★ উত্তর : 1
৯) নীচে রাসসুন্দরী দাসীর সন্তানদের কয়েকজনের নাম দেওয়া হল,যাদের জন্মক্রমের ঠিক বিকল্পটি হল :
A. দ্বারকানাথ B. চন্দ্রনাথ C. শ্যামসুন্দরী D. প্যারীলাল E. রামসুন্দরী
1.C,B,E,A,D
2.E,D,A,B,C
3.B,A,C,D,E
4.D,C,A,E,B
★ উত্তর : 2
১০) নীচে পোয়েটিক্স অবলম্বনে দুটি বিবৃতি দেওয়া হল, যার প্রথমটি মন্তব্য, দ্বিতীয়টি যুক্তি; শুদ্ধ উত্তরটি নির্ণয় করো।
মন্তব্য : ট্রাজেডি একটি পরিপূর্ণ এবং সমগ্র ক্রিয়ার অনুকরণ।
যুক্তি : যা সমগ্র তার নির্দিষ্ট আয়তন থাকে।
1. মন্তব্য ও যুক্তি উভয়ই শুদ্ধ
2.মন্তব্য ও যুক্তি উভয়ই শুদ্ধ, কিন্তু যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়।
3.মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ,
4.মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ,
★ উত্তর : 3
১১) কেদারনাথ রায়ের সঙ্গে বিবাহের পূর্বে কবি কামিনী রায়ের পদবি ছিল ;
1. বসু
2. গুহ
3. ঘোষ
4. সেন
★ উত্তর : 4
১২) “নিরন্তর তাঁর সঙ্গে হইল সখ্যভাব।
হাস্য-পরিহাস দোঁহে সখ্যের স্বভাব।”
‘শ্রীশ্রীচৈন্যচরিতামৃত’ – এর বর্ণনায় দু’জনের একজন শ্রীচৈতন্য আর দ্বিতীয়জন হলেন,
1. স্বরূপ দামোদর
2.রায় রামানন্দ
3. কাশীমিশ্র
4. ভেংকট ভট্ট
★ উত্তর : 4
১৩) নীচে দেওয়া কারকগুলির মধ্যে ‘কুঠারেঁ ছিজঅ’ বাক্যাংশের রেখা – চিহ্নিত (কুঠারেঁ)পদটির সঠিক কারক হল,
1. করণ কারক
2. অধিকরণ কারক
3. অপাদান কারক
4. সম্বন্ধ পদ
★ উত্তর : 1
১৪) “অধর – অধরী হতো চুম্বন লালসে ” – এখানে যে অলংকার রয়েছে সেটি হল,
1. ছেকানুপ্রাস
2. যমক
3. শব্দশ্লেষ
4. পুনরুক্তবদাভাস
★ উত্তর : 1
১৫) “কী করিলে পৃথিবীর উপকার এই মেটে রঙের মলাটটাকে খুলিয়া ফেলা যাইতে পারে, তাহার কতক প্ল্যান ঠাওরাইয়াছি। মনে ভাবিতাম, একটার পর আর – একটা বাঁশ যদি ঠুকিয়া ঠুকিয়া পোঁতা যায়, এমনি করিয়া অনেক বাঁশ পোঁতা
হইয়া গেলে পৃথিবীর খুব গভীরতম তলাটাকে হয়তো একরকম করিয়া নাগাল পাওয়া যাইতে পারে”।
উদ্ধৃত অংশটি ‘জীবনস্মৃতি’ – র যে অধ্যায় থেকে নেওয়া, সেটি হল ;
1. নানা বিদ্যার আয়োজন
2. ঘর ও বাহির
3. ভৃত্য রাজকতন্ত্র
4. বাহিরে যাত্রা
★ উত্তর : 2
১৬) অ্যারিস্টটল বলেছেন, “সমস্ত উদঘাটনের মধ্যে শ্রেষ্ঠ হল সেই পদ্ধতি যা ঘটনার মধ্য থেকে উদ্ভূত।” এই সূত্রে তিনি যে নাটকের উদাহরণ দিয়েছেন,সেটি হল;
1. সফোক্লেসের আন্তিগোনে
2. সফোক্লেসের ওয়দিপৌস
3. এউরিপেডিসের কুপ্রিয়া
4. ইস্কিলাসের খোএফোরো
★ উত্তর : 2
১৭) বিষ্ণু দে রচিত ‘গান’ কবিতাটিতে যে দুজন গায়কের নাম উল্লেখিত হয়েছে তাঁরা হলেন;
1. দেবব্রত বিশ্বাস ও সুচিত্রা মিত্র
2.দেবব্রত বিশ্বাস ও মালতী ঘোষাল
3.দেবব্রত বিশ্বাস ও রাজেশ্বরী দত্ত
4. হেমন্ত মুখোপাধ্যায় ও রাজেশ্বরী দত্ত
★ উত্তর : 2
১৮) “অলংকারসমূহ অন্বেষণ কারীর কাছে দুর্লভ হলেও প্রতিভাবান রসমাহিতচিত্ত কবির কাছে তারা ‘ অহং পূর্বিকয়া পরাপতন্তি অর্থাৎ ‘ আমি আগে, আমি আগে ‘ করে এসে কাব্যে স্থান করে নেয়।” – এই মন্তব্যটি যিনি করেছেন তিনি হলেন ;
1. বামন
2. ভামহ
3. আনন্দবর্ধন
4. দন্ডী
★ উত্তর : 3
১৯) নীচে পূর্বরাগের দশটি দশা থেকে কয়েকটি উল্লেখ করা হল, সঠিকটি নির্বাচন করো;
A. তানব B. জাগর্য্যা C. ব্যাধি D. বৈয়গ্ৰ্য E. জড়িমা
1.B,E,A,D,C
2.B,A,E,D,C
3.B,A,D,E,C
4.A,C,E,D,B
★ উত্তর : 2
২০) “এখন কমলমণি, সূর্যমুখী, নগেন্দ্র তিনজনে মিলিত হইয়া বিষবীজ রোপণ করিলেন ” – ‘বিষবৃক্ষ’ উপন্যাসে এই কথাটি যে পরিচ্ছেদে আছে তার শিরোনাম হল :
1. অনেক প্রকারের কথা
2. অঙ্কুর
3. হীরার কলহ – বিষবৃক্ষের মুকুল
4. বিষবৃক্ষ কি?
