বাংলা মকটেস্ট – ০৪
বিষয় – unit 7(প্রবন্ধ – ২)
উত্তরপত্র
১) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয়ক প্রবর্ত্তক ও নিবর্ত্তক সম্বাদ’ থেকে সঠিক বিবৃতিটি চিহ্নিত করো –
A. রামমোহন রায়ের প্রবন্ধটি শুরুতে আছে ‘ওঁ তৎ সং’।
B. প্রবন্ধটি শুরু হয়েছে নিবর্ত্তকের প্রশ্ন নিয়ে।
C. প্রবন্ধে প্রবর্ত্তক তার বক্তব্যের প্রমাণস্বরূপ অঙ্গিরা মুনির বচন উল্লেখ করেছেন।
D. অঙ্গিরা মুনির বচন থেকে প্রথম উদ্ধৃতটি হল – “মাতৃকং পৈতৃকঞ্চৈব যত্র কন্যা প্রদীয়তে।”
■ সঠিক উত্তর – C
২) 1. পত্রিকার পাতায় সচরাচর রচনাকারের নাম লেখা হত না।
2. আবার অনেকসময় স্রষ্টার নামের আদ্যাক্ষর প্রকাশ পেত।
3. কখনও বা ছদ্মনামে লিখতেন লেখকরা।
– এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে?
সংকেত :-
A. বঙ্গদর্শন পত্রিকা
B. কল্লোল পত্রিকা
C. প্রবাসী পত্রিকা
D. সবুজ পত্র পত্রিকা
■ সঠিক উত্তর – A
৩) A
a) যৌন নির্বাচন মতের প্রবর্তক
b) যৌন নির্বাচন মতের বিরোধিতা
c) অভিব্যক্তিবাদের পান্ডা
d) দুঃখবাদে অগ্রণী
B
i) হার্বাট স্পেনসার
ii) হার্টম্যান
iii) ডারউইন
iv) ওয়ালাস
A. a – ii b – iii c – iv d – i
B. a – iv b – iii c – i d – ii
C. a – iii b – i c – iv d – ii
D. a – iii b – iv. c – i d – ii
■ সঠিক উত্তর – D
৪) চাঁদ বণিকের পালা’ নাটকে চাঁদের সবচ্যায়া বড় বন্ধু ছিল –
A. ভাস্কর
B. সূর্য
C. শঙ্কর
D. শিবদাস
■ সঠিক উত্তর – C
৫) “জ্ঞানে মৌন ক্ষমা শত্রৌ, ত্যাগে শ্লাঘা বিপর্যয়” – শ্লোকটি কোন প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে ?
A. সহমরণ বিষয়ক প্রবর্ত্তক ও নিবর্ত্তকের সম্বাদ
B. বঙ্গীয় যুবক ও তিন কবি
C. মনুষ্যফল
D. নিয়মের রাজত্ব
■ সঠিক উত্তর – B
৬) ‘রবীন্দ্রনাথ ও উত্তরসাধক’ প্রবন্ধে প্রাবন্ধিক বিশ শতকের বাংলা কাব্য বলে যেটা বোঝেননি –
A. দাশরথি রায়ের নেহাৎ চাতুরি
B. রামপ্রসাদের কড়া পাকের ভক্তি
C. ভারতচন্দ্রের মুখচাপা রসিকতা
D. ঈশ্বরগুপ্তের ফিটফাট সাংবাদিকতা
■ সঠিক উত্তর – C
৭) “মা ! আমরা যে পত্র লিখিয়া থাকি তার উত্তর পাই না কেন?” – কে প্রশ্ন করেছিল লেখিকাকে ?
A. ৭ম পুত্র B. ৫ম পুত্র
C. ৩য় পুত্র D. ৬ঠ পুত্র
■ সঠিক উত্তর – A
৮) “ভারতীয় সংস্কৃতির স্বরূপ” প্রবন্ধ অনুযায়ী যবনবিদ্বেষী ভারতীয় সংস্কৃতিকে শুদ্ধ করার উপায় কোনটি নয় ?
A. গঙ্গা যমুনা সঙ্গম থেকে যমুনাকে মারতে হবে।
B. শাসনতন্ত্রে উর্দু পড়ানো বিধান করতে হবে।
C. মুসলমান থাকলে তাকে হিন্দি পড়তে হবে।
D. গোরু খাওয়া বন্ধ করতে হবে।
★ সঠিক উত্তর – B
৯) ‘জমিদার দর্পণ’ নাটকে হাওয়ান আলীর বৈঠকখানা দৃশ্যটি কতবার আছে ?
