স্পেশাল ক্লাস : ইউনিট – ১০
বিষয় – উজ্জ্বলনীলমণি
তাং – ২৮/০৩/২০২১
১)
a) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত।
b) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থটির টীকাগ্রন্থের নাম ‘লোচনরজনী’।
c) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থটির রচয়িতার প্রকৃত নাম অমর।
d) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থটির রচনা সমাপ্ত করেন ১৫৫২খ্রি:।
সংকেত –
A. a – √. b – √. c – × d – ×
B. a – √. b – ×. c – √ d – √
C. a – ×. b – ×. c – × d – √
D. a – √. b – ×. c – × d – ×
★ সঠিক উত্তর – D
২) “একই নাগর বহুতর নাগরী।
কুন্ঠিত মানস হৈয়ল মুরারি।।”
– এখানে কোন প্রকার নায়কের গুণ প্রকাশ পেয়েছে ?
A. অনুকূল B. দক্ষিণ
C. শঠ D. ধৃষ্ট
★ তোমার উত্তর – B
৩) মন্তব্য – মুখ্যরসে স্বকীয়া রমণী অবাঞ্ছিত হলেও ব্রজদেবীগণের ক্ষেত্রে তা প্রযুক্ত নয়।
যুক্তি – বিশেষ রস আস্বাদনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ঐ সকল নারীর আবির্ভাব করিয়েছিলেন।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ তোমার উত্তর – C
৪) নিম্নলিখিত তথ্যগগুলি কোন অবস্থাকে প্রকাশ করছে ?
i) লজ্জা এই অবস্থার প্রকাশে বাধা সৃষ্টি করে।
ii) অসূয়া এই পর্যায়ে উদ্ভূত সঞ্চারীভাব নয়।
iii) প্রিয়তমের প্রতি ব্যবধান রক্ষিত হয় এই অবস্থায়।
iv) এটি বিপ্রলম্ভের একটি প্রকার।
A. পূর্বরাগ
B. প্রবাস
C. প্রেমবৈচিত্ত্য
D. মান
★ তোমার উত্তর – A
৫) A. উন্মত্তা B. বিকলা
C. চকিতা D. নিন্দয়া
এর মধ্যে কোনটি উৎকন্ঠিতা নায়িকার লক্ষণ নয় ?
★ তোমার উত্তর – D
৬) বিষয় প্রকার
a) মানভেদে নায়িকা i) 2
b) শ্রবণজাত পূর্বরাগ. ii) 3
c) অনুমান ভেদে মান. iii) 4
d) পরকীয়া নারী. iv) 5
সংকেত –
A. a – ii. b – iv. c – iii. d – i
B. a – i b – iii. c – iv d – ii
C. a – ii. b – iii. c – iv. d – i
D. a – ii. b – iii c – iv. d – i
★ তোমার উত্তর – A
৭) মন্তব্য – ভরত মুনির উদ্ভাবিত বিচার বিশ্লেষণ পদ্ধতি গৌড়ীয় বৈষ্ণবগণ স্বীকার করলেও ভরতমুনি কথিত সাতটি রস তারা স্বীকার করেনি।
যুক্তি – গৌড়ীয় বৈষ্ণবমতে ওই রসসমূহ অলৌকিক।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ তোমার উত্তর – D
৮) মানের কারণ না থাকলেও নায়ক নায়িকার উভয়েরই মনে একসঙ্গে যে মানের উদ্ভব হয় তাকে কী বলে ?