★ উত্তর : 1
২১) নীচে অ্যারিস্টটলের ‘পোয়েটিক্স’ থেকে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল,শুদ্ধ উত্তরটি নির্ণয় করো।
A.যিনি ট্র্যাজেডির ভালোমন্দ বিচার করতে পারবেন, তিনি মহাকাব্যের ভালোমন্দ বিচারে সমর্থ হবেন।
B.অ্যারিস্টটলের মতো কোরাসের ব্যবহার এউরিপিদেসের মতো না হয়ে সোফোক্লেসের মতো হওয়াই বাঞ্ছনীয়।
C. ওদেসি হল মহাকাব্যের সরল কাহিনি,এবং তার শেষ বিপর্যয়ে।
D.মহাকাব্য হল মিতছন্দের বর্ণনাত্মক কাহিনি।
E. কবিতায় কবি যখন উত্তম পুরুষে কথা বলেন, তখন তিনি নিতান্তই অনুকারক।
1.কেবল A, B এবং E
2.কেবল B, C এবং D
3.কেবল A, B এবং D
4.কেবল A, Cএবং D
★ উত্তর : 3
২২) নীচে বিষ্ণু দে-র কবিতা অবলম্বনে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল,শুদ্ধ উত্তরটি নির্ণয় করো।
A. ‘দামিনী’ এবং ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’ কবিতা দুটি একই কাব্যগ্রন্থের অন্তর্গত।
B. ‘তুমি শুধু ২৫শে বৈশাখ’ কাব্যগ্রন্থের শেষ কবিতা ‘২৫শে বৈশাখ’।
C. ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা ‘গান’।
D. ‘ঘোড়সওয়ার’ কবিতার শেষ বাক্যটি একটি প্রশ্নবোধক বাক্য।
E. ‘প্রাকৃত কবিতা’ নামের কবিতাটি পাওয়া যাবে ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’ কাব্যগ্রন্থে।
1.A,B,C
2.B,C,D
3.C,D,E
4.A,D,E
★ উত্তর : 4
২৩) নীচে ‘ঘরে – বাইরে’ উপন্যাস থেকে বিমলার আত্মকথার কয়েকটি অংশ উদ্ধৃত হল, তার মধ্যে শুদ্ধ ক্রমটি নির্ণয় করো।
A. আমি গোড়ায় সন্দীপবাবুকে ভক্তি করতে আরম্ভ করেছিলুম, কিন্তু সে ভক্তি গেলো ভেসে। তাঁকে শ্রদ্ধাও করি নে,এমনকি তাঁকে অশ্রদ্ধাই করি।আমি খুব স্পষ্ট করেই বুঝেছি আমার স্বামীর সঙ্গে তাঁর তুলনাই হয় না।
B. সমস্ত দেশের উপর এই যে একটা প্রবল আবেগ ভেঙে পড়ল, ঠিক এই জিনিসটাই আমার জীবনের মধ্যে আর এক সুর নিয়ে ঢুকেছিল। আমার ভাগ্য দেবতার রথ আসছে , কোথা থেকে তার সেই চাকার শব্দে দিন রাত্রি আমার বুকের ভিতর গুর্ গুর্ করছে।
C. বাজার থেকে বিদেশী মাল বিদায় করবার কথা যখন স্বামীর কাছে বলতে গেলুম তখন জানতাম এই নিয়ে খানিকটা কথা – কাটাকাটি চলবে। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে, তর্কের দ্বারা তর্ককে নিরস্ত করা আমার পক্ষে অনাবশ্যক। আমার বায়ুমণ্ডলে একটা জাদু আছে।
D.আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি ; যা পোড়বার তা পুড়ে ছাই হয়ে গেছে,যা বাকি আছে তার আর মরণ নেই।
E. এমনি আমার কপাল,আমার স্বামী আমাকে সেই পূজার অবকাশ দিতে চাইতেন না।সেই ছিল তাঁর মহত্ত্ব। তীর্থের অর্থপিশাচ পান্ডা পূজার জন্য কড়াকড়ি করে , কেননা সে পূজনীয় নয়; পৃথিবীতে যারা কাপুরুষ তারাই স্ত্রীর পূজা দাবী করে থাকে। তাতে পূজারী ও পুজিত দুইয়েরই অপমানের একশেষ।
1.E,A,B,C,D
2.A,B,C,E,D
3.C,A,E,D,B
4.B,A,E,D,C
★ উত্তর : 1
২৪) হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যার অনুসরণে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল তার মধ্যে শুদ্ধ উত্তরটি নির্ণয় করো।
A. ‘নির্মলগীরাটিকা’র রচয়িতা যে মুনি দত্ত তা জানা যায় পুঁথির বস্তু নির্দেশক শ্লোক থেকে।
B. চর্যার পুঁথিতে প্রতিটি গানের সূচনায় রাগ ও চর্যাকারের নাম আছে।
C. সহজের স্বরূপ বোঝাতে ‘উদক – চান্দ’ এর উপমাটি ব্যবহৃত হয়েছে ২৯ সংখ্যক চর্যাগানে।
D. কাহ্নপাদ কিভাবে ‘কবালী’ হলেন তার বিবরণ আছে ১১ সংখ্যক চর্যাগানে।
E. চর্যার পুঁথিতে পাতার সংখ্যা দেওয়া আছে প্রতি পাতার দ্বিতীয় পৃষ্ঠায়।
1. কেবল A,B,C
2. কেবল B,C,D
3. কেবল C,D,E
4. কেবল A,D,E
★ উত্তর : 3
২৫) নীচে বাংলার স্বর ও ব্যঞ্জধ্বনি বিষয়ে কিছু শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে শুদ্ধ উত্তরটি নির্ণয় করো।
A. বাংলা অনুনাসিক স্বরধ্বনি গুলি অন্তর্গামী ও বহির্গামী ।
B.বাংলার সব স্বর ও ব্যঞ্জধ্বনি হল বিভাজ্য ধ্বনি।
C. সকল স্বাভাবিক স্বরধ্বনিই সঘোষ ধ্বনি।
D.বহির্গামী ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু কেবল নাসিক্য বিবর দিয়ে নির্গত হয় ।
E. বাংলা ঘৃষ্ট ধ্বনি গোড়ায় পৃষ্ট এবং উষ্ম ধ্বনির মত বাঁধা মুক্ত।
1. A,B,C
2. B,C,E
3. A,C,E
4. B,D,E
★ উত্তর : 2
২৬) ‘মৈমনসিংহ গীতিকা’র ‘মহুয়া পালা’ অনুসরণে প্রথম তালিকায় চরিত্রের নাম ও দ্বিতীয় তালিকায় তাদের উক্তি দেওয়া হল, যার থেকে সঠিকটি নির্বাচন করো।
তালিকা – ১ তালিকা – ২
A.নদের চাঁদ i. একটি বার কহিয়া কথা
প্রাণ জুড়াও
B. সন্ন্যাসী ii. দুই জনে তুলিব ফুল
সকাল ও বিয়ান
C. হুমরা বেদে iii. নবীন যইবন কইন্যা ভুলা
তোমার মন
D. সাধু iv. একটি বার মনের কথা
কও না কেনে শুনি
E.পালঙ্ক সই v. পায়ে ধরি মাগী কইন্যা
তোমার যইবন
1.A-iii,. B-v, C-i, D-ii, E-iv
2.A-v,. B-i,. C-iv,. D-iii, E-ii
3.A-iv, B-iii, C-v,. D-ii, E-i
4.A-ii, B-iv,. C-v, D-i, E-iii
★ উত্তর : 1
২৭) বঙ্কিচন্দ্রের ‘বড় বাজার’ নিবন্ধটিতে ‘পীচ পেয়ারা আনারস আঙ্গুর’ বলা হয়েছে যে পদার্থটিকে সেটি হল :
1. বাঙ্গালা সাহিত্য
2. সম্বাদপত্রের রচনা
