জীবনানন্দ দাশের কাব‍্যগ্রন্থ পরিচয়


১) ঝরাপালক
● প্রথম প্রকাশ – ১৩৩৪ (১৯২৭)
● প্রকাশক – শ্রী সুধীরচন্দ্র সরকার; ৯০/২এ হ‍্যারিসন রোড, কলিকাতা।
● কবিতা সংখ‍্যা – ৩৫
● উৎসর্গ – ‘কল‍্যাণীয়াসু’ ( কাকা অতুলানন্দ দাশগুপ্তর কন‍্যা শোভনাকে)
● মূল‍্য – ১ টাকা
● লেখকের ভূমিকা : “ঝরাপালকের কতকগুলি কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হ‌ইয়াছিল। বাকীগুলি নূতন। শ্রী জীবনানন্দ দাশ ১০ আশ্বিন ১৩৩৪।”
● কবিতাগুলির রচনাকাল আনুমানিক ১৯২৫ থেকে ১৯২৭ খ্রিস্টাব্দ।
● কবিতাগুলি – ১) আমি কবি, – সেই কবি
২) নীলিমা       ৩) নব নবীনের লাগি
৪) কিশোরের প্রতি      ৫) মরীচিকার পিছে –
৬) জীবন-মরণ দুয়ারে আমার
৭) বেদিয়া      ৮) নাবিক     ৯) বনের চাতক – মনের চাতক     ১০) সাগর-বলাকা
১১) চলছি উধাও     ১২) একদিন খুঁজেছিনু যারে      ১৩) আলেয়া        ১৪) অস্তচাঁদে
১৫) ছায়া-প্রিয়া      ১৬) ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল       ১৭) কবি     ১৮) সিন্ধু
১৯) দেশবন্ধু     ২০) বিবেকানন্দ
২১) হিন্দু-মুসলমান   ২২) নিখিল আমার ভাই
২৩) পতিতা     ২৪) ডাহুকী     ২৫) শ্মশান
২৬) মিশর      ২৭) পিরামিড     ২৮) মরুবালু
২৯) চাঁদনীতে    ৩০) দক্ষিণা    ৩১) যে কামনা নিয়ে    ৩২) স্মৃতি    ৩৩) সেদিন এ ধরণীর
৩৪) ওগো দরদিয়া-      ৩৫) সারাটি রাত্রি তারাটির সাথে তারাটির‌ই কথা হয়

২) ধূসর পান্ডুলিপি
● প্রথম প্রকাশ – অগ্রহায়ণ, ১৩৪৩ (ডিসেম্বর, ১৯৩৬)
● প্রকাশক – জীবনানন্দ দাশ (আখ‍্যাপত্রে ডি.এম লাইব্রেরির নাম-ঠিকানা মুদ্রিত
● উৎসর্গ – বুদ্ধদেব বসু
● প্রচ্ছদ – অনিলকৃষ্ণ ভট্টাচার্য
● কবিতা সংখ‍্যা – ১৭
● মূল‍্য – ২ টাকা
● লেখকের ভূমিকা – “আজ নবছর পরে আমার দ্বিতীয় কবিতার ব‌ই বার হল। এর নাম ‘ধূসর পান্ডুলিপি’ – এর পরিচয় দিচ্ছে। এই ব‌ইয়ের সব কবিতাই ১৩৩২ থেকে ১৩৩৬ সালের মধ‍্যে রচিত হয়েছে।…সেই সময়কার কয়েকটি অপ্রকাশিত কবিতাও আমার কাছে রয়েছে – যদিও ‘ধূসর পান্ডুলিপি’র অনেক কবিতার চেয়েই তাদের দাবী একটুও কম নয় – তবু সম্প্রতি আমার কাছে তারা ধূসরতর হয়ে বেঁচে র‌ইলো। আশ্বিন ১৩৪৩ – জীবনানন্দ দাশ।”
● কবিতাগুলি – ১) নির্জন স্বাক্ষর   ২) মাঠের গল্প   ২.১) মেঠো চাঁদ  ২.২) পেঁচা  ২.৩) পঁচিশ বছর পর  ২.৪) কার্তিকমাঠের চাঁদ  ৩) সহজ
৪) কয়েকটি লাইন  ৫) অনেক আকাশ   ৬) পরস্পর  ৭) বোধ  ৮) অবসরের গান   ৯) ক‍্যাম্পে  ১০) জীবন  ১১) ১৩৩৩   ১২) প্রেম  ১৩) পিপাসার গান  ১৪) পাখিরা   ১৫) শকুন
১৬) মৃত‍্যুর আগে   ১৭) স্বপ্নের হাতে
দ্বিতীয় সংস্করণ – ১৩৬৩ (১৯৫৬)
● প্রকাশক – দিলীপ কুমার গুপ্ত, সিগনেট প্রেস
● প্রচ্ছদ – সত‍্যজিৎ রায়
● কবিতা সংখ‍্যা – ১৭ + ১৪
● মূল‍্য – ৩ টাকা

