বাংলা মকটেস্ট সিরিজ(১-১০)
বিষয় – ছন্দ – অলঙ্কার
মকটেস্ট – ১০
উত্তরপত্র
১) বিবৃতি ১ : “ঐ আসে ঐ যে গো অতি ভৈরব হরষে” – এটি অনুপ্রাস নয়।
বিবৃতি ২ : ‘ঐ’ একমাত্রিক হওয়ায় গুরুগম্ভীর ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ধ্বনি বৈচিত্র্য সৃষ্টি করতে পারেনি।
সংকেত –
A. বিবৃতি দুটোই অশুদ্ধ
B. বিবৃতি ১ শুদ্ধ, বিবৃতি ২ অশুদ্ধ
C. দুটো বিবৃতিই শুদ্ধ
D. বিবৃতি ১ অশুদ্ধ, বিবৃতি ২ শুদ্ধ
★ সঠিক উত্তর – C
২) “বাঁকানো চাঁদের সাদা ফালাটি
তুমি বুঝি খুব ভালোবাসতে ?
চাঁদের শতক আজ নহে তো
এ যুগের চাঁদ হল কাস্তে।”
পঙক্তিটি সম্পর্কে অশুদ্ধ বিবৃতিটি চিহ্নিত করো –
A. পর্ব – ৪ মাত্রা
B. পদ – ২ পর্ব
C. পঙক্তি – ১পদী
D. রীতি – মাত্রাবৃত্ত
★ সঠিক উত্তর – A
৩) কোনটি বিভাবনা অলঙ্কার ?
A. মক্ষিকাও গলে না গো/ পড়িলে অমৃত হ্রদে
B. হৃদয় মাঝে মেঘ উদয় করি/ নয়নের মাঝে ঝরিল বারি
C. শাশুড়ি ননদী নাই, নাই তোর সতা / কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা
D. রসের সায়রে ডুবায়ে আমারে / অমর করহ তুমি
★ সঠিক উত্তর – C
৪) শ্রুত্যনুপ্রাসের প্রবর্ত্তক কে ?
A. বামন
B. দন্ডী
C. ভোজরাজ
D. বিশ্বনাথ
★ সঠিক উত্তর – B
৫) “জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো” – বক্তা কে ?
A. নিখিলেশ
B. ধনঞ্জয়
C. পঞ্চক
D. শ্রীবিলাস
★ সঠিক উত্তর – A
৬) “ও নব জলধর অঙ্গ / ইহ থির বিজুরীতরঙ্গ” – কোন রূপক ?
A. সাঙ্গ
B. নিরঙ্গ
C. পরম্পরিত
D. অধিকারূঢ়
★ সঠিক উত্তর – D
৭) ‘স্তবক’ শব্দের প্রতিশব্দরূপে ‘শ্লোক’ শব্দের ব্যবহার কে করেছেন ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. প্রবোধচন্দ্র সেন
C. সত্যেন্দ্রনাথ দত্ত
D. অমূল্যধন মুখোপাধ্যায়
★ সঠিক উত্তর – B
৮) “রাজ্য তব স্বপ্নসম / গেছে টুটে” – কোনটি শুদ্ধ ?
A. উপমেয় – স্বপ্ন
B. উপমান – রাজ্য
C. সাধারণ ধর্ম – নেই
D. তুলনাবাচক শব্দ – সম
★ সঠিক উত্তর – D
৯) উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয় কোন অলঙ্কারে ?
A. নিশ্চয়
B. অপহ্নতি
C. উৎপ্রেক্ষা
D. সন্দেহ
★ সঠিক উত্তর – B
১০) ১৩ মাত্রা, ১৪ মাত্রা, ১৭ মাত্রা, ১৯ মাত্রা – অনুসারে পঙক্তিগুলি ক্রমানুসারে সাজাও –
1. নদী তীরে দুই কুলে কুলে কাশ বন দুলি হে
2. গগনে গরজে মেঘ ঘন বরষা
3. ঘন মেঘভার গগনতলে বনে বনে ছায়া তারি
4. হে বীর, জীবন দিয়ে মরণেরে জিনিলে
A. 2 – 4 – 1 – 3
B. 3 – 2 – 1 – 4
C. 2 – 4 – 3 – 1
D. 4 – 1 – 3 – 2
★ সঠিক উত্তর – A
১১) “রাধিকা হারাআঁ বড়ায়ি বুলে থানে থানে
ভাল মনে পথক না দেখে নয়নে”
– পদটি কোন রাগে রচিত ?
