বাংলা মকটেস্ট(০১ – ১০) – ০১
বিষয় – ইউনিট ০১

উত্তরপত্র

১) নিম্নলিখিত সূত্রগুলি কোন সাহিত‍্যিক প্রাকৃতকে নির্দেশ করছে ?
1. সাহিত‍্যিক প্রাকৃতটির প্রাচীনতম নিদর্শন সুতনুকা প্রত্নলিপি।
2. সংস্কৃত নাটকে নিম্নশ্রেণির চরিত্রের ভাষায় এর ব‍্যবহার পাওয়া যায়।
3. ‘জ’ স্থানে ‘য’ এবং ‘র’ স্থানে ‘ল’ কারে পরিণত হ‌ওয়া এই প্রাকৃতের অন‍্যতম ভাষাতাত্ত্বিক লক্ষণ।

A. মাহারাষ্ট্রী প্রাকৃত
B. মাগধী প্রাকৃত
C. পৈশাচী প্রাকৃত
D. শৌরসেনী প্রাকৃত
★ সঠিক উত্তর – B

২) বিবৃতি ১ : প্রাচীন ভারতীয় আর্যে লব্দের অর্থের ওপর লিঙ্গ নির্ভর করত না।
বিবৃতি ২ : বিশেষ বিশেষ শব্দের লিঙ্গ ব‍্যাকরণ নির্দিষ্ট ছিল না।
A. বিবৃতি দুটোই শুদ্ধ
B. দুটো বিবৃতিই অশুদ্ধ
C. বিবৃতি ১ অশুদ্ধ, বিবৃতি ২ শুদ্ধ
D. বিবৃতি ১ শুদ্ধ, বিবৃতি ২ অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

৩) চর্যাপদ সম্পর্কে শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো
A. চর্যাপদে যৌগিককালের প্রয়োগ ছিল না।
B. যৌগিক ক্রিয়াপদের প্রয়োগ ছিল না
C. তৎসম শব্দের ব‍্যবহার ছিল না।
D. কর্তার লিঙ্গভেদ অনুসারে ক্রিয়ার লিঙ্গভেদ হত না।
★ সঠিক উত্তর – A

৪) পালিভাষাকে মাগধীর একটি রূপ মনে করতেন –
A. সুকুমার সেন
B. গ্রীয়ার্সন
C. ভিলহেল্ম
D. বিধূশেখর শাস্ত্রী
★ সঠিক উত্তর – C

৫)         A
a) শৃঙ্খল > শেকল
b) বিষ > বিশ
c) আগাপাছতলা > আগাপাশতলা
d) পঞ্চদশ > পনেরো

               B
i) স-কারীভবন
ii) র-কারীভবন
iii) বিনাসিক‍্যীভবন
iv) বিমূর্ধ‍্যনীভবন

A. a) – iii.   b) – iv.   c) – i.   d) – ii
B.  a) – ii    b) – iv.   c) – i.   d) – iii
C.  a) – iv.   b) – i.   c) – ii   d) – iii
D.  a) – iii.   b) – i.   c) – iv.   d) – ii
★ সঠিক উত্তর – A

৬) মন্তব‍্য – ‘শ’ এবং ‘স’ দুই স্বনিমের অন্তর্গত এক‌ই উচ্চারণ বৈচিত্র‍্য।

যুক্তি – প্রায় সমোচ্চারিত ধ্বনি দুটি একে অপরের স্থানে বসতে পারে না।

A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৭) সঠিক বিকল্পটি চিহ্নিত করো –
1. সীমা + অন্ত = সীমন্ত
2. উত্তম + ঋণ = উত্তমর্ণ
3. মহা + ঔৎসুক‍্য = মহৌৎসুক‍্য
4. মহা + ঔষধি = মহৌষধি
5. অক্ষ + ঊহিনী = অক্ষৌহিনী

A. 1, 3 , 5
B. 2, 4
C. 1, 2, 4
D. 3, 5
★ সঠিক উত্তর – D

৮) বৈদিক ক্রিয়ার পাঁচটি ভাব – 1. অভিপ্রায়, 2. নির্দেশক, 3. নির্বন্ধ, 4. সম্ভাবক ও
5. অনুজ্ঞা
– এদের মধ‍্যে কোন দুটি ভাব ক্ল‍্যাসিক‍্যাল সংস্কৃতে ছিল না ?

