যেতে যেতে – সুভাষ মুখোপাধ‍্যায়

প্রশ্নোত্তর আলোচনা


তারপর যে-তে যে-তে যে-তে
এক নদীর সঙ্গে দেখা।

পায়ে তার ঘুঙুর বাঁধা
পরনে
উড়ু-উড়ু ঢেউয়ের
নীল ঘাগরা।

সে নদীর দুদিকে দুটো মুখ।

এক মুখে সে আমাকে আসছি বলে
দাঁড় করিয়ে রেখে
অন‍্য মুখে
ছুটতে ছুটতে চলে গেল।

আর
যেতে যেতে বুঝিয়ে দিল
আমি অমনি করে আসি
অমনি করে যাই।

বুঝিয়ে দিল
আমি থেকেও নেই,
না থেকেও আছি।

আমার কাঁধের ওপর হাত রাখল
সময়।
তারপর কানের কাছে
ফিসফিস করে বলল –

দেখলে!
কান্ডটা দেখলে!
আমি কিন্তু কক্ষনো
তোমাকে ছেড়ে থাকি না।
তার কথা শুনে
হাতের মুঠোটা খুললাম।
কাল রাত্রের বাসি ফুলগুলো
সত‍্যিই শুকিয়ে কাঠ হয়ে আছে।…


গল্পটার কোনো মাথামুন্ডু নেই বলে
বুড়োধাড়িদের একেবারেই
ভালো লাগল না।
আর তাছাড়া
গল্পটা বানানো।

পাছে তারা উঠে যায়
তাই তাড়াতাড়ি
ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম:

তারপর যে-তে যে-তে যে-তে….

দেখি বনের মধ‍্যে
আলো জ্বালা প্রকান্ড এক শহর।
সেখানে খাঁ খাঁ করছে বাড়ি,
আর সিঁড়িগুলো সব
যেন স্বর্গে উঠে গেছে।

তার‌ই একটাতে
দেখি চুল এলো করে বসে আছে
এক পরমাসুন্দরী রাজকন‍্যা।….

লোকগুলোর চোখ চকচক করে উঠল।
তাদের চোখে চোখ রেখে
আমি বলতে লাগলাম-

‘তারপর সেই রাজকন‍্যা
আমার আঙুলে আঙুল জড়াল।
আমি তাকে আস্তে আস্তে বললাম :
তুমি আশা,
তুমি আমার জীবন।

শুনে সে বলল:
এতদিন তোমার জন‍্যেই
আমি হাঁ করে বসে আছি।’

বুড়োধাড়িরা আগ্রহে উঠে ব’সে
জিজ্ঞেস করল: ‘তারপর?’

ব‍্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে
তার জন‍্যে
ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে
মিলিয়ে যেতে যেতে আমি বললাম-

‘তারপর ? কী বলব-
    সেই রাক্ষুসিই আমাকে খেল।।

প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘যেতে যেতে’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে ?
★ যত দূরে যাই

২) ‘যত দূরে যাই’ কাব‍্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় ?
★ ১৯৬২ খ্রি:

৩) ‘যত দূরে যাই’ কাব‍্যগ্রন্থের প্রথম প্রকাশে মোট কয়টি কবিতা প্রকাশিত হয়েছিল ?
★ ২৮টি

৪) ‘যত দূরে যাই’ কাব‍্যগ্রন্থের কবিতাগুলির রচনাকাল কবে ?
★ ১৯৫৭ – ১৯৬০ খ্রি:

৫) ‘যত দূরে যাই’ কাব‍্যগ্রন্থের কততম কবিতা ‘যেতে যেতে’ ?
★ প্রথম কবিতা

৬) ‘যত দূরে যাই’ কাব‍্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় ?
★ কবিবন্ধু অশোক ঘোষ মহাশয়কে

৭) ‘যত দূরে যাই’ কাব‍্যগ্রন্থটির প্রচ্ছদ কে অঙ্কন করেছিলেন ?
★ পূর্ণেন্দু পত্রী

৮) ‘যত দূরে যাই’ কাব‍্যগ্রন্থের জন‍্য সুভাষ মুখোপাধ‍্যায় কোন পুরস্কার পেয়েছিলেন ?
★ সাহিত‍্য আকাদেমি, ১৯৬৪ খ্রি:

