বাংলা মকটেস্ট (jan – jun) – ০২
বিষয় – unit – 6 (নাটক ~ ২ )

উত্তরপত্র

১) “আমি তো রাণীর বাড়ির পোষা ভিখিরি” – উদ্ধৃতাংশটির বক্তা –
A. জীবনলাল।            B. চিত্রকর
C. দূর্গশাসক।              D. চিত্রলেখা
★ সঠিক উত্তর – A

২) ‘চাঁদ বণিকের পালা’ নাটকের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সঠিক ?
a) বল্লভাচার্য পুনরায় ১৫বছরের মেয়েকে বিয়ে করেছিল।
b) মৃত সঙ্গীদের বাবাদের এনে চাঁদের কাছে জবাব চেয়েছিল করালীচরণ।
c) চাঁদ সদাগরের আগমনের খবর বেণীনন্দের অনুচরকে দিয়েছে – ন‍্যাড়া।
d) পাড়ি দেবার সময় কোলবালিশ নিয়ে যেতে চেয়েছিল নরহরি।
e) সনকা-বেণীনন্দকে কেন্দ্র করে কুৎসা রটিয়েছিল ভৈরব।
সংকেত –
A. b,  c , e
B. a,  b,  d,  e
C. c
D. c,  e
★ সঠিক উত্তর – C

৩)
মন্তব‍্য – বাসুদেবের ছেলে সাড়ে পাঁচ মিনিট ধরে গলা ফাটিয়ে চেঁচালো।
যুক্তি – বাসুদেবের স্ত্রী ছেলের থেকে বাসন্তীর গল্পটা কেড়ে নিয়েছিল।
A. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

৪) ‘সাজাহান’ নাটকে নাদিরার মৃত‍্যু হয়েছে –
A. তৃতীয় দৃশ‍্য   চতুর্থ অঙ্ক
B. সপ্তম দৃশ‍্য    তৃতীয় অঙ্ক
C. তৃতীয় দৃশ‍্য   পঞ্চম অঙ্ক
D. ষষ্ঠ দৃশ‍্য     চতুর্থ অঙ্ক
★ সঠিক উত্তর –  A

৫)              সংলাপ
i) আমি তো আমার চ‍্যায়া বড় নয়
ii) ঐ আমাদের পথ। এটাই সত‍্য
iii) তুমি আমি ঘটনার দাসমাত্র, ঘটনা নিয়তি
iv) তুমি বীর হ‌ও। একটা বিদ‍্যুতে জড়ানো শান্ত ঝড় হ‌ও।

  বক্তা
a) কণা
b) রাণী
c) বল্লভাচার্য
d) বেহুলা
সংকেত :
A. i) – b     ii) – d     iii) – a     iv) – c
B. i) – d.    ii) – a     iii) – c     iv) – b
C. i) – c     ii) – d     iii) – b.    iv) – a
D. i) – c.     ii) – b     iii) – a     iv) – d
★ সঠিক উত্তর – B

৬) “ঐ নাম আমার পক্ষে যন্ত্রণা” – কার নাম কার পক্ষে যন্ত্রণা ?
A. পার্বতী নাম সীতানাথের কাছে
B. চাঁদ বণিক নাম সনকার কাছে
C. দ্রৌপদী নাম কর্ণের কাছে
D. ময়না নাম ময়নার কাছে
★ সঠিক উত্তর – C

৭) ‘প্রথম পার্থ’ নাটকের কাহিনিটি যে দিনে সংঘটিত হয়েছে –
i) কৃষ্ণপক্ষ ii) শুক্লপক্ষ, iii) অগ্রহায়ন মাস, iv) ফাল্গুন মাস,  v) ত্রয়োদশী তিথি,  vi) অষ্টমী তিথি,  vii) চতুর্দশী তিথি
A. i) – iii) – vii)
B. iv) – i) – v)
C. ii) – iii) – vi)
D. ii) – iv) – v)
★ সঠিক উত্তর – A

