বাংলা নেট মকটেস্ট

১) এটা নিশ্চয়‌ই সেই ব‌ই যার কথা রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘পশ্চিমযাত্রীর ডায়েরি’তে। ম‍্যাকসিম গর্কির লেখা টলস্টয়ের জীবনচরিত, এইভাবে লিখেছিলেন রবীন্দ্রনাথ। ঠিক ঠিক তা নয় যদিও, টলস্টয়ের সঙ্গে কথাবার্তার টুকরো টুকরো বিবরণ কিছু, তাছাড়া ব‌ইটির শেষদিকে গর্কির চোখে দেখা টলস্টয়ের চরিত্র বিশ্লেষণ‌ও আছে। জীবনচরিত না বলে বলা যাক স্মৃতিলিপি।
       এই ধরণের ব‌ই অবশ‍্য আমাদের দেশে লেখা হবে না কখনো। আমরা মানুষকে হয় দেবতা করে তুলব, ন‌ইলে তাকে দেখাব পুরো মাপের শয়তান করে। আমি যাঁকে সীমাহীন শ্রদ্ধায় ভরে দিই, তাঁর মানসিক নানা স্খলন‌ও যে চোখে পড়তে পারে আমার, সেই গহ্বরগুলো দেখবার পরেও যে তাঁর কাছে সম্পূর্ণ প্রণত হতে পারি আমি, নির্বিকার পূজারীর এই দেশে এ বোধটা পৌঁছতে আজ‌ও দেরি আছে। গর্কির ব‌ইয়ের শেষ লাইনটি হল : ‘ওঁর দিকে তাকিয়ে ভীরুর মতো ভাবছি, এই লোকটি ঈশ্বরের মতো।’ জানিয়ে দিতে ভোলেননি গর্কি যে ঈশ্বর তিনি মানেন না, তবু এই উচ্চারণ সম্ভব হলো তাঁর পক্ষে। অথচ গোটা ব‌ইটি জুড়ে টলস্টয়ের যে ছবি, তাতে কখনো তাঁকে মনে হয় সাধারণ মাপের মানুষ, কখনো মনে হয় অপকৃষ্ট। গর্কি অবাক হয়ে যান টলস্টয়ের অনেক ঐতরিক ব‍্যবহারে, অনেক আঘাতকারী মন্তব‍্যে।
       আধুনিক লেখা দুর্বোধ‍্য, রুশীয় চরিত্রের সঙ্গে মেলে না একেবারে, জানিয়ে দেন। কবিতা যে আজকাল কী লেখা হচ্ছে তার মাথামুন্ডু বোঝেন না কিছুই। পুশকিন ছাড়া আর কবিতা লিখল কে ? ডস্টয়েভস্কির হলো না কিছু, কনফুসিয়াস বা বুদ্ধের কাছে দীক্ষা নিলে লোকটা ঠান্ডা হতো একটু, এই তাঁর মত। He felt a great deal, but he thought poorly : মনে করেন টলস্টয়। আবর্জনা নিয়ে মাতামাতি করতে নেই সাহিত‍্যে, এই ধারণাটাকে চেপে ধরতেই সামলে নিয়ে বলেন : ‘মুখ ফসকে বলে ফেলেছি। লিখো, সব‌ই তো লিখতে হবে, সব।’ আবার, সাহিত‍্য যে মিথ‍্যে কথা বলে, সাহিত‍্যচর্চা যে অকর্তব‍্য – এও তাঁর‌ই কথা।
       এইসব, এবং আরো অনেক কিছু, এই নিয়ে যে মানুষটি, তাঁর মৃত‍্যু সংবাদ শুনে ছেলেমানুষের মতো লুটিয়ে পড়েন গর্কি, অথবা তাঁর দিকে তাকিয়ে ভাবেন ‘লোকটা ঈশ্বর’, যদিও ঈশ্বর তিনি মানেন না। এও যে সম্ভব, আমাদের দেশে এই বোধটাই তৈরি হ‌ওয়া শক্ত।