A. ২ B. ৩ C. ৪ D. ৫
■ সঠিক উত্তর – B
১০) মন্তব্য – ইংরাজি সাহিত্যে এক বায়রণই বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে অংশী।
যুক্তি – বায়রণ পীড়িতের বন্ধু।
সংকেত –
A. মন্তব্য শুদ্ধ, যুক্তি আংশিক শুদ্ধ।
B. মন্তব্য আংশিক শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
C. মন্তব্য অশুদ্ধ যুক্তি অশুদ্ধ
D. মন্তব্য শুদ্ধ যুক্তি শুদ্ধ
■ সঠিক উত্তর – A
১১) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ প্রবন্ধ অনুযায়ী নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক ?
i) গয়াসুরের উল্লেখ আছে অগ্নিপুরাণে।
ii) ভারতবাসীর সর্বনাশ করল যীশু।
iii) বৈশ্যদের বিয়ের বয়স ৩০ বছর।
iv) সভ্যতার আদি গুরু চিন।
v) মিশরীয়রা ‘যোন’ নামে পরিচিত ছিল।
A. i, ii, v
B. ii, iii, iv
C. i, iv
D. iii, v
■ সঠিক উত্তর – C
১২) রচনা
a) মুক্তি – রবীন্দ্রনাথ ঠাকুর
b) শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
c) ভাইফোঁটা – রবীন্দ্রনাথ ঠাকুর
d) ব্যাধি ও প্রতিকার – রবীন্দ্রনাথ ঠাকুর
পত্রিকা
i) প্রবাসী পত্রিকা
ii) নবপর্যায় বঙ্গদর্শন
iii) কল্লোল পত্রিকা
iv) সবুজ পত্র পত্রিকা
সংকেত :
A. a) – ii b) – i. c) – iv d) – iii
B. a) – ii b) – iv c) – i d) – iii
C. a) – iii b) – iv c) – ii d) – i
D. a) – iii b) – i. c) – iv d) – ii
■ সঠিক উত্তর – D
১৩) আবু সয়ীদ আইয়ুব “অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা” প্রবন্ধে বাংলা কাব্যের ইতিহাসে কার আবির্ভাবকে যুগান্তর বলেছেন ?
A. ভারতচন্দ্র
B. মাইকেল
C. রবীন্দ্রনাথ
D. এলিয়ট
■ সঠিক উত্তর – C
১৪) ‘আমার জীবন’ পুস্তকখানি কেবল রাসসুন্দরীর কথা নহে, উহা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা” – মন্তব্যটি কার ?
A. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
B. ক্ষেত্র গুপ্ত
C. দীনেশচন্দ্র সেন
D. বারিদবরণ ঘোষ
■ সঠিক উত্তর – C
১৫) হরপ্রসাদ শাস্ত্রী ‘নূতন কথা গড়া’ প্রবন্ধে সুন্দর ইতর ভাষার কথার যে উদাহরণ দিয়েছেন তার সঠিক ক্রমটি হল –
A. উপত্যকা – ভঙ্গপ্রবণ – মানমন্দির – হিমালয় প্রদেশ
B. ভঙ্গপ্রবণ – উপত্যকা – মানমন্দির – হিমালয় প্রদেশ
C. হিমালয় প্রদেশ – উপত্যকা – ভঙ্গপ্রবণ – মানমন্দির
D. মানমন্দির – উপত্যকা – হিমালয় প্রদেশ – ভঙ্গপ্রবণ
■ সঠিক উত্তর – B
১৬) ‘মনুষ্যফল’ প্রবন্ধ থেকে –
i) নারকেলের জল
ii) নারকেলের শস্য
iii) নারকেলের মালা
iv) নারকেলের ছোবড়া
a) স্ত্রীলোকের জ্ঞান
b) স্ত্রীলোকের কর্মদক্ষতা
c) স্ত্রীলোকের স্নেহ
d) স্ত্রীলোকের ভক্তি
e) স্ত্রীলোকের রূপ
