বাংলা মকটেস্ট(১-১০)
বিষয় – ইউনিট ২ (পর্ব – ১)
উত্তরপত্র
১) কবিনাম রচিত পদ
a) ডোম্বী পা i) ৮
b) ঢেন্ঢন পা ii) ১৪
c) কামলি পা iii) ১৭
d) বীণা পা iv) ৩৩
সংকেত –
A. a) – iv. b) – iii. c) – ii d) – i
B. a) – ii. b) – iv c) – i d) – iii
C. a) – iv. b) – i c) – ii d) – iii
D. a) – ii. b) – iii. c) – iv d) – i
★ সঠিক উত্তর – B
২) “না বুঁঝো রঙ্গ ধামালী / না জানো সুরতী কেলি” – বক্তা কে ?
A. বড়াই
B. কৃষ্ণ
C. সখী
D. রাধা
★ সঠিক উত্তর – D
৩) কোন তথ্যটি রামপ্রসাদ সেন সম্পর্কে শুদ্ধ ?
A. পিতা রাজারাম সেন আয়ুর্বেদিক চিকিৎসক।
B. বিয়ে হয় বাইশ বছর বয়সে সর্বাণী দেবীর সঙ্গে।
C. দূর্গাচরণ রায়ের বাড়িতে ৪০টাকা বেতনে কাজ করতেন।
D. নদীয়ার দেওয়ান তাঁকে সভাকবির মর্যাদা দেন।
★ সঠিক উত্তর – B
৪) “পুরুষ ভ্রমর জাতি মধু যথা পায়
সুগন্ধী কমল নারী রস তথা ধায়”
– কে কাকে বলেছে ?
A. বামনের প্রতি লোর
B. লোরের প্রতি বামন
C. লোরের প্রতি মিত্রকন্ঠ
D. চন্দ্রাণীর প্রতি বুদ্ধিশিখা
★ সঠিক উত্তর – A
৫) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচনাকাল সম্পর্কে কে কী মত পোষণ করেছেন ?
A.
a) রাখালদাস বন্দ্যো:
b) সুকুমার সেন
c) নলিনীকান্ত ভট্টশালী
d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
i) ১৪৬৬ খ্রি:
ii) ১৪৫০ – ১৫০০খ্রি:
iii) চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধ
iv) অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ
সংকেত –
A. a) – ii. b) – iv. c) – i. d) – iii
B. a) – ii b) – i. c) – iv d) – iii
C. a) – iii. b) – i. c) – iv d) – ii
D. a) – iii. b) – iv. c) – i. d) – ii
★ সঠিক উত্তর – D
৬) “বৃন্দাবনে হারাইলোঁ ত্রৈলোক্যসুন্দরী / নাতিনী হারাইলো নামে __” – বড়াই নাতিনীর কী নাম বলেছিলেন ?
A. মাধুকরী
B. রাধিকা নাগরী
C. চন্দ্রাবলী
D. রাধা মনোহরী
★ সঠিক উত্তর – C
৭) “বঁধূ, কি আর বলিব আমি/ জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি” – পদটি কার রচিত ?
A. চন্ডীদাস
B. গোবিন্দদাস
C. জ্ঞানদাস
D. বলরামদাস
★ সঠিক উত্তর – B
৮) ‘মিনতি’ কোন ধরণের শব্দ ?
A. মুন্ডমাল
B. জোড়কলম
C. সঙ্কর
D. লোকনিরুক্তি
★ সঠিক উত্তর – B
৯) বিভিন্ন পন্ডিত চর্যাপদের বিভিন্ন নামকরণ করেছেন, সেই অনুযায়ী উভয় স্তম্ভ মেলাও –
পন্ডিত
a) সুকুমার সেন
b) প্রবোধচন্দ্র বাগচী
c) অসিত বন্দ্যোপাধ্যায়
d) বিধূশেখর শাস্ত্রী
e) হরপ্রসাদ শাস্ত্রী
নামকরণ
i) চর্য্যাচর্য্যবিনিশ্চয়
ii) চর্য্যাগীতিপদাবলী
iii) চর্য্যাশ্চর্য্যবিনিশ্চয়
iv) চর্যাগীতিকা
v) আশ্চর্যচর্য্যাচয়
সংকেত –
A. a) – iii. b) – iv. c) – v. d) – ii. e) – i
B. a) – iv. b) – v. c) – i. d) – ii. e) – iii
C. a) – v. b) – iv. c) – ii. d) – i. e) – iii
D. a) – ii. b) – iii. c) – iv d) – v e) – i
★ সঠিক উত্তর – D
১০) নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোন দুটি অর্ধসংবৃত ?