A. 1 ও 2
B. 3 ও 4
C. 1 ও 3
D. 2 ও 5
★ সঠিক উত্তর – C

৯) কোন প্রত‍্যয় কোন অর্থে ব‍্যবহৃত হয় ?
        প্রত‍্যয়                     অর্থ
a) ষ্ণীয়                      i) যুক্ত
b) মতুপ                    ii) হিত
C) ইত                      iii) আছে
d) ইন                       iv) যোগ‍্য

A. a) – ii    b) – iii.   c) – iv   d) – ii
B. a) – iii    b) – i.    c) – iv    d) – ii
C. a) – iv    b) – i.    c) – ii    d) – iii
D. a) – iv    b) – iii.   c) – i    d) – ii
★ সঠিক উত্তর – D

১০) অশুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো –
1. ‘ব‍্যাকরণ’ কথাটির প্রথম ব‍্যবহার দেখা যায় – উপনিষদে।
2. প্রথম ব‍্যাকরণ গ্রন্থ পনিনির অষ্টাধ‍্যায়ী
3. আধুনিককালে যাকে ধ্বনিবিজ্ঞান বলি বৈদিকযুগে তা ‘শিক্ষা’ নামে পরিচিত ছিল।
4. শহীদুল্লাহর মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম।

A. 1 ও 4.
B. 1 ও 3
C. 2 ও 3
D. 2 ও 4
★ সঠিক উত্তর – A

১১)      A.                      B
a) আদর্শ প্রাকৃত        i) অর্ধমাগধী
b) প্রাচীন প্রাকৃত.      ii) পৈশাচী
c) দীন প্রাকৃত.          iii) শৌরসেনী
d) জৈন প্রাকৃত.        iv) মাহারাষ্ট্রী

A. a) – ii    b) – iii.   c) – iv   d) – i
B. a) – iv.   b) – iii.   c) – ii.   d) – i
C. a) – iii    b) – i.    c) – iv    d) – ii
D. a) – iv    b) – iii.   c) – i    d) – ii
★ সঠিক উত্তর – B

১২) দৃষ্টান্ত দেখে কোনটি কোন শ্রেণির অব‍্যয় নির্ণয় করো –
             A
a) তাই তো! এ বড় দুঃসংবাদ
b) হায় হায়! সর্বনাশ হয়ে গেল
c) বটে রে! দেখাচ্ছি মজা
d) আহা রে! দুধের ছেলেকে কেউ এমন
  করে মারে!

            B
i) ভয় দুঃখ প্রকাশক
ii) বিস্ময় ব‍্যঞ্জক
iii) খেদ শোক সূচক
iv) বিরক্তিসূচক

A. a) – iii.   b) – iv.   c) – i.   d) – ii
B.  a) – ii    b) – iv.   c) – i.   d) – iii
C.  a) – ii.   b) – i.   c) – iv   d) – iii
D.  a) – iii.   b) – i.   c) – iv.   d) – ii
★ সঠিক উত্তর – C

১৩) 1. আন্দাজ  2. আইন    3. আক্কেল
4. আলখাল্লা  – ফারসির মধ‍্য দিয়ে আগত আরবি শব্দগুলি চিহ্নিত করো –
A. 1, 2
B. 2, 3
C. 1, 3
D. 3, 4
★ সঠিক উত্তর – B

১৪) ‘খান্দেশী’ কোন ভাষার উপভাষা ?
A. সিন্ধি
B. হিন্দি
C. গুজরাটী
D. রাজস্থানী
★ সঠিক উত্তর – D

১৫) নিম্নলিখিত লক্ষণগুলি কোন উপভাষাকে নির্দেশ করে ?
1. অসুখ > আসুখ       2. দুঃখ > দুক্ খু
3. আষাঢ় > আসার     4. তোমার > তুমার