A. গুজ্জরী
B. দেশাগ
C. পাহাড়ীআ
D. মালব
★ সঠিক উত্তর – C
১২) শুদ্ধ মন্তব্য নির্ণয় করো
A. বাংলা ভাষায় রচিত ছন্দের প্রথম গ্রন্থ নরহরি ভট্টাচার্যের ছন্দসমুদ্র।
B. বাংলায় মাত্রাবৃত্ত ছন্দের প্রয়োগ করলেন ঈশ্বর গুপ্ত।
C. পয়ার ছন্দের উৎস – লাচাড়ি।
D. বাংলা আদি ছন্দের প্রসূতি – অর্বাচীন অপভ্রংশ।
★ সঠিক উত্তর – D
১৩) “একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাজাহান / কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান” – ছন্দের মাত্রা নির্ণয় করো।
A. ৪ + ৪ + ৮
B. ৮ + ১০
C. ৬ + ৪ + ৪
D. ৮ + ৮
★ সঠিক উত্তর – B
১৪) “অনেকদিন আবোল তাবোল শিশু দেখিনি আমরা” – পঙক্তিটি কোন কবিতার অন্তর্গত ?
A. অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে
B. হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
C. চেতন স্যাকরা
D. কাল মধুমাস
★ সঠিক উত্তর – B
১৫) অতিশয়োক্তি অলঙ্কারগুলি দৃষ্টান্ত অনুযায়ী স্তম্ভ মেলাও
A
a) ক্রমশ চাঁদের রূপে ঘরটি তার ভরে উঠল
b) শেষবার এই লিখে যাই / তুমি চলে গেছ/
বাকি আর যতকিছু / হিজিবিজি আঁকাজোকা ব্লটিঙের পরে
c) যাঁহা যাঁহা নিকসয়ে তনু তনু জ্যোতি /
তাঁহা তাঁহা বিজুরি চমকময় হোতি
d) কত মধু যামিনী রভসে গোঁঙায়নু
না বুঝিনু কৈছন কাল
লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু
তবু হিয়া জুড়ন না গেল
B
i) অসম্বন্ধে সম্বন্ধ
ii) ভেদে ভেদ
iii) সম্বন্ধে সম্বন্ধ
iv) অভেদে ভেদ
সংকেত –
A. a) – ii. b) – iv. c) – i d) – iii
B. a) – iv. b) – iii. c) – ii. d) – i
C. a) – iv b) – i c) – ii d) – iii
D. a) – ii. b) – iii. c) – i. d) – ii
★ সঠিক উত্তর – A
১৬) মন্তব্য – সংস্কৃত ছন্দ পদক্ষেপের মাত্রা গণনা করে নিশ্চিন্ত থাকে।
যুক্তি – নির্দিষ্ট নিয়মে দীর্ঘ হ্রস্ব মাত্রাকে সাজানো সংস্কৃত ছন্দের একটা অঙ্গ।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
১৭) ‘রবীন্দ্রনাথ’ শব্দে ক’টি রুদ্ধদল আছে ?
A. ২টি B. ৩টি
C. ৪টি D. ৫টি
★ সঠিক উত্তর – A
১৮) “ত্রিযামা যামিনী একা বসে গান গাহি” – অলঙ্কার নির্ণয় করো
A. যমক
B. ছেকানুপ্রাস
C. পুনরুক্ত বদাভাস
D. শ্লেষ
★ সঠিক উত্তর – C
১৯) তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। সভার নামকরণ কে করেছিলেন ?
A. রামমোহন রায়
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. অক্ষয়কুমার দত্ত
D. রামচন্দ্র বিদ্যাবাগীশ
★ সঠিক উত্তর – D
২০) “এই অলঙ্কারটি অপহ্নতি অলঙ্কারের বিপরীত” – কোন অলঙ্কারের কথা বলা হয়েছে ?
