বাংলা মকটেস্ট সিরিজ ( ১ – ১০)
বিষয় – ইউনিট ১০
মকটেস্ট – ১১

উত্তরপত্র

১) কীসের কথা বলা হয়েছে ?
1. একটি স্বয়ংসম্পূর্ণ ক্রিয়াকে ভিত্তি করে নাটকীয় রীতিতে কাহিনিটি গঠিত হবে।
2. এটি বর্ণনাত্মক।
3. গান ও দৃশ‍্য এখানে না থাকলেও চলে।
4. এটি মিতছন্দে রচিত হবে।
A. ট্রাজেডি
B. কমেডি
C. উপন‍্যাস
D. মহাকাব‍্য
★ সঠিক উত্তর – D

২)   A.                               B
a) ধীরললিত            i) ভীমসেন
b) ধীরশান্ত              ii) শ্রীকৃষ্ণ
c) ধীরোদাত্ত.           iii) কন্দর্প
d) ধীরোদ্ধত.            iv) যুধিষ্ঠির
সংকেত –
A. a) – iii.   b) – iv.   c) – ii.    d) – i
B. a) – iii.   b) – i.     c) – iv.    d) – ii
C. a) – ii.    b) – iv    c) – i.    d) – iii
D. a) – ii.    b) – i.     c) – iv.   d) – iii
★ সঠিক উত্তর – A

৩) চিত্রকাব‍্যের মধ‍্যেও অলঙ্কারের সার্থকতা আছে এমন মত পোষণ করেছেন –
A. রুদ্রট
B. কুন্তক
C. আনন্দবর্ধন
D. দন্ডী
★ সঠিক উত্তর – B

৪) “সবে বলে মোরে কানুকলঙ্কিনী / গরবে ভরল দে” – কোন অলঙ্কার ?
A. বিষম
B. অসঙ্গতি
C. বিরোধাভাস
D. বিভাবনা
★ সঠিক উত্তর – C

৫)            A
a) নাট‍্যশালা হাসপাতাল নয়
b) নাট‍্যশালা শিক্ষায়তন নয়
c) শিল্প হল অনুকরণ
d) অনুকরণের বিষয় মানুষ ও তার ক্রিয়া

               B
a) প্লেটো
b) অ্যারিস্টটল
c) লুকাস
d) বাইওয়াটার
সংকেত –
A. a) – iii.   b) – iv.   c) – ii.    d) – i
B. a) – iii.   b) – iv    c) – i    d) – ii
C. a) – ii.    b) – iv    c) – i.    d) – iii
D. a) – ii.    b) – i.     c) – iv.   d) – iii
★ সঠিক উত্তর – B

৬) মন্তব‍্য – ধূর্ত নায়ক উজ্জ্বলনীলমণিতে গৃহীত হয়নি।
যুক্তি – ধূর্ত নায়ক বিদ‍্যাপতি কর্তৃক স্বীকৃত নয়।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

৭) ‘মেঘদূত’ প্রবন্ধে রবীন্দ্রনাথ চিরবিরহের আলোচনা প্রসঙ্গে কোন বৈষ্ণবকর্তার নাম উল্লেখ করেছেন ?
A.জ্ঞানদাস
B. চন্ডীদাস
C. বলরাম দাস
D. বিদ‍্যাপতি
★ সঠিক উত্তর – C

৮) ‘অলঙ্কারাৎ অনন্তাত্বাৎ’ – অলঙ্কারকে অনন্ত বলেছেন –
A. ভরত
B. ভামহ
C. রাজশেখর
D. আনন্দবর্ধন
★ সঠিক উত্তর – D

৯) “অজ্ঞানতাবশত কোনো কাজ করতে যাওয়ার আগেই সত‍্য জানা ভালো – অ্যারিস্টটলের এই মন্তব‍্য বিভ্রান্তিকর।
যুক্তি – উদঘাটনের এই পদ্ধতির পরিণতি সুখের।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

