বাকি ইতিহাস – বাদল সরকার
● বিষয়বস্তু ●
বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকের দুটি কাহিনি, প্রধান চরিত্র শরদিন্দু বাসন্তী – সুখী দম্পতি। খবরের কাগজের একটা আত্মহত্যার কাহিনিকে কেন্দ্র করে স্বামী স্ত্রী সেই আত্মহত্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে নিজস্ব ভাবনায় দুটি গল্প লেখেন সীতানাথ ও কণা একটি কল্পিত দম্পতিকে কেন্দ্র করে। সীতানাথের আত্মহত্যার বিশ্লেষণ করতে গিয়ে শরদিন্দুকে শূন্যতাবোধ গ্রাস করলেও শরদিন্দু আত্মহত্যা করেনা, শূন্যতা অবসাদের মধ্যেও আশার আলো খুঁজে পায়। সমালোচক আশুতোষ ভট্টাচার্যের মতে, “ইহার মধ্যে আত্মহত্যার মনস্তত্ত্ব আরও বিস্তৃতভাবে বিশ্লেষিত হইয়াছে।”
● প্রথম প্রকাশ ●
◆ ‘বাকি ইতিহাস’ নাটকটি বাদল সরকার লিখেছিলেন এনগু, নাইজেরিয়া থেকে, ১৯৬৫ খ্রিস্টাব্দে।
◆ ‘বাকি ইতিহাস’ নাটকটির প্রকাশকাল ১৯৬৫ খ্রি:
◆ ‘বাকি ইতিহাস’ নাটকটির প্রথম অভিনয় হয়েছিল – ৭ই মে, ১৯৬৭খ্রি: নিউ এম্পায়ার মঞ্চে, শম্ভু মিত্রের নির্দেশনায়, বহুরূপীর প্রযোজনায়।
● অঙ্ক – দৃশ্য ●
◆ ‘বাকি ইতিহাস’ নাটকে তিনটি অঙ্ক আছে।
◆ ‘বাকি ইতিহাস’ নাটকে কোনো দৃশ্য বিভাজন নেই।
◆ কাহিনি অনুযায়ী ‘বাকি ইতিহাস’ নাটকের দৃশ্যগত বিভাজন –
প্রথম অঙ্ক – শরদিন্দু -বাসন্তীর দাম্পত্যের প্রাথমিক পরিচয়
এবং বাসন্তীর গল্পে সীতানাথ কনাকে কেন্দ্র করে।
দ্বিতীয় অঙ্ক – শরদিন্দুর গল্প সীতানাথ ও কণাকে কেন্দ্র করে।
তৃতীয় অঙ্ক – শরদিন্দুর সীতানাথকে কল্পনা – সাদৃশ্য – মৃত্যুচেতনা।
● সঙ্গীত ●
বাকি ইতিহাস নাটকে কোনো সঙ্গীত নেই।
● চরিত্র ●
প্রধান চরিত্র –
শরদিন্দু নাগ – বাংলার অধ্যাপক
বাসন্তী – শরদিন্দুর স্ত্রী
বাসুদেব – দর্শনশাস্ত্রের অধ্যাপক
কল্পিত চরিত্র –
সীতানাথ চক্রবর্তী – মধ্যবিত্ত চাকুরে
কণা – সীতানাথের স্ত্রী
নিখিল – সীতানাথের বন্ধু (বাসন্তীর গল্পে)
বৃদ্ধ – কণার বাবা (বাসন্তীর গল্পে)
বিজয় সেনগুপ্ত – সীতানাথের বন্ধু (শরদিন্দুর গল্পে)
বিধুভূষণ – স্কুলের সেক্রেটারী (শরদিন্দুর গল্প)
উল্লেখ্য চরিত্র –
ভবতোষ মিত্তির, হরেকৃষ্ণবাবু, তপন, বনোয়ারীলাল, পার্বতী, গৌরী, অশোক সান্যাল,
● চরিত্র – বয়স
শরদিন্দু নাগ ৩৫
অশোক ১৪
গৌরী ৮
পার্বতী ১০-১১
বিধুভূষণ ৬০
সীতানাথ ৩৮