৩) বনলতা সেন
● প্রথম প্রকাশ – পৌষ, ১৩৪৯ (ডিসেম্বর, ১৯৪২)
● প্রকাশক – জীবনানন্দ দাশ, বরিশাল
● প্রচ্ছদ – শ্রী শম্ভু সাহা
● কবিতা সংখ‍্যা – ১২
● মূল‍্য – ৪ আনা
দ্বিতীয় সংস্করণ – শ্রাবণ, ১৩৫৯ (১৯৫২)
● প্রকাশক – দিলীপকুমার গুপ্ত, সিগনেট প্রেস
● প্রচ্ছদ – সত‍্যজিৎ রায়
● কবিতা সংখ‍্যা – ১২ (প্রথম সংস্করণ) + ২ (মহাপৃথিবী) + ১৬(অপ্রকাশিত)
● মূল‍্য – ২ টাকা

৪) মহাপৃথিবী
● প্রথম প্রকাশ – ১৩৫১ (১৯৪৪)
● প্রকাশক – সত‍্যপ্রসন্ন দত্ত,
● উৎসর্গ – ‘প্রেমেন্দ্র মিত্র সঞ্জয় ভট্টাচার্য্য প্রিয়বরেষু’
● কবিতা সংখ‍্যা – ৩৫
● মূল‍্য – দেড় টাকা
● লেখকের ভূমিকা – ‘মহাপৃথিবীর’র কবিতাগুলো ১৩৩৬ থেকে ১৩৪৬৫-৪৮ ভিতর রচিত হয়েছিল; বিভিন্ন সাময়িক পত্রে বেরিয়েছে ১৩৪২ থেকে ১৩৫০এ। ‘বনলতা সেন’ ও অন‍্য কয়েকটি কবিতা বার হয়েছিল ‘বনলতা সেন’ ব‌ইটিতে। বাকী সব কবিতা আজ প্রথম ব‌ইয়ের মধ‍্যে স্থান পেল। ১৩৫১ শ্রাবণ – জীবনানন্দ দাশ।”
প্রথম সিগনেট সংস্করণ – বৈশাখ, ১৩৭৬ (১৯৬৯)
● প্রকাশক – দিলীপকুমার গুপ্ত
● প্রচ্ছদ – শ্রী পৃথ্বীশ গঙ্গোপাধ‍্যায়
● কবিতার সংখ‍্যা – ৩৯
★ বনলতা সেন গ্রন্থের আদি সংস্করণের ১২টি কবিতা বর্জিত। ‘আমিষাশী তরবার’ শীর্ষক সংযোজিত অংশে সতেরোটি নূতন কবিতা গ্রন্থিত, যা সম্পাদকের মতে ‘মহাপৃথিবী’র আদি কবিতাগুলির সমসাময়িক।

৫) সাতটি তারার তিমির –
● প্রথম প্রকাশ – অগ্রহায়ণ, ১৩৫৫ (১৯৪৮)
● প্রকাশক – আতাওর রহমান
● প্রচ্ছদ – সত‍্যজিৎ রায়
● উৎসর্গ – হুমায়ন কবির বন্ধুবরেষু।
● কবিতাসংখ‍্যা – ৪০
● মূল‍্য – আড়াই টাকা
প্রথম ভারবি সংস্করণ – ১৩৭৬ (১৯৬৯)
● প্রচ্ছদ – পূর্ণেন্দু পত্রী
● মূল‍্য – চার টাকা

৬) রূপসী বাংলা
● প্রথম সংস্করণ – আগস্ট, ১৯৫৭
● প্রকাশক – সিগনেট প্রেস।
● প্রচ্ছদ – শ্রী সত‍্যজিৎ রায়
● উৎসর্গ – আবহমান বাঙলা-বাঙালী।
● কবিতা সংখ‍্যা – ৬১
● মূল‍্য – তিন টাকা।

৭) বেলা অবেলা কালবেলা
● প্রথম প্রকাশ – বৈশাখ, ১৩৬৮ (১৯৬১)
● প্রকাশক – শ্রী অশোকানন্দ দাশ
● প্রচ্ছদ – শ্রী সত‍্যজিৎ রায়
● কবিতাসংখ‍্যা – ৩৯
● মূল‍্য – ৩ টাকা