৮) ‘বাকি ইতিহাস’ নাটকে বাসন্তীর গল্প অনুযায়ী সীতানাথের বন্ধু কে ?
A. বাসুদেব
B. বিজয়
C. মনোজ
D. নিখিল
★ সঠিক উত্তর – D

৯) ‘টিনের তলোয়ার’ নাটক অবলম্বনে গানগুলির সঠিক ক্রম চিহ্নিত করো –
i) ভালোবেসে এত জ্বালা স‌ই
ii) বঁধূ যে দেয় আমি তারি
iii) সাচ্চা বুলি আমরা বলি
iv) স্বদেশ আমার কিবা জ‍্যোতির্মন্ডলী
v) শুন গো ভারতভূমি
সংকেত –
A.  i – iii – ii – iv – v
B.  v – iv – ii – iii – i
C.  i – ii – iii – iv – v
D.  iii – i – ii – iv – v
★ সঠিক উত্তর – D

১০) “তোমা বিনা সংসার আঁধার হবে মম” – কে কাকে বলেছে ?
A. কৃষ্ণ বিদূষককে
B. নীলধ্বজ স্বাহাকে
C. জনা প্রবীরকে
D. অগ্নিদেব স্বাহাকে
E. নীলধ্বজ জনাকে
★ সঠিক উত্তর – B

১১) রাণী তার দূর্গটা উপহার দেবেন যে –
A. বিদ‍্যুতের আগুন দিয়ে আংটি বানিয়ে দেবে
B. ঝড়কে শাসন করে জুতো বানিয়ে দেবে
C. কপালের স্বেদবিন্দু দিয়ে মাথার মুকূট বানিয়ে দেবে
D. নীল আকাশ দিয়ে গায়ের চাদর বানিয়ে দেবে
★ সঠিক উত্তর – A

১২) প্রকাশসাল অনুযায়ী নাটকগুলির সঠিক ক্রম চিহ্নিত করো –
সংকেত –
A. প্রথম পার্থ – চাঁদ বণিকের পালা – টিনের তলোয়ার – বাকি ইতিহাস
B. চাঁদ বণিকের পালা – বাকি ইতিহাস – প্রথম পার্থ – টিনের তলোয়ার
C. প্রথম পার্থ – চাঁদ বণিকের পালা – বাকি ইতিহাস – টিনের তলোয়ার
D. বাকি ইতিহাস – প্রথম পার্থ – টিনের তলোয়ার – চাঁদ বণিকের পালা
★ সঠিক উত্তর – D

১৩) ‘ঘরের সন্ধানী তুমি ঘর পেলে না’ – গানটি ‘চাঁদ বণিকের পালা’ নাটকের কোন পর্বে আছে ?
A. প্রথম পর্বে
B. দ্বিতীয় পর্বে
C. তৃতীয় পর্বে প্রথমাংশে
D. তৃতীয় পর্বে শেষাংশে
★ সঠিক উত্তর – B

১৪) প্রথম পার্থ নাটকে উল্লেখিত কোন সংলাপগুলির বক্তা দ্রৌপদী ?
i) তোমার বাগ্মিতায় আমি মুগ্ধ
ii) আমি তোমার বন্ধুতা চাই
iii) তীব্র তোমার তিরস্কার
iv) সম্মান সর্বদাই কাম‍্য
v) অনিবার্য তোমার পতন
সংকেত –
A. i,. iii,  iv
B. ii,  iii
C. i,  iv,  v
D. ii,  v
★ সঠিক উত্তর – D

১৫) ‘টিনের তলোয়ার’ নাটক থেকে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক ?
A. ‘সধবার একাদশী’র বেঙ্গল অপেরাতে একরাত্রির বিক্রি ৭৭৯টাকা।
B. বেঙ্গল অপেরাতে একটানা সাড়ে তিনমাস হাউসফুল
C. বেঙ্গল থিয়েটার তিনমাসে বীরকৃষ্ণ দাঁকে ৩৮০০টাকা তুলে দিতে পেরেছে।
D. থিয়েটার তৈরি করতে বীরকৃষ্ণ দাঁ দশ হাজার টাকা দেবে।
★ সঠিক উত্তর – C

