জনা – গিরিশচন্দ্র ঘোষ
● বিষয়বস্তু –
গিরিশচন্দ্র ঘোষের জনা নাটক একটি পৌরাণিক নাটক। নাট্যকার নাটকটির ভাবনা গ্রহণ করেছেন মূলত মহাভারত ও জৈমিনি ভারতের কাহিনি থেকেই।
নাটকের কাহিনি অনুযায়ী, অর্জুনের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নীলধ্বজের মাহীষ্মতীপুরে এসে পৌঁছালে জনার জন্য প্রবীর ঘোড়া ধরলে যজ্ঞের নিয়ম অনুযায়ী যুদ্ধ হয়। যুদ্ধের প্রস্তুতিতে নাটকের প্রথমার্ধ কেটেছে যেখানে জনা ও তার পুত্র প্রবীর যুদ্ধের জন্য অবিচল, এবং প্রবীর পত্নী মদনমঞ্জরি, পিতা নীলধ্বজ সহ অনেকেই আশঙ্কিত। জনার স্তুতি গ্রহণ করেও যুদ্ধ বন্ধের জন্য জনার আরাধ্য গঙ্গাদেবী ঘোড়া চুরি করতে পাঠিয়ে ব্যর্থ হন। প্রবীর জনার ভক্তিতে বীর, তাই প্রবীরকে পরাস্ত করতে কৃষ্ণের প্রার্থনায় মহাদেব ছলনা নেন। মহাদেবের মায়ায় গঙ্গার বরপুত্র প্রবীর নায়িকার দ্বারা প্রলুব্ধ হয়ে যুদ্ধে পরাজিত হয় এবং যুদ্ধক্ষেত্রে সপত্নী দেহত্যাগ করেন। পুত্রহারা জনার ট্রাজেডি নাটকের শেষাংশে ঘনীভূত হয়েছে।
তবে, গিরিশ ঘোষ জনা নাটকটিকে পৌরাণিক নাটকের অভিধা অতিক্রম করে রাজনৈতিক ও সামাজিক ভাবনার বিমিশ্রণ ঘটিয়েছেন প্রবীর চরিত্রের মধ্যে দেশপ্রেমের সঞ্চার করে।
● উৎস –
কাশীরাম দাসের মহাভারতের অশ্বমেধ পর্বে এবং জৈমিনি ভারতে অশ্বমেধিক পর্বের পঞ্চদশ অধ্যায়ে গঙ্গাশাপ বৃত্তান্তে জনার কাহিনি আছে, তবে এখানে জনার নাম – জ্বালা।
● প্রথম প্রকাশ –
‘জনা’ নাটকটির রচনাকাল – ১৮৯৩খ্রি:।
‘জনা’ নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৩শে ডিসেম্বর, ১৮৯৩ খ্রি:, মিনার্ভা থিয়েটার।
● অঙ্ক – গর্ভাঙ্ক –
‘জনা’ নাটকে ৫টি অঙ্ক ও ১টি ক্রোড় অঙ্ক আছে।
নাটকে ৫টি অঙ্কে মোট ২৫টি গর্ভাঙ্ক আছে – ৫ + ৮ + ৪ + ৫ + ৩।
৹ প্রথম অঙ্ক –
১ম গর্ভাঙ্ক – রাজবাটীর কক্ষ।
২য় গর্ভাঙ্ক – উদ্যান।
৩য় গর্ভাঙ্ক – পান্ডব শিবির
৪র্থ গর্ভাঙ্ক – জনার কক্ষ।
৫ম গর্ভাঙ্ক – কৈলাস পর্বত উপত্যকা।
৹ দ্বিতীয় অঙ্ক –
১ম গর্ভাঙ্ক – জনার পূজাগৃহ
২য় গর্ভাঙ্ক – প্রান্তরের মধ্যে বৃক্ষ
৩য় গর্ভাঙ্ক – দূর্গাভ্যন্তর
৪র্থ গর্ভাঙ্ক – শিবিরের পথ
৫ম গর্ভাঙ্ক – প্রবীরের শয়নকক্ষ
৬ঠ গর্ভাঙ্ক – রাজবাড়ি নিকটস্থ উদ্যান
৭ম গর্ভাঙ্ক – রণস্থল
৮ম গর্ভাঙ্ক – রণক্ষেত্রের অপর পার্শ্ব
৹ তৃতীয় অঙ্ক –
১ম গর্ভাঙ্ক – মায়াকানন
২য় গর্ভাঙ্ক – উদ্যানস্থ চন্দ্রাতপ
৩য় গর্ভাঙ্ক – পান্ডব শিবির
৪র্থ গর্ভাঙ্ক – প্রান্তর
৹ চতুর্থ অঙ্ক –
১ম গর্ভাঙ্ক – শিবির সম্মুখ
২য় গর্ভাঙ্ক – বিদূষকের বাটীর সম্মুখ
৩য় গর্ভাঙ্ক – রাজবাড়ির কক্ষ