f) স্ত্রীলোকের প্রেম
এই দুটো ছকের থেকে সঠিক তুলনাটি চিহ্নিত করো।
A. i) – a, ii) – d
B. iii) – d, iii) – e
C. iii) – f, iv) – e
D. i) – c,. iv) – e
■ সঠিক উত্তর – D
১৭) ‘জনা’ নাটকে প্রবীরের মৃত্যু অনিবার্য, কারণ –
A. প্রবীর অর্জুনের সমকক্ষ
B. প্রবীর কৃষ্ণের অরি
C. অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে
D. জাহ্নবীর বরপ্রাপ্তা
■ সঠিক উত্তর – A
১৮) প্রবন্ধ প্রকাশকাল
a) বাংলা ভাষা i) বঙ্গদর্শন, ১২৮০
b) বিদ্যাপতি ও জয়দেব ii) সাধনা, ১৩৩০
c) সুখ না দুঃখ iii) বঙ্গদর্শন,১২৮৮
d) সৌন্দর্যতত্ত্ব iv) সাধনা, ১২৯৯
সংকেত –
A. a) – ii b) – iii. c) – iv. d) – i
B. a) – iv b) – iii. c) – ii d) – i
C. a) – ii b) – iv. c) – i d) – iii
D. a) – iii b) – i. c) – iv. d) – ii
■ সঠিক উত্তর – D
১৯) মন্তব্য – শিল্পের অধিকার নিজেকে অর্জন করতে হয়।
যুক্তি – শিল্প হল নিয়তিকৃত নিয়মরহিতা।
A. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
■ সঠিক উত্তর – B
২০) রামমোহন রায়ের প্রবন্ধে প্রবর্ত্তক সহমরণ বিষয়ে নিজের বক্তব্য রাখতে যে সকল প্রমাণের সাহায্য নিয়েছিলেন তার সঠিক ক্রমটি চিহ্নিত করো –
A. অঙ্গিরা – ব্যাস – বিষ্ণুঋষি – ব্রহ্মপুরাণ – হারীত
B. অঙ্গিরা – হারীত – ব্যাস – বিষ্ণুঋষি – ব্রহ্মপুরাণ
C. অঙ্গিরা – ব্যাস – হারীত – বিষ্ণুঋষি – ব্রহ্মপুরাণ
D. অঙ্গিরা – হারীত – বিষ্ণুঋষি – ব্যাস – ব্রহ্মপুরাণ
■ সঠিক উত্তর – C
২১) কোন উদ্ধৃতাংশটি ‘ভারতচন্দ্র’ প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে ?
A. মানুষ একালে বই পড়ে না, পড়ে সংবাদপত্র
B. সমালোচনা এখন বিজ্ঞাপনের মূর্তি ধারণ করেছে
C. বিজ্ঞাপনের আর পাঁচটা দোষের ভিতর একটা হচ্ছে তার ন্যাকামি।
D. যুগধর্ম অনুসারে একালে সাহিত্য সমালোচনাও একরকমের বিজ্ঞান।
■ সঠিক উত্তর – D
২২)
a) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রবন্ধগুলি ‘জিজ্ঞাসা’ গ্রন্থের অন্তর্ভূক্ত।
b) ‘জিজ্ঞাসা’ প্রবন্ধ গ্রন্থটি ১৯০২ সালে প্রকাশিত হয়।
c) ‘জিজ্ঞাসা’ প্রবন্ধগ্রন্থটি রামেন্দ্রসুন্দর উৎসর্গ করেছেন যোগীন্দ্রসুন্দর ত্রিবেদীকে।
d) ‘অতিপ্রাকৃত – প্রথম প্রস্তাব’ প্রবন্ধটি বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ।
সংকেত –
A. a – শুদ্ধ b – শুদ্ধ c – অশুদ্ধ d – অশুদ্ধ
B a – শুদ্ধ b – অশুদ্ধ c – শুদ্ধ d – শুদ্ধ
C. a – শুদ্ধ b – অশুদ্ধ c – অশুদ্ধ d – শুদ্ধ
D. a – অশুদ্ধ b – শুদ্ধ c – শুদ্ধ d – অশুদ্ধ
■ সঠিক উত্তর – C
২৩) ‘আমার জীবন’ প্রবন্ধে লেখিকার সর্বাপেক্ষা বেশি ক্ষতি কত বছর বয়সে হয়েছিল ?