১৬) বাসন্তীকে বলা শরদিন্দুর গল্পের প্লটগুলির সঠিক ক্রম চিহ্নিত করো –
A. পাকিস্তান সীমান্ত – কঙ্গো – জাপানে ভূমিকম্প
B. ইউ.এন.ও – সিকিওরিটি কাউন্সিল – কঙ্গো – পাকিস্তান সীমান্ত
C. ইউ.এন.ও – পাকিস্তান সীমান্ত – কঙ্গো – জাপানে ভূমিকম্প
D. পাকিস্তান সীমান্ত – কঙ্গো – সিকিওরিটি কাউন্সিল – জাপানে ভূমিকম্প
★ সঠিক উত্তর – B

১৭) “দোহাই খাঁ সাহেব আমাকে বে ইজ্জত করবে না” – এখানে খাঁ সাহেব কে ?
A. হাওয়ান আলী
B. সিরাজ
C. হাবু
D. জামাল
★ সঠিক উত্তর – D

১৮) নিম্নলিখিত তথ‍্য গুলি কার সম্পর্কে বলা হয়েছে ?
i) ‘তিল তিল করি ক্রমে প্রস্ফুটিত কুসুমসম প্রকাশিলা তিলোত্তমা’
ii) নীলদর্পণ নাটকের ক্ষেত্রমণি সাজে
iii) বেণিমাধব নিজের হাতে তৈরি করেছে
iv) ময়ূরবাহন নাটকের অনুরাধা চরিত্রের জন‍্য ভাবা হয়েছে।
A. আঙুর
B. পেয়ারা
C. মানদা
D. শঙ্করী
★ সঠিক উত্তর – C

১৯) ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে চিত্রকর যে অপরাধে দন্ডিত নয় –
A. বেআইনি অনুপ্রবেশ
B. পল্লীসেবককে অবজ্ঞা
C. রক্ষীকে উপেক্ষা
D. দূর্গশাসককে অপমান
★ সঠিক উত্তর – B

২০) শম্ভু মিত্র ‘বহুরূপী’ পত্রিকায় ‘চাঁদ বণিকের পালা’ নাটকটি তিনটি পর্বে প্রকাশ করেন। পর্ব তিনটির প্রকাশকালের সঠিক ক্রম হল –
A. ১৯৬৫ – ১৯৬৭ – ১৯৭৪
B. ১৯৬৪ – ১৯৬৬ – ১৯৭৬
C. ১৯৬৫ – ১৯৬৬ – ১৯৭৪
D. ১৯৬৪ – ১৯৬৫ – ১৯৭৬
★ সঠিক উত্তর – C

২১) ‘জনা’ নাটকে চতুর্থ অঙ্কের গর্ভাঙ্ক সংখ‍্যা কত ?
A. ৫
B. ৬
C. ৩
D. ৪
★ সঠিক উত্তর – A

২২) বেঙ্গল অপেরার দেওয়ালে টাঙানো নাটকের পোস্টারগুলির সঠিক ক্রম উল্লেখ করো –
A. রামাভিষেক – শর্মিষ্ঠা – ভানুমতী চিত্তবিলাস – সধবার একাদশী
B. সধবার একাদশী – রামাভিষেক – শর্মিষ্ঠা – ময়ূরবাহন
C. রামাভিষেক – শর্মিষ্ঠা – ময়ূরবাহন – সধবার একাদশী
D. ভানুমতী চিত্তবিলাস – রামাভিষেক – শর্মিষ্ঠা – ময়ূরবাহন
★ সঠিক উত্তর – D

