বাংলা মকটেস্ট – ০৫
তাং – ৩০/০১/২০২১

১) i) আমি মায়ের মেয়ে
ii) আমার প্রথম শোক.     iii) শ্বশুরবাটী
iv) বিবাহের কথা  v) বাড়িতে আগুন ধরা
vi) আমার সংসারের কাজ
‘আমার জীবন’ প্রবন্ধের উপরোক্ত বিষয়গুলোর মধ‍্যে প্রথম পর্বের তৃতীয় রচনার অন্তর্গত বিষয়গুলো চিহ্নিত করো।
A. iii, iv, vi
B. ii, iv
C. i, ii, v
D. iii, vi
সঠিক উত্তর – B

২) ‘জনা’ নাটকের তৃতীয় অঙ্কের ৪টি গর্ভাঙ্কের দৃশ‍্যগুলির সঠিক ক্রমটি চিহ্নিত করো –
A. পান্ডব শিবির অভ‍্যন্তর – প্রান্তর – উদ‍্যানস্থ চন্দ্রাতপ – মায়াকানন
B. মায়াকানন – উদ‍্যানস্থ চন্দ্রাতপ – পান্ডব শিবির অভ‍্যন্তর – প্রান্তর
C. উদ‍্যানস্থ চন্দ্রাতপ – মায়াকানন – প্রান্তর – পান্ডব শিবির
D. প্রান্তর – মায়াকানন – উদ‍্যানস্থ চন্দ্রাতপ – পান্ডব শিবির অভ‍্যন্তর
সঠিক উত্তর – B

৩) সূত্রগুলি কোন বিভাগকে নির্দেশ করছে ?
i) এটি প্রবাসী পত্রিকার একটি বিভাগ।
ii) বিভাগটি শুরু হয়েছে ১৩৩০ বঙ্গাব্দের বৈশাখ সংখ‍্যা থেকে।
iii) বিভাগে পাঠকের বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও উত্তর প্রকাশ পেত।
iv) এর উত্তর পাঠক‌ও দিতে পারেন।
A. আলোচনা
B. বিবিধ প্রসঙ্গ
C. কষ্টিপাথর
D. বেতালের বৈঠক
সঠিক উত্তর – D

৪) ‘আমার জীবন’ প্রবন্ধে লেখিকার সর্বাপেক্ষা বেশি ক্ষতি কত বছর বয়সে হয়েছিল ?
A. ২১ বছর                      B. ২২ বছর
C. ২৩ বছর                      D. ২৪ বছর
সঠিক উত্তর – C

৫) রাসসুন্দরী দেবীর সন্তানের বয়স অনুযায়ী মৃত‍্যুর সঠিক ক্রমটি চিহ্নিত করো।
A. মুকুন্দলাল – পুলিনবিহারী – চন্দ্রনাথ – রাধানাথ
B. পুলিনবিহারী – চন্দ্রনাথ – মুকুন্দলাল – রাধানাথ
C. রাধানাথ – চন্দ্রনাথ – মুকুন্দলাল – পুলিনবিহারী
D. পুলিনবিহারী – রাধানাথ – চন্দ্রনাথ – মুকুন্দলাল
সঠিক উত্তর – B

৬) বুদ্ধদেব বসুর মতে, রামায়ণের সবচেয়ে বড় সমস‍্যা –
A. সীতার অগ্নিপরীক্ষা
B. সীতার বনবাস
C. রামচরিত্র
D. শম্বুক বধ
সঠিক উত্তর – C

৭) ‘আমার জীবন’ প্রবন্ধ অনুযায়ী পুরোহিত গুণনিধি চক্রবর্তী মারা গিয়েছিলেন –
A. ১২৭৫ সালের অগ্রহায়ণ মাসের শেষ দিন
B. ১২৭৬ সালের অগ্রহায়ণ মাসের প্রথম দিন
C. ১২৭৫ সালের অগ্রহায়ণ মাসের প্রথম দিন
D. ১২৭৬ সালের অগ্রহায়ণ মাসের শেষ দিন
সঠিক উত্তর – C

