UGC NET 2025
(26/06/2025)
Unit – 1
১) প্রাচীন ভারতীয় আর্যভাষায় তথা বৈদিকে ক্রিয়ার ভাব ছিল –
1. ৩টি
2. ৪টি
3. ৫টি
4. ৬টি
★ সঠিক উত্তর – 3
২) বাংলায় ব্যঞ্জনধ্বনির উচ্চারণ নিয়ে কয়েকটি মন্তব্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. প্রতিবেষ্টিত ধ্বনি উচ্চারণকালে জিহ্বার শিখরদেশ বা সম্মুখ প্রান্ত শক্ত তালুতে শ্বাসবায়ুকে বাধা দেয় না।
B. তালুদন্ত্যমূলীয় ধ্বনি সৃষ্টির কালে সম্মুখ জিহ্বার পাতলা অংশ কেবল দন্তমূলকে স্পর্শ করে।
C. আলজিহ্ব ধ্বনির উদাহরণ কেবল বাংলা ভাষাতে নেই।
D. কন্ঠ্যনালীয় ধ্বনি সৃষ্টির সময়ে স্বরতন্ত্রী দুটি পরস্পরের দিকে এগিয়ে এসে তাদের মধ্যবর্তী স্বরপথকে সংকীর্ণ করে দেয়। √
E. জিহ্বার সম্মুখভাগ দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সে ধ্বনি জিহ্বার পশ্চাৎভাগ দিয়ে উচ্চারিত হতে পারে না।
1. A, E
2. D, E
3. B, C, D
4. C, D, E
★ সঠিক উত্তর – 2
৩) ‘অসক্তো হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ’ – এটি কোন স্তরের ভাষার নিদর্শন ?
1. ক্ল্যাসিক্যাল সংস্কৃত
2. বৈদিক সংস্কৃত
3. মধ্য ভারতীয় আর্যভাষা
4. প্রাচীন ভারতীয় আর্যভাষা
★ সঠিক উত্তর – 1
৪) বিভিন্ন যুক্তব্যঞ্জনের স্বচ্ছন্দ ব্যবহার প্রচলিত ছিল –
1. মধ্য ভারতীয় আর্য ভাষায়
2. ক্লাসিক্যাল সংস্কৃতে
3. প্রাচীন ভারতীয় আর্য ভাষায়
4. নব্য ভারতীয় আর্যভাষায়
★ সঠিক উত্তর – 3
৫) বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিষয়ে কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. করণ ও অপাদান কারক অনুসর্গ পদ ছাড়া প্রকাশ করা যায় না।
B. যে ধাতু একাধিক রূপমূল দিয়ে গঠিত সেই হল মৌলিক ধাতু
C. সম্বন্ধ পদ ছাড়া অন্য সব কারকের পদেই ‘এ’ বিভক্তি যুক্ত হতে পারে। √
D. অনুজ্ঞা ভাবের কাল আছে তিনটি।
E. সম্বন্ধ পদকে কারক বলে স্বীকার করা হয়নি। √
1. A, C, D, E
2. A, C, E
3. A, B, C, E
4. C, D, E
★ সঠিক উত্তর – 4
৬) অঞ্চল প্রাকৃত ভাষা
A. উত্তর পশ্চিমা I. শৌরসেনী ও মহারাষ্ট্রী
B. পশ্চিমা. II. মাগধী
C. প্রাচ্য মধ্যা. III. পৈশাচী
D. প্রাচ্যা IV. অর্ধমাগধী
1. A-III. B-I,. C-IV. D-II
2. A-III. B-II. C-IV. D-I
3. A-IV B-III C-II. D-I
4. A-IV. B-III. C-I,. D-II
★ সঠিক উত্তর – 1
Unit – 2
১) চর্যাপদ
A. নাদ ন বিন্দু ন রবি ন শশিমন্ডল
B. ভাব ন হোই অভাব ন জাই
C. জো মণ গো এর আলা জালা
D. করুণ মেহ নিরন্তর করিআ
রাগ
I. দেশাখ
II. মালসী
III. পটমঞ্জরী
IV. মল্লারী
1. A-I. B-III,. C-IV. D-II
2. A-I. B-III. C-II. D-IV
3. A-II,. B-I,. C-IV. D-III
4. A-III B-I,. C-II,. D-IV
★ সঠিক উত্তর – 2
২) ‘শ্রীকৃষ্ণবিজয়’ এ শ্রীকৃষ্ণ কর্তৃক অসুর বিনাশের কিছু অবিন্যস্ত নাম দেওয়া হল। সঠিক ক্রম উল্লেখ করো :
A. পুতনা
B. বৎস্যাসুর
C. অঘাসুর
D. তৃণাবর্ত্ত
E. বকাসুর
1. B, E, C, A, D
2. A, B, D, E, C
3. A, D, B, E, C
4. B, E, C, D, A
★ সঠিক উত্তর – 3
৩) ‘চৈতন্যভাগবত’ এর আদিখন্ডে হরিদাস বৃত্তান্ত কোন অধ্যায়ে বর্ণিত হয়েছে ?