3. পাশ্চাত্য সাহিত্য
4. বাল্মীকি প্রভৃতি ঋষিগণের রচিত অমৃত সাহিত্য
★ উত্তর : 3
২৮) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয়ক প্রবর্তক – নিবর্তকের সম্বাদ ; প্রথম প্রস্তাব’ রচনা থেকে নিচের প্রথম তালিকায় কয়েকজন শ্রাস্ত্রকর বা শ্রাস্ত্রগ্রন্থের নাম এবং দ্বিতীয় তালিকায় ওই শ্রাস্ত্রকর বা শ্রাস্ত্রগ্রন্থের বচনের অংশবিশেষ উদৃত হল, যাদের সামঞ্জস্য বিধান করো।
তালিকা – ১ তালিকা – ২
A.ঋগ্বেদ i. পতিব্রতা সম্প্রদপ্তিং প্রবিবেশ হুতাশনং।
B. ব্যাস ii. ঋগবেদবাদাৎ সাধ্বী স্ত্রী ন ভবেদাত্মঘাতিনী।
C. ব্রহ্মপুরাণ iii.অসীতামরনাৎ ক্ষান্তা নিয়তা ব্রহ্মচারিনী
D. মনু iv. ইমা নারীরবিধবাঃ সুপত্নীরাঞ্জনেন সর্পিষা
সংবিশন্তু।
1. A-iv, B-i,. C-ii, D-iii
2.A-iii, B-iv, C-ii,. D-i
3.A-ii, B-iii, C-iv,. D-i
4.A-iv,. B-ii,. C-i, D-iii
★ উত্তর : 1
২৯) বিজয়গুপ্তের কাব্যের নরখন্ড অনুসরণে সোনাইয়ের ‘মৎস্যের ব্যঞ্জন’ রন্ধনের কয়েকটি পদ নীচে দেওয়া হল, যার শুদ্ধ ক্রমটি নির্নয় করো।
A. বড় বড় ইচা মৎস্যের ফেলাইয়া তালু।
B.বড় [বড়] কই মৎস্য করিয়া ভাগে ভাগ।
C. ছোট ছোট চেঙ্গ মৎস্যের ফালাইয়া মুড়া।
D.ছোট ছোট নালি মৎস্যের ফালাইয়া মুরি।
E.বড় বড় ঢাইন মৎস্য দেখিতে বড় ভাল।
1.B,C,D,E,A
2.D,B,A,E,C
3.C,A,E,B,D
4.D,E,A,C,B
★ উত্তর : 3
৩০) নীচে ছন্দ বিষয়ক কয়েকটি বই কিংবা প্রবন্ধের প্রকাশ – সংক্রান্ত তথ্যের একটি তালিকা দেওয়া হল, যার থেকে সঠিকটি নির্বাচন করো।
A. রবীন্দ্রনাথের ‘ছন্দ’ বইটির প্রথম প্রকাশ
B.সত্যেন্দ্রনাথ দত্তের ‘ছন্দের – স্বরস্বতী’র সাময়িক পত্রে প্রথম প্রকাশ
C. প্রবোধচন্দ্র সেনের ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ছন্দ’ সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশ
D. অমূল্যধন মুখোপাধ্যায়ের ‘বাংলা ছন্দের মূলসূত্র’ বইটির প্রথম প্রকাশ
1.C,D,A,B
2.B,D,A,C
3.D,A,B,C
4.A,C,D,B
★ উত্তর : 2
৩১) “আজ্ঞে এ আমাদের সন্ধেবেলার কেরাছিন” – ‘মতিলাল পাদরী’ গল্পে এই উক্তিটি করেছিল –
1. ভোলা পাইক
2. পতাকী
3. যদু
4. বদন
★ উত্তর : 3
৩২)নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার থেকে সঠিকটি নির্ণয় করো।
বিবৃতি -১ ‘আমি বিংশ শতাব্দীর সমান বয়সী’, এই বাক্যটি রয়েছে সুধীন্দ্রনাথ দত্তের ‘সংবর্ত’ কবিতায়
বিবৃতি -২ ‘উত্তরচল্লিশ আমি’ এই বাক্যটি পাওয়া যাবে সুধীন্দ্রনাথ দত্তের ‘যযাতি’ কবিতায়।
1. উভয় বিবৃতিই ঠিক।
2.বিবৃতি -১ ঠিক কিন্তু বিবৃতি -২ ভুল।
3.বিবৃতি -১ ভুল কিন্তু বিবৃতি -২ ঠিক।
4.উভয় বিবৃতিই ভুল।
★ উত্তর : 4
৩৩)নীচে প্রথম তালিকায় পাঁচটি কবিতার নাম এবং দ্বিতীয় তালিকায় পাঁচটি কাব্যগ্রন্থের নাম দেওয়া হল, যাদের মধ্যে সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তর নির্ণয় করো।
তালিকা – ১ তালিকা -২
A. ঘর i.আলোওছায়া
B. গান ii. তুমি শুধু পঁচিশে বৈশাখ
C. সুখ iii.পারাপার
D. পাথরের ফুল iv.খসড়া
E. বিনিময় v. যত দূরেই যাই
1.A-iii, B-ii, C-i, D-v, E-iv
2.A-iii, B-i, C-ii, D-v, E-iv
3.A-iv,. B-ii, C-i, D-v, E-iii
4.A-iv, B-ii,. C-i, D-iii, E-v
★ উত্তর : 3
৩৪) সুনীল গঙ্গপাধ্যায়ের ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ এবং ‘পাখীর মা’ গল্প দুটি অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যেগুলি থেকে শুদ্ধ উত্তরটি নির্ণয় করো।
A. পবনের পাঁচ ছেলের মধ্যে জীবিত ছিল কেবলমাত্র নিবারণ
B. নিবারণরা বংশ পেশায় – ঘরামী।
C. জগদীশের বাড়িতে জন খাটাবার দরকার হলেই ডাক পড়ত ডুলুং – এর
D. জগদীশের বাড়ির উঠোনের ধানের গোলাটি ছিল নিছক শোভা।
E. গল্পে পরিযায়ী পাখিরা এসেছিল এক জ্যোৎস্না রাতে আর ফিরে গিয়েছিল এক সকালে।
1.A,B,D
2.B,D,E
3.A,C,D
4.B,C,E
★ উত্তর : 4
৩৫) “সংস্কৃত কাব্যের মধ্যে রামায়ণ মহাভারত তো সেকেলে ” – উদ্ধৃত মন্তব্যটি পাঠ্য যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সেটি হল:
1. বঙ্গীয় যুবক ও তিন কবি
2. সাহিত্যে অশ্লীলতা – আলংকারিক মত
3. ভারতীয় সংস্কৃতির স্বরূপ
4.সুন্দর ও বাস্তব
★ উত্তর : 1
৩৬) ‘শ্রীকান্ত’ (প্রথম পর্ব) উপন্যাস অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যাদের মধ্যে সঠিকটি নির্ণয় করো।
A. বনঝাউ এবং ভুট্টা-জনারের চড়া ডান দিকে রেখে নৌকা সোজা চলতে লাগলো।
B. হারান পলসাঁই মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে নিয়ে যাত্রাপালায় ভীম সাজাত।
C. কুমার সাহেবের বৈঠকে ভূতের গল্পের বক্তা ছিলেন প্রবীণ পুরুষোত্তম।
D. বিবাহের দেড় বছর পরেই রাজলক্ষ্মীর মৃত্যু হয়।
E. রাম বাবুর স্ত্রীর অনুরোধে বসন্ত – আক্রান্ত নবীন ও জীবনের শূশ্রূষা করেছিল শ্রীকান্ত ।
1.A,B,E
2.A,C,D
3.B,D,E
4.B,C,D
★ উত্তর: 1
৩৭) নীচে উজ্জলনীলমণি অবলম্বনে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে শুদ্ধটি নির্ণয় করো।
A. মূখ্য সম্ভোগ সর্বমোট চার প্রকার।
B.সুদূর প্রবাস ভাবী,ভবন ভূত ভেদে তিন প্রকার।
C. প্রবাসাখ্য বিপ্রলম্বে আটটি দশা হয়ে থাকে।
