বাংলা মকটেস্ট – ০৮
বিষয় – (unit – 9)ছন্দ অলঙ্কার
উত্তরপত্র
১) “সুন্দরি রাধে, আওয়ে বনি / ব্রজয়রমণীগণ মুকুটমনি” – একে ‘মৈথিলী ভাষার বিকার’ কে বলেছেন ?
A. প্রবোধচন্দ্র সেন
B. অমূল্যধন মুখোপাধ্যায়
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. অমিত্রসূদন ভট্টাচার্য
★ সঠিক উত্তর – C
২) “আমার জীবন” প্রবন্ধের প্রথম ভাগের প্রথম রচনার শুরুতে উল্লেখিত গানের শেষ চরণ দুটি চিহ্নিত করো
A. অকূল তরঙ্গে পড়ি / ভাসিছে রাসসুন্দরী / তোমার চরণ তরি বিনে
B. সহে না সহে না নাথ বিলম্ব সহে না / রাসসুন্দরীর দুঃখ হেরি প্রকাশ করুণা
C. অসার সংসার মাত্র সার ধর্ম্মপথ / তাহাতে রাসের যেন পূরে মনোরথ
D. তবু তব কীর্ত্তন করিতে সাধ মনে / রাসসুন্দরীকে দয়া কর নিজ গুণে
★ সঠিক উত্তর – D
৩) “যাঁহা যাঁহা নিকসয়ে তনু তনু জ্যোতি
তাঁহা তাঁহা বিজুরি চমকময় হোতি”
– কোন প্রকার অতিশয়োক্তি অলঙ্কার লক্ষণীয় ?
A. ভেদে অভেদ B. অভেদে ভেদ
C. সম্বন্ধে অসম্বন্ধ D. অসম্বন্ধে অসম্বন্ধ
★ সঠিক উত্তর – D
৪) ‘ল্যাবরেটরি’ গল্প অনুযায়ী ব্রিলিয়ান্টকে সাধু বাংলায় বলে –
A. মেধাবী B. মেধাসম্পন্ন
C. অধ্যাবসায়ী D. দেদীপ্যমান
★ সঠিক উত্তর – D
৫) মন্তব্য – সাধু বাংলায় শব্দ পদে পদেই বন্ধুর হয়ে ওঠে।
যুক্তি – সাধু বাংলায় হসন্তের প্রাদুর্ভাব বেশি।
A. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – A
৬) “কলম চালানো আমার শখ, কাগজ চালানো আমার ব্যবসা নয়” – মন্তব্যটি কার ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. প্রমথ চৌধুরি
C. গোকুল নাগ
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
★ সঠিক উত্তর – B
৭) মন্তব্য – রূপকের মতো অপহ্নতিতে অভেদ কল্পনা করা যায় না।
যুক্তি – উপমেয়কে অস্বীকার করার অর্থ ভেদটাকে অসম্ভব করে তোলার প্রয়াস।
A. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
৮) সঠিক নির্দেশটি চিহ্নিত করো –
i) গাঁতায় খাটার প্রসঙ্গ তুলেছিল – বরকত।
ii) গাঁতায় খাটার প্রসঙ্গ ভালো লাগেনি – ফকিরের।
iii) সব ফসল দিয়ে দেবে বলেছে – সুজন।
iv) জমির অর্ধেক ফসল দেবে বলেছে – দিগম্বর।
A. i, ii. B. ii, iii
C. i, iv D. ii, iv
★ সঠিক উত্তর – D
৯) “আসন দিলে অনাহুতে
ভাষণ দিলে বীণাতানে
বুঝি গো তুমি মেঘদূতে
পাঠিয়েছিলে মোর পানে।”
– ছন্দের মাত্রাগণনা করো
A. ৩ + ২ + ৪
B. ২ + ২ + ৪
C. ৪ + ৩ + ২
D. ৩ + ৩ + ৩
★ সঠিক উত্তর – A
১০) ‘চিত্রা’ কাব্যগ্রন্থের ‘মৃত্যুর পরে’ কবিতাটি পান্ডুলিপিতে কবি কী নামে রচনা করেছিলেন ?
