ম‍্যারাথন মকটেস্ট – ০৪
বিষয় – ইউনিট ৮ & ১০

১) ‘ছেলে ভুলানো ছড়া’ প্রবন্ধটির প্রকাশকাল কত ?
A. সাধনা, ১৩০১ বঙ্গাব্দ
B. সবুজপত্র, ১৩১১ বঙ্গাব্দ
C. বঙ্গবাণী, ১৩২১ বঙ্গাব্দ
D. ভারতী, ১৩৩১বঙ্গাব্দ
★ সঠিক উত্তর – A

২) “পথে যেতে তোমার সাথে / মিলন হল দিনের শেষে” – গানটি আছে –
A. মুক্তধারা            B. অচলায়তন
C. ঘরে বাইরে        D. চতুরঙ্গ
★ সঠিক উত্তর – D

৩) ‘পুনশ্চ’ কাব‍্যগ্রন্থের শেষ কবিতাটি হল –
A. বিশ্বশোক               B. শেষ চিঠি
C. পয়লা আশ্বিন        D. খেলনার মুক্তি
★ সঠিক উত্তর – C

৪) বাচিতর সিং এর বাড়ি ছিল –
A. আজাদদস্তায়          B. রামগড়ে
C. রাজপুতটোলায়       D. রাজপারডাঙায়
★ সঠিক উত্তর – C

৫) “সন্দীপের চরিত্র নেই, সন্দীপের শক্তি আছে” – সন্দীপের সম্পর্কে এ কথা বলেছে –
A. নিখিলেশ                B. সন্দীপ
C. চন্দ্রনাথ                  D. বিমলা
★ সঠিক উত্তর – D

৬) হিরণ মাসির প্রসঙ্গ আছে কোন কবিতায় ?
A. কীটের সংসার            B. বাসা
C. বালক                         D. সুন্দর
★ সঠিক উত্তর – C

৭) দ্বিতীয়বার বিলাতযাত্রার সময় রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয়েছিল কার ?
A. লোকেন পালিত
B. আশুতোষ চৌধুরী
C. অক্ষয় চৌধুরী
D. ভূদেব মুখোপাধ‍্যায়
★ সঠিক উত্তর – B

৮) ‘অচলায়তন’ নাটকে শোনপাংশুরা কতগুলি গান গেয়েছে ?
A. ৩টে      B. ৪টে     C. ৫টে      D. ৬টে
★ সঠিক উত্তর – C

৯) “এর নকল করা রেবতীর অসাধ‍্য” – কোন কাজের ?
A. চুরুট খাওয়া        B. প‍্যান্ট শার্ট পড়া
C. সকলের সামনে চুমু খাওয়া
D. মদ‍্যপান করা
★ সঠিক উত্তর – A

১০) ‘নবান্ন’ নাটকে প্রথম অভিনয়ে শম্ভু মিত্র কোন চরিত্রটি অভিনয় করেছিল ?
A. কুঞ্জ                   B. প্রধান
C. হারু                    D. দয়াল
★ সঠিক উত্তর – D

১১) “সে নিজরাজ‍্যে বিদ্রোহী” – কার সম্পর্কে এ কথা বলা হয়েছে ?
A. বিশ্বজিৎ                B. বিভূতি
C. অভিজিৎ               D. ধনঞ্জয়
★ সঠিক উত্তর – C

১২) ‘প্রেমের অভিষেক’ কবিতায় কোন পৌরাণিক চরিত্র আছে ?
A. শর্মিষ্ঠা – যযাতি       B. জনা – প্রবীর
C. নল – দময়ন্তী          D. কর্ণ – কুন্তী
★ সঠিক উত্তর – C

১৩) ‘শ্রেষ্ঠ ভিক্ষা’ কবিতার উল্লেখ কোন রবীন্দ্র প্রবন্ধে আছে ?
A. আধুনিক কাব‍্য    B. সাহিত‍্যের তাৎপর্য
C. সাহিত‍্যে নবত্ব       D. তথ‍্য ও সত‍্য
★ সঠিক উত্তর – D