A. সন্দেহ
B. নিশ্চয়
C. ভ্রান্তিমান
D. উৎপ্রেক্ষা
★ সঠিক উত্তর – B
২১) পঙক্তি মাত্রা
a) জীবন দেউল আঁধার করে i) ১৮
নিবল হঠাৎ আলো
b) হে শেফালি শরৎ নিশির ii) ১৪
স্বপ্ন শিশির সঞ্চিত
c) মনে পড়ে কবেকার পাড়াগাঁর iii) ১৬
অরুণিমা সান্যালের মুখ
d) ভুবন পেরিয়ে আসা শুধু iv) ২২
কবিতার জন্য
সংকেত –
A. a) – iv. b) – ii. c) – i. d) – iii
B. a) – iii. b) – i. c) – iv. d) – ii
C. a) – ii. b) – i c) – iv d) – iii
D. a) – ii. b) – iv. c) – iii d) – i
★ সঠিক উত্তর – C
২২) ধনুয়ার মতে, ফুলঝরিয়ার চলাফেরা করতে না পারার কারণ –
A. রূপের গরবে শিবজীকে লাথি মেরেছিল
B. যে মাটিতে জন্মেছিল তার নীচে কালো
বিড়ালের হাড় ছিল
C. জন্মের পর ওই পায়ে চামচিকার হাওয়া লেগেছিল
D. আগের জন্মে বরকে দিয়ে পা টিপিয়েছিল
★ সঠিক উত্তর – D
২৩) “যৌবনের মৌবনে ফুলবানী মুখ দুলবানী মন ছোটে” – পঙক্তিটিতে কোনটি নেই ?
A. উপমেয়
B. উপমান
C. সাধারণ ধর্ম
D. তুলনাবাচক শব্দ
★ সঠিক উত্তর – D
২৪) সঠিক পর্ব বিভাগটি চিহ্নিত করো –
A. আকাশ ছ : ড়ায়ে আছে || শান্তি হয়ে আকাশে আ || কাশে
B. আকাশ | ছড়ায়ে আছে || শান্তি হয়ে | আকাশে আ || কাশে
C. আ : কাশ ছড়ায়ে আছে || শান্তি হয়ে আকাশে আ : কাশে
D. আকাশ ছড়ায়ে আছে || শান্তি হয়ে আকাশে || আকাশে
★ সঠিক উত্তর – A
২৫) দুলন মাঝিকে জল খেতে কে দেখতে পেয়েছিল ?
A. চমরু
B. দুঃখীরাম
C. রোতনী
D. সোমাই
★ সঠিক উত্তর – B
২৬) কোন অলঙ্কারের কথা বলা হয়েছে ?
1. শব্দটি প্রথম বামন ব্যাবহার করেছেন।
2. একে মন্মট ‘ব্যাজোক্তি’ বলেছেন।
3. ভামহ একে স্বীকার করেননি।
4. যমকের অনিবার্য পরিণতি এই অলঙ্কার।
A. অনুপ্রাস
B. পুনরুক্ত বদাভাস
C. বক্রোক্তি
D. শ্লেষ
★ সঠিক উত্তর – D
২৭) অশুদ্ধ বিকল্প চিহ্নিত করো –
A. অক্ষরবৃত্ত আসলে একটি যৌগিক ছন্দ।
B. অক্ষরবৃত্ত ছন্দে অতিপর্ব অসম্ভব।
C. অক্ষরবৃত্ত ছন্দে ছন্দ চরিত্র নির্ণয়ের ক্ষেত্রে অক্ষর যে একটি মূলগত তত্ত্ব তা অনস্বীকার্য।
D. প্রাচীন কবিরা বাংলা অক্ষর সংখ্যা ধরেই ত্রিপদী পয়ার প্রভৃতি ছন্দ রচনা করতেন।
★ সঠিক উত্তর – C
২৮) “ঐ যে দূরে পথ দেখা যায় ঐ পথেরই বাঁকে / শৈশবেরই দিনগুলো সব হাতছানিতে ডাকে” – কোন ছন্দের উদাহরণ ?
A. দলবৃত্ত
B. মাত্রাবৃত্ত
C. প্রত্নমাত্রাবৃত্ত
D. অক্ষরবৃত্ত
★ সঠিক উত্তর – A
২৯) 1. পুকুর > পুখুর
2. কে বটে আপনি ?
বৈশিষ্ঠ্যগুলি কোন উপভাষাকে চিহ্নিত করছে ?
A. কামরূপী
B. বঙ্গালী
C. ঝাড়খন্ডী
D. বরেন্দ্রী
★ সঠিক উত্তর – C
৩০) “দূর দিগন্তে শঙ্কিত গ্রাম
ঘুমায় তিমির মুড়ি”
– কোন কোন অলঙ্কারের উদাহরণ ?
A. সমাসোক্তি ও রূপক
B. ব্যজস্তুতি ও অনুপ্রাস
C. সমাসোক্তি ও ব্যতিরেক
D. ব্যতিরেক ও অনুপ্রাস
★ সঠিক উত্তর – A
/ —– /