প্রস্তাব : ১৯৪০  –  সুভাষ মুখোপাধ‍্যায়

প্রভু ; যদি বল অমুক রাজার সাথে লড়াই
কোনো দ্বিরুক্তি করব না ; নেবো তীর ধনুক।
এমনি বেকার ; মৃত‍্যুকে ভয় করি থোড়াই ;
দেহ না চললে চলবে তোমার কড়া চাবুক।

হা-ঘরে আমরা ; মুক্ত আকাশ ঘর, বাহির।
হে প্রভু, তুমিই শেখালে পৃথিবী মায়া কেবল –
তাইতো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর ;
ফলে নেই লোভ ; তোমার গোলায় তুলি ফসল।

হে স‌ওদাগর, – সেপাই, সান্ত্রি সব তোমার।
দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও-
তারপরে, প্রভু, বিধির করুণা আছে অপার ;
জনগণমতে বিধিনিষেধের বেড়ি পরাও।

অস্ত্র মেলেনি এতদিন ; তাই ভেঁজেছি তান।
অভ‍্যাস ছিল তীর-ধনুকের ছেলেবেলায়।
শত্রুপক্ষ যদি আচমকা ছোঁড়ে কামান-
বলব, ‘বৎস! সভ‍্যতা যেন থাকে বজায়!’

চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাব কান।।

■ প্রশ্নোত্তর আলোচনা –

১) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটির প্রথমে কোন নামে প্রকাশিত হয় ?
 প্রস্তাব

২) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থের অন্তর্ভূক্ত ?
 পদাতিক

৩) ‘পদাতিক’ কাব‍্যগ্রন্থের প্রথম প্রকাশে প্রচ্ছদ কে অঙ্কন করেছেন ?
 অনিল ভট্টাচার্য্য

৪) প্রচ্ছদ শিল্পী অনিল ভট্টাচার্য্য তাঁর স্বাক্ষরে কী লিখতেন ?
 আলফা বিটা

৫) ‘পদাতিক’ কাব‍্যগ্রন্থের  প্রথম প্রকাশে মোট কয়টি কবিতা ছিল ?
 ২৩টি

৬) ‘পদাতিক’ কাব‍্যগ্রন্থের কত সংখ‍্যক কবিতা ছিল ‘প্রস্তাব : ১৯৪০’ ?
 ৬ নং কবিতা

৭) সুভাষ মুখোপাধ‍্যায় ‘পদাতিক’ কাব‍্যগ্রন্থ কাকে উৎসর্গ করেছিলেন ?
 বাবা ও মাকে ( ক্ষিতীশচন্দ্র মুখোপাধ‍্যায় ও যামিনী দেবী)

৮) ‘পদাতিক’ কাব‍্যগ্রন্থের প্রথম প্রকাশে প্রচ্ছদ কেমন ছিল ?
 কালো রঙের হাঁটার ভঙ্গিতে উদ‍্য‌ত এক জোড়া পায়ের ছবি
( ২য় সংস্করণে কালো রঙের বদলে কমলা রঙ করা হয়েছিল)

৯) ‘পদাতিক’ কাব‍্যগ্রন্থের তৃতীয় সংস্করণ থেকে কে প্রচ্ছদ অঙ্কন করেছেন ?
 সোমনাথ হোড়

১০) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটির চরণ সংখ‍্যা কত ?
 ১৭

১১) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটির স্তবক সংখ‍্যা কত ?
 ৫

১২) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটির প্রথম লাইন উল্লেখ করো
 প্রভু, যদি বল অমুক রাজার সাথে লড়াই

১৩) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে ‘প্রভু’ শব্দটি কতবার আছে ?
 ৩ বার

১৪) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটির শেষ লাইন উল্লেখ করো।
 চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাব কান

১৫) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে কবি কীসের মন্ত্র নিয়েছেন ?
 উপবাসীর

১৬) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে কতকগুলি অস্ত্রের উল্লেখ আছে ?
 ৪ প্রকার

১৭) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে উল্লেখিত অস্ত্রগুলি কী কী ?
 তীর, ধনুক, চাবুক, কামান

১৮) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে তীর-ধনুকের উল্লেখ কতবার আছে ?
 ২ বার

১৯) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে উল্লেখিত চাবুকটিতে কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে ?
 কড়া

২০) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতায় কার সাথে লড়াইয়ের প্রসঙ্গ আছে ?
 রাজার সঙ্গে

২১) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে কোন পাখির উল্লেখ আছে ?
 কোকিল

২২) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে ‘বৎস’ কথাটি কতবার আছে ?
 ১ বার

২৩) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে কবি কাকে কাকে সম্বোধন করেছেন ?
 প্রভু, স‌ওদাগর

২৪) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে কোন কোন অঙ্গের উল্লেখ আছে ?
 চোখ ও কান

২৫) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে কীসের বেড়ির উল্লেখ আছে ?
 বিধিনিষেধের

২৬)  ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে ছেলেবেলায় কোন অভ‍্যাসের প্রসঙ্গ আছে ?
 তীর ধনুকের

২৭) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতায় কার কামান ছোঁড়ার প্রসঙ্গ আছে ?
 শত্রুপক্ষের

২৮) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতাটিতে ‘মহামানবের বুলি’র উল্লেখ কোন স্তবকে আছে ?
 তৃতীয়

২৯) স্তম্ভ –
মুক্ত – আকাশ
কড়া – চাবুক
উপবাসীর – মন্ত্র
মহামানবের – বুলি
বিধির – করুণা
বিধিনিষেধের – বেড়ি

৩০) ‘প্রস্তাব : ১৯৪০’ কবিতায় কবি নিজেদের কী বলেছেন ?
 বেকার , হা-ঘরে