1. ১১শ
2. ১২শ
3. ১৪শ
4. ১৫শ
★ সঠিক উত্তর – 3
৪) ‘চৈতন্যভাগবত’এর আদিখন্ড থেকে – ‘কুম্ভীপাক হয় বিষ্ণুনিন্দন শ্রবণে’ – ‘কুম্ভীপাক’ কী ?
1. নরক
2. স্বর্গ
3. মর্ত্য
4. অমৃত
★ সঠিক উত্তর – 1
৫) ‘দস্যু কেনারামের পালা’ থেকে কয়েকটি মন্তব্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. ‘জয় কালী’ হুংকার দিয়ে কেনারাম বংশীদাসের সামনে আসে ?√
B. ‘চিনিলে না আমি কেনারাম কালী মাকে কেনারাম বলে ×
C. মনসা ভাসান এ কোটীশ্বর দাসের ভণিতা আছে তিনবার
D. ভানুরাজের কন্যার নাম পদ্মিনী √
E. বাপের আজ্ঞায় পূজে ভবানী শঙ্কর
1. A, C, D
2. B, C, D
3. A, B, E
4. A, C
★ সঠিক উত্তর – 1
৬) চর্যার প্রথম চরণ
A. সুনে সুন মিলিআ জবেঁ
B. সুইণা হ অবিদার অরে নিঅমন তোহোরেঁ দোষে
C. তুলা ধুনি ধুনি আঁসুরে আঁসু
D. ভাব ন হোই অভাব ণ জাই
পদসংখ্যা
I. ৩৯
II. ৪৪
III. ২৯
IV. ২৬
1. A-I. B-II,. C-IV. D-III
2. A-II. B-I. C-IV. D-III
3. A-III,. B-IV C-I,. D-II
4. A-II. B-III. C-I,. D-IV
★ সঠিক উত্তর – 2
৭) ‘শিবায়ন’ কাব্যের চাষপালা থেকে কয়েকটি মন্তব্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. পর্বতপুত্রিকা পুনঃ পাতিল জঞ্জাল
B. কুবেরের বাড়ি বীজবাড়ি কার্য্য ধান
C. যাত্রাকালে কাত্যায়নী বলে পুনঃ পুনঃ (ভগবতী)
D. দুর্য্যোধন পায়্যা ভরসা ভান্ডারে দিল হাত (ভীম)
E. যদুরায় যেন যায় ছাড়িয়া গোকুল √
1. A, C
2. A, E
3. C, D, E
4. A, B
★ সঠিক উত্তর – 2
৮) “এই বর মাগি তোমা সভার গোচরে / প্রাতে সন্ধ্যাকালে জেই মোর নাম লব / নাগগণ হইতে তার সংশয় নইব” – মহাভারতের আদিপর্বে এই উক্তিটির বক্তা কে ?
1. কশ্যপ
2. আস্তিক
3. ভরদ্বাজ
4. জরৎকারু
★ সঠিক উত্তর – 2
৯) শ্রীকৃষ্ণকীর্তন’ এর বংশীখন্ডের কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। সঠিক ক্রম উল্লেখ করো :
A. নব কিশলয় শয়নে সুতিল বাঁশিত দিআঁ সিঅরে
B. যমুনার তীরে কদম তরুতলে বাঅ বহে সুশীতলে
C. নিদ্রাহো আসি আঁ চাপিল কাহ্নে তেঁসি না গেলা ঘরে
D. তথাঁ বসিআঁ সে দেবরাজ পূরিল বাঁশীত শরে
E. আল। কাহ্ন নিন্দ গেল হেলে
1. B, C, D, A, E
2. B, D, C, A, E
3. E, B, D, A, C
4. E, D, B, A, C
★ সঠিক উত্তর – 2
১০) মনসামঙ্গল কাব্যে কার ষড়যন্ত্রে ঊষার নৃত্যের তালভঙ্গ হয় ?