D. শ্রবণজাত পূর্বরাগ পাঁচটি উৎস থেকে জাত হয়।
1.A এবং B শুদ্ধ
2.B এবং C শুদ্ধ
3.B এবং D শুদ্ধ
4.A এবং C শুদ্ধ
★ উত্তর : 1
৩৮) ‘মশা’ গল্প অবলম্বনে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. টাইড্যাল ওয়েভে চড়ে ঘনাদা একবেলার মধ্যে ফিজি থেকে তাহিতি দ্বীপে গিয়ে উঠেছিলেন।
B.জলপথে সাখালীন দ্বীপ থেকে বেরোবার একমাত্র সময় এপ্রিল থেকে অক্টোবর।
C.সাখালীন দ্বীপ থেকে যে চিনা মজুরটি নিরুদ্দেশ হয়ে গিয়েছিল তার নাম তাওলিন।
D.সাখালীন দ্বীপে ঘনাদার সঙ্গী ডাক্তারটি ছিলেন মার্কিন মুলুকের মানুষ।
E.সাখালীন দ্বীপের দক্ষিণ দিকটা জাপানিদের আর উত্তর দিকটা রাশিয়ার।
1.A,B,D
2.B,C,D
3.A,C,E
4.B,D,E
★ উত্তর : 4
৩৯) ‘সাধের আসন’ কাব্যগ্রন্থের নবম সর্গ এর (আসনদাত্রী দেবী) প্রথম পাঁচটি স্তবকের প্রথম পংক্তি গুলি নীচে দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. তোমার উৎসাহ – ধারা
B. সাক্ষাৎ আমার প্রাণ
C. চলিয়া গিয়াছ তুমি
D. তোমার আসনখানি
E. সাহিত্য – সংসারে তুমি
1.D,B,E,A,C
2.B,C,D,A,E
3.C,D,A,B,E
4.C,A,B,E,D
★ উত্তর : 1
৪০) নীচের শব্দগুলির মধ্যে যেটিতে সমাক্ষর লোপের প্রয়োগ রয়েছে , সেটি হলো:
1. একটিনি
2. চাখড়ি
3. বারান্দা
4. আলমারি
★ উত্তর : 2
৪১) ‘রাধা’ উপন্যাস অনুসরণে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. মাধবানন্দ জানেন,লোকেরা লৌকিক জীবনে যতটা দূর্বল ও অসহায় হয়, ততই তারা অলৌকিককে আঁকড়ে ধরতে চায়।
B.মাধবানন্দ বলেছিলেন যে, একালে প্রজা ভ্রষ্টচরিত্র দূর্বল হলেই রাজা নিশ্চিন্ত থাকে, বিশেষত রাজা ও প্রজা যেখানে ভিন্নধর্মাবম্বী হয়।
C.মাধবানন্দ হাতেমপুরের ফৌজদার হাফেজ খাঁয়ের উদ্দেশ্যে পত্র লিখেছিলেন।
D.মাধবানন্দ বলেছিলেন,নারীকে রক্ষা করতে না পারলে ধর্ম চঞ্চল হবে।
E.মাধবানন্দ তার অলৌকিক শক্তি প্রথম প্রকাশ করেছিলেন সিদ্ধ পীর সৈয়দ হোসেন সাহেবের কাছে।
1.A,B,D
2.A,B,E
3.B,C,E
4.B,C,D
★ উত্তর : 4
৪২) চর্যার যে পদকর্তা ভনিতায় নিজেকে ‘অনুত্তর সামী’ বলে অভিহিত করেছেন,তিনি হলেন,
1. ডোম্বীপাদ
2. সরহ পাদ
3. কুক্কুরীপাদ
4. চাটিলপাদ
★ উত্তর : 4
৪৩) ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা অবলম্বনে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. ‘মাছে কিছু আছে মান বাঙালির কাছে’ এই পংক্তিটি ‘পাঁটা ‘কবিতার অংশ।
B. ‘প্রতিদিন প্রাতে উঠি শুদ্ধ করি মন/ ভক্তিভাবে এই পদ্য পড়িবে যে জন।’ এখানে ‘এই পদ্য’ বলতে ‘বড়দিন’ কবিতাটির কথা বোঝানো হয়েছে।
C. ‘একবার রসনার’ যে পেয়েছে তার।/ আর কিছু মুখে নাহি,ভালো লাগে আর’। এখানে ‘তোপসী মাছ’ প্রসঙ্গে এই কথা বলেছেন কবি।
D. ‘কষিত কনককান্তি, কমনীয় কায়’ ‘আনারস’ প্রসঙ্গে এই বর্ণনা দেওয়া হয়েছে।
E. ‘গালে এসে বাস কর মরণের কালে’ এই আকাঙ্খা ‘আনারস’ প্রসঙ্গে বিবৃত হয়েছে।
1.A,C,D
2.A,C,E
3.B,C,D
4.B,C,E
★ উত্তর : 2
৪৪) মোহিত চট্টোপাধ্যায়ের ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকের পাঁচটি চরিত্রের নাম নীচে দেওয়া হল, নাটকে এদের মুখে প্রথমবার সংলাপ উচ্চারিত হওয়ার ক্রম অনুসারে সাজাও।
A. রানী
B. চিত্রলেখা
C. জীবনলাল
D. দুর্গাশাসক
E. চিত্রকর
1.C,B,D,A,E
2.A,B,C,E,D
3.A,C,B,D,E
4.B,C,D,A,E
■ উত্তর : 1
৪৫) নীচের তালিকার যে বিকল্পটিতে একাধিক উৎসজাত শব্দ আছে,সেটি হল :
1. জামা, দালান, সেটার, মোহর, হরফ
2. বুড়ো,বিয়ে, ঘর,দলুই, ভালো
3. রতন, যতন ,পরশ, ধরম, বরফ
4. কুলীন,জটিল,জলজ,শয়ন, অঙ্গুলি
★ উত্তর : 3
৪৬) ‘পেশা বদল’ গল্পে ‘চেতনা ইয়ং মেনস’ ক্লাবের ম্যাগাজিনের নাম ছিল:
1. ডামাডোল
2. সোরগোল
3. কররোল
4. গন্ডগোল
★ উত্তর : 1
৪৭) ‘পুতুল নাচের ইতিকথা ‘ উপন্যাস অবলম্বনে নীচে দুটি বিবৃতি দেওয়া হল , যার প্রথমটিকে মন্তব্য এবং দ্বিতীয়টিকে যুক্তি বলা হল, এদের মধ্যে সঠিক বিকল্পটি নির্ণয় করো।
মন্তব্য : সকালে আকাশের দিকে চেয়ে তারা বলতে পারে বিকেলে বৃষ্টি হবে।
যুক্তি : কেননা গাওদিয়া গ্রামের লোকজনের জলবায়ু সম্বন্ধে সাধারণ জ্ঞান বেশি।
1.মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক।
2.মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক,
কিন্ত যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়।
3.মন্তব্য ঠিক কিন্ত যুক্তি ভুল।
4.মন্তব্য ভুল কিন্ত যুক্তি ঠিক।
★ উত্তর : 3
৪৮) নীচে বাংলা ছন্দের কলা ও মাত্রা সম্পর্কে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. প্রবোধ চন্দ্র সেনের আজীবনের অভিমত হল, বস্তুত পদ্য রচনার ছন্দ ও তার মাত্রা একাধারে কালাশ্রীত এবং কালাত্মক।
B. ‘ছন্দ পরিক্রমার’ প্রথম সংস্করণ (১৯৬৫) থেকেই প্রবোধ চন্দ্র বলে আসছেন যে,ছন্দে মাত্রা ও কলা অভিন্নার্থক নয়।
C. অমূল্যধন মুখোপাধ্যায়ের ‘ বাংলা ছন্দের মূলসূত্র ‘ গ্রন্থের সপ্তম সংস্করণেও (১৯৮৩) একমাত্র কলাই ছন্দের মাত্রা বলে স্বীকৃত হয়েছে।
D. ‘বাংলা ছন্দের সমস্ত হিসাব চলে মাত্রা অনুসারে!’ এই মত অমূল্যধন মুখোপাধ্যায়ের।
