ম্যারাথন মকটেস্ট – ২০২১
বিষয় – ইউনিট ১ ও ২
তাং – ২৫/১০/২০২১
উত্তরপত্র
১) ‘আর্য’ নামটি এসেছে ‘অর’ থেকে – এমন অভিমত কে পোষণ করেন ?
A. সুকুমার সেন
B. বিধূশেখর শাস্ত্রী
C. ঋষি অরবিন্দ
D. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
★ সঠিক উত্তর – C
২) বরেন্দ্রী উপভাষা কোন এলাকায় লক্ষ্য করা যায় ?
A. রাজশাহী B. কাছাড়
C. ফরিদপুর D. চট্টগ্রাম
★ সঠিক উত্তর – A
৩) উজবুক > উজবেগ – উজবেগ কোন ভাষার শব্দ ?
A. আরবি B. ফারসি
C. ওলন্দাজ D. তুর্কি
★ সঠিক উত্তর – D
৪) উত্তম পুরুষের সর্বনামের প্রথমার একবচনের বিশিষ্ট রূপ হল – হকং। এটি কোন প্রাকৃতে দেখা যায় ?
A. প্রাচ্যা B. প্রাচ্যামধ্যা
C. উত্তর পশ্চিমা D. দক্ষিণ পশ্চিমা
★ সঠিক উত্তর – A
৫) ক্লাসিক্যাল সংস্কৃতে কতগুলি উপসর্গ ছিল ?
A. ১০টি B. ১৫টি C. ২০টি D. ২৫টি
★ সঠিক উত্তর – C
৬) ‘অপভ্রংশ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
A. পাণিনি B. পতঞ্জলি
C. পুরুষোত্তম D. বিশ্বনাথ
★ সঠিক উত্তর – B
৭) হালের গাথা সপ্তশতী কোন প্রাকৃতে লিখিত ?
A. শৌরসেনী B. পৈশাচী
C. মাগধী D. মহারাষ্ট্রী
★ সঠিক উত্তর – D
৮) কোন সমাসে ব্যাসবাক্য তৈরি করতে অন্য পদের প্রয়োজন হয় ?
A. দ্বন্দ্ব সমাস B. নিত্য সমাস
C. অলোপ সমাস D. দ্বন্দ্ব সমাস
★ সঠিক উত্তর – B
৯) উচ্চমধ্য, অর্ধসংবৃত, সম্মুখ স্বরধ্বনি কোনটি ?
A. অ B. আ C. অ্যা D. এ
★ সঠিক উত্তর – D
১০) দুধ > দুদ – কোন উপভাষার দৃষ্টান্ত ?
A. ঝাড়খন্ডী B. বঙ্গালী
C. রাঢ়ী D. রাজবংশী
★ সঠিক উত্তর – C
১১) কোনটি স্বরভক্তির উদাহরণ ?
A. সাধু > সাউধ B. মুক্তি > মুকতি
C. পিশাচ > পিচাশ D. স্কুল > ইস্কুল
★ সঠিক উত্তর – B
১২) অর্ধমাগধী প্রাকৃত থেকে কোন ভাষার উৎপত্তি হয়নি ?
A. অবধী B. বাঘেলী
C. ছত্তিশগড়ী D. মৈথিলী
★ সঠিক উত্তর – D
১৩) কোনটি ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনির উদাহরণ ?
A. ঝ B. ঞ C. র D. ল
★ সঠিক উত্তর – A
১৪) চুনকালি = চুন ও কালি – এটি কোন শ্রেণির দ্বন্দ্ব সমাস ?
A. একশেষ দ্বন্দ্ব
B. দুটি বিশেষণ পদের দ্বন্দ্ব
C. প্রায় সমার্থক পদের দ্বন্দ্ব
D. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব
★ সঠিক উত্তর – C
১৫) আনারস শব্দটি কীসের উদাহরণ ?
A. জোড়কলম B. কৃতঋণ
C. সঙ্কর D. বিমিশ্রণ
★ সঠিক উত্তর – D
১৬) অঞ্জলি > অঞ্ঞলি – কোন প্রাকৃতের নিদর্শন ?
A. পৈশাচী B. মাগধী
C. অর্ধমাগধী D. শৌরসেনী
★ সঠিক উত্তর – B
১৭) সন্ধি বিচ্ছেদ করো – অহরহ
A. অহ: + অহ B. অহ: + অহ:
C. অহ + রহ D. অহ্ + রহ
★ সঠিক উত্তর – A
১৮) বাংলা ভাষায় কোন পদের লিঙ্গভেদে রূপভেদ লক্ষ্যনীয় ?
A. সর্বনাম পদ B. বিশেষণ পদ
C. বিশেষ্য পদ D. অব্যয় পদ
★ সঠিক উত্তর – C
১৯) আদি মধ্য বাংলার বিস্তৃতি কত ?
A. ১২০০ – ১৩৫০ B. ১৩৫০ – ১৫০০
C. ১৫০০ – ১৭৬০ D. ৯০০ – ১২৫০
★ সঠিক উত্তর – B
২০) সুতনুকা প্রত্নলেখ কোন গুহায় আবিস্কৃত হয়েছে ?
A. অজন্তা B. সতাবেঙ্গা
C. ইলোরা D. যোগীমারা
★ সঠিক উত্তর – D
২১) চর্যাপদের তিব্বতি অনুবাদটি কে আবিস্কার করেছিলেন ?
