ভিডিও দেখুন

কল্লোল পত্রিকা

বাংলা সাহিত‍্যে নতুন ধারা আনার ক্ষেত্রে কল্লোলের ভূমিকা বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ অধ‍্যায়। এই পত্রিকাটির বীজ নিহিত ছিল ফোর আর্টস ক্লাবের মধ‍্যে।
১৯২১ খ্রিস্টাব্দের ৪ঠা জুন গোকুলচন্দ্র নাগ, দীনেশরঞ্জন দাশ, মণীন্দ্রলাল বসু ও সুনীতি দেবী – চার বন্ধু মিলে গড়ে তুলেছিলেন এই প্রতিষ্ঠান – ফোর আর্টস ক্লাব। তবে ১৯২২ খ্রি: এই ক্লাবের অস্তিত্ব বিপন্ন হলেও সেই তরুণ কবি সাহিত‍্যিকরা নতুন কিছু করার আকাঙ্ক্ষাকে পূর্ণরূপ দিতেই কল্লোল পত্রিকার জন্ম।

পত্রিকা প্রকাশ


দীনেশ দাসের দুইটাকা এবং গোকুল নাগের দেড় টাকা – সাড়ে তিন টাকায় ছাপানো হয় হ‍্যান্ডবিল। ১৩২৯ সালের চৈত্র সংক্রান্তিতে জেলেপাড়ার সং দেখানোর জন‍্য ভিড় জমানো মানুষের মধ‍্যে হ‍্যান্ডবিল ছড়িয়ে ঘোষণা করা হল কল্লোল পত্রিকা প্রকাশিত হবে।
১৩৩০ বঙ্গাব্দের ১লা বৈশাখ কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। দীনেশ দাসের মেজদা বিভুরঞ্জনের বাড়ি ১০/২ পটুয়াটোলা লেনের দুটি ঘরকে নিয়েই গড়ে উঠেছিল কল্লোলের প্রথম অফিস।

কল্লোল পত্রিকার পাতায় সম্পাদক হিসাবে নাম থাকত দীনেশরঞ্জন দাশ, সহকারী সম্পাদক ছিলেন – গোকুল নাগ।

কল্লোল পত্রিকার প্রচ্ছদ আঁকতেন দীনেশ দাশ। কল্লোল পত্রিকার প্রচ্ছদ ৫ বার পরিবর্তন করা হয়েছে, তবে প্রতিবার‌ই ফুটে ঊঠেছে তরুণ সমুদ্র হৃদয়ের সংঘাত, উচ্ছ্বাস ও সীমাহীন কল্পনাভিসার।

প্রথম সংখ‍্যা


১) কল্লোল (কবিতা) – দীনেশরঞ্জন দাশ
২) বীণা (গল্প) – সুনীতি দেবী
৩) মা (গল্প) – শৈলজানন্দ মুখোপাধ‍্যায়
৪) কল্লোল (কথিকা) – বিজয়চন্দ্র মজুমদার
৫) রিক্তা (গল্প) – কেতকী দেবী
৬) সংগ্রহ (সুভাষিত সংগ্রহ)
৭) পুঁটেরাম (গল্প) – নগেন্দ্রনাথ গুপ্ত
৮) পথিক (উপন‍্যাস) – গোকুলচন্দ্র নাগ
৯) ফুলের আকাশ (গল্প) – দীনেশরঞ্জন দাশ
১০) ভাঙাবাড়ী (গল্প) – অমলেন্দু সেনগুপ্ত
১১) বিড়ালের স্বর্গ (অনুবাদ গল্প) –
      মূল রচয়িতা – এমিল জোলা
      অনুবাদক – পবিত্র গঙ্গোপাধ‍্যায়
১২) বসন্ত বিলাপ (কবিতা) – দীপঙ্কর            
       (কালিদাস নাগ)

প্রকাশিত বিভাগ


কল্লোল পত্রিকা নানা বিষয় বৈচিত্র‍্যে সমৃদ্ধ ছিল।
● সংগ্রহ – এখানে গল্প উপন‍্যাস থেকে নির্বাচিত সুভাষিতাবলী।
● আলোচনা – এই বিভাগটি ছিল পুস্তক পরিচয় বা সাহিত‍্য ভাবনা সংক্রান্ত।
● সমাচার – দেশে বিদেশের নানা সংবাদ নিয়ে প্রকাশিত হত।
● ছবি – এই বিভাগটি ছিল শিল্পীদের শিল্পকর্মের বিষয় নিয়ে আলোচনা।
● ডাকঘর – এই বিভাগের প্রত‍্যাবর্তন করেন দীনেশরঞ্জন দাশ পরবর্তীকালে একক সম্পাদনায়। সাহিত‍্যবিষয়ক আলোচনা এই বিষয়ের অন্তর্ভূক্ত ছিল। পরে এটি উঠে গিয়ে ‘প্রবাহ’ বিভাগের অন্তর্ভূক্ত হয়।
● কাহিনী – এখানে থাকত দেশ বিদেশের সাহিত‍্য নিয়ে আলোচনা। এর লেখক ছিলেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ‍্যায়।

মূল‍্য


● কল্লোলের প্রতি সংখ‍্যার দাম – ৪ আনা
পরে হয় – ৫ আনা।
● বার্ষিক সডাক মূল‍্য – সাড়ে তিন টাকা।
● পত্রিকার সাইজ ছিল প্রথমে ডিমাই,
পরে চতুর্থ বর্ষ থেকে কল্লোল ডবল ক্রাউন সাইজে পরিবর্তিত হয়।

১৩৩০ বঙ্গাব্দের বৈশাখে প্রকাশিত হয়ে ১৩৩৬ বঙ্গাব্দের পৌষ – মোট ৭ বছরে ৮১টি সংখ‍্যা প্রকাশিত হয়েছিল।
৮১টি সংখ‍্যায় ১১টি উপন‍্যাস১৬৬টি গল্প প্রকাশিত হয়েছিল।
একটি মাত্র সংখ‍্যা কার্তিক, ১৩৩৪ বঙ্গাব্দ ছাড়া বাকি ৮০টি সংখ‍্যাতেই কবিতা প্রকাশিত হয়েছিল।
এছাড়াও প্রায় ৫০টি অনূদিত গল্প প্রকাশিত হয়েছিল কল্লোলের পাতায়।