2nd batch
বাংলা মকটেস্ট – ০৪
★ উত্তর পত্র ★
১) নিম্নলিখিত সূত্রানুসারে কোন কবিতার কথা বলা হয়েছে ?
i) ত্রিলোকেশ্বর মন্দিরের প্রসঙ্গ আছে।
ii) লোককথা অনুযায়ী, ত্রিলোকেশ্বর মন্দিরের ভিত নির্মাণ করেছিল বিশ্বকর্মা।
iii) ত্রিলোকেশ্বর মন্দির গড়েছে – কিরাতরা।
iv) মন্দিরে উৎসব হয় কার্তিক পূর্ণিমায়।
v) মন্দিরের জন্য পাথর বয়ে এনেছিল হনুমান।
A. উৎসব, চিত্রা B. প্রথম পূজা, পুনশ্চ
C. মুক্তি, নবজাতক D. অন্তর্যামী, চিত্রা
★ সঠিক উত্তর – B
২) ‘টিনের তলোয়ার’ নাটকে প্রথম অভিনয়ে সঙ্গীত পরিচালনা করেছিলেন কে ?
A. অমর দত্ত
B. তাপস সেন
C. মনু দত্ত
D. প্রশান্ত ভট্টাচার্য
★ সঠিক উত্তর – D
৩) A
a) কাঁটাগাছ পরের রাস্তা কেবল বন্ধ করে
না, নিজের রাস্তাতেও সে জঞ্জাল
b) প্রবৃত্তিই তো প্রকৃতির সেই গ্যাসপোস্ট
যার আলোতে আমরা এ রাস্তার খোঁজ পাই
c) একলা মানুষের মতো এমন সৃষ্টিছাড়া
আর কিছুই নাই।
B
i) বিমলা
ii) নিখিলেশ
iii) সন্দীপ
iv) মাস্টারমশাই
v) অমূল্য
সংকেত –
A. a – ii. b – i. c – iv
B. a – i. b – v. c – ii
C. a – iii. b – i. c – ii
D. a – iv. b – iii. c – i
★ সঠিক উত্তর – D
৪) “উদাসীনতাই অভিনিবেশের চরম, উপেক্ষাই শ্রেষ্ঠ নিরীক্ষা” – কোন প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে ?
A. অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা
B. বইপড়া
C. জীবনশিল্পী রবীন্দ্রনাথ
D. রামায়ণ
★ সঠিক উত্তর – D
৫) A B
i) চন্ডপাল a) রাজপ্রহরী
ii) বিজয়পাল b) গায়ক
iii) উদ্ধব c) রাজ্যশাসক
iv) হরিশ d) সেনাপতি
v) হুব্বা e) ঢাকি
সংকেত –
A. i) – c,. ii) – d. iii) – a iv) – e v) – b
B. i) – b. ii) – c. iii) – d iv) – e v) – a
C. i) – d. ii) – e. iii) – c iv) – a v) – b
D. i) – a ii) – c iii) – d iv) – e v) – b
E. i) – c. ii) – a. iii) – d iv) – b v) – e
★ সঠিক উত্তর – A
৬) যে সব মহিলার শাঁখা গয়না নেই তারা বিধবার পরিবর্তে বিবাহিত – এই বোধ রাসসুন্দরী দেবী কোথা থেকে পেয়েছিলেন ?
A. ঠাকুমা। B. মা
C. পিসিমা। D. খুড়িমা
★ সঠিক উত্তর – C
৭) “এ ঘরে ও ঘরে যাবার রাস্তায় সিদ্ধ মাংসের গন্ধ / তাই নিয়ে শীতের সন্ধ্যা জমে গেল”
– কোন কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে ?
A. লি পোর A Summer Day
B. এমি লয়েল এর A Lady
C. রিচার্ড কোরির Edwin A Robinson
D. এলিয়টের Preludes
★ সঠিক উত্তর – D
৮) “আজ থেকে তেরো বছর আগে…” – কী হয়েছিল ?