1. মনসা
2. বেহুলা
3. অনিরুদ্ধ
4. কমলা
★ সঠিক উত্তর – 1
১১) কমলাকান্ত ভট্টাচার্যের কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে সঠিক ক্রম উল্লেখ করো :
A. তিলে না দেখিলে মরে, সদা রাখি হৃদি পরে
B. জান তো জামাতার রীত অশেষ প্রকারে
C. ততোধিক শূলপাণি ভাবে উমা মারে
D. বারে বারে কহ রাণী গৌরী আনিবারে
E. বরঞ্চ ত্যজিয়া মণি ক্ষণেক বাঁচয়ে ফণী
1. D, B, E, C, A
2. A, B, C, D, E
3. B, D, C, A, E
4. D, C, B, A, E
★ সঠিক উত্তর – 1
Unit – 3
১) “কি দিয়া বাঁধানো বুক ? বুঝ না পরের দুখ” – ‘সাধের আসন’ কাব্যের সর্গনাম অনুসারে এটি কোন সর্গের অন্তর্ভূক্ত ?
1. মাধুরী
2. নন্দন কানন
3. মায়া
4. অমরাবতীর প্রবেশপথ
★ সঠিক উত্তর – 3
২) সমর সেনের কোন কবিতাটিতে ‘ক্লান্ত’ শব্দটির ব্যবহার পাওয়া যায় না ?
1. একটি বেকার প্রেমিক
2. মেঘদূত
3. মুক্তি
4. উর্বশী
★ সঠিক উত্তর – 3
৩) ‘গোধূলিসন্ধির নৃত্য’ কবিতার কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। সঠিক ক্রম উল্লেখ করো :
A. সেইখানে যূথচারী কয়েকটি নারী
B. কয়েকটি নারী যেন ঈশ্বরীর মতো
C. যুদ্ধ আর বাণিজ্যের রক্তে আর উঠিবে না মেতে
D. যুদ্ধ আর বাণিজ্যের বেলোয়ারি রৌদ্রের দিন
E. তবু তারা টের পায় কামানের স্থবির গর্জনে
1. E, A, B, C, D
2. D, C E, A, B
3. B, C, E, A, D
4. B, E, A, C, D
★ সঠিক উত্তর – 4
৪) জীবনানন্দের ‘সিন্ধুসারস’ কবিতার কয়েকটি উদ্ধৃতি শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. হৃদয়ে আনন্দগান গাহিতেছে আমাদের
B. রূপসীর সাথে এক রাত্রির নদীর ঢেউয়ে আসন্ন গল্পের মতো রেখা
C. যদিও এ পৃথিবীর স্বপ্নচিন্তা সব তার অচেনা অজানা
D. বিষণ্ণ পৃথিবী ছেড়ে একে একে নেমেছিল সবে
E. জানিবে না কোনোদিন জানিবে না ; কলরব করে উড়ে যায়
1. A, E
2. C, E
3. A, D
4. B, E
★ সঠিক উত্তর – 2
৫) সুভাষ মুখোপাধ্যায়ের কাল মধুমাস কবিতা থেকে কয়েকটি উদ্ধৃতি শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. ছোকরাদের সঙ্গে যাবো পাল্লা দিয়ে হেঁটে
B. ঝুলিতে গানের তার ছিল নাকো সীমা পরিসীমা
C. ঘটি নিয়ে ঘুরে ঘুরে জল দিতাম আমি আর দাদা
D. হে ধরণী দ্বিধা হও, আমি যাই পাতালে তলিয়ে
E. কী কান্ড, পিছনে ডাকে একগাদা শিয়াল কুকুর
1. A, C, E
2. A, C, D
3. A, B, D
4. A, D, E
★ সঠিক উত্তর – 2
৬) চরণ
A. সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ
B. ফুলে নোয়ানো ছায়া ডালটা
C. বন্যার জল তবু ঝরে জল
D. কুয়োর ঠান্ডা জল, গানের কান, বইয়ের দৃষ্টি
কবিতা
I. বিনিময়
II. বড়বাবুর কাছে নিবেদন
III. ঘর
IV. সংগতি
1. A-II. B-III,. C-IV. D-I
2. A-III. B-I. C-IV. D-II
3. A-III,. B-IV C-II,. D-I
4. A-IV,. B-III. C-I,. D-II
★ সঠিক উত্তর – 2
৭) “তাহলে কি অসময়ে ফিরেছে প্রমথ _ প্রেরণায়” ? – সংবর্ত কবিতা থেকে শূন্যস্থান পূরণ করো :
1. প্রাজ্ঞের
2. সমালোচকের
3. নিন্দুকের
4. বাঙালির
★ সঠিক উত্তর – 3
৮) “অন্ধকার প্রেক্ষাগৃহে খরদীপ্ত _ বোল ছড়াবার আগের মুহূর্তে আভঙ্গআতত” – বিষ্ণু দের ‘জল দাও’ কবিতা থেকে শূন্যস্থান পূরণ করো :
1. রঙ্গমঞ্চে
2. গীতমঞ্চে
3. নাট্যমঞ্চে
4. নৃত্যমঞ্চে
★ সঠিক উত্তর – 4
৯) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে
চরণ
A. বাঁচাও দাসী রে/ হে শ্রীপতি, এ মিনতি ও রাঙা চরণে
B. সৃজিলা কি বিধি, সাধ্বি ও কমল আঁখি/ কাঁদিতে ?
C. কে আনিল তুলি / রাঘব মানস পদ্ম এ রাক্ষস দেশে ?
D. কি প্রসাদ মাগ তুমি, কহ ত্বরা করি
সর্গ
I. নবম সর্গ
II. তৃতীয় সর্গ
III. পঞ্চম সর্গ
IV. সপ্তম সর্গ
1. A-II. B-III,. C-IV. D-I
2. A-III. B-IV C-II D-I
3. A-I B-IV C-III. D-II
4. A-IV. B-III. C-I,. D-II
★ সঠিক উত্তর – 4
Unit – 4
১) স্বামী স্ত্রী
A. হারু I. বিন্দুবাসিনী
B. নন্দলাল. II. বিন্ধ্যবাসিনী
C. মোহন. III. কুসুম
D. পরাণ. IV. মোক্ষদা
1. A-I. B-III,. C-II. D-IV
2. A-II. B-III. C-IV. D-I
3. A-I,. B-II C-IV,. D-III
4. A-IV,. B-I. C-II. D-III
★ সঠিক উত্তর – 4
২) “তিতাস একটি নদীর নাম উপন্যাসে গৌরাঙ্গসুন্দরের বউ উঠানের একপাশে কী গাছ লাগিয়েছিল ?
1. আম
2. কাঁঠাল
3. ডালিম
4. ছাতিম
★ সঠিক উত্তর – 3
৩) “অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা / সখিবিহনে অঙ্গ হামারি মদনানলে দহনা”
– রাধা উপন্যাসে গানটি গেয়েছে –
1. কৃষ্ণদাসী
2. দাস সরকার
3. জয়সিংহ
4. কৃষ্ণদেব
★ সঠিক উত্তর – 2
৪) “একদিন অপরাহ্নকালে সংবাদ পাওয়া গেল যে, একটা বৃদ্ধা ব্রাহ্মণী ও পাড়ায় সকাল হইতে মরিয়া পড়িয়া আছেন – কোনোমতেই তাহার সৎকারের লোক জুটে নাই”
শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ‘শ্রীকান্ত (প্রথম পর্ব) অবলম্বনে সৎকারের লোক না জোটার হেতুটা কী ?
