বাংলা মকটেস্ট – ১২
বিষয় – ১-১০
উত্তরপত্র
১) ইংরাজি সাহিত্যের রত্নভান্ডার কিশোর
মধুসূদনের মনে সাহিত্যরুচির জন্ম দিয়েছিল। সমকালে বাংলা সাহিত্যের যে অবস্থা ছিল তাতে এই সাহিত্যরুচির তৃপ্তি হবার কথা নয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত তখন বাঙালি কবিদের অগ্রগণ্য। মধুসূদনের শেক্সপীয়র – ওয়ার্ডসওয়ার্থ-বায়রন পড়া মনের কাছে গুপ্তের কবিতা কোনো আবেদনই নিয়ে এল না। এই দরিদ্র বাংলা ভাষায় স্কুলপাঠ্য গ্রন্থ লেখা চলে, অশিক্ষিত জনসাধারণের মনোরঞ্জনের জন্য রচিত হতে পারে পয়ার ছন্দে ক্ষুদ্র সরস কবিতা। ইংরেজি সাহিত্যের অমৃত স্বাদে যাদের অবারিত অধিকার বাংলা সাহিত্যের এই অকিঞ্চিৎকর সঞ্চয় তাদের শুধু করুণাই জাগাতে পারে। মধুসূদন বাংলায় কবিতা লেখার কথা ভাবতেই পারে না। এমনকি বহু পরবর্তীকালে বাংলা ভাষার উন্নততর অবস্থায় বঙ্কিমচন্দ্র ‘Rajmohon’s wife’ নামে ইংরাজি ভাষায় উপন্যাস লিখে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
১.১) প্রবন্ধাংশে উল্লেখিত সাহিত্যিকদের ক্রমানুসারে সাজাও –
1. শেক্সপীয়র 2. মধুসূদন 3. বঙ্কিমচন্দ্র
4. ঈশ্বরগুপ্ত
A. 3 – 1 – 4 – 2. B. 4 – 2 – 3 – 1
C. 1 – 4 – 3 – 2. D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – D
১.২) মধুসূদন বাংলাভাষায় সাহিত্যচর্চার কথা ভাবতে পারতেন না কারণ –
A. তাঁর হিন্দু কলেজের শিক্ষা
B. বাংলা সাহিত্যের অপরিণত অবস্থা
C. ইংরাজি সাহিত্যের সমৃদ্ধি ও জনপ্রিয়তা
D. শিক্ষিত বাঙালির সংখ্যা কম
★ সঠিক উত্তর – C
১.৩) ‘অকিঞ্চিৎকর’ শব্দটি কোন পদ?
A. বিশেষ্য B. বিশেষণ
C. সর্বনাম D. অব্যয়
★ সঠিক উত্তর – B
১.৪) সন্ধি বিচ্ছেদ করো – সঞ্চয়
A. সম্ + চয় B. সন + চয়
C. সম + চয় D. সন্ + চয়
★ সঠিক উত্তর – A
১.৫) “মধুসূদন বাংলায় কবিতা লেখার কথা ভাবতেই পারে না” – বাংলায় কোন কারক ?
A. কর্ম B. অধিকরণ C. অপাদান D. করণ
★ সঠিক উত্তর – D
৬) “এই বৈশিষ্ঠ্যটি শৌরসেনী ও মাগধী থেকে মহারাষ্ট্রীকে পৃথক করেছে” – বৈশিষ্ঠ্যমূলক পরিবর্তনটি কী ?
A. ইক্ষু > উচ্ছু
B. আত্মন > অপ্পা
C. কথম > কহম
D. আশ্রম > আসসম
★ সঠিক উত্তর – B
৭) ঢোঁড়াই রামিয়াকে মেরেছিল –
A. ছটপূজোর দিনে
B. ছটপূজোর একদিন আগে
C. ছটপূজোর ২দিন আগে
D. ছটপূজোর পরেরদিনে
★ সঠিক উত্তর – B
৮) মন্তব্য – কাব্যে করুণরসের স্থান সর্বোপরি।
যুক্তি – দুঃখের মতো সুন্দর সামগ্রী বোধ করি দ্বিতীয় নেই।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
৯) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যে বলরাম রুক্মীকে বধ করেন কারণ –
A. রুক্মী বলরামকে উপহাস করেছিল
B. বলরামের দাঁত তুলে দিয়েছিল
C. বলরামের জাতি নিয়ে কুটুক্তি করেছিল
D. পাশা খেলায় বলরামকে হারিয়েছিল।
★ সঠিক উত্তর – C
১০) চরিত্র গল্প
a) নয়নতারা i) স্বীকারোক্তি
b) অজিত. ii) পেশাবদল
c) মুকুন্দ. iii) দ্বিজ
d) যতীন. iv) শবাগার
A. a) – ii. b) – iv. c) – i. d) – iii
B. a) – iv b) – ii. c) – i. d) – iii
C. a) – iv. b) – iii. c) – ii d) – i
D. a) – iii. b) – iv. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – D
১১) কোন কবিতার প্রকাশকাল ২৮শে আষাঢ়,১২৫৬বঙ্গাব্দ ?
A. প্রণয়ে ব্যথা B. স্নানযাত্রা
C. আনারস D. চন্দ্রাপীড়ের জাগরণ
★ সঠিক উত্তর – C
১২) “মুখ তার নিষ্কলঙ্ক চাঁদ” – কোন অলঙ্কার ?
A. পরম্পরিত রূপক
B. অধিকারূঢ় বৈশিষ্ঠ্য রূপক
C. মালারূপক
D. কেবল রূপক
★ সঠিক উত্তর – B
১৩) পিতা পুত্র
a) যুধিষ্ঠির i) শ্রুতকর্মা
b) ভীম. ii) প্রতিবিন্ধ্য
c) অর্জুন. iii) শ্রুতসেন
d) নকুল iv) সূতসোম
e) সহদেব v) শতানিক
A. a) – ii b) – iv. c) – i. d) – v e) – iii
B. a) – iii b) – iv. c) – v. d) – ii e) – i
C. a) – v b) – i c) – ii. d) – iii e) – iv
D. a) – iii b) – v. c) – iv. d) – i e) – ii
★ সঠিক উত্তর – A
১৪) দীর্ঘ ঢোলা পোশাক পরে কে অভিনয় প্রবর্তন করেছিলেন ?
A. এপিখারমুস B. ইউরিপিদিস
C. ইস্কাইলাস D. সোফোক্লিস
★ সঠিক উত্তর – C
১৫) মড়ার হাড়ের ফুলের মালা পরেছি গলায় – গানটি সম্পর্কে অশুদ্ধ মন্তব্যটি নির্ণয় করো –
A. গানটির তাল খেমটা
B. গানটির রাগ বেহাগমিশ্র
C. গানটি গেয়েছে সখী ও ডাকিনীগণ
D. জনা নাটকের তৃতীয় অঙ্কে আছে।
★ সঠিক উত্তর – B
১৬) সংলাপ শ্রোতা
a) অভিশাপে ভয় নেই i) নাগরিক
তোমার ?
b) ওটাকে অসুরের মাথার ii) রণজিৎ
মতো দেখাচ্ছে
c) রাজকার্যে ছোটদের iii) মন্ত্রী
অবজ্ঞা করতে নেই
d) ওটাকে দানবের মুষ্টির iv) বিভূতি
মতো দেখাচ্ছে
A. a) – iv. b) – i c) – ii. d) – iii
B. a) – iv b) – ii. c) – i. d) – iii
C. a) – iv. b) – iii. c) – ii d) – i
D. a) – iii. b) – iv. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – A
১৭) কোন চর্যাকবির কথা বলা হয়েছে ?
i) টীকাকার মুনি দত্ত তাকে বলেছেন – আদি সিদ্ধাচার্য।
ii) তিব্বতি তালিকাতে তাঁর নাম – প্রথম।
iii) তারানাথের বিবৃতিতে তিনি চতুর্থ সিদ্ধাচার্য।
iv) তিনি শবরীপাদের শিষ্য।
A. সরহপাদ B. কাহ্ন পাদ
C. ভুসুকু পাদ D. লুই পাদ
★ সঠিক উত্তর – D
১৮) “হাতের কাছছ যা পেলাম তাই নিলাম” – কী নেবার কথা বলেছে ভুবনবাবু ?