1. অ 2. আ 3. ই 4. উ 5. ও 6. এ
সংকেত –
A. 1, 2
B. 3, 4
C. 5, 6
D. 1, 5
★ সঠিক উত্তর – C
১১) ” _ নামে এক মহাপক্ষীবর
হিন্দুস্থান দেশে থাকে পর্বত উপর
নির্ম্মল শ্যামল অঙ্গ চরণ রাতুল
দীর্ঘ পুচ্ছ আঁখি যুগ মানিকের তুল।।
– কোন পাখির কথা বলা হয়েছে ?
A. হীরামনি
B. কাকুনুচ
C. পুরুষোত্তম
D. চন্দ্রাবলী
★ সঠিক উত্তর – B
১২) শ্রীকৃষ্ণকীর্তন থেকে রাগবিশেষে পদগুলির সঙ্গে স্তম্ভ মেলাও –
পদ
a) এঁবে ভ্রমর কোকিল শরে / গুণী মোরে
মনমথ মারে
b) কোন অপরাধে মোকে তেজহ কাহ্নাঞি/
আপনে বিচারি তোহ্মে চাদ ত গোসাঞি
c) গরবেঁ না তুষিলে হরী / পাছু না গুনিলী আছিদরী
d) চিরকাল আয়িলোঁ বনের ভিতরে / বিলম্ব করিতেঁ আ লাগে বড় ডরে
রাগ
i) গুজ্জরী
ii) দেশাগ
iii) রামগিরী
iv) ধানুষী
সংকেত –
A. a) – ii. b) – iii. c) – iv d) – i
B. a) – iii. b) – i. c) – iv d) – ii
C. a) – ii. b) – iv. c) – i d) – iii
D. a) – iii. b) – iv. c) – i d) – ii
★ সঠিক উত্তর – A
১৩) কোনটি রামপ্রসাদ সেনের পদ নয় ?
A. এমন দিন কি হবে তারা
B. আমি কি দুখেরে ডরাই
C. চরণ ধরে আছিস পড়ে
D. অভয় পদে সব লুটালে
★ সঠিক উত্তর – C
১৪) সঠিক বিকল্প চিহ্নিত করো –
1. চর্যাপদের প্রাপ্ত পুঁথিটিতে ৬৫টি পাতা ছিল।
2. চর্যাপদের ২৩সংখ্যক পদটি অর্ধেক পাওয়া যায়।
3. ২৫ ও ৪৭ সংখ্যক পদের গান সম্পূর্ণভাবে লুপ্ত।
4. চর্যাপদের ভাষাকে মৈথিলী ভাষার নিদর্শন বলেছেন – জয়কান্ত মিশ্র।
A. 1, 2
B. 2, 3
C. 1, 3
D. 2, 4
★ সঠিক উত্তর – D
১৫) বৈষ্ণবপদগুলি কোন পর্যায়ের ?
A
a) সাজল রসবতি সহচরি সঙ্গ /
মনমথ সময় মনহি মন রঙ্গ
b) পদ আধ চলত খলত পুন বেরি/
পুন ফেরি চুম্বয়ে দুঁহু মুখ হেরি
c) নব অনুরাগে ঘরে রহই না পারি/
গুরুজন পথ ধনি করত নেহারি
d) কে যাবে মথুরাপুর কার লাগি পাব/
এ সব দুখের কথা লিখিয়া পাঠাব
B
i) সম্ভোগ
ii) অভিসার
iii) মাথুর
iv) পূর্বরাগ
সংকেত –
A. a) – ii. b) – iii. c) – iv d) – i
B. a) – iii. b) – i. c) – iv d) – ii
C. a) – ii. b) – i. c) – iv d) – iii
D. a) – iii. b) – iv. c) – i d) – ii
★ সঠিক উত্তর – C
১৬) কামরূপী উপভাষার সঙ্গে কোন উপভাষার সাদৃশ্য আছে ?
