বাংলা মকটেস্ট
বিষয় – ইউনিট ৯ ও ১০
তাং – ০৮ / ০৫ / ২০২১

১) “সাহিত‍্য জ্ঞানের কথা নয় – ভাবের কথা” – এই ধারণার সূত্রপাত কে করেছেন ?
A. প্লেটো                      B. অ্যারিস্টটল
C. ইউরিপিদিস            D. হোমার
★ সঠিক উত্তর – A

২) দলবৃত্ত ছন্দের রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত নাম কী ?
A. স্বরবৃত্ত ছন্দ           B. শ্বাসাঘাত প্রধান
C. লৌকিক ছন্দ        D. বলপ্রধান ছন্দ
★ সঠিক উত্তর – C

৩) বৈষ্ণব শাস্ত্রকাররা ভরত মুনির ‘নিষ্পত্তি’ শব্দের অর্থ করেছেন –
A. অনুমান                      B. মিলন
C. পরিণাম                     D. উৎপত্তি
★ সঠিক উত্তর – C

৪) মন্তব‍্য – অ্যারিস্টটলের মতে কবিতায় কবি প্রথম পুরুষে কথা বলবেন অত‍্যন্ত কম।
যুক্তি – কবি ঘটনার অনুকারক নন।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৫) মন্তব‍্যগুলির মধ‍্যে শুদ্ধটি  বিচার করো।
A. উজ্জ্বলনীলমণি অনুযায়ী পূর্বরাগ প্রথম প্রকটিত হয় নারীর ক্ষেত্রে।
B. রতিভেদে পূর্বরাগ ২ প্রকার।
C. অকস্মাৎ হুঙ্কার, স্তব্ধতা, ভ্রম ইত‍্যাদি লক্ষণ প্রকাশ পায় পূর্বরাগের উন্মাদ দশায়।
D. পূর্বরাগের সর্বশেষ অবস্থা আপন মৃত‍্যুকামনা।
★ সঠিক উত্তর – D

৬) ‘নবান্ন’ নাটকের সংলাপগুলি ক্রমানুসারে সাজাও –
1) সরা হাতে গুষ্টিসুদ্ধু পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে।
2) দশজনের মতো আমাদের‌ও ওই রাস্তায় নেমে দাঁড়াতে হবে।
3) ওই এক রাস্তাই খোলা আছে, ওই এক পথেই যেতে হবে সকলকে।
4) প্রধান সমাদ্দাররে আজ পথে নেমে দাঁড়াতে হবে দয়াল।
সংকেত –
A. 3 – 1 – 2 – 4.          B. 4 – 2 – 3 – 1
C. 2 – 4 – 3 – 1.          D. 2 – 3 – 1 – 4
★ সঠিক উত্তর – D

৭) রচনারীতির আলোচনায় অ্যারিস্টটল কোন বিষয়ের ওপর জোর দিয়েছেন ?
A. অপরিচিত শব্দ ব‍্যবহার
B. পরিচিত শব্দ ব‍্যবহার
C. রূপকের প্রয়োগ
D. শব্দ নির্বাচন
★ সঠিক উত্তর – D

৮) “রসের সায়রে ডুবায়ে আমারে / অমর করহ তুমি” – কোন অলঙ্কার ?
A. ব‍্যাজস্তুতি             B. বিরোধাভাস
C. ভ্রান্তিমান              D. ব‍্যতিরেক
★ সঠিক উত্তর – B

৯) অ্যারিস্টটলের মতে ট্রাজেডিতে অতিপ্রাকৃতের ব‍্যবহারের শর্ত কী ?
A. অতিপ্রাকৃতের ব‍্যবহার থাকবে গ্রন্থিমোচন অংশে
B. অতিপ্রাকৃতের ব‍্যবহার হবে কাহিনির বাইরে
C. অতিপ্রাকৃতের ব‍্যবহারে নায়কের প্রত‍্যক্ষ সংযোগ থাকবে।
D. অসম্ভাব‍্য ও অবিশ্বাস‍্য অতিপ্রাকৃত ঘটনার ব‍্যবহার করতে হবে যা ভয়ের সৃষ্টি করে।
★ সঠিক উত্তর – B