A. শরদিন্দুর বাবা মারা গিয়েছিল
B. শরদিন্দু – বাসন্তীর বিয়ে হয়েছিল
C. সীতানাথ এম.এ পাস করেছিল
D. সীতানাথের সঙ্গে কণার দেখা হয়েছিল
★ সঠিক উত্তর – C
৯) সঠিক তথ্যগুলো নির্দেশ করো –
i) নিখিলেশের সানকিডাঙার কাছারিতে ডাকাতি হয়েছে।
ii) ডাকাতদের ৬০০০ টাকা চুরি করেছে।
iii) ডাকাতদের গুলিতে জখম হয়েছে কাসেম।
iv) কাছারির নায়েবের নাম পাঁচকড়ি সরকার।
v) কাসেম ডাকাতদের মধ্যে বিক্রম সর্দারের গলা শুনতে পেয়েছিল।
সংকেত –
A. i, ii. B. ii, iii
C. i, iii, v D. ii,. iii, iv
★ সঠিক উত্তর – B
১০) সঞ্জয় অভিজিতকে দেবে বলে ফুলওয়ালীর থেকে কী ফুল নিয়েছিল ?
A. চন্দ্রমল্লিকা B. শ্বেতপদ্ম
C. সূর্যমুখী D. রক্তজবা
★ সঠিক উত্তর – B
১১) “ভারতীর রাজধানী ক্ষিতির প্রদীপ” – ভারতচন্দ্র কোন স্থান সম্পর্কে এই কথা বলেছেন ?
A. কৃষ্ণনগর B. নবদ্বীপ
C. কল্যাণী D. নদীয়া
★ সঠিক উত্তর – B
১২) চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি অনুযায়ী রবীন্দ্রনাথ কবে ‘অচলায়তন’ নাটকটি লেখা শুরু করেন ?
A. ১৬ই জুন, ১৯১২
B. ২১শে জুন, ১৯১২
C. ১৬ই জুন, ১৯১১
D. ২১ শে জুন, ১৯২১
★ সঠিক উত্তর – C
১৩) সঠিক বিকল্পটি চিহ্নিত করো –
a) ‘যমুনাবতী সরস্বতী’ নামক ছড়ায় যে ঘাটের কথা উল্লেখ আছে – ত্রিমূর্তি ঘাট।
b) ঘাট থেকে মাছ ভেসেছে – ২টো।
c) যমুনা শ্বশুরবাড়ি যাবেন কাজিতলা দিয়ে।
d) ছড়াটিতে কলমি ফুলের উল্লেখ আছে।
A. a, d. B. a, b
C. b, c D. c, d
★ সঠিক উত্তর – C
১৪) i) আমি তোমার বন্ধুতা চাই।
ii) অনিবার্য তোমার পতন।
iii) তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী।
iv) অতীত আর আলোচ্য নয় এখন।
v) আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে।
দ্রৌপদীর সংলাপগুলিকে ‘প্রথম পার্থ’ নাটক অবলম্বনে ক্রমানুসারে সাজাও –
সংকেত –
A. ii – iii – v – i – iv
B. iv – v – i – iii – ii
C. ii – iv – iii – v – i
D. iii – ii – v – iv – i
★ সঠিক উত্তর – B
১৫) ২৮শে মার্চ, ১৯৪০ উদয়ন থেকে নবজাতক কাব্যের কোন কবিতা লিখেছিলেন ?
i) আহ্বান ii) ইস্টেশন iii) রাতের গাড়ি
iv) সাড়ে ন’টা v) জবাবদিহি vi) প্রবাসী
A. i, vi. B. ii, iii
C. iii, v D. ii, iv
★ সঠিক উত্তর – C
১৬) লেখিকা কত বছর পর তার হারিয়ে যাওয়া বেশর খুঁজে পেয়েছিলেন ?