1. তিনি বিলাত ফেরত এবং সে সময়ে একঘরে
2. তিনি কাশীবাসিনী এবং রোগগ্রস্ত
3. তিনি অত্যন্ত শাস্ত্রবিরুদ্ধ কাজ করেছেন এবং কেশচ্ছেদ করেননি
4. তিনি কাহারও বাটীতে যাননি এবং বিনা চিকিৎসায় মারা গেছেন
★ সঠিক উত্তর – 1
৫) ‘নির্বাস’ উপন্যাসের কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. সেই পুরনো খবর। দন্ডকারণ্য √
B. একুশ বছর হলো এবার (১৮)
C. বিমলা খবরের কাগজটা নিয়ে তার বিছানার নিচে রেখে দিয়েছিল।
D. তা হলে আমরা খ্রিষ্টানই। হেসেছিল বিমি। √
E. ভুবনবাবু নিজের উপার্জনের অর্থ খুশিমতো খরচ করতে পারেন। √
1. C, D, E
2. A, C, D
3. B, C, E
4. A, D, E
★ সঠিক উত্তর – 4
৬) ‘হুতোম প্যাঁচার নকশা’ থেকে কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে সঠিক ক্রম উল্লেখ করো :
A. শনিবারের রাত্তিরে শহরে বড় বড় গুলজার থাকে
B. গাজনা তলায় সজোরে ঢাক ঢোল বেজে উঠল, সকলে উচ্চস্বরে ভদ্দেশ্বরে শিবো মহাদেব বলে চিৎকার করতে লাগল
C.ক্রমে দিন ঘনিয়ে এল, আজ বৈকালে কাঁটা ঝাঁপ √
D. ক্রমে গির্জার ঘড়িতে ঢং ঢং করে সাতটা বেজে গেল। শহরে কান পাতা ভার
E. সৌখিন কুঠিওয়ালা মুখে হাতে জল দিয়ে জলযোগ করে সেতারটি নিয়ে বসেছেন√
1. B, E, A, C, D
2. C, B, E, A, D
3. E, C, B, D, A
4. A, B, D, E, C
★ সঠিক উত্তর – 2
৭) ‘পথের পাঁচালী’ উপন্যাসের কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে সঠিক ক্রম উল্লেখ করো :
A. দুর্গাকে ইহার আগে নীরেন কখনও ভাল করিয়া দেখে নাই (১৮)
B. সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভাল করিয়া কথা কহে নাই (৫)
C. আগুন দিয়াই আগুন জ্বালান যায়, ছাই এর ঢিপিতে মশাল গুঁজিয়া কে কোথায় মশাল জ্বালে ? (২৪)
D. ডাইনিটা জেলেপাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবিয়া রাখিয়াছিল (১৫)
E. সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটীতে গোমস্তার কাজ করে
1. B, E, D, A, C
2. A, B, D, E, C
3. C, B, D, A, E
4. D, A, B, C, E
★ সঠিক উত্তর – 1
৮) “মনুষ্য চরিত্র লইয়া প্রকৃতির এক বিচিত্র পরিহাস দেখা যায়, যাহার বুদ্ধি যত কম সে নিজেকে তত বেশি বুদ্ধিমান করে” – ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন্যাসে কাকে কেন্দ্র করে এ কথা বলা হয়েছে ?
1. বলরাম
2. বিদ্যুন্মালা
3. চিপিটক
4. অর্জুনবর্মা
★ সঠিক উত্তর – 3
৯) ‘বিষবৃক্ষ’ উপন্যাসের কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। সঠিক ক্রমটি উল্লেখ করো :
A. ডাহুক রসিক লোক, ডুব মারিতেছে
B. আকাশে সাদা মেঘ রৌদ্রতপ্ত হইয়া ছুটিতেছে
C. খেয়া নৌকা গজেন্দ্রগমনে যাইতেছে