A. ২২ বছর B. ২৩ বছর
C. ২৪ বছর D. ২৫ বছর
■ সঠিক উত্তর – B
২৪) “পতিব্রতা সম্প্রদপ্তিং প্রবিবেশ হুতাশনং। তত্র চিত্রাঙ্গদধরং ভর্ত্তারং সান্বপদ্যত” – কার রচনা ?
A. অঙ্গিরা মুনি B. হারীত
C. ব্যাস ঋষি। D. মনু
■ সঠিক উত্তর – C
২৫) “রাশি রাশি অর্থহীনতার মধ্যে একটা অর্থ _” সীতানাথের উক্তি অনুযায়ী শূন্যস্থান পূরণ করো –
A. আত্মহত্যা
B. ইতিহাস
C. সীতানাথ
D. কণা
■ সঠিক উত্তর – D
২৬) ভুল বিবৃতিটি চিহ্নিত করো –
i) রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কীর্তি তাঁর জীবন।
ii) মহাযুদ্ধের মহাপ্রলয়ের পর সৃষ্টির মতো সৃষ্টি হল বিশ্বভারতী।
iii) রবীন্দ্রনাথের গৃহস্থাশ্রমের দৃশ্য দেখা যায় ছিন্নপত্রে।
iv) ‘পারিবারিক নারীসমস্যা’ প্রবন্ধটি প্রথম প্রকাশ পেয়েছিল ‘ভারতী’ পত্রিকায়।
v) ‘পারিবারিক নারীসমস্যা’ প্রবন্ধটি প্রাবন্ধিক ১৮ বছর বয়সে লিখেছিলেন।
সংকেত –
A. i), iii)
B. i), iv), v)
C. iii), v)
D. i), v)
■ সঠিক উত্তর – C
২৭) নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে কোন কোন বিভাগগুলি প্রবাসী পত্রিকায় ছিল ?
i) সমাচার ii) সংগ্রহ iii) আলোচনা
iv) বেতালের বৈঠক v) ছবি
vi) চিত্রপরিচয় vii) ডাকঘর viii) কষ্টিপাথর
সংকেত :
A. i, iii, v, viii
B. iii, iv, vi, viii
C. ii, iv, v, vii
D. ii, vi, vii, viii
■ সঠিক উত্তর – B
২৮) ‘বঙ্গদেশের পত্র সূচনা’ প্রবন্ধ থেকে বিবৃতিগুলির সঠিক ক্রমটি চিহ্নিত করো।
1. ইংরাজি একে রাজভাষা, অর্থোপার্জ্জনের ভাষা, তাহাতে আবার বহু বিদ্যার আধার।
2. বাঙ্গালা ভাষার লেখক মাত্রই হয় ত বিদ্যাবুদ্ধিহীন, লিপিকৌশলশূন্য, নয় ত ইংরাজি গ্রন্থের অনুবাদক।
3. ইংরেজি প্রিয় কৃতবিদ্যগণের প্রায় স্থির জ্ঞান আছে যে তাঁহাদের পাঠের যোগ্য কিছুই বাঙ্গালা ভাষায় লিখিত হইতে পারে না।
4. ইংরাজ হইতে এ দেশের লোকের যত উপকার হইয়াছে, ইংরাজি শিক্ষাই তাহার মধ্যে প্রধান।
5. যাহা কিছু বাঙ্গালা ভাষায় লিপিবদ্ধ হয়, তাহা হয়ত অপাঠ্য নয়ত কোন ইংরাজি গ্রন্থের ছায়ামাত্র।
A. 3-2-5-1-4
B. 4-1-5-2-3
C. 1-5-4-3-2
D. 5-4-1-2-3
■ সঠিক উত্তর – A
২৯) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ প্রবন্ধ অনুযায়ী শব্দগুলির অর্থ নির্ণয় করো।
A. B
a) খশ i) বৃহৎ কাপড়
b) বিষলড্ডুক ii) চাদর
c) তোগা iii) অসভ্য আর্য জাতি
d) চোগা iv) লুচি, কচুরি
সংকেত –
A. a) – ii, b) – iv, c) – iii, d) – i
B. a) – iv, b) – iii, c) – ii, d) – i
C. a) – iii, b) – iv, c) – i, d) – ii
D. a) – iii, b) – i, c) – iv, d) – ii
■ সঠিক উত্তর – C
৩০) নিম্নলিখিত তথ্যগুলি কোন প্রবন্ধকে নির্দেশ করছে ?
