2nd batch
বাংলা মকটেস্ট – ০৩
তাং – ১৩/০২/২০২১

উত্তর পত্র

১) i) আমি মায়ের মেয়ে
ii) আমার প্রথম শোক.     iii) শ্বশুরবাটী
iv) বিবাহের কথা  v) বাড়িতে আগুন ধরা
vi) আমার সংসারের কাজ
‘আমার জীবন’ প্রবন্ধের উপরোক্ত বিষয়গুলোর মধ‍্যে প্রথম পর্বের তৃতীয় রচনার অন্তর্গত বিষয়গুলো চিহ্নিত করো।
A. iii, iv, vi
B. ii, iv
C. i, ii, v
D. iii, vi
★ সঠিক উত্তর – B

২) “ভারতীয় সংস্কৃতির স্বরূপ” প্রবন্ধ অনুযায়ী যবনবিদ্বেষী ভারতীয় সংস্কৃতিকে শুদ্ধ করার উপায় কোনটি নয় ?
A. গঙ্গা যমুনা সঙ্গম থেকে যমুনাকে মারতে হবে।
B. শাসনতন্ত্রে উর্দু পড়ানো বিধান করতে হবে।
C. মুসলমান থাকলে তাকে হিন্দি পড়তে হবে।
D. গোরু খাওয়া বন্ধ করতে হবে।
★ সঠিক উত্তর – B

৩) “ইংরাজি পড়লে কি লোক এত বেহায়া হয় গা” – বক্তা কে ?
A. হরকামিনী
B. প্রসন্নময়ী
C. নৃত‍্যকালী
D. কমলা
★ সঠিক উত্তর – C

৪) ‘আমার জীবন’ প্রবন্ধে লেখিকার সর্বাপেক্ষা বেশি ক্ষতি কত বছর বয়সে হয়েছিল ?
A. ২১ বছর                      B. ২২ বছর
C. ২৩ বছর                      D. ২৪ বছর
★ সঠিক উত্তর C

৫) ‘বঙ্গীয় যুবক ও তিনকবি’ প্রবন্ধ অনুযায়ী বঙ্গদেশে ইংরাজি বিদ‍্যার চর্চা আরম্ভ হয়েছিল –
A. ১৮৩০ সালে
B. ১৮৩৫ সালে
C. ১৮৩৮ সালে
D. ১৮৪০ সালে
★ সঠিক উত্তর C

৬) ‘টিনের তলোয়ার’ নাটকে বেঙ্গল অপেরার ঘরটি কোথায় ?
A. বেলগাছিয়া
B. শোভাবাজার
C. চিৎপুর
D. শ‍্যামবাজার
★ সঠিক উত্তর C

৭) মন্তব‍্য – শিল্পের অধিকার নিজেকে অর্জন করতে হয়।
যুক্তি – শিল্প হল নিয়তিকৃত নিয়মরহিতা।
A. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

৮) রাসসুন্দরী দেবীর সন্তানের বয়স অনুযায়ী মৃত‍্যুর সঠিক ক্রমটি চিহ্নিত করো।
A. মুকুন্দলাল – পুলিনবিহারী – চন্দ্রনাথ – রাধানাথ
B. পুলিনবিহারী – চন্দ্রনাথ – মুকুন্দলাল – রাধানাথ
C. রাধানাথ – চন্দ্রনাথ – মুকুন্দলাল – পুলিনবিহারী
D. পুলিনবিহারী – রাধানাথ – চন্দ্রনাথ – মুকুন্দলাল
★ সঠিক উত্তর B

৯) ‘রবীন্দ্রনাথ ও উত্তরসাধক’ প্রবন্ধে প্রাবন্ধিক বিশ শতকের বাংলা কাব‍্য বলে যেটা বোঝেননি –
A. দাশরথি রায়ের নেহাৎ চাতুরি
B. রামপ্রসাদের কড়া পাকের ভক্তি
C. ভারতচন্দ্রের মুখচাপা রসিকতা
D. ঈশ্বরগুপ্তের ফিটফাট সাংবাদিকতা
★ সঠিক উত্তর – C