A. বালা জোড়া B. পুরানো সংবাদপত্র
C. হাতপাখা D. অঙ্কের টিউশনি
★ সঠিক উত্তর – D
১৯) 1. বড় ট্রাঙ্ক 2.কয়েকটা ক্যালেন্ডার
3. টিনের কৌটো 4. স্তুপীকৃত বালিশ
তোষক 5. সিনেমার পত্রিকা 6. ভারী
পালঙ্ক – কোন জিনিসগুলো ডুলুদের বাড়িতে আছে ?
A. 1, 4, 6. B. 2, 4, 5.
C. 1, 2, 5. D. 2, 4, 6
★ সঠিক উত্তর – A
২০) কোন গোষ্ঠীর ভাষা থেকে সিন্ধী ও পঞ্জাবি ভাষার জন্ম হয় ?
A. মহারাষ্ট্রী B. পৈশাচী
C. পোর্তুগিজ D. গ্রিক
★ সঠিক উত্তর – B
২১) কোন নায়িকা যূথেশ্বরী নয় ?
A. লীলা B. তারা C. পদ্মা D. ভদ্রা
★ সঠিক উত্তর – C
২২) অশুদ্ধ কোনটি ?
A. বামনের মতে কাব্য অলঙ্কারের জন্য উপাদেয় হয়ে ওঠে।
B. রুদ্রট কথিত রীতি হল – লাটীয়।
C. ভামহ বৈদর্ভী ও গৌড়ী এই রীতিবিভাগ স্বীকার করেননি।
D. ভরতের মতে অলঙ্কার শব্দের বাহ্য ধর্ম।
★ সঠিক উত্তর – D
২৩) নির্বাসিত কেরানির বড়োবাবুদের কাছে নিবেদিত তালিকার ঠিক ক্রমটি চিহ্নিত করো –
A. ঠান্ডা জল – গানের কান – বইয়ের দৃষ্টি – আপনজনকে ভালোবাসা
B. গানের কান – গ্রীষ্মের বৃষ্টি – ঠান্ডা জল – বটের ছায়া
C. আপনজনকে ভালোবাসা – বটের ছায়া – বইয়ের দৃষ্টি – গানের কান
D. গ্রীষ্মের বৃষ্টি – ঠান্ডা জল – বটের ছায়া – গানের কান
★ সঠিক উত্তর – A
২৪) গান চরিত্র
a) মধুর সংগীত ঢালে i) যুবক
প্রাণে
b) ওলো রাঙা বউ ii) প্রিয়নাথ
c) রঙ্গালয়ে রঙ্গে এসে iii) জলদ
d) বঁধূ যে দেয় আমি তারি iv) যদু
A. a) – iv. b) – i c) – ii. d) – iii
B. a) – iii b) – iv. c) – i. d) – ii
C. a) – iv. b) – iii. c) – ii d) – i
D. a) – iii. b) – iv. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – B
২৫) ‘বাবা’ কোন ভাষার শব্দ ?
A. সংস্কৃত B. ফারসি
C. পোর্তুগিজ D. গ্রিক
★ সঠিক উত্তর – B
২৬) কোনটি বিষম অলঙ্কারের উদাহরণ ?
A. শ্রাবণের কালো মেঘ ছাইল গগনে
আঁখিজল বরষিল রাধিকা নয়নে
B. মক্ষিকাও গলে না গো
পড়িলে অমৃত হ্রদে
C. ওদের বনে ঝরে শ্রাবণধারা
আমার বনে কদম ফুটে ওঠে
D. কঠিন মাটিতে বঁধূ চলে যায়
মোর বুকে ব্যথা জাগে
★ সঠিক উত্তর – A
২৭) কোন কবিতাটি কবিতা পত্রিকায় প্রকাশিত হয়নি ?
A. চেতন স্যাকরা B. শিকার
C. হায় চিল D. সংগতি
★ সঠিক উত্তর – D
২৮) ‘পাখির মা’ গল্পে কমলার বিয়ে ঠিক হয়েছিল কার সঙ্গে ?
A. পবন রায় B. নয়ন ঘোষ
C.গগন দাস D. যতীন রায়
★ সঠিক উত্তর – C
২৯) “একদিন এক সর্প বাড়িতে বেড়ায়
ধরিলেন সর্প প্রভু বালক লীলায়”
– চৈতন্যভাগবতের কততম অধ্যায় থেকে গৃহীত?
