একেই কি বলে সভ্যতা ?
মাইকেল মধুসূদন দত্ত
★ বিষয়বস্তু ★
মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের কলকাতার নব্য শিক্ষিত যুবকদের পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং তাদের যথেচ্ছাচারকে ব্যঙ্গ করে ‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনটি লিখেছিলেন।
★ মঞ্চায়ন ★
● মাইকেল মধুসূদন দত্ত ‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনটি রাজা ঈশ্বরচন্দ্র সিংহের অনুরোধে লিখেছিলেন।
● মাইকেল মধুসূদন দত্ত ‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনটি বেলগাছিয়া নাট্যশালায় অভিনয়ের জন্য লিখেছিলেন। কিন্তু প্রহসনটি বেলগাছিয়া নাট্যশালায় মঞ্চস্থ হয়নি।
● বহুকাল পরে ১৮৬৫ খ্রিস্টাব্দের ১৮ই জুলাই শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি কর্তৃক প্রথম অভিনীত হয়।
★ প্রথম প্রকাশ ★
● রাজা ঈশ্বরচন্দ্র সিংহের অর্থানুকূল্যে প্রহসনটি মুদ্রিত ও প্রকাশিত হয় ১৮৬০ খ্রিস্টাব্দে।
● প্রথম প্রকাশে গ্রন্থটির পৃষ্ঠাসংখ্যা ছিল – ৩৮।
● মধুসূদন দত্তের জীবৎকালে একটি মাত্র অর্থাৎ দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল – ১৮৬২খ্রি:। তবে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
★ প্রথম সংস্করণের আখ্যাপত্র ★
“একেই কি বলে সভ্যতা ?
(প্রহসন)
শ্রী মাইকেল মধুসূদন দত্ত
প্রণীত
“ন প্রিয়ং| প্রবুক্তমিচ্ছন্তি মৃষা হিতৈষিণ:|”
কিরাতার্জ্জুনীয়ং
কলিকাতা
শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বসু কোং বহুবাজারস্থ ১৮৫ সংখ্যক ভবনে ইষ্টানহোপ যন্ত্রে যন্ত্রিত
সন ১২৬৬ সাল”
★ চরিত্র ★
● পুরুষ চরিত্র :
কর্ত্তা মহাশয়, নববাবু (নবকুমার), কালীবাবু(কালীনাথ দাস), বাবাজী, বৈদ্যনাথ (চাকর – বোঁদে), সার্জন, চৌকিদার, চৈতন, শিবু, বলাই, মহেশ, খানসামা, বেহারা, দরওয়ান, মালী, বরফওয়ালা, মাতাল, মুটিয়াদ্বয় ও যন্ত্রীগণ
● স্ত্রী চরিত্র :
গৃহিণী, হরকামিনী (নব’র স্ত্রী), কমলা, নৃত্যকালী, প্রসন্নময়ী (নব’র বোন), পয়োধরী, নিতম্বিনী (বারবিলাসিনী)
★ অঙ্ক – গর্ভাঙ্ক ★
● ‘একেই কি বলে সভ্যতা ?’ প্রহসনে ২ টি অঙ্ক আছে।
● প্রতিটা অঙ্কে ২ টি করে গর্ভাঙ্ক অর্থাৎ মোট ৪টি গর্ভাঙ্ক আছে।
● প্রথম অঙ্ক : প্রথম গর্ভাঙ্ক – নবকুমার বাবুর গৃহ
● প্রথম অঙ্ক : দ্বিতীয় গর্ভাঙ্ক – সিকদার পাড়া স্ট্রীট
● দ্বিতীয় অঙ্ক : প্রথম গর্ভাঙ্ক – জ্ঞানতরঙ্গিনী সভা
● দ্বিতীয় অঙ্ক : প্রথম গর্ভাঙ্ক – নবকুমার বাবুর শয়নমন্দির
★ সঙ্গীত ★
● ‘একেই কি বলে সভ্যতা ?’ প্রহসনে সঙ্গীত সংখ্যা – ১টি।
● গানটি গেয়েছে – বারবিলাসিনী পয়োধরী
● গানটির রাগিণী – শঙ্করা, তাল – খেমটা।
● গানটির প্রথম লাইন – এখন্ কি আর্ নাগর্ তোমার্
● গানটি প্রহসনে আছে – দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে।