চিত্রা – রবীন্দ্রনাথ ঠাকুর :
প্রাসঙ্গিক তথ্য , পর্ব – ১
● ‘চিত্রা’ কাব্যটি প্রথম প্রকাশ হয়েছিল – ২৯শে ফাল্গুন, ১৩০২ বঙ্গাব্দ।
● ‘চিত্রা’ কাব্যের প্রথম প্রকাশে ৩৫টি কবিতা ছিল।
● ৩৫টি কবিতার মধ্যে ‘সুখ’ কবিতাটি ‘সোনার তরী’ থেকে নেওয়া হয়েছে।
● ‘সোনার তরী’ কাব্যগ্রন্থটি ‘চিত্রা’ কাব্যের পূর্বে প্রকাশিত হয়।
● ‘সোনার তরী’ ও ‘চিত্রা’ কাব্যগ্রন্থের মাঝে প্রকাশিত হয়েছিল ‘নদী’ কবিতাটি।
◆ ২য় সংস্করণ –
● ‘চিত্রা’ কাব্যের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় – আশ্বিন, ১৩০৩ বঙ্গাব্দে। প্রকাশক সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
● ২য় সংস্করণের কাব্যে মোট কবিতা ছিল ৪৭টি।
● এই সংস্করণে ৪টি কবিতা স্নেহস্মৃতি, নববর্ষে, দুঃসময়, ও ব্যাঘাত সংযোজিত হয়েছিল।
● ‘চিত্রা’ কাব্যের এই দ্বিতীয় সংস্করণে ৯টি গান সংযোজিত হয়েছিল –
১) বাজিল বাহুর বীণা মধুর স্বরে
৹ চিত্রায় শিরোনাম – বিকাশ
৹ রচনাকাল – ১২ই জ্যৈষ্ঠ, ১৩০১ বঙ্গাব্দ।
২) বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে
৹ চিত্রায় শিরোনাম – বিস্ময়।
৹ রচনাকাল – ১৩ই জ্যৈষ্ঠ, ১৩০১
৩) সুন্দর হৃদিরঞ্জন তুমি
৹ চিত্রায় শিরোনাম – বন্দনা
৹ রচনাকাল – ১৪ই জ্যৈষ্ঠ, ১৩০১ বঙ্গাব্দ।
৪) (কত) কথা তারে ছিল বলিতে
৹ চিত্রায় শিরোনাম – মনের কথা
৹ রচনাকাল – ১৬ই জ্যৈষ্ঠ, ১৩০১বঙ্গাব্দ।
৫) আমায় কর তোমার বীণা
৹ চিত্রায় শিরোনাম – আত্মোৎসর্গ
৹ রচনাকাল – ১৯শে জ্যৈষ্ঠ, ১৩০১বঙ্গাব্দ।
৬) কে দিল আবার আঘাত
৹ চিত্রায় শিরোনাম – অতিথি
৹ রচনাকাল – ১২ই আশ্বিন, ১৩০২ বঙ্গাব্দ।
৭) পূজা বনে পূজা নাহি
৹ চিত্রায় শিরোনাম – মানববসন্ত
৹ রচনাকাল – ১৪ই আশ্বিন, ১৩০২ বঙ্গাব্দ।
ইত্যাদি
● দ্বিতীয় সংস্করণে পূর্ব উল্লেখিত ‘নীরবতন্ত্রী’ কবিতাটি বর্জিত হয়।
◆ পরবর্তী সংস্করণ – ২রা মার্চ, ১৯১২ খ্রি:।
● এই সংস্করণে ‘নীরবতন্ত্রী’ কবিতাটি পুনরায় সংযোজিত হয়।
● ২য় সংস্করণের ৪টি কবিতা ও ৯টি গান বর্জিত হয়।
◆ রবীন্দ্ররচনাবলীর চতুর্থ খন্ডের অন্তর্গত সংস্করণ – ১৩৪৭বঙ্গাব্দ।
● কবির জীবৎকালে এটি শেষ সংস্করণ।
● পূর্বোক্ত সংস্করণের ৪টি কবিতা সংযোজিত হয়।
● ব্রাহ্মণ, পুরাতন ভৃত্য, দুই বিঘা জমি – এই তিনটি কবিতা বর্জিত হয়।
● ‘চিত্রা’ কাব্যে বর্তমান সংস্করণে মোট কবিতা – ৩৯টি।
● চিত্রা কাব্যে ৩৯টি কবিতা হলেও রচনাবলী সংস্করণে তিনটি কবিতা বর্জিত হওয়ায় মোট কবিতা ৩৬টি।
● ‘চিত্রা’ কাব্য কাউকে উৎসর্গ করা হয়নি।
● ‘চিত্রা’ কাব্যের অন্তর্গত ‘মৃত্যুর পরে’ কবিতাটি যাঁর উদ্দেশ্যে লেখা হয় – কাদম্বরী দেবী।
◆ চিত্রা কাব্যের যে কবিতাগুলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার তালিকা দেওয়া হল –
কবিতা পত্রিকায় প্রকাশ
সুখ সাধনা, আ-কা, ১৩০০
জ্যোৎস্নারাত্রে সাধনা, জ্যৈষ্ঠ, ১৩০২
প্রেমের অভিষেক। সাধনা, ফাল্গুন,১৩০০
সন্ধ্যা সাধনা, মাঘ, ১৩০১
এবার ফিরাও মোরে সাধনা, চৈত্র,১৩০০
স্নেহস্মৃতি ভারতী, কার্তিক, ১৩০২
নববর্ষে সাধনা, বৈশাখ,১৩০১
মৃত্যুর পরে সাধনা, জ্যৈষ্ঠ, ১৩০১
অন্তর্যামী সাধনা, আ-কা, ১৩০১
সাধনা সাধনা, অঘ্রান,১৩০১
ব্রাহ্মণ সাধনা, ফাল্গুন,১৩০১
পুরাতন ভৃত্য সাধনা, চৈত্র,১৩০১
দুই বিঘা জমি সাধনা, আষাঢ়, ১৩০২
শীতে ও বসন্তে সাধনা, শ্রাবণ, ১৩০২
নগরসংগীত। সাধনা, ভা-কা, ১৩০২