A. ৩য় B. ৪র্থ C. ৫ম D. ৬ঠ
★ সঠিক উত্তর – B
৩০) দ্বিতীয় শ্রেণীর কাব্য কোনটি ?
A. চিত্রকাব্য B. ধ্বনি কাব্য
C. গুণীভূত ব্যঙ্গ কাব্য D. তথ্যকাব্য
★ সঠিক উত্তর – C
৩১) “জামাইটির কিছু হলেই যেন প্রত্যাশাটি পূর্ণ হয়” – কার প্রত্যাশা পূর্ণ হয় ?
A. কাশীশ্বরী B. নিভাননী
C. এলোকেশী D. শিবজায়া
★ সঠিক উত্তর – B
৩২) 1. বিলাতী সংগীত 2. সন্ধ্যাসংগীত
3. আমেদাবাদ 4. বিলাত
‘জীবনস্মৃতি’ প্রবন্ধ অনুযায়ী শিরোনামগুলি ক্রমানুসারে সাজাও –
A. 2 – 4 – 1 – 3
B. 3 – 4 – 1 – 2
C. 4 – 1 – 3 – 2
D. 2 – 1 – 4 – 3
★ সঠিক উত্তর – B
৩৩) “এ কেবল আমাদের দুজনের সৃষ্টি” – শ্রীবিলাস ও দামিনীর কোন সৃষ্টির কথা বলা হয়েছে ?
A. সংসার B. বাগান
C. ঘর D. গোলাপ গাছ
★ সঠিক উত্তর – C
৩৪) মন্তব্য – পুরুষ অপেক্ষা নারীর মনে সহজে পূর্বরাগ প্রকটিত হয়।
যুক্তি – নারী স্বভাবত লজ্জাশীলা হয়।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
৩৫) “মোর শ্লোকের অভিপ্রায় কেহ নাহি জানে
মোর মনের কথা তুই জানিলি কেমনে”
– চৈতন্যদেব কাকে এই কথাটি বলেছে ?
A. বৃন্দাবন দাস B. হরিদাস ঠাকুর
C. সনাতন গোস্বামী D. রূপ গোস্বামী
★ সঠিক উত্তর – D
৩৬) অশুদ্ধ মন্তব্য চিহ্নিত করো –
A. অপুর লেখকের নাম না জানা যে বইটি ভালো লাগে – মেঘনাদবধ কাব্য।
B. অপুদের গ্রামে বিশালক্ষী দেবী দেখা দিয়েছিল – স্বরূপ চক্রবর্ত্তীকে।
C. অপু বাবার সঙ্গে গিয়েছিল – আমডোব গ্রামে।
D. আমডোব গ্রামে অপুর দিদির মতো যে ছিল তার নাম – অমলা।
★ সঠিক উত্তর – A
৩৭) A. B
a) বিকৃত > বিকট i) বিমূর্ধন্যীভবন
b) বিষ > বিশ ii) মূর্ধন্যীভবন
c) খেয়েছে > খাইসে iii) তালব্যীভবন
d) সন্ধ্যা > সাঁঝ iv) সকারীভবন
A. a) – iv. b) – i c) – ii. d) – iii
B. a) – iii b) – i. c) – iv. d) – ii
C. a) – iv. b) – iii. c) – ii d) – i
D. a) – ii. b) – i c) – iv d) – iii
★ সঠিক উত্তর – D
৩৮) বয়স অনুযায়ী চরিত্রগুলি অধঃক্রমে সাজাও –
1. হৈমন্তী 2. বিন্দু 3. মনোরমা 4. অপু
A. 4 – 1 – 3 – 2. B. 2 – 4 – 1 – 3
C. 1 – 3 – 2 – 5. D. 2 – 1 – 3 – 4
★ সঠিক উত্তর – A
৩৯) “রাঘবদাস আমি ; কি প্রকারে তাঁহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ” – কোন সর্গ থেকে গৃহীত ?
