বাংলা মকটেস্ট – ০৯
বিষয় – প্রাগাধুনিক সাহিত‍্য

উত্তরপত্র

১) “আপন মঙ্গল চাহ / শ্রীরাম লক্ষণে দেহ / নহে বংশ নাশিব তোমার” – দশরথকে কে একথা বলেছে ?
A. অন্ধক মুনি      B. গুহক চন্ডাল
C. বিশ্বামিত্র         D. পরশুরাম
★ সঠিক উত্তর – C

২) ‘চাপকান চোগাধারী সদ‍্যোজাত আটর্নি’ – কার সম্বন্ধে বলা হয়েছে ?
A. অটল             B. বিপিন
C. গন্ডেরিয়াম     D. শ‍্যামানন্দ
★ সঠিক উত্তর – A

৩) ময়মনসিংহ গীতিকার কোন অংশ প্রথম প্রকাশিত হয় ?
A. মনসার ভাসান পালা
B. চন্দ্রাবলী বিষয়ে প্রবন্ধ
C. দূর্গা পুরাণ
D. মহুয়ার গান
★ সঠিক উত্তর – B

৪) ‘হুতোম প‍্যাঁচার নকশা’র শিরোনামগুলি ক্রমানুসারে সাজাও –
1. শিবকৃষ্ট বন্দ‍্যোপাধ‍্যায়   2. প্রতাপচাঁদ
3. রামপ্রসাদ রায়    4. নানাসাহেব
A. 3 – 1 – 2 – 4         B. 4 – 2 – 3 – 1
C. 2 – 3 – 1 – 4.        D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – D

৫)      পিতা              পুত্র
  a) যম              i) ভীম
  b) বরুণ.         ii) পরশুরাম
  c) জমদগ্নি.     iii) শতানিক
  d) নকুল          iv) যুধিষ্ঠির
A. a) – iv.     b) – i      c) – ii     d) – iii
B. a) – iv.     b) – iii.    c) – i.     d) – ii
C. a) – iv.     b) – iii.   c) – ii.    d) – i
D. a) – iii      b) – iv.   c) – i.     d) – ii
★ সঠিক উত্তর – A  

৬) “কামিনী করিল বিধি / তেঁই হে তোমারে সাধি / নারী জনম কেবল যন্ত্রণা সহিতে ?”
– শাক্তগানটি কোন বিভাগের অন্তর্গত ?
A. ভক্তের আকুতি         B. মনোদীক্ষা
C. আগমনী                   D. বিজয়া
★ সঠিক উত্তর – C

৭) ‘পদ্মাবতী’ কাব‍্যটি কত খ্রি: আলাওল অনুবাদ করেন ?
A.১৬৪৬খ্রি:              B. ১৭৪৬খ্রি:
C. ১৬৪৭খ্রি:             D. ১৭৪৭খ্রি:
★ সঠিক উত্তর – A

৮) রামায়ণ থেকে বংশক্রম চিহ্নিত করো –
A. রঘু – দিলীপ – অজ – দশরথ
B. ভগীরথ – অজ – দশরথ – রঘু
C. ভগীরথ – দিলীপ – রঘু – দশরথ
D. দিলীপ – রঘু – অজ – দশরথ
★ সঠিক উত্তর – D

৯) অশুদ্ধ কোনটি ?
A. কৃষ্ণের পৌত্র – অনিরুদ্ধ।
B. অনিরুদ্ধ ও উষার মিলনে দূতী হয়েছিল – পত্রলেখা।
C. উষা – বানরাজার কন‍্যা।
D. বানরাজা শিবের বরে সহস্র বাহু লাভ করেছিল।
★ সঠিক উত্তর – B

