নবজাতক – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রাসঙ্গিক তথ্য আলোচনা, পর্ব – ১
● ‘নবজাতক’ কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় – বৈশাখ, ১৩৪৭ বঙ্গাব্দে।
● ‘নবজাতক’ কাব্যের ‘নবজাতক’ কবিতাটি শ্রীমান কিশোরকান্তি বাগচীর উদ্দেশ্যে লেখা।
● ‘উদবোধন’ কবিতাটির প্রথম ও দ্বিতীয় স্তবক অনুরূপভাবে গীতিভূমিকা রূপে ‘গীতবিতান’ গ্রন্থের সূচনায় সংকলিত হয়েছে।
● ‘প্রায়শ্চিত্ত’ কবিতার পান্ডুলিপি ধৃত পূর্বপাঠ ও ‘নবজাতক’ কাব্যের মুদ্রিত পাঠটির সঙ্গে পার্থক্য আছে।
● ‘বুদ্ধভক্তি’ কবিতার শুরুতে কবি বলছেন –
“জাপানের কোনো কাগজে পড়েছি, জাপানি সৈনিক যুদ্ধের সাফল্য কামনা করে বুদ্ধ মন্দিরে পূজা দিতে গিয়েছিল। এরা শক্তির বান মেরেছে চিনকে, ভক্তির বাণ বুদ্ধকে।”
● ‘বুদ্ধভক্তি’ কবিতার গদ্যছন্দোবদ্ধ একটি স্বতন্ত্র রূপ ‘পত্রপূট’ কাব্যের দ্বিতীয় সংস্করণে সংকলিত। (সংখ্যা – ১৭)
● ১৩৪০ বঙ্গাব্দে বিহারের ভূমিকম্পে দুর্গতদের সাহায্যের জন্য প্রধানত প্রবোধেন্দুনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটক অভিনয় হয়। ‘ভূমিকম্প’ কবিতাটি সেই উপলক্ষেই রচিত।
● ‘নবজাতক’ কাব্যের ‘আহ্বান’ কবিতাটি লিখেছেন কানাডার প্রতি।
● মৌলানা জিয়াউদ্দিন ছিলেন বিশ্বভারতীর বিদ্যাভবনে ইসলামীয় সংস্কৃতির অধ্যাপক। তাঁর অকালমৃত্যুতে তাঁর নামে রবীন্দ্রনাথ এই কবিতাটি লেখেন।
এইসময় শান্তিনিকেতনে অনুষ্ঠিত শোকসভায় কবি যে ভাষণ দেন সেটিও মুদ্রিত হয় প্রবাসী পত্রিকায়।
● মৈত্রেয়ী দেবীর ‘মংপুতে রবীন্দ্রনাথ’ গ্রন্থ থেকে জানা যায় একটা প্রকান্ড কবিতা রবীন্দ্রনাথ লিখেছিলেন, তারপর পরিবর্তন করতে করতে একটি কবিতা থেকে দুটি কবিতা হয়। তার একটি ‘সাড়ে নটা’ নামে ‘নবজাতক’ এ আর একটা ‘মানসী’ নামে ‘সানাই’তে প্রকাশিত হয়।
● ‘নবজাতক’ কাব্যের ‘অবর্জিত’ কবিতাটি প্রশান্ত মহালানবিশের উদ্দেশ্যে রচিত হয়েছিল।
● ‘প্রজাপতি’ কবিতার দুটি পূর্বপাঠ রবীন্দ্রনাথের একাদশ খন্ডের চিঠিপত্রের ১০৮ ও ১০৯ সংখ্যক পত্র রূপে প্রকাশিত।
● ‘প্রজাপতি’ কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ চিঠি লিখেছেন – অমিয় চক্রবর্ত্তীকে।
কবিতা পত্রিকায় প্রকাশ
নবজাতক পাঠশালা, কার্তিক, ১৩৩৫
উদবোধন শতদল, জ্যৈষ্ঠ, ১৩৪৭
(পরবর্তীকালে প্রবাসী পত্রিকায় কষ্টিপাথর বিভাগে সংকলিত)
প্রায়শ্চিত্ত প্রবাসী, অঘ্রান, ১৩৪৫
বুদ্ধভক্তি পরিচয়, ফাল্গুন, ১৩৪৪
কেন প্রবাসী, চৈত্র,১৩৪৫
হিন্দুস্তান প্রবাসী, পৌষ,১৩৪৪
রাজপুতানা প্রবাসী, মাঘ, ১৩৪৫
ভগ্নরাজ্য পরিচয়, শ্রাবণ, ১৩৪৪
ভূমিকম্প নাচঘর,৩০চৈত্র, ১৩৪০
পক্ষীমানব বিচিত্রা, জ্যৈষ্ঠ, ১৩৩৯
রাতের গাড়ি জয়শ্রী, জ্যৈষ্ঠ, ১৩৪৭
মৌলানা জিয়াউদ্দিন প্রবাসী, শ্রাবণ,১৩৪৫
এপারে ওপারে প্রবাসী, শ্রাবণ, ১৩৪৬
মংপু পাহাড়ে পরিচয়, শ্রাবণ, ১৩৪৫
ইসটেশন কবিতা, আশ্বিন, ১৩৪৫
জবাবদিহি প্রবাসী, বৈশাখ, ১৩৪৭
প্রবাসী প্রবাসী, জ্যৈষ্ঠ, ১৩৪৬
জন্মদিন প্রবাসী, আষাঢ়, ১৩৪৬
রোমান্টিক কবিতা, পৌষ, ১৩৪৬
ক্যান্ডীয় নাচ, প্রবাসী, শ্রাবণ, ১৩৪৪
অবর্জিত প্রবাসী, শ্রাবণ, ১৩৪২
শেষ হিসাব কবিতা,আশ্বিন, ১৩৪৬
জয়ধ্বনি প্রবাসী, পৌষ, ১৩৪৬
প্রজাপতি প্রবাসী, বৈশাখ, ১৩৪৬
প্রবীণ প্রবাসী, পৌষ, ১৩৪৫
রাত্রি প্রবাসী, মাঘ, ১৩৪৬