A. বরেন্দ্রী
B. বঙ্গালী
C. ঝাড়খন্ডী
D. রাঢ়ী
★ সঠিক উত্তর – B
১৭) জন্ম – তাম্বুল – বংশী – রাধাবিরহ – এই ক্রমে পদগুলি কোন খন্ডের চিহ্নিত করে ক্রমানুসারে সাজাও –
1. নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশ/
তাত ময়ূরের পুছ দিল সুবেশ।
2. বুঝিতেঁ না পারো কাহ্নাঞিঁ তোহ্মার চরিত/
যাচিতে উপখেহ তোহ্মে সে আমৃত
3. আচম্বিত বুঢ়ী দেখি বৃন্দাবন মাঝে/
বিনয় করিআঁ পুছন্তি দেবরাজে
4. এবেঁ বড় নয়ন মো না দেখোঁ সুন্দরী/
কথাঁ গেলেঁ পাইব আহ্মে শ্রীকৃষ্ণ হরী।
সংকেত –
A. 4 – 1 – 3 – 2
B. 1 – 3 – 4 – 2
C. 3 – 1 – 4 – 2
D. 2 – 1 – 3 – 4
★ সঠিক উত্তর – B
১৮) সঠিক বিকল্প চিহ্নিত করো –
1. রোসাঙ নগর কর্ণফুলী নদীর পশ্চিম দিকে অবস্থিত।
2. দৌলত কাজী শ্রী সুধর্মার নির্দেশে লোরচন্দ্রাণী কাব্যটি রচনা করেন।
3. লোরচন্দ্রাণী কাহিনির উৎস সাধন রচিত ‘চন্দ্রাইন’ কাব্য।
4. ‘লোরচন্দ্রাণী’ কাব্য দৌলত কাজী শুরু করেন ময়নার প্রসঙ্গ দিয়ে।
A. 1, 3
B. 2, 3
C. 1, 2
D. 1, 4
E. 2, 4
★ সঠিক উত্তর – D
১৯) কমলাকান্ত ভট্টাচার্যের পদগুলি চিহ্নিত করো –
1. গৌরী আমার এল কৈ ?
2. আমি কি হেরিলাম নিশি স্বপনে !
3. ওহে প্রাণনাথ গিরিবর হে
4. ওরে গিরি, কেমন কেমন করে প্রাণ
5. ওহে গিরিরাজ, গৌরী অভিমান করেছে
সংকেত –
A. 1, 2, 4
B. 2, 5
C. 2, 3, 5
D. 1, 3, 4
★ সঠিক উত্তর – B
২০) পদ
a) গুরু গরবিত মাঝে রহি সখী সঙ্গে
পুলকে পুরয়ে তনু শ্যাম পরসঙ্গে
b) জল বিনু মীন যেন কবহুঁ না জীয়ে
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে
c) দেখ সখি কো বনি সহচরী মেলি
আমারি জীবন সঞে করতহি খেলি
d) হৃদয়ক মৃগমদ গীমক হার
দেহক সরবস গেহক সার
পদকর্তা
i) চন্ডীদাস
ii) বিদ্যাপতি
iii) জ্ঞানদাস
iv) গোবিন্দদাস
সংকেত –
A. a) – iii. b) – iv. c) – ii. d) – i
B. a) – iv. b) – iii. c) – i. d) – ii
C. a) – iii. b) – i. c) – iv. d) – ii
D. a) – iv. b) – iii. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – C
২১) পদ
a) অপনে রচি রচি ভব নিবানা/
মিছেঁ লোঅ বন্ধাবএ অপনা
b) তুলা ধুনি ধুনি আঁসু বে আঁসু
আঁসু ধুনি ধুনি নিরবর সেসু
c) করুণা পিহাড়ি খেলহুঁ নয়বল
সদগুরু বোহেঁ জিতেল ভববল।
d) দুলি দুহি পিঠা ধরন ন জাই
রুখের তেন্তুলী কুম্ভীরে খাঅ
পদকর্তা
i) শান্তি পা
ii) সরহ পা
iii) কুক্কুরী পা
iv) কাহ্ন পা
সংকেত –
A. a) – iii. b) – iv. c) – ii. d) – i
B. a) – ii. b) – i. c) – iv. d) – iii
C. a) – iii. b) – i. c) – iv. d) – ii
D. a) – ii. b) – iii. c) – iv. d) – i
★ সঠিক উত্তর – B
২২) রামপ্রসাদ সেনকে ‘কাঁঠালের আমসত্ত্ব’ কে বলেছেন ?