A. শান্তি
B. শেষ পুরস্কার
C. স্মৃতি
D. শেষ কথা
★ সঠিক উত্তর – A
১১) ইংরাজি ‘Epigram’ অলঙ্কারের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় কোন অলঙ্কারের ?
A. সমাসোক্তি
B. বিরোধাভাস
C. ভ্রান্তিমান
D. বিভাবনা
★ সঠিক উত্তর – B
১২) ‘জীবনস্মৃতি’ প্রবন্ধে ফাদার হেনরির প্রসঙ্গ আছে কোন পর্বে ?
A. ঘরের পড়া
B. সাহিত্যের সঙ্গী
C. বাংলা শিক্ষার অবসান
D. প্রত্যাবর্তন
★ সঠিক উত্তর – D
১৩) A B
a) সাদৃশ্যের কারণে সংশয় i) ভ্রান্তিমান
b) সাদৃশ্যবশত ভ্রম ii) বিভাবনা
c) কার্য ও কারণের মধ্যে iii) উৎপ্রেক্ষা
বৈষম্য
d) কারণ ছাড়া কার্য iv) বিষম
সংকেত –
A. a) – i b) – iii. c) – iv d) – ii
B. a) – iii b) – i. c) – ii d) – iv
C. a) – iv b) – i. c) – ii d) – iii
D. a) – iii b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
১৪) ‘টিনের তলোয়ার’ নাটকে কোন নাটকের উল্লেখ নেই ?
i) শর্মিষ্ঠা ii) কৃষ্ণকুমারী iii) সধবার একাদশী iv) চিত্তাভিষেক v) জামাই বারিক
vi) ময়ূর বাহন
A. i, ii,. v
B. ii, iii,. vi
C. iii,. iv, v
D. ii, iv, v
★ সঠিক উত্তর – D
১৫) ছন্দ নিদর্শন
i) প্রত্নকলাবৃত্ত a) পুনশ্চ কাব্য
ii) পয়ারবন্ধ b) জাতীয় সংগীত
iii) গদ্যছন্দ c) ভুলভাঙা কবিতা
iv) কলাবৃত্ত d) নিষ্ফল কামনা
সংকেত –
A. i) – b. ii) – d. iii) – a iv) – c
B. i) – d. ii) – c iii) – b iv) – a
C. i) – b ii) – a iii) – d iv) – c
D. i) – c ii) – d iii) – a iv) – b
★ সঠিক উত্তর – A
১৬) ‘শুয়োপোকার খোলস ঝরে গেলো, বেরিয়ে এল ক্ষণকালীন প্রজাপতি’ – কোন পত্রিকা সম্পর্কে বলা ?
A. কল্লোল পত্রিকা
B. কবিতা পত্রিকা
C. প্রগতি পত্রিকা
D. ধূপছায়া পত্রিকা
★ সঠিক উত্তর – C
১৭) ‘স্ত্রীর পত্র’ গল্পে মৃণাল বাড়ি ছেড়েছিল কত বছর বয়সে ?
A. ১৫ বছর B. ২৫ বছর
C. ২৭ বছর D. ৩৭ বছর
★ সঠিক উত্তর – C
১৮) “কবিতা, তোমায় দিলাম আজকে ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।”
– কবিতায় কোন দুটি অলঙ্কারের দৃষ্টান্ত লক্ষ্যণীয় ?
A. সমাসোক্তি ও ব্যাজস্তুতি
B. ব্যাজস্তুতি ও ব্যতিরেক
C. সমাসোক্তি ও বাচ্যোৎপ্রেক্ষা
D. ব্যাজস্তুতি ও বাচ্যোৎপ্রেক্ষা
★ সঠিক উত্তর – C
১৯) রাসসুন্দরী দেবীর ‘অধিকারী মশায়’ সম্বোধন করেছেন কাকে ?
