বাংলা মকটেস্ট – ০৬

বিষয় – unit – 8(গল্প, উপন‍্যাস, নাটক)

★ উত্তর পত্র ★

১) হরিমোহনকে শিশুকালে সুস্থ করার উপায়ের ক্রমটি হল –
A. সন্ন‍্যাসীর জটা নিংড়ানো জল – শান্তিস্বস্ত‍্যায়ন – পীঠস্থানের ধূলো – তাগাতাবিজ – ঠাকুরের প্রসাদ ও চরণামৃত

B. তাগাতাবিজ – শান্তিস্বস্ত‍্যয়ন – সন্ন‍্যাসীর জটা নিংড়ানো জল – পীঠস্থানের ধূলা – ঠাকুরের প্রসাদ ও চরণামৃত

C. শান্তিস্বস্ত‍্যয়ন – সন্ন‍্যাসীর জটা নিংড়ানো জল – পীঠস্থানের ধূলা – ঠাকুরের প্রসাদ ও চরণামৃত – তাগাতাবিজ

D. ঠাকুরের প্রসাদ ও চরণামৃত – পীঠস্থানের ধূলা – শান্তিস্বস্ত‍্যয়ন – তাগাতাবিজ – সন্ন‍্যাসীর জটা নিংড়ানো জল
★ সঠিক উত্তর – B

২) ‘টিনের তলোয়ার’ নাটকে প্রথম অভিনয়ে সঙ্গীত পরিচালনা করেছিলেন কে ?
A. অমর দত্ত
B. তাপস সেন
C. মনু দত্ত
D. প্রশান্ত ভট্টাচার্য
★ সঠিক উত্তর – D

৩) শচীশরা কোন দিন স্বামীজীর সঙ্গে নির্জন অন্তরীপে গুহায় রাত কাটিয়েছিল ?
A. মৌনী অমাবস‍্যা
B. কৃষ্ণপক্ষের দ্বাদশী
C. কৌশিকী অমাবস‍্যা
D. কৃষ্ণপক্ষের ত্রয়োদশী
★ সঠিক উত্তর – B

৪) নিম্নলিখিত তথ‍্য অনুসারে প্রবাসী পত্রিকার বিভাগটির নাম উল্লেখ করো –
a) ‘প্রবাসী’ পত্রিকার একটি জনপ্রিয় ও তথ‍্য সমৃদ্ধ বিভাগ।
b) দেশ বিদেশের জ্ঞান বিজ্ঞানের খবর এখানে প্রকাশিত হয়।
c) ১৩২০ বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে বিভাগটি শুরু হয়েছিল।
d) বিভাগটিতে প্রকাশিত একটি প্রবন্ধ হল চিঙড়ির জীবনপ্রণালী।
e) বিভাগটি ১৩৪৫ বঙ্গাব্দের পর বন্ধ হয়ে যায়।
সংকেত –
A. কষ্টিপাথর
B. আতসকাচ
C. পঞ্চশস‍্য
D. দেশে বিদেশে
★ সঠিক উত্তর – C

৫) ‘চিত্রা’ কাব‍্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে একটি কবিতা বর্জিত হয়। কবিতাটির নাম কী ?
A. নববর্ষে
B. পুরাতন ভৃত‍্য
C. নীরবতন্ত্রী
D. সুখ
★ সঠিক উত্তর – C

৬)                 A
a) কাঁটাগাছ পরের রাস্তা কেবল বন্ধ করে
না, নিজের রাস্তাতেও সে জঞ্জাল

b) প্রবৃত্তিই তো প্রকৃতির সেই গ‍্যাসপোস্ট
যার আলোতে আমরা এ রাস্তার খোঁজ পাই

c) একলা মানুষের মতো এমন সৃষ্টিছাড়া
আর কিছুই নাই।

             B
     i) বিমলা
   ii) নিখিলেশ
   iii) সন্দীপ
   iv) মাস্টারমশাই
   v) অমূল‍্য
সংকেত –
A. a – ii.     b – i.     c – iv
B. a – i.      b – v.     c – ii
C. a – iii.    b – i.      c – ii
D. a – iv.     b – iii.    c – i
★ সঠিক উত্তর – D

৭) যে সব মহিলার শাঁখা গয়না নেই তারা বিধবার পরিবর্তে বিবাহিত – এই বোধ রাসসুন্দরী দেবী কোথা থেকে পেয়েছিলেন ?
A. ঠাকুমা।                          B. মা
C. পিসিমা।                         D. খুড়িমা
★ সঠিক উত্তর – C