১০) “প্রভাতিল বিভাবরী, জয় বাম নাদে
        নাদিল বিকট ঠাট লঙ্কার চৌদিকে”
– উদ্ধৃতাংশটি মেঘনাদবধ কাব‍্যের কত সংখ‍্যক সর্গের সূচনাংশ ?
A. নবম সর্গ                 B. সপ্তম সর্গ
C. পঞ্চম সর্গ               D. দ্বিতীয় সর্গ
★ সঠিক উত্তর – A

১১) গান্ধারীকে ১০০ পুত্র প্রাপ্তির বর দেন –
A. ভীষ্ম                          B. বিদূর   
C. বেদব‍্যাস                   D. বিশ্বামিত্র
★ সঠিক উত্তর – C

১২) চর্যাপদের কত সংখ‍্যক গানে সাঁকো তৈরির প্রসঙ্গ আছে ?
A. ১০ সংখ‍্যক        B. ৮ সংখ‍্যক
C. ৭ সংখ‍্যক          D. ৫ সংখ‍্যক
★ সঠিক উত্তর – D

১৩) এর মধ‍্যে কোনটি দস‍্যু কেনারাম পালার অংশ নয় ?
A. বংশীদাসের সঙ্গে সাক্ষাৎ
B. দস‍্যুদলের লুঠপাট
C. কেনারামের জন্ম ও নানা কষ্ট
D. ভাসান সংগীত
★ সঠিক উত্তর – B

১৪) ‘শবাগার’ গল্পে কার ভাই বাড়িতে বোমা লুকিয়ে রেখেছিল ?
A. শিশির    B. অজিত   C. তাজু    D. নবীন
★ সঠিক উত্তর – A

১৫) রাম রাবণের যুদ্ধে নিম্নলিখিত রাক্ষসদের মৃত‍্যুর ক্রমটি হল –
A. ত্রিশিরা – কুম্ভকর্ণ – অতিকায় – অকম্পন
B. অকম্পন – অতিকায় – ত্রিশিরা – কুম্ভকর্ণ
C. অকম্পন – কুম্ভকর্ণ – ত্রিশিরা – অতিকায়
D. ত্রিশিরা – অকম্পন – অতিকায় – কুম্ভকর্ণ
★ সঠিক উত্তর – C

১৬) দৌলতকাজী ‘লোরচন্দ্রাণী’ কাব‍্য শুরু করেন কার প্রসঙ্গ দিয়ে ?
A. লোর    B. চন্দ্রাণী   C. ময়না    D. বামন
★ সঠিক উত্তর – C

১৭) “মৃত‍্যুহীন প্রেম থেকে মুক্তি দাও” – কোন কবিতার লাইন ?
A. মুক্তি      B. একটি বেকার প্রেমিক
C. মেঘদূত        D. উর্বশী
★ সঠিক উত্তর – B

১৮) শ্রীকৃষ্ণ  কর্তৃক অসুর বধের ক্রম –
A. অঘাসুর – বকাসুর – বৎসাসুর – তৃণাবর্ত
B. বকাসুর – বৎসাসুর – অঘাসুর – তৃণাবর্ত
C. অঘাসুর – তৃণাবর্ত – বকাসুর – বৎসাসুর
D. তৃণাবর্ত – বৎসাসুর – বকাসুর – অঘাসুর
★ সঠিক উত্তর – D

১৯) শুদ্ধ কোনটি ?
A. বিষ্ণুপ্রিয়ার বাবার নাম – সনাতন রাজপন্ডিত।
B. বিষ্ণুপ্রিয়া – নিমাই এর বিবাহের ঘটক ছিলেন – কাশীনাথ গোস্বামী।
C. বিষ্ণুপ্রিয়া নিমাই এর বিবাহ বর্ণনা আছে ১২নং পরিচ্ছেদে।
D. লক্ষীপ্রিয়ার পরলোক গমন বর্ণনা আছে ১১নং পরিচ্ছেদে।
★ সঠিক উত্তর – A

