স্পেশাল ক্লাস : ইউনিট – ১০
বিষয় – পোয়েটিকস ও উজ্জ্বলনীলমণি

উত্তরপত্র

১) ট্রাজেডি কোন দুটি উপাদান মহাকাব‍্যে নেই ?
A. কাহিনি ও দৃশ‍্য
B. কাহিনি ও চরিত্র
C. সংগীত ও দৃশ‍্য
D. অভিপ্রায় ও সংগীত
★ সঠিক উত্তর – C

২) অ্যারিস্টটল কাব‍্যকে সম্মান দিয়েছিল কারণ কাব‍্য –
A. আনন্দদায়ক
B. দার্শনিক
C. বাস্তবের অনুকরণ
D. সার্বজনীন সত‍্যকে প্রকাশ করে
★ সঠিক উত্তর – D

৩) মন্তব‍্য – গ্রিক ট্রাজেডিগুলি কতকগুলি প্রচলিত গল্প নিয়ে গড়ে উঠত।

যুক্তি – ট্রাজেডিগুলির উৎপত্তি হয়েছে ধর্মীয় আচার আচরণের থেকে।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

৪)               A.                   B
a) ধীরোদাত্তনুকূল    i) অহংকারী, মাৎসর্যযুক্ত
b) ধীরশান্তানুকূল  ii) পরিহাসরসিক, নিশ্চিন্ত
c) ধীরোদ্ধতানুকূল  iii) সুদৃঢ়ব্রতগম্ভীর
d) ধীরললিতানুকূল  iv) বিবেচক, ক্লেশসহিষ্ণু
সংকেত –
A. a – ii,      b – iii.     c – iv.    d – i
B. a – iii      b – iv     c – i     d – ii
C. a – ii,      b – iv.     c – iii.    d – i
D. a – iii      b – i.     c – iv.    d – ii
★ সঠিক উত্তর – B

৫) প্লেটো কমেডি রচয়িতা হিসাবে কাকে উচ্চস্থান দিয়েছেন ?
A. দিওনুসিতেস
B. মরগিতেস
C. ইস্কাইলাস
D. এপিখারমুস
★ সঠিক উত্তর – D

৬) ট্রাজেডির কোন উপাদানটি সংলাপে প্রকাশ পেত ?
A. কাহিনি      B. চরিত্র      C. অভিপ্রায়
D. সংগীত    E. দৃশ‍্য
★ সঠিক উত্তর – C

৭)
i) শিল্পের সামান‍্য ধর্ম অনুকরণ – একথা অ্যারিস্টটল প্রথম বলেছিলেন।
ii) শিল্প বর্হিবাস্তবের যথাযথ রূপচিত্র রচনা করে।
iii) অ্যারিস্টটল অনুকরণ বলতে বুঝেছিলেন একধরণের নকল।
iv) অ্যারিস্টটলের মতে ট্রাজেডিতে ক্রিয়ার স্থান একটিই।
সংকেত –
A. a – ×.    b. – ×.   c – ×.   d – √
B. a – √    b. – ×.   c – √.   d – √
C. a – ×.    b. – √.   c – ×.   d – √
D. a – √.    b. – ×.   c – ×.   d – √
★ সঠিক উত্তর –  A

৮) অ্যারিস্টটল কোন প্রকার উদঘাটনকে প্রথম শ্রেণির উদঘাটন বলেছেন ?
A. কবিদের তৈরি        B. স্মৃতিগত
C. অনুমান নির্ভর        D. চিহ্নগত
★ সঠিক উত্তর – B

৯) যৌথিকী নায়িকা কোন গোত্রের অন্তর্গত ?
A. নিত‍্যপ্রিয়া                B. কন‍্যোকা
C. প্রাচীনা                     D. সাধনপরা
★ সঠিক উত্তর – D

১০)     বিষয়                    পরিচ্ছেদ সংখ‍্যা
a) কমেডির উদ্ভব                 i) ২৬
b) মহাকাব‍্য                          ii) ৫
c) ইতিহাস ও কাব‍্য              iii) ২৩
d) মহাকাব‍্য ও ট্রাজেডি       iv) ৯
সংকেত –
A. a) –  ii      b) – iii.     c) – iv.     d) – i
B.  a) –  iv      b) – i.     c) – ii     d) – iii
C.  a) –  iv      b) – i.     c) – ii     d) – iii
D.  a) –  iii      b) – ii     c) – iv.     d) – i
★ সঠিক উত্তর – A

১১) প্রবেশ ও প্রস্থানের সময়ের কোরাস ছাড়া আর সমস্ত কোরাসকে বোঝাতে কোন শব্দটি ব‍্যবহার করা হয় ?
A. প্রোলোগ                     B. পারোদ
C. কোমমোস                  D. স্তাসিমোন
★ সঠিক উত্তর – D