১০)  রুদ্রট কথিত রীতিগুলির স্বরূপের সঠিক স্তম্ভ মেলাও –
           রীতি                        স্বরূপ
a) পাঞ্চালী       i) পাঁচ সাতটি পদের সমাস
b) লাটী            ii) সমাসহীনা
c) গৌড়ী          iii) দুই তিন পদের সমাস
d) বৈদর্ভী        iv) বেশি সংখ‍্যক পদের সমাস
সংকেত –
A. a) – ii     b) – iii.      c) – iv      d) – i
B. a) – iii     b) – i.      c) – iv      d) – ii
C. a) – ii     b) – iv.      c) – i      d) – iii
D. a) – i     b) – iii.       c) – ii      d) – iv
★ সঠিক উত্তর – B

১১) 1. এথেন্সের ট্রাজেডির রচয়িতা তিনি।
2. ইউরিপিদিসের সমসাময়িক।
3. প্লেটোর ‘সিমপোসিয়াম’ গ্রন্থে তাঁর উল্লেখ আছে।
4. তাঁর রচিত একটি ট্রাজেডির নাম ‘আনথেউস’।
কার সম্পর্কে বলা হয়েছে ?
A. এপিখারমুস                B. ইস্কাইলাস
C. মগনেস                       D. আগাথোন
★ সঠিক উত্তর – D

১২) ‘পোয়েটিকস’এর প্রাচীনতম পান্ডুলিপিটি কোন ভাষায় রচিত ?
A. আরবি                          B. ল‍্যাটিন  
C. জার্মান                         D. ইংরাজি
★ সঠিক উত্তর – A

১৩) মন্তব‍্য – প্রবোধচন্দ্র সেন অমিত্রাক্ষর ছন্দকে অমিত বলতে চাননা।
যুক্তি – এর ধ্বনি পরিমাণ সুপরিমিত।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

১৪) অ্যারিস্টটল সমালোচকদের সমালোচনার কটি মানদন্ড স্থির করেছেন ?
A. ৩টি     B. ৪টি      C. ৫টি        D. ৬টি
★ সঠিক উত্তর – C

১৫) “ঝলকত দামিনী দশ দিশ আপি
      নীলবসনে ধনি সব তনু ঝাঁপি
       দুই চারি সহচরী সঙ্গহি নেল
      নব অনুরাগে ভরে চলি গেল।”
– এখানে নায়িকার কোন অবস্থা প্রকাশ পেয়েছে ?
A. অভিসারিকা         B. বাসরসজ্জিকা
C. কলহন্তরিতা          D. বিপ্রলব্ধা
★ সঠিক উত্তর – A

১৬) অ্যারিস্টটলের মতে আদর্শ কাহিনিতে উদঘাটনজনিত পরিবর্তনের কারণ কী হ‌ওয়া উচিত ?
A. চরিত্রের ত্রুটি      B. অতিপ্রাকৃত ঘটনা
C. অনৈতিক কার্যকলাপ.     D. দূর্ভাগ‍্য
★ সঠিক উত্তর – A

১৭) “বিদ‍্যা নামে তার কন‍্যা আছিলা পরম ধন‍্যা / রূপে লক্ষ্মী গুণে সরস্বতী” -এখানে উপমেয় কোনটি ?
A. বিদ‍্যা   B. কন‍্যা   C. লক্ষ্মী   D. সরস্বতী
★ সঠিক উত্তর – A

১৮)  গ্রিক শব্দ              বাংলা প্রতিশব্দ
a) মেগোথোস             i) রচনারীতি
b) ত্রাগোদিয়া             ii) আয়তন
c) লেকসিস               iii) অভিনেতা
d) হুপোক্রিতেস          iv) ট্রাজেডি
সংকেত –
A. a) – iii.   b) – iv   c) – i.    d) – ii
B. a) – ii     b) – i.   c) – iv     d) – iii
C. a) – iv.   b) – iii.  c) – ii      d) – i
D. a) – ii.    b) – iv.   c) – i     d) – iii
★ সঠিক উত্তর – D

১৯) “ঔচিত‍্যতত্ত্ব হবে রসতত্ত্বের পরম উপনিষৎ” – প্রবক্তা কে ?
A. ক্ষেমেন্দ্র                        B. ভরতমুনি
C. অভিনব গুপ্ত                 D. আনন্দবর্ধন
★ সঠিক উত্তর – D

