টার্গেট সেট 2023
বিষয় – ইউনিট ১ – ১০
উত্তরপত্র
১) মধ্য ভারতীয় আর্যভাষা = প্রাকৃত ভাষা হলে, প্রাচীন ভারতীয় আর্য = ?
A. বৈদিক ভাষা B. লৌকিক সংস্কৃত
C. ক্ল্যাসিকাল সংস্কৃত D. সংস্কৃত ভাষা
★ সঠিক উত্তর – A
২) সর্বনামে কর্তৃকারকে বহুবচনে ‘রা’ বিভক্তির প্রয়োগ প্রথম কোথায় দেখা যায় ?
A. চর্যাপদে B. শ্রীকৃষ্ণকীর্তনে
C. দোহাকোষে D. মনসামঙ্গলে
★ সঠিক উত্তর – B
৩) প্রবন্ধ পত্রিকা
a) বইপড়া i) ভারতী
b) সৌন্দর্যতত্ত্ব ii) সবুজপত্র
c) নিয়মের রাজত্ব iii) সাহিত্য
d) মলাট সমালোচনা iv) সাধনা
A. a) – ii. b) – i. c) – iv. d) – iii
B. a) – iv. b) – iii. c) – ii. d) – i
C. a) – iii. b) – iv c) – ii d) – i
D. a) – ii. b) – iv c) – i d) – iii
★ সঠিক উত্তর – D
৪) শশীর ঘরে যে ল্যাম্প জ্বলে তার দাম কত ?
A. ৫ টাকা B. ৫টাকা ১২আনা
C. ৭ টাকা D. ১২আনা
★ সঠিক উত্তর – C
৫) মন্তব্য – ঐশ্বর্যময় ভাষারীতি কাব্যের পক্ষে ক্ষতিকর।
যুক্তি – ঐশ্বর্যময় ভাষারীতি কাব্যকে উৎকর্ষতা দান করে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
৬) ‘ঘরে বাইরে’ উপন্যাসে যিনি মুসলমান প্রজার স্ত্রীকে বিয়ে করে টাকা আদায় করেছিলেন তার নাম কী ?
A. অম্বিকাচরণ গুপ্ত
B. অম্বিকাচরণ ভাদুড়ি
C. গুরুচরণ গুপ্ত
D. গুরুচরণ ভাদুড়ি
★ সঠিক উত্তর – D
৭) শুদ্ধ কোনটি ?
A. ভরতের মতে, বীররস থেকে বীভৎস রসের উৎপত্তি।
B. বামনের মতে অলঙ্কার শব্দার্থের বাহ্যধর্ম।
C. মন্মটের মতে, কাব্য অলঙ্কারের জন্য উপাদেয় হয়ে ওঠে।
D. ধনঞ্জয় শান্তরসকে কাব্যে স্বীকৃতি দিয়েছেন।
★ সঠিক উত্তর – D
৮) প্রেতলোকে পিতামহদের পূজার ঘর তৈরি হবে কোন পুজোর ফলে ?
A. মহাতামস B. দীপকেতন
C. মহাময়ূরী D. সপ্তকুমারিকা
★ সঠিক উত্তর – B
৯) “তনু পসেবে পসাহনি ভাসলি” – ‘পসেব’ কথার অর্থ কী ?
A. পরিধান করা B. গহনা
C. ঘাম D. পুলক
★ সঠিক উত্তর – C
১০) তিব্বতি ইতিহাসের তালিকায় কোন চর্যাকবির নাম প্রথমে আছে ?
A. লুইপাদ B. কাহ্নপাদ
C. শবরীপাদ D. ভুসুকু পাদ
★ সঠিক উত্তর – A
১১) লাডলীবাবুর বিপরীতে ভোটে কে দাঁড়িয়েছিল ?
A. হরবংশ সিং B. গিধর মন্ডল
C. ভোপতলাল D. গরভী পাওনিদার
★ সঠিক উত্তর – D
১২) A B
a) তর্কের চেয়ে কর্তব্য i) বাকি ইতিহাস
এখানে বড়
b) জীবনে বিশ্বাস চাই ii) প্রথম পার্থ
c) ঐ আমাদের পথ, iii) চাঁদ বণিকের
এটাই সত্য পালা
d) ঐ নাম আমার পক্ষে iv) সিংহাসনের
যন্ত্রণা ক্ষয়রোগ
A. a) – ii. b) – iii. c) – iv. d) – i
B. a) – iv b) – iii c) – i d) – ii
C. a) – iii. b) – iv. c) – ii. d) – i
D. a) – iv. b) – ii. c) – iv. d) – iii
★ সঠিক উত্তর – B
১৩) ‘প্রগতি’ পত্রিকা প্রথম বেরিয়েছিল কবে ?