১২) প্রেমের উৎকর্ষহেতু প্রিয়তমের কাছে থেকেও মনে যে বিচ্ছেদের ভয় জাগে তাকে কী বলে ?
A.  প্রবাস                      B. প্রেমবৈচিত্ত্য
C. পূর্বরাগ                     D. মান
★ সঠিক উত্তর – B

১৩) মহাকাব‍্যের সঙ্গে ট্রাজেডির মিল হল –
A. প্রকরণগত
B. ছন্দরীতিগত
C. পরিসরগত
D. কালসীমাগত
★ সঠিক উত্তর – A

১৪) মন্তব‍্য – অ্যারিস্টটল হোমার ও সোফোক্লেসকে এক‌ই শ্রেণির শিল্পী বলেছেন।

যুক্তি – দুজনেই উৎকৃষ্ট ট্রাজেডি রচনা করেছেন।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

১৫) “রাই তুমি না করহ মান
       শুকের বচন সকলি বিফল তুমি সে আমার প্রাণ”
– এখানে কোন প্রকার মান প্রকাশ পেয়েছে ?
A. অনুমিতি                  B. গোত্রস্খালন
C. শ্রবণজাত                D. দর্শনজাত
★ সঠিক উত্তর – C

১৬)          A.                     B
a) হেগোমানেব         i) প্রথম সাতুর নাটকের
                                     সার্থক রচয়িতা
b) আবিফ্রাদেস       ii) প্রথম প‍্যারোডি
                                    রচয়িতা
c) প্রোতোগারেস      iii) ট্রাজেডি রচয়িতাদের
                                      ব‍্যঙ্গ করেছেন
d) প্রাতিনাস            iv) হোমারের সমালোচক
সংকেত –
A. a – ii.   b – iii.  c – iv.   d – i
B. a – ii.   b – iv.  c – i.    d – iii
C. a – iv.   b – iii.  c – ii   d – i
D. a – ii.    b – iv.  c – i.    d – ii
★ সঠিক উত্তর – A

১৭) যন্ত্রণার ট্রাজেডি হিসাবে অ্যারিস্টটল উদাহরণ দিয়েছেন –
A. প্রোমেথিউস নাটক    B. পেলেউস নাটক
C. পথিওদিতেস নাটক   D. ইকজিওন নাটক
★ সঠিক উত্তর – D

১৮)
a) উজ্জ্বলনীলমণিতে নায়কভেদ প্রকরণ অনুযায়ী মোট নায়ক ৯৬ প্রকার।
b) হরিপ্রিয়া প্রকরণ অনুযায়ী পরকীয়া নায়িকা তিন প্রকার।
c) নায়িকাভেদে প্রকরণ অনুযায়ী স্বকীয়া নায়িকার সংখ‍্যা ১৬০ জন।
d) উজ্জ্বলনীলমণিতে তিনপ্রকার প্রবাসের কথা বলা হয়েছে।
সংকেত –
A. a – ×.     b – √       c – ×       d – √
B. a – √     b – ×       c – ×       d – ×
C. a – ×.     b – ×      c – ×       d – √
D. a – √.     b – √       c – ×       d – √
★ সঠিক উত্তর – B

১৯) মন্তব‍্য – অ্যারিস্টটল শিল্পের বিভিন্ন অঙ্গের মধ‍্যে জৈবিক ঐক‍্যের কথা বলেছেন।

যুক্তি – ভালো কবিদের কাহিনির ঘটনাক্রমে তখন বিকৃতি ঘটত।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

২০)            A.                        B
a) মূল গ্রিক সংস্করণ          i) 1789
b) সর্বাধুনিক পাঠ               ii) 1508
c) টমাস ট‌আইনিংএর        iii) 1895
    অনুবাদ
d) স‍্যামুয়েল বুচারের          iv) 1965
     অনুবাদ
সংকেত –
A. a – i       b – iv      c – ii.      d – iii
B. a – iii       b – i      c – ii.      d – iv
C. a – ii      b – iv      c – i.      d – iii
D. a – iv      b – iii      c – ii.      d – i
★ সঠিক উত্তর – C

২১) অ্যারিস্টটলের পোয়েটিকস গ্রন্থ অনুযায়ী সোফোক্লেসের ‘তুবো’ নাটকে কোন ধরণের উদঘাটনের প্রয়োগ দেখা যায় ?
A. অনুমান                      B. স্মৃতিগত
C. কবিদের তৈরি            D. চিহ্নগত
★ সঠিক উত্তর – D