৮) মন্তব‍্য – জার্মান দরিদ্ররা মাছ মাংসের পরিবর্তে দ্রাক্ষারস ব‍্যবহার করে।
যুক্তি – দ্রাক্ষারস খুব সস্তা হয়।
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
সঠিক উত্তর – D

৯) “মা ! আমরা যে পত্র লিখিয়া থাকি তার উত্তর পাই না কেন?” – কে প্রশ্ন করেছিল লেখিকাকে ?
A. ৭ম পুত্র                  B. ৫ম পুত্র   
C. ৩য় পুত্র                  D. ৬ঠ পুত্র
সঠিক উত্তর – A

১০) “একেই কি বলে সভ‍্যতা ?” প্রহসনটির সময়সীমা কত ?
A. সকাল ১০টা থেকে বিকাল ৫টা
B. সকাল থেকে সন্ধ‍্যা পর্যন্ত
C. দুপুর ২টো থেকে রাত্রি ৯টা
D. বিকাল থেকে রাত্রি পর্যন্ত
সঠিক উত্তর – D

১১) “পতি মরিলে পত্নী ব্রহ্মচর্য্যের অনুষ্ঠান করিবেন অথবা পতির চিতাতে আরোহন করিবেন” – উদ্ধৃতাংশটি কার রচনা ?
A. হারীত                       B. বিষ্ণু ঋষি
C. ব‍্যাস ঋষি                 D. অঙ্গিরা ঋষি
সঠিক উত্তর – B

১২) রাসসুন্দরী দেবীর নাকের বেশরটি দেখতে কেমন ছিল ?
A. গোলাকার
B. বেল ফুলের মতো
C. অর্ধচন্দ্রাকার
D. বেল পাতার মতো
সঠিক উত্তর – C

১৩) কৃষ্ণ কর্ণকে উপহার দিয়েছিলেন –
A. পরাভব                     B. গৌরব
C. মৃত‍্যু                          D. অমরত্ব
সঠিক উত্তর – C

১৪) “উহার লেখার Idealism এত উচ্চ যে তাহা অনুকরণের অতীত” – কার সম্বন্ধে হরপ্রসাদ শাস্ত্রী এরূপ মন্তব‍্য করেছেন ?
A. স্পেনসার
B. ড্রাইডেন
C. বায়রণ
D. শেলি
সঠিক উত্তর – D

১৫) “এত দিবস আমি জানিতাম” – এতদিবস লেখিকা কী জানতেন ?
A. লেখিকার মা’র বিবাহ হয়নি
B. লেখিকার বাবা নাই
C. বিধবারা অবিবাহিত
D. লেখিকা মায়ের কন‍্যা
সঠিক উত্তর – D

১৬) সঠিক তথ‍্যপূর্ণ বিকল্প চিহ্নিত করো –
i) বোদলেয়র কাউন্টার রোম‍্যান্টিক।
ii) আইয়ুব বোদলেয়রকে ‘সিম্বল অব মর্বিডিটি’ আখ‍্যা দিয়েছিলেন।
iii) বোদলেয়রের পর ফ্রান্সের কবিদের মধ‍্যে প্রতীকবাদ প্রাধান‍্য পেয়েছিল।
iv) বোদলেয়রের কাব‍্যের নিকটতম অনুবাদ করেছেন জাক মারিআঁ।
v) বোদলেয়র সিফিলিস রোগে  আক্রান্ত হয়েছিল।
A. a, b, e (i, ii, v)
B. b, c, d (ii, iii, iv)
C. b, e (ii, v)
D. a, c, e (i, iii, v)
সঠিক উত্তর – D

১৭)”সেই ঠাকুরটি তখন আমার একপাশে বসিয়া একবার মাথায় হাত দিয়া দেখিতেছেন,…আর কাঁদিতেছেন” – ঠাকুরটি কে ?
A. প্রাবন্ধিকের স্বামী
B. বাড়ির গোমস্তা
C. বাড়ির রান্নার ঠাকুর
D. কুল পুরোহিত
সঠিক উত্তর – B