১০) ‘সাজাহান’ নাটকের পাঁচটি অঙ্কের সঠিক দৃশ‍্যসজ্জাটি উল্লেখ করো
A. ৭+৫+৭+৬+৫
B. ৫+৭+৭+৬+৬
C. ৭+৬+৭+৫+৬
D. ৭+৫+৬+৭+৬
★ সঠিক উত্তর – D

১১) আবু সয়ীদ আইয়ুব “অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা” প্রবন্ধে বাংলা কাব‍্যের ইতিহাসে কার আবির্ভাবকে যুগান্তর বলেছেন ?
A. ভারতচন্দ্র
B. মাইকেল
C. রবীন্দ্রনাথ
D. এলিয়ট
★ সঠিক উত্তর – C

১২) “মা ! আমরা যে পত্র লিখিয়া থাকি তার উত্তর পাই না কেন?” – কে প্রশ্ন করেছিল লেখিকাকে ?
A. ৭ম পুত্র                  B. ৫ম পুত্র   
C. ৩য় পুত্র                  D. ৬ঠ পুত্র
★ সঠিক উত্তর – A

১৩) ভুল বিবৃতিটি চিহ্নিত করো –
i) রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কীর্তি তাঁর জীবন।
ii) মহাযুদ্ধের মহাপ্রলয়ের পর সৃষ্টির মতো সৃষ্টি হল বিশ্বভারতী।
iii) রবীন্দ্রনাথের গৃহস্থাশ্রমের দৃশ‍্য দেখা যায় ছিন্নপত্রে।
iv) ‘পারিবারিক নারীসমস‍্যা’ প্রবন্ধটি প্রথম প্রকাশ পেয়েছিল ‘ভারতী’ পত্রিকায়।
v) ‘পারিবারিক নারীসমস‍্যা’ প্রবন্ধটি প্রাবন্ধিক ১৮ বছর বয়সে লিখেছিলেন।
সংকেত –
A. i), iii)
B. i), iv), v)
C. iii), v)
D. i), v)
★ সঠিক উত্তর – C

১৪) মন্তব‍্য – কিছু জাগতিক ঘটনাকে আমরা ভয় করি।
যুক্তি – ওই ঘটনাগুলি জীবনের অনুকূল হয়নি।
A. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ  যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ     যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

১৫) “The Organs which guide an animal are under man’s guidance and control” – উদ্ধৃতিটি কোন প্রবন্ধে উল্লেখ আছে ?
A. শিল্পে অধিকার
B. শিল্পে অনধিকার
C. দৃষ্টি ও সৃষ্টি
D. সৌন্দর্যের সন্ধান
★ সঠিক উত্তর – C

১৬) রাসসুন্দরী দেবীর নাকের বেশরটি দেখতে কেমন ছিল ?
A. গোলাকার
B. বেল ফুলের মতো
C. অর্ধচন্দ্রাকার
D. বেল পাতার মতো
★ সঠিক উত্তর – C

১৭) ‘প্রথম পার্থ’ নাটকে কোথায় হাহাকার ও দুর্ভিক্ষ দেখা গিয়েছিল যথাক্রমে উল্লেখ করো –
A. মৎস‍্যদেশে ও মদ্রদেশে
B. মদ্রদেশে ও মৎস‍্যদেশে
C. সিন্ধুরাজ‍্যে ও চেদিরাজ‍্যে
D. চেদিরাজ‍্যে ও সিন্ধুরাজ‍্যে
★ সঠিক উত্তর – B

১৮) বুদ্ধদেব বসু পুরানো পল্টনে কত বছর কাটিয়েছিলেন ?
A. ৫ বছর                 B. ৬ বছর
C. ৭ বছর                 D. ৩ বছর
★ সঠিক উত্তর – B

১৯) “এত দিবস আমি জানিতাম” – এতদিবস লেখিকা কী জানতেন ?
A. লেখিকার মা’র বিবাহ হয়নি
B. লেখিকার বাবা নাই
C. বিধবারা অবিবাহিত
D. লেখিকা মায়ের কন‍্যা
★ সঠিক উত্তর – D