A. হরপ্রসাদ শাস্ত্রী
B. প্রবোধচন্দ্র বাগচী
C. সুকুমার সেন
D. বিধূশেখর শাস্ত্রী
★ সঠিক উত্তর – B
২২) ‘লোরচন্দ্রাণী’ ও ‘সতীময়না’ কাব্যের কোন মাসের বর্ণনায় দৌলত কাজী ও সৈয়দ আলাওলের যৌথ প্রয়াস রয়েছে ?
A. চৈত্র B. বৈশাখ C. জ্যৈষ্ঠ D. ভাদ্র
★ সঠিক উত্তর – C
২৩) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে বড়ু চন্ডীদাস ভণিতাটি কতবার ব্যবহৃত হয়েছে ?
A. ৩বার B. ৫বার C. ৭বার
D. একবারো নয়
★ সঠিক উত্তর – D
২৪) কোনটি দ্বিগু সমাস ?
A. দ্বীপের সদৃশ B. অন্যদিন
C. তিন মাথার সমাহার D. ত্রিলোচন যার
★ সঠিক উত্তর – C
২৫) “সকালবেলা চলে কইন্যা লইয়া ঘুঘুরী” – ‘ঘুঘুরী কথার অর্থ কী ?
A. কলসি B. ঘুঙুর C. ঘুঘু পাখি D. বাঁশি
★ সঠিক উত্তর – A
২৬) চৈতন্যদেব কত সালে কত বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন ?
A. ২২বছর, ১৫১২ খ্রি:
B. ২৪বছর, ১৫২০ খ্রি:
C. ২২বছর, ১৫২২খ্রি:
D. ২৪বছর, ১৫১০খ্রি:
★ সঠিক উত্তর – D
২৭) শাম্ব কে ?
A. কৃষ্ণের পৌত্র B. প্রদ্যুম্নের পুত্র
C. কৃষ্ণের পুত্র D. প্রদ্যুম্নের পৌত্র
★ সঠিক উত্তর – C
২৮) কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কোথায় বসে লিখেছিলেন ?
A. নবদ্বীপ B. নীলাচল
C. বারাণসী D. বৃন্দাবন
★ সঠিক উত্তর – D
২৯) খুল্লনার মায়ের নাম কী ?
A. জাম্ববতী B. রম্ভাবতী
C. লীলাবতী D. পদ্মাবতী
★ সঠিক উত্তর – B
৩০) ঔষধ > ওসঢ – কোন প্রাকৃতের দৃষ্টান্ত ?
A. শৌরসেনী B. মাগধী
C. অর্ধমাগধী D. পৈশাচী
★ সঠিক উত্তর – C
৩১) কুম্ভকর্ণের পুত্রের নাম কী ?
A. মকরাক্ষ B. অতিকায়
C. তরণীসেন D. কালনেমি
★ সঠিক উত্তর – A
৩২) “সোনে ভরিতী করুণা নাবী” – পদটি কোন রাগে রচিত ?
A. বলাড্ডি B. পটমঞ্জুরী
C. দেশাখ D. দেবকী
★ সঠিক উত্তর – D
৩৩) অন্নদামঙ্গল কাব্যে ব্যাসদেব প্রস্তরমূর্তিতে পরিণত হয় কার ক্রোধ দৃষ্টিতে ?
A. শিবের B. নন্দীর C. ব্রহ্মার D. বিষ্ণুর
★ সঠিক উত্তর – B
৩৪) ‘জাহাজ’ কোন ভাষার শব্দ ?
A. আরবি B. তুর্কি C. ফারসি D. ওলন্দাজ
★ সঠিক উত্তর – C
৩৫) বিজয়গুপ্তের পদ্মপুরাণ সর্বপ্রথম কে প্রকাশ করেন ?
A. প্যারীমোহন দাশগুপ্ত
B. কেদারনাথ ভট্টাচার্য
C. সুরেশচন্দ্র ঘোষ
D. দীনেশচন্দ্র সেন
★ সঠিক উত্তর – A
৩৬) শিবকে চাষের জন্য মহিষ কে দিয়েছিল ?
A. ইন্দ্র B. কুবের C. যম D. বিষ্ণু
★ সঠিক উত্তর – C
৩৭) কোনটি কমলাকান্ত ভট্টাচার্য্যের পদ নয় ?
A. ওরে নবমী নিশি না হইও রে অবসান
B. ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার
C. আমার গৌরীরে লয়ে যায় হর আসিয়ে
D. কি হল নবমী নিশি হইল অবসান গো
★ সঠিক উত্তর – B
৩৮) তোমার > তুমার – কোন উপভাষার দৃষ্টান্ত ?
A. রাঢ়ী B. বরেন্দ্রী
C. কামরূপী D. ঝাড়খন্ডী
★ সঠিক উত্তর – C
৩৯) “মন্দির বাহির কঠিন কপাট / চলইতে শঙ্কিল পঙ্কিল বাট” – পদকর্তা কে ?
A. গোবিন্দদাস B. চন্ডীদাস
C. বিদ্যাপতি D. জ্ঞানদাস
★ সঠিক উত্তর – A
৪০) অর্জুনকে কিরীটি নাম কে দিয়েছিল ?
A. শিব B. কৃষ্ণ C. পান্ডু D. ইন্দ্র
★ সঠিক উত্তর – D
—-
Password?????
On Sat, 30 Oct 2021, 7:15 p.m. আমার বাংলা অ্যাকাডেমি, wrote:
>