A. ভগবানকে
B. স্বামীকে
C. গোমস্তাকে
D. বড় ছেলেকে
★ সঠিক উত্তর – A
২০) ‘ছন্দ’ নিয়ে লেখা ‘ছন্দ:কুসুম’ গ্রন্থের রচয়িতা –
A. কৃষ্ণকমল ভট্টাচার্য্য
B.ভুবনমোহন রায়চৌধুরী
C. তারাপদ ভট্টাচার্য্য
D. নরহরি চক্রবর্ত্তী
★ সঠিক উত্তর – B
২১) উৎপ্রেক্ষা অলঙ্কারের যেটি বৈশিষ্ঠ্য নয় –
A. উপমা ও উপমানে প্রবল সাদৃশ্য থাকে
B. প্রবল সাদৃশ্যের কারণে উপমেয়কে উপমান বলে ভ্রম
C. উপমান উপমেয়র থেকে উজ্জ্বলতর
D. উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা
★ সঠিক উত্তর – D
২২) “আমার শিক্ষক আমি নিজেই নির্বাচন করি” – বক্তা কে ?
A. বেণীমাধব
B. চিত্রকর
C. বনমালী
D. সীতানাথ
★ সঠিক উত্তর – B
২৩) “পাড়াতে এসেছে এক নাড়ী টেপা ডাক্তার
দূর থেকে দেখা যায় অতি উঁচু নাক তার”
i) পর্ব – ৩ মাত্রা iii) পঙক্তি – দ্বিপদী
ii) পদ – ২ পর্ব iv) রীতি – দলবৃত্ত
উপরোক্ত তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প চিহ্নিত করো –
A. i ও ii সঠিক
B. কেবল i ভুল
C. ii ও iii সঠিক
D. কেবল iv সঠিক
★ সঠিক উত্তর – C
২৪) ‘জাপান যাত্রী’ গ্রন্থে সূর্যবন্দনার ছবিটি কে এঁকেছিলেন ?
A. টাইক্কন B. য়োকোয়ামা
C. শিমোমুরা D. কারুজাওয়া
★ সঠিক উত্তর – C
২৫) A. B
a) অসম্বর অম্বর অম্বর i) শ্লেষ
গড়ে শিরে
b) বাজে পূরবীর ছন্দে ii) লাটানুপ্রাস
রবির / শেষ রাগিণীর বীণ
c) কেড়ে রেখেছিনু বক্ষে iii) যমক
তোমার কমল কোমল পাণি
d) গাছে গাছে ফুল / ফুলে iv) ছেকানুপ্রাস
ফুলে অলি
A. a) – ii. b) – iv. c) – i. d) – iii
B. a) – iv. b) – i. c) – ii. d) – iii
C. a) – iii. b) – i. c) – iv. d) – ii
D. a) – ii. b) – iii. c) – iv d) – iii
★ সঠিক উত্তর – C
২৬) ‘মুক্তধারা’ নাটকে বিভূতির রথযাত্রার জন্য রথ চাওয়া হবে কার থেকে ?
A. হরিশ সামন্ত
B. বিশাই সামন্ত
C. কৈলাস পন্ডিত
D. বেঙ্কটবর্মা
★ সঠিক উত্তর – B
২৭) বাঙালি কবিরা অক্ষরের দাসত্বে বন্দি বলে দোষ দিয়েছেন কে ?