A. আদ্যমান
B. প্রণয়মান
C. যুগপৎ মান
D. নির্হেতু মান
★ তোমার উত্তর – C
৯) নায়িকার অবস্থার সঠিক ক্রমটি উল্লেখ করো –
1. উৎকন্ঠিতা 2. কলহন্তরিতা
3. বাসরসজ্জিকা 4. খন্ডিতা
5. বিপ্রলব্ধা
সংকেত –
A. 3 – 1 – 4 – 5 – 2
B. 1 – 3 – 5 – 4 – 2
C. 1 – 3 – 4 – 2 – 5
D. 1 – 3 – 4 – 5 – 2
★ তোমার উত্তর – A
১০) সঠিক তথ্যটি উল্লেখ করো –
i) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থে পরকীয়া নারীর সংখ্যা – ১৯০ জন।
ii) স্বকীয়া মহিষীর সংখ্যা – ১৬, ১০৬ জন।
iii) প্রধান মহিষীদের সংখ্যা – ৮ জন
iv) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থে নায়িকা সংখ্যা – ৩৫০ জন।
A. কেবল i অশুদ্ধ
B. ii ও iii শুদ্ধ
C. কেবল iii শুদ্ধ
D. ii ও iv অশুদ্ধ
★ তোমার উত্তর – C
১১) গম্ভীর, বিনয়ী, আত্মপ্রত্যয় বিশিষ্ট, ক্ষমাশীল দয়ালু, নিরহঙ্কার সম্পন্ন নায়ক হলেন –
A. ধীরললিত নায়ক
B. ধীরোদাত্ত নায়ক
C. ধীরশান্ত নায়ক
D. ধীরোদ্ধত নায়ক
★ তোমার উত্তর – B
১২) প্রকার স্বরূপ
a) রসাক্রান্তবল্লভা i) নায়ক নিজের
নায়িকা আজ্ঞানুবর্তিনী
b) সন্ততাশ্রবকেশবা ii) রতিক্রীড়ায় অতিশয়
উৎসুক
c) উরুরতোৎসুকা iii) প্রেমরসে প্রিয়তমকে
আক্রমণ
d) স্বাধীনভর্ত্তৃকা iv) নায়ককে নির্দেশ
অনুযায়ী চলতে আগ্রহন্বিতা করা
সংকেত –
A. a – iii,. b – i c – ii d – iv
B. a – ii, b – iv c – i d – iii
C. a – iv. b – ii c – iii d – i
D. a – iii, b – iv c – ii d – i
★ তোমার উত্তর – D
১৩) মন্তব্য – কনিষ্ঠা নায়িকা সর্বদাই মুগ্ধা হয়।
যুক্তি – কন্যার কোনো অবস্থান্তর নেই।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ তোমার উত্তর – C
১৪) নায়কের প্রতি নায়কের তূষ্ণীভাব অবলম্বন করে মান উপশমের উপায়কে কী বলে ?
A. সাম B. ভেদ
C. নতি D. উপেক্ষা
★ তোমার উত্তর – D
১৫) “নব অনুরাগিণী রাধা
কছু নাহি মানয়ে বাধা
একলি কয়লি পয়ান
পন্থ বিপথ নাহি মান।”
– এখানে নায়িকার কোন অবস্থার প্রকাশ পেয়েছে ?
A. অভিসারিকা B. উৎকন্ঠিতা
C. স্বাধীনভর্ত্তৃকা D. বিপ্রলব্ধা
★ তোমার উত্তর – A
১৬) i) লজ্জা ও রতিলিপ্সা দুইই সমান
ii) তারুণ্যশালিনী
iii) সুরতসম্ভোগে সক্ষমা
iv) কিঞ্চিৎপ্রগলভা বচনা
– কোন প্রকার নায়িকার বৈশিষ্ঠ্য ?
A. মুগ্ধা B. মধ্যা C. ধীরা D. প্রগলভা
★ তোমার উত্তর – B
১৭) সেবার উৎকর্ষজনিত যে গর্ব তাকে কী বলে ?
A. অমর্ষ B. অসূয়া C. দর্প D. মদ
★ তোমার উত্তর – D
১৮) শ্রীকৃষ্ণ চরিত্রগত অনুযায়ী নায়কের কোন শ্রেণিভেদের অন্তর্গত ?
A. ধীরললিত নায়ক
B. ধীরশান্ত নায়ক
C. ধীরোদাত্ত নায়ক
D. ধীরোদ্ধত নায়ক
★ তোমার উত্তর – C
১৯) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থে নায়িকা প্রকরণে যে ভেদে নায়িকাসংখ্যা গণনা করা হয়েছে তার সঠিক ক্রম চিহ্নিত করো
1. মুগ্ধা – মধ্যা – প্রগলভা ভেদে
2. অষ্ট অবস্থা ভেদে
3. ধীরাদিভেদে
4. উত্তমা – মধ্যমা – কনিষ্ঠা ভেদে
5. স্বীয়া পরোঢ়া ভেদে
A. 5 – 1 – 3 – 2 – 4
B. 1 – 3 – 5 – 4 – 2
C. 3 – 1 – 5 – 4 – 2
D. 1 – 5 – 3 – 2 – 4
★ তোমার উত্তর – A
২০) কোনটি স্বকীয়া নায়িকার বৈশিষ্ঠ্য নয় ?