A. ২০ বছর B. ২২ বছর
C. ৬০ বছর। D. ৮২ বছর
★ সঠিক উত্তর – C
১৭) হরিমোহনকে শিশুকালে সুস্থ করার উপায়ের ক্রমটি হল –
A. সন্ন্যাসীর জটা নিংড়ানো জল – শান্তিস্বস্ত্যায়ন – পীঠস্থানের ধূলো – তাগাতাবিজ – ঠাকুরের প্রসাদ ও চরণামৃত
B. তাগাতাবিজ – শান্তিস্বস্ত্যয়ন – সন্ন্যাসীর জটা নিংড়ানো জল – পীঠস্থানের ধূলা – ঠাকুরের প্রসাদ ও চরণামৃত
C. শান্তিস্বস্ত্যয়ন – সন্ন্যাসীর জটা নিংড়ানো জল – পীঠস্থানের ধূলা – ঠাকুরের প্রসাদ ও চরণামৃত – তাগাতাবিজ
D. ঠাকুরের প্রসাদ ও চরণামৃত – পীঠস্থানের ধূলা – শান্তিস্বস্ত্যয়ন – তাগাতাবিজ – সন্ন্যাসীর জটা নিংড়ানো জল
★ সঠিক উত্তর – B
১৮) বাংলার হাড়ে হাড়ে কোন ভাষা মিশে আছে বলে জানিয়েছেন প্রাবন্ধিক হরপ্রসাদ শাস্ত্রী ?
A. সংস্কৃত ভাষা B. ফরাসি ভাষা
C. পারস্য ভাষা D. হিন্দি ভাষা
★ সঠিক উত্তর – C
১৯) i) ‘অচলায়তন’ নাটকে সর্বাধিক গান গেয়েছে পঞ্চক।
ii) ‘অচলায়তন’ নাটকে সর্বাধিক গান গাওয়া হয়েছে ৩য় দৃশ্যে।
iii) ‘অচলায়তন’ নাটকের ৫টি গান গুরুতে নেওয়া হয়েছে।
iv) ‘হারে রে রে রে’ গানটি পঞ্চক ২য় দৃশ্যে গেয়েছে।
সংকেত –
A. i) অশুদ্ধ ii) শুদ্ধ iii) অশুদ্ধ iv) শুদ্ধ
B. i) শুদ্ধ ii) অশুদ্ধ iii) শুদ্ধ iv) শুদ্ধ
C. i) অশুদ্ধ ii) অশুদ্ধ iii) শুদ্ধ iv) অশুদ্ধ
D. i) শুদ্ধ ii) অশুদ্ধ iii) অশুদ্ধ iv) শুদ্ধ
★ সঠিক উত্তর – D
২০) “মনরে বিপাকে পেলি, সেই মাকাল ফলে ভুলে রলি” – গানটি ‘আমার জীবন’ প্রবন্ধের কোন রচনায় স্থান পেয়েছে ?
A. ২য় ভাগের ২য় রচনা
B. ১ম ভাগের ৭ম রচনা
C. ২য় ভাগের ৭ম রচনা
D. ১ম ভাগের ২য় রচনা
★ সঠিক উত্তর – C
২১) কোন প্রবন্ধটি সাধনা পত্রিকায় ১৩০১ সালে প্রকাশিত হয়েছে ?
A. নরনারী B. মনুষ্য
C. বঙ্কিমচন্দ্র D. ছেলে ভুলানো ছড়া
★ সঠিক উত্তর – C
২২) ‘একেই কি বলে সভ্যতা ?’ প্রহসনে কোন প্রকার মদের উল্লেখ আছে ?