২০) ট্রাজেডির কোন উপাদান ট্রাজেডির আনন্দকে ঘনীভূত করে ?
A. প্লট     B. চরিত্র    C. সঙ্গীত     D. ভাষা
★ সঠিক উত্তর – C

২১) ছদ্ম, ছল, ব‍্যাজ ইত‍্যাদি সত‍্য গোপনবাচক শব্দ কোন অলঙ্কারে ব‍্যবহৃত হয় ?
A. সমাসোক্তি অলঙ্কার
B. বাচ‍্যোৎপ্রেক্ষা অলঙ্কার
C. ব‍্যাজস্তুতি অলঙ্কার
D. অপহ্নতি অলঙ্কার
★ সঠিক উত্তর – D

২২) “বৈচিত্র‍্যহীনতার ফলেই অনেকসময় ট্রজেডির দর্শকেরা অতৃপ্ত থাকে” – পোয়েটিকস এর কোন পরিচ্ছেদ থেকে মন্তব‍্যটি গৃহীত হয়েছে ?
A. ১১ নং   B. ২৪ নং  C. ১৯ নং  D. ২৬ নং
★ সঠিক উত্তর – B

২৩) পঙক্তির মাত্রা কী ?
A. চলন      B. পদ      C. কলা      D. পর্ব
★ সঠিক উত্তর – D

২৪) সঠিক মন্তব‍্য চিহ্নিত করো –
A. নাটকের ত্রয়ী ঐক‍্যের কথা অ্যারিস্টটল প্রথম বলেছিলেন।
B. ত্রয়ী ঐক‍্যের প্রথম প্রতিবাদ করেছিলেন – ড্রাইডেন।
C. কালগত ঐক‍্য নিয়ে অ্যারিস্টটল নীরব ছিলেন।
D. ত্রয়ী ঐক‍্যের কথা অ্যারিস্টটল ২০নং পরিচ্ছেদে বলেছেন।
★ সঠিক উত্তর – B

২৫) মন্তব‍্য – উপপতি রসশ্রেষ্ঠ ভরতের মতে।
যুক্তি – শৃঙ্গারের মাধুর্য অধিক ‌ইহাতে।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

২৬) মন্তব‍্য – ঐশ্বর্যময় ভাষারীতি কাব‍্যের পক্ষে ক্ষতিকর।
যুক্তি – দৃশ‍্য ও সংগীত থেকে দর্শকের দৃষ্টি বিচ‍্যুতি ঘটবে।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

২৭) “আনা দরে আনা যায় যত আনারস” – কোন অলঙ্কারের দৃষ্টান্ত ?
A. শ্লেষ         B. যমক        C. অনুপ্রাস  
  D. পুনরুক্ত বদাভাস
★ সঠিক উত্তর – B

২৮) 1. রবীন্দ্রনাথ ও উত্তরসাধক
2. রামায়ণ     3. জীবনানন্দ দাশের স্মরণে
4. উত্তর তিরিশ
বুদ্ধদেব বসুর প্রবন্ধগুলি ক্রমানুসারে সাজাও –
A. 4 – 2 – 1 – 3.          B. 2 – 1 – 4 – 3
C. 2 – 3 -1 – 4.           D. 3 – 1 – 2 – 4
★ সঠিক উত্তর – A

২৯) ‘পোয়েটিকস’ গ্রন্থের রচনারীতি শিরোনামটি কততম অধ‍্যায়ে আছে ?
A. ২০     B. ২১     C. ২২     D. ২৩
★ সঠিক উত্তর – C

৩০) মন্তব‍্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করো –
a) বৈয়াকরণদের মতে, শুদ্ধি লক্ষণা আসলে রূঢ়ি লক্ষণা।
b) অলঙ্কারবাদীরা চিত্রকে কাব‍্যপদবাচ‍্য স্বীকার করেননি।
c) প্রবন্ধ বক্রতা আসলে কুন্তক কথিত অপর ৫টি বক্রতার ফলশ্রুতি।
d) গুণের আলোচনায় ভামহকে স্বীকার করেছেন আনন্দবর্ধন।
সংকেত –
A. a) – ×    b) – ×     c) – √.    d) – √
B. a) – ×    b) – √     c) – √.    d) – ×
C. a) – √    b) – ×     c) – √.    d) – ×
D. a) – ×    b) – √     c) – √.    d) – ×
★ সঠিক উত্তর – A