২০) “এই দুটি ঘটনা থেকে ঠাকুর পরিবারের আবহাওয়া অনুমান করা যায়” – ঘটনা দুটি হল –
i) প্রিন্স দ্বারকানাথের বিলাতযাত্রা
ii) রবীন্দ্রনাথের যৌবনারম্ভে উপনিষদের পৃষ্ঠা পাওয়া
iii) রবীন্দ্রনাথের স্কুল পরিত‍্যাগ
iv) যৌবনারম্ভে রবীন্দ্রনাথের বিলাতযাত্রা
v) রবীন্দ্রনাথের মৃত‍্যুর আগে জিওলজির গ্রন্থ পড়তে চাওয়া
সংকেত –
A. ii, iii.                       B. iii, iv,   
C. i, iii.                        D. ii, v
★ সঠিক উত্তর – D

২১) “বিকৃতিটাকে অস্বীকার করলেই কি তার অস্তিত্ব চলে যাবে” – সংলাপটির বক্তা কে ?
A. শরদিন্দু
B. বাসন্তী
C. বিজয়
D. কণা
E. সীতানাথ
★ সঠিক উত্তর – C

২২) মন্তব‍্য – ইউরোপের ঋষিদের মতে শিল্পী সকলসময় বিশুদ্ধ।
যুক্তি – শিল্পী নিচ জাত হলেও সে শিল্পের পাণিগ্রহণ করেছে।
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

২৩)”সেই ঠাকুরটি তখন আমার একপাশে বসিয়া একবার মাথায় হাত দিয়া দেখিতেছেন,…আর কাঁদিতেছেন” – ঠাকুরটি কে ?
A. প্রাবন্ধিকের স্বামী
B. বাড়ির গোমস্তা
C. বাড়ির রান্নার ঠাকুর
D. কুল পুরোহিত
★ সঠিক উত্তর – B

২৪) ক স্তম্ভ                     খ স্তম্ভ
a) আম                    i) সিভিল সার্ভিস
b) কাঁঠাল               ii) ব্রাহ্মণ
c) ধুতুরা                  iii) হাকিম
d) শিমূল
e) তেঁতুল
f) কুমড়ো
সংকেত –
A.  i) – a,  ii) – c. iii) – f
B.  i) – b   ii) – d  iii) – f
C.  i) – b   ii) – e. iii) – a
D.  i) – c   ii) – d  iii) – e
★ সঠিক উত্তর – A

২৫) A                                  B
i) প্রথম সন্তান জন্ম.            a) ১২৫৬ খ্রি:
ii) পড়তে শেখা                   b) ১২৮৩ খ্রি:
iii) শাশুড়ি হ‌ওয়া                c) ১২৩৪ খ্রি:
iv) প্রথম ব‌ই ছাপা              d) ১২৪১খ্রি:
A. i) – b.   ii) – a.  iii) – d     iv) – c
B. i) – d.   ii) – c   iii) – b.    iv) – a
C. i) – c    ii) – d   iii) – a.    iv) – b
D. i) – b.   ii) – d.  iii) – a.    iv) – c
★ সঠিক উত্তর – C

২৬) “তিরিশ‌ও যত দূরে, চল্লিশ‌ও তত দূরে” – এই অবস্থাকে প্রাবন্ধিক বলেছেন –
A. যৌবনের বিলাপ
B. যৌবনের অভিজ্ঞান
C. প্রৌঢ়ত্বের অভিজ্ঞান
D. প্রৌঢ়ত্বের শৈশব
★ সঠিক উত্তর – D

২৭) ‘এই সাক্ষী আমার সেই কাপুরুষতার’ – কে কার কাপুরুষতার সাক্ষী?
A. ন‍্যাড়া সাক্ষী, চাঁদের কাপুরুষতার
B. কুরুক্ষেত্র সাক্ষী, কৃষ্ণের কাপুরুষতার
C. জনা সাক্ষী, নীলধ্বজের কাপুরুষতার
D. পার্বতী সাক্ষী, সীতানাথের কাপুরুষতার
★ সঠিক উত্তর – A