i) প্রবন্ধটি সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
ii) প্রবন্ধটির পর্ব সংখ্যা – ৮
iii) প্রবন্ধটি শ্রাবণ,১৩২৫ সংখ্যায় প্রকাশিত
হয়েছিল।
iv) প্রবন্ধটির মূল প্রবন্ধ ‘আমাদের শিক্ষা’ র অন্তর্গত।
A. কাব্যে অশ্লীলতা
B. ভারতচন্দ্র
C. মলাট সমালোচনা
D. বইপড়া
■ সঠিক উত্তর – D
৩১) “The Organs which guide an animal are under man’s guidance and control” – উদ্ধৃতিটি কোন প্রবন্ধে উল্লেখ আছে ?
A. শিল্পে অধিকার
B. শিল্পে অনধিকার
C. দৃষ্টি ও সৃষ্টি
D. সৌন্দর্যের সন্ধান
■ সঠিক উত্তর – C
৩২) বঙ্কিমচন্দ্রের ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সংখ্যায় যে প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল –
A. বিদ্যাপতি ও জয়দেব
B. নব্য লেখকদের প্রতি নিবেদন
C. বঙ্গদেশের পত্রসূচনা
D. ব্যাঘ্রাচার্য্যের বৃহল্লাঙ্গুল
■ সঠিক উত্তর – D
৩৩) কোন ইংরাজি কথা নবকুমার সহ্য করতে পারে না ?
A. ফ্রিডম
B. ফুল
C. লায়ার
D. স্টুপিড
■ সঠিক উত্তর – C
৩৪) রামমোহন রায়ের প্রবন্ধ অন্নদাশঙ্কর রায়ের কাছে অদ্ভূত কারণ –
A. রামমোহন রায় অনুবাদের কৃত্রিম ভাষা থেকে বাংলা ভাষাকে গ্রহণ করেছে।
B. রামমোহন রায়ের বিচার পদ্ধতি ও তর্কের রীতি সম্পূর্ণরূপে সংস্কৃতশাস্ত্র ভাষ্যকারদের অনুরূপ।
C. রামমোহন রায় গদ্য রচনায় মৌখিক ভাষাকে সম্পূর্ণ রূপে বর্জন করেছেন।
D. রামমোহন রায়ের গদ্যে শব্দের অন্বয়গুণ অনুপস্থিত।
■ সঠিক উত্তর – B
৩৫) বাল্যকাল থেকে স্বামীর মরণে স্ত্রী দাহ দেখে এসে আর স্ত্রীর কাতরাতে দয়া জন্মায়না – এই প্রসঙ্গে কাদের সঙ্গে তুলনা করেছেন রামমোহন ?
A. বৈষ্ণব
B. ব্রাহ্মণ
C. শাক্ত
D. শৈব
■ সঠিক উত্তর – C
৩৬) নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করো –
i) ‘নীলিমা’ কবিতার বাংলা অনুবাদক – বুদ্ধদেব বসু।
ii) ‘নীলিমা’র মূল কবিতাটির রচয়িতা – মালার্মে।
iii) ‘নীলিমা’ কবিতার প্রসঙ্গ আছে ‘সুন্দর ও বাস্তব’ প্রবন্ধে।
iv) বুদ্ধদেব বসু বোদলেয়ারের কবিতা বাংলা ভাষার অনুবাদ করেছেন।
A. iv
B. i, ii, iii
C. i, ii
D. ii, iv
■ সঠিক উত্তর – D
৩৭) রাসসুন্দরী দেবীর বাড়ির দক্ষিণদিকের বাগানের প্রবীণ গাছটি কী ?
A. বাবলা গাছ
B. অশ্বত্থ গাছ
C. আম গাছ
D. তেঁতুল গাছ
■ সঠিক উত্তর – D
৩৮) “লোকে তাঁর স্বনামকেই বেনাম বলে ভুল করেছে” – কার সম্পর্কে বলা হয়েছে ?
