কাল মধুমাস – সুভাষ মুখোপাধ্যায়
প্রশ্নোত্তর আলোচনা
১) ‘কাল মধুমাস’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
★ কাল মধুমাস
২) ‘কাল মধুমাস’ কবিতাটি কাব্যগ্রন্থের কততম কবিতা ?
★ শেষ কবিতা
৩) ‘কাল মধুমাস’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?
★ ১৯৬৬ সালে
৪) ‘কাল মধুমাস’ কাব্যগ্রন্থটি কতগুলি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল ?
★ ৩৮টি
৫) ‘কাল মধুমাস’ কাব্যগ্রন্থটি সুভাষ মুখোপাধ্যায় কাকে উৎসর্গ করেছেন ?
★ রামকৃষ্ণ মৈত্র
৬) ‘কাল মধুমাস’ কবিতাটির পর্বসংখ্যা কয়টি ?
★ ৬
৭) ‘কাল মধুমাস’ কবিতাটির প্রথম লাইন কী ?
★ বার বার ফিরে আসা নয়
৮) ‘কাল মধুমাস’ কবিতাটির শেষ লাইন কী ?
★ সারাদিন যা গেছে, একটু গড়িয়ে নিই।
৯) ‘কাল মধুমাস’ কবিতায় কোন কানে না শোনার কথা বলেছেন ?
★ ডান কানে
১০) ‘কাল মধুমাস’ কবিতায় কোন পর্বে দ্রোণাচার্যের প্রসঙ্গ আছে ?
★ ২য় পর্বে
১১) ‘কাল মধুমাস’ কবিতায় কবি সময়কে কীসের সঙ্গে তুলনা করেছেন ?
★ ব্যাকরণের অব্যয়
১২) ‘কাল মধুমাস’ কবিতা অনুযায়ী যাবার সময় কবি কী করবেন ?
★ দু হাতে লাল নীল রুমাল ওড়াবেন
১৩) “গায়ে এসে বিঁধবে যেন বর্ষার ফলক” – কী বেঁধার কথা বলা হয়েছে ?
★ বৃষ্টির ফোঁটা
১৪) “আমাদের গলি দিয়ে যাওয়া এক বিকলাঙ্গ ভিখারির মতো” – ‘কাল মধুমাস’ কবিতায় কার সঙ্গে বিকলাঙ্গ ভিখিরির তুলনা করা হয়েছে ?
★ ট্রামের
১৫) রাত্রিকালীন ট্রেনযাত্রার প্রসঙ্গ ‘কাল মধুমাস’ কবিতায় কোন পর্বে আছে ?
★ তৃতীয় পর্বে
১৬) “…সব পিপুফিশু” – কারা ?
★ দাদা, দিদি, কাকা, বাবা
১৭) রাত্রে চলন্ত ট্রেনের মধ্যে কে একা জেগে বসে আছে ?
★ একা শিশু
১৮) শেষ রাতে মা কী দেখাবেন বলে সবাইকে ডেকে তুলে দিলেন ?
★ পদ্মা নদী
১৯) ‘কাল মধুমাস’ কবিতায় পদ্মা নদীকে উদ্দেশ্য করে পয়সা ছুঁড়তে গিয়ে কী বলেছিল ?
★ জয় মা কালী
২০) শিশুটি স্বপ্নের মধ্যে ছাদে টবে কী গাছ দেখেছিল ?
★ ফণিমনসা
২১) ‘কাল মধুমাস’ কবিতায় শিশুর মার ট্রাঙ্ক থেকে কী খুলল ?
★ দুটো তুবড়ি আর দুটো লাল নীল দেশলাই
২২) ‘কাল মধুমাস’ কবিতার চতুর্থ পর্বের শুরুতে ব্রিজের ওপর দিয়ে কোন গাড়ি যাবার প্রসঙ্গ আছে ?
★ টমটম
২৩) “অজ মফস্বলে এক নগণ্য শহর” – শহরের নাম কী ?
★ নওগাঁ
২৪) নওগাঁ শহরের রাস্তায় কোন গাছের ছায়া থাকত ?
★ রেনট্রি গাছের ছায়া
২৫) নওগাঁয় কবির বাড়ির উঠোনে কটা হাঁস ছিল ?
★ ৩ টে
২৬) নওগাঁয় কবির বাড়ির উঠোনে কোন গাছের মাচা ছিল ?
★ উচ্ছে গাছের
২৭) নওগাঁয় কবির বাড়ির উঠোনের ফুলগুলিকে ক্রমানুসারে সাজাও : দোপাটি, করবী, কাঠগোলাপ, টগর, হাস্নাহানা
★ কাঠগোলাপ – হাস্নাহানা – দোপাটি – টগর – করবী
২৮) শীতকালে কোথায় সার্কাস বসত ?
★ ইস্কুলের মাঠে
২৯) সার্কাসের তাঁবু পড়লে কার সমস্যা হত ?
★ হারাধনবাবুর
৩০) হারাধন বাবু কত ফুট উঁচু ঢিবি থেকে তারা দেখতেন ?
★ তিনফুট
৩১) ঘোড়ার গাড়িটা কী ওড়াতে ওড়াতে যেত ?
★ সুখের পায়রা
৩২) “তিনি এলে ঘরে বসত মা-মাসিমাদের আসর” – এখানে তিনি কে ?
★ পাশের বাড়ির বন্ধুর পিসিমা
৩৩) পাশের বাড়ির বন্ধুর পিসিমাকে কীসে ভর করত ?
★ মা কালী
৩৪) “নামের মানেটা কী রে ?” – কোন নামের মানে জানতে চেয়েছেন ?
★ আয়মন
৩৫) কখন সং বসত ?