২০) “ওস্তাদের মার শেষ রাতে” – ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন‍্যাসে কথাটি কোন প্রসঙ্গে বলা হয়েছে ?
A. সুবর্ণর জন্ম     B. সত‍্যর কলকতায় যাওয়া  
C.ভুবনেশ্বরীর মৃত‍্যু      D. সত‍্যর সন্তান নষ্ট
★ সঠিক উত্তর – C

২১) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ পুঁথিটি কোথা থেকে আবিস্কৃত হয় ?
A. বাঁকুড়া জেলার মঙ্গলা গ্রাম
B. বাঁকুড়া জেলার কাঁকিল‍্যা গ্রাম
C. বীরভূম জেলার কাঁকিল‍্যা গ্রাম
D. বীরভূম জেলার মঙ্গলা গ্রাম
★ সঠিক উত্তর – B

২২)             A.                            B
a) ধুম্রাক্ষ                     i) কুম্ভকর্ণের পুত্র
b) প্রহস্ত                      ii) বিভীষণের পুত্র
c) মকরাক্ষ                 iii) রাবণের মামা
d) তরণীসেন              iv) রাবণের সেনাপতি
A. a) – iv.     b) – iii.   c) – i.    d) – ii
B. a) – ii.     b) – iv.   c) – i.    d) – iii
C. a) – iii.    b) – i.    c) – iv.    d) – ii
D. a) – ii.     b) – i     c) – iv.     d) – iii
★ সঠিক উত্তর – A

২৩)   কবিতা              চরণ
a) ঘোড়স‌ওয়ার        i) ৩০
b) প্রাকৃত কবিতা.    ii) ২২
c) গান.                    iii) ৪৯
d) ২৫শে বৈশাখ.      iv) ৪৮
A. a) – iv.     b) – iii.   c) – i.    d) – ii
B. a) – ii.     b) – iv.   c) – i.    d) – iii
C. a) – iii.    b) – i.    c) – iv.    d) – ii
D. a) – ii.     b) – i     c) – iv.     d) – iii
★ সঠিক উত্তর – C

২৪).  A                   B
a) মিত্রকন্ঠ         i) বামনের সারথি
b) বজ্রবাহু.        ii) ছাতনকুমারের পিতা
c) নরেন্দ্র            iii) চন্দ্রাণীর পিতা
d) মোহরা.          iv) লোরের সারথি
A. a) – iv.     b) – iii.   c) – i.    d) – ii
B. a) – ii.     b) – iv.   c) – i.    d) – iii
C. a) – ii.    b) – i.    c) – iv.    d) – iii
D. a) – iv     b) – i     c) – ii.     d) – iii
★ সঠিক উত্তর – D

২৫) মন্তব‍্য – ধরহ গোধন আজ্ঞা দিল সৈন‍্যপ্রতি।
     যুক্তি – প্রবেশিয়া মৎস‍্যদেশে বিরাট নৃপতি।
A. মন্তব‍্য – অশুদ্ধ,    যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,   যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

২৬) বাওয়ার টাকা পয়সা আসার পর কোন ফরমাশটা দেওয়া হয়নি ?
A. ভোজ ব‍্যবস্থা     B. ভেড়া বলি
C. ঘন্টা কেনা         D. রামচরিতমানস কেনা
★ সঠিক উত্তর – C

২৭) ‘দস‍্যু কেনারাম পালা’ অংশে কেনারাম বলবান কারণ –
A. দুধ খায়               B. মাংস খায়  
C.  কুস্তি করে           D. ডাকাতি করে
★ সঠিক উত্তর – A

২৮) শিব চাষের উদযোগে প্রথম কার কাছে যান ?
A. যম     B. কুবের   C. নারদ     D. ইন্দ্র
★ সঠিক উত্তর – D

২৯) “ধান ভানব মরণকালে, দাঁড়িয়ে থাকি ঢেঁকিশালে” – প্রবাদটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে ?
A. বাদশা   B. ইঁদুর    C. দ্বিজ     D. চোর
★ সঠিক উত্তর – B