২৩) “উদ্দেশ‍্যমূলক রচনা হ‌ইয়াও ইহার মধ‍্যে মতবাদ প্রাধান‍্য লাভ করে নাই, কাহিনীটি প্রাধান‍্যলাভ করিয়াছে” – কোন নাটক সম্পর্কে আশুতোষ ভট্টাচার্য এ রূপ মন্তব‍্য করেছেন ?
A. একেই কি বলে সভ‍্যতা ?
B. জমীদার দর্পণ
C. নবান্ন
D. সাজাহান
★ সঠিক উত্তর – A

২৪) “কৃষ্ণ আমাকে একটি প্রিয় কথালে শোনালে তুমি” – প্রিয় কথাটি হল –
A. সব যুদ্ধ‌ই অন‍্যায়। সব হত‍্যাই ভ্রাতৃহত‍্যা
B. পরাজয় তোমার চিরকালের সঙ্গী
C. সম্ভব নয় অর্জুনের হাতে কর্ণের পরাভব
D. যৌবন জীবনের চেয়েও অনিত‍্য
★ সঠিক উত্তর – C

২৫) ‘চাঁদ বণিকের পালা’ নাটকে একটি গান দ্বিতীয় ও তৃতীয় পর্বের শেষাংশে গাওয়া হয়েছে। গানটি চিহ্নিত করো –
A. হায় হায় হায় রে বণিক
B. ঘরের সন্ধানী তুমি ঘর পেলে না
C. কান্দো না কান্দো না বধূ
D. এ ভ্রম ভাঙ্গাও মা গো
★ সঠিক উত্তর – D

২৬) বিশিষ্ট শব্দগুলি বিশেষ নাটককে বোঝায়, স্তম্ভ মিলিয়ে সঠিকটি চিহ্নিত করো –
          ক                                খ
i) কালাপাহাড়.         a) বাকি ইতিহাস
ii) মহীশূর                b) সিংহাসনের ক্ষয়রোগ
iii) সরস্বতী নদী      c) টিনের তলোয়ার
iv) সেজবাতি          d) প্রথম পার্থ
সংকেত –
A. i) – b.    ii) – a.   iii) – d.   iv) – c
B. i) – d.    ii) – c.   iii) – a.   iv) – b
C. i) – c     ii) – d    iii) – b    iv) – a
D. i) – b.    ii) – d    iii) – a    iv) – c
★ সঠিক উত্তর – A

২৭) মন্তব‍্য – বার্তা অধিকর্তা সভা থেকে তাড়াতাড়ি ফিরতে চান।
যুক্তি – তার পোষা বিড়ালের খাওয়ার সময় হয়েছে।
A. মন্তব‍্য – শুদ্ধ  যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ  যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – B

২৮) “আমি ভেবেছিলাম অন‍্য পরিচয়টা দেবে” –
i) এখানে কথাটি বিধুভূষণ সীতানাথকে বলেছে।
ii) সীতানাথ বিধুভূষণের স্কুলের ছাত্র।
iii) বিধুভূষণ স্কুলের সেক্রেটারি।
iv) সীতানাথ স্কুলের বাংলা শিক্ষক।
ভুল তথ‍্যটি চিহ্নিত করো –
A. ii) ও iii)
B. ii)
C. iii) ও iv)
D. ii) ও iv)
★ সঠিক উত্তর – D

২৯) সতী মাদ্রীর সহোদর যিনি কৌরবের পক্ষে যোগ দেবেন তার নাম কী ?
A. ভদ্র      B. যক্ষ         C. শল‍্য         D. বিদূর
★ সঠিক উত্তর – C

৩০) নিম্নলিখিত কোন কোন নাটকে ২টি নারী চরিত্র আছে ?
A. বাকি ইতিহাস ও প্রথম পার্থ
B. চাঁদ বণিকের পালা ও সিংহাসনের ক্ষয়রোগ
C. চাঁদ বণিকের পালা ও জমীদার দর্পণ
D. প্রথম পার্থ ও সিংহাসনের ক্ষয়রোগ
★ সঠিক উত্তর – D

——