উপরোক্ত প্রবন্ধাংশটি পড়ে প্রশ্নগুলির (১-৫) উত্তর দাও –
১.১) আমাদের দেশে স্মৃতিলিপি লেখা হবে না কারণ –
A. আমরা মানুষকে ভালো চোখে বিশ্লেষণ করতে পারি না
B. সঠিক সমালোচনা করতে পারি না
C. স্তুতি ও নিন্দার পার্থক‍্য করতে পারি না
D. নিরপেক্ষ বিচার করতে পারি না
★ সঠিক উত্তর – D

১.২) “He felt a great deal, but he thought poorly” – কার সম্পর্কে বলা ?
A. টলস্টয়                B. ডস্টভয়েস্কি
C. পুশকিন               D. গর্কি
★ সঠিক উত্তর – B

১.৩) শুদ্ধ মন্তব‍্য চিহ্নিত করো –
A. টলস্টয় রিয়ালিজম এ বিশ্বাসী ছিলেন না।
B. টলস্টয়ের কবিতা পছন্দ করতেন না।
C. টলস্টয়ের কাছে সাহিত‍্য ছিল মিথ‍্যা
D. টলস্টয় ঈশ্বর মানতেন না
★ সঠিক উত্তর – A

১.৪) ঐতরিক শব্দটি কী অর্থে ব‍্যবহৃত হয়েছে ?
A. বিচ্ছিন্ন    B. ভিন্ন    C. হীন     D. বিসদৃশ
★ সঠিক উত্তর – C

১.৫) অপকৃষ্ট কোন সমাস ?
A. বহুব্রীহি      B. কর্মধারয়       
C. অব‍্যয়ীভাব          D. কোনোটাই নয়
★ সঠিক উত্তর – D

৬)  ট্রাজেডির প্রকার           উদাহরণ
a) চরিত্রের ট্রাজেডি      i) প্রমেথিউস
b) যন্ত্রণার ট্রাজেডি       ii) পেলেউস
c) দৃশ‍্যের ট্রাজেডি        iii) আজাক্স
d) জটিল ট্রাজেডি        iv) ওয়দিপাউস
সংকেত –
A. a) – iii     b) – iv.   c) – ii     d) – i
B. a) – ii     b) – iii.   c) – i     d) – iv
C. a) – ii     b) – i.   c) – iv     d) – iii
D. a) – i     b) – iii.    c) – iv    d) – ii
★ সঠিক উত্তর – B

৭) কোন ভাষায় বচনভেদে বিশেষণের রূপভেদ হয় না ?
A. বাংলা                 B. সংস্কৃত     
C. জার্মানি               D. ফরাসি
★ সঠিক উত্তর – A

৮)          A.                              B
a) মিত্রে মিত্রে মিলে        i) মাস্টারমশাই
      অমিত্রাক্ষর

b) সন্দীপ অধার্মিক         ii) নিখিলেশ
নয়, ও বিধার্মিক

c) লুকোচুরি করতে        iii) বিমলা
আমি চাইনে, কেননা
তাতে কাপুরুষতা আছে

d) আমি যে আমার        iv) সন্দীপ
ভাগ‍্যের প্রতীক্ষা করছি
সংকেত –
A. a) – ii.    b) – i     c) – iv.     d) – iii
B. a) – iii.   b) – iv    c) – i     d) – ii
C. a) – iv.    b) – i     c) – ii     d) – iii
D. a) – ii.    b) – iii     c) – iv.     d) – i
★ সঠিক উত্তর – A

৯)           পদকর্তা               পদসংখ‍্যা
              a) কাহ্ন                i) ২
              b) কুক্কুরী             ii) ৬
             c) কামলি             iii) ৭
             d) ভুসুকু               iv) ৮
সংকেত –
A. a) – ii.    b) – i     c) – iv.     d) – iii
B. a) – iii.   b) – i     c) – iv     d) – ii
C. a) – iv.    b) – i     c) – ii     d) – iii
D. a) – ii.    b) – iii     c) – iv.     d) – i
★ সঠিক উত্তর – B