১০)      A.                            B
a) পাঞ্চালী      i) বেশি সংখ‍্যক পদের সমাস
b) লাটী.         ii) সমাসহীনা
c) গৌড়ী        iii) দুই তিন পদের সমাস
d) বৈদর্ভী       iv) পাঁচ সাত পদের সমাস
সংকেত –
A. a) – iii.   b) – iv.   c) – ii.    d) – i
B. a) – iii.   b) – iv    c) – i    d) – ii
C. a) – ii.    b) – iv    c) – i.    d) – iii
D. a) – ii.    b) – i.     c) – iv.   d) – iii
★ সঠিক উত্তর – B

১১) হারু ঘোষ কোন গাছের তলায় বজ্রাঘাতে মারা গিয়েছিল ?
A. অশ্বত্থ
B. আম
C. বট
D. নিম
★ সঠিক উত্তর – C

১২) অ্যারিস্টটল কাব‍্যতত্ত্বের কোন কোন পরিচ্ছেদে ভাষা নিয়ে আলোচনা করেছেন ?
A. ১৮, ২০, ও ২২
B. ২০, ২১, ও ২২
C. ২২, ২৩, ও ২৪
D. ২০, ২১, ও ২৫
★ সঠিক উত্তর – D

১৩) অশুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. ভরত নাট‍্যশাস্ত্রে দশটি কাব‍্যগুণ স্বীকার করেছেন।
B. ভরত কাব‍্যের দোষ গুণ নিয়ে আলোচনা করেছেন নাট‍্যশাস্ত্রের সপ্তম অধ‍্যায়ে।
C. ভরত কথিত গুণের কথা স্বীকার করছছেন দন্ডী।
D. ভামহ মাত্র তিনটি গুণ স্বীকার করেছেন।
★ সঠিক উত্তর – B

১৪) প্রিয়তমের অপরাধে সজলনয়না ও নীরব নায়িকাকে কী বলে ?
A. সব্রীড়রতিপ্রযত্না
B. সখীবশা
C. রতিপরাঙ্মুখী
D. রোষকৃতবাষ্পমৌনা
★ সঠিক উত্তর – D

১৫)          A.                        B
a) নারকেলের জল        i) বুদ্ধি
b) নারকেলের শস‍্য.      ii) স্নেহ
c) নারকেলের মালা.     iii) রূপ
d) নারকেলের ছোবড়া.  iv) বিদ‍্যা
সংকেত –
A. a) – iii.   b) – iv.   c) – ii.    d) – i
B. a) – iii.   b) – iv    c) – i     d) – ii
C. a) – ii.    b) – i     c) – iv.    d) – iii
D. a) – ii.    b) – iv.    c) – i.    d) – iii
★ সঠিক উত্তর – C

১৯) 1. তার চেহারার সঙ্গে নেপোলিয়নের সাদৃশ‍্য আছে।
2. জিমনাসিয়ামে পটু
3. চোখ তীক্ষ্ণ ঈগলের মতো
কার কথা বলা হয়েছে ?
A. ধ্রুব
B. যতীন
C. মিহির
D. অমর
★ সঠিক উত্তর – C

২০) “লাগল অঞ্জন যাবক রঙ্গ! অব তুঁহু নীললোহিত ভেল অঙ্গ/
সমুচিত চন্দক ধাবনি দেহে। ইহ এক অনুচিত লাগল মোহে”
– এখানে রাধার কোন অবস্থার বর্ণনা আছে ?
A. অভিসারিকা
B. উৎকন্ঠিতা
C. খন্ডিতা
D. কলহন্তরিতা
★ সঠিক উত্তর – C

২১) ভরতের নিষ্পত্তি শব্দের অর্থ অনুমিতি বলেছেন –
A. ভট্টলোল্লট
B. ভট্টশঙ্কুক
C. ভট্টতৌত
D. ভট্টনায়ক
★ সঠিক উত্তর – B

২২) উজ্জ্বলনীলমণি মতে প্রকৃতিভেদে নায়ক কত প্রকার ?
A. ৪ প্রকার
B. ৮ প্রকার
C. ১৬ প্রকার
D. ৯৬ প্রকার
★ সঠিক উত্তর – D