২৮) আইয়ুবের ‘সুন্দর ও বাস্তব’ প্রবন্ধ অনুযায়ী, সৌন্দর্যতত্ত্বে বেদমন্ত্রের মধ‍্যে ধ্বনিত হয় –
A. সুন্দরে অভিব‍্যক্ত হয় রূপদ্রষ্টার অন্তরাত্মা
B. সৌন্দর্যানুভূতির সুবিদিত লক্ষণ তন্ময়তা
C. ইন্দ্রিয়গমের মধ‍্যে ইন্দ্রিয়াতীতের আবির্ভাব
D. আত্মা ও অনাত্মার সেতুবন্ধন
E. প্রপঞ্চ পরম সত্তার অভিব‍্যক্তি
★ সঠিক উত্তর – C

২৯) i) গীতটি প্রথম ভাগের ষোড়শ রচনায় অন্তর্গত।
ii) গীতটি রাগিনী জঙ্গলা, তাল একতালা।
গীতটি চিহ্নিত করো –
A. এসো মা সরস্বতী পুরুক অভিলাষ
B. দেখো যেন ডুবে না তরী, এই ভব সাগরে তুফান ভারি
C. মন তোরে বুঝাব কত, নিজে তুমি বলে হত
D. তুই শমন কি করিবি জারি
★ সঠিক উত্তর – D

৩০) “লোকে তাঁর স্বনামকেই বেনাম বলে ভুল করেছে” – কার সম্পর্কে বলা হয়েছে ?
A. নজরুল ইসলাম     B. গোকুল নাগ
C. বিষ্ণু দে                  D. প্রেমেন্দ্র মিত্র
★ সঠিক উত্তর – C

৩১) ‘জনা’ নাটকে প্রথম সংলাপ কার ?
A. জনা  B. নীলধ্বজ  C. প্রবীর  D. অগ্নিদেব
★ সঠিক উত্তর – B

৩২) “আমি এই স্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিলাম। তখন আমার শরীর মন এককালে আনন্দরসে পরিপূর্ণ হ‌ইল।” – এখানে কোন স্বপ্নের কথা বলা হয়েছে ?
A. স্বর্ণচাঁপা বৃষ্টি হ‌ওয়া
B. চৈতন‍্যভাগবত পড়া
C. সপ্তম পুত্রবধূর সন্তান হ‌ওয়া
D. লিখতে পারা
★ সঠিক উত্তর – B

৩৩) A
a) শেলি
b) ক্রোচে
c) সুধীন দত্ত
d) সমর সেন

B
i) কবিতায় পলায়নীবৃত্তি প্রকাশ পায়।
ii) আর্টের মূল‍্য নৈতিকতায় মতবাদের সমার্থক।
iii) চিত্র ও কাব‍্য একটি বিশুদ্ধ কল্পনা।
iv) অনুকারকদের দলের স্কুল আছে।
সংকেত :
A. a) – ii,.  b) – iii.   c) – i   d) – iv
B. a) – iii,.  b) – iv.   c) – i   d) – ii
C. a) – ii,.  b) – iii.   c) – iv   d) – i
D. a) – iv,.  b) – iii.   c) – ii   d) – i
★ সঠিক উত্তর – A

৩৪) মন্তব‍্য – রাণীর আমন্ত্রণে আসা শিল্পীদের ফুলবাগানের ছবি মিথ‍্যে।
যুক্তি – ওরা পুরস্কারের লোভে আঁকছে।
সংকেত –
A. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B.  মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C.  মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D.  মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

৩৫) ‘এষা’ নামটি যে দুটি নামের ছাপার ভুল বলে মনে করেছিলেন প্রাবন্ধিক –
A. এশিয়া ও অন্বেষা
B. এশিয়া ও আয়েষা
C. এষণা ও আয়েষা
D. এষণা ও অন্বেষা
★ সঠিক উত্তর – B

৩৬) ‘আমার জীবন’ পুস্তকখানি কেবল রাসসুন্দরীর কথা নহে, উহা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা” – মন্তব‍্যটি কার ?
A. জ‍্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
B. ক্ষেত্র গুপ্ত
C. দীনেশচন্দ্র সেন
D. বারিদবরণ ঘোষ
★ সঠিক উত্তর – C