১০) শুদ্ধ কোনটি ?
A. নতুন পরিচয়ে ঢোঁড়াইয়ের বাবার নাম বিরকু কোয়েরী।
B. রামিয়ার বিয়ের শাড়ির দাম ৪টাকা বারো আনা।
C. ঢোঁড়াইয়ের মনের মধ‍্যে মিষ্টিপানের গন্ধ অস্পষ্ট হয়ে এসেছে।
D. তাৎমাটুলিতে বড় অসুখ আসতে পারে কারণ চড়াই দেখা যাচ্ছে না।
★ সঠিক উত্তর – D

১১)
a) মোর পানে চাহ মুখ তুলি
    পরশিব চরণের ধূলি
b) আঁখিতে মিলিল আঁখি
     হাসিল বদন ঢাকি
c) প্রতিদিন হায় এসে ফিরে যায় কে ?
d) বাজিবে সখি বাঁশি বাজিবে
   হৃদয় রাজ হৃদে রাজিবে
কোন কোন বিকল্প ১০ মাত্রার ?
A. a ও b                      B. b ও c
C. a ও d                      D. b ও d
★ সঠিক উত্তর – C

১২) “দুটো কান কাটা, নাক কুষ্ঠ রোগে বিকৃত” – কার সম্পর্কে বলা হয়েছে ?
A. শাহ আবদালী           B. নাদির শাহ
C. হোসেন আলী           D. মীর হাবিব
★ সঠিক উত্তর – A

১৩) কোন ভাষাকে নির্দেশ করে ?
1. মৃগ > মগ
2. জনঃ > জনো
3. কল‍্যাণ > কলান
4. স্ত্রী > ইত্থী > ইথী
A. উত্তর পশ্চিমা     B. দক্ষিণ পশ্চিমা  
C. প্রাচ‍্যা                 D. প্রাচ‍্য মধ‍্যা
★ সঠিক উত্তর – B

১৪)             A.                        B
a) এ সংসারে আমাদের      i) ঔরঙজেব
     বিশ্রাম নেই

b) এ রাজসভা                 ii) মীরজুমলা
উন্মাদাগার নয়

c) একটা কামানের          iii) দিলদার
চেয়েও একটা রাজপুত
ভয়ঙ্কর

d) এ রাজ‍্যের প্রজার       iv) দারা
কাছে প্রাণের চেয়ে মান বড়
সংকেত –
A. a) – iv.    b) – i     c) – ii     d) – iii
B. a) – ii.    b) – iii     c) – iv     d) – i
C. a) – iii    b) – iv     c) – ii     d) – i
D. a) – ii.    b) – i     c) – iv     d) – iii
★ সঠিক উত্তর – A

১৫) “সায়ান্সেই বলো আর আর্টেই বলো নিরাসক্ত মন‌ই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাহন; য়ুরোপ সায়ান্সে সেটা পেয়েছে, কিন্তু সাহিত‍্যে পায়নি” – কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে ?
A. ছেলেভুলানো ছড়া
B. সাহিত‍্যের তাৎপর্য
C. আধুনিক কাব‍্য
D. সাহিত‍্যে নবত্ব
★ সঠিক উত্তর – C

১৬)
a) প্রাবন্ধিক স্বামীর চিকিৎসার জন‍্য গিয়েছিলেন বহরমপুরে।
b) স্বামীর সান্নিপাতিকের জন‍্য চোখের পীড়া দেখা দিয়েছিল।
c) প্রাবন্ধিক স্বামীকে নিয়ে পঞ্চম পুত্রের বাড়িতে থাকা শুরু করলেন।
d) পঞ্চম পুত্র কিশোরীলালের বিষয়কর্মের স্থান ছিল – কাঁঠালপোতা।
সংকেত –
A. a ও d শুদ্ধ         B. b ও c শুদ্ধ
C. a ও b  শুদ্ধ        D. c ও d শুদ্ধ
★ সঠিক উত্তর – B

১৭) “কাল কোকিল র‌এ কাল বৃন্দাবনে/এঁবে কাল হৈল মোকে নান্দের নন্দনে” – পদটি কোন খন্ডের অন্তর্গত ?
A. জন্মখন্ড                B. তাম্বুল খন্ড
C. বংশীখন্ড               D. রাধাবিরহ
★ সঠিক উত্তর – C