D. নদীর জল অবিরল চল চল করিতেছে
E. নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারিদিক দেখিতেছে
1. E, B, A, C, D
2. E, A, B, D, C
3. A, C, D, B, E
4. D, B, E, A, C
★ সঠিক উত্তর – 4
Unit – 5
১) ‘গরম ভাত ও নিছক ভূতের গল্প’ থেকে কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল, শুদ্ধ বিকল্প চিহ্নিত করো :
A. খালপাড়ের নীচু বাঁধটার উপরে এসে দাঁড়ায় নিবারণ। × (উঁচু)
B. কদিন ধরে সেই কলমিশাক সেদ্ধ আর ফ্যান ভাত চলছে।
C. পেটপুরে দুটো ভাত খেতে পাই × (ভাত নেই)
D. মানু অতি সরল নির্বোধ লোক × (ভানু)
E. নিবারণ রাগ করে বলল ওঝা? তোদের শালা এই বুদ্ধি? ×
1. B, D
2. A, B, E
3. A, B, C, D
4. B, C
★ সঠিক উত্তর – ×
২) ‘নিম অন্নপূর্ণা’ গল্প থেকে শূন্যস্থানে ঠিক শব্দটি বসাও :
“_ এ সবে তার যেমন বা সকল কিছু বোধগম্য পরিষ্কার লাগে”
1. লাথি ঝাঁটা
2. ঝাঁটা লাথি
3. কর্কশ কন্ঠস্বর
4. ভয়ঙ্কর কাশি
★ সঠিক উত্তর – 2
৩) ‘সমুদ্র’ গল্প থেকে কয়েকটি উদ্ধৃতি দেওয়া হল। সঠিক ক্রম উল্লেখ করো :
A. ইস কত বড় ঢেউ! ভয়ে চোখ বোজে ও
B. ভয় করে
C. তুমি আমার হাত ধরো
D. আমি আছি ভয় কি
E. আমি ওর হাত ধরলাম
1. B, D, C, E, A
2. A, B, D, C, E
3. C, D, B, A, E
4. B, C, D, A, E
★ সঠিক উত্তর – 1
৪) ‘পদিপিসির বর্মিবাক্স’ থেকে শূন্যস্থান পূরণ করো :
“ঘটনাক্রমে গম্বুজের ভিতরকার এই _ আবিষ্কার করিয়াছি”
1. পুঁথি
2. ফোঁপরা
3. ছেঁড়া হলদে কাগজ
4. নির্জন স্থান
★ সঠিক উত্তর – 4
৫) “সীতানাথ গুণ গুণ করিয়া রাগিণী ধরিলেন – ‘ছাড়ো মন বিষয়েরি ভাবনা _ / শুধু রাধানাথো পদো করো চিন্তা অনিবার” – শূন্যস্থানে কী বসবে ?
1. সকল
2. অসার
3. আধার
4. সবার
★ সঠিক উত্তর – 2
৬) উক্তি
A. সূর্য সাহুর বউ ওর নাম দিয়েছিল
B. লিষ্টিতে নাই এমুন নাম কেউ থুইতে পারে ?
C. এবার বর্ধমানে নিব
D. মনের সুখই গতরের সুখ
চরিত্র
I. ১নং তকমাধারী
II. ২নং তকমাধারী
III. মোতালেফ
IV. সাজুয়া
1. A-I. B-II. C-IV. D-III
2. A-II. B-I. C-III. D-IV
3. A-IV,. B-II C-I. D-III
4. A-III,. B-II. C-IV,. D-I
★ সঠিক উত্তর – 2
৭) ‘শবাগার’ গল্পের কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. অফিস টিমে খেলবে বলেই চাকরি পেয়েছে √
B. ফিটফাট প্যান্ট, সরু বেল্ট, বড় জুতো আর পাতলা শরীর ×
C. অফিসের মেয়েরা যে ওর দিকে তাকায় এটা ও জানে √
D. বছর ২২ বয়স, ভালো ফুটবল খেলে ×
E. শিশির সেদিন ওখানে ধুতি পাঞ্জাবী পরে দাঁড়িয়েছিল ×
1. A, B
2. A, B, D
3. A, C
4. B, C, E
★ সঠিক উত্তর – 3
৮) ‘শহীদের মা’ গল্প থেকে কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। সঠিক ক্রমটি উল্লেখ করো :