৮) সঠিক তথ‍্যগুলো নির্দেশ করো –
i) নিখিলেশের সানকিডাঙার কাছারিতে ডাকাতি হয়েছে।
ii) ডাকাতদের ৬০০০ টাকা চুরি করেছে।
iii) ডাকাতদের গুলিতে জখম হয়েছে কাসেম।
iv) কাছারির নায়েবের নাম পাঁচকড়ি সরকার।
v) কাসেম ডাকাতদের মধ‍্যে বিক্রম সর্দারের গলা শুনতে পেয়েছিল।
সংকেত –
A. i, ii.                         B. ii,  iii
C. i, iii, v                     D. ii,. iii,  iv
★ সঠিক উত্তর – B

৯) “কবিতা লেখা হয় স্বরব‍্যঞ্জনের চাতুরী দেখতে নয়, কিছু বলবার জন‍্য” – উদ্ধৃত মন্তব‍্যটি কে করেছেন ?
A. আবু সয়ীদ আইয়ুব
B. বুদ্ধদেব বসু
C. এলিয়ট
D. প্রমথ চৌধুরি
★ সঠিক উত্তর – B

১০) “কচি মুরলি বাঁশিটির মতো সরল এবং সরস” – কার সম্বন্ধে বলা হয়েছে ?
A. নিখিলেশ               B. বিমলা
C. পঞ্চুর ছোট মেয়ে   D. অমূল‍্য
E. অল্প বয়সে মেজজা
★ সঠিক উত্তর – D

১১) “আজ থেকে তেরো বছর আগে…” – কী হয়েছিল ?
A. শরদিন্দুর বাবা মারা গিয়েছিল
B. শরদিন্দু – বাসন্তীর বিয়ে হয়েছিল
C. সীতানাথ এম.এ পাস করেছিল
D. সীতানাথের সঙ্গে কণার দেখা হয়েছিল
★ সঠিক উত্তর – C

১২) ‘নবজাতক’ কাব‍্যের উদ্বোধন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে লিখেছিলেন ?
A. শান্তিনিকেতন
B. কালিম্পং
C. আলমোড়া
D. জোড়াসাঁকো
★ সঠিক উত্তর – B

১৩)           A                             B  
         i) চন্ডপাল                  a) রাজপ্রহরী
       ii) বিজয়পাল               b) গায়ক
       iii) উদ্ধব                      c) রাজ‍্যশাসক
       iv) হরিশ                      d) সেনাপতি
       v) হুব্বা                        e) ঢাকি
সংকেত –
A. i) – c,.   ii) – d.   iii) – a    iv) – e     v) – b
B. i) – b.   ii) – c.   iii) – d    iv) – e     v) – a
C. i) – d.   ii) – e.   iii) – c    iv) – a     v) – b
D. i) – a    ii) – c   iii) – d   iv) – e     v) – b
E. i) – c.   ii) – a.   iii) – d    iv) – b     v) – e
★ সঠিক উত্তর – A

১৪) সঠিক বিবৃতির বিকল্পটি চিহ্নিত করো –
a) রামমোহন রায়ের সহমরণ বিষয়ক প্রবন্ধটির প্রকাশকাল অক্টোবর, ১৮১৮ সাল।
b) ব‌ইটি হরনাথ রায়ের বেঙ্গল গেজেটি প্রেসে মুদ্রিত।
c) মূল গ্রন্থের পৃষ্ঠাসংখ‍্যা ৩৩
d) ব‌ইটির ইংরাজি অনুবাদ কলকাতার বাপটিস্ট মিশন প্রেস থেকে প্রকাশিত হয়।
e) অনুবাদটি প্রকাশিত হয় ৩০শে নভেম্বর, ১৮১৮।
সংকেত –
A. a, b
B. d, e
C. c, d
D. b, d, e
★ সঠিক উত্তর – B

১৫) সঞ্জয় অভিজিতকে দেবে বলে ফুল‌ওয়ালীর থেকে কী ফুল নিয়েছিল ?
A. চন্দ্রমল্লিকা              B. শ্বেতপদ্ম
C. সূর্যমুখী                   D. রক্তজবা
★ সঠিক উত্তর – B

১৬) লেখিকা কত বছর পর তার হারিয়ে যাওয়া বেশর খুঁজে পেয়েছিলেন ?
A. ২০ বছর                    B. ২২ বছর
C. ৬০ বছর।                  D. ৮২ বছর
★ সঠিক উত্তর – C

