ঘরে বাইরে
✒️ লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১ – ১৯৪১)
✒️ লেখক পরিচিতি : বঙ্কিমচন্দ্র বাংলার উপন্যাস সাহিত্যে ভিত্তি স্থাপন করলেও তাকে সৌধে পরিণত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র ষোলো বছর বয়সে লেখা প্রথম উপন্যাস ‘করুণা’ তে যথার্থ সাহিত্যিক গুণাবলী প্রকাশ না পেলেও প্রথম উপন্যাসের স্বাক্ষরে তাৎপর্যপূর্ণ হয়ে আছে। এরপর তাঁর বঙ্কিমী প্রভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত রোমান্স চর্চার ফসল ‘বৌঠাকুরাণীর হাট’ (১৮৮৩) ও ‘রাজর্ষি’ (১৮৮৭)। ১৯০৩ খ্রি: এ লিখলেন ‘চোখের বালি’ উপন্যাস, বাংলা সাহিত্যে প্রথম সমাজজীবনাশ্রিত মনস্তত্ত্বমূলক সমস্যানিষ্ঠ উপন্যাস। তাঁর রচিত উপন্যাস গুলির মধ্যে দশটি উপন্যাস শ্রেণির অন্তর্ভূক্ত – বৌঠাকুরণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরেবাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), চার অধ্যায় (১৯৩৪) । এছাড়া আরও দুইবোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) – এই দুটিকে অনেকে উপন্যাসের লক্ষণাক্রান্ত বলে মনে করেছেন। রবীন্দ্রনাথের উপন্যাসের প্রেক্ষাপট সাধারণত বিশশতকের নাগরিক জীবন হলেও তিনি প্রতিটি উপন্যাসেই বিষয়বস্তু প্রকরণ চরিত্র ও ভাষা নিয়ে নানা পরীক্ষা করেছেন
✒️ প্রথম প্রকাশ :
◆ পত্রিকায় প্রকাশ :~ সবুজ পত্র পত্রিকায় বৈশাখ, ১৩২১ বঙ্গাব্দ থেকে ফাল্গুন, ১৩২২ বঙ্গাব্দ পর্যন্ত।
◆ গ্রন্থাকারে প্রকাশ :~ ১৯১৬ খ্রিস্টাব্দ
✒️ উৎসর্গ : প্রমথনাথ চৌধুরী
✒️ পরিচ্ছেদ সংখ্যা : ৩ (৭ + ৭ + ৪)
✒️ প্রকার : রাজনৈতিক উপন্যাস।
✒️ বিষয়বস্তু : রবীন্দ্র উপন্যাসধারার সপ্তম উপন্যাস ঘরে বাইরে। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিক্রিয়ায় সমস্ত দেশ দেশপ্রেমের নামে সন্ত্রাসবাদী কার্যকলাপে উপ্ত হয়ে ওঠে – এই পটভূমিকায় রবীন্দ্রনাথ ‘ঘরে বাইরে’ উপন্যাসটি লেখেন। বিমলা নিখিলেশের দাম্পত্যে সন্দীপের আবির্ভাব ঘটিয়ে ত্রিভূজ প্রেমের দ্বন্দ্বকে প্রকাশ করেছেন আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে। বিমলা, নিখিলেশ ও সন্দীপ তাদের আত্মকথায় তাদের জীবনের ও সমাজের সমস্যাগুলিকে তুলে ধরেছেন। আর মনের এই সূক্ষ বিশ্লেষণগুলিকে প্রকাশ করতে রবীন্দ্রনাথ সাহায্য নিয়েছেন চলিত ভাষার। প্রথম চলিত ভাষায় লেখা উপন্যাস ‘ঘরে বাইরে’।
‘ঘরে বাইরে’ আত্মকথন রীতিতে লেখা, বঙ্কিমের রজনীতে এর সূচনা হয়েছিল, উইলকি কলিন্স-এর ‘Woman in White’ থেকে রীতিটি বাংলা সাহিত্যে এসেছে, রবীন্দ্রনাথ আনলেন ‘ঘরে বাইরে’তে। চরিত্রগুলির অবলম্বন তাদের চৈতন্যস্রোত, মনস্তাত্ত্বিক উপন্যাসের এ এক আধুনিক রীতি।আর বিষয়গত দিক থেকে উপন্যাসটির বিশেষত্ব হল নিতান্ত ঘরোয়া বিষয়টি স্থাপিত হয়েছে দেশকালের বৃহৎ পটভূমিকায়।