E.বাংলা ছন্দের আলোচনাতে ‘মাত্রাবৃত্ত’ নামের প্রয়োগ দেখা যায় ঊনবিংশ শতক থেকেই।
1.A,B,C
2.B,C,D
3.C,D,E
4.E,A,B
★ উত্তর : 3
৪৯) ‘কুড়ানো মেয়ে’ গল্প অবলম্বনে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
বিবৃতি -১: পুত্রবধূর মৃত্যুর পর বেহাই বাড়ি যাওয়ার পথে সীতানাথের মন সবিশেষ বিষন্ন হয়েছিল।
বিবৃতি -২: সীতানাথের বড় ছেলে শ্রীনিবাস কলকাতার মেসে থেকে রীতিমত আইন পাস করেছিল।
1. উভয় বিবৃতিই ঠিক।
2. বিবৃতি-১ ঠিক কিন্তু বিবৃতি-২ ভুল।
3. বিবৃতি-১ ভুল কিন্তু বিবৃতি-২ ঠিক।
4. উভয় বিবৃতিই ভুল।
★উত্তর : 2
৫০) নীচে ‘ঘর – বাহির’ উপন্যাস থেকে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. সন্দীপ হরিশ কুণ্ডুর সঙ্গে যোগ দিয়ে খুব ধুম করে মহিষমর্দিনী পুজোর আয়োজন করছে।
B. নিখিলেশের নামে লাল কালিতে লেখা যে একখানা চিঠি এসেছিল, তাতে পত্রলেখক নাম সই করেছিল আম্বিকাচরণ গুপ্ত।
C. নায়েব কুলদার সাহায্যে সন্দীপ যার নৌকা ডুবিয়ে দিয়েছিল, তার নাম ছিল মিরজান।
D. দিদিশাশুড়ির মৃত্যুর পরে বিমলা কলকাতায় গিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করলেও নিখিলেশ নিজের জায়গা ছেড়ে যেতে রাজি হয়নি।
E.নিখিলেশের পিসতুত বোন রানুর স্বামীর নাম ছিল গোপাল।
1.কেবল A,C,D
2.কেবল A,B,C
3.কেবল B,C,E
4.কেবল A,D,E
★ উত্তর: 2
৫১) বিহারীলাল চক্রবর্তীর ‘সাধের আসন’ কাব্যের পঞ্চম সর্গটির শিরোনাম হল :
1. নন্দন কানন
2. মায়া
3. কে তুমি
4.অমরাবতির প্রবেশ পথ।
★ উত্তর : 4
৫২) উপন্যাসের শেষ অংশে শচীশের সাধনার ব্যকুলতা না বুঝতে পেরে শ্রীবিলাস মন্তব্য করে : “একদিন তো এ জিনিসটাকে হাসিয়া উড়াইয়া দিয়াছি এখন আর যাই হোক হাসি বন্ধ হইয়া গেছে।” এই সূত্রে শ্রীবিলাস যে দার্শনিকের প্রসঙ্গ টেনে আনে , তিনি হলেন –
1. অগাস্ট কোঁৎ
2. জন স্টুয়ার্ট মিল
3. জেরেমি বেন্থাম
4.হার্বার্ট স্পেন্সার
★ উত্তর : 4
৫৩) ‘পরস্য ন পরস্যেতি মমেতি ন মমেতি চ….!’ অর্থাৎ কাব্য পাঠকের মনে হয় ,কাব্যের চরিত্র ও ভাব পরের,কিন্তু সম্পূর্ণ পরের নয়; আমার নিজের কিন্তু নিজেরও নয়।’ – এই মন্তব্যটি যিনি করেছেন তিনি হলেন:
1. ভারতাচার্য
2. অভিনব গুপ্ত
3.আনন্দ বর্ধন
4. বিশ্বনাথ কবিরাজ
★ উত্তর : 4
৫৪) নীচে প্রথম তালিকায় ‘অচলায়তন ‘ নাটকের কয়েকটি চরিত্রের নাম ও দ্বিতীয় তালিকায় নাটকের শেষে তাঁদের জন্য গুরু যে কাজ নির্দিষ্ট করেছেন, তা উল্লেখ করা হল , যার থেকে উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো।
তালিকা -১ তালিকা – ২
A. পঞ্চক i) কি করে আপনাকে আপনি ছাড়িয়ে
উঠতে হয়, সেইটে শেখাবার ভার ওর ওপর।
B. সুভদ্র ii) কারাগার যা ছিল সে তো আমি ভেঙে
ফেলেছি, এখন সেই উপকরণ দিয়ে
সেইখানেই তোমাকে মন্দির গেঁথে তুলতে হবে।
C.আচার্য iii) এখন তুমি আছ ভাই,আর আমি আছি।
দুজনে মিলে কেবলই উত্তর দক্ষিণ পুর্ব পশ্চিমের
সমস্ত দরজা-জানালাগুলো খুলে খুলে বেড়াব। D.মহাপঞ্চক iv) তোমাকে আর কাজ করতে হবে না…
তুমি আমার সঙ্গে এসো।
1.A-ii,. B-iii, C-iv, D-i
2.A-iv, B-i, C-ii, D-iii
3.A-iii,. B-ii, C-iv, D-i
4.A-i,. B-iii, C-iv, D-ii
★সঠিক উত্তর : 1
৫৫) পাঠ্য গল্প অনুসরণে প্রথম তালিকায় কয়েকটি বাড়ির প্রসঙ্গ এবং দ্বিতীয় তালিকায় গল্পের নাম দেওয়া হল, যার থেকে উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো।
তালিকা-১ তালিকা-২
A.অবাড়ন্ত শরীর মেয়েদের বয়সের i. আত্মভুক
মত,এ বাড়িতে বেলা যেন বাড়ে না।
B.খোলার চালের ঘর একখানা ii.শহীদের মা
আর একফালি দালান।
C.এ পাড়ায় ওই একটি বাড়িতেই iii.কানাকড়ি
অপর দিকে তাকালে ধবধবে সাদা
দেওয়াল দেখা যায়।
D. বাড়িটা নিঝুম। কাঠের ফ্রেম,টিনের iv. নিম অন্নপূর্ণা
দেওয়াল, মাথায় টিনের চাল
E.যে বাড়ি থেকে কালয়াতি গান আসে, v. ইঁদুর
ফোড়নের গন্ধ আসে, বিড়ালের ঝগড়ার
শব্দ আসে
1.A-iii, B-v, C-i, D-ii, E-iv
2.A-ii, B-iii, C-v, D-i, E-iv
3.A-iv, B-i, C-ii, D-v, E-iii
4.A-v, B-iv, C-ii, D-iii, E-i
★ উত্তর : 1
৫৬) ‘উলোট পূরণ’ গল্পে মেমসাহেবদের জন্য ‘আম্বুরী বরুণ’ এর বিজ্ঞাপনটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম:
1. দি মিয়ার ম্যান
2. দি শিম্যান
3. দি লন্ডন ফগ
4. রাষ্ট্রবিৎ
★ উত্তর : 4
৫৭) ‘টিনের তলোয়ার’ নাটকে বীরকৃষ্ণ দাঁ ‘সধবার একাদশী’ নাটকটিকে ভুলবশত নানান নামে উচ্চারণ করতেন, তাঁর বলা নামগুলি থেকে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ নাম দেওয়া হল,যেগুলি থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. সধবার উপবাস
B. এয়োতির ভোজ্য
C. কুমারীর একাদশী
D. বিধবার হব্যিষি
E. কুমারীর পথ্যি
1.কেবল A,B,C
2.কেবল A,C,D
3.কেবল A,D,E
4.কেবল B,C,E
★ উত্তর : 3
৫৮) ‘প্রথম পার্থ’ কাব্যনাট্যে যে অস্ত্রের সাহায্যে অর্জুন কর্ণকে হত্যা করবে বলে কৃষ্ণ ভবিষ্যৎ – বাণী করেন, তাঁর নাম :
1. অঞ্জলিক বাণ
2. পাশুপত অস্ত্র
3. ব্রহ্মশিরা বাণ
4. ব্রহ্মাস্ত্র
★ উত্তর : 1
৫৯) ‘নবান্ন’ নাটকে চিকিৎসাকেন্দ্রে পাঁচ নম্বর পেশেন্টের যে উপসর্গ দেখা দিয়েছিল বলে নার্স জানিয়েছিলেন, সেটির নাম হল :