A. নজরুল ইসলাম B. গোকুল নাগ
C. বিষ্ণু দে D. প্রেমেন্দ্র মিত্র
■ সঠিক উত্তর – C
৩৯) “এই দুটি ঘটনা থেকে ঠাকুর পরিবারের আবহাওয়া অনুমান করা যায়” – ঘটনা দুটি হল –
i) প্রিন্স দ্বারকানাথের বিলাতযাত্রা
ii) রবীন্দ্রনাথের যৌবনারম্ভে উপনিষদের পৃষ্ঠা পাওয়া
iii) রবীন্দ্রনাথের স্কুল পরিত্যাগ
iv) যৌবনারম্ভে রবীন্দ্রনাথের বিলাতযাত্রা
v) রবীন্দ্রনাথের মৃত্যুর আগে জিওলজির গ্রন্থ পড়তে চাওয়া
সংকেত –
A. ii, iii. B. iii, iv,
C. i, iii. D. ii, v
■ সঠিক উত্তর – D
৪০) তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে কোন বিকল্পটি সঠিক –
i) তত্ত্ববোধিনী পত্রিকায় অক্ষয় কুমার দত্ত ১২বছর সম্পাদনা করেন।
ii) পত্রিকার প্রথম থেকেই শিরোভূষণ হিসাবে একমেবাদ্বিতীয়ম কথাটি মুদ্রিত থাকত।
iii) পত্রিকার প্রকাশের পনেরো বছর পর থেকে ব্রাহ্মধর্মের চারটি বীজমন্ত্র লেখা হত।
iv) বীজমন্ত্র দেবনাগরী হরফে লেখা হত।
v) ১৯২১ সাল থেকে বীজমন্ত্রটি বাংলা হরফে লেখা শুরু হয়।
সংকেত :
A. সবগুলি শুদ্ধ
B. ii, ও iv শুদ্ধ
C. i, v অশুদ্ধ
D. সবগুলি অশুদ্ধ
■ সঠিক উত্তর – A
৪১) রামমোহন রায়ের প্রবন্ধ অন্নদাশঙ্কর রায়ের কাছে অদ্ভূত কারণ –
A. রামমোহন রায় অনুবাদের কৃত্রিম ভাষা থেকে বাংলা ভাষাকে গ্রহণ করেছে।
B. রামমোহন রায়ের বিচার পদ্ধতি ও তর্কের রীতি সম্পূর্ণরূপে সংস্কৃতশাস্ত্র ভাষ্যকারদের অনুরূপ।
C. রামমোহন রায় গদ্য রচনায় মৌখিক ভাষাকে সম্পূর্ণ রূপে বর্জন করেছেন।
D. রামমোহন রায়ের গদ্যে শব্দের অন্বয়গুণ অনুপস্থিত।
■ সঠিক উত্তর – B
৪২) “কাব্যে অশ্লীলতা – আলঙ্কারিকদের মত” – প্রবন্ধে প্রাবন্ধিক যে আলঙ্কারিকের নাম উল্লেখ করেননি –
A. বামন B. দন্ডী
C. কুন্তক D. রাজশেখর
■ সঠিক উত্তর – C
৪৩) “তিরিশও যত দূরে, চল্লিশও তত দূরে” – এই অবস্থাকে প্রাবন্ধিক বলেছেন –
A. যৌবনের বিলাপ
B. যৌবনের অভিজ্ঞান
C. প্রৌঢ়ত্বের অভিজ্ঞান
D. প্রৌঢ়ত্বের শৈশব
■ সঠিক উত্তর – D
৪৪) “এত দিবস আমি জানিতাম” – এতদিবস লেখিকা কী জানতেন ?
A. লেখিকার মা’র বিবাহ হয়নি
B. লেখিকার বাবা নাই
C. বিধবারা অবিবাহিত
D. লেখিকা মায়ের কন্যা
■ সঠিক উত্তর – D
৪৫) A
a) শেলি
b) ক্রোচে
c) সুধীন দত্ত
d) সমর সেন
B
i) কবিতায় পলায়নীবৃত্তি প্রকাশ পায়।
ii) আর্টের মূল্য নৈতিকতায় মতবাদের সমার্থক।
iii) চিত্র ও কাব্য একটি বিশুদ্ধ কল্পনা।
iv) অনুকারকদের দলের স্কুল আছে।
সংকেত :
A. a) – ii,. b) – iii. c) – i d) – iv
B. a) – iii,. b) – iv. c) – i d) – ii
C. a) – ii,. b) – iii. c) – iv d) – i
D. a) – iv,. b) – iii. c) – ii d) – i
■ সঠিক উত্তর – A
——