★ চঢড়কের আগে
৩৬) “তাদের পা টিপতে গিয়ে আমাদের নিকলে যেত দম” – তাদের বলতে কাদের কথা বলা হয়েছে ?
★ নামী দামী প্লেয়ারদের
৩৭) কী দেখে জীবনে প্রথম কবি স্তম্ভিত হয়েছিলেন ?
★ কাঁচের কাগজচাপা
৩৮) কাঁচের কাগজচাপা দেখে কবি স্তম্ভিত হয়েছিলেন কেন ?
★ কাগজচাপার মধ্যে সম্পূর্ণ একটা গাছ ছিল তাই
৩৯) জমিদার কোথা থেকে এসেছিল ?
★ বন্যার্ত অঞ্চল থেকে
৪০) জমিদার কীসে চড়ে এসেছিল ?
★ হাতি চড়ে
৪১) জমিদার গিন্নী কখন মারা গেলেন ?
★ বন্যা উঠে যাবার মুখে
৪২) কারা পাট্টা নিতে আসত ?
★ খেতালচাষীরা
৪৩) কবির বাবা পেশায় কী ছিল?
★ দারোগা
৪৪) কবির বাবা আবগারি দারোগা হয়েও তার এত নামডাক কেন ?
★ ঘুষ নিত না বলে
৪৫) জল দিয়ে লজেঞ্চুষ নেওয়া এক প্রকার ঘুষ কবিকে কে বলেছিল ?
★ দাদা
৪৬) কবির দাদা কোথায় সমুদ্রের ধারে নুন তৈরি করতে গিয়েছিল ?
★ কাঁথিতে
৪৭) ‘সে এল স্ট্রেচারে’ – সে কে ?
★ কবির দাদা
৪৮) সে কেন স্ট্রেচারে এল ?
★ পুলিশের বুটের কাঁটায় তার পিঠ ঝাঁঝরা হয়েছিল
৪৯) “মাঝে মাঝে হাঁক উঠছে” – কী ?
★ জোরসে বলো, ভাই বন্দে মাতরম
৫০) দধীচির প্রসঙ্গ এসেছে কাল মধুমাস কবিতার কততম পর্বে ?
★ চতুর্থ পর্বে
৫১) মহাকুমা হাকিমের কুঠিতে এক সন্ধ্যেবেলায় ভিড় হয়েছিল কেন ?
★ কারণ, রেডিও শোনাবে এস ডি ও-র জামাই
৫২) মহাকুমা হাকিমের বাড়িতে যারা এসেছিল তাদের ক্রমানুসারে উল্লেখ করো।
★ মাস্টার, মুনসেফ, ব্যাঙ্ক ম্যানেজার, উকিল, মোক্তার, সিভিল সার্জেন, সোডাকলের মালিক, থানার দারোগা, সাব রেজিস্ট্রার, পশুর ডাক্তার
৫৩) “শেষকালে শব্দ এল অবিকল” – কীসের শব্দ ?
★ একগাদা কুকুর বেড়ালের
৫৪) “এই নিয়ে ছিল বাবার টেবিল” – কী কী নিয়ে ?
★ মার্জিন টানা বালির কাগজ, গঁদের আঠার শিশি, চাবি আর তালা, লাল-হলদে সুতোর বান্ডিল, শিলমোহর, গালা, পেন্সিল কাটার একটা ছুরি
৫৫) পেন্সিল কাটার ছুরি হাতে কে উঠোনে দাঁড়িয়ে ছিল ?
★ মেজ খুড়ি
৫৬) কাল মধুমাস কবিতায় চালের মন কত উঠেছে ?
★ আট টাকা
৫৭) মা কবিকে কী বলে ডাকতেন ?
★ বাঁদর
৫৮) ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ চমকালে মা হেঁকে কী বলতেন ?
★ জয়মণি! স্থির হও।
৫৯) কবি ঝড় – জলে মেঘের দিকে তাকালে তার মাকে মনে পড়ে কেন ?
★ কবির মা ছিলেন মেঘবর্ণ
৬০) কাল মধুমাস কবিতা অনুযায়ী কবির জন্মবার কী ?
★ বুধবার
৬১) কবি তার জন্ম বুধবার ভোলেননি কেন ?
★ বুধবার নখ কাটা বারণ
৬২) কবির দিদির কথা অনুযায়ী কবির রাশি কী ?
★ মীন
৬৩) কবির জন্ম কোন তিথিতে হয়েছিল ?
★ মাঘের সংক্রান্তি তিথি
৬৪) “আমার মনের মধ্যে জন্মগত ছবি একটা আছে” – ছবিটা কোনদিনের ?
★ শীতের শেষদিনের
৬৫) “কাল মধুমাস” কবিতায় কাল মধুমাস কথাটি কতবার আছে ?
★ ১ বার
৬৬) কাল মধুমাস কবিতার কোন পর্বে কাল মধুমাস কথাটি আছে ?
★ ৬ পর্বে
৬৭) কাল মধুমাস বলতে কবি কোন মাসকে বুঝিয়েছেন ?
★ ফাল্গুন মাস
৬৮) কাল মধুমাস কবিতায় কোন পশুর প্রসঙ্গ দুবার আছে ?
★ হাতি
৬৯) কাল মধুমাস কবিতায় নীল কথাটি কতবার আছে ?
★ ৫ বার
৭০) কবিতায় কবি গণককে নিজের জন্মসংক্রান্ত তথ্য দিতে গিয়ে কী কী তথ্য দিয়েছেন ?
★ প্রথম বিশ্বযুদ্ধের পরে – বুধবার – মীন রাশি – মাঘের সংক্রান্তি তিথি