A. মাইকেল মধুসূদন দত্ত
B. প্রবোধচন্দ্র সেন
C. তারাপদ ভট্টাচার্য্য
D. রবীন্দ্রনাথ ঠাকুর
★ সঠিক উত্তর – B
২৮) রামমোহন রায় সহমরণ বিষয়ক প্রবন্ধে প্রমাণ হিসাবে যে গ্রন্থের উল্লেখ করেননি –
A. বেদ B. গীতা
C. উপনিষদ D. বেদাঙ্গ
★ সঠিক উত্তর – D
২৯) রাসসুন্দরী দেবীর স্বামীর মৃত্যু সম্পর্কিত ভুল তথ্যটি চিহ্নিত করো
A. স্বামীর নাম – সীতানাথ সরকার
B. স্বামী মারা যান ১২৭৫ সালের ৩০শে মাঘ
C. ১২৭৫ সালের ৩০ শে মাঘ ছিল শিবচতুর্দ্দশীর দিন
D. লেখিকা ৫৯ বছর বয়সে স্বামী হারিয়েছিলেন।
E. লেখিকার স্বামী মারা যান বেলা আড়াইটার সময়
★ সঠিক উত্তর – B
৩০) ভুল তথ্যটি চিহ্নিত করো –
A. সংস্কৃত ছন্দ থেকে বাংলা ছন্দ এসেছে।
B. সংস্কৃত ছন্দ কথার অর্থ হল ইচ্ছা।
C. সংস্কৃতে মূল ছন্দ: ও ছন্দ দুই শব্দের অর্থ এক ছিল না।
D. রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দের প্রকৃতি প্রবন্ধে ‘ছন্দ’ শব্দের ব্যুৎপত্তি নিয়ে আলোচনা করেছেন।
★ সঠিক উত্তর – C
৩১) “এই চিঠিটা বিধুবাবুর বাড়িতে পৌঁছে দিবি” – সীতানাথ বিজয়কে কখন চিঠি পৌঁছে দেবার কথা বলেছিল ?
A. পৌনে আটটা
B. সাড়ে আটটা
C. পৌনে নটা
D. সাড়ে দশটা
★ সঠিক উত্তর – C
৩২) শ্যামাপদ চক্রবর্তীর মতে, উপমার চরম পরিণতি কোন অলঙ্কারে ?
A. অতিশয়োক্তি B. স্বভাবোক্তি
C. রূপক D. অনুপ্রাস
★ সঠিক উত্তর – A
৩৩) রাজেন্দ্রলাল মিত্রর কোন প্রবন্ধ ভারতীতে ছাপা হয়েছিল ?
A. যমের দুয়ার B. পথের কুকুর
C. ঘর দুয়ার D. যমের কুকুর
★ সঠিক উত্তর – D
৩৪) কখ – কখ – গঘ – চছ – চছ – জজ – সনেটের এই মাত্রাভেদ কোন রীতিকে নির্দেশ করে ?
A. পেত্রার্কীয় সনেট
B. ফরাসি সনেট
C. শেক্সপীয়রীয় সনেট
D. গৈরিশ সনেট
★ সঠিক উত্তর – C
৩৫) অলঙ্কার প্রথম বক্তা
a) বক্রোক্তি i) উদ্ভট
b) শ্লেষ ii) ভামহ
c) কাকু বক্রোক্তি iii) বামন
d) পুনরুক্ত বদাভাস iv) রুদ্রট
A. a) – iii. b) – i. c) – iv. d) – ii
B. a) – iv. b) – iii. c) – i. d) – ii
C. a) – ii. b) – iii. c) – iv. d) – i
D. a) – iv. b) – i. c) – ii d) – iii
★ সঠিক উত্তর – C
৩৬) মন্তব্য – ইংরাজি নভেল শব্দের বাংলা প্রতিশব্দ হিসাবে নবন্যাস কথাটিকে প্রাবন্ধিক সম্পূর্ণ রূপে অপরিহার্য বলেছেন।
যুক্তি – নবন্যাস বললে সংস্কৃতে নূতন গচ্ছিত ধান বোঝায়।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
৩৭)
a) বারে বারে যায় চলিয়া i) ৪ + ৫
ভাসায় নয়ন নীরে সে
b) মোর বনে ওগো গরবী ii) ৬ + ৩
এলে যদি পথ ভুলিয়া
c) আলো এল যে দ্বারে তব iii) ৪ + ৪ + ১
ওগো মাধবী বন ছায়া
d) গোধূলির রাগে মানসী iv) ৫ + ৪
সুরে যেন এল সাজিয়া
সংকেত :
A. a – ii b) – i c) – iv d) – iii
B. a – iii b) – iv c) – i d) – ii
C. a – iv b) – i c) – iv d) – iii
D. a – ii b) – iii c) – iv d) – i
★ সঠিক উত্তর – B
৩৮) a) ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছেন – সীতেন্দ্রনাথকে।
b) কাব্যটির প্রচ্ছদ অঙ্কন করেছেন – যামিনী রায়।
c) কাব্যটিতে মোট ৫০ টি কবিতা আছে।
d) কাব্যটির প্রথম কবিতা কোপাই।
A. a – √ b – × c – × d – ×
B. a – × b – √ c – √ d – ×
C. a – √ b – √ c – × d – √
D. a – × b – × c – √ d – √
★ সঠিক উত্তর – D
৩৯) কোন অলঙ্কারগুলি সাদৃশ্যমূলক অলঙ্কার নয় ?