A. বরেন্দ্রী
B. বঙ্গালী
C. কামরূপী
D. ঝাড়খন্ডী
★ সঠিক উত্তর – C

১৬) অশুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো
A. ব্রজভাষা ও ব্রজবুলি ভাষা একেবারে পৃথক।
B. ব্রজবুলি ভাষার সৃষ্টি বিদ‍্যাপতির হাতে।
C. ব্রজবুলির মূল আছে অবহটঠ এমন মত পোষণ করেছেন সুকুমার সেন।
D. রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় রচনা করেছিলেন ভানুসিংহের পদাবলী।
★ সঠিক উত্তর – B

১৭)     A                           B
a) উষ্মব‍্যঞ্জন                 i) র
b) তাড়িত ব‍্যঞ্জন           ii) ল
c) তরল ব‍্যঞ্জন              iii) হ
d) কম্পনজাত ব‍্যঞ্জন     iv) ড়

A. a) – iii.   b) – iv    c) – ii.   d) – i
B.  a) – ii    b) – iv.   c) – i.   d) – iii
C.  a) – ii.   b) – i.   c) – iv   d) – iii
D.  a) – iii.   b) – i.   c) – iv.   d) – ii
★ সঠিক উত্তর – A

১৮) কোন সাহিত‍্যিক প্রাকৃতে তিনটি শিসধ্বনির মধ‍্যে কেবল ‘স’ এর ব‍্যবহার লক্ষ‍্য করা যায় ?
A. শৌরসেনী
B. মাগধী
C. পৈশাচী
D. মাহারাষ্ট্রী
★ সঠিক উত্তর – C

১৯) নামধাতুর বাহুল‍্য বাংলার কোন উপভাষার বৈশিষ্ট‍্য ?
A. রাঢ়ী
B. কামরূপী
C. ঝাড়খন্ডী
D. বঙ্গালী
★ সঠিক উত্তর – C

২০) সঠিক বিকল্প চিহ্নিত করো
1. বাংলায় ‘ই’ ও ‘ঈ’ নূন‍্যতম শব্দজোড় রচনা করেছে।
2. বাংলা ‘ই’ ও ‘ঈ’ এক‌ই স্বনিমের দুটো উপধ্বনি।
3. বাংলা ‘উ’ ও ‘ঊ’ এক‌ই স্বনিমের দুটি পূরকধ্বনি।
4. ‘ঋ’ বাংলায় স্বরস্বনিম।
5. ‘ঐ’ এবং ‘ঔ’ বাংলায় স্বরস্বনিমের তালিকার অন্তর্ভূক্ত নয়।
A. 1, 2
B. 3, 4
C. 1, 4 ও 5
D. 2, 3 ও 5
★ সঠিক উত্তর – D

২১)    A                                  B
a) গার্ড > গারদ.            i) স্বরসংগতি
b) যদু > যোদো.             ii) বিপ্রকর্ষ
c) চাকদহ > চাগদা        iii) বিষমীভবন
d) লালা > নাল              iv) ঘোষীভবন

A. a) – iii.   b) – iv    c) – ii.   d) – i
B.  a) – ii    b) – i.    c) – iv   d) – iii
C.  a) – ii.   b) – iv.   c) – i    d) – iii
D.  a) – iii.   b) – i.   c) – iv.   d) – ii
★ সঠিক উত্তর – B

২২) শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A.’মৃগ’ শব্দ উত্তর পশ্চিমায়(শাহবাজগড়ী) হয়েছে – ম্রুগো।
B. ‘রাজ্ঞ’ শব্দ প্রাচ‍্যামধ‍্যায় (কালসী) হয়েছে – রঞো।
C. ‘ভবতি’ শব্দ দক্ষিণ পশ্চিমায় (গির্ণার) হয়েছে – ভবতি।
D. অশোকের অনুশাসনে প্রাচ‍্যা ও প্রাচ‍্যামধ‍্যার ভাষায় কোনো মিল নেই।
★ সঠিক উত্তর – C

২৩) মন্তব‍্য – বিভক্তি যোগে শব্দ ও ধাতু পদে পরিণত হয়ে বাক‍্যে যুক্ত হয়।
   যুক্তি – বিভক্তি যোগের পর প্রত‍্যয় ছাড়া শব্দে আর কিছু যোগ করা যায় না।