৩১) কাব‍্যের ক্ষেত্রে বাস্তবের চেয়ে হীনতর চরিত্র কে রচনা করেছেন ?
A. হেগোমান                B. ক্লেওফোন
C. পাউসেন                 D. পোলুগনোতুস
★ সঠিক উত্তর – A

৩২) মেজদার সঙ্গে রবীন্দ্রনাথের বিলাতযাত্রায় রবীন্দ্রনাথের বসবাসের সঠিক ক্রমটি চিহ্নিত করো –
A. বোম্বাই – এলাহবাদ – অমৃতসর – টর্কিনগর
B. এলাহবাদ – আমেদাবাদ – লন্ডন – ব্রাইটন
C. আমেদাবাদ – বোম্বাই – ব্রাইটন – লন্ডন
D. ডালহৌসি – শাহিবাগ – লন্ডন – টর্কিনগর
★ সঠিক উত্তর – C

৩৩) কোনগুলি ৯ মাত্রার ?
1. সেতারের তারে ধানশী
     মিড়ে মিড়ে ওঠে বাজিয়া
2. গগনে গরজে মেঘ ঘন বরষা
3. মন চায় চলে আসে কাছে
        তবুও পা চলে না
4. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
       নদেয় এল বান
5. ব‍্যাকুল বকুলের ফুলে
     ভ্রমর মরে পথ ভুলে
A. 2 ও 4                      B. 1 ও 5
C. 3 ও 4                      D. 1 ও  3
★ সঠিক উত্তর – B

৩৪) সঠিক বিকল্প কোনটি ?
1. ট্রাজেডির প্রধান উপাদান – কাহিনি।
2. ট্রাজেডি যেহেতু ক্রিয়ার অনুকরণ তাই তার মধ‍্যে সমন্বয় থাকবে।
3. ট্রাজেডির কালসীমা অনির্দিষ্ট।
4. মহাকাব‍্যের সব উপাদান‌ই ট্রাজেডির মধ‍্যে আছে।
A. কেবল 1 শুদ্ধ       B. 1 ও 2 শুদ্ধ
C. 1 ও 3 শুদ্ধ           D. 1 ও 4 শুদ্ধ
★ সঠিক উত্তর – D

৩৫) শ্রীকৃষ্ণের প্রধান মহিষীদের মধ‍্যে সৌভাগ‍্যশালিনী কে ?
A. চন্দ্রাবলী                B. রাধিকা
C. রুক্মিণী                  D. সত‍্যভামা
★ সঠিক উত্তর – D

৩৬) খ্রিস্টিয় সমাজে ‘হামারতিয়া’ শব্দের অর্থ কী ?
A. অজ্ঞানতা                 B. ত্রুটি
C. ভয়                           D. পাপ
★ সঠিক উত্তর – D

৩৭) রবীন্দ্রনাথ ঠাকুর ‘অবর্জিত’ কবিতাটি কার উদ্দেশ‍্যে রচনা করেছিলেন ?
A.কিশোরকান্তি বাগচী
B. অমিয় চক্রবর্তী
C. রাণী চন্দ
D. প্রশান্তচন্দ্র মহালনবিশ
★ সঠিক উত্তর – D

৩৮) মন্তব‍্য – সিসিলির দোরিয়ানরা ট্রাজেডির দাবি করে।
যুক্তি – সিসিলির কবি এপিকারমুস প্রথম কমেডি নির্ভর কাহিনি রচনা করেন।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

৩৯) আবির্ভাবকাল অনুসারে আলঙ্কারিকদের ক্রমানুসারে সাজাও –
1. রুদ্রট     2. ভোজরাজ     3. আনন্দবর্ধন
4. উদ্ভট
A. 2 – 1 – 3 – 4.          B. 4 – 3 – 1 – 2
C. 3 – 1 – 2 – 4.          D. 1 – 4 – 2 – 3
★ সঠিক উত্তর – C

৪০) কেনতাউব নামক বাপসোদির রচয়িতা কে ?
A. থিওনিদেস                B. মগনেস
C. খাইরেমোন                D. এপিখারমুস
★ সঠিক উত্তর – C

