বাংলা মকটেস্ট – ১০
বিষয় – আর্যভাষা, বাংলা ভাষা,আঞ্চলিক ভাষা

উত্তরপত্র

১) সঠিক বিকল্প নিবার্চন করো –
1. প্রাচীন ভারতীয় আর্যভাষায় লিঙ্গ শব্দের অর্থের ওপর নির্ভর করত।
2. প্রাচীন ভারতীয় আর্যভাষায় লিঙ্গভেদ ছিল ব‍্যাকরণগত।
3. লিঙ্গভেদ অনুসারে ক্রিয়ারূপ পৃথক হত না।
4. প্রাচীন ভারতীয় আর্যে ‘লতা’ শব্দটি ক্লীব লিঙ্গ হিসাবে ধরা হত।
A. 1 ও 2 শুদ্ধ            B. 2 ও 3 শুদ্ধ
C. 3 ও 4 শুদ্ধ            D. 1 ও 4 শুদ্ধ
★ সঠিক উত্তর – B

২) মন্তব‍্য – পৈশাচী ভাষা আঞ্চলিক বা সামাজিক উপভাষা নয়।
  যুক্তি – পৈশাচী ভাষার ব‍্যবহার পাওয়া যায় জৈনদের ধর্ম সাহিত‍্যে।
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

৩)        A.                        B
a) ভরত > ভরহ           i) মাগধী
b) পুরুষ: > পুলিশে     ii) অর্ধমাগধী
c) ঔষধ > ওসঢ         iii) শৌরসেনী
d) আশ্রম > অসসম    iv) মাহারাষ্ট্রী
A. a) – iv.  b) – i.   c) – ii    d) – iii
B. a) – ii.   b) – i.    c) – iv   d) – iii
C. a) – iii.  b) – iv.  c) – i     d) – ii
D. a) – ii.   b) – iii.   c) – iv   d) – i
★ সঠিক উত্তর – A

৪) ‘প্রাণ কেন এমন করে’ – ‘সাধের আসন’ কাব‍্যে উল্লেখিত গীতটির তাল কী ?
A. ঝাঁপতাল               B. দাদরা
C. ললিত                   D. কাওয়ালী
★ সঠিক উত্তর – D

৫) অবহটঠ হল –
A. অপভ্রংশের শেষ ধাপ
B. মধ‍্যভারতীয় আর্যভাষার শেষ ধাপ
C. মধ‍্য ভারতীয় আর্য ভাষায় ২য় ধাপ
D. নব‍্য ভারতীয় আর্য ভাষার প্রথম ধাপ
★ সঠিক উত্তর – A

৬) “শাক বাইগন মূলা/আট্যা থোড় কাঁচকলা/
সকলে পুরিয়া লয় পাতি” – ‘বাইগন’ কোন ভাষাতাত্ত্বিক বৈশিষ্ঠ‍্যের নিদর্শন ?
A. অভিশ্রুতি             B. বিপর্যাস
C. স্বরসঙ্গতি             D. বিপ্রকর্ষ
★ সঠিক উত্তর – B

৭) ‘আনারস’ কবিতায় আনারস ছাড়া আর কোন ফলের উল্লেখ আছে ?
A. পেয়ারা                   B. ডালিম
C. আপেল                  D. বেদানা
★ সঠিক উত্তর – D

৮) বসো> বহো – কোন উপভাষার নিদর্শন ?
A. বরেন্দ্রী             B. বঙ্গালী
C. রাঢ়ী                D. ঝাড়খন্ডী
★ সঠিক উত্তর – B

৯)         A.                 B
a) পঞ্জাবি             i) অর্ধমাগধী
b) ছত্তিশগড়ী.      ii) মাগধী
c) ওড়িয়া.           iii) মাহারাষ্ট্রী
d) কোঙ্কণী.          iv) পৈশাচী
A. a) – iv.  b) – iii   c) – ii    d) – i
B. a) – ii.   b) – i.    c) – iv   d) – iii
C. a) – iv.  b) – i.   c) – ii    d) – iii
D. a) – ii.   b) – iii.   c) – iv   d) – i
★ সঠিক উত্তর – C

১০) প্রাচীন বাংলা ভাষায় মুখ‍্য কর্মে শূন‍্য বিভক্তির উদাহরণ –
A. চঞ্চল চীএ প‌ইঠো কাল
B. রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ
C. মোহোর বিগোআ কহণ ন জাই
D. সসুরা নিদ গেল বহুড়ী জাগঅ
★ সঠিক উত্তর – D