A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

২৪) “য়‍্যাক্ ঝোন্ মানুসের দুটা ব‍্যাটা আছলো” – কোন স্থানের মানুষেরা এভাবে কথা বলে ?
A. ফরিদপুর
B. কোচবিহার
C. ধলভূম
D. মালদহ
★ সঠিক উত্তর – D

২৫) কোনটি পোর্তুগিজ শব্দ নয় ?
A. পেয়ারা   
B. পেয়াদা
C. পেঁপে
D. পেরেক
★ সঠিক উত্তর – B

২৬)          A
a) পূর্বপদের অর্থ প্রাধান‍্য
b) পরপদের অর্থ প্রাধান‍্য
c) উভয়পদের অর্থ প্রাধান‍্য
d) অপর পদের অর্থ প্রাধান‍্য

                  B
i) কর্মধারয় সমাস
ii) অব‍্যয়ীভাব সমাস
iii) বহুব্রীহি সমাস
iv) দ্বন্দ্ব সমাস

A. a) – iii.   b) – iv.   c) – i.   d) – ii
B.  a) – ii    b) – iv.   c) – i.   d) – iii
C.  a) – iii   b) – i.   c) – iv   d) – ii
D.  a) – ii.   b) – i.   c) – iv.   d) – iii
★ সঠিক উত্তর – D

২৭) বাংলা ভাষার কোন স্তরে ‘অ্যা’ স্বরধ্বনির প্রয়োগ লক্ষ‍্য করা যায় ?
A. প্রাচীন বাংলা
B. আদি মধ‍্য বাংলা
C. অন্ত‍্য মধ‍্য বাংলা
D. আধুনিক বাংলা
★ সঠিক উত্তর – C

২৮) সঠিক বিকল্প চিহ্নিত করো –
1. অক্ষর নির্ধারিত হয় উচ্চারণ সাপেক্ষে।
2. অক্ষর গঠনে স্বরধ্বনির সামনে সর্বোচ্চ দুটি ব‍্যঞ্জন ধ্বনি থাকতে হয়।
3. অক্ষর গঠনে স্বরধ্বনির পেছনে সর্বোচ্চ দুটি ব‍্যঞ্জনধ্বনি থাকতে হবে।
4. কোনো অক্ষরের স্বরধ্বনির শেষে দুটি ব‍্যঞ্জনধ্বনি থাকলে সেই অক্ষরের স্বরধ্বনির পূর্বে কেবলমাত্র একটি ব‍্যঞ্জনধ্বনি গ্রহণ করতে পারে।

A. 1 ও 2
B. 2 ও 3
C. 1 ও 3
D. 3 ও 4
★ সঠিক উত্তর – D

২৯) প্রাচীন ভারতীয় আর্যভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট‍্যগুলির মধ‍্যে অশুদ্ধ কোনটি ?

A. শব্দরূপের চেয়ে ক্রিয়ারূপের বৈচিত্র‍্য বেশি
B. মহাপ্রাণবর্ণের ‘হ’ কার প্রবণতা
C.ক্রিয়াবিভক্তির দুইরকম রূপ – পরস্মৈপদ ও আত্মনেপদ
D. বিভিন্ন যুক্ত ব‍্যঞ্জনের স্বচ্ছন্দ ব‍্যবহার প্রচলিত ছিল।
★ সঠিক উত্তর – B

৩০)    ভাষাগোষ্ঠী             ভাষা
a) মাগধী                    i) হিন্দি
b) পৈশাচী.                ii) ভোজপুরী
c) শৌরসেনী.            iii) ছত্তিশগড়ী
d) অর্ধমাগধী            iv) সিন্ধি

A. a) – ii    b) – iv.   c) – i   d) – iii
B. a) – iv.   b) – iii.   c) – ii.   d) – i
C. a) – iii    b) – i.    c) – iv    d) – ii
D. a) – iv    b) – iii.   c) – i    d) – ii
★ সঠিক উত্তর – A

_____