৪১) বিবৃতিগুলি ক্রমানুসারে সাজাও –
1. মহাকাব‍্যের দৈর্ঘ‍্য বিস্তারের একটা সুযোগ আছে।
2. শূরছন্দ ছাড়া আর কোনো ছন্দে কেউ দীর্ঘ কাহিনি রচনা করেননি।
3. খায়রোমোনের মতে মিশ্রছন্দে মহাকাব‍্য রচনা সবচেয়ে অতৃপ্তিকর।
4. ট্রাজেডি ও মহাকাব‍্যের একটি পার্থক‍্য হল কাহিনির দৈর্ঘ্য।
A. 4 – 1 – 3 – 2.             B. 1 – 4 – 3 – 2
C. 2 – 3 – 4 – 1.            D. 3 – 2 – 1 – 4
★ সঠিক উত্তর – A

৪২) ‘জনা’ নাটকের গর্ভাঙ্ক সংখ‍্যা অনুসারে অঙ্কগুলি ঊর্দ্ধক্রমে সাজাও –
A. ২য় – ১ম – ৫ম – ৩য়
B. ৫ম – ৩য় – ১ম – ২য়
C. ৩য় – ১ম – ২য় – ৫ম
D. ২য় – ৫ম – ৩য় – ১ম
★ সঠিক উত্তর – B

৪৩) বিসদৃশ বিকল্প চিহ্নিত করো –
1. প্রোলোগ    2. এক্সোদ     3. এপেইসোদ
4. পারোদ      5. স্তাসিমোন    6. কোমোস
সংকেত –
A. 1, 3                      B. 1, 2, 3
C. 2, 4                      D. 4, 5, 6
★ সঠিক উত্তর – C

৪৪) উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে উপমান উপমেয়রূপে প্রকাশিত হয় কোন অলঙ্কারে ?
A. অতিশয়োক্তি             B. নিশ্চয়
C. সন্দেহ                        D. ব‍্যতিরেক
★ সঠিক উত্তর – A

৪৫) শুদ্ধ মন্তব‍্য কোনটি ?
A. প্রথম হাস‍্যরসাত্মক কাহিনি লেখেন মগনেস।
B. খায়রোমেন পৌরাণিক কাহিনি অবলম্বন করে কমেডি লেখেন।
C.ক্রাতেস এর লেখা কমেডি থোরিয়া।
D. প্রাতিনাস এর ১৫টি কমেডি রচনার কথা জানা যায়।
★ সঠিক উত্তর – C

৪৬) 1. বিদগ্ধ     2. বিবেচক     3. সুদৃঢ়ব্রত
       4. মৎসরী      5. গূঢ়গর্ব      6. চঞ্চল
এর মধ‍্যে কোনগুলি ধীরোদ্ধত নায়কের গুণ ?
A. 3  ও   5                    B. 1 ও  6
C. 4  ও   6                    D. 5 ও  6
★ সঠিক উত্তর – C

৪৭) মন্তব‍্য – ট্রাজেডিতে অসম্ভাব‍্যের স্থান অনেক বেশি।
যুক্তি – ট্রাজেডির কাহিনি প্রত‍্যক্ষভাবে দেখি না।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

৪৮) পর্বাঙ্গ পরিভাষাটি উপপর্ব অর্থে কে ব‍্যবহার করতেন ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. প্রবোধচন্দ্র সেন
C. অমূল‍্যধন মুখোপাধ‍্যায়
D. সত‍্যেন্দ্রনাথ দত্ত
★ সঠিক উত্তর – C

৪৯) সাহিত‍্যতত্ত্বে ‘পোয়েটিকস’এর প্রভাব আরম্ভ হয় কবে থেকে ?
A. ১৫৩৬ খ্রি:                   B. ১৪৯৮ খ্রি:
C. ১৫৫০ খ্রি:                   D. ১৭৫০ খ্রি:
★ সঠিক উত্তর – A

৫০) ‘পোয়েটিকস’এর বিষয়গুলি ক্রমানুসারে সাজাও –
1. ইতিহাস ও কাব‍্য     
2. গ্রন্থিবন্ধন ও গ্রন্থিমোচন
3. করুণা ও ভয়
4. বিপ্রতীপতা ও উদঘাটন
A. 3 – 1 – 2 – 4.             B. 1- 4 – 3 – 2
C. 1- 3 – 2 – 4.              D. 4 – 1 – 3 – 2
★ সঠিক উত্তর – B

—-