A. আশ্বিন মাসে B. শ্রাবণ মাসে
C. অঘ্রাণ মাসে D. আষাঢ় মাসে
★ সঠিক উত্তর – D
১৪) “বাঘাড়ির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় আরো দুটি চোখ ছলছল করছে” – কোন গল্পের অংশ ?
A. গোঘ্ন B. বাদশা
C. রস D. শহীদের মা
★ সঠিক উত্তর – C
১৫) ‘পোয়েটিকস’ থেকে পরিচ্ছেদগুলি ক্রমানুসারে সাজাও –
1. চরিত্র রচনা 2. প্রেরণা
3. ভাগ্যের পরিবর্তন 4. করুণা ও ভয়
A. 3 – 4 – 1 – 2
B. 4 – 2 – 1 – 3
C. 2 – 1 – 3 – 4
D. 4 – 2 – 3 – 1
★ সঠিক উত্তর – A
১৬) “পর্দাগুলি নিয়ে যাবো, নিয়ে যাবো শেফালির চারা” – কোন কবিতার লাইন ?
A. হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
B. মহুয়ার দেশ
C. অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে
D. কাল মধুমাস
★ সঠিক উত্তর – C
১৭) “হামাগুড়ি দিয়ে হাঁটে অরূপ রূপনারায়ণ” – কোন অলঙ্কার ?
A. বিষম B. ব্যতিরেক
C. সমাসোক্তি D. ভ্রান্তিমান
★ সঠিক উত্তর – C
১৮) “ছেলেভুলানো ছড়া একেবারেই ছেলেমানুষি নয়” – কোন প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে ?
A. দৃষ্টি ও সৃষ্টি B. বইপড়া
C. বঙ্গদেশে পত্রসূচনা D. বাংলা ভাষা
★ সঠিক উত্তর – A
১৯) দশরথের যে কন্যা লোমপাদ ভূপতির ঘরে লালিত পালিত হয় তার নাম কী ?
A. ইন্দুমতী B. সুমতি
C. রোহিনী D. হেমলতা
★ সঠিক উত্তর – D
২০) কোন দুটি নাটক ইউরিপিদিসের রচিত ?
1. মেদেয়া 2. বন্দি প্রমিথিউস
3. ইডিপাস 4. ইফিগেনিয়া
A.1 ও 3. B. 1 ও 4. C. 2 ও 3. D. 2 ও 4
★ সঠিক উত্তর – B
২১) ‘শিকার’ কবিতা অবলম্বনে উড়য় স্তম্ভ মেলাও –
A. B
a) আগুন i) ঘাস ফড়িঙের মতো
b) আকাশ. ii) মোরগ ফুলের মতো
c) ঘাস. iii) মচকাফুলের মতো
d) নদীর জল iv) কচি বাতাবিলেবুর মতো
A. a) – iii. b) – i. c) – iv d) – ii
B. a) – iii. b) – iv. c) – i. d) – ii
C. a) – ii. b) – i. c) – iv d) – iii
D. a) – ii. b) – iv. c) – i. d) – iii
★ সঠিক উত্তর – C
২২) দন্ডী কাব্যাদর্শে কতগুলি উপমা অলঙ্কারের কথা বলেছেন ?
A. ৭টি B. ১৯টি C. ২৭টি D. ৩১টি
★ সঠিক উত্তর – D
২৩) গৌরী ও পার্বতীর মধ্যে আশ্চর্য মিল ছিল কোথায় ?
A. মুখে B. চোখে
C. হাসিতে D. চাহনিতে
★ সঠিক উত্তর – B
২৪) ‘ইঁদুর’ গল্পে বাসুদেব কোনদিন ভাত খায়নি ?
A. অমাবস্যা B. একাদশী
C. পূর্ণিমা D. সংক্রান্তি
★ সঠিক উত্তর – C
২৫) ধনপতির আত্মীয়ের নামগুলি উভয় স্তম্ভ মেলাও –
A. B
a) পিতা i) রঘুপতি
b) পিতামহ. ii) সোমচন্দ্র
c) মাতা. iii) চন্দ্রমুখী
d) মাতামহ. iv) জয়পতি
A. a) – ii. b) – iv c) – i. d) – iii
B. a) – iv. b) – i. c) – iii. d) – ii
C. a) – iii. b) – iv. c) – ii. d) – i
D. a) – ii. b) – iii. c) – iv d) – i
★ সঠিক উত্তর – B
২৬) উমা বিজয়ার কথোপকথনে মেঘনাদ ও প্রমিলার মৃত্যু পরিকল্পনা বর্ণিত আছে কততম স্তবকে ?