A. মা, ও মা!
B. আলাদা ডেকে চলেছে
C. মা কোথায় গেলে ?
D. বিমলা টের পাচ্ছেন
E. কই গো শুনছো, কোথায় গেলে ?
1. C, D, B, A, E
2. B, A, C, E, D
3. A, C, E, B, D
4. D, C, E, B, A
★ সঠিক উত্তর – 3
৯) “পাদরী বেড়া ধরে বেপথুমান। বিদ্যুতের আলো পড়ল, চোখ বড় বড় করে বললেন, তাহলে _ ?” – শূন্যস্থানটি পূরণ করো :
1. কি হবে
2. তুমি
3. এখন
4. এসো
★ সঠিক উত্তর – 3
১০) ‘গিরগিটি’ গল্প থেকে কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে সঠিক ক্রম উল্লেখ করো :
A. গল্পটা শুনবে ? ভয়ে ভয়ে প্রণব প্রশ্ন করল
B. মায়া নীরব
C. কার গল্প কিসের গল্প ! মায়া ঘাড় ফেরাল না
D. সুকুমারদের পাড়ায় ঘটনাটা ঘটেছে
E. অফিসে সুকুমার আমাকে বলল, সুকুমার ভঞ্জ
1. A, B, C, E, D
2. D, E, A, C, B
3. A, C, E, B, D
4. D, E, A, B, C
★ সঠিক উত্তর – 3
১১) কয়েকটি লাইন
A. এখন ভাব কি করা উচিত
B. আমি কাঁদি, ওখানে কাঁদলে আমার খারাপ লাগবে
C. তিনি নতুন খেতাব পেয়েছেন কি না
D. কিন্তু ভোরের দিকে শরীর আর সহিল না
গল্প
I. মতিলাল পাদরী
II. ফসিল
III. উলট পুরাণ
IV. সংসার সীমান্তে
1. A-II. B-I,. C-III D-IV
2. A-I. B-III. C-II D-IV
3. A-IV B-II C-I. D-III
4. A-III. B-II. C-IV,. D-I
★ সঠিক উত্তর – 2
Unit – 6
১) ‘টিনের তলোয়ার’ নাটকের কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল, শুদ্ধ বিকল্প চিহ্নিত করো :
A. আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা, অভিনয় বেচে খাই। √
B. আমি ঐ নেশনেল অপেরা দলের মাস্টার
C. বাপ বলে কোটল বসে পড়ল, আসর ভেঙে গেল।
D. মেজবাবু চার ইয়ার নিয়ে যাত্রা শুনতে বসেছেন।
E. দেখুন, ঐ লুটিশে লেখা আছে ময়ূরবাহন নাটক আসিতেছে। √
1. A, B, D
2. A, B, C
3. B, C, E
4. A, C, E
★ সঠিক উত্তর – 4
২) মীর মশারফ হোসেনের ‘জমিদার দর্পণ’ নাটকের শেষ গান ‘কবে পোহাইবে ভবে এই দুঃখ বিভাবরী’ – কোন রাগে রচিত ?
1. বাগেশ্রী
2. ললিত
3. মল্লার
4. খাম্বাজ
★ সঠিক উত্তর – 2
৩) চরিত্র সংশ্লিষ্ট কাজ/পরিচয়
A. শরদিন্দু নাগ I. আত্মহত্যা করেছে
B. ভবতোষ মিত্তির II. কোর্টের হুকুমের সমন দিতে এসেছে
C. সীতানাথ চক্রবর্তী III. বয়স পঁয়ত্রিশের কাছাকাছি
D. আগন্তুক IV. কেমিষ্ট্রির হেড
1. A-IV. B-III,. C-II. D-I
2. A-III. B-IV. C-I. D-II
3. A-II,. B-III. C-I,. D-IV
4. A-I,. B-II. C-IV,. D-III
★ সঠিক উত্তর – 2
৪) ‘সাজাহান’ নাটক থেকে কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল। সঠিক ক্রম উল্লেখ করো :
A. একটি নদী পার হয়েছি, এ আর এক নদী – ভীষণ কল্লোলিত তর
B. ঈশ্বর মানুষকে জিভ দিয়েছিলেন – বেশ দেখা যাচ্ছে চাখবার জন্য; কিন্তু মানুষ তার দ্বারা ভাষার সৃষ্টি করে ফেললে
C. আর মোরাদের বিরুদ্ধে আমি মহারাজ যশোবন্ত সিংহকে পাঠাচ্ছি
D. কার্যসিদ্ধির জন্য শুদ্ধ একটা উপায়ের উপর নির্ভর করা উচিত নয়
E. হিংস্র জন্তুদের মধ্যে একটা দস্তুর আছে যে পিতা সন্তান খায়
1. E, C, D, B, A
2. C, E, B, D, A
3. A, E, C, B, D
4. D, A, B, C, E
★ সঠিক উত্তর – 2
৫) ‘প্রথম পার্থ’ নাটকের কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে অতুলনীয় √
B. অঘ্রান মাস, তিথি শুক্লপক্ষের চতুর্দশী × (কৃষ্ণপক্ষ)
C. কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবার পূর্বদিনে √
D. কে না বোঝে জয়ের চেয়ে অর্ধেক রাজত্ব অনেক ভালো × (পরাজয়ের)
E. দানে তিনি সূর্যের মতো উদার √
1. A, B, C
2. A, C, E
3. C, D, E
4. B, C, D
★ সঠিক উত্তর – 2
৬) স্থান অঙ্ক / দৃশ্য
A. হারু দত্তের বাড়ি I. ২য় / ১ম
B. নিখরচার লঙ্গরখানা II. ৪র্থ / ২য়
C. কুঞ্জের গৃহপ্রাঙ্গণ III. ৩য় / ১ম
D. কালীধনের গদি IV. ২য় / ৪র্থ
1. A-IV. B-III,. C-II. D-I
2. A-III. B-IV. C-I D-II
3. A-II. B-I. C-IV,. D-III
4. A-I. B-IV. C-III,. D-II
★ সঠিক উত্তর – 1
৭) “কেউ বলে ধান নাকি এত হয়েছে যে কাটবার পর্যন্ত লোক পাওয়া যাচ্ছে না। তাই চাষি লোকেদের সব গেরামে পাঠিয়ে দিচ্ছে” – এই উক্তি কার ?