১৮) সঠিক বিকল্প চিহ্নিত করো –
a) মাধবী নায়িকা অষ্ট অবস্থার মধ‍্যে প্রোষিতভর্তৃকার অন্তর্গত।
b) ভীমসেন ধীরোদ্ধত নায়কের উদাহরণ।
c) পন্ডিতগণের মতে সহেতু মান আসলে প্রণয়ের বিলাসজনিত বৈভব।
d) সোমাভা চন্দ্রাবলীর অপর নাম।
A. a ও b শুদ্ধ               B. b ও c শুদ্ধ
C. a ও c শুদ্ধ               D. b ও d শুদ্ধ
★ সঠিক উত্তর – D

১৯) প্রমথ চৌধুরীর প্রবন্ধগুলি প্রকাশকাল অনুযায়ী ক্রমানুসারে সাজাও –
1) ব‌ইপড়া    2) ভারতচন্দ্র     3) কাব‍্যে
অশ্লীলতা    4) মলাট সমালোচনা
সংকেত –
A. 4 – 1 – 2 – 3.       B. 2 – 3 – 4 – 1
C. 3 – 4 – 1 – 2.       D. 1 – 4 – 2 – 3
★ সঠিক উত্তর – A

২০) সঠিক বিকল্প চিহ্নিত করো –
a) তুলসীদাসের রামচরিত মানস মৈথিলী ভাষায় রচিত।
b) বঙ্গ অসমিয়া আনুমানিক চতুর্দশ শতাব্দীতে বিভক্ত হয়।
c) কাশ্মীরী ভাষা পূর্বে লেখা হত শারদা লিপিতে।
d) জিপসী ভাষা পৈশাচী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত।
সংকেত –
A. কেবল b শুদ্ধ           B. a ও b শুদ্ধ
C. কেবল c শুদ্ধ           D. c ও d শুদ্ধ
★ সঠিক উত্তর – D

২১)     A.                       B
a) বঙ্গালী              i) মেদিনীপুর
b) বরেন্দ্রী            ii) রংপুর, শ্রীহট্ট
c) কামরূপী         iii) রাজশাহী, পাবনা
d) ঝাড়খন্ডী         iv) যশোহর, খুলনা
সংকেত –
A. a) – iv      b) – iii.     c) – ii.      d) – i
B. a) – ii.      b) – i.       c) – iv      d) – iii
C. a) – iii.     b) – iv      c) – i.      d) – ii
D. a) – ii.      b) – iii.      c) – i      d) – iv
★ সঠিক উত্তর – A

২২)  কবিতা                 শেষ চরণ
a) প্রণয়ের ব‍্যথা      i) এ ও কি রেখে গেলে

b) পূজারিনী         ii) ঘরে যেন মুক্তিস্নান পাই

c) স্নানযাত্রা        iii) স্বর্গে মর্তে কেহ নাহি
                               দিবে বাধা দান
d) বিনিময়          iv) তবে কি প্রেম মৃত‍্যুঞ্জয়ী
                           ব‍্যথা বিষে নীলকন্ঠ কবি!
সংকেত –
A. a) – ii.    b) – iii.    c) – iv.    d) – i
B. a) – iii.   b) – iv.    c) – ii.    d) – i
C. a) – iv.   b) – i.     c) – ii.     d) – iii
D. a) – ii.    b) – iv.    c) – i.     d) – iii
★ সঠিক উত্তর – B

২৩) কোনটি শুদ্ধ ?
A. ‘গান’ কবিতাটি অরণি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
B. ‘শিকার’ কবিতায় নদীর জল মোরগ ফুলের মতো।
C. খিদিরপুর ডকের উল্লেখ আছে ‘মেঘদূত’ কবিতায়।
D. ‘আন্তিগোনে’ কবিতায় মেয়েটির বয়স ছিল ১৫ বছর।
★ সঠিক উত্তর – A

২৪) “যা বিশ্বাসের বাইরে তাকে আমরা সন্দেহ করি” – বক্তা কে ?
A. দূর্গশাসক               B. পল্লীসেবক
C. সৈনাধ‍্যক্ষ               D. চিত্রকর
★ সঠিক উত্তর – D