১১) আগে বঙ্গালী উপভাষার দুটি বিভাষা ছিল। সেগুলো কী কী ?
A. চট্টগ্রামী ও ঢাকাইয়া 
B. ফরিদপুরী ও নোয়াখালি
C. বিশুদ্ধ বঙ্গালী ও চট্টগ্রামী
D. বিশুদ্ধ বঙ্গালী ও নোয়াখালি
★ সঠিক উত্তর – C

১২)    চরিত্র                পরিচয়
a) ধুম্রাক্ষ                 i) কুম্ভকর্ণের পুত্র
b) প্রহস্ত                   ii) বিভীষণের পুত্র
c) মকরাক্ষ             iii) রাবণের মামা
d) তরণীসেন           iv) রাবণের সেনাপতি
A. a) – iv.  b) – iii.   c) – i    d) – ii
B. a) – ii.   b) – i.    c) – iv   d) – iii
C. a) – iii.  b) – iv.  c) – i     d) – ii
D. a) – ii.   b) – iii.   c) – iv   d) – i
★ সঠিক উত্তর – A

১৩) ভারতীয় আর্যভাষার চ বর্গের ধ্বনিগুলির উদ্ভব সম্পর্কে যার ভাষা সূত্র গুরুত্বপূর্ণ –
A. গ্রিম                  B. কেলিংস
C. গ্রাসমান            D. গ্রীয়ার্সন
★ সঠিক উত্তর – B

১৪) কোনটি বাদলের সম্পর্কে সঠিক নয় ?
A. ক্লাস টেনে পড়ার সময় টাইফায়েড হয়েছিল।
B. কম কথা বলে
C. দয়ালের থেকে ৫বছরের ছোট
D. বাদল মাতৃমুখী
★ সঠিক উত্তর – C

১৫)        নিদর্শন.                প্রাকৃত
a) মনসেহরা অনুশাসন     i) প্রাচ‍্যা
b) গির্নার অনুশাসন          ii) উত্তর পশ্চিমা
c) ধৌলী অনুশাসন          iii) প্রাচ‍্যা মধ‍্যা
d) কালসী অনুশাসন       iv) দক্ষিণ পচিমা
A. a) – iv.  b) – iii.   c) – i    d) – ii
B. a) – ii.   b) – i.    c) – iv   d) – iii
C. a) – iii.  b) – iv.  c) – i     d) – ii
D. a) – ii.   b) – iv.  c) – i    d) – iii
★ সঠিক উত্তর – D

১৬) ‘রাধা’ উপন‍্যাসের উল্লেখিত গানগুলি ক্রমানুসারে সাজাও –
1. জয় গৌর নিত‍্যানন্দ
2. ও হায় প্রেম করা আমার হল না
3. উঠিতে কিশোরী বসিতে কিশোরী
4. কে এল স‌ই নবীন সন্ন‍্যাসী ?
A. 3 – 2 – 1 – 4   B. 2 – 4 – 1 – 3
C. 4 – 3 – 2 – 1   D. 1 – 3 – 2 – 4
★ সঠিক উত্তর – A

১৭) অশুদ্ধ কোনটি ?
A. ইন্দো ইরানীর অই , অউ ধ্বনি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এ, ও ধ্বনিতে পরিণত হয়।
B. বৈদিক ঊর্ণনাভ শব্দটি ধ্বনি পরিবর্তনের ফলে ঊর্ণবাভ শব্দে রূপান্তরিত হয়।
C. বৈদিক ভাষায় স্বরের স্থান পরিবর্তনের ফলে অর্থের পরিবর্তন হত।
D. মহাপ্রাণের ‘হ’ কার প্রবণতা মধ‍্য ভারতীয় আর্যে বর্তমান ছিল।
★ সঠিক উত্তর – B

১৮) ‘পঙক্তি’ শব্দ থেকে পালি শব্দের উৎপত্তি – এই মন্তব‍্য করেছেন
A. সুকুমার সেন
B. সুনীতিকুমার চট্টোপাধ‍্যায়
C. পরেশচন্দ্র মজুমদার
D. বিধূশেখর শাস্ত্রী
★ সঠিক উত্তর – D