i) ব্যতিরেক ii) বিষম iii) নিশ্চয়
iv) স্বভাবোক্তি v) সন্দেহ vi) ব্যাজস্তুতি
সংকেত –
A. i, iv
B. ii, v, vi
C. iii, v
D. ii, iv, vi
★ সঠিক উত্তর – D
৪০) বাংলা ছন্দ দশ মাত্রাকে মেনেছে, নয়মাত্রাকে মানেনি। এই মত কে পোষণ করেছেন ?
A. অমূল্যধন মুখোপাধ্যায়
B. শৈলেন্দ্র কুমার মুখোপাধ্যায়
C. দ্বিজেন্দ্রলাল রায়
D. সত্যেন্দ্রনাথ দত্ত
★ সঠিক উত্তর – A
৪১) ‘ঘরেতে ভ্রমর এল’ গানটি অচলায়তন ছাড়া আর কোন রবীন্দ্রনাটকে শোনা যায় ?
A. গুরু
B. প্রায়শ্চিত্ত
C. বসন্ত
D. তাসের দেশ
★ সঠিক উত্তর – D
৪২) ‘জাপানযাত্রী’ প্রবন্ধে রবীন্দ্রনাথ কবে সিঙ্গাপুরে পৌঁছেছিলেন ?
A. ২রা বৈশাখ B. ২৪শে বৈশাখ
C. ২রা জ্যৈষ্ঠ D. ২৪শে জ্যৈষ্ঠ
★ সঠিক উত্তর – C
৪৩) মন্তব্য – তিন মাত্রার ছন্দে ইচ্ছে মতো থামা চলে না।
যুক্তি – তিনমাত্রা এমন মাত্রা যা আরেকটা ৩ মাত্রা পেলে তবেই দাঁড়াতে পারে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D
৪৪) “কালো জলে ঢালিতে সই কালা পড়ে মনে
নিরবিধি দেখি কালা শয়নে স্বপনে।।
কালো কেশ এলাইয়া বেশ নাহি করি
কালো অঞ্জন আমি নয়নে না পরি।”
– এখানে উপমেয় কী ?
A. কালা B. কালো জল
C. কেশ D. অঞ্জন
★ সঠিক উত্তর – A
৪৫) ‘বাস্তব’ প্রবন্ধে উল্লেখিত ‘পৈতাসংহার কাব্য’ রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লিখবেন ভেবেছিলেন ?