A. উদ্যোগ B. সমাগম
C. বধ D. শক্তিনির্ভেদ
★ সঠিক উত্তর – C
৪০) দারার যাত্রাপথের সঠিক ক্রমটি চিহ্নিত করো –
A. আগ্রা – লাহোর – মরুভূমি – আমেদাবাদ – বাঘার
B. বঙ্গদেশ – কাশী – মুঙ্গের – খিজুয়া – আরাকান রাজপ্রাসাদ
C. লাহোর – আমেদাবাদ – আরাকান – বাঘার – খিজুয়া
D. আগ্রা – মরুভূমি – খিজুয়া – আরাকান – বাঘার
★ সঠিক উত্তর – A
৪১) “য়্যাক্ ঝোন্ মানুসের দুটা ব্যাটা আছ্লো” – কোন উপভাষার দৃষ্টান্ত ?
A. বরেন্দ্রী B. বঙ্গালী
C. রাজবংশী D. ঝাড়খন্ডী
★ সঠিক উত্তর – A
৪২) বোদলেয়ারের মূলের নিকটতম অনুবাদ কে করেছেন ?
A. ফকনার B. জাক মারিআঁ
C. ফ্রান্সিস স্কার্ফ D. ভলেরি
★ সঠিক উত্তর – C
৪৩) “অনেক ভাগ্যে তোমার দেখা পেলাম” – কে কাকে বলেছে ?
A. কুন্তী কর্ণকে B. কর্ণ দ্রৌপদীকে
C. কর্ণ কৃষ্ণকে D. দ্রৌপদী কর্ণকে
★ সঠিক উত্তর – B
৪৪) ১৭ই আশ্বিন, ১৩৪৫ বিজয়া দশমীর দিন রবীন্দ্রনাথ ঠাকুর ‘নবজাতক’ কাব্যের কোন কবিতাটি লিখেছিলেন ?
A. বুদ্ধভক্তি B. উদ্বোধন
C. রোমান্টিক D. প্রায়শ্চিত্ত
★ সঠিক উত্তর – D
৪৫) চরণ কবিতা
a) দূর সংসার এল কাছে i) সংগতি
b) ভাষাহারা বুকের স্বপ্নের ii) ঘর
বিদ্রোহ
c) সব হারানো এই দুপুরে iii) বড়বাবুর
কাছে নিবেদন
d) অনাত্ম সংসার দূরে iv) বিনিময়
গরজায়
A. a) – iv. b) – i c) – ii. d) – iii
B. a) – iii b) – i. c) – iv. d) – ii
C. a) – iv. b) – iii. c) – ii d) – i
D. a) – iii. b) – iv. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – B
৪৬) A. B
a) পূর্ণযতি i) দল
b) অর্ধযতি ii) পর্ব
c) লঘুযতি iii) পদ
d) অনুযতি iv) পঙক্তি
A. a) – iv. b) – iii c) – ii. d) – i
B. a) – iii b) – i. c) – iv. d) – ii
C. a) – iv. b) – i. c) – ii d) – iii
D. a) – iii. b) – iv. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – A
৪৭) স্মৃতিশক্তির সাহায্যে রবীন্দ্রনাথ ‘আধুনিক কাব্য’ প্রবন্ধে যে কবিতার অনুবাদ করেন –
A. Nocturne. B. Richard Cory
C. A Summer Day D. A Lady
★ সঠিক উত্তর – B
৪৮) “তার সঙ্গে ভাঙা হিন্দিতে তবু কথা বলা যায়” – কার সঙ্গে ?
A. সীতানাথ B. তপন
C. বনোয়ারীলাল D. বাসুদেব
★ সঠিক উত্তর – C
৪৯) মন্তব্য – প্রাচ্যা প্রাকৃতে বুদ্ধ বাণী প্রচার করলেও প্রাচ্যা থেকে পালির জন্ম হয়নি।
যুক্তি – প্রাচ্যা সর্বভারতীয় ভাষার মর্যাদা পায়নি।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D
৫০) অ্যারিস্টটল নির্দেশিত বিষয়গুলির প্রকার –
বিষয় প্রকার
a) ট্রাজেডি i) ২
b) ট্রাজেডির অঙ্গ ii) ৩
c) অনুকরণের উপাদান iii) ৪
d) বিশেষ্য iv) ৬
A. a) – iii. b) – iv c) – ii. d) – i
B. a) – iii b) – i. c) – iv. d) – ii
C. a) – iv. b) – iii. c) – ii d) – i
D. a) – iii. b) – iv. c) – i. d) – ii
★ সঠিক উত্তর – A
___