১৯) মন্তব‍্য – অপভ্রষ্ট থেকে প্রত্ন নব‍্য ভারতীয় আর্যভাষার রূপ সূক্ষ বিচার ছাড়া ধরা পড়ে না।
যুক্তি – সাহিত‍্যিক ভাষায় রক্ষণশীলতা বিদ‍্যমান।
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

২০)        A.                 B
a) বঙ্গালী            i) মালদহ
b) বরেন্দ্রী           ii) মুর্শিদাবাদ
c) রাঢ়ী               iii) শ্রীহট্ট
d) রাজবংশী      iv) মৈমনসিংহ
A. a) – iv.  b) – i   c) – ii    d) – iii
B. a) – ii.   b) – i.   c) – iv   d) – iii
C. a) – iii.  b) – iv.  c) – i     d) – ii
D. a) – ii.   b) – iv.  c) – i    d) – iii
★ সঠিক উত্তর – A

২১) “বিজয়নগর‌ই আমার গৃহ, বিজয়নগর‌ই আমার দেশ” – কে বলেছে ?
A. কম্পনদেব       B. অর্জুনবর্মা
C. বলরাম            D. মণিকঙ্কনা
★ সঠিক উত্তর – C

২২) শিখদের ধর্মপুস্তক ‘গ্রন্থসাহেব’ লেখা হয়েছিল কোন ভাষায় ?
A. লহন্দী                     B. হিন্দকী
C. সিন্ধী                       D. কাশ্মীরী
★ সঠিক উত্তর – B

২৩) গ্রিয়ার্সন ইরানীয় ও ভারতীয় আর্যভাষার মধ‍্যবর্তী তৃতীয় আর্যভাষার অনুমান করেছিলেন। তার নাম কী ?
A. দ্রাবিড়                B. অষ্ট্রিক  
C. হিত্তীয়                 D. দরদীয়
★ সঠিক উত্তর – D

২৪) বেহুলা লখিন্দরের প্রত‍্যাবর্তনকালের ঘাটগুলির ক্রম কোনটি ?
A. ধোপাঝি – বাঘিনী – টেটন – ধোনামনা
B. গোদা – টেটন – বাঘিনী – ধোপাঝি
C. হরিসাধু – গোদা – ধোপাঝি – টেটন
D. গোদা – বাঘিনী – টেটন – হরিসাধু
★ সঠিক উত্তর – A

২৫) লক্ষণগুলি কোন ভাষাকে নির্দেশ করেছে ?
1. বিবিধ যুক্তব‍্যঞ্জনের ব‍্যবহার।
2. পাঁচ কাল, পাঁচ ভাব ও ধাতুরূপের বিপুল বৈচিত্র‍্য
3. অক্ষরমূলক ছন্দঃপদ্ধতি
A. প্রাচীন ভারতীয় আর্যভাষা
B. মধ‍্য ভারতীয় আর্য ভাষা
C. প্রত্ন নব‍্য ভারতীয় আর্য ভাষা
D. নব‍্য ভারতীয় আর্য ভাষা
★ সঠিক উত্তর – A

২৬) ‘অবন্তী’ একটি বিভাষা যেখানে দুইপ্রকার প্রাকৃতের লক্ষণ পরিস্ফুট। প্রাকৃত দুটি কী কী ?
A. মাগধী ও অর্ধমাগধী
B. পৈশাচী ও শৌরসেনী
C. মাহারাষ্ট্রী ও শৌরসেনী
D. মাগধী ও মাহারাষ্ট্রী
★ সঠিক উত্তর – C

২৭) মতিলাল পাদরী গল্পে শিশুপুত্রের মায়ের নাম –
A. ফুলল
B. ভামর
C. ভুলুয়া
D. বদন
★ সঠিক উত্তর – B

২৮) মধ‍্যম পুরুষের সাধারণ ভবিষ‍্যৎ কালের বিভক্তি হল – ‘বা’ , এটি কোন উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ঠ‍্য ?
A. রাঢ়ী
B. ঝাড়খন্ডী
C. বরেন্দ্রী
D. বঙ্গালী
★ সঠিক উত্তর – D

২৯) “খবরটা যারাই পেল তারাই খুশি হল” – খবরটা কী ?
A. মালোপাড়াতে নতুন বাসিন্দা এসেছে
B. কিশোরের সঙ্গে পঞ্চদশী মেয়েটির বিয়ে হয়েছে
C. কিশোররা প্রবাসে যাচ্ছে
D. কালোদের বাড়িতে যাত্রা বসেছে
★ সঠিক উত্তর – A