২৫) শুদ্ধ কোনটি ?
A. মহুয়া সুন্দরীর বাড়ি ছিল রজতপুর গ্রামে।
B. দশমাসের মহুয়াকে চুরি করেছিল হুমরা।
C. হুমরা শিশুকন‍্যার নাম রেখেছিল মহুয়া।
D. হুমরা জাতিতে বেদে, থাকত বোরো পাহাড়ে।
★ সঠিক উত্তর – C

২৬) মন্তব‍্য – পরবর্তী আলঙ্কারিকগণ বামন কথিত গুণকে স্বীকার করেননি।
যুক্তি – তারা রীতিকে গুণ অপেক্ষা অধিক প্রাধান‍্য দিয়েছিলেন।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

২৭) মন্তব‍্য – অর্জুনবর্মা উদ্ধারের পরিস্থিতি বিদ‍্যুন্মালা রাজবৈদ‍্যকে বুঝিয়ে দিলেন।
যুক্তি – রাজবৈদ‍্য রঙ্গরাজ চোখে ভালো
দেখেন না।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

২৮) মন্তব‍্য – অন্নদাশঙ্কর রায়ের মতে, আমাদের দরিদ্রনারায়ণ সেবা, কাঙালীভোজন ইত‍্যাদি আদর্শ অস্বাস্থ‍্যকর।
যুক্তি – যথার্থ করুণা ও লোকপ্রীতির পৌরুষ তাতে নেই।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

২৯) শুদ্ধ কোনটি ?
A. ‘চিত্রা’ কাব‍্যটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ফাল্গুন, ১৩০৪ বঙ্গাব্দে।
B. ‘চিত্রা’ কাব‍্যে কোনো উৎসর্গপত্র নেই।
C. চিত্রা কাব‍্যের ‘মৃত‍্যুর পারে’ কবিতাটি সোনার তরী কাব‍্যে প্রকাশিত হয়।
D. ‘চিত্রা’ কাব‍্যের মোট কবিতার সংখ‍্যা ৩৭টি।
★ সঠিক উত্তর – B

৩০) কোনটি উদীচ‍্য বর্গের অন্তর্গত ?
A. মাগধী                   B. অর্ধ মাগধী
C. পৈশাচী    D. শৌরসেনী     E. মহারাষ্ট্রী
★ সঠিক উত্তর – C

৩১) প্রকাশকাল অনুযায়ী কাব‍্যগ্রন্থগুলি ক্রমানুসারে সাজাও –
1. একমুঠো      2. অগ্নিকোণ        3. নাম রেখেছি কোমল গান্ধার     4. ধর্মে আছো জিরাফে আছো
সংকেত –
A. 1 – 2 – 3 – 4.         B. 4 – 3 – 2 – 1
C. 3 – 2 – 4 – 1.         D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – A

৩২)        A.                               B
a) সোনার হাতে সোনার      i) অপহ্নতি
চুড়ি/কে কার অলঙ্কার ?

b) অসীম নীরদ নয়,          ii) ব‍্যতিরেক
ওই গিরি হিমালয়

c) বৃষ্টিচ্ছলে গগন            iii) সন্দেহ
কাঁদিলা  

d) সুধা হতে সুধাময়        iv) নিশ্চয়
দুগ্ধ তার
সংকেত –
A. a) – ii.   b) – i    c) – iv    d) – iii
B. a) – iii.   b) – iv    c) – i    d) – ii
C. a) – iv.   b) – iii     c) – ii    d) – i
D. a) – ii.    b) – iv    c) – i    d) – iii
★ সঠিক উত্তর – B

৩৩)        গল্প                  পত্রিকা
      a) সুন্দরম             i) উত্তরসূরী
      b) শহীদের মা       ii) দেশ
      c) ইঁদুর                 iii) চতুরঙ্গ
     d) শবাগার            iv) আনন্দবাজার
সংকেত –
A. a) – iv.   b) – iii     c) – ii    d) – i
B. a) – ii.   b) – i    c) – iv    d) – iii
C. a) – ii.    b) – iv    c) – i    d) – iii
D. a) – iii.   b) – iv    c) – i    d) – ii
★ সঠিক উত্তর – D