A. হুইস্কি B. রাম
C. বিয়ার D. শ্যাম্পেন
★ সঠিক উত্তর – C
২৩) A B
a) বাজিরাও পেশোয়ার i) প্রেমের সোনা
b) রবিদাস চামার ii) স্নান সমাপন
c) রামানন্দ iii) শাপমোচন
d) সৌরসেন iv) মুক্তি
সংকেত –
A. a) – iv. b) – i c) – ii. d) – iii
B. a) – ii. b) – i c) – iii. d) – iv
C. a) – iv. b) – iii c) – ii. d) – i
D. a) – iii. b) – iv c) – ii. d) – i
★ সঠিক উত্তর – A
২৪) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রবন্ধ অনুযায়ী মানবজীবনের প্রধান সম্পত্তি –
A. সৌন্দয্য অন্বেষণ
B. সৌন্দর্য পিপাসা
C. সুন্দরের অস্তিত্ব স্বীকার
D. সৌন্দর্য উপভোগের ক্ষমতা
★ সঠিক উত্তর – D
২৫) শচীশরা কোন দিন স্বামীজীর সঙ্গে নির্জন অন্তরীপে গুহায় রাত কাটিয়েছিল ?
A. মৌনী অমাবস্যা
B. কৃষ্ণপক্ষের দ্বাদশী
C. কৌশিকী অমাবস্যা
D. কৃষ্ণপক্ষের ত্রয়োদশী
★ সঠিক উত্তর – B
২৬) ‘জনা’ চরিত্রের সঙ্গে যার সাদৃশ্য লক্ষ করা যায় না –
A. দ্রৌপদী B. গান্ধারী
C. প্রমীলা। D. চিত্রাঙ্গদা
★ সঠিক উত্তর – C
২৭) ‘চিত্রা’ কাব্য সম্পর্কে সঠিক তথ্যটি চিহ্নিত করো –
A. ‘চিত্রা’ কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৩০১ বঙ্গাব্দে।
B. ‘চিত্রা’ কাব্যের প্রথম প্রকাশে ৩৬টি কবিতা ছিল।
C. ‘চিত্রা’ কাব্যের ২১টি কবিতার ইংরাজি অনুবাদ হয়।
D. ‘চিত্রা’ কাব্যের ২য় সংস্করণ প্রকাশিত হয় ২রা মার্চ, ১৯১২।
★ সঠিক উত্তর – D
২৮) অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ অনুযায়ী বাল্য বিবাহ, বহুবিবাহ ইত্যাদি কুপ্রথা সৃষ্টির কারণ –
A. নারীর অক্ষমতা
B. নারীর অশিক্ষা
C. নারীর মাতৃত্ব
D. নারীর রূপ
★ সঠিক উত্তর – A
২৯)
a) ডুমুরতলা থেকে মাটি এনে পঞ্চগব্য দিয়ে মেখে বিরোচন মন্ত্র পড়তে হবে।
b) সেই মাটিতে ছোটো ছোটো মন্দির গড়ে ধ্বজা বসাতে হবে।
c) হাজারটা মন্দির গড়ে সূর্যাস্তের পর জল গ্রহণ করতে হবে।
d) এর ফলে প্রেতলোকে পিতামহাদেবের ঘর তৈরি হবে।
এই পুজোর নাম কী ?
A. দীপনির্বাণ B. মহানির্বাণ
C. দীপকেতন D. সহস্রকেতন
★ সঠিক উত্তর – C
৩০) A. B
a) জীবিত ছেলে i) ১৪
b) ভাইবোন ii) ৮
c) পৌত্র iii) ৪
d) পৌত্রী iv) ৩
A. a) – ii. b) – i c) – iv d) – iii
B. a) – iv b) – iii. c) – ii. d) – i
C. a) – iii. b) – i c) – iv d) – ii
D. a) – iii. b) – iv. c) – i. d) – ii
★ সঠিক উত্তর – D
৩১) ‘সাহিত্যে নবত্ব’ প্রবন্ধটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল কী নামে ?
A. জাভা যাত্রীর ডায়েরী
B. যাত্রীর ডায়েরী
C. যাত্রার ডায়েরী
D. জাভা যাত্রা
★ সঠিক উত্তর – B
৩২) ঔরঙ্গজেব দিল্লী যাবার সময় মহম্মদকে সাহায্য করার কাকে রেখে গেলেন ?