A. কুলীন ব্রাহ্মণদের পৈতা সমস্যা
B. ব্রাহ্মণ কায়স্থদের পৈতা বিবাদ
C. পৈতার উৎপত্তি ও ব্যবহার
D. ব্রাহ্মণ বৈশ্যদের পৈতাকেন্দ্রিক বিভাজন
★ সঠিক উত্তর – B
৪৬) রবীন্দ্রনাথের ছন্দ সম্পর্কিত প্রবন্ধগুলি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ‘ছন্দ’ গ্রন্থ অনুসরণে প্রবন্ধ ও প্রথম প্রকাশ সম্পর্কিত তথ্যগুলোর উভয় স্তম্ভ মেলাও –
A. B
a) ছন্দের অর্থ i) পরিচয়, কার্তিক ১৩৩৯
b) ছন্দের মাত্রা ii) সবুজ পত্র, চৈত্র, ১৩৩৪
c) সংগীত ও ছন্দ iii) পরিচয়, কার্তিক, ১৩৪৫
d) চলতি ভাষার ছন্দ iv) সবুজ পত্র,
১৩২৪, ভাদ্র
A. a) – iv b) – ii. c) – i. d) – iii
B. a) – iii b) – i c) – ii d) – iv
C. a) – iv b) – iii c) – iv d) – ii
D. a) – ii b) – i c) – iv d) – iii
★ সঠিক উত্তর – D
৪৭) “তুমি নাকি কবিতা লেখ” – এই কথাটি রবীন্দ্রনাথকে কে বলেছেন ?
A. গোবিন্দবাবু
B. সাতকড়িবাবু
C. সীতানাথ বাবু
D. ব্রজবাবু
★ সঠিক উত্তর – A
৪৮) কোনটি অপহ্নতি অলঙ্কারের দৃষ্টান্ত ?
A. এ শুধু চোখের জল, এ নহে ভৎসর্না
B. এ যে বেণী, ফণী নয়, নহে জটাজুট
C. পুষ্প ও নয়, রঙিন রাগে ঝঙ্কৃত স্বপন
D. অসীম নীরদ নয় ওই গিরি হিমালয়
★ সঠিক উত্তর – C
৪৯) ফরাসি কবি পল ভারলেন সম্বন্ধে যেমন বলা চলে না যে he paints with sound. তেমনি এই কথা কোন বাঙালি কবি সম্পর্কে বলা চলে ?
A. ঈশ্বর গুপ্ত
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. সত্যেন্দ্রনাথ দত্ত
D. মাইকেল মধুসূদন দত্ত
★ সঠিক উত্তর – C
৫০) ‘সে কি আর বলতে হয়, অমন আর দুটি নেই’ – কীসের কথা বলা হয়েছে ?
A. কৃষ্ণমণির মতো ধূর্ত
B. হাওয়ান আলীর মতো নিষ্ঠুর
C. নূরন্নেহারের মতো স্ত্রীলোক
D. আবু মোল্লার মতো অভাগা
★ সঠিক উত্তর – C
৫১) ‘ক’ অলঙ্কারের ক্ষেত্রে উপমানকে অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয়।
কিন্তু ‘খ’ অলঙ্কারে উপমেয় ও উপমান কাউকেই প্রতিষ্ঠা করা হয় না,উভয়ক্ষেত্রেই সংশয় প্রকাশ করা হয়।
ক ও খ ক্রমানুসারে চিহ্নিত করো –
A. অপহ্নতি ও সন্দেহ
B. নিশ্চয় ও সন্দেহ
C. সন্দেহ ও নিশ্চয়
D. নিশ্চয় ও অপহ্নতি
★ সঠিক উত্তর – B
৫২) ‘দেখিবারে আঁখি পাখি ধায়’ – পদকেন্দ্রিক সঠিক মন্তব্যটি নির্দেশ করো।
A. পদটি জ্ঞানদাসের
B. পদটি ‘সাহিত্যের তাৎপর্য’ প্রবন্ধে উল্লেখ আছে।
C. প্রবন্ধটি ‘সাহিত্যের পথে’ প্রবন্ধ সংকলনের অন্তর্গত
D. প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় পৌষ, ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল।
★ সঠিক উত্তর – B
৫৩) A. B
a) পূর্ণ যতি i) দল
b) অর্ধ যতি ii) পর্ব
c) লঘু যতি iii) পদ
d) অনু যতি iv) পঙক্তি
সংকেত –
A. a) – iv. b) – iii c) – ii d) – i
B. a) – iii b) – iv c) – ii d) – i
C. a) – iv. b) – i c) – ii d) – ii
D. a) – ii. b) – i c) – iv d) – iii
★ সঠিক উত্তর – A
৫৪)
মন্তব্য – লেখিকাকে তাঁর স্বামী ভবতারিণী বলে উপহাস করেছিলেন।
যুক্তি – লেখিকা সামসুল হুদ্দার সঙ্গে ঝামেলা নিষ্পত্তি করে দিয়েছিলেন।
A. মন্তব্য – শুদ্ধ যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – C
৫৫) “গন্ধটুকু সন্ধ্যাবায়ে রেখার মতো রাখি” – অলঙ্কারের কোন অঙ্গ অনুপস্থিত ?