1.হেমপটিসিস
2.হেমপলিসিস
3.হেমফিলিয়া
4.হেমলপটিসিস
★ উত্তর : 1
৬০) নীচে রবীন্দ্রনাথের ‘তথ্য ও সত্য’ প্রবন্ধ থেকে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল,যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A.যেমনটি আছে তেমনটির ভাব হল সত্য,আর সেই সত্য যাকে অবলম্বন করে থাকে, তাই হচ্ছে তথ্য।
B. যথার্থ গুণী যখন একটা ঘোড়া আঁকেন তখন বর্ণ ও রেখা সংস্থানের দ্বারা একটি সুষমা উদ্বাবন করে সেই ঘোড়াটিকে একটি সত্য রূপে আমাদের কাছে পৌঁছিয়ে দেন।
C. আমাদের মনকে সত্যের স্বাদ দেওয়াই হচ্ছে সাহিত্য ও ললিতকলার প্রধান কাজ।
D.রবীন্দ্রনাথ জ্ঞানদাসের এই চরণটি তাঁর প্রবন্ধে ব্যবহার করেছেন ‘এক দুই গণইতে অন্তত নাহি পাই ‘।
E.চিত্রী যখন ছবি আঁকতে বসেন , তখন তিনি তথ্যকে সম্পূর্ণ অস্বীকার করে সত্যকে ফুটিয়ে তোলেন।
1.কেবল A,B,E
2.কেবল A,C,D
3.কেবল B,D,E
4.কেবল B,C,D
★ উত্তর : 4
৬১) নীচে স্বামী বিবেকানন্দের ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ গ্রন্থের ‘আহার ও পানীয়’ অধ্যায় অনুসরণ করে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A.রামানুজাচার্য ভোজ্যদ্রব্যের ত্রিবিধ দোষের মধ্যে প্রথমেই রেখেছেন ‘ জাতিদোষ ‘। ‘ জাতিদোষ ‘ অর্থে জন্মগত বর্ণের উচ্চ – নীচ ধারণার সংস্কার ।
B. কোনো কোনো হিন্দুশাস্ত্রে শ্রাদ্ধাদিতে মাংস ভোজন স্বীকৃত ছিল।
C. দক্ষিণীরা শুধু ডালের ঝোল খায়।
D. যে – কোনো জিনিস মিষ্টি থেকে টকে গেলে শাস্ত্রে তাকে বলে ‘ সুক্ত ‘।
E.দক্ষিণী ব্রাহ্মণেরা পেঁয়াজ – রসুন পাতে নেন না।
1.A,B,C
2.B,C,D
3.C,D,E
4.D,A,B
★ উত্তর : 2
৬২) ‘নিশীথে’ গল্পে মনোরমার বাবার নাম ছিল,
1. হারান
2. মহিন
3. পরান
4. দেবেন
★ উত্তর : 1
৬৩) প্রমথ চৌধুরী তাঁর ‘বই পড়া ‘ নিবন্ধে বৎসায়নের কামসূত্রে উল্লেখিত ‘ কূর্চ ‘ শব্দটির যে অর্থ নির্দেশ করেছেন তা হল,
1. মোমের কৌটা
2. একপ্রকার ব্র্যাকেট
3. পিকদানি
4. তুলি ও রঙ রাখার বাক্স।
★ উত্তর : 2
৬৪)” চান্দো বলে শোন মিতা এহার সমাধান।
পৃথিবীতে বস্তু নাহি এহার সমান”। – বিজয়গুপ্তের ‘পদ্মপুরাণ ‘ অবলম্বনে দ্বিতীয় চরণে ‘এহার’ বলতে যা বোঝানো হয়েছে তা হল :
1. নারিকেল
2. কলই
3. মুলা
4. পাকইর
★ উত্তর : 4
৬৫) “রাজনীতির সুতো টানছে কারা আর আমরা হাত-পা ছুঁড়ছি। ভাবছি সেটাই বাঁচা। – ‘নির্বাস ‘ উপন্যাসে এই কথাগুলি যে বলেছিল সে হল :
1. মালতী
2. বিমলা
3. সৌম্য
4. মোহিত
★ উত্তর : 2
৬৬) নীচে ধ্বনি পরিবর্তনের চিহ্নিত – অভিমুখ অনুসারে যেটিতে নিম্ন – স্বরধ্বনি উচ্চস্বরধ্বনিতে রূপান্তরিত হয়েছে সেটি হল :
1. গিন্নি < গৃহিনী
2. আগুন < অগ্নি
3. মুলো < মূলা
4. ধার < উদ্ধার
★ উত্তর : 3
৬৭) বুদ্ধদেব বসুর ‘পুরানো পল্টন’ অবলম্বন করে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A.পুরানো পল্টনের টিনের বাড়িতে লেখক পাঁচ বছর কাটিয়েছিলেন ।
B. লেখক সতেরো বছর বয়সে পুরানো পল্টনের বাড়িতে আসেন।
C. ‘প্রগতি’ পত্রিকা প্রথম যখন প্রকাশিত হয় তখন মলাটের ওপর ঊর্ধ্বমুখী নারীমুণ্ডের প্রতিকৃতি যুক্ত ছিল।
D.পুরানো পল্টনের ছোট্ট পাড়ায় একটি প্রকাণ্ড বটগাছ দ্বারপ্রহরীর মত দাঁড়িয়ে থাকত একা।
E. লেখকের পুরানো পল্টনের বাড়ির জানালা থেকে তাকালে রেল – রাস্তা অবধি নজর চলে যায়।
1.A,B,C
2.B,C,E
3.B,D,E
4.A,B,D
★উত্তর : 2
৬৮) ‘শ্রীচৈতন্যভাগবত’ – এ নগরভ্রমণ কালে চৈতন্যদেব যে বিচিত্র বৃত্তিধারী মানুষের দেখা পেয়েছিলেন তাঁদের বৃত্তিনাম নীচে দেওয়া হল, ক্রম অনুসারে তাদের সাজাও ।
A. গোপ
B. গন্ধবনিক
C. তাম্বুলি
D. তন্তুবায়
E. মালাকার
1.D,A,B,E,C
2.C,A,D,E,B
3.A,E,B,C,D
4.B,E,A,C,D
★ উত্তর : 1
৬৯) “যে যাবার সে যাক সখি আমি তো যাব না জলে।
যাইতে যমুনা জলে, সে কালা কদম্ব জলে,
আঁখি ঠেলে আমায় বলে, মালা দে রাই আমার গলে” – ‘হুতোম পেঁচার নক্সা’ অনুসরণে যে রাগে গানটি গাওয়া হয়েছিল, তা হল :
1. বেহাগ
2. পূরবী
3. খাম্বাজ
4. ভৈরব
★ উত্তর : B
৭০) জ্যোতিরিন্দ্র নন্দীর ‘সমুদ্র’ গল্প অনুসরণে কথকের প্রেক্ষনবিন্দু থেকে দেখা সমুদ্রের বর্ণনাসূচক কিছু প্রসঙ্গ নীচে দেওয়া হল,যেগুলি থেকে ক্রম অনুসারে সাজাও।
A. বেগোচ্ছল বিশাল ঢেউ হা-হা করে ছুটে আসছে
B. উত্তাল অশান্ত ক্ষিপ্ত প্রখর
C. উজ্জ্বল রৌদ্র বুকে নিয়ে সমুদ্র এখন অন্য রূপ ধরেছে
D. হাওয়ার বেগ বাড়ছে সমুদ্র উত্তাল হয়েছে
1.D,C,B,A
2.C,D,A,B
3.D,B,A,C
4.B,A,C,D
★ উত্তর : 3
৭১)নীচে প্রথম তালিকায় শাজাহান নাটক থেকে কয়েকটি চরিত্র এবং দ্বিতীয় তালিকায় তাদের সংলাপ প্রদত্ত হল, যাদের মধ্যে সামঞ্জস্য বিধান করো।
তালিকা-১
A. দারা
B.জাহানারা
C.মহম্মদ সুলতান।
D. দিলদার
E.যশোবন্ত
তালিকা- ২
i. আমি চতুর বলে আমার একটা অহংকার ছিল;
কিন্তু দেখলাম সে বিষয়ে জাহাপনার কাছে আমি শিশু।
ii. জাহাঁপনা ভাবছেন যে সংসারকে খুব ধাপ্পা দিলেন।
সংসার কিন্তু মনে মনে খুব বুঝলো; কেবল ভয়ে কথাটি কইল না।
iii.শয়তানের চাকরি করে ভেবেছ যে ঈশ্বর নাই? ঈশ্বরআছেন।
iv. ঈশ্বর দয়াময়! তোমার রচনা এমন সুন্দর অথচ এমন নিষ্ঠুর!