২২) অ্যারিস্টটল পোয়েটিকস গ্রন্থে কার ছবি বাস্তবের চেয়ে সুন্দর বলে উল্লেখ করেছেন ?
A. দিওনুসিওস              B. পাউসেন
C. ক্লেওফোন                D. পোলুগনোতুস
★ সঠিক উত্তর – D

২৩)            A.                       B
           a) নির্বেদ                i) দূর্বলতা
           b) অবহিত্থা            ii) বৈরাগ‍্য
          c) অমর্ষ                iii) ভাবগোপন
          d) তাণব                iv) অসহিষ্ণুতা
সংকেত –
A. a – ii.   b – iii.  c – iv   d – i
B. a – ii.   b – iv.  c – i    d – iii
C. a – ii.   b – i    c – iv   d – iii
D. a – iv.   b – iii.  c – ii   d – i
★ সঠিক উত্তর – A

২৪) নিম্নলিখিত তথ‍্যগুলি কোন গ্রিক নাট‍্যকারকে নির্দেশ করে –
i) গ্রিসের প্রধান তিনজন ট্রাজেডি রচয়িতার মধ‍্যে অন‍্যতম।
ii) তাঁর মাত্র ৭টি নাটক পাওয়া যায়।
iii) যদিও তিনি শতাধিক নাটক লিখেছিলেন বলে অনুমান করা যায়।
iv) তিনিও তৃতীয় অভিনেতার সূচনা করেন নাটকে।
v) ‘আন্তিগোনে’ তাঁর রচিত সফল ট্রাজেডি।
A. ইস্কাইলাস                  B. সোফোক্লেস
C. ইউরিপিদিস               D. তিমোথেস
★ সঠিক উত্তর – B

২৫) মন্তব‍্য – অ্যারিস্টটল ট্রাজেডির উপাদান হিসাবে অভিপ্রায়কে সাহিত‍্যের আলোচনায় গুরুত্ব দিতে চাননি।

যুক্তি – দৃশ‍্যকে তিনি প্রযোজনার অঙ্গ বলে মনে করতেন।
সংকেত –
A. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – A

২৬) “নাট‍্যশালা ইস্কুল নয়” অ্যারিস্টটলের ক‍্যাথারসিস তত্ত্বের ব‍্যঙ্গ করে কে একথা বলেছিলেন ?
A. স‍্যামুয়েল বুচার
B. বাইওয়াটার
C. লুকাস
D. ড্রাইডেন
★ সঠিক উত্তর – B

২৭) কলহন্তরিতার লক্ষণ কোনটি নয় ?
A. প্রলাপ                            B. সন্তাপ
C. গ্লানি                               D. চিন্তামগ্নতা
★ সঠিক উত্তর – D

২৮) সঠিক বিবৃতিটি চিহ্নিত করো –
A. অ্যারিস্টটল ১০বছর প্লেটোর সান্নিধ‍্যলাভ করেছিল।
B. অ্যারিস্টটলের প্রতিষ্ঠিত বিদ‍্যাপীঠের নাম – পেলেসিউম।
C. ‘বহুকালের পরিত‍্যক্ত ও অবহেলিত গ্রন্থ’ – পোয়েটিকস সম্পর্কে এমন মন্তব‍্য করেছেন সেগ্নি।
D. পোয়েটিকস গ্রন্থখানি প্রথম আরবি ভাষায় অনুবাদ হয়।
★ সঠিক উত্তর – C

২৯) ‘পোয়েটিকস’ অনুযায়ী অনুকরণের মাধ‍্যম কী ?
A. সংগীত ও দৃশ‍্য
B. কাহিনি ও চরিত্র
C. অভিপ্রায় ও ভাষা
D. সংগীত ও ভাষা
★ সঠিক উত্তর – D

৩০)       A.                        B
a) আবথ্রোন  i) অর্থহীন ধ্বনির অর্থময় রূপ
b) পদগুচ্ছ    ii) অর্থহীন ধ্বনি
c) বর্ণ            iii) ধ্বনির অর্থময় সমাহার
d) বিশেষ‍্য      iv) অবিভাজ‍্য ধ্বনি
সংকেত –
A. a – ii.    b – iii     c – iv.     d – i
B. a – iii    b – iv     c – i        d – ii
C. a – ii.    b – i     c – iv.     d – iii
D. a – iv    b – iii     c – ii     d – i
★ সঠিক উত্তর – A

৩১) মন্তব‍্য – ললিতা যূথেশ্বরীর পদবাচ‍্যা হতে পারেনি।
যুক্তি – ললিতার সত‍্যভামার ন‍্যায় অভিসারে ও সঙ্গলাভে লালসা ছিল।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