১৮) ‘ময়ূরবাহন’ নাটকের চরিত্র অভিনেতার স্তম্ভ অনুযায়ী নির্দেশ করো-
A.                                    B
a) ময়ূরবাহন                   i) হরবল্লভ
b) শঙ্কর                          ii) জলদ
c) প্রেতাত্মা                     iii) বেণি
d) বিক্রম                         iv) যদু
A. a) – ii,.   b) – iv.   c) – i.    d) – iii
B. a) – iv.   b) – ii.   c) – iii.   d) – i
C. a) – iii.   b) – ii.   c) – iv.   d) – i
D. a) – iv.   b) – i.    c) – ii     d) – iii
সঠিক উত্তর – A

১৯) ‘কল্লোল’ পত্রিকার কোন সংখ‍্যায় কবিতা প্রকাশিত হয় নি ?
A. কার্তিক, ১৩৩৪
B. পৌষ, ১৩৩২
C. বৈশাখ, ১৩৩৬
D. চৈত্র, ১৩৩১
সঠিক উত্তর – A

২০) A                                 B
i) প্রথম সন্তান জন্ম.            a) ১২৫৬ খ্রি:
ii) পড়তে শেখা                   b) ১২৮৩ খ্রি:
iii) শাশুড়ি হ‌ওয়া                c) ১২৩৪ খ্রি:
iv) প্রথম ব‌ই ছাপা              d) ১২৪১খ্রি:
A. i) – b.   ii) – a.  iii) – d     iv) – c
B. i) – d.   ii) – c   iii) – b.    iv) – a
C. i) – c    ii) – d   iii) – a.    iv) – b
D. i) – b.   ii) – d.  iii) – a.    iv) – c
সঠিক উত্তর – C

২১) “Sabuj patra was Rabindranath’s creation no less than pramatha chawdhury’s” – বক্তা কে ?
A. রথীন্দ্রনাথ রায়
B. প্রমথ চোধুরী
C. বুদ্ধদেব বসু
D. অরুণকুমার মুখোপাধ‍্যায়
সঠিক উত্তর – C

২২) “বড় ভাগ‍্যবতী তুমি যে এ মর্মন্তুদ দৃশ‍্য তোমায় দেখতে হচ্ছে না” – কে কাকে বলেছে ?
A. সুজা পিয়ারাকে
B. দারা নাদিরাকে
C. সাজাহান মমতাজকে
D. দারা জাহানারাকে
সঠিক উত্তর – C

২৩) রাসসুন্দরী দেবীর বাড়িতে এসেছিলেন সেকালের এক বিখ‍্যাত দেশনেতা, তাঁর নাম কী ?
A. জ‍্যোতির্ময় গাঙ্গুলী
B. গোপীবল্লভ সেন
C. রাধারমণ সরকার
D. আনন্দমোহন বসু
সঠিক উত্তর – D

২৪) “জমিতে বোসো না বাপ, শিকড় গজাবে। আকাশে ওড়ার সাধ, পাতালে সিঁধাবে” – বক্তা কে ?
A. নরহরি                       B. করালী
C. শিবদাস                     D. বনমালী
সঠিক উত্তর – C

২৫) “আমি এই স্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিলাম। তখন আমার শরীর মন এককালে আনন্দরসে পরিপূর্ণ হ‌ইল।” – এখানে কোন স্বপ্নের কথা বলা হয়েছে ?
A. স্বর্ণচাঁপা বৃষ্টি হ‌ওয়া
B. চৈতন‍্যভাগবত পড়া
C. সপ্তম পুত্রবধূর সন্তান হ‌ওয়া
D. লিখতে পারা
সঠিক উত্তর – B