A. শায়েস্তা খাঁ। B. দিলীর খাঁ
C. জিহন খাঁ। D. মীরজুমলা
★ সঠিক উত্তর – D
৩৩) তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের জন্য নির্মিত প্রবন্ধ নির্বাচনী সভাটি কবে বিলুপ্ত হয়ে যায় ?
A. ১৮৪৯ খ্রি:, এপ্রিল মাসে
B. ১৮৩৯ খ্রি:, এপ্রিল মাসে
C. ১৮৫৯ খ্রি:, মে মাসে
D. ১৮৪৯ খ্রি:, মে মাসে
★ সঠিক উত্তর – C
৩৪) “কচি মুরলি বাঁশিটির মতো সরল এবং সরস” – কার সম্বন্ধে বলা হয়েছে ?
A. নিখিলেশ B. বিমলা
C. পঞ্চুর ছোট মেয়ে D. অমূল্য
E. অল্প বয়সে মেজজা
★ সঠিক উত্তর – D
৩৫) বিষ্ণু দে’র অর্থঘন কবিতার মধ্যে আবু সয়ীদ আইয়ুব যে দুটি কবিতার উল্লেখ করেছেন ‘ভূমিকা : আধুনিক বাংলা কবিতা’য় সেই কবিতা দুটি উল্লেখ করো।
i) ক্রেসিডা ii) মেঘদূত iii) স্মৃতি সত্তা ভবিষ্যৎ
iv) পূর্বলেখ v) চোরাবালি vi) জন্মাষ্টমী
vii) ঘোড়সওয়ার
A. ii, iv B. iii, vii
C. i, vi. D. v, vii
★ সঠিক উত্তর – C
৩৬) বিবৃতি অনুযায়ী সঠিক বিকল্পটি চিহ্নিত করো –
a) রাসসুন্দরী দেবীর বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব ৩ ক্রোশ।
b) শ্বশুরবাড়ি যাত্রাকালে প্রথমে নৌকাতে তারপর পালকি করে গিয়েছিলেন।
c) শ্বশুরবাড়িতে শেখিকার বানানো মাটির বিছা সকলে সত্যি মনে করেছিল।
d) প্রাবন্ধিকের শ্বশুরবাড়ি ছিল রামদিয়া গ্রামে।
e) শ্বশুরবাড়ি থেকে প্রথমবার বাবার বাড়ি এসে লেখিকা এক বছর ছিলেন।
সংকেত –
A. a, c, d ভুল
B. d, e ঠিক
C. b, c, e ভুল
D. a, e ঠিক
★ সঠিক উত্তর – B
৩৭) i) বালক ii) প্রবীণ iii) সন্ধ্যা iv) স্মৃতি
v) প্রশ্ন vi) শেষবেলা
কোন কবিতাগুলি ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
A. iii, iv B. i, v C. ii, vi D. i, iv
★ সঠিক উত্তর – D
৩৮) ‘চাঁদ বণিকের পালা’ নাটকে কোন গানটি তৃতীয় পর্বে গাওয়া হয়নি ?
A. যুক্তির অতীত
B. এ ভ্রম ভাঙাও মাগো
C. কান্দো কান্দো না বধূ
D. ঘরের সন্ধানী তুমি
★ সঠিক উত্তর – D
৩৯)
A B
a) নির্জনের মধ্যে, অবসরের i) ক্ষিতি
মধ্যে, জ্ঞানের প্রকাশ,
ভাবের আবির্ভাব।
b) মানসজগতে স্ত্রীলোকের ii) স্রোতস্বিনী
প্রভাব অধিক, কার্যজগতে
পুরুষের প্রভুত্ব।
c) নিরুৎসাহ মনোহরণ iii) ব্যোম
কার্যের একটি প্রধান অন্তরায়।
d) বৃহত্ত্ব ও মহত্ত্ব সকল iv) সমীর
সময়ে এক নহে।
সংকেত –
A. a) – ii. b) – iv c) – i d) – iii
B. a) – iv b) – iii c) – i d) – ii
C. a) – ii. b) – i c) – iv d) – iii
D. a) – iii. b) – i c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
৪০) রবীন্দ্রনাথ ঠাকুর ২৫শে বৈশাখ, ১৩৪৬ বঙ্গাব্দে ‘জন্মদিন’ কবিতাটি কোথায় বসে লিখেছিলেন ?