৩৭) রচনা
a) মুক্তি – রবীন্দ্রনাথ ঠাকুর
b) শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
c) ভাইফোঁটা – রবীন্দ্রনাথ ঠাকুর
d) ব‍্যাধি ও প্রতিকার – রবীন্দ্রনাথ ঠাকুর

পত্রিকা
i) প্রবাসী পত্রিকা
ii) নবপর্যায় বঙ্গদর্শন
iii) কল্লোল পত্রিকা
iv) সবুজ পত্র পত্রিকা
সংকেত :
A. a) – ii  b) – i. c) – iv  d) – iii
B. a) – ii  b) – iv c) – i  d) – iii
C. a) – iii  b) – iv c) – ii d) – i
D. a) – iii  b) – i. c) – iv  d) – ii
★ সঠিক উত্তর – D

৩৮) আইয়ুবের মতে, প্রতীকিবাদের সঙ্গে তুলনা করা যায় –
A. সাম‍্যবাদ
B. ক্লাসিসিজম
C. রোমান্টিসিজম
D. স্ট্রাকচারিলিজম
★ সঠিক উত্তর – C

৩৯) “এই কথাটি আমার নিকট ভারী কঠিন কর্ম্ম বোধ হ‌ইত” – কোন কথা ?
A. দাও                           B. চাই
C. না                              D. কেন
★ সঠিক উত্তর – A

৪০) ‘নবান্ন’ নাটকে প্রধান সমাদ্দারের বাড়ির সভার দিন মারা গিয়েছিল –
A. রহিমের বাবা
B. ভজনের বাবা
C. নারানের বাবা
D. গোলামের বাবা
★ সঠিক উত্তর – C

৪১) ‘জীবনানন্দ দাশ স্মরণে’ প্রবন্ধ থেকে কোন বিবৃতিটি সঠিক ?
A. হাতের লেখা থেকে ছাপার অক্ষরে রূপান্তরিত হয়েছিল কালিকলম পত্রিকা।
B. ‘মৃত‍্যুর আগে’ কবিতাটি প্রকাশিত হয়েছিল ‘ধূপছায়া’ পত্রিকায়।
C. ‘নির্জন স্বাক্ষর’ কবিতার পূর্বনাম ছিল ‘আঁধার’।
D. পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আগাগোড়া রোম‍্যান্টিক – জীবনানন্দ দাশ।
★ সঠিক উত্তর – D

৪২) রাসসুন্দরী দেবীর বাড়ির দক্ষিণদিকের বাগানের প্রবীণ গাছটি কী ?
A. বাবলা গাছ
B. অশ্বত্থ গাছ
C. আম গাছ
D. তেঁতুল গাছ
★ সঠিক উত্তর – D

৪৩) রামমোহন রায়ের প্রবন্ধ অন্নদাশঙ্কর রায়ের কাছে অদ্ভূত কারণ –
A. রামমোহন রায় অনুবাদের কৃত্রিম ভাষা থেকে বাংলা ভাষাকে গ্রহণ করেছে।
B. রামমোহন রায়ের বিচার পদ্ধতি ও তর্কের রীতি সম্পূর্ণরূপে সংস্কৃতশাস্ত্র ভাষ‍্যকারদের অনুরূপ।
C. রামমোহন রায় গদ‍্য রচনায় মৌখিক ভাষাকে সম্পূর্ণ রূপে বর্জন করেছেন।
D. রামমোহন রায়ের গদ‍্যে শব্দের অন্বয়গুণ অনুপস্থিত।
★ সঠিক উত্তর – B

৪৪) নিম্নলিখিত তথ‍্যগুলি কোন প্রবন্ধকে নির্দেশ করছে ?
i) প্রবন্ধটি সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
ii) প্রবন্ধটির পর্ব সংখ‍্যা – ৮
iii) প্রবন্ধটি শ্রাবণ,১৩২৫ সংখ‍্যায় প্রকাশিত
হয়েছিল।
iv) প্রবন্ধটির মূল প্রবন্ধ ‘আমাদের শিক্ষা’ র অন্তর্গত।
A. কাব‍্যে অশ্লীলতা
B. ভারতচন্দ্র
C. মলাট সমালোচনা
D. ব‌ইপড়া
★ সঠিক উত্তর – D