১৭) চারুচন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়কে লেখা চিঠি অনুযায়ী রবীন্দ্রনাথ কবে ‘অচলায়তন’ নাটকটি লেখা শুরু করেন ?
A. ১৬ই জুন, ১৯১২
B. ২১শে জুন, ১৯১২
C. ১৬ই জুন, ১৯১১
D. ২১ শে জুন, ১৯২১
★ সঠিক উত্তর – C

১৮) “বাংলা ভাষায় যাঁহারা এ পর্যন্ত লেখনী ধারণ করিয়াছেন, তাঁহারা কেহ‌ই বাংলা ভাষা ভালো করিয়া শিক্ষা করেন নাই” – মন্তব‍্যটির বক্তা কে ?
A. প্রমথ চৌধুরি
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ‍্যায়
C. অন্নদাশঙ্কর রায়
D. হরপ্রসাদ শাস্ত্রী
★ সঠিক উত্তর – D

১৯) i) ‘অচলায়তন’ নাটকে সর্বাধিক গান গেয়েছে পঞ্চক।
ii) ‘অচলায়তন’ নাটকে সর্বাধিক গান গাওয়া হয়েছে ৩য় দৃশ‍্যে।
iii) ‘অচলায়তন’ নাটকের ৫টি গান গুরুতে নেওয়া হয়েছে।
iv) ‘হারে রে রে রে’ গানটি পঞ্চক ২য় দৃশ‍্যে গেয়েছে।
সংকেত –
A. i) অশুদ্ধ  ii) শুদ্ধ  iii) অশুদ্ধ  iv) শুদ্ধ
B. i) শুদ্ধ ii) অশুদ্ধ iii) শুদ্ধ iv) শুদ্ধ
C. i) অশুদ্ধ ii) অশুদ্ধ iii) শুদ্ধ iv) অশুদ্ধ
D.  i) শুদ্ধ ii) অশুদ্ধ iii) অশুদ্ধ iv) শুদ্ধ
★ সঠিক উত্তর – D

২০) i) আমি তোমার বন্ধুতা চাই।
ii) অনিবার্য তোমার পতন।
iii) তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী।
iv) অতীত আর আলোচ‍্য নয় এখন।
v) আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে।
দ্রৌপদীর সংলাপগুলিকে ‘প্রথম পার্থ’ নাটক অবলম্বনে ক্রমানুসারে সাজাও –
সংকেত –
A. ii – iii – v – i – iv
B. iv – v – i – iii – ii
C. ii – iv – iii – v – i
D. iii – ii – v – iv – i
★ সঠিক উত্তর – B

২১)
a) ডুমুরতলা থেকে মাটি এনে পঞ্চগব‍্য দিয়ে মেখে বিরোচন মন্ত্র পড়তে হবে।
b) সেই মাটিতে ছোটো ছোটো মন্দির গড়ে ধ্বজা বসাতে হবে।
c) হাজারটা মন্দির গড়ে সূর্যাস্তের পর জল গ্রহণ করতে হবে।
d) এর ফলে প্রেতলোকে পিতামহাদেবের ঘর তৈরি হবে।
এই পুজোর নাম কী ?
A. দীপনির্বাণ                  B. মহানির্বাণ
C. দীপকেতন                 D. সহস্রকেতন
★ সঠিক উত্তর – C

২২) ‘প্রাচ‍্য ও পাশ্চাত‍্য’ প্রবন্ধ অনুযায়ী সঠিক মন্তব‍্যটি নির্ণয় করো –
A. বৌদ্ধ ধর্মাবলম্বীরা মাটির নিচে যা হয় তা খায় না।
B. ক্রিস্টানরা সবকিছু খায়।
C. জৈনদের মহাপ্রসাদ হল মাংস।
D. ইহুদিরা আঁশ যুক্ত মাছ খায় না।
★ সঠিক উত্তর – B

২৩) ‘দুরাশা’ গল্পে কথকের সঙ্গে যখন নবাবজাদীর দেখা হয় তখন নবাবজাদীর বয়স কত ?
A. ৩৮ বছর                        B. ৪৬ বছর
C. ৫৪ বছর                        D. ৬৪ বছর
★ তোমার উত্তর – C

২৪) ‘একেই কি বলে সভ‍্যতা ?’ প্রহসনে কোন প্রকার মদের উল্লেখ আছে ?
A. হুইস্কি                     B. রাম
C. বিয়ার                     D. শ‍্যাম্পেন
★ তোমার উত্তর – C