এই মায়ের আর ছেলের পরস্পরকে রক্ষা করবার জন্য এই কান্না
– অথচ কেউ কাউকে রক্ষা করতে পারছে না।
v. ছলে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসন-চ্যুত
করা,আর ধর্মের নামে এসে সেই সিংহাসনে বসা – এর নাম যদি
রাজনীতি হয়, তা হ’লে সে রাজনীতি আমার জন্য নয়।
1.A-v,. B-i,. C-iv,. D-iii,. E-ii
2.A-v,. B-iii,. C-iv,. D-i,. E-ii
3.A-iv,. B-iii,. C-v,. D-ii,. E-i
4.A-iii,. B-iv,. C-i,. D-ii,. E-v
★ উত্তর : 3
৭২) ‘একই কি বলে সভ্যতা?’ নাটকে কর্তামশাই যে কবিকে ‘কবিকুলটিলক’ এবং ‘ভক্তিরসসাগর’ বলেছেন, তিনি হলেন :
1. কালিদাস
2. চণ্ডীদাস
3. জয়দেব
4. বোপদেব
★ উত্তর : C
৭৩) নীচে অ্যারিস্টটলের ‘পোয়েটিক্স’ অবলম্বনে প্রথম তালিকায় কয়েকজন ব্যাক্তি এবং দ্বিতীয় তালিকায় তাঁদের কাজের বিবরণ দেওয়া হল, যার মধ্যে সামঞ্জস্য বিধান করো।
তালিকা ১ তালিকা২
A.আলকিরিয়াদেস I. কুপ্রিয়া নাটকের রচয়িতা
B. এপিখারমুস ii. গ্রিক চিত্রকর
C. জেউখিস iii. ট্রাজেডি রচয়িতাদের ব্যাঙ্গকারী
D. আরিফ্রাদেস iv. কমেডির কাহিনি নির্মাণের সূচনাকারী
E.দিকায়ওগেনুস v. আথেন্সের সেনাধ্যক্ষ 1.A-iv,. B-iii,. C-i,. D-v,. E-ii
2.A-iv,. B-ii,. C-iii, D-i,. E-v
3.A-ii,. B-iv, C-iii,. D-i, E-v
4.A-v,. B-iv, C-ii,. D-iii,. E-i
★ উত্তর : 4
৭৪) ‘বৈষ্ণব পদাবলীতে বাংলা সাহিত্যে ছন্দের প্রথম ঢেউ ওঠে।’ এই মন্তব্যটি যাঁর লেখায় পাওয়া যায় তিনি হলেন,
1. রবীন্দ্রনাথ ঠাকুর
2. প্রবোধ চন্দ্র সেন
3. অমূল্যধন মুখোপাধ্যায়
4. মোহিতলাল মজুমদার
★ উত্তর : A
৭৫)নীচে প্রথম তালিকায় ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাসের কয়েকজন চরিত্র এবং দ্বিতীয় তালিকায় তাঁদের কয়েকটি উক্তি দেওয়া হল, যেগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করো।
চরিত্র
A. অর্জুনবর্মা
B.লক্ষ্ণণ মল্লপ
C. বলরাম।
D.রাজা দেবরায়
E. চতুর্ভুজ নায়ক
সংলাপ
I. আমরা যা অনুমান করেছিলাম তা মিথ্যা নয়
ii. আমার মন বলছে তার মতলব ভালো নয়
iii. শাস্ত্রে বলে স্ত্রীজাতি কখনো স্বাতন্ত্র্য পায় না।
iv. তোমরা গোপনীয় রাজকার্যে ব্যাপৃত আছ।
v. ওদের গুহায় থাকার ব্যবস্থা করেছি
1.A-ii, B-iii, C-v, D-i,. E-iv
2.A-ii, B-iv, C-v, D-iii, E-i
3.A-iii, B-v, C-i,. D-ii, E-iv
4.A-iii,. B-ii, C-iv, D-v,. E-i
★উত্তর : 3
৭৬) ‘পদ্মাবতী’ কাব্য অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. পদ্মাবতীর সঙ্গে রত্নসেনর প্রথম সাক্ষাৎ হয় সুবর্ণনির্মিত,রথাকৃতি দেবী মন্দিরে
B.সিংহল যাত্রায় রত্নসেনকে বহিত্র দিয়ে সাহায্য করেছিলেন উড়িষ্যার রাজা গজপতি।
C.রত্নসেন বন্দী হলে দেবপাল পদ্মাবতীর কাছে যে দূতীকে পাঠিয়েছিলেন তার নাম কুমুদিনী
D. শুকের সংসর্গে পদ্মাবতীর চিত্ত চঞ্চল হবে আশঙ্কা করে সিংহলরাজ তাকে নির্বাসন দন্ড দিয়েছিলেন।
E.সিংহল থেকে প্রত্যাবর্তন কালে রত্নসেনকে সোম ও শনিবার পূর্বদিকে যেতে নিষেধ করা হয়েছিল।
1.কেবল A,D,E
2.কেবল B,C,E
3.কেবল A,C,D
4.কেবল C,D,E
★ উত্তর : 2
৭৭) ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে কয়েকটি ঘটনা ও ঘটনা – সম্পর্কিত উক্তি নীচে উল্লেখ করা হল, যার থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো।
A. “কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব- কামরাঙ্গা যা পেকেছে।”
B. “অপু,চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি – “
C. দুর্গা অপুর গড়ের পুকুরে পানফল তুলতে যাওয়া
D. “রথের আর কতদিন আছে রে দিদি?”
E. দুর্গাদের ঘটিবাটি নিয়ে পিতম কাঁসারীর অন্তর্ধান
1.A,E,B,C,D
2.C,A,E,D,B
3.D,A,C,E,B
4.C,A,B,E,D
★ উত্তর : 3
৭৮)প্রথম তালিকায় কয়েকটি শব্দ এবং দ্বিতীয় তালিকায় অর্থপরিবর্তনের ধারাগুলি উল্লেখ করা হল, উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করো।
তালিকা ১ তালিকা ২
A. মীরজাফর I. অর্থোন্নতি
B. সন্দেশ ii. অর্থাবনতি
C. মহাজন iii. অর্থসংশ্লেষ
D. মন্দির iv. অর্থবিস্তার
1.A-iv,B-ii,C-i,D-iii
2.A-iv,B-iii,C-ii,D-i
3.A-ii,B-iii,C-i,D-iv
4.A-iv,B-i,C-ii,D-iii
★ উত্তর : 2
৭৯) “জগৎ প্রণালী সুব্যবস্থিত, সূশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত হইবেই হইবে, এরূপ মনে করিবার হেতু কি আছে?” রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর যে – প্রবন্ধ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে তা হল,
1. সৌর্ন্দয্য-তত্ত্ব
2. সুখ না দুঃখ?