৩৪) সঠিক বিকল্প চিহ্নিত করো –
a) বীরকৃষ্ণ দাঁ সধবার একাদশী দেখতে এসেছিল হেদোর গোলাপসুন্দরীর সঙ্গে।
b) বীরকৃষ্ণ ময়নাকে পদ্মপুকুর লেনের বাড়িতে রাখবে বলে ঠিক করেছিল।
c) বীরকৃষ্ণ দাঁর মার্কিনি স‌ওদাগরের সঙ্গে দশ লাখ টাকার ব‍্যবসা হয়।
d) বীরকৃষ্ণ দাঁর পানের খিলিতে বারো টাকার মুক্ত থাকে।
সংকেত –
A. কেবল c শুদ্ধ         B. কেবল a শুদ্ধ
C. সবকটি অশুদ্ধ      D. সবকটি শুদ্ধ
★ সঠিক উত্তর – C

৩৫) মন্তব‍্য – বধূর মুখেতে শুনি বেহুলার সমাচার / ভূমি পড়ে সরলা করে হাহাকার।
যুক্তি – কাঁদিয়া কহিলা বধূ শাশুড়ির আগে/
বিয়ার রাত্রে বেহুলার স্বামী দংশিয়াছে নাগে।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

৩৬) “পূর্বজন্মফলে হেরি তোমা দোঁহে আজি এ কাল আসনে!” – কোন সর্গ থেকে গৃহীত ?
A. প্রথম সর্গ             B. চতুর্থ স‍র্গ  
C. সপ্তম সর্গ             D. নবম সর্গ
★ সঠিক উত্তর – D

৩৭)           A.                           B
  a) পিসেমশাই                   i) গগন
  b) আফিম খায়                ii) কিশোরী
  c) মুঙ্গেরী বন্দুক আছে     iii) রামকমল
  d) দারোয়ান                     iv) দ্বারিক
সংকেত –
A. a) – ii.    b) – iv    c) – i    d) – iii
B. a) – iv.   b) – iii     c) – i    d) – ii
C. a) – ii.   b) – i    c) – iv    d) – iii
D. a) – iii.   b) – iv    c) – i    d) – ii
★ সঠিক উত্তর – B

৩৮) 1. হৈমন্তী    2.নিশীথে     3. দুরাশা
4. স্ত্রীর পত্র
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলি প্রকাশকাল অনুযায়ী ক্রমানুসারে সাজাও –
A. 2 – 3 – 1 – 4             B. 3 – 1 – 2 – 4
C. 4 – 2 – 1 – 3.            D. 1 – 4 – 2 – 3
★ সঠিক উত্তর – A

৩৯) কমলাকান্ত আফিমের নেশায় যে সকল বাজারে গেলেন –
1) সাহিত‍্যের বাজার     2) বিদ‍্যার বাজার
3) যশের ময়ূরাপটী      4) রূপের বাজার
A. 4 – 2 – 3 – 1.        B. 4 – 2 – 1 – 3
C. 1 – 4 – 2 – 3         D. 3 – 2 – 1 – 4
★ সঠিক উত্তর – B

৪০) “ট্রাজেডির কবির লক্ষে হল অনুকরণের সাহায‍্যে সেই আনন্দ সৃষ্টি করা যা ভয় ও করুণার থেকে জন্ম নেয় আর কবি তা সৃষ্টি করবেন কাহিনির সাহায‍্যে” – কোন অধ‍্যায় থেকে মন্তব‍্যটি গৃহীত হয়েছে ?
A. নবম   B. একাদশ   C. চতুর্দশ   D. সপ্তদশ
★ সঠিক উত্তর – C

৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছন্দের অর্থ’ প্রবন্ধ অনুসারে –
a) কাব‍্যের প্রধান উপাদান – ছন্দ।
b) কথা যেমন অর্থের মোক্তারি করে, সুর‌ও তেমনি।
c) কথাকে বেগ দিয়ে চিত্তের সামগ্রী করে তোলার জন‍্য ছন্দের দরকার।
d) পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির মতো কাব‍্যে ছন্দের আবর্তনের দুটি অঙ্গ আছে – প্রদক্ষিণ ও পদক্ষেপ।
A. a ও b শুদ্ধ         B. c ও d অশুদ্ধ
C. a ও b অশুদ্ধ     D. কেবল d শুদ্ধ
★ সঠিক উত্তর – C