২৫) নীলা ল‍্যাবরেটরিতে রেবতীর সঙ্গে প্রথমবার দেখা করতে গিয়ে কী ফেলে এসেছিল ?
A. জলের বোতল            B. চায়ের কাপ
C. লাল রুমাল                D. নীল ফিতা
★ তোমার উত্তর – D

২৬) বঙ্কিমচন্দ্র তাঁর কোন উপন‍্যাসের প্রকাশ অসমাপ্ত রেখেই বঙ্গদর্শন পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন ?
A. ইন্দিরা
B. রজনী
C. দেবী চৌধুরাণী
D. কৃষ্ণকান্তের উইল
★ সঠিক উত্তর – D

২৭) রেবতীর সঙ্গে সোহিনীর প্রথম সাক্ষাৎ হয়েছিল ‘ল‍্যাবরেটরি’ গল্পের কত সংখ‍্যক পরিচ্ছেদে ?
A. ৩ নং                         B. ৪ নং
C. ৫নং                          D. ৬ নং
★ সঠিক উত্তর – C

২৮) পুত্র কিশোরীলালের কয়জন ছেলে মেয়ে ছিল ?
A. ২ ছেলে, ২ মেয়ে
B. ৪ ছেলে, ২ মেয়ে
C.  ৪ ছেলে, ১ মেয়ে
D.  ৪ ছেলে,  ৩ মেয়ে
★ সঠিক উত্তর – B

২৯) “ওঁর হাতে রেবতীর পৌরুষ গেল ছাতু হয়ে” – কার হাতে ?
A. রেবতীর পিসি             B. সোহিনী
C. নীলা                           D. বঙ্কুবিহারী
★ সঠিক উত্তর – A

৩০) ‘জনা’ চরিত্রের সঙ্গে যার সাদৃশ‍্য লক্ষ করা যায় না –
A. দ্রৌপদী                         B. গান্ধারী
C. প্রমীলা।                        D. চিত্রাঙ্গদা
★ সঠিক উত্তর – C

৩১) ‘ছেলে ভুলানো ছড়া’ প্রবন্ধটি শুরু হয়েছে কোন ছড়া দিয়ে ?
A. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
B. খোকা যাবে মাছ ধরতে
C. এপার গঙ্গা ওপার গঙ্গা
D. যমুনাবতী সরস্বতী
★ সঠিক উত্তর – D

৩২) “প্রিয়শিষ‍্যা ললিতে কলাবিধৌ” শ্লোকটা রবীন্দ্রনাথের কোন গল্পে আছে ?
A. ল‍্যাবরেটরি               B. নিশীথে
C. হৈমন্তী                      D. স্ত্রীর পত্র
★ সঠিক উত্তর – B

৩৩) শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ‍্য –
A. জাতীয়তাবোধ গড়ে তোলা
B. বিশ্বের সংস্কৃতির সঙ্গে ভারতের যোগসূত্র স্থাপন করা
C. প্রাচীন শিক্ষাকে আধুনিক কালের উপযুক্ত করা
D. মুক্ত ভাবনার প্রসার ঘটানো
★ সঠিক উত্তর – C

৩৪)     A                            B
i) নিশীথে            a) ভারতী, বৈশাখ, ১৩০৫
ii) স্ত্রীর পত্র         b) সবুজ পত্র, জ‍্যৈষ্ঠ ১৩২১
iii) হৈমন্তী           c) সাধনা,মাঘ, ১৩০১
iv) দুরাশা           d) সবুজ পত্র, শ্রাবণ, ১৩২১
সংকেত –
A. i) – d.     ii) – b      iii) – a      iv) – c
B.  i) – d.     ii) – c      iii) – a      iv) – b
C. i) – b.     ii) – b      iii) – a      iv) – c
D. i) – c.     ii) – d      iii) – b      iv) – a
★ সঠিক উত্তর – D

৩৫) ঔরঙ্গজেব দিল্লী যাবার সময় মহম্মদকে সাহায‍্য করার কাকে রেখে গেলেন ?
A. শায়েস্তা খাঁ।             B. দিলীর খাঁ
C. জিহন খাঁ।               D. মীরজুমলা
★ সঠিক উত্তর – D