২৬) বঙ্গদর্শনে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের উপন‍্যাসগুলির প্রথম প্রকাশ অনুযায়ী স্তম্ভ মেলাও
A.                                             B
i) ইন্দিরা                            a) বৈশাখ, ১২৮০
ii) বিষবৃক্ষ                         b) শ্রাবণ, ১২৮০
iii) যুগালুঙ্গরীয়                  c) চৈত্র, ১২৭৯
iv) চন্দ্রশেখর।                   d) বৈশাখ, ১২৭৯
A. i) – b.   ii) – d.   iii) – a   iv) – c
B. i) – c    ii) – d.   iii) – a   iv) – b
C. i) – b.   ii) – a.   iii) – d   iv) – c
D. i) – d.   ii) – c   iii) – b    iv) – a
সঠিক উত্তর – B

২৭) রাসসুন্দরী দেবীর শ্বশুরবাড়িতে কোন বিগ্রহ ছিল ?
A. দয়ামাধব                     B. মদনগোপাল
C. রাসবিহারী                   D. রাধামাধব
সঠিক উত্তর – B

২৮) ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে চিত্রকরের যে অংশ দিয়ে রক্ত পড়েছিল –
A. কবজি                      B. কপাল
C. কনুই                         D. কাঁধ
সঠিক উত্তর – C

২৯)
i) গীতটি প্রথম ভাগের ষোড়শ রচনায় অন্তর্গত।
ii) গীতটি রাগিনী জঙ্গলা, তাল একতালা।
গীতটি চিহ্নিত করো –
A. এসো মা সরস্বতী পুরুক অভিলাষ
B. দেখো যেন ডুবে না তরী, এই ভব সাগরে তুফান ভারি
C. মন তোরে বুঝাব কত, নিজে তুমি বলে হত
D. তুই শমন কি করিবি জারি
সঠিক উত্তর – D

৩০) “সাহিত‍্য দেশের অবস্থা এবং জাতীয় চরিত্রের প্রতিবিম্বমাত্র” – উদ্ধৃতাংশটি কোন প্রবন্ধ থেকে গৃহীত ?
A. মনুষ‍্যফল
B. বিদ‍্যাপতি ও জয়দেব
C. মলাট সমালোচনা
D. ব‌ইপড়া
সঠিক উত্তর – B

৩১) “দুর্ভিক্ষের পোকামাকড় যতসব” – ঊদ্ধৃতাংশটির বক্তা কে ?
A. ময়না                     B. বেণিমাধব
C. কালীধন                D. রাজীব
সঠিক উত্তর – D

৩২) মন্তব‍্য – প্রমথ চৌধুরীর মতে, বিদ‍্যালঙ্কারের গদ‍্য আমরা standard prose হিসাবে দেখি।
যুক্তি – তিনিই সর্বপ্রথম প্রাঞ্জল গদ‍্য রচনা করেন।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
সঠিক উত্তর – C

৩৩) ‘আমার জীবন’ পুস্তকখানি কেবল রাসসুন্দরীর কথা নহে, উহা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা” – মন্তব‍্যটি কার ?
A. জ‍্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
B. ক্ষেত্র গুপ্ত
C. দীনেশচন্দ্র সেন
D. বারিদবরণ ঘোষ
সঠিক উত্তর – C

৩৪) প্রাবন্ধিকের আত্মজীবনীর বিষয়ভেদে ভাগ দুটি হল –
A. বাল‍্য ও বয়স্ক জীবন
B. আত্মজীবন ও জীবনদর্শন
C. জীবনকথা ও ভগবৎবন্দনা
D. জীবন কথা ও ঈশ্বর ভাবনা
সঠিক উত্তর – C

৩৫) ‘নিয়মের রাজত্ব’ প্রবন্ধটির প্রকাশকাল কত ?
A. সাধনা, মাঘ ১২৯৯ বঙ্গাব্দ
B. ভারতী, ভাদ্র ১৩০০ বঙ্গাব্দ
C. সাধনা, ফাল্গুন ১৩০০ বঙ্গাব্দ
D. ভারতী, অগ্রহায়ন, ১৩০৬ বঙ্গাব্দ
সঠিক উত্তর – D

৩৬) শরদিন্দুরা বোটানিক‍্যাল গার্ডেন যেতে চায়নি কারণ –
A. গল্প লিখবে             B. বাসে ভিড় হয়
C. বাসন্তী মশারী কাচবে
D. বাসুদেব রবিবার বাড়ি আসবে
সঠিক উত্তর – B