A. শান্তিনিকেতন B. মংপু
C. জোড়াসাঁকো D. পুরী
★ সঠিক উত্তর – D
৪১) কমলাকান্ত আফিমের নেশায় যে সকল বাজারে গিয়েছিল তার সঠিক ক্রমটি চিহ্নিত করো –
A. রূপের বাজার – বিদ্যার বাজার – সাহিত্যের বাজার – যশের বাজার
B. বিদ্যার বাজার – বিচারের বাজার – সাহিত্যের বাজার – কলুর পটি
C. সাহিত্যের বাজার – কলুর পটি – রূপের বাজার – যশের বাজার
D. যশের বাজার – সাহিত্যের বাজার – রূপের বাজার – বিচারের বাজার
★ সঠিক উত্তর – A
৪২) “এতকাল পরে বাল্য অবস্থাটি ঘটেছে” – কালটি নির্দেশ করো –
A. ১২৮০ সালের ২৬ শে ভাদ্র
B. ১২৮৬ সালের ২৭ শে ভাদ্র
C. ১২৮০ সালের ২৭ শে ভাদ্র
D. ১২৮৬ সালের ২৬ শে ভাদ্র
★ সঠিক উত্তর – C
৪৩) ‘তথ্য ও সত্য’ প্রবন্ধ অবলম্বনে পদগুলির প্রবন্ধে উল্লেখের সঠিক ক্রমটি চিহ্নিত করো –
1. জনম অবধি হাম রূপ নেহারনু
2. শরদচন্দ পবনমন্দ
3. যব গোধূলিসময় বেলি
4. এক দুই গণইতে অন্ত নাহি পাই
5. রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল
A. 5 – 1 – 4 – 2 – 3
B. 2 – 5 – 3 – 1 – 4
C. 3 – 1 – 5 – 4 – 2
D. 3 – 2 – 5 – 1 – 4
★ সঠিক উত্তর – D
৪৪) মন্তব্য – অশোক ‘লেডি চার্টলিজ লাভার’ বইটি পড়লে এক্সপোল হত না।
যুক্তি – সীতানাথের মতে, বইটি স্বাভাবিক।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – A
৪৫) ইহুদিদের মধ্যে যে খাবারটি নিষেধ –
A. মাংস B. মাছ C. যব D. দুধ
★ সঠিক উত্তর – D
৪৬) দক্ষিণ আফ্রিকায় মাটাবিলিদের ওপর ইংরেজ বণিকদের অত্যাচার উৎপীড়নের কিছু কাহিনি ইংরেজি কাগজ ‘ট্রুথ’ এ প্রকাশ পায়। সেই কাহিনি পড়ে রবীন্দ্রনাথ কোন কবিতা লেখেন ?
A. নীরবতন্ত্রী B. সিন্ধুপারে
C. নগরসংগীত D. এবার ফিরাও মোরে
★ সঠিক উত্তর – D
৪৭) ‘বাস্তব’ প্রবন্ধ থেকে উল্লেখিত উদ্ধৃতিগুলি চিহ্নিত করো –
i) আর্টের কাজ মনোহারিতা নয়, মনোজয়িতা।
ii) পুণ্যলাভ করতে শক্তির দরকার। সাহিত্যেও একটা পুণ্যের খাতা খোলা আছে।
iii) কোনো দেশেই সাহিত্য ইস্কুল মাস্টারির ভার লয় নাই।
iv) সাহিত্যে ও আর্টে কোনো বস্তু যে সত্য তার প্রমাণ হয় রসের ভূমিকায়।
v) রস জিনিসটা রসিকের অপেক্ষা রাখে।
A. i, iv B. ii, iii
C. iii, v. D. iv, v
★ সঠিক উত্তর – C
৪৮)’সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে রাজার প্রিয়জিনিস ছিল –
A. তরবারি
B. মদের বোতল
C. সিংহাসন
D. পুষ্পউদ্যান
★ সঠিক উত্তর – B
৪৯) বাড়িতে আগুন ধরার প্রসঙ্গ প্রাবন্ধিকের ‘আমার জীবন’ প্রবন্ধের কততম রচনাতে আছে ?