৪২) রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম গানগুলি রচনা করেছিলেন –
A. আমেদাবাদে           B. শাহিবাগে
C. চৌরঙ্গীতে               D. চুঁচুড়ায়
★ সঠিক উত্তর – B

৪৩) ‘সাধের আসন’ কাব‍্যে কিন্নরগীতি আছে –
A. ৮ম সর্গে                B. ৯ম সর্গে
C. ১০ম সর্গে              D. উপসংহারে
★ সঠিক উত্তর – A

৪৪) “তার চেহারায় উদাসীন সৌন্দর্য আছে” – কার সম্বন্ধে বলা হয়েছে ?
A. বাদশা    B. ভুবন    C. শিপ্রা     D. সাবিত্রী
★ সঠিক উত্তর – A

৪৫) তদ্ভব শব্দে সংযুক্ত ব‍্যঞ্জনের সরলীকরণের প্রবণতা সূচিত হয়েছিল কোন পর্যায়ের বাংলা ভাষায় ?
A. প্রাচীন বাংলা          B. আদি মধ‍্য বাংলা
C. অন্ত মধ‍্য বাংলা      D. নব‍্য বাংলা
★ সঠিক উত্তর – B

৪৬) শুদ্ধ কোনটি ?
A. মন্মথর একশো টাকার চাকরিটা পেয়েছিল – প্রণব মন্ডল।
B. পুরানো খালটার ইজারা নিয়েছে – নিবারণ।
C. ঠাকুমা মরণের ঘোরে রামসীতার গল্প শুনিয়েছিল।
D. ‘মহো’ শব্দের অর্থ নিষ্পন্ন করেছিল – চমরু।
★ সঠিক উত্তর – D

৪৭) “মড়ার হাড়ের ফুলের মালা পড়েছি গলায়” – গানটি সম্পর্কে অশুদ্ধ তথ‍্যটি চিহ্নিত করো –
A. গানটি জনা নাটকের তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে আছে।
B. গানটি সখীগণ ও ডাকিনীর দল গাইছে।
C. গানটি কানাড়া রাগে গীত।
D. গানটির তাল দাদরা।
★ সঠিক উত্তর – C

৪৮) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন‍্যাসের ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও –
1. নীলাম্বরের চরিত্রহীনতার প্রকাশ
2. সত‍্যর প্রথম সন্তানের মৃত‍্যু
3. পুণ‍্যির বিয়ে     
4. পটলীর শ্বশুরবাড়ির আগমন
সংকেত –
A. 3 – 1 – 2 – 4.          B. 4 – 3 – 2 – 1
C. 3 – 2 – 4 – 1.          D. 4 – 2 – 1 – 3
★ সঠিক উত্তর – A

৪৯) শুদ্ধ কোনটি ?
A. প্রেয় রসের কথা বলেছেন আচার্য উদ্ভট।
B. আনন্দবর্ধন বলেছেন বাৎসল‍্য রসের কথা।
C. নাটকের ক্ষেত্রে শান্তরসকে স্বীকার করেছেন ধনঞ্জয়।
D. ভোজরাজ শৃঙ্গার রসকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন।
★ সঠিক উত্তর – D

৫০) “ঝম্পি ঘন গরজন্তি সন্ততি
           ভুবন ভরি বরিখন্তিয়া
      কান্ত পাহুন কাম দারুণ
           সঘনে খর শর হন্তিয়া”
1. পদটি প্রেমবৈচিত্ত‍্য পর্যায়ের পদ।
2. পদটি বিদ‍্যাপতির রচনা।
3. এখানে রাধা অভিসারিকা।
4. ‘পাহুন’ শব্দের অর্থ প্রবাসী।
A. 2 ও 4 শুদ্ধ            B. কেবল 1 অশুদ্ধ
C. 1 ও 3 শুদ্ধ            D. কেবল  4  অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

—-