টিনের তলোয়ার – উৎপল দত্ত
◆ বিষয়বস্তু ◆
‘টিনের তলোয়ার’ উৎপল দত্তের শ্রেষ্ঠ নাটক। উৎপল দত্ত বাংলা সাধারণ রঙ্গালয়ের শতবার্ষিকীর ঐতিহাসিক মুহূর্তে নাট্য নিয়ন্ত্রণ আইনের প্রেক্ষাপটে টিনের তলোয়ার নাটকের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন উনিশ শতকের দ্বিতীয়ার্ধের সেইসব অগণিত নাট্যকর্মীদের যারা বহুকৌণিক বাধা অতিক্রম করে বাংলা নাট্যচর্চাকে অব্যহত রেখেছিলেন এবং অনাগত ভবিষ্যতের দিকে অগ্রসর করেছিলেন। বাংলা নাটকে যুদ্ধের অভিনয়ে ব্যবহৃত টিনের পলকা তলোয়ারই নাটকে জাতীয়তাবোধের, নাট্যকর্মীদের তথা দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। গিরিশ ঘোষ, অর্ধেন্দু মুস্তাফি, বিনোদিনী প্রমুখ নাট্য উৎসর্গীকৃত মহাপ্রাণের অনুসরণে নাটকে চরিত্র পরিকল্পিত হয়েছে।
◆ প্রথম প্রকাশ ◆
● ‘টিনের তলোয়ার’ নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল – ১৯৭১ খ্রি:।
● ‘টিনের তলোয়ার’ নাটকটি উৎপল দত্ত উৎসর্গ করেছেন পূর্ববর্তী নাট্যকারদের –
“বাংলা সাধারণ রঙ্গালয়ের শতবার্ষিকীতে প্রণাম করি সেই আশ্চর্য মানুষগুলিকে…”
● ‘টিনের তলোয়ার’ নাটকের হিন্দি অনুবাদ – ‘টীন কি তলবার’, প্রযোজনা করেন – দেবকান্ত শুক্লা এবং অনামিকা বিমল্পাঠ।
◆ প্রথম মঞ্চায়ন ◆
● ‘টিনের তলোয়ার’ নাটকটি প্রথম অভিনীত হয়েছিল ‘পিপলস্ লিটল থিয়েটার’ কর্তৃক।
● ‘টিনের তলোয়ার’ নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ১২ই আগষ্ট, ১৯৭১ খ্রিস্টাব্দে, রবীন্দ্রসদনে।
● ‘টিনের তলোয়ার’ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন উৎপল দত্ত।
● ‘টিনের তলোয়ার’ নাটকটির সঙ্গীত পরিচালনা করেন – প্রশান্ত ভট্টাচার্য।
● ‘টিনের তলোয়ার’ নাটকের গানের কথা লিখেছিলেন – মাইকেল, জ্যোতিরিন্দ্রনাথ ও অমর দত্ত।
● ‘টিনের তলোয়ার’ নাটকের প্রথম অভিনয়ে আলোকসজ্জায় ছিলেন – তাপস সেন।
● প্রথম অভিনয়ের মঞ্চসজ্জায় ছিলেন মনু দত্ত, এবং যন্ত্র সংগীতে ছিলেন রমেশ মিশ্র, শম্ভু দাস, কালী নন্দী ও প্রশান্ত ভট্টাচার্য।
◆ চরিত্র ◆
● পুরুষ চরিত্র –
বেণীমাধব, বীরকৃষ্ণ দাঁ, হরবল্লভ, জলদ, গোবর, যদুগোপাল, নটবর, প্রিয়নাথ, মুদি, নদেরচাঁদ বাচস্পতি, মথুর, গুন্ডা, ভিক্ষুক, মোয়াওয়ালা, ফুলওয়ালা, বরফওয়ালা, পাইক, যুবক, সরবৎওয়ালা, ল্যাম্বার্ট