১৪) ‘ঘরে বাইরে’ উপন‍্যাসে শুক সায়রের হাট কবে বসবে ?
A. শুক্রবার               B. শনিবার
C. রবিবার                D. মঙ্গলবার
★ সঠিক উত্তর – B

১৫) পূজা > পুজো – কীসের উদাহরণ ?
A. পূর্ণ স্বরসংগতি
B. পরাগত স্বরসংগতি
C. প্রগত স্বরসংগতি
D. অন‍্যোন‍্য স্বরসংগতি
★ সঠিক উত্তর – C

১৬)”সনাতনম্ এনম আহুর উতাদ‍্য স‍্যাৎ পুনর্নবঃ” নামে কোন কবিতাটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
A. মানবপুত্র             B. তীর্থযাত্রী
C. মুক্তি                    D. শিশুতীর্থ
★ সঠিক উত্তর – D

১৭) ‘রাধাবিরহ’ কে প্রক্ষিপ্ত বলেছেন –
A. সুকুমার সেন
B. আশুতোষ ভট্টাচার্য
C. বিমানবিহারী মজুমদার
D. শঙ্করীপ্রসাদ বসু
★ সঠিক উত্তর – C

১৮) “খাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠলে ভালো হয় না” – কে কাকে বলেছে ?
A. মন্ত্রী রণজিৎকে
B. প্রথম নাগরিক দ্বিতীয় নাগরিককে
C. পথিক নাগরিককে
D. ধনঞ্জয় বিভূতিকে
★ সঠিক উত্তর – B

১৯) ‘নবজাতক’ কাব‍্যের ‘উদ্বোধন’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
A. প্রবাসী                   B. নাচঘর
C. পরিচয়                  D. শতদল
★ সঠিক উত্তর – D

২০) সুভাষ মুখোপাধ‍্যায়ের কোন কবিতার প্রচ্ছদ অঙ্কন করেছিলেন পূর্ণেন্দু পত্রী ?
A. মিছিলের মুখ       B. প্রস্তাব : ১৯৪০
C. পাথরের ফুল        D. কাল মধুমাস
★ সঠিক উত্তর – C

২১) অ্যারিস্টটলের মতে কমেডি উন্নততর শিল্প যখন –
A. চরিত্র প্রধান          B. উন্নত নায়ক
C. হাস‍্যরস সমৃদ্ধ       D. কাহিনি প্রধান
★ সঠিক উত্তর – D

২২) যুধিষ্ঠির কোন প্রকার নায়কের অন্তর্গত ?
A. ললিত                  B. শান্ত
C. উদাত্ত                  D. উদ্ধত
★ সঠিক উত্তর – B

২৩) “শব্দার্থৌ তে শরীরং” – এর প্রবক্তা কে ?
A. আনন্দবর্ধন            B. কুন্তক
C. রাজশেখর             D. রুদ্রট
★ সঠিক উত্তর – C

২৪) “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী” – পঙক্তিটি কত মাত্রার ?
A. ৭ + ৭    B. ৮ +৮     C.৭ + ৫    D. ৮ + ৬
★ সঠিক উত্তর – D

২৫) ‘স্ত্রীর পত্র’ গল্পে বিন্দুর বয়স কত ?
A. ১৪বঃ    B. ১৫বঃ    C. ১৭বঃ    D. ১৯বঃ
★ সঠিক উত্তর – A

২৬) নাটকের দৈর্ঘ‍্যবোধ বলতে বোঝায় –
A. মুথোস                B. আইথেস
C. আইসথেসিস      D. মাইটোসিস
★ সঠিক উত্তর – C

২৭) সংলক্ষ‍্যক্রম ধ্বনি কোন প্রকার ধ্বনির অন্তর্গত ?
A. গুণীভূত ব‍্যঙ্গকাব‍্য
B. বিবক্ষিতান‍্য পরবাচ‍্য
C. অর্থান্তর সংক্রমিত
D. অত‍্যন্ত তিরস্কৃত
★ সঠিক উত্তর – B