A. ২য় B. ৩য় C. ৪র্থ D. ৫ম
★ সঠিক উত্তর – B
২৭) সন্ন্যাসীর দল বিঠৌরা বাস ত্যাগ করেছিল কারণ –
A. গ্রামে মহামারি হয়েছিল
B. জলের অভাব ছিল
C. বাঙালি ছিল না
D. গ্রামবাসীরা সন্ন্যাসীদের সেবা করেনি
★ সঠিক উত্তর – D
২৮) নিশিকান্তের কারখানায় কীসের গন্ধ পাওয়া যায় ?
A. তামাকের B. পচা আলুর
C. পচা ডিমের D. পেঁয়াজের
★ সঠিক উত্তর – B
২৯) বেহুলার গণিকাবৃত্তির কথা চাঁদ সদাগরকে কে জানিয়েছিল ?
A. ভুলুয়া B. করালী
C. কেবট্ট D. বনমালী
★ সঠিক উত্তর – A
৩০) 1. হীরার দ্বেষ 2. হীরার অয়ি
3. হীরার কলহ 4. হীরার রাগ
অধ্যায়গুলির শিরোনামগুলি ক্রমানুসারে সাজাও –
A. 2 – 1 – 3 – 4. B. 3 – 4 – 2 – 1
C. 4 – 1 – 3 – 2. D. 3 – 1 – 2 – 4
★ সঠিক উত্তর – C
৩১) হিন্দি, উর্দু এই ভাষাগুলি কোন অবহটঠ ভাষাগোষ্ঠীর বিবর্তিত রূপ ?
A. মহারাষ্ট্রী B. মাগধী
C. অর্ধমাগধী D. শৌরসেনী
★ সঠিক উত্তর – D
৩২) “পরম সুন্দর ও চমৎকার অসুন্দর দুইই দুর্লভ” – একথা বলেছেন
A. অবনীন্দ্রনাথ ঠাকুর
B. লিওনার্দো দ্য ভিঞ্চি
C. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
D. ড্রুরা
★ সঠিক উত্তর – B
৩৩) ‘পাখির মা’ গল্পে ধান সেদ্ধ করার জন্য কোন গাছের কাঠ কাটা হয়েছিল ?
A. আম B. কাঁঠাল
C. জারুল D. শিমূল
★ সঠিক উত্তর – C
৩৪) রাজা কৃষ্ণচন্দ্রের পুত্রদের জ্যেষ্ঠাদির ক্রম –
A. ভৈরবচন্দ্র – শিবচন্দ্র – হরচন্দ্র – মহেশচন্দ্র
B. শিবচন্দ্র – ভৈরবচন্দ্র – হরচন্দ্র – মহেশচন্দ্র
C. হরচন্দ্র – শিবচন্দ্র – মহেশচন্দ্র – ভৈরবচন্দ্র
D. মহেশচন্দ্র – হরচন্দ্র – ভৈরবচন্দ্র – শিবচন্দ্র
★ সঠিক উত্তর – B
৩৫) নাটক গর্ভাঙ্ক
a) সাজাহান i) ৯
b) জমিদার দর্পণ. ii) ১৫
c) নবান্ন iii) ২৫
d) জনা. iv) ৩১
A. a) – iv b) – i. c) – ii. d) – iii
B. a) – ii. b) – i. c) – iv d) – iii
C. a) – iv. b) – iii. c) – ii d) – i
D. a) – iii. b) – iv. c) – i d) – ii
★ সঠিক উত্তর – A
৩৬) “তিতাস একটি নদীর নাম” উপন্যাসে নয়া বসত শুরু হয়েছে কোন কাহিনির পরে ?
A. রাঙা নাও B. রামধনূ
C. প্রবাস D. দুরঙা প্রজাপতি
★ সঠিক উত্তর – C
৩৭) ‘দাদা’ শব্দটি বাংলা শব্দ ভান্ডারে কোথা থেকে এসেছে ?
A. সংস্কৃত B. ফারসি
C. আরবি D. হিন্দি
★ সঠিক উত্তর – B
৩৮) সুকুমারের জন্য দেখা কোন পাত্রীর বাড়ি বারাসাত ?
A. বনলতা B. মমতা
C. অনুপমা D. দেবপ্রিয়া
★ সঠিক উত্তর – A
৩৯) ‘প্রবাসী’ পত্রিকার কোন বিভাগটি ১৩৩০বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে শুরু হয়েছে ?