3. অতিপ্রাকৃত প্রথম প্রস্তাব
4.নিয়মের রাজত্ব
★ উত্তর : 3
৮০) হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যা পুঁথির ২ সংখ্যক গান অনুসরণে নীচে দুটি বিবৃতি দেওয়া হল, যার প্রথমটিতে মন্তব্য এবং দ্বিতীয়টিতে যুক্তি বলা হল, যার থেকে সঠিক বিকল্পটি নির্ণয় করো।
মন্তব্য : ‘ রুখের তেন্তলি কুম্ভীরে খাঅ’
যুক্তি : কেননা ‘ দিবসই বহুড়ী কাড়ই ডরে ভাঅ’
1. মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক।
2.মন্তব্য ও যুক্তি উভয়ই ঠিক কিন্ত যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়।
3.মন্তব্য ঠিক কিন্তু যুক্তি ভুল।
4.মন্তব্য ভুল কিন্তু যুক্তি ঠিক।
★ উত্তর : 2
৮১) নীচে স্বরধ্বনির গুণগত বৈশিষ্ট্যের কারণ হিসাবে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. মুখ বিবরে জিহ্বার অবস্থান
B. উচ্চারণের সময়ের দৈর্ঘ্য
C. মুখবিবরের শূন্যতা
D. ওষ্ঠের আকৃতি
E. মুখবিবরের পূর্ণ অবরোধ
1. A,B,C
2. A,D,E
3. B,D,E
4. A,C,D
★ উত্তর : 4
৮২) “চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি?” – ‘পথের পাঁচালী’ উপন্যাসে একথা বলেছিল :
A. নীলু
B. পটু
C.বঙ্কা
D. সতু
★ উত্তর : A
৮৩) সত্যেন্দ্রনাথ দত্তের ‘ছন্দ – সরস্বতী’ যে সাময়িক পত্রে প্রকাশিত হয়েছিল তা হল :
A. ভারতবর্ষ
B. যমুনা
C. প্রবাসী
D. ভারতী
★ উত্তর : D
৮৪) নীচে ‘একই কি বলে সভ্যতা?’ নাটক থেকে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল, যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A.কালীবাবুর ব্র্যান্ডি খেয়ে পয়োধরার মাথা ঘুরছিল।
B.কালীনাথ গরানহাটার প্যারী আর তার ছুকরী বিন্দি ছাড়া আর কাউকে চেনে না।
C.কালীবাবু বাবাজিকে ফাউল কাটলেট অথবা মটন চপ খাওয়াবার কথা ভেবেছিল।
D. নবকুমারের শয়নমন্দিরে নৃত্যকালী চিড়িতনের দহলা খেলেছিল।
E. বেহালাবাদকের ব্র্যান্ডির চেয়ে গাঁজা বেশি পছন্দ।
1. B,C,E
2. A,C,E
3. A,B,E
4. B,C,D
★ উত্তর : 1
৮৫) “রাবণ বলে পুত্র তুমি প্রাণের সমান।
তোমা হইতে আমার হবে পরিত্রাণ॥”
কৃত্তিবাসী রামায়নের ‘লঙ্কাকান্ড’ অনুসরণে এখানে পুত্র বলতে যাকে বোঝানো হয়েছে:
A. ইন্দ্রজিৎ
B. বীরবাহু
C. অতিকায়
D. মহীরাবন
★ উত্তর : D
৮৬) “কেউ চার অক্ষরের কোন কথা জানো,যার মানে অভিনেতা?” ‘টিনের তলোয়ার’ নাটকে গোবরের এই প্রশ্নের উত্তরে হরবল্লভ যে চার অক্ষরের শব্দটি বলেছিল, তা হল :
A.বেত্তমিজ
B. দিওয়ানা
C. দিলদার
D. আহাম্মুক
★ উত্তর : D
৮৭) ‘গোঘ্ন’ গল্প অনুসরণে নীচে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল , যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A. হারাই পান খায় না। বিড়িতামাক খায় না।
B. শেষ মাঘে হারাই চারু মাস্টারের বাড়ি এসেছিল মরা ভাইয়ের কথা রাখতে।
C. সানকিডাঙা থেকে মেদীপুর চটির দূরত্ব দুই ক্রোসের কিছু বেশি।
D. বদর হাজির কাঁধের হলুদ ডোরাকাটা গামছাটি মক্কার বাজার থেকে কেনা।
E. দিলজান ধনার জন্য হারাইকে প্রথমে দিতে চেয়েছিল তিরিশ টাকা।
1.কেবল A,B,E
2.কেবল B,C,D
3.কেবল A,C,D
4.কেবল C,D,E
★ উত্তর : 1
৮৮) “তার ঘরে তার বাছুর আছে
ময়না আছে খাঁচায়;
স্ত্রী আছে তার,জাঁতায় আটা ভাঙে,
পিতলের মোটা কাঁকন হাতে;
আছে তার ধোবা প্রতিবেশী,
আছে মুদি দোকানদার,
দেনা আছে কাবুলিদের কাছে;”
উপরের কাব্যাংশটি ‘পুনশ্চ’ কাব্যের যে – কবিতার অন্তর্গত সেটি হল:
A. একজন লোক
B. ভীরু
C. অপরাধী
D. পয়লা আশ্বিন
★ উত্তর : A
৮৯)”ঢোঁড়াই চরিত মানস” অবলম্বনে তুলসী দাসের কয়েকটি পংক্তি উল্লেখ করা হল,যার শুদ্ধ ক্রমটি নির্ণয় করো।
A. জলু পয় সরিস বিকাই
দেখহু প্রীতি কি রীতি ভলি ।
B.শুভ আচরণ কতহুঁ নেহি হোই ।
দেব বিপ্র গুরু মানই ন কোঈ।।
Ç.জাকে নখ অর জুটা বিশালা।
সেই তাপস প্রসিদ্ধ কলিকালা।।
D.নৃপ পাপপরায়ন ধর্ম নঁহী।
করি দণ্ড বিড়ম্ব প্রজা নিতঁহী।।
E.পয়স পলিঅহি অতি অনুরাগা।
হোহিঁ নিরামিষ কবহুঁ কি কাগা।।
1.D,C,A,E,B
2.E,C,B,A,D
3.C,A,B,E,D
4.E,A,C,B,D
★ উত্তর : 2
৯০) নীচে পাঠ্যসূচির অন্তর্গত কয়েকটি প্রবন্ধ অনুসরণ করে কয়েকটি শুদ্ধ – অশুদ্ধ মন্তব্য দেওয়া হল,যার থেকে সঠিক উত্তর নির্ণয় করো।
A.’রবীন্দ্রনাথের কৃতিত্ব এইখানে যে,তিনি তার অপরাপর কাব্যের মত করে তাঁর জীবনকালেও ছন্দে মিলে উপমায় ব্যঞ্জনায় কল্পনায় প্রসারে ও গভীরতায় একখানি গীতিকাব্যের ঐক্য দিয়েছেন।’ এই মন্তব্যটি অন্নদাশঙ্কর রায়ের।
B.’রবীন্দ্রনাথের পাঠক সংখ্যা আজ পর্যন্ত অল্প – তাঁর খ্যাতির তুলনায়…..।’ এই মন্তব্যটি বুদ্ধদেব বসুর।
C.’রবীন্দ্রনাথকে রোম্যান্টিক কবি বলতেই হয়,রোম্যান্টিকতার পরাকাষ্ঠা বললেও ভুল হয় না।’এই মন্তব্যটি আবু সয়ীদ আইয়ূবের।
D.’রবীন্দ্রনাথের অনুভূতি যদি সুন্দর হয় এবং হক্সলির অনুভূতি অসুন্দর – তাতে কোনো নৈয়ায়িক বিসংবাদ নেই।’ এই মন্তব্যটি প্রমথ চৌধুরীর।
1.A,B,C
2.B,C,D
3.C,D,A
4.D,A,B
★ উত্তর : 1