২৮) “আমার পাপের শাস্তি আমি পাচ্ছি” – বক্তা কে ?
A. সাজাহান             B. ঔরঙ্গজেব
C. মহম্মদ                 D. মোরাদ
★ সঠিক উত্তর – D

২৯) অনেক নায়িকাতে যার সমানভাব এমন পুরুষকে কী বলে ?
A. অনুকূল                 B. দক্ষিণ
C. শঠ                        D. ধৃষ্ট
★ সঠিক উত্তর – B

৩০) অ্যারিস্টটলের মতে অকারণ মন্দ চরিত্রের উদাহরণ দাও
A. ওদুসসেউস             B. ইফিগেনিয়া
C. মেলানিপ্প                D. মেনেলাওস
★ সঠিক উত্তর – D

৩১) কোন চর্যাকবি চর্যাপদে নিজেকে অনুত্তর স্বামী বলে উল্লেখ করেছেন ?
A. চাটিল পা                 B. ভুসুকু পা
C. শান্তি পা                   D. লুই পা
★ সঠিক উত্তর – A

৩২) কত প্রকার দর্শনে পূর্বরাগ সঞ্চার হয় ?
A. ২ প্রকার                B. ৩ প্রকার
C. ৪ প্রকার                D. ৫ প্রকার
★ সঠিক উত্তর –  B

৩৩) যন্ত্রণার ট্রাজেডি হিসাবে অ্যারিস্টটল কোন নাটকের উদাহরণ দিয়েছেন ?
A. প্রোমিথিউস          B. পেলেউস
C. পথিওতিদেস        D. ইকজিওন
★ সঠিক উত্তর – D

৩৪) অলঙ্কারশাস্ত্রে মোট কয়টি রীতির উল্লেখ আছে ?
A. ৩টি      B. ৫টি      C. ৭টি      D. ৯টি
★ সঠিক উত্তর – D

৩৫) কোরাসের গানের পরবর্তী ট্রাজেডির অংশটুকুকে কী বলে ?
A. প্রোলোগ              B. পারোদ
C. এক্সোদ                D. কোমমোস
★ সঠিক উত্তর – C

৩৬) যেখানে বাচ‍্যার্থ নিজ অর্থ ত‍্যাগ করে নতুন অর্থের প্রতিধ্বনিত করে তাকে বলে –
A. অর্থান্তর সংক্রমিত
B. অত‍্যন্ত তিরস্কৃত
C. সংলক্ষ‍্যক্রম
D. অসংলক্ষ‍্যক্রম
★ সঠিক উত্তর – B

৩৭) ভরতের নাট‍্যশাস্ত্রে কোন সাহিত‍্য প্রাকৃতের উল্লেখ নেই ?
A. মাগধী                  B. অর্ধমাগধী
C. মহারাষ্ট্রী               D. শৌরসেনী
★ সঠিক উত্তর – C

৩৮) প্রেমরসে প্রিয়তমকে আক্রমণ ও আজ্ঞানুবর্তী করা নায়িকাকে বলা হয় –
A. রসাক্রান্তবল্লভা
B. রতিপরাঙ্মুখী
C. সব্রীড়রতপ্রযত্না
D. মোহন্তসুরতক্ষমা
★ সঠিক উত্তর – A

৩৯) ‘কাব‍্যমীমাংসা’ গ্রন্থটির রচয়িতা কে ?
A. রুদ্রট                     B. মন্মট
C. রাজশেখর             D. কুন্তক
★ সঠিক উত্তর – C

৪০) ‘বঙ্কিমচন্দ্র’ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় পাঠ করেছিলেন ?
A. ভবানীপুর ইনস্টিটিউট
B. চৈতন‍্য লাইব্রেরি
C. সেনেট হল
D. কর্টেজ লাইব্রেরি
★ সঠিক উত্তর – B

—–