A. আজু গোঁসাই
B. কমলাকান্ত ভট্টাচার্য
C. কৃষ্ণচন্দ্র
D. স্ত্রী
★ সঠিক উত্তর – A
২৩) গোবিন্দদাস রচিত প্রেমবৈচিত্ত্যের পদটি চিহ্নিত করো –
A. হরি রহে কাননে কামিনী লাগি / জাগরে জরজর মনসিজ আগি
B. মধুর সময় রজনি শেষ / শোহই মধুর কানন বেশ
C. প্রতি অঙ্গে রতি চিহ্ন আঁখি ঢুলুঢুলু / খসিল কেশবেশ মালতী বকুল
D. নখপদ হৃদয়ে তোহারি / অন্তর জ্বলত হামারি
★ সঠিক উত্তর – C
২৪) আলাওল ‘পদ্মাবতী’ কাব্যটি রচনা করেন কার অনুরোধে ?
A. আশারফ খান
B. মাগন ঠাকুর
C. শ্রী সুধর্মা
D. সোলেমন
★ সঠিক উত্তর – B
২৫) নিম্নলিখিত সূত্রগুলি কোন পদকর্তাকে নির্দেশ করছে ?
1. টীকাকার মুনিদত্ত তাঁকে আদি সিদ্ধাচার্য বলেছেন।
2. তিনি শবরীপাদের শিষ্য।
3. হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি বাঙালি।
4. প্রাপ্ত পুঁথিতে তাঁর রচিত পদের সংখ্যা – ২
A. কাহ্ন পা
B. ভুসুকু পা
C. সরহ পা
D. লুই পা
★ সঠিক উত্তর – D
২৬) বসন্তরঞ্জন রায় সম্পাদিত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের মুখবন্ধটি কে লিখেছিলেন ?
A. হরপ্রসাদ শাস্ত্রী
B. সুকুমার সেন
C. বিধূশেখর শাস্ত্রী
D. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
★ সঠিক উত্তর – D
২৭) ইক্ষু > উচ্ছু – কোন সাহিত্য প্রাকৃতের নিদর্শন ?
A. মাহারাষ্ট্রী
B. পৈশাচী
C. শৌরসেনী
D. মাগধী
★ সঠিক উত্তর – A
২৮) “ছোলতান আলাউদ্দিন দিল্লীর ঈশ্বর
তার স্থানে মাগি গিয়া কোঙ্কণ দোসর
মোর উপদেশে হেন কন্যা যদি পায়
আজন্ম দরিদ্র মোর খন্ডিব নিলায়”
– কার ভাবনা ?
A. হীরামণি
B. নাগমতি
C. রাঘব চেতন
D. শীলভদ্র
★ সঠিক উত্তর – C
২৯) জ্ঞানদাসের অভিসারের পদটির পঙক্তিগুলি ক্রমানুসারে সাজাও –
1. দুই চারি সহচরী সঙ্গহি নেল
নব অনুরাগ ভরে চলি গেল
2. মেঘ যামিনী অতি ঘন আন্ধিয়ার
ঐছে সময়ে ধনি করু অভিসার
3. বরিখত ঝর ঝর খরতর মেহ
পাওল সুবদনী সঙ্কেত গেহ।
4. ঝলকত দামিনী দশ দিশ অপি
নীল বসনে ধনি সব তনু ঝাঁপি
সংকেত –
A. 2 – 4 – 1 – 3
B. 3 – 2 – 4 – 1
C. 4 – 2 – 1 – 3
D. 2 – 3 – 1 – 4
★ সঠিক উত্তর – A
৩০) চর্যাপদে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে পটমঞ্জুরী রাগ। কতবার ?
A. ৯
B. ১১
C. ১৪
D. ১৭
★ সঠিক উত্তর – B
/——/