৪র্থ গর্ভাঙ্ক – রাজবাড়ির সম্মুখস্থ পথ
৫ম গর্ভাঙ্ক – রাজবাড়ির সম্মুখ
৹ পঞ্চম অঙ্ক –
১ম গর্ভাঙ্ক – প্রান্তর মধ্যস্থ অশত্থতল
২য় গর্ভাঙ্ক – রাজবাটীর কক্ষ
৩য় গর্ভাঙ্ক – বনপথ
● সঙ্গীত –
‘জনা’ নাটকের মোট সঙ্গীত সংখ্যা – ১৯ এবং স্তবগান – ১টি।
নাটকের পাঁচটি অঙ্কে ১৮টি এবং ক্রোড় অঙ্কে ১টি গান আছে।
নাটকের দ্বিতীয় অঙ্কে সর্বাধিক গান আছে।
৹ প্রথম অঙ্কে –
১) প্রাণ কেমন কেমন করে সজনি
গর্ভাঙ্ক – ২য়, গায়ক – সখীগণ
রাগ – নাটমল্লার(মিশ্র) তাল – খেমটা
২) এল তোর প্রাণ বঁধূ এল
গর্ভাঙ্ক – ২য় গায়ক – বসন্তকুমারী
রাগ – হাম্বির(মিশ্র) তাল – ত্রিতাল
৩) হরিনাম প্রেমভরা হরি বলি আয় –
গর্ভাঙ্ক – ৫ম, গায়ক – প্রমথগণ
রাগ – দেশকার তাল – লোফা
৪) হরি হরি হরি হর হর হর
গর্ভাঙ্ক – ৫ম, গায়ক – যোগিনী ও প্রমথ
রাগ – দেশমিশ্র তাল – ঠুংরি
৫) বনফুলভূষণ শ্যামমুরলীধন
গর্ভাঙ্ক – ৫ম গায়ক – প্রমথ ও যোগিনী
রাগ – দেশমিশ্র তাল – ঠুংরি
৹ দ্বিতীয় অঙ্কে –
৬) মা হয়ে মা মনে ব্যথা
গর্ভাঙ্ক – ১ম, গায়ক – জনা
রাগ – রামকেলি তাল – যৎ
৭) রাখাল মেলি ঘন করতালি
গর্ভাঙ্ক – ৪র্থ,
গায়ক – মদনমঞ্জুরি, স্বাহা ও বসন্তকুমারী
৮) দেখ ওই দেখ, ধেনু দাঁড়ায়ে
গর্ভাঙ্ক – ৫ম, গায়ক – সখীগণ
রাগ – বাহার তাল – ঠুংরি
৯) ভালোবাসি তাই বসি সেথায়
গর্ভাঙ্ক – ৮ম গায়ক – কাম ও রতি
রাগ – খাম্বাজ(মিশ্র) তাল – দাদরা
১০) নাগরী গেঁথে মালা যত্নে
গর্ভাঙ্ক – ৮ম গায়ক – কাম রতি
রাগ – খাম্বাজ(মিশ্র) তাল – ঠুংরি
৹ তৃতীয় অঙ্কে –
১১) একে সই ছোটে মলয় বায়
গর্ভাঙ্ক – ১ম গায়ক – সখীগণ
রাগ – বেহাগ মিশ্র তাল – খেমটা
১২) ভুলো না, কথায় ভুলো না
গর্ভাঙ্ক – ১ম গায়ক – সখীগণ
রাগ – শ্যামসিন্ধু তাল – দাদরা
১৩) ওলো সই, দেখলো কত কান
গর্ভাঙ্ক – ১ম, গায়ক – নায়িকা
রাগ – কানাড়া তাল – দাদরা
১৪) মড়ার হাড়ের ফুলের মালা
গর্ভাঙ্ক – ১ম, গায়ক – সখীগণ
রাগ – সামন্ত সারং তাল – খেমটা
১৫) ভূতনাথ ভব ভৈরব শংকর
গর্ভাঙ্ক – ৪র্থ গায়ক – ভৈরব ভৈরবী
রাগ – আনন্দভৈরব তাল – ত্রিতাল
৹ চতুর্থ অঙ্কে –
১৬) হামা দে পালায়
গর্ভাঙ্ক – ৪র্থ গায়ক – বালকগণ
রাগ – কীর্তন তাল – লোফা
১৭) ঘরে নাইক নবনী
গর্ভাঙ্ক – ৪র্থ গায়ক – বালকগণ
রাগ – দেশমিশ্র তাল – দাদরা
৹ পঞ্চম অঙ্কে –
১৮) সই লো, ওই গোপীর মনচোরা
গর্ভাঙ্ক – ১ম গায়ক – গোপিনীগণ
রাগ – দেশঝিল্লা তাল – দাদরা
৹ ক্রোড় অঙ্কে –
১৯) ধবল তুষার জিনি সিত শুভ্র কলেবর
রাগ – গান্ধারী টোড়ী
তাল – ধামার
গায়ক – ভৈরব
◆ স্তব গান ◆
তরঙ্গ তরঙ্গিনী আতঙ্ক ভঙ্গিনি
২য় অঙ্ক, ১ম গর্ভাঙ্ক। গায়ক – জনা।
—-