A. উপমেয় B. উপমান
C. তুলনাবাচক শব্দ D. সাধারণ ধর্ম
★ সঠিক উত্তর – D
৫৬)
a) রবীন্দ্রনাথ যখন কাব্য রচনা শুরু করেন তখন বাংলা সাহিত্যে প্রাকৃত ভাষার আধিপত্য।
b) তাঁর ‘রাহুর প্রেম’ কবিতায় যুগ্মধ্বনি বর্জনের প্রয়াস দেখা যাবে।
c) ‘মানসী’ লেখার সময় যুগ্মধ্বনিকে ২ মাত্রার মূল্য দিয়েছেন।
d) রবীন্দ্রনাথেরও প্রথম দিকে দুই মাত্রামূলক ছন্দ রচনার দিক স্বাভাবিক ঝোঁক ছিল।
A. a) – √. b) – ×. c) – √ d) – ×
B. a) – ×. b) – √ c) – √ d) – ×
C. a) – √. b) – ×. c) – ×. d) – √
D. a) – ×. b) – × c) – × d) – √
★ সঠিক উত্তর – B
৫৭) সঠিক বিকল্প চিহ্নিত করো –
a) কল্লোল পত্রিকার বার্ষিক মূল্য – ২টাকা
b) ‘কল্লোল’ পত্রিকার প্রচ্ছদ আঁকতেন – দীনেশ গুপ্ত
c) সবুজ পত্র পত্রিকার বার্ষিক মূল্য – ৩টাকা ৬ আনা।
d) সবুজ পত্র পত্রিকার প্রথম প্রচ্ছদ এঁকেছিলেন – নন্দলাল বসু।
A. কেবল c অশুদ্ধ
B. a ও d শুদ্ধ
C. কেবল d শুদ্ধ
D. a ও c অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
৫৮) অলঙ্কার প্রসঙ্গে মূলকথাগুলি প্রথম কে বলেন ?
A. দন্ডী B. বামন
C. ভামহ D. ভরত মুনি
★ সঠিক উত্তর – B
৫৯) ‘ঘরে বাইরে’ উপন্যাস অবলম্বনে সন্দীপের গান ও কবিতাগুলির ক্রমানুসারে সাজাও –
1. ওগো আপন যারা কাছে টানে
2. আমায় ভালোবাসবে না সে
3. এসো পাপ, এসো সুন্দরী
4. বধূর লাগি কেশে আমি
5. আমার নিকড়িয়া রসের রসিক
A. 3 – 5 – 1 – 4 – 2
B. 4 – 1 – 2 – 5 – 3
C. 4 – 3 – 1 – 5 – 2
D. 1 – 4 – 5 – 2 – 3
★ সঠিক উত্তর – A
৬০) “কেশে আমার পাক ধরেছে বটে
তাহার পানে নজর এত কেন”
ছন্দটির মাত্রা সংখ্যা নির্ণয় করো –
A. 18 মাত্রা B. 20 মাত্রা
C. 22 মাত্রা D. 24 মাত্রা
★ সঠিক উত্তর – B
—-