৯) ‘যেতে যেতে’ কবিতায় কটি পর্ব ?
★ ২টি

১০) ‘যেতে যেতে’ কবিতার শুরুতে কার সঙ্গে দেখা হবার প্রসঙ্গ আছে ?
★ নদীর

১১) ‘যেতে যেতে’ কবিতায় নদীর পায়ে কী ছিল ?
★ ঘুঙুর বাঁধা

১২) ‘যেতে যেতে’ কবিতায় নদীর পরনে কী ছিল ?
★ নীল ঘাগরা

১৩) ‘যেতে যেতে’ কবিতায় নদীর ক’টা মুখ ?
★ ২টো

১৪) ‘যেতে যেতে’ কবিতায় ‘যেতে যেতে’ কথাটি কতবার আছে ?
★ ২বার

১৫) ‘যেতে যেতে’ কবিতায় ‘যে-তে যে-তে যে-তে’ কথাটি কতবার আছে ?
★ ২বার

১৬) ‘যেতে যেতে’ কবিতায় “তারপর কানের কাছে ফিসফিস করে বলল-” কে বলল ?
★ নদী

১৭) “সত‍্যিই শুকিয়ে কাঠ হয়ে গেছে” – কী ?
★ বাসি ফুলগুলো

১৮) ‘যেতে যেতে’ কবিতায় গল্পটা বুড়োধাড়িদের ভালো লাগল না কেন ?
★ গল্পটার কোনো মাথামুন্ড নেই

১৯) ‘যেতে যেতে’ কবিতায় কবি বনের মধ‍্যে কী দেখতে পেলেন ?
★ আলো জ্বালা প্রকান্ড এক শহর

২০) “তুমি আশা, তুমি আমার জীবন” – ‘যেতে যেতে’ কবিতায় কবি কাকে একথা বলেছিলেন ?
★ রাজকন‍্যাকে

২১) ‘যেতে যেতে’ কবিতায় রাজকন‍্যাকে কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে ?
★ পরমাসুন্দরী

২২) “এতদিন তোমার জন‍্যেই আমি হাঁ করে বসে আছি” –  ‘যেতে যেতে’ কবিতায় একথা কে কাকে বলেছে ?
★ রাজকন‍্যা কবিকে

২৩) ‘যেতে যেতে’ কবিতায় কাদের চোখ চকচক করে উঠল ?
★ বুড়োধাড়ি লোকেদের

২৪) ‘যেতে যেতে’ কবিতায় কারা স্বর্গে উঠে গেছে ?
★ সিঁড়িগুলো

২৫) ‘যেতে যেতে’ কবিতায় ‘তারপর’ শব্দটা কতবার আছে ?
★ ৬ বার

২৬) ‘যেতে যেতে’ কবিতায় কবির যে নদীর সঙ্গে দেখা হয়েছিল তার বৈশিষ্ঠ‍্য কী ?
★ দুটো মুখ

২৭) ‘যেতে যেতে’ কবিতায় কোন রঙের উল্লেখ আছে ?
★ নীল

২৮) ‘যেতে যেতে’ কবিতায় চোখ কথাটি কতবার আছে ?
★ ৩ বার

২৯) ‘যেতে যেতে’ কবিতায় কয়টি দ্বিরুক্ত শব্দের উল্লেখ আছে ?
★ ৮ টি

৩০) ‘যেতে যেতে’ কবিতায় কবির কাদের সঙ্গে দেখা হয়েছিল ক্রমানুসারে লেখ
★ নদী – শহর – রাজকন‍্যা

৩১) ‘যেতে যেতে’ কবিতায় রাজকুমারী কীভাবে বসেছিল ?
★ চুল এলো করে

৩২) মুখ  – চুল – চোখ – পা – কান ‘যেতে যেতে’ কবিতা অনুযায়ী সঠিক ক্রমে লেখ।
★ পা – মুখ – কান – চুল – চোখ

৩৩) ‘যেতে যেতে’ কবিতায় উল্লেখিত শব্দসংখ‍্যা –
নদী – ২
গল্প – ২
রাজকন‍্যা – ২
বুড়োধাড়ি – ২

৩৪) ‘যেতে যেতে’ কবিতার প্রথম লাইনটি উল্লেখ করো
★ তারপর যে-তে যে-তে যে-তে

৩৫) ‘যেতে যেতে’ কবিতার শেষ লাইনটা উল্লেখ করো।
★ সেই রাক্ষুসিই আমাকে খেল