A. আলোচনা B. বিবিধ প্রসঙ্গ
C. বেতালের বৈঠক D. কষ্টিপাথর
★ সঠিক উত্তর – C
৪০) কোন বিষয়গুলির ভেদ ৩ প্রকার ?
1. অনুমানভেদে মান
2. অবস্থাভেদে নায়িকা
3. রতিভেদে পূর্বরাগ
4. বিপ্রলম্ভ 5. সুদূর প্রবাস
A.1 ও 3. B. 2 ও 4. C. 1 ও 4. D. 3 ও 5
★ সঠিক উত্তর – D
৪১) “দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার” – মাত্রা গণনা করো।
A. ৪ + ৪ + ৪ + ৩
B. ৬ + ৬ + ৬ + ২
C. ৪ + ৪ + ৪ + ৪
D. ৬ + ৪ + ৬ + ২
★ সঠিক উত্তর – B
৪২) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের শেষ পদ কোনটি ?
A. বুঝিতে না পারো কাহ্নাঞি
B. আইস ল বড়ায়ি হের বচন
C. আহা নটী বড় রাধা
D. শকতী না কর বড়ায়ি
★ সঠিক উত্তর – D
৪৩) A. B
a) সুপারি > সুপুরি i) আংশিক স্বরসংগতি
b) পূজা > পুজো ii) পারস্পরিক “
c) যদু > যোদো iii) পরাগত “
d) দেশি > দিশি iv) পূর্ণ “
A. a) – iii. b) – iv. c) – iv d) – ii
B. a) – iv b) – i c) – ii. d) – iii
C. a) – ii b) – iii. c) – iv. d) – i
D. a) – iii. b) – i c) – iv. d) – ii
★ সঠিক উত্তর – B
৪৪) মন্তব্য – ধ্বনিবাদীদের মতে, অলঙ্কার কাব্যের আত্মা নয়।
যুক্তি – অলঙ্কারে ব্যঙ্গার্থের প্রাধান্য থাকে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – C
৪৫) 1. দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও
2. দেহ না চললে চলবে তোমার কড়া চাবুক
3. অভ্যাস ছিল তীর ধনুকের ছেলেবেলায়
4. কোনো দ্বিরুক্তি করবো না, নেবো তীর ধনুক
প্রস্তাব : ১৯৪০ কবিতা অবলম্বনে পঙক্তিগুলি ক্রমানুসারে সাজাও –
A. 4 – 2 – 1 – 3. B. 2 – 3 – 4 – 1
C. 3 – 1 – 3 – 4. D. 2 – 1 – 4 – 3
★ সঠিক উত্তর – A
৪৬) ইংরাজি কোন কবিতা সংকলনের সাহায্যে রবীন্দ্রনাথ ‘আধুনিক কাব্য’ প্রবন্ধটি লিখেছিলেন ?
A. The Study in Poetry
B. The Works off Western Poets
C. The Modern Poet and Their Works
D. The New Poetry
★ সঠিক উত্তর – D
৪৭) রাসসুন্দরী দেবীর কোন ছেলে সব থেকে কম বয়সে মারা গেছে ?
A. মুকুন্দলাল B. চন্দ্রনাথ
C. প্যারীলাল D. পুলিনবিহারী
★ সঠিক উত্তর – D
৪৮) রবীন্দ্রনাথ ঠাকুর ‘চিত্রা’ কাব্যের কোন কবিতার কথা ছিন্নপত্রের ১৫৭ সংখ্যক কবিতায় উল্লেখ করেছেন ?
A. স্নেহস্মৃতি B. অন্তর্যামী
C. এবার ফিরাও মোরে
D. পুরাতন ভৃত্য
★ সঠিক উত্তর – B
৪৯) “বিচিত্র পুষ্পের রথে পাঁটা পাঁটা বলে / _ পুরুষ তার স্বর্গে যাবে চলে” – শূন্যস্থান পূরণ করো
A. ৫১ B. ৫৩ C. ৫৫ D. ৫৭
★ সঠিক উত্তর – D
৫০) “জুড়াইতে চন্দন লেপিলে অহর্নিশ
বিধির বিপাকে তাহা হয়ে ওঠে বিষ”
– কোন অলঙ্কার ?
A. বিষম অলঙ্কার
B. বিরোধাভাস অলঙ্কার
C. বিভাবনা অলঙ্কার
D. ভ্রান্তিমান অলঙ্কার
★ সঠিক উত্তর – A
—