৪৫) বিষয় অনুযায়ী ‘আমার জীবন’ প্রবন্ধের সঠিক ক্রমটি চিহ্নিত করো
A. সংসারের বিবরণ – আমার সন্তান ও সংসারের সুখ – আমার সংসারের কাজ – সংসার লহরী
B. সংসার লহরী – সংসারের বিবরণ – আমার সন্তান ও সংসারের সুখ – আমার সংসারের কাজ
C. আমার সংসারের কাজ – সংসারের বিবরণ – আমার সন্তান ও সংসারের সুখ – সংসার লহরী
D. আমার সন্তান ও সংসারের সুখ – সংসারের বিবরণ – সংসার লহরী – আমার সংসারের কাজ
★ সঠিক উত্তর – C

৪৬) রামমোহন রায়ের প্রবন্ধ অনুসারে সঠিক বিবৃতিটি নির্দেশ করো।
প্রাচীন ঋষিদের বচন অনুসারে যে স্ত্রী ভর্ত্তার সঙ্গে পরলোকগমন করে –
A. মাতৃকূল ও পিতৃকূল – দুই কূল পবিত্র করে
B. স্বামীর সঙ্গে সাড়ে তিনকোটি বছর স্বর্গবাস করে।
C. বিশ্বামিত্র পত্নী অরুন্ধতীর সমান হবে।
D. স্বামী ব্রহ্মহত‍্যা, মিত্রহত‍্যা কিংবা অকৃতজ্ঞ হলে সেই পাপ থেকে স্ত্রী মুক্ত করবেন।
★ সঠিক উত্তর – D

৪৭) ‘জমীদার দর্পণ’ নাটকের উপসংহার অংশের সঙ্গীত দুটির রাগ ও তাল চিহ্নিত করো –
A. রাগ – জঙ্গলা,  তাল – আড়খেমটা
B. রাগ – ললিত  তাল – আড়ঠেকা
C. রাগ – জঙ্গলা,  তাল – আড়ঠেকা
D. রাগ – ললিত,  তাল – আড়খেমটা
★ সঠিক উত্তর – B

৪৮) “কাব‍্যে অশ্লীলতা – আলঙ্কারিকদের মত” – প্রবন্ধে প্রাবন্ধিক যে আলঙ্কারিকের নাম উল্লেখ করেননি –
A. বামন                           B. দন্ডী
C. কুন্তক                          D. রাজশেখর
★ সঠিক উত্তর – C

৪৯) ‘আমার জীবন’ প্রবন্ধ অনুযায়ী সঠিক তথ‍্য পূর্ণ বিকল্পটি চিহ্নিত করো।
i) প্রাবন্ধিকের ত্রিবেণীর ঘাটে স্নান করতে গিয়ে পা ভাঙে।
ii) প্রাবন্ধিক পা ভাঙার ফলে মারা যান।
iii) প্রাবন্ধিকের মৃত‍্যু হয় ১৮৯৯ সালে।
iv) প্রাবন্ধিক ‘আমার জীবন’ প্রবন্ধের তৃতীয় সংস্করণ দেখে যেতে পারেননি।
A. i, ii, iv                        B. iii, iv
C. i, iii, v.                          D. iv, v
★ সঠিক উত্তর – D

৫০) নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করো –
i) ‘নীলিমা’ কবিতার বাংলা অনুবাদক – বুদ্ধদেব বসু।
ii) ‘নীলিমা’র মূল কবিতাটির রচয়িতা – মালার্মে।
iii) ‘নীলিমা’ কবিতার প্রসঙ্গ আছে ‘সুন্দর ও বাস্তব’ প্রবন্ধে।
iv) বুদ্ধদেব বসু বোদলেয়ারের কবিতা বাংলা ভাষার অনুবাদ করেছেন।
A. iv
B. i, ii, iii
C. i, ii
D. ii, iv
★ সঠিক উত্তর – D

—–