1. ১ম ভিখারির
2. ২য় ভিখারির
3. ৩য় ভিখারির
4. জনৈক বৃদ্ধ ভিখারির
★ সঠিক উত্তর – 3
৮) মোহিত চট্টোপাধ্যায়ের ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে ‘আমাদের সুকৌশল বৃত্তের বাইরে একটি লোকই রয়েছে’ দূর্গশাসক কার সম্পর্কে এই কথা বলেছেন ?
1. সৈনাধ্যক্ষ
2. রাণী
3. বৈজ্ঞানিক
4. চিত্রকর
★ সঠিক উত্তর – 4
৯) ‘চাঁদ বণিকের পালা’ নাটক থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল। বিকল্পগুলির মধ্যে শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. আহা, জীবনে তো আকস্মিক ঘটনাও ঘটে
B. নীতি অর্থে? ভগবান? সাংখ্য কোনো শত্রু মানে না
C. উপরেতে তোমরা শুধু একলা যাবে
D. এই কথা মনে রেখো, কখনো উজাড় করে দিও না নিজেরে
E. মোর বাপে কয় – মনে যদি আনন্দ রাখো তাইলে নিজের মন অবনষ্ট হয়। (জ্বালা)
1. A, C, D
2. B, C, D
3. B, D, E
4. B, C, E
★ সঠিক উত্তর – 1
১০) ‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসন থেকে কয়েকটি চিত্র ও তাদের সংলাপ বিষয়ে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ বিবৃতি মিশিয়ে দেওয়া হল। শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো :
A. ‘বিটুইন আওয়ারসেলবস, এমন কি জানে ?’ – চৈতন। (বলাই)
B. ‘যা বল ভাই, কিন্তু ওরা দুজনে লেখাপড়া বেশ জানে’ – শিবু।
C. ‘তা টুরুথ বলবো তার আর ফ্রেন্ড কি?’ – মহেশ।
D. ‘এমন সময় কোন শালা বিয়ার খায়’ – বলাই
E. ‘আরে যেতে দেও, ও কথার আর মেনশন করো না’ – কালী (চৈতন)
1. A, B, C
2. B, C, E
3. B, C, D
4. C, D, E
★ সঠিক উত্তর – 3
১১) জনা’ নাটকে প্রবীরকে খোঁজার জন্য চতুর্দিকে কত যোজন অন্বেষণ করা হয়েছে ?
1. ১০
2. ১২
3. ১৬
4. ২০
★ সঠিক উত্তর – 2
Unit – 7
সাময়িক পত্র সম্পর্কিত কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল, শুদ্ধ বিকল্প চিহ্নিত করো :
A. কল্লোল যুগ নয় হুজুগ – বলেছেন গোপাল হালদার। √
B. সবুজ পত্র রামদাস সেন বোম লিখেছেন আশ্বিন ১৩২৫এ
C. রামানন্দ চট্টোপাধ্যায় পত্রিকা পরিচালনার কাজে সহযোগী হিসাবে পেয়েছিলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। √
D. বঙ্কিমচন্দ্রে