৩৬) ‘স্ত্রীর পত্র’ গল্প অবলম্বনে মন্তব‍্যগুলি ক্রমানুসারে সাজাও –
1. বাঙালি মেয়ে তো কথায় কথায় মরতে যায়।
2. মেয়েমানুষকে  মেয়েমানুষ দয়া করে না।
3. আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন‍্যায‍্য বলে মনে হয় না।
4. কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা।
সংকেত –
A. 2 – 1 – 4 – 3.             B. 1 – 3 – 4 – 2
C. 4 – 3 – 1 – 2.             D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – C

৩৭) প্রমথ চৌধুরীর ব‍্যারিস্টার বন্ধু যাঁর ব‌ই পড়েনি বলে লজ্জিত হয়েছিলেন –
A. শেক্সপীয়র
B. অস্কার ওয়াইল্ড
C. টেনিসন
D. ওয়ার্ডস‌ওয়ার্থ
★ সঠিক উত্তর – B

৩৮) হৈমন্তী গল্পে হৈমন্তীর স্বামী হৈমন্তীর নাম প্রথমে শিশির রেখেছিল কারণ –
i) শিশিরে ভোরবেলার মায়া জড়ানো থাকে।
ii) শিশিরে হেমন্তকালের হাসি ছড়িয়ে থাকে।
iii) শিশিরে কান্না হাসি একেবারে এক হয়ে যায়।
iv) শিশিরে শীতের নিশ্চলতা থাকে।
v) শিশিরে ভোরবেলার কথা সকালবেলায় ফুরিয়ে যায়।
সংকেত –
A. i, iv                         B.  ii,  iii
C. i, v                          D.  iii, v
★ সঠিক উত্তর – D

৩৯) “মনে বুঝিলাম, ইহারা অন‍্য জাতের মানুষ” – ইহারা কারা ?
A. বিন্দুর শ্বশুরবাড়ির লোকজন
B. নবাবজাদী
C. হৈম ও হৈমর বাবা
D. নীলা ও তার বন্ধুরা
★ সঠিক উত্তর – C

৪০) ‘চাঁদ বণিকের পালা’ নাটকে কোন গানটি তৃতীয় পর্বে গাওয়া হয়নি ?
A. যুক্তির অতীত
B. এ ভ্রম ভাঙাও মাগো
C. কান্দো কান্দো না বধূ
D. ঘরের সন্ধানী তুমি
★ সঠিক উত্তর – D

৪১) মৃণালের কোন গুণের জন‍্য মৃণালের মা উদ্বিগ্ন ছিলেন ?
A. বিদ‍্যা                        B. বুদ্ধি
C. কবিতা লেখা            D. স্পষ্ট বক্তা
★ সঠিক উত্তর – B

৪২) বোদলেয়ার ফরাসি সাহিত‍্যের ওপর সবচেয়ে প্রভাবশালী কবি – এমন অভিমত কে পোষণ করেছেন ?
A. পোল ভালোরি
B. র‍্যাঁবো
C. এলিয়ট
D. আইয়ুব
★ সঠিক উত্তর – A

৪৩) হৈমর বিয়ের সময় হৈমর বাবা দিয়েছিলেন –
A. বারো হাজার টাকা, সাত ভরি গয়না
B. পনেরো হাজার টাকা, পাঁচ হাজার টাকার গয়না
C.বারো হাজার টাকা, সাত হাজার টাকার গয়না
D. পনেরো হাজার টাকা, পাঁচ ভরি গয়না
★ সঠিক উত্তর – B

৪৪) “মনরে বিপাকে পেলি, সেই মাকাল ফলে ভুলে রলি” – গানটি ‘আমার জীবন’ প্রবন্ধের কোন রচনায় স্থান পেয়েছে ?
A. ২য় ভাগের ২য় রচনা
B. ১ম ভাগের ৭ম রচনা
C.  ২য় ভাগের ৭ম রচনা
D.  ১ম ভাগের ২য় রচনা
★ সঠিক উত্তর – C

৪৫) মন্তব‍্য – অশোক ‘লেডি চার্টলিজ লাভার’ ব‌ইটি পড়লে এক্সপোল হত না।
যুক্তি – সীতানাথের মতে, ব‌ইটি স্বাভাবিক।
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – A

৪৬) ‘নরনারী’ প্রবন্ধে কার্যপ্রধান উপন‍্যাস হিসাবে দীপ্তি কোন কোন উপন‍্যাসের উল্লেখ করেছে ?
i) দূর্গেশনন্দিনী  ii) আনন্দমঠ  iii) বিষবৃক্ষ  iv) কপালকুন্ডলা v) দেবী চৌধুরাণী
সংকেত –
A. i, ii, v.                    B. ii
C. ii, v                        D. iii, iv, v
★ সঠিক উত্তর – A