● স্ত্রী চরিত্র –
ময়না, বসুন্ধরা, কামিনী,
◆ অভিনীত চরিত্র ◆
বীরকৃষ্ণ দাঁ – সমীর মজুমদার
বেণীমাধব (কাপ্তেন) – উৎপল দত্ত
হরবল্লভ – সত্য বন্দ্যোপাধ্যায়
ময়না – ছন্দা চট্টোপাধ্যায় (পরে ইন্দ্রাণী লাহিড়ী)
বসুন্ধরা (আঙুর) – শোভা সেন
কামিনী (পেয়ারা) – সবিতা বন্দ্যোপাধ্যায়
জলদ – শান্তিগোপাল মুখোপাধ্যায়
গোবর – ভানু মল্লিক
যদুগোপাল – শ্যামল মল্লিক
নটবর – আশু সাহা
প্রিয়নাথ – অসিত বসু (পরে মৃণাল ঘোষ)
মুদি – কনক মৈত্র
নদের চাঁদ বাচস্পতি – চিত্ত দে
গুন্ডা – মন্টু ব্রহ্ম
ভিক্ষুক – নন্দলাল দাস
মোয়াওয়ালা – সনৎ গাঙ্গুলী
ফুল ওয়ালা – প্রণব পাল
বরফওয়ালা – মন্টু ব্রহ্ম
পাইক – অরুণ দে, আলোক ঘোষাল
যুবক – বিশ্বনাথ সামন্ত
সরবৎওয়ালা – রজত ঘোষ
ল্যাম্বার্ট – প্রতীক রায়
◆ অঙ্ক – দৃশ্য ◆
● ‘টিনের তলোয়ার’ নাটকের মোট – ৭টি দৃশ্য।
● নাটকের কাহিনির সময়কাল – ঊনবিংশ শতাব্দী(১৮৭৬খ্রি:)।
● নাটকের স্থান – কলকাতা চীৎপুর, বৌবাজার এবং শোভাবাজারস্থ নাট্যশালা।
● ১ম দৃশ্য – কলকাতার রাজপথ
● ২য় দৃশ্য – চীৎপুরের বেঙ্গল অপেরার ঘর
● ৩য় দৃশ্য – দি গ্রেট বেঙ্গল অপেরার শোভাবাজারস্থ রঙ্গমঞ্চ
● ৪র্থ দৃশ্য – বৌবাজার রাজপথ
● ৫ম দৃশ্য – বেঙ্গল থিয়েটারের বেণিবাবুর সাজঘর
● ৬ঠ দৃশ্য – বেঙ্গল অপেরার স্টেজ রিহার্সাল
● ৭ম দৃশ্য – বেঙ্গল অপেরার রঙ্গমঞ্চ
◆ সঙ্গীত ◆
● টিনের তলোয়ার নাটকে সঙ্গীত সংখ্যা – ১০টি।
১) “ছেড়ে কলকেতা বোন – হব পগারপার”
দৃশ্য – প্রথম, গায়ক – ময়না
২) “ওলো রাঙা বউ, তোরা কেউ কাগজ পড়িস লো”
দৃশ্য – দ্বিতীয়, গায়ক – যদু
৩) “সাচ্চা বুলি আমরা বলি ভয় করি না তাই”
দৃশ্য – দ্বিতীয়, গায়ক – যদু
৪) “ভালোবেসে এত জ্বালা সই”
দৃশ্য – তৃতীয়, গায়ক – ময়না(অনুরাধা চরিত্রে – ময়ূরবাহন নাটকের অভিনয়ে)
৫) “দেশহিতৈষী বাবুরা সব মাথায় থাক”
দৃশ্য – চতুর্থ, গায়ক – যুবক
৬) “ঘোর কলি ভাই আর তো টেকে না”
দৃশ্য – চতুর্থ, গায়ক – যুবক
৭) “বঁধু, যে দেয় আমি তারি।”
দৃশ্য – চতুর্থ, গায়ক – প্রিয়নাথ
৮) “মেয়ে বাই ধরেছে করবে থিয়েটার”
দৃশ্য – চতুর্থ, গায়ক – যুবক
৯) “স্বদেশ আমার, কিবা জ্যোতির্মন্ডলী”
দৃশ্য – ষষ্ঠ, গায়ক – ময়না
১০) “শুন গো ভারতভূমি কত নিদ্রা যাবে তুমি”
দৃশ্য – সপ্তম, গায়ক – যদু
মূয়রবাহন নাটকটি কার লেখা?