৩৭) “এই কথাটি আমার নিকট ভারী কঠিন কর্ম্ম বোধ হ‌ইত” – কোন কথা ?
A. দাও                           B. চাই
C. না                              D. কেন
সঠিক উত্তর – A

৩৮) রাসসুন্দরী দেবীর বাড়ির দক্ষিণদিকের বাগানের প্রবীণ গাছটি কী ?
A. বাবলা গাছ
B. অশ্বত্থ গাছ
C. আম গাছ
D. তেঁতুল গাছ
সঠিক উত্তর – D

৩৯) অন্নদাশঙ্কর রায়ের ‘জীবনীশিল্পী রবীন্দ্রনাথ’ প্রবন্ধে রবীন্দ্রনাথের কোন উপন‍্যাসের উল্লেখ আছে ?
A. ঘরে বাইরে                  B. গোরা
C. যোগাযোগ                   D. চোখের বালি
সঠিক উত্তর – A

৪০) বিষয় অনুযায়ী ‘আমার জীবন’ প্রবন্ধের সঠিক ক্রমটি চিহ্নিত করো
A. সংসারের বিবরণ – আমার সন্তান ও সংসারের সুখ – আমার সংসারের কাজ – সংসার লহরী
B. সংসার লহরী – সংসারের বিবরণ – আমার সন্তান ও সংসারের সুখ – আমার সংসারের কাজ
C. আমার সংসারের কাজ – সংসারের বিবরণ – আমার সন্তান ও সংসারের সুখ – সংসার লহরী
D. আমার সন্তান ও সংসারের সুখ – সংসারের বিবরণ – সংসার লহরী – আমার সংসারের কাজ
সঠিক উত্তর – C

৪১) প্রসন্ন কমলাকান্তের থেকে যে খাবারের দাম চায়নি –
A. এক হাঁড়ি দ‌ই
B. এক হাঁড়ি ঘোল
C. এক বাটি দুধ
D. এক বাটি পায়েস
সঠিক উত্তর – B

৪২) “পথে শুনলাম আবু মোল্লার স্ত্রীর বিচার হচ্ছে। হুজুর, আমি তাই দেখতে চেয়েছি” – কে দেখতে এসেছে ?
A. আরজান আর্দালি
B. আরজান ব‍্যাপারী
C. মীরজান আর্দালি
D. মীরজান ব‍্যাপারী
সঠিক উত্তর – B

৪৩) ‘আমার জীবন’ প্রবন্ধ অনুযায়ী সঠিক তথ‍্য পূর্ণ বিকল্পটি চিহ্নিত করো।
i) প্রাবন্ধিকের ত্রিবেণীর ঘাটে স্নান করতে গিয়ে পা ভাঙে।
ii) প্রাবন্ধিক পা ভাঙার ফলে মারা যান।
iii) প্রাবন্ধিকের মৃত‍্যু হয় ১৮৯৯ সালে।
iv) প্রাবন্ধিক ‘আমার জীবন’ প্রবন্ধের তৃতীয় সংস্করণ দেখে যেতে পারেননি।
A. i, ii, iv                        B. iii, iv
C. i, iii, v.                          D. iv, v
সঠিক উত্তর – B

৪৪) তত্ত্ববোধিনী পত্রিকায় বেদ বেদান্ত অনুবাদের ভার ছিল কার হাতে ?
A. অক্ষয়কুমার দত্ত
B. সত‍্যেন্দ্রনাথ ঠাকুর
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. নবীনচন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়
সঠিক উত্তর – C

৪৫) ঠাকুরমার কথা হিসাবে প্রাবন্ধিকের যে নাতনি লিখেছেন, তিনি যার কন‍্যা –
A. দ্বারকানাথের কন‍্যা
B. চন্দ্রনাথের কন‍্যা
C. কিশোরীলালের কন‍্যা
D. প‍্যারীলালের কন‍্যা
সঠিক উত্তর – C

—–