A. ২য় রচনা B. ৩য় রচনা
C. ৪র্থ রচনা D. ৫ম রচনা
★ সঠিক উত্তর – A
৫০) “ঘরেতে এল না তো সে
মনে তার নিত্য আসা যাওয়া
পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর”
– কবিতাটির নাম উল্লেখ করো
A. কিনু গোয়ালার গলি
B. ছেলেটা
C. সাধারণ মেয়ে
D. বাঁশি
★ সঠিক উত্তর – D
৫১) “মর্তে ভর্ত্তরি ব্রহ্মচর্য্যং তদন্বারোহণন্বেতি” – বচনটির প্রবক্তা কে ?
A. বিষ্ণু ঋষি
B. ব্রহ্মপুরাণ
C. অঙ্গিরা
D. ব্যাস ঋষি
★ সঠিক উত্তর – A
৫২) চরিত্র অভিনেতা
i) প্রধান 1. শম্ভু মিত্র
ii) কুঞ্জ 2. গঙ্গাপদ বসু
iii) দয়াল 3. সুধী প্রধান
iv) হারু 4. বিজন ভট্টাচার্য
সংকেত –
A. i – 3,. ii – 2. iii – 4. iv – 1
B. i – 1. ii – 3. iii – 4. iv – 2
C. i – 3. ii – 4. iii – 2. iv – 1
D. i – 4. ii – 3. iii – 1. iv – 2
★ সঠিক উত্তর – D
৫৩) নিম্নলিখিত তথ্য অনুসারে প্রবাসী পত্রিকার বিভাগটির নাম উল্লেখ করো –
a) ‘প্রবাসী’ পত্রিকার একটি জনপ্রিয় ও তথ্য সমৃদ্ধ বিভাগ।
b) দেশ বিদেশের জ্ঞান বিজ্ঞানের খবর এখানে প্রকাশিত হয়।
c) ১৩২০ বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে বিভাগটি শুরু হয়েছিল।
d) বিভাগটিতে প্রকাশিত একটি প্রবন্ধ হল চিঙড়ির জীবনপ্রণালী।
e) বিভাগটি ১৩৪৫ বঙ্গাব্দের পর বন্ধ হয়ে যায়।
সংকেত –
A. কষ্টিপাথর
B. আতসকাচ
C. পঞ্চশস্য
D. দেশে বিদেশে
★ সঠিক উত্তর – C
৫৪) “রবীন্দ্রসাহিত্য সার্বজনীন নহে।…তিনি দৈন্যের মধ্যে বিশ্বাসের ছবি আঁকিয়াছেন।…কিন্তু সে ছবি, সে সংগীত জনসাধারণকে, সমগ্র জাতিকে স্পর্শ করতে পারে নাই” – এমন মন্তব্য কে করেছেন ?
A. ললিতমাধব বন্দ্যোপাধ্যায়
B. রাধাকমল মুখোপাধ্যায়
C. প্রাণগোপাল গোস্বামী
D. হরিমোহন মজুমদার
★ সঠিক উত্তর – B
৫৫) কার সম্বন্ধে না লিখলে প্রাবন্ধিকের মনে হয়েছে গ্রন্থটি অঙ্গহীন হবে ?
A. দয়ামাধব
B. লেখিকার মা
C. লেখিকার শাশুড়ি
D. লেখিকার স্বামী
★ সঠিক উত্তর – D
—-