A. পতির আজ্ঞানুবর্তিনী
B. গৃহিণীরূপে গৃহে নিয়ত অধিষ্ঠান
C. পতিব্রতা
D. পরিজনবর্গের প্রতি প্রেমে অবিচলিতা
★ তোমার উত্তর – D
২১) মন্তব্য – প্রাদুর্ভাব সম্পন্ন সম্ভোগ সর্বাপেক্ষা তৃপ্তিকর হয়।
যুক্তি – প্রাদুর্ভাব সম্পন্ন সম্ভোগ মানের পর হয়।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ যুক্তি – শুদ্ধ
★ তোমার উত্তর – A
২২) “কাঁহা নখচিহ্ন চিহ্নলি তুঁহু সুন্দরী
এহ নব কুঙ্কুম রেখ”
– এখানে নায়িকার কোন প্রকার অবস্থার প্রকাশ পেয়েছে ?
A. উৎকন্ঠিতা
B. খন্ডিতা
C. কলহন্তরিতা
D. প্রোষিতভর্তৃকা
★ তোমার উত্তর – B
২৩) নিম্নলিখিত কোন নায়িকা যূথেশ্বরী নয় ?
A. ভদ্রা B. লীলা C. পদ্মা D. তারা
★ তোমার উত্তর – C
২৪) পূর্বরাগজনিত দশার
দশা স্বরূপ
i) জাগর্যা a) দৈহিক কৃশতা
ii) তাণব b) অসহিষ্ণুতা
iii) বৈয়গ্র্য c) আনমনা
iv) মোহ d) নিদ্রাহীনতা
v) জড়িমা e) চিত্তের নিষ্ক্রিয়তা
সংকেত –
A. i) – d. ii) – b. iii) – e. iv) – c. v) – a
B. i) – e ii) – d iii) – a iv) – b. v) – a
C. i) – a. ii) – d iii) – e. iv) – c. v) – b
D. i) – d. ii) – a. iii) – b. iv) – e. v) – c
★ তোমার উত্তর – D
২৫) ধীরোদ্ধত নায়কের একটি বিশেষ গুণ ‘মৎসরী’। ‘মৎসরী’ কথার অর্থ কী ?
A. বলশালী B. অন্যশুভদ্বেষী
C. অহংকারী D. আত্মশ্লাঘাকারী
★ তোমার উত্তর – B
২৬) দবীরখাস ও সাকরমল্লিক – এই পদবীভ্রমে রূপ ও সনাতন দুই ভাই মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন বলে ভুল করেছিলেন কে ?
A. সুকুমার সেন
B. দীনেশচন্দ্র সেন
C. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
D. শশীভূষণ দাশগুপ্ত
★ তোমার উত্তর – B
২৭) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থে নায়কভেদ প্রকরণের শুরুতেই নায়কের করটি গুণ উল্লেখ আছে ?
A. ২০ টি C. ২৪টি
B. ৩০টি D. ৩৬টি
★ তোমার উত্তর – C
২৮) শুদ্ধ – অশুদ্ধ নির্ণয় করো
a) ললিতার অপর নাম সোমাভা।
b) মঙ্গলা-বিমলা – লোকপ্রসিদ্ধ নিত্যপ্রিয়া।
c) নিত্যপ্রিয়া যৌথিকী নায়িকার অন্তর্গত।
d) সাধনপরা দেবীরূপে বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলেন।
সংকেত –
A. a – ×. b – √. c – ×. d – ×
B. a – √. b – × c – √ d – ×
C. a – √ b – ×. c – ×. d – √
D. a – ×. b – √. c – ×. d – √
★ তোমার উত্তর – A
২৯) মন্তব্য – পুরুষ অপেক্ষা নারীর মনে সহজে পূর্বরাগ প্রকটিত হয়।
যুক্তি – নারী স্বভাবত লজ্জাশীলা হয়।
সংকেত –
A. মন্তব্য – অশুদ্ধ যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ যুক্তি – শুদ্ধ
★ তোমার উত্তর – B
৩০) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থের ‘উজ্জ্বল’ কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে ?
A. পীতমঞ্জুরি B. রসমঞ্জুরি
C. প্রেমবিলাস D. নাট্যশাস্ত্র
E. ভক্তিরসামৃতসিন্ধু
★ তোমার উত্তর – D
—–