৩০) কোনটি শুদ্ধ ?
1. বৈদিক উপসর্গগুলি স্বাধীনভাবে ব‍্যবহৃত হত না।
2. বৈদিকে মূর্ধন‍্য ল এর প্রয়োগ ছিল।
3. বৈদিক ভাষায় দ্বিবচনের প্রয়োগ ছিল না।
4. বৈদিকে দুটি বাচ‍্যের প্রয়োগ ছিল।
A. কেবল 2 শুদ্ধ
B. 1 ও 3 শুদ্ধ
C. কেবল 4 শুদ্ধ
D. 2 ও 4 শুদ্ধ
★ সঠিক উত্তর – D

৩১) মেঘনাদবধ কাব‍্যের চতুর্থ সর্গের শুরুতে কবি যে সকল পন্ডিতদের নাম উল্লেখ করেছেন তার ক্রম –
1. শ্রীকন্ঠ       2. ভর্ত্তহরি       3. কালিদাস        4. ভবভূতি
A. 4 – 2 – 3 – 1
B. 2 – 4 – 1 – 3
C. 3 – 1 – 4 – 2
D. 1 – 4 – 3 – 2
★ সঠিক উত্তর – B

৩২) ‘অপভ্রংশ’ শব্দটির প্রথম ব‍্যবহার লক্ষ‍্য করা যায় –
A. ঋকবেদে
B. প্রাকৃত পৈঙ্গলে
C. অষ্টাধ‍্যায়ীতে
D. মহাভাষ‍্যে
★ সঠিক উত্তর – D

৩৩) কার পৃষ্ঠপোষকতায় রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন কাব‍্য রচনা করেছিলেন ?
A. হোসেন সাহ
B. গুণরাজ খাঁ
C. যশোবন্ত সিং
D. ইন্দ্রনারায়ণ চৌধুরী
★ সঠিক উত্তর – C

৩৪) “একটা লোকের দুটা বেটা ছিল” – কোন উপভাষার দৃষ্টান্ত ?
A. ঝাড়খন্ডী
B. বরেন্দ্রী
C. বঙ্গালী
D. রাঢ়ী
★ সঠিক উত্তর – A

৩৫) মন্তব‍্য – মঙ্গলা কমলাকে কনক দূর্গার মন্দিরে নিয়ে গিয়েছিল।
      যুক্তি – মঙ্গলা ভয় পেয়েছিল কমলার ওলাওঠা হয়েছে ভেবে।
A. মন্তব‍্য ও যুক্তি দুইই শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

৩৬) নির্বাস উপন‍্যাসের কোন চরিত্রকে বোঝায় ?
1. নাকে নোলক পরা, দেখতে ছেলেমানুষ
2. বাবা কৃষক
3. প্রথম স্বামী অগ্নিকুমার
A. লতা
B. বিন্দা
C. মালতী
D. সুরথের স্ত্রী
★ সঠিক উত্তর – B

৩৭) নিম্নলিখিত কোন ভাষা দেবনাগরীতে লিখিত হয়নি ?
A. হিন্দি
B. মৈথিলী
C. সিন্ধি
D. ভোজপুরী
★ সঠিক উত্তর – C

৩৮) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় ‘কাদম্বরী’ শব্দটি কত নং স্তবকে আছে ?
A. ৬ নং
B. ৫ নং
C. ৪ নং
D. ৩ নং
★ সঠিক উত্তর – A

৩৯) কোনটি শুদ্ধ ?
A. চর্যায় তৎসম শব্দের ব‍্যবহার প্রায় ছিল না।
B. চর্যায় যৌগিক পদের ব‍্যবহার ছিল।
C. চর্যায় ব শ্রুতি ছিল না।
D. চর্যায় যৌগিক ক্রিয়ার ব‍্যাপক প্রচলন ছিল।
★ সঠিক উত্তর – B

৪০) মন্তব‍্য – গ্রিয়ার্সন অর্ধমাগধীকে জৈন প্রাকৃত বলেছেন।
        যুক্তি – জৈন ধর্ম সাহিত‍্যের মধ‍্যে অর্ধমাগধীর ব‍্যবহার সীমাবদ্ধ ছিল।
A. মন্তব‍্য ও যুক্তি দুইই শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য ও যুক্তি দুইই অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

__