৩০)    রাজা              রাজ‍্য
a) বান                   i) বিদর্ভ
b) দন্তবক্র.            ii) শোণিতপুর
c) ভিস্মক.            iii) কোশল
d) লগ্নজিৎ.          iv) করুষ
A. a) – ii     b) – iv.   c) – i.    d) – iii
B. a) – ii.     b) – iv.   c) – i.    d) – iii
C. a) – iii.    b) – i.    c) – iv.    d) – ii
D. a) – ii.     b) – i     c) – iv.     d) – iii
★ সঠিক উত্তর – A

৩১) মন্তব‍্য – বিমলা চোখের নীল মণি অশুভ।
যুক্তি – এই চোখের মেয়েদের স্বামী টেকে না।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

৩২) ”বঁধূ যদি তুমি মোরে নিদারুণ হ‌ও
     মরিব তোমার আগে দাঁড়াইয়া র‌ও”
– কোন পর্যায়ের পদ ?
A. মান                B. আক্ষেপানুরাগ 
C. মাথুর             D. প্রেমবৈচিত্ত‍্য
★ সঠিক উত্তর – B

৩৩) পদ্মাবতীর কোন রাশিতে জন্ম হয়েছিল ?
A. বৃষ  B. তুলা C. কন‍্যা  D. মিথুন
★ সঠিক উত্তর – C

৩৪) কৃষ্ণদাস কবিরাজ চৈতন‍্যচরিতামৃত গ্রন্থটি কোথায় বসে লিখেছিলেন ?
A. বৃন্দাবন                     B. মথুরা
C. নীলাচল                    D. নবদ্বীপ
★ সঠিক উত্তর – A

৩৫) ঐরাবত সুমেরুর চারধার কেটে দিলে গঙ্গা যে চারটি ধারায় বিভক্ত হয় –
A. নন্দা, ভদ্রা, শ্বেতা, বসু
B. বসু, ভদ্রা, শ্বেতা, অলকানন্দা
C. জাহ্নবী, ভদ্রা, শ্বেতা, যমুনা
D. নন্দা, যমুনা, জাহ্নবী, ভদ্রা
★ সঠিক উত্তর – B

৩৬) ‘যযাতি’ কাব‍্যের রচনাকাল কত ?
A. ৬ই সেপ্টেম্বর, ১৯৪০খ্রি:
B. ১২ই আগষ্ট, ১৯৪৯খ্রি:
C. ৩রা ফেব্রুয়ারি, ১৯৩৯খ্রি:
D. ১৮ই মার্চ, ১৯৫৩খ্রি:
★ সঠিক উত্তর – D

৩৭) ‘মহুয়া পালা’র অধ‍্যায়গুলি ক্রমানুসারে সাজাও –
1. নদের চাঁদ ও মহুয়ার ঘাটে সাক্ষাৎ
2. হুমরা ও মাইনকিয়ার পরামর্শ
3. নদের চাঁদের সভা     4. খেলা প্রদর্শন
A. 3 – 4 – 1 – 2.           B. 2 – 3 – 4 – 1
C. 4 – 2 – 1 – 3.           D. 1 – 4 – 2 – 3
★ সঠিক উত্তর – A

৩৮) বয়স অনুযায়ী চরিত্রগুলিকে ক্রমানুসারে সাজাও –
1. মায়া (গিরগিটি)       2. খুকী (আত্মভূক)
3. মাজু (রস)              4. মলিনা (ইঁদুর)
A. 3 – 4 – 1 – 2.          B. 2 – 4 – 1 – 3
C. 2 – 1 – 3 – 4.          D. 4 – 2 – 1 – 3
★ সঠিক উত্তর – B

৩৯) অজ্ঞাতবাসকালে অশ্বচিকিৎসকরূপে ছিলেন –
A. ভীম    B. যুধিষ্ঠির   C. সহদেব   D. নকুল
★ সঠিক উত্তর – D