২৩) ময়ূরবাহন নাটকের চরিত্র ও অভিনেতাদের স্তম্ভ মেলাও –
        চরিত্র                     অভিনেতা
a) ময়ূরবাহন              i) যদু
b) শঙ্কর.                    ii) হরবল্লভ
c) বিক্রম.                  iii) জলদ
d) প্রেতাত্মা.               iv)  বেণি
সংকেত –
A. a) – iii.   b) – i.    c) – iv.    d) – ii
B. a) – iii.   b) – iv    c) – i     d) – ii
C. a) – ii.    b) – iv    c) – i.    d) – iii
D. a) – ii.    b) – i.     c) – iv.   d) – iii
★ সঠিক উত্তর – A

২৪) অনুমানজনিত মান কয় প্রকার ?
A. ২ প্রকার
B. ৩ প্রকার
C. ৪ প্রকার
D. ৫ প্রকার
★ সঠিক উত্তর – C

২৫) ‘পোয়েটিকস’ অবলম্বনে ক্রমানুসারে সাজাও –
1. হোমার তার নানা নৈপুণ‍্যে কাহিনির অসংগতি লুকিয়েছেন।
2. অবিশ্বাস‍্য সম্ভাব‍্যতার চেয়ে বিশ্বাসযোগ‍্য অসম্ভাব‍্যতা বেশি গ্রহণযোগ‍্য।
3. হোমার শিখিয়েছেন কীভাবে যথার্থ উপন‍্যাস রচনা করতে হয়।
4. যতটা সম্ভব অব‍্যাখ‍্যেয় বা অসম্ভাব‍্য ব‍্যাপার কাহিনিতে না থাকাই ভালো।
সংকেত –
A. 3 – 2 – 4 – 1
B. 2 – 4 – 1 – 3
C. 4 – 2 – 3 – 1
D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – A

২৬) অশুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. ঔচিত‍্যকে কাব‍্যের আত্মা বলেছেন ক্ষেমেন্দ্র।
B. ঔচিত‍্যকে কাব‍্যের শ্রেষ্ঠ লক্ষণ বলেছেন – ভামহ।
C. ঔচিত‍্যকে বক্রোক্তির প্রধান অঙ্গ বলেছেন – কুন্তক।
D. ঔচিত‍্যবিচার রস সম্বন্ধে শ্রেষ্ঠ বিচার বলেছেন – আনন্দবর্ধন।
★ সঠিক উত্তর – B

২৭) গয়ায় চৈতন‍্যদেবের পিন্ডদান আদিখন্ডের কততম অধ‍্যায়ে আছে ?
A. ১২
B. ১৩
C. ১৪
D. ১৫
★ সঠিক উত্তর – D

২৮) বৈরাগ‍্য, চিন্তা, খেদ, দীর্ঘশ্বাস প্রভৃতি লক্ষণ নায়িকার কোন অবস্থায় প্রকাশ পায় ?
A. বাসকসজ্জা
B. বিপ্রলব্ধা
C. খন্ডিতা
D. উৎকন্ঠিতা
★ সঠিক উত্তর – B

২৯) শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. সাতুর নাটকের প্রথম সার্থক রচয়িতা – প্রাতিনাস।
B. হোমার রচিত লঘু রচনা – মগনেস।
C. বাস্তবের চেয়ে হীনতর চরিত্র সৃষ্টি করেন – পোলুগনোতুস।
D. একজন প্রাচীন কমেডি রচয়িতা – মরগিতেস।
★ সঠিক উত্তর – A

৩০) গ্রন্থ রচয়িতাদের আবির্ভাবকাল অনুযায়ী গ্রন্থগুলি ঊর্দ্ধক্রমে সাজাও –
1. কাব‍্যালঙ্কার সারসংগ্রহ
2. কাব‍্যাদর্শ
3. বক্রোক্তিজীবিত
4. কাব‍্যালঙ্কার
A. 2 – 3 – 1 – 4
B. 3 – 4 – 1 – 2
C. 3 – 2 – 4 – 1
D. 2 – 1 – 4 – 3
★ সঠিক উত্তর – D

/ —- /