৪৭) ‘দুরাশা’ গল্পে কালিদাসের কোন দুটি গ্রন্থের উল্লেখ আছে ?
A. অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশ
B. মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলম
C. রঘুবংশ, কুমার সম্ভব
D. মেঘদূত, কুমার সম্ভব
★ সঠিক উত্তর – D

৪৮) ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে রাজার প্রিয়জিনিস ছিল –
A. তরবারি
B. মদের বোতল
C. সিংহাসন
D. পুষ্প‌উদ‍্যান
★ সঠিক উত্তর – B

৪৯) ‘দুরাশা’ গল্প অবলম্বনে সঠিক তথ‍্যটি চিহ্নিত করো –
A. কেশরলালের ভক্তভৃত‍্য – গোলামকাদের
B. নবাবজাদী সংস্কৃত শিক্ষা নিয়েছিলেন রমানন্দ স্বামীর কাছে।
C. কেশরলাল তাঁতিয়া টোপীর দলে মিশেছিলেন।
D. কৃষ্ণপক্ষের দ্বাদশীর দিন যুদ্ধ হয়েছিল।
★ সঠিক উত্তর – C

৫০)             A.                         B
         a) জীবিত ছেলে           i) ১৪
        b) ভাইবোন                   ii) ৮
        c) পৌত্র                        iii) ৪
        d) পৌত্রী                        iv) ৩
A. a) – ii.    b) – i    c) – iv    d) – iii
B. a) – iv    b) – iii.    c) – ii.    d) – i
C. a) – iii.    b) – i   c) – iv    d) – ii
D. a) – iii.    b) – iv.    c) – i.    d) – ii
★ সঠিক উত্তর – D

৫১) ‘নিশীথে’ গল্পে ডাক্তার ওষুধ বিষয়ে কতবার সতর্ক করেছিলেন ?
A. ২ বার    B. ৩ বার    C. ৪ বার   D. ৫ বার
★ সঠিক উত্তর – B

৫২) কল্লোল পত্রিকার প্রথম সংখ‍্যায় নিম্নলিখিত কোনটি প্রকাশিত হয়নি ?
A. বীণা (গল্প)
B. পথিক (উপন‍্যাস)
C. ভাঙাবাড়ি (উপন‍্যাস)
D. রিক্তা (গল্প)
★ সঠিক উত্তর – C

৫৩) বলরাম দাসের পদ গৃহীত হয়েছে কোন দুটি প্রবন্ধে ?
i) সাহিত‍্যের তাৎপর্য     ii) তথ‍্য ও সত‍্য
iii) মেঘদূত।   iv) আধুনিক কাব‍্য
A. iii, iv.                       B. i, ii
C. ii, iii.                        D. i, iv
★ সঠিক উত্তর – C

৫৪)   চরিত্র                      অভিনেতা
       i) প্রধান                  1. শম্ভু মিত্র
      ii) কুঞ্জ                    2. গঙ্গাপদ বসু
     iii) দয়াল                  3. সুধী প্রধান
     iv) হারু                    4. বিজন ভট্টাচার্য
সংকেত –
A. i – 3,.  ii – 2.  iii – 4.   iv – 1
B. i – 1.   ii – 3.  iii – 4.   iv – 2
C. i – 3.   ii – 4.  iii – 2.   iv – 1
D. i – 4.   ii – 3.  iii – 1.   iv – 2
★ সঠিক উত্তর – D

৫৫) i) ‘স্ত্রীর পত্র’ গল্পের বিরুদ্ধাচারণ করে বিপিনচন্দ্র পাল লিখেছিলেন মৃণালের ব‍্যথা।
ii) গল্পটি প্রকাশিত হয়েছিল নারায়ণ পত্রিকা।
iii) গল্পটি প্রকাশ পেয়েছিল অগ্রহায়ণ, ১৩২১বঙ্গাব্দে।
iv) ‘স্ত্রীর পত্র’ গল্প ১৯১৪ খ্রি: ৩১শে জানুয়ারি নিরুপমার আত্মহত‍্যাকে কেন্দ্র করে লেখা।
গল্পটি থেকে ভুল তথ‍্যটি নির্বাচন করো –
সংকেত –
A. i, ii.    B. ii, iii.   C. iii, iv.   D. i, iv
★ সঠিক উত্তর – D

—-