৪০) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব‍্যের প্রথম মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয় কার সম্পাদনায় ?
A. খগেন্দ্রনাথ মিত্র
B. কৃষ্ণমোহন মজুমদার
C. কেদারনাথ দত্ত
D. বিশ্বনাথ বসু
★ সঠিক উত্তর – C

৪১) ঠিক বিকল্পটি চিহ্নিত করো –
1. বজ্রনাভ উপাখ‍্যান মালাধর বসু গ্রহণ করেন হরিবংশ থেকে।
2. বজ্রনাভর কন‍্যার নাম – চন্দ্রপ্রভা।
3. বজ্রনাভ কৃষ্ণের পুরী অধিকার করতে চায়।
4. বজ্রনাভকে হত‍্যা করে প্রদ‍্যুম্ন।
A. কেবল 2 অশুদ্ধ         B. 1 ও 4 শুদ্ধ
C. কেবল 4 অশুদ্ধ         D. 2 ও 3 শুদ্ধ
★ সঠিক উত্তর – B

৪২) “দুইজনে তুলিব ফুল সকাল ও বিয়ান” – কথাটা মহুয়াকে বলেছে –
A. নদের চাঁদ          B. ব্রাহ্মণ  
C. সুজন                D. স‌ওদাগর
★ সঠিক উত্তর – D

৪৩) ‘জননী’ গল্পে মাকে স্বার্থত‍্যাগ দিতে চেয়েছিল কে ?
A. দীনু    B. অনু    C. কড়ি   D. নিরু
★ সঠিক উত্তর – C

৪৪) “আশারফ খাঁ লস্কর উজীর” – এখানে ‘উজীর’ কথার অর্থ কী ?
A. মন্ত্রী  B. সেনাপতি   C. সারথি  D. পারিষদ
★ সঠিক উত্তর – A

৪৫) অশুদ্ধ কোনটি ?
1. কাশীরাম দাসের দাদা – কৃষ্ণদাস।
2. কাশীরাম দাসের উপাধি – কৃষ্ণকিঙ্কর।
3. কৃষ্ণদাসের রচিত গ্রন্থ – ভক্তিবিলাস।
4. কাশীরাম দাসের দীক্ষাগুরু – অভিরাম মুখোপাধ‍্যায়।
A. 1, 2.     B. 2, 3.    C. 3, 4.     D. 1, 4
★ সঠিক উত্তর – B

৪৬) ‘মিছিলের মুখ’ কবিতা অবলম্বনে –
মন্তব‍্য – গায়ে সুগন্ধি ঢালে
যুক্তি – মৃত শবের দুর্গন্ধ ঢাকার জন‍্য।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – C

৪৭) রামায়ণের আদিকান্ড অনুসারে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর কার পুত্র ?
A. সুষেণ   B. ভানু   C. মান্ধাতা   D. নিরঞ্জন
★ সঠিক উত্তর – D

৪৮) ‘জামে কাম কি কামে জাম / _ ভণতি অচিন্ত‍ সো ধাম’ – শূন‍্যস্থান পূরণ করো।
A. সরহ      B. ভুসুকু     C. লুই      D. কাহ্ন
★ সঠিক উত্তর – A

৪৯) কার সম্বন্ধে বলা হয়েছে ?
1. বেটেখাটো, পাকসিটে গড়ন।
2. গলায় ত্রিকন্ঠি তুলসির মালা
3. মুখের ডানদিকে কাটা দাগ।
A. আতুরি ডাইন       B. দীনু চৌধুরি
C. পীতম কাঁসারি     D. গিরিশ গোমস্তা
★ সঠিক উত্তর – C

৫০) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব‍্যের অপর নাম কী ?
A. শ্রীকৃষ্ণবিক্রম          B. গোবিন্দবিক্রম
C. শ্রীকৃষ্ণমঙ্গল           D. গোবিন্দবিজয়
★ সঠিক উত্তর – D

—-