৩২) গ্রিক দেবতা বাঘাস এর জন্মকাহিনি যে সব কবিতার মূল বিষয় –
A. বাপসোদি
B. দিথুরামব
C. সাতুর নাটক
D. ফাল্লিক গীতি
★ সঠিক উত্তর – D

৩৩) নিম্নলিখিত গ্রন্থগুলির মধ‍্যে কোন দুটি অ্যারিস্টটলের গ্রন্থ নয় ?
i) Republic.   ii) Ethics.      iii) Politics
iv) Religion.  v) Logic
সংকেত –
A. i,. iii.      B. ii, iv.       C. i, iv      D. ii, v
★ সঠিক উত্তর – C

৩৪) “হরি শির ছায় ধরলি ধনি পায়
         সম্ভ্রমে বৈঠলি ধনি কর লায়
        নিজ নূপুর যব ধরু বনমালী
       সখী সঙ্গে অনত চলত বরনারী”
– এটি কোন পর্যায়ের পদ ?
A. পূর্বরাগ                          B. মান
C. প্রেমবৈচিত্ত‍্য                    D. প্রবাস
★ সঠিক উত্তর – B

৩৫) কার মতে কাব‍্য সত‍্য থেকে তিন ধাপ দূরে ?
A. সক্রেটিস                    B. অ্যারিস্টটল
C. হোমার                       D. প্লেটো
★ সঠিক উত্তর – D

৩৬) ‘পোয়েটিকস’ গ্রন্থে ‘ক‍্যাথারসিস’ শব্দটি দু’বার আছে। কোন কোন অধ‍্যায়ে ?
A. ৫ নং ও  ১৩ নং
B. ৩ নং ও  ৬ নং
C. ৬ নং ও  ১৭ নং
D. ৮ নং ও  ১৩ নং
★ সঠিক উত্তর – C

৩৭) বিবৃতি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করো –
1.নাটকের ঘটনার মধ‍্যে এমন কিছু থাকবে যা অব‍্যাখ‍্যেয়, যেমন সোফোক্লেসের অয়দিপাউস নাটক।
2. অতিপ্রাকৃতের ব‍্যবহার হতে পারে শুধু কাহিনির বাইরে, হয় অতীতে যা ঘটেছে যা মানুষের জ্ঞানের বাইরে অথবা ভবিষ‍্যতে যা ঘটতে পারে।
সংকেত –
A.  1 ও 2. শুদ্ধ           B. কেবল 1 শুদ্ধ
C.  কেবল 2 শুদ্ধ       D   1 ও  2 অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৩৮) প্রিয়তমের অপরাধে সজল নয়না ও নীরব নায়িকাকে কী বলা হয় ?
A. সব্রীড়রতিপ্রযত্না
B.  অতিপ্রৌঢ়ক্তি
C. সন্ততশ্রবকেশবা
D. রোষকৃতবাষ্পমৌনা
★ সঠিক উত্তর – D

৩৯) অ্যারিস্টটলের মতে ট্রাজেডির কাহিনিতে করুণা ও ভয় উদ্রেক করার জন‍্য প্রয়োজন –
i) প্রচলিত কাহিনির পরিবর্তন
ii) কবির উদ্ভাবনী শক্তি
iii) অতিপ্রাকৃত দৃশ‍্যের ব‍্যবহার
iv) প্রচলিত কাহিনির ব‍্যবহার
সংকেত –
A. কেবল iii                    B. ii, ও  iv
C. i,  ও  iii                     D. কেবল ii
★ সঠিক উত্তর – B

৪০)
1. একটি স্বয়ংসম্পূর্ণ ক্রিয়াকে ভিত্তি করে নাটকীয় রীতিতে কাহিনিটি গঠিত হতে হবে।
2. মহাকাব‍্য হতে পারে সরল বা জটিল, হতে পারে চরিত্র নির্ভর ও বিপর্যয়ের কাহিনি।
3. হোমার এইসব উপাদান প্রথম ব‍্যবহার করেছিলেন এবং সার্থকভাবে ব‍্যবহার করেছিলেন।
4. যে কাব‍্য বর্ণনাত্মক এবং মিতছন্দে রচিত
তার সঙ্গে ট্রাজেডির বেশ কিছু ঐক‍্য আছে।
5. ট্রাজেডির মত‌ই বিপ্রতীপতা ও উদঘাটন ও বিপর্যয়ের প্রয়োজন, প্রয়োজন অভিপ্রায় এবং ভাষারীতির।
সংকেত –
A. 4 – 1 – 2 – 5 – 3
B. 2 – 1 – 4 – 5 – 3
C. 4 – 5 – 1 – 3 – 2
D. 2 – 4